সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ৩০
ডিসেম্বর ২০২২ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ২৫টি পদে ৫০ প্রার্থীর
মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টার
সময় ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই
বাছাই শেষে ১৮ ডিসেম্বর রাতে আনুষ্ঠানিকভাবে ৫০ জনের মনোনয়নপত্র বৈধ
ঘোষণা করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন, সভাপতির একটি পদে আব্দুর বারী ও মোঃ তোফাজ্জেল
হোসেন। সহ-সভাপতির ৫টি পদে আসাদুল ইসলাম, সিরাজুল ইসলাম, রুহুল আমিন,
সামছুর রহমান, আব্দুস সামাদ, মোঃ সাজিদুর রহমান, মোঃ হাফিজুর রহমান, মোঃ
আব্দুল গফ্ফার, মোঃ ছাইদুল ইসলাম ও মোঃ আলী হোসেন রাজু।
সাধারণ সম্পাদকের একটি পদে আব্দুর রাজ্জাক শিকদার ও মোঃ শহিদুল ইসলাম।
যুগ্ম সম্পাদকের ৩টি পদে মোঃ ইয়ার আলী, মোঃ তপুর আলী, মোঃ মোসলেম সরদার,
মোঃ দিদারুল ইসলাম, মোঃ রজমান আলী ও মোঃ বাবর আলী। সাংগঠনিক সম্পাদকের
একটি পদে মোঃ আবুল কাশেম ও মোঃ আব্দুল কাদের। সহ-সাংগঠনিক সম্পাদকের একটি
পদে মোঃ আব্দুল মুজিদ বাবু ও মোঃ তবির হোসেন। প্রচার সম্পাদকের একটি পদে
মোঃ মিয়ারাজ হোসেন ও মোঃ শফিকুল ইসলাম। সহ-প্রচার সম্পাদকের একটি পদে
আব্দুল হামিদ বাবু ও মোঃ মিজানুর রহমান। কোষাধ্যক্ষের একটি পদে আব্দুর
জব্বার ও মোঃ রুহুল কুদ্দুস। দপ্তর সম্পাদকের একটি পদে আল আমিন ও মোঃ
আজারুল ইসলাম খোকন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের একটি পদে মোহাম্মদ আলী
ও মোঃ হাবিবুর রহমান। সমাজ কল্যাণ সম্পাদকের একটি পদে আবুল খায়ের ও মোঃ
হোসেন আলী। যোগাযোগ সম্পাদকের একটি পদে মনিরুল ইসলাম ও মোঃ জালাল উদ্দিন।
ধর্ম বিষয়ক সম্পাদকের একটি পদে আহসান হাবিব ও মোঃ শাহাজান আলী।
কার্যনির্বাহী সদস্যের ৫টি পদে আইয়ুব আলী, জাহাঙ্গীর (ইটা), আব্দুল্লাহ
সরদার, আব্দুস সবুর, জাহাঙ্গীর (শাল্লে), মোঃ কবির হোসেন, মোঃ শেঃ কাদের,
মোঃ রবিউল ইসলাম, মোঃ মফিজুল ইসলাম ও তপন সরকার।
আগামী ১৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২০ ডিসেম্বর প্রার্থীদের
মাঝে প্রতীক বরাদ্দ। নির্বাচনে ১৪৪১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন চেয়ারম্যান এড. আবুল কালাম
আজাদ, সদস্য সচিব এনছান বাহার বুলবুল ও সদস্য শেখ শফিক উদ দৌলা সাগর।
Category: সমিতি/সংগঠন
-
সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন : প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫০ জন প্রার্থী
-

জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি:
মহান স্বাধীনতার ৫২তম দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মোঃ আনিছুর রহিম। যুগ্ম সদস্য সচিব আলিনুর খান বাবলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গনি, যুগ্ম আহবায়ক অ্যাড.আজাদ হোসেন বেলাল, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, মানবাধীকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেএসডি নেতা সুধাংশু শেখর সরকার, বাসদ (মার্কস বাদ) নেতা অ্যাড. খগেন্দ্র নাথ ঘোষ, বাসদ সাতক্ষীরা জেলা সমন্ময়ক নিত্যানন্দ সরকার, সুশীলনের সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান মনির, উত্তরণের অ্যাড. মনিরুদ্দীন, মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোৎস্মা দত্ত, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেস খান চৌধুরী, বাস শ্রমীক নেতা মহব্বত আলী, নদী-খাল ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সায়েম ফেরদৌস মিতুল, সাংবাদিক জহুরুল কবীর, পেশাজীবি লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লাভলু, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দস সামাদ প্রমুখ।
সভায় স্বাধীনতার চার স্তম্ভ সমুন্নত রাখার ব্যপারে সকলে বর্তমান সরকারের প্রতি জোর দাবী জানান। এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবি সংঘঠনে ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধী চক্রের প্রতি সজাক থাকার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। সভায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- থেকে সাতক্ষীর পিছিয়ে থাকায় বিস্ময় প্রকাশ কনেন এবং জেলার বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে বিভিন্ন দিবসে স্মৃতিচারণ মুলক অনুষ্ঠানের আয়োজন করার আহবান জানান বক্তাগণ। -

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দদেরকে ফুলের শুভেচ্ছা জেলা বাস শ্রমিক ইউনিয়নের
নিজস্ব প্রতিনিধি : নব-নির্বাচিত সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস কোচ্ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-খুলনা-৫৫০ এর নেতৃবৃন্দ। (০৮ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদসহ নব-নির্বাচিত সকল নেতবৃন্দের হাতে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি তুলে দেন বাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নব-নির্বাচিত কার্যকরী সহ-সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, সাজেদুর রহমান খান চৌধুরী, এ.কে.এম মোতাহারুল হক সজল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম কালু, সমাজসেবা সম্পাদক মো. শাহাজান কবির, বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরশাদ আলী গাজী খোকা, সহ-সভাপতি মো. মুকুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক মো. আসাদুর রহমান খাঁন বিপু, অফিস সম্পাদক মো. আক্তারুজ্জামান, সদস্য নুর আলম গাজী, শেখ হারুন, শেখ ফারুক হোসেন জনি, মো. আক্তার হোসেন, মো. মোতাহার হোসেন, মো. হামিদুল ইসলাম, মো. আজিজুল ইসলাম প্রমুখ। এসময় নব-নির্বাচিত সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দদের মুখে মিষ্টি তুলে দেন বাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। শুভেচ্ছা বিনিময় করেছে নব-নির্বাচিত সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস কোচ্ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-খুলনা-৫৫০ এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। -

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন : আবু আহম্মেদ সভাপতি, গোলাম মোরশেদ সম্পাদক নির্বাচিত
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ১৬৩ ভোট পেয়ে সভাপতি ও মোঃ গোলাম মোরশেদ ১৭২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে দায়িত্ব পালনকারি রিটার্ণিং অফিসার অ্যাড. রবিউল ইসলাম জানান, সমিতির ২৮৭ জন ভোটারের মধ্যে শনিবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ২৮৫জন ভোটার ভোট প্রদান করেন। সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহম্মেদ বাঘ প্রতীকে ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছাইফুল করিম সাবু ছাতা প্রতীকে পেয়েছেন ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ গোলাম মোরশেদ আনারস প্রতীকে ১৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ জাহাঙ্গীর হোসেন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১০১ ভোট।
এ ছাড়া কার্যকরী সভাপতি পদে শেখ আব্দুস সোবহান খোকন বটগাছ প্রতীক নিয়ে ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনটি সহ-সভাপতি পদে যথাক্রমে দোয়াত কালি প্রতীকে ১০৭ ভোট, টেলিভিশন প্রতীকে জামালউদ্দিন ১৩৪ ভোট, মোটর সাইকেল প্রতীকে সাজেদুর রহমান খান চৌধুরী ১২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে,মোঃ শহীদুল ইসলাম কালু মই প্রতীকে ১৩৯ ভোট, সাংগঠণিক সম্পাদক পদে আম প্রতীকে প্রাণনাথ দাশ ১৩৫ ভোট, সহসাংগঠণিক সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিল টেবিলফ্যান প্রতীকে ১৭৩ ভোট, প্রচার সম্পাদক পদে জিএম আসাদুল¬াহ মাইক প্রতীকে ১৪১ ভোট, সমাজসেবা সম্পাদক পদে ঘুড়ি প্রতীক নিয়ে শাহাজান কবীর ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে দপ্তর সম্পাদক পদে শাহীন হোসেন সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। -

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন তিন ডিসেম্বর
স্টাফ রিপোর্টার: জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার’র কনফারেন্স রুমে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আয়োজনে সংগঠনের আহ্বায়ক ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সোবহান খোকন, সাজেদুর রহমান খান চৌধুরী, সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন, ওবায়দুস সুলতান বাবলু, মিজানুর রহমান চৌধুরী ও আলমগীর হোসেন প্রমুখ। সাধারণ সভায় বক্তৃতাকালে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সদস্যবৃন্দ নির্বাচনের দিন ও তারিখ, নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং বর্তমান আহবায়ক কমিটি বাতিলের প্রস্তাব করেন। সমিতির সদস্যবৃন্দ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মহোদয়দের নিকট দায়িত্ব অর্পণ করেন। এসময় প্রধান ও বিশেষ অতিথিদ্বয় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ৩ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য ৩ সদস্য বিশিষ্ঠ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটি দায়িত্ব গ্রহণের সাথে সাথে বর্তমান বাস-মিনিবাস মালিক সমিতির আহবায়ক কমিটি বিলুপ্ত হয়ে যাবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারন সভায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সদস্য সচিব গোলাম মোরশেদ। -

মাছে অপদ্রব্য পুশ রোধে সচেতনতা ক্যাম্পেইন
সংবাদ দাতা: সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সুলতানপুর বড়বাজার মৎস্য বাজারে আড়ৎ ও চাননি ব্যবসায়ীদের সঙ্গে মাছে অপদ্রব্য পুশ রোধ করতে সচেতনতা ক্যাম্পেইন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় ক্যাম্পেইন পরিচালনা করেন সাতক্ষীরা মৎস্য ব্যবসায় সমিতির সভাপতি অ,স,ম আব্দুর রব। এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি মোঃ আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মোড়ল, মৎস্য ব্যবসায়ী দেলোয়ার হোসেন, মাহবুব আলম রানা, মনিরুল ইসলাম, শাহ আলমসহ সমিতির নেতৃবৃন্দ। ক্যাম্পেইনে মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, সাতক্ষীরা মৎস্য বাজারে সুনাম রক্ষা করতে পূর্বের ন্যায় আমারা সকলে মিলে অপ দ্রব্য পুশকৃত মাছ বিক্রি না করার চেষ্টা করব। তিনি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করে বলেন, আমরা কেউ যেন এ ধরনের অপকর্মের সাথে জড়িত না হই। দেশ ও জাতি রক্ষার সাথে এটি আমাদের নৈতিক দায়িত্ব।
-
অবাধ তথ্য প্রবাহ দুর্নীতি প্রতিরোধের পূর্বশর্ত: গোলটেবিল বৈঠকের আলোচনায় বক্তারা
রুবেল হোসেন: স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে দুর্নীতি রোধ সম্ভব নয়। আর স্বচ্ছতা ও জবাবদিহিতার পূর্বশর্ত হলো তথ্যের উন্মুক্ততা। সরকার তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং দুর্নীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে তথ্য অধিকার আইন-২০০৯ ও জনস্বার্থে তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন পাশ, স্ব প্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকা প্রণয়ন, অনলাইন ভিত্তিক জাতীয় তথ্য ভা-ার তৈরি, ওয়েব পোর্টালের মাধ্যমে তথ্য প্রকাশের ব্যবস্থাসহ নানান উদ্যোগ গ্রহণ করলেও এর সুফল এখনও সাধারণ জনগণ পাচ্ছে না, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরা আয়োজিত ’জনসাধারণের তথ্য অধিকার প্রতিষ্ঠায় জাতীয় তথ্য বাতায়নের ভূমিকা: সমস্যা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সভায় বক্তারা এসব কথা বলেন। সনাক সদস্য মোঃ আবুল বাসার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ গোলটেবিল বৈঠক সভাপতিত্ব করেন সনাক সভাপতি জনাব পবিত্র মোহন দাশ।
বৈঠকের শুরুতে সনাক সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ আব্দুল হামিদ বৈঠকে উপস্থিত সবাইকে স্বাগত জানান। সনাকের ডাকে সাড়া দিয়ে আলোচনায় যোগ দেওয়ায় জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের তাৎপর্য তুলে ধরেন। এরপর টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. রবিউল ইসলাম দিবসকে সামনে রেখে টিআইবি ও সনাকের উদ্যোগে জাতীয় তথ্য বাতায়নের অধীনে থাকা সাতক্ষীরা জেলার সকল সরকারি অফিসসমূহের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত ফলাফল পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন। ৭টি কমন নির্দেশক বা তথ্যের উপর ভিত্তি করে করা পর্যবেক্ষণের ফলাফল থেকে দেখা যায়, ৭০টি দপ্তরের ওয়েব সাইটের মধ্যে মাত্র ১৮টি দপ্তরের ওয়েব সাইটে পর্যবেক্ষণকৃত ৭টি তথ্য হালনাগাদ রয়েছে। আবার ৪টি দপ্তরের ওয়েব সাইটে পর্যবেক্ষণকৃত ৭টি তথ্যের একটিও নেই। তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিও) সম্পর্কিত তথ্য পাওয়া গিয়েছে ৭০টি দপ্তরের মধ্যে মাত্র ৪৫টি দপ্তরের ওয়েব পোর্টালে।
উপস্থাপনা শেষে স্বদেশের নির্বাহী পলিচালক মাধব চন্দ্র দত্ত বলেন, এই আইন সম্পর্কে মানুষকে জানাতে সরকারি-বেসরকারী সকল পর্যায় থেকে ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে। ওয়েব পোর্টালে যে তথ্য থাকে তা খুব বেশি কার্যকর না এবং এর উপর ভিত্তি করে কোন প্রকল্প গ্রহণ করাও সম্ভব হয় না। উত্তরণের অ্যাডভোকেট মোঃ মুনিরুদ্দিন আলোচনায় অংশ নিয়ে বলেন তথ্য অধিকার আইন অনুযায়ী সকল তথ্য পোর্টালে থাকলে দুর্নীতি অনেক কমে যেত। অগ্রগতি সংস্থার প্রতিনিধি মোঃ মামুন আলোচনায় অংশ নিয়ে কার্টার সেন্টারের সহযোগীতায় অগ্রগতি সংস্থার তথ্য অধিকার বিষয়ক বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, পরিবর্তন হচ্ছে। আরো হবে যদি আমরা সকলে সচেতন হই। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন তাঁর নিজ অভিজ্ঞতা তুলে ধরে বলেন, অনেক কর্মকর্তা যেমন জানেন না তথ্য চাইলে তাঁর করনীয় কি, আবার অনেক মানুষ জানেন না, যে এই অফিসে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে। উপপরিচালকের কার্যালয়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার বলেন, আমরা সরকারী কর্মকর্তা-কর্মচারী, আমরাতো তথ্য দিতে প্রস্তুত, তবে অনেকে তথ্য চাওয়ার নামে হয়রানী করে, সেটা বন্ধ হওয়া উচিৎ। দৈনিক কালেরচিত্র-এর সম্পাদক আবু আহমেদ আলোচনায় অংশ নিয়ে বলেন, জনগণ যাতে বুঝতে পারে এমন শব্দ ব্যবহার করা উচিৎ। তিনি বলেন আমরা অনেকেই এই আইন বা ওয়েব পোর্টাল সম্পর্কে জানি না। এ বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা করতে হবে। তিনি সনাক সাতক্ষীরাকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ করিমুল হক তাঁর বক্তব্যে তাঁর অফিসের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন এই আইনটি জনগণের আইন, আইনটি বাস্তবায়নে তাই জনগণকে এগিয়ে আসতে হবে। তিনি গোলটেবিল আলোচনায় উঠে আসা মতামতগুলো প্রতিবেদন আকারে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে তুলে ধরার অনুরোধ জানান। এতে প্রশাসন থেকে কার্যকর উদ্যোগ গ্রহণে সহায়ক হবে। জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিম বলেন, সব সরকারী অফিসে যদি সিটিজেন চার্টার বড় করে প্রদর্শন করা থাকে তাহলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান বলেন, তথ্য অধিকার আইনটি এশটি প্রয়োজনীয় আইন। এই আইনের সুফল পেতে সকলকে এ আইনটি সম্পর্কে জানতে হবে, চর্চা করতে হবে।
জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম বলেন, এই আইনের প্রচার-প্রচারণার কাজটি আমার দপ্তর করে থাকে। তবে আমরা মূল ফোকাসটা দিচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে। কারণ শিক্ষার্থীরা যদি আইনটি সম্পর্কে জেনে চর্চা করতে পারে, তবে অচিরেই অবস্থার পরিবর্তন আসবে। ওয়েব পোর্টালে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। এটা ভাল দিক। এ পরিবর্তন ধরে রাখতে পারলে তথ্য অধিকার আইনের লক্ষ্য অর্র্জন সহজ হয়ে যাবে। তিনি টিআইবি ও সনাক সাতক্ষীরাকে সময়োপযোগী এ আয়োজন করায় ধন্যবাদ জানান।
সবশেষে, সভার সভাপতি সকলকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি আলোচকদের আলোচনার সারমর্ম তুলে ধরে বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে প্রচারণা চালাতে হবে। তথ্য অধিকারের কথা শুধু কাগজে কলমে না রেখে কীভাবে তথ্যকে সত্যিকার অর্থেই উন্মুক্ত করা যায়, মানুষের কাছে এর সুফল পৌঁছে দেওয়া যায়, সে জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যার যার অবস্থান থেকে এ আইন বাস্তবায়নের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন লাইট হাউজের ইনচার্জ মোঃ সনজু মিয়া, হেড-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, সনাক সদস্য ডাঃ সুশান্ত কুমার ঘোষ, জেসমিন আক্তার, মোঃ ইয়াসিন সিদ্দিক, আব্দুস সামাদ, মনিরুজ্জামান মুন্না, সৈয়দা সুলতানা শিলা, সনাকের চারটি এসিজি কমিটির সমন্বয়কবৃন্দ মোঃ হাছিবুর রহমান, সঞ্জয় কুমার হালদার, মোঃ অহিদুল ইসলাম ও মনিরুল ইসলাম এবং সনাক সাতক্ষীরার ইয়েস সদস্যবৃন্দ। -

দূর্গাপূজায় সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখার আহবান
বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা-আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে দেশ ব্যপী কর্মসুচির অংশহিসাবে ২৯ সেপ্টেম্বর ২০২২ সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সম্প্রীতি সভার আয়োজন করে। বেগমে মরিয়ম মান্নানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জ্যোৎ¯œা দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এড. আবুল কালাম আজাদ,স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত, প্রফেসর ইদ্রিস আলী, বরসা’র সহকারি পরিচালক নাজমুল আলম মুন্না, নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, আঃ সামাদ, কওসার আলী, এড. মনিরুদ্দীন, মহুয়া মঞ্জুরী, শ্যামল বিশ^াস, পিপি পোদ্দার, আঞ্জুমানারা মিলি প্রমুখ বক্তারা বলেন, ধর্ম যার-যার, রাষ্ট্র সবার। সাতক্ষীরা জেলা বর্তমানে প্রশাসন সহ সকলের সহযোগীতায় একটি শান্তিপুর্ণ জেলা হিসাবে পরিগণিত। এখানকার সাম্প্রদায়ীক সম্প্রীতি অটুট। বিভেদকামী কিছু মানুষ বিভিন্ন সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেও এখানকার মানুষ তা রুখে দিয়েছে। প্রতিবারের ন্যায় এবারও জেলাতে শারদীয় দূর্গাপূজার সাড়ম্বর আয়োজন চলছে, আমরা আশা করবো গতবারের ন্যায় এবারও সনাতন ধর্মীয় দূর্গাপূজা সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহনে সার্বজনীন দূর্গোৎসবে পরিণত হবে। মানববন্ধন ও সম্প্রীতি সভা থেকে দূর্গাপুজার সকল অনুষ্ঠানকে শান্তিপুর্ণভাবে পালন করার জন্য জেলা প্রশাসন সহ সকল মানুষের সহযোগীতা কামনা করা হয়। -

জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোকে লাল কার্ড দেখালো সাতক্ষীরার তরুণরা
মশাল ডেস্ক: জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর প্রতি লাল কার্ড প্রদর্শন করেছে সাতক্ষীরার তরুণরা।বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা নিউ মার্কেটস্থ শহীদ স ম আলাউদ্দীন চত্বরে সমবেত হয়ে তারা কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতি এই লাল কার্ড প্রদর্শন করে।
বিশ্ব জলবায়ু কর্মসপ্তাহ ২০২২ উপলক্ষে শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র রক্ষা টিম এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত এই লাল কার্ড প্রদর্শন কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, নাগরিক নেতা ও শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, নাগরিক নেতা ও উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেজুতি, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র রক্ষা টিমের সংগঠক হাবিবুল হাসান, বারসিকের সহকারী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিহান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন, অধিকমাত্রায় কার্বন নিঃসরণকারী দেশগুলোর জন্য সমগ্র বিশ^ এখন জলবায়ু পরিবর্তনজনিত হুমকির মুখে পড়েছে। এক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উপকূলীয় জেলা সাতক্ষীরা রয়েছে আরও ঝুঁকিতে। নানা সময় উন্নত দেশগুলো কার্বন নিঃসরণের হার কমানোর প্রতিশ্রæতি দিলেও তারা এক্ষেত্রে আন্তরিক নয়। একই সাথে প্রতিশ্রæত ক্ষতিপূরণ প্রদানেও টালবাহনা করে।
বক্তারা জলবায়ু পরিবর্তনের জন্য প্রতিশ্রæত ক্ষতিপূরণ আদায় ও কার্বন নিঃসরণের হার কমানোর জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি চাপ সৃষ্টিতে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহবান জানান।
এই লাল কার্ড প্রদর্শন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, প্রথমআলো বন্ধুসভা, পিস ক্লাব, রোটার্যাক্ট ক্লাব, টিআইবির ইয়ুথ এনগেজমেন্ট গ্রুপ ইয়েস, নেক্সাস সাতক্ষীরা, রোভার স্কাউট ও আশার আলো কিশোরী সংগঠনের সদস্যরা অংশ নেন।
এর আগে একই দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তরুণরা।
-

সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন : সভাপতি শ্রীদাম দে ও সম্পাদক সুমন বিশ্বাস
নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) শহরের শহীদ নাজমুল সরণি খান মার্কেটস্থ ৩য় তলায় সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-২২৭৭) এ নির্বাচনে সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ৫৪৭ জন ভোটার এরমধ্যে ৫১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ ত্রি-বার্ষিক নির্বাচনে ৯ টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ক্রীড়া সম্পাদক নন্দ পাল ও দপ্তর সম্পাদক শংকর অধিকারী। সভাপতি পদে শ্রীদাম দে ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিলন কুমার রায় পেয়েছেন ২১৭ ভোট, সহ-সভাপতি পদে দিবস কর্মকার ৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বিন্দ্বি অরুণ দত্ত পেয়েছেন ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সুমন বিশ্বাস ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উৎপল দে পেয়েছেন ১৫৬ ভোট, সহ সাধারণ সম্পাদক পদে শিমুল রায় ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহিদ হাসান পেয়েছেন ২৩৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে কৌশিক কর্মকার ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অরুণ দাস পেয়েছেন ১৬৫ ভোট। কোষাধক্ষ পদে অরুণ কুমার দত্ত (বাবু) ৩০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উজ্জল সেন পেয়েছেন ১৬৩ ভোট। প্রচার সম্পাদক পদে সুমন কুমার মিস্ত্রি ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নিতাই কর্মকার পেয়েছেন ১৯২ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে আনন্দ কুমার দে ৪২২ ভোট (প্রথম), নিত্যানন্দ সরকার (নিত্য) ৩৩৭ ভোট (দ্বিতীয়)। রাত ৮ টায় খান মার্কেটের তৃতীয় তলায় ভোট গণনা শেষ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এড. তারক মিত্র। সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মিলন দত্ত, জয়দেব মল্লিক, পোলিং অফিসার ছিলেন রায় দুলাল চন্দ্র। নির্বাচনে সহযোগিতায় ছিলেন এড. প্রবীর কান্জী, এড. কল্যাণাসীষ মন্ডল, এড. সঞ্জয় মন্ডল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি গৌর চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার, স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র মজুমদার, সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নে প্রধান আহ্বায়ক দিলীপ চন্দ্র, সদস্য সচিব সুশান্ত চৌধুরী, সুজল বসু ,স্বপন কুমারসহ স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। ফলাফল প্রকাশের পর সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের বিজয় র্যালি বের হয়। -

মরহুম কামরুল হক চঞ্চলের রুহের মাগফিরাত কামনায় মৎস্য ব্যবসায়ী সমিতির আয়োজন দোয়া
প্রেস বিজ্ঞপ্তি :সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মরহুম কামরুল হক চঞ্চলের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির আয়োজনে মঙ্গলবার বাদ আসর মাছ বাজার পাঞ্জেগানা মসজিদে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ স ম আব্দুর রব। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফারূক খান মিঠু। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, মাংস ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিয়ুর রহমান। সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মাহাবুবর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতি ও মাংস ব্যাবসায়ী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
-
সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ঈদ পূর্ণমিলনী
সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই রাত ৮টায় শুরু হওয়া শহরের কফিভিলাতে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনীতে সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির সভাপতি ও ব্যাংক কর্মকর্তা মুহা. আলতাফ হোসেন। রাত ১০টা পর্যন্ত চলা গেট টুগেদারে নবীন প্রবীন মিলনমেলা অনুষ্ঠিত হয়। স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক নাজমুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন স্বপ্নসিঁড়ির সহ-সভাপতি শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন রানা, অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ সাংগঠনিক সম্পাদক এস এম বিপ্লব হোসেন, অর্থ সম্পাদক মীর তহমিদুর রহমান, সহ দপ্তর সম্পাদক আব্দুল কাদের, ক্রিড়া সম্পাদক আয়শা বিনতে আহমেদ, প্রচার সম্পাদক ফাহাদ হোসেন, নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব, মাহবুবুর রহমান, মীর শাহবিয়ার অপু, ইয়াকুব আলী, নাসিম হাসান, রজনী সুলতানা, আল মামুন, সাইদুজ্জামান প্রান্ত প্রমুখ। অনুষ্ঠানে স্বপ্নসিঁড়ির যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন রানা ল স্টুডেন্টস ফোরামের সভাপতি, অহিদুল ইসলাম নির্বাহী সদস্য এবং স্বপ্নসিঁড়ির সদস্য মীর শাহরিয়ার অপু ল স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়।
-
চালতেতলা মোড়ে শেখ রাসেল স্মৃতি
ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাশহরের চালতেতলা মোড়ে শেখ রাসেল স্মৃতি ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ জুন) বিকাল ৫ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জয়নাল, শুকুর আলী, সালাউদ্দিন, ফিরোজ, মালেক, এমাদুল ও আকরাম প্রমূখ। সভায় সকল সদস্যদের মতামতের ভিক্তিতে ঈদ পরবর্তী সময়ে সমসাময়িক বিষয়ে মানববন্ধন, হতদরিদ্রদের মাঝে উদ্ভিজ ও ফলজ গাছের চারা বিতরণের পাশাপাশি হাঁস-মুরগীও বিতরণ এবং আয়- ব্যয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
-

যুব সংগঠনের নেতৃবৃন্দের সাথে নাগরিক কমিটির মতবিনিময়
প্রেসবিজ্ঞপ্তি
সাতক্ষীরা বিভিন্ন সেবা, সমাজ উন্নয়ন, মানবাধিকার ভিত্তিক কার্যক্রমের সাথে যুক্ত যুব সংগঠনের নেতৃবৃন্দর সাথে মতবিনিময় করেছে জেলা নাগরিক কমিটি। বুধবার (৬ জুলাই ২০২২) বিকাল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম। নাগরিক কমিটির পক্ষে বক্তব্য রাখেন এড. আবুল কালাম আজাদ, মাধব চন্দ্র দত্ত।
যুব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আমরা বন্ধু ফাউন্ডেশনের এসএম নাহিদ হাসান, ভিবিডি’র সুব্রত হালদার, ছাত্র মহাজোটের মিলন কুমার বিশ^াস, ল স্টুডেন্ট ফোরামের মীর শাহরিয়ার, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সিমান্ত বিশ^াস, ভিবিডি’র মোঃ হোসেন আলী, ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকারের মোঃ ইউনুস আলী, সামাজিক ও রক্তদান সেবায় আমরা এর মোঃ সাদিকুর রহমান, রোটার্যাক্ট ক্লাব অব রয়েল সাতক্ষীরার সদস্য মুজাহিদুল ইসলাম ও মোঃ রাশেদুল ইসলাম প্রান্ত।
সভায় নাগরিক কমিটির ২১ দফা ও যে কোন অধিকার ভিত্তিক আন্দোলন সংগ্রামের প্রতি গুরুত্বারোপ করা হয় এবং এসব আন্দোলন সংগ্রামে যুবকদের সম্পৃক্ত হওয়ার আহবান জানানো হয়। উপস্থিত যুব নেতৃবৃন্দ নাগরিক কমিটির ২১ দফার সাথে একাত্মতা প্রকাশ করেন। -

রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে রোটা বর্ষ-২০২২-২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি : রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রোটা বর্ষ-২০২২-২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ জুলাই) সকাল সাড়ে ৮টায় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিস চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ ফারহা দীবা খান সাথী’র সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটাঃ মো. মশিউর রহমান বাবু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটাঃ পাস প্রেসিডেন্ট ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ মো. নজরুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রোটাঃ আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র এ্যাসিসটেন্ট গভর্ণর রোটাঃ এনছান বাহার বুলবুল, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মো. শাহাজান কবির, ইমিডিয়েট প্রেসিডেন্ট রোটাঃ শফিউল ইসলাম, রোটাঃ সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ আশরাফুল করিম ধনি, রোটাঃ হাবিবুর রহমান হাবিব, রোটাঃ মাহমুদুল হক সাগর, রোটাঃ বিশ^জিৎ সাধু, রোটাঃ মাগফুর রহমান, রোটাঃ অধ্যাপক ভূধর সরকার, রোটাঃ রেহেনা পারভীন মিনু, রোটাঃ মো. হাসিবুর রহমান রনি, রোটাঃ মনিরুজ্জামান টিটু, রোটাঃ শহিদুর রহমান, রোটাঃ মো. কামরুজ্জামান রাসেল, রোটাঃ আক্তারুজ্জামান কাজল, রোটাঃ মাহফুজা সুলতানা রুবি, রোটাঃ অলিউল্লাহ, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ মো. নজরুল ইসলাম, রোটাঃ শামীমা পারভীন রতœা, রোটাঃ নাসিমা খাতুন, রোটাঃ মোস্তাফিজুর রহমান নাসিম, রোটাঃ মিজানুর রহমান রোটাঃ শেখ কামরুজ্জামান, রোটাঃ নুর মোহাম্মদ পাড়, মো. এবাদুল ইসলাম, শিমুন শামস্, রোটাঃ আনিছুর রহমান ও রোটাঃ নুরুল হক প্রমুখ। এসময় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সদস্য ও রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। -

মাদার তেরেসা পুরুস্কার পাওয়া মুক্তিযোদ্ধা আব্দুল খালেককে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ’র ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিনিধিঃ সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড – ২০২২ ইং এর পুরুস্কার পাওয়া জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা ট্রাক, ট্যাংকলরী (দাহ্য পর্দাথ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- খুলনা ৭৬৪ এর কার্য্য নির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেককে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জেলা ট্রাক, ট্যাংকলরী (দাহ্য পর্দাথ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ৭৬৪ এর কার্য্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে নারিকেল তলা মোড়স্থ অত্র শ্রমিক ইউনিয়ন কার্য্যলয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেককে ফুলেল জানান জেলা ট্রাক, ট্যাংকলরী (দাহ্য পর্দাথ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- খুলনা ৭৬৪ এর কার্য্য নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ রকিব, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের কাদু, সহ-সাধারন সম্পাদক শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সড়ক সম্পাদক কবিরুল ইসলাম, কোষাইধক্ষ আশরাফুজ্জামান ময়না, অফিস সম্পাদক সেলিম আহমেদ, কার্য্যকারী সদস্য আবু সিদ্দিক, শামিম রেজা, আঃ রাজ্জাক, আঃ কাদের, আক্তার হোসেন বাবলু, শহিদুল বিশ্বাস, সাইফুল ইসলাম, মামুন কবির, অফিস সহকারী আশরাফ আলী প্রমূখ।
-

সাংবাদিক শামীম পারভেজের সুস্থ্যতা কামনায় বিবৃতি
প্রেসবিজ্ঞপ্তি
বৈশাখী টিভির সাতক্ষীরা প্রতিনিধি বিশিষ্ঠ সাংবাদিক ও নাট্য ব্যক্তিত্ব শামীম পারভেজ হাটের সমস্যাজনিত কারনে ভারতের ভেলরে ডা: দেবী শেঠির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তার শরীরে এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে এবং তিনটি ব্লক ধরা পড়েছে। তিনি দ্রুত সুস্থ্য হয়ে আবার সকলের মাঝে ফিরে আসবেন সেই কামনায় বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের আহবায়ক প্রবীন সাংবাদিক সুভাষ চৌধুরী ও সদস্য সচিব শরিফুল্লাহ কায়সার সুমন। -

সাতক্ষীরায় সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের বিশেষ সভা অনুষ্ঠিত
রিজাউল করিম: “মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার” সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মে) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও বিভাগীয় উপ-সহকারী তত্তাবাধায়ক মো. ইমরান হোসাইন’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. রিজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভাচুয়ার্লী বক্তব্য রাখেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান গাজী আলিম আল রাজী।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মো. আফজাল হোসেন শাওন, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক রতন রায়, প্রচার সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, স্থাস্থ্য সম্পাদক রবিউল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মাসুদ রানা রাজু, নির্বাহী সদস্য রাহাত রাজা, মেরিন ইনজিনিয়র আশিকুজ্জামান, মো. ইয়ারুল ইসলাম, আলী হোসেন প্রমূখ।
সভায় সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।