Category: সমিতি/সংগঠন

  • জেলা নাগরিক কমিটি:সাতক্ষীরার বিভিন্ন পেশাজীবী সামাজিক সাংস্কৃতিক সংগঠনে অযাচিত হস্তক্ষেপ এবং নির্বাচন কেন্দ্রিক অচলাবস্তা নিরসনের আহবান

    জেলা নাগরিক কমিটি:সাতক্ষীরার বিভিন্ন পেশাজীবী সামাজিক সাংস্কৃতিক সংগঠনে অযাচিত হস্তক্ষেপ এবং নির্বাচন কেন্দ্রিক অচলাবস্তা নিরসনের আহবান


    প্রেসবিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ঈদ পূর্ণমিলনী শনিবার (৭ মে ২০২২) সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মোঃ আনিসুর রহিম।
    সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, দৈনিক পত্রদূত এর ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা জেএসডি’র নেতা সুধাংশু শেখর সরকার, জেলা জাসদ সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদ জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিশ আলী, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জাতীয় পাটির নেতা প্রকৌশলী আনোয়ার জাহিদ তপন, জাসদ নেতা মোঃ দিদারুল আলম হেলাল, জেলা সিপিবি সভাপতি আবুল হোসেন, সংবাদকর্মী জহুরুল কবির, এনজিও কর্মী শেখ আফজাল হোসেন, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, এনজিও কর্মী এড. মুনির উদ্দিন, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের আসাদুজ্জামান লাভলু, ভূমিহীন নেতা কওসার আলী, আব্দুস সামাদ, ব্যবসায়ী আব্দুর রহমান, সাহিত্যিক গাজী শাহজাহান সিরাজ প্রমুখ।
    সভায় জেলা সদরের অধিকাংশ শ্রমজীবী-পেশাজীবী সংগঠন, ট্রেড ইউনিয়ন, বেসিক ইউনিয়ন, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান কুক্ষিগত করতে নেপথ্যের রাজনৈতিক ও প্রশাসনিক অযাচিত হস্তক্ষেপ এবং এর ফলে মামলা মোকদ্দমার কারনে অচলাবস্তা সৃষ্টি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় এসব সংগঠনকে অযাচিত হস্কক্ষেপ মুক্ত করে তার গঠনতন্ত্র অনুযায়ী নিজস্ব নেতৃত্ব বিকাশের সুযোগ দেওয়ার আহবান জানানো হয়।
    সভায় নাগরিক কমিটির সদস্য মাধব চন্দ্র দত্তের মাতার এবং মোঃ আব্দুর রহমানের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

  • সাতক্ষীরায় স্বপ্নসিঁড়ির নবীন-প্রবীন মিলনমেলা

    সাতক্ষীরায় স্বপ্নসিঁড়ির নবীন-প্রবীন মিলনমেলা

    প্রেস বিজ্ঞপ্তি
    সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির আয়োজনে বর্তমান ও প্রাক্তন রোভার স্কাউট মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ৪ মে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম। মিলনমেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসার বাসুদেব বসু। স্বপ্নসিঁড়ির আহবায়ক নাজমুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের প্রাক্তন সম্পাদক মোঃ মনিরুজ্জামান, স্বপ্নসিঁড়ির উপদেষ্টা ও সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আজিজুর রহমান, জেলা রোভার কমিশনার এমদাদুল হক, সম্পাদক এস এম আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ আবু তালেব। স্বপ্নসিঁড়ির যুগ্ম সচিব সালাউদ্দীন রানার সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রথম সিনিয়র রোভার মেট আমিনুর রশিদ, প্রাক্তন সিনিয়র রোভার মেট আ ন ম মুরাদুজ্জামান, ব্যাংক কর্মকর্তা ও স্বপ্নসিঁড়ির সদস্য আলতাফ হোসেন, রেবেকা সুলতানা, জাহাঙ্গীর হোসেন, নাজরানা কাকলী, রতœা, মঈনুর রহমান মঈন, আব্দুল্লাহ আল মামুন, এসএম বিপ্লব হোসেন, ফাহাদ হোসেন, জেলা সিনিয়র রোভার মেট উজ্জ্বল মোল্লা, সাবিনা ইয়াসমিন, রজনী সুলতানা প্রমুখ। মিলনমেলায় প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন, স্বপ্নসিঁড়ি আর্ত মানবতার সেবায় কাজ করছে। ত্রাণ বিতরণ, অসহায় মানুষকে সহায়তা প্রদান, বৃক্ষ রোপনসহ প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে এর সদস্যা। তিনি আগামীতে সংগঠনের সকল প্রকার সহযোগিতা করার আহবান জানান। সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, জেলার অন্যতম একটি স্বেচ্চাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি। যাদের কাজই হলো মানুষের কল্যান করা। তিনি স্বপ্নসিঁড়ির পাশে থাকার আহবান জানান। অনুষ্ঠানে নবীন প্রবীনের এক মিলনমেলা বসে। র‌্যাফেল ড্র, তাবুজলসাসহ বিভিন্ন খেলাখুলায় মুখরিত হয়ে উঠে পুরো কলেজ ক্যাম্পাস।

  • জেলা রোভার স্কাউটের ঈদ সামগ্রী বিতরণ

    জেলা রোভার স্কাউটের ঈদ সামগ্রী বিতরণ

    ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা রোভার স্কাউটের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০ এপ্রিল সকালে সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর রোভার পল্লীতে বিতরণ করা হয়েছে। ইদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের প্রাক্তন সম্পাদক মোঃ মনিরুজ্জামান, জেলা রোভার স্কাউটের কমিশনার ইমদাদুল হক, সম্পাদক এস এম আসাদুজ্জামান, প্রাক্তন সম্পাদক এ এস এম আব্দুর রশিদ, ভালকু চাঁদপুর ডিগ্রি কলেজের রোভার স্কাউট নেতা মোঃ আব্দুস সবুর, স্বপ্নসিঁড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট নেতা নাজমুল হক প্রমুখ।

  • বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলার ইফতার অনুষ্ঠান 

    প্রেস বিজ্ঞপ্তি:
    বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ইফতার অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ রমজান সাতক্ষীরায় বিসিডিএস ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলাহাজ্ব দীন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসিম ফারুক খান মিঠু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক শেখ নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মনিরুল ইসলাম পলাশ, সিদ্দিকুর রহমানসহ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাতক্ষীরা জেলা, সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী বৃন্দ।

  • ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক আলোচনা সভা ও ইফতার মাহফিল

    ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক আলোচনা সভা ও ইফতার মাহফিল


    নিজস্ব প্রতিনিধি : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) ২১ রমজান শহরের নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে আইডিইবি জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মো. আব্দুর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. শামসুর রহমান।
    অনুষ্ঠানের শুরুতে সাংগঠনিক বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর। সাংগঠনিক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সহ-সভাপতি শেখ রফিকুল ইসলাম তাপস, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোবারক হোসেন, আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী আবেদুর রহমান, কামরুল আখতার তপু, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, সাতক্ষীরা সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দীন, পাউবো’র উপবিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন, পাউবো’র উপবিভাগীয় প্রকৌশলী রাহিতুল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রকৌশলী আতিয়ার রহমান, প্রকৌশলী ফরিদ হোসেন, প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, প্রকৌশলী জিয়াউল হক, প্রকৌশলী আব্দুল আলিম, প্রকৌশলী ফিরোজ হোসেন, প্রকৌশলী রবিউল ইসলাম, প্রকৌশলী চঞ্চল হোসেন প্রমুখ। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক আলোচনা শেষে ইফতার পূর্বে সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকল মৃত সদস্যদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা এবং দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিইবির সাতক্ষীরা নির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী গোলাম মোস্তফা। এসময় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও সাতক্ষীরা জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

  • জনতা ব্যাংক আগরদাড়ী শাখার ইফতার মাহফিলে ব্যাংকার ও সুধিজনদের মিলন মেলা

    জনতা ব্যাংক আগরদাড়ী শাখার ইফতার মাহফিলে ব্যাংকার ও সুধিজনদের মিলন মেলা


    নিজস্ব প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে জনতা ব্যাংক আগরদাড়ী শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (১২ এপ্রিল) সাতক্ষীরা শহরের আল বারাকা মার্কেটস্থ পিৎজা মিলানে আয়োজিত এই ইফতার মাহফিল ব্যাংকার ও সুধিজনদের মিলন মেলায় পরিণত হয়।
    ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের ডিজিএম মো: আব্দুস সালাম।
    জনতা ব্যাংক আগরদাড়ী শাখার ব্যবস্থাপক শাহীনুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, পল্লী বিদ্যুতের ঝাউডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম রফিকুল ইসলাম, জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের এজিএম মো: রোকনুজ্জামান, এজিএম রবিউল ইসলাম, জনতা ব্যাংকের প্রশাসনিক কর্মকর্তা শেখ বেনজীর আহমেদসহ জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের আওতাধীন ১৪টি শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারী ও সিবিএ নেতৃবৃন্দ।
    ইফতার মাহফিলে জনতা ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

  • স্বপ্নসিঁড়ির ইফতার মাহফিল

    স্বপ্নসিঁড়ির ইফতার মাহফিল

    প্রেস বিজ্ঞপ্তি
    সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল সন্ধ্যায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির আহবায়ক নাজমুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউটের কমিশনার ও প্রাক্তন অধ্যক্ষ ইমদাদুল হক, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান, জেলা রোভার স্কাউটের সম্পাদক এস এম আসাদুজ্জামান। স্বপ্নসিঁড়ির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দীন রানার সঞ্চলনায় বক্তব্য রাখেন স্বপ্নসিঁড়ির সদস্য ও ব্যাংক কর্মকর্তা মুহা. আলতাফ হোসেন, রেবেকা সুলতানা, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, এস এম বিপ্লব হোসেন, সদস্য (প্রচার) সেলিম হোসেন, ফাহাদ হোসেন, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি উজ্জ্বল মোল্লা, সাবিনা ইয়াসমিন, রজনী সুলতানা, সানজিদা আলম, জান্নাতুল মাওয়া সাজ্জা, সাথী আলম, নূর জাহান খাতুন, নিশাত আনম, ইমামুল কবীর, উৎস্য কুমার দাশ, আল শাহরিয়ার অনিক, ওয়েদুজ্জামান সোহাগ, শেখ হাবিবুর রহমান, ইয়াকুব আলী, সাইদুজ্জামান প্রান্ত প্রমুখ। ইফতার মাহফিল পূর্বে স্বপ্নসিঁড়ির কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ইদের পরদিন রোভার স্কাউট মিলনমেলাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

  • নারী পুরুষের সমতা ও নারী শিশু নির্যাতন মুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে সাতক্ষীরা জেলা মহিলা পরিষদের  বার্ষিকী পালিত

    নারী পুরুষের সমতা ও নারী শিশু নির্যাতন মুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে সাতক্ষীরা জেলা মহিলা পরিষদের বার্ষিকী পালিত


    নিজস্ব প্রতিবেদক:- ৩রা এপ্রিল ২২ সকাল ১০টায় সাতক্ষীরাতে বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে “ সমতার চেতনা প্রতিষ্ঠা করি-নারীর প্রতি সহিংসতা বন্ধে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী ও আলোচনাসভায় বক্তারা বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে দীর্ঘ ৫২ বছর নারীদের মধ্যে সাহসের সঞ্চার করে চলেছে বাংলাদেশ মহিলা পরিষদ।নারী তথা মানবাধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবী এ সংগঠনের ভ’মিকা অনস্বীকার্য।নারীর অগ্রযাত্রা দূশ্যমান হলেও এখনো রাষ্ট্র,সমাজ ও পরিবারে রয়ে গেছে নারী-পুরুষের বৈষম্য। নারীর প্রতি সহিংসতা,ধর্মান্ধতা, দুর্নীতি, পুরুষতান্ত্রিক মনোভাব আজও নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় অন্তরায়।
    র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক জ্যোৎস্না দত্ত,সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র,আন্দোলন সম্পাদক জোছনা পারভীন,সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন সহ বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার নেত্রীবৃন্ধ।আলোচনা সভায় বক্তারা বলেন নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখ যে কাজ করছে,তার সুবিধাভোগী অনেক নারীই।৫২ বছরে এসে নারীদের মধ্যে যে সাহসের সঞ্চার হতে দেখি,তা মহিলা পরিষদ জুগিয়েছে।তবে ঘরের কাজের বোঝা এথনো নারীকেই বহন করতে হয়, এজন্য পুরুষদের সহযোগীতা করার আহ্বান জানান।

  • সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বার্ষিক সম্মেলন ও বনভোজন অনুষ্ঠিত



    বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সম্মেলন ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি আবদুস সাত্তার। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু ইউসুফ খান বাদল। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়ন্ত সরকার, সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শেখ ফয়সাল আহমেদ, ভারতের চেন্নাই মহাত্মা গান্ধী মেমোরিয়াল হেলথকেয়ার সিনিয়র কনসালটেন্ট ডা সঞ্জীব মহান্তি, বাংলাদেশ রিজন প্রধান শতদল ঘোষ, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, রোটারী ক্লাব অব সাতক্ষীরায় সভাপতি শফিউল ইসলাম, সাপ্তাহিক মুক্ত-স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার সভাপতি সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক নাসির হোসেন, যশোর জেলা শাখা সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল গফফর। সম্মেলন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ছিলেন সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও আলিপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সাতক্ষীরার সকল উপজেলা ও ইউনিয়ন এর ১২ শতাধিক গ্রাম ডাক্তার উপস্থিত ছিলেন।

  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা


    নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকালে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হামিদ আজাদী, প্রভাষক নুর আহমেদ, প্রভাষক মনিরুল ইসলাম, প্রভাষক আনারুল ইসলাম, নাসির উদ্দিন, মাওলানা তৈয়েবুর রহমান, আবুল বাসার, খাদিজা খাতুন, মেহেরুন নাহার,মো. সাইফুল ইসলাম, মো. শহীদুল্লাহ প্রমুখ। এসময় সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মো. জাহাঙ্গীর আলম জিয়া।

  • জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা

    জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা


    সংবাদদাতা : মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সদস্য এ্যাড. ফরিদা আক্তার বানু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহানা মহিদ বুলু, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার জেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোকছেদ আলী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রোখসানা পারভীন, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি প্রমুখ।

  • বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

    জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার পক্ষ থেকে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
    ১৭ মার্চ সন্ধ্যা ৭টায় সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য অসীম দাস সোনা।
    বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ সাধু, সভাপতি মন্ডলীর সদস্য বিশ্বনাথ ঘোষ, সুধাংশু শেখর সরকার, সাধারন সম্পাদক স্বপন কুমার শীল, জয় মহা প্রভু সেবক সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক দাস সোনাতন, সংগঠনের জেলার প্রচার সম্পাদক বিকাশ দাশ, সদর উপজেলার যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শিব পদ গাইন, তাপস আশ্চার্য্য, ছাত্রঐক্য পরিষদের আহবায়ক সুজন বিশ্বাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সদরের সাধারণ সম্পাদক প্রভাষক বাসু দেব সিংহ। প্রেস বিজ্ঞপ্তি

  • বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার প্রচার সম্পাদকের মৃত্যুতে শোক

    বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার প্রচার সম্পাদকের মৃত্যুতে শোক


    প্রেস-বিজ্ঞপ্তি : বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার প্রচার সম্পাদক ও স্বপ্ন ক্লিনিকের মালিক রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৭টায় কলারোয়ার কয়লা গ্রামে নিজস্ব বাসভবনে অসুস্থ্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। ১৫ মার্চ বাদ আছর জানাযা শেষে কলারোয়ায় কয়লা গ্রামে মরহুমের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার প্রচার সম্পাদক ও স্বপ্ন ক্লিনিকের মালিক রফিকুল ইসলাম (৫৬) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের সভাপতি ডা. হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সহ-সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, কোষাধ্য ডা. সি.এম নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক, নির্বাহী সদস্য মো. ফজলুর রহমান, মো. আবুল খায়ের, বিধান চন্দ্র মন্ডল, শাহীন আলম, পুলক কুমার পাল, মো. গোলাম রব্বানী, মো. ইখতেখার আলমসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। এদিকে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কার্যকরী পরিষদের প্রচার সম্পাদক ও স্বপ্ন ক্লিনিকের মালিক রফিকুল ইসলাম (৫৬) এর মৃত্যুতে তার নিজ গ্রাম কলারোয়ার কয়লা গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশা পাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।

  • আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির প্রীতিভোজ

    আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির প্রীতিভোজ


    প্রেস-বিজ্ঞপ্তি : সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির আয়োজনে প্রীতিভোজ আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের লেকভিউতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সকল আজীবন ও সাধারণ সদস্যদের অংশগ্রহণ ফি- ৫০০ (পাঁচ শত) টাকা এবং ৮ বছরের নিচে সদস্যদের ৩০০ (তিন শত) টাকা নির্ধারণ করা হয়েছে। প্রীতিভোজে অংশগ্রহণ ইচ্ছুক সকলকে আগামী ২৫ মার্চের মধ্যে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির অফিসে অংশগ্রহণ ফি জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। প্রীতিভোজের প্রথম পর্বে সন্ধ্যা ৭টায় থাকবে পরিচিতি অনুষ্ঠান এবং রাত ৮ টায় প্রীতিভোজ অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সংশ্লিষ্ট সকল আজীবন ও সাধারণ সদস্যদের প্রীতিভোজে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।

  • ওমরা পালনের উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ গ্রামডাক্তার কল্যাণ সমিতির সভাপতির

    ওমরা পালনের উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ গ্রামডাক্তার কল্যাণ সমিতির সভাপতির

    বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক পুরাতন সাতক্ষীরা সেকেন্ড অফিস মোড়ে দীর্ঘদিন সুনামের সাথে চিকিৎসা সেবা প্রদানকারী গ্রাঃ ডাঃ মাহবুবুর রহমান পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করেছেন। রবিবার সকালে মুয়াল্লিম আব্দুর রহিমের কাফেলায় নিজ পরিবারসহ তিনি সাতক্ষীরা ত্যাগ করেন। তিনি যাতে ওমরার সকল কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে পারেন তার জন্য সাতক্ষীরাবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

  • বাংলাদেশ জুয়েলার্স সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সভা

    বাংলাদেশ জুয়েলার্স সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সভা


    পরিতোষ কুমার দে সভাপতি এবং ভৈরব দত্ত সাধারণ সম্পাদক
    নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জুয়েলার্স সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ মার্চ) বেলা ১১টায় কালিগঞ্জ বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাজুস কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি পরিতোষ কুমার দে’র সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌর চন্দ্র দত্ত।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, সহ-সভাপতি বলাই দে প্রমুখ। বাজুস কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সভায় পরিতোষ কুমার দে সভাপতি ও ভৈরব দত্তকে সাধারণ সম্পাদক করে পুনরায় বাজুস কালিগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করেন জেলা কমিটির নেতৃবৃন্দ। নব-গঠিত কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদক কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। সাধারণ সভায় বাজুস উপজেলা ও জেলা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাজুস জুয়েলার্স সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ভৈরব দত্ত।

  • সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনে ভার্চুয়াল মিটিং

    সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনে ভার্চুয়াল মিটিং

    সংবাদদাতা: মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার” এই স্লোগানকে ধারণ করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখায় একটি নতুন ইউনিট গড়ে তুলবে সে লক্ষ্য নিয়ে একটি ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়।
    সোমবার ৫টায় ভার্চুয়াল মিটিং এ যুক্ত থেকে দিক নির্দেশনা মূলক কথা বলেন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব গাজী আলিম আল রাজী,
    এসময় ভার্চুয়াল মিটিং আরো যুক্ত ছিলেন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের খুলনা জেলা শাখার সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন প্রিন্স, সাতক্ষীরা জেলা শাখার সদস্য মো. রাহাত রাজা,শহীদুজ্জামান শিমুল, মো. রিজাউল করিম, রাকিবুল ইসলাম, স.ম.ওসমান গনি সোহাগ, আলী মোর্তাজা হৃদয় প্রমুখ।

  • কাজিডাঙ্গা স্বেচ্ছাসেবী যুব সংঘের কমিটি গঠন

    সংবাদ বিজ্ঞপ্তি: তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের কাজিডাঙ্গা স্বেচ্ছাসেবী যুব সংঘের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহি কমিটি গঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় মোহনা বাজারে কাজিডাঙ্গা স্বেচ্ছাসেবী যুব সংঘের অস্থায়ী কার্যলায়ে উপদেষ্টা গাজী জামাল উদ্দিনের পরিচালনায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে শেখ রেজাউল করিম কে সভাপতি ও গাজী মুরাদ হোসেন কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
    এসময় কাজিডঙ্গা স্বেচ্ছাসেবী যুব সংঘের উপদেষ্টা গাজী জামাল উদ্দিন বলেন, আমাদের সংগঠটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা সব সময় চেষ্টা করব স্বেচ্ছায় মানুষের পাশে থাকার।
    সভাপতি রেজাউল করিম, সহ সভাপতি মো. আমিনুর রহমান, সাধারণ সম্পাদক গাজী মুরাদ হোসেন, সহÑ সম্পাদক মাসুম বিল্লাহ গাজী, সাংগঠনিক সম্পাদক এম এম জিল্লুর রহমান, অর্থ সম্পাদক মো. রাহাজুল ইসলাম গাজী, দপ্ত সম্পাদক মাহমুদুল ইসলাম জনি, প্রচার সম্পাদক রিজাউল করিম, ক্রীড়া সম্পাদক আলতাফ হোসেন মুন্সী, ধর্ম বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান তুহিন, কার্যনির্বাহি সদস্য মোশারফ হোসেন, ওসমান গনি, জগন্নাথ ঘোষ।