Category: সদর /পৌরসভা

  • কৃষক নেতা এখন পানি তুলে কৃষকের ফসল ধ্বংশ করার খলনায়ক !

    নিজস্ব প্রতিবেদক: এমনিতেই দেরী হয়ে গেছে কৃষকদের চাষের। গত কয়েক দিনের বর্ষায় কৃষকদের মাথায় হাত, তার উপর জনৈক কৃষক নেতার কান্ডজ্ঞানহীন ভুমিকা গোদের উপর বিষফোড়া হয়ে ঠেকেছে। ফলে দিশেহারা হয়ে পড়েছে কয়েক হাজার একর জমির চাষী কৃষকরা।
    সদরের কাটিয়া-লস্করপাড়া সংলগ্ন গদাই বিল ছিল কয়েক বছর ধরে জলাবদ্ধ। টানা প্রায় দশ বছরের মত জলাবদ্ধ থাকায় জমির মালিকরা বাধ্য হয়ে গত সাল থেকে মাছ চাষ শুরু করে। ছোট ছোট ঘেরের মাধ্যমে মাছ চাষ শুরু হওয়ার পর কৃষকরা শুষ্ক মৌসুমের শুরুতে ইরি ধানের চাষ করা শুরু করে। এক সময়ের দু ফসলী গদাই বিল এখন শুধু ইরি চাষেই সীমাবদ্ধ থাকতে হয় কৃষকদের।
    প্রতি বছর জানুয়ারী থেকে কৃষকরা চাষ শুরু করে। তার আগ পর্যন্ত পানিতে সব তলিয়ে থাকে। কিন্তু এ বছর পানি সরতে দেরী হওয়ায় চাষ এক মাস পিছিয়ে যায়। ফেরুয়ারী থেকে কৃষকরা তড়িঘড়ি কওে জমিতে চাষ দেয়। ইতোমধ্যে ধানের চারা বপন করা হয়ে গেছে কিন্তু যে পরিমান এ সময় বাড়ার কথা দেরী তে রোপন করায় সে পরিমান বাড়তে পারেনি। অন্যদিকে গত কয়েক দিনের বৃষ্টিতে ধানের চারা পানিতে ডুবে যাওয়ার অবস্থা। ধানের গাছ টিকিয়ে রাখার মধ্যে কৃষকরা যখন চরম হতাশ, ঠিক তখনই কৃষক নেতা মনজ্ঞুর হোসেন বেড়ী কেটে পানি ঢুকিয়ে দেয় ধানের জরি মধ্যে। হতাশ দলগত ভাবে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করলে দ্রুত এলাকা ত্যাগ করে। তবে পুলিশ দিয়ে সাইজ করার হুমকি দিয়ে দৌড় দেয়। কারণ সে সরকারী দলের কৃষক লীগের জেলা সাধারণ সম্পাদক। এ প্রতিবেদকের ভুক্তভোগি অভিযোগ করলে মন্জুর হোসেনের মোবাইলে কয়েকবার ফোন করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
    ঘটনাটি যে কোন সময়ে মারাত্মক আকার ধারন করতে পারে, এমন আশংকা স্থানীয় শুধি জনের। অন্যদিকে আসন্ন উপজেলা নির্বাচনে এর প্রভাব পড়ার সম্ভবনা রয়েগেছে। সবচেয়ে বড় কথা, মাননীয় প্রধান মন্ত্রী যেখানে কৃষি জমি ও কৃষি ফসল সংরক্ষনে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিচ্ছেন, সেখানে সেই দলের নেতা আবার তিনি যে সে নেতা নয় খোদ কৃষক নেতা। কৃষি ফসল বিরোধী কার্যক্রম সকলকে হতাশ করেছে।

  • বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ১ কোটি ৪৭ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন

    বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ১ কোটি ৪৭ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধি: বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৩ মার্চ) বিকালে বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। দেশের মানুষনৌকায় ভোট দিয়েছে বলেই দেশের সর্বক্ষেত্রে এত উন্নয়ন। জননেত্রী শেখ হাসিনা শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য দেশ ব্যাপি শিক্ষা প্রতিষ্ঠানের অভূতপুর্ব উন্নয়ন করছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. আবু জায়েদ, সদর উপজেলা আওয়ামীলীগের মুক্তিদযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আব্দুর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর মো. আফাজ উদ্দিন, বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কওছার আলী, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, ঠিকাদার প্রতিষ্ঠান রুপা এন্টারপ্রাইজের ম্যানেজার মো. আবু তাহের প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়ণে ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমুহের উর্দ্ধমূখী সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ১ কোটি ৪৭ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে চারতলা ভীত বিশিষ্ট (৩০০০ স্কুল) বিদ্যমান একতলা একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইনজামামুল হক ইনজা।

  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী আহত

    সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী আহত

    এম আফজাল হোসেন: শনিবার শহরে সড়ক দুর্ঘটনায় নওশীন আরা ঈশিতা নামে এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। শহরের পোস্ট অফিস মোড়ে এ ঘটনা ঘটে। আহত ছাত্রী সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। সে পার মাছখোলা গ্রামের ঠিকাদার নুরুল ইসলামের কন্যা। ঘটনা সূত্রে যানা যায়, শনিবার সকাল ৯ টার দিকে ভ্যানযোগে এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে শহরের পোস্ট অফিস এলাকায় ইজি বাইকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ভ্যান চালক আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত অবস্থায় সে পরীক্ষায় অংশ নেয়। ঈশিতার মা ঐশি জানান, প্রতিদিনের মত আমার মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলাম। পোস্ট অফিস মোড় এলাকায় ইজিবাইক ট্রাক-মাহিন্দ্রার প্রচ- জ্যাম থাকে ছিল। এসময় পিছন থেকে একটি ইজি বাইকের ধাক্কায় আমরা পড়ে যাই।’
    প্রকৃতপক্ষে এমন দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটতেই আছে। শহরের ব্যাটাচালিত ভ্যান এত বেশি যে, মেইন সড়কসহ শহরের প্রধান প্রধান সড়কে ভ্যানের এত বেশি চলাচল এবং অসাভাবিক চলাচল যে বড় যানবহনগুলো চলাচল করতে অনেক বেশি যামে পড়ে। মহাসড়কে অতিরিক্ত ভ্যান এবং ইজি বাইকের কারণে যানজট এবং দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটতেই আছে। অতিদ্রুত এর বিরুদ্ধে অভিযান পরিচালনা না করলে মহা সড়কে অতিরিক্ত ভ্যান এবং ইজিবাইক চলাচল এর কারণে দুর্ঘটনা এবং যানজট লেগেই থাকবে। এর জন্য জেলা প্রশাসকসহ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন পৌরবাসী।

  • বিভিন্ন স্থানে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী আকতারের গণসংযোগ

    বিভিন্ন স্থানে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী আকতারের গণসংযোগ

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা কাজী আকতার হোসেন উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। শুক্রবার দিনভর তিনি সদর উপজেলার বৈকারি বাজার, ঘোনা বাজার, তুজুলপুর বাজার, ঝাউডাঙ্গা বাজার, মাধবকাটি বাজার ও কাথন্ডা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে সাথে ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহছান হাবিব অয়ন, মকবুল হোসেন, মাসুদ, পেলে, বাবু, বিপ্লব, মাহিন, পলাশ প্রমুখ।
    সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় শেষে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী আক্তার হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের জোয়ারে ভাসছে গোটা দেশ। উন্নয়নের ছোঁয়া ইতোমধ্যে সাতক্ষীরার প্রতিটি অঞ্চলে লেগেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আগামীতে সাতক্ষীরা সদর উপজেলাকে আধুনিক উপজেলায় পরিণত করতে, উন্নয়নের স্বার্থে সকলে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

  • উপজেলা পরিষদ নির্বাচনে মনোয়ন যাচাই বাছাই : চেয়ারম্যান পদে সদর- ২, শ্যামনগর-৩, তালা-২, কলারোয়া-২, দেবহাটা-৫, আশাশুনি-২, কালিগজ্ঞ-৩ বৈধ্য

    https://dakshinermashal.com/

    সাতক্ষীরায় ৫ম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০১৯ চেয়ারম্যান ও ভাইস চেয়াারম্যান পদপ্রার্থীদের মনোয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শ্যামনগরে একজন ও তালা উপজেলায় একজনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সাবির্ক ও রিটার্নিং অফিসার মো.বদিউজ্জামান সাতক্ষীরা সদর,আশাশুনি,কালিগঞ্জ ও দেবহাটা এই ৪ উপজেলার প্রর্থীদের মনোয়ন পত্র যাছাই বাছাই করেন।

    সাতক্ষীরা সদরে উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বাবু ও বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। এবং ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে দু’জন প্রার্থী মনোনয়নপত্র যাচাই বাছাই করে বৈধতা ঘোষণা পেয়েছেন।

    আশাশুনিতে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাইয়ে চুড়ান্ত ভাবে বৈধতা পেয়েছেন,

    আশাশুনি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও দুবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম ও বিদ্রহী প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. শহিদুল ইসলাম পিন্টু। এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস এম সাহেব আলি (উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি), জি এম আক্তারুজ্জামান (উপজেলা আ’লীগ সহ-সভাপতি), এমডি ফিরোজ আহমেদ (ব্যবসায়ী), মতিলাল সরকার (উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক), উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা কৃষকলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান স. ম সেলিম রেজা সেলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান: মহিলা আওয়ামীলীগ ইউনিয়ন আহবায়ক ও উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচিত সদস্য মোছাঃ হেনা গাজী ও ইউনিয়ন যুব মহিলালীগ সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন।

    কালিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। কালিগঞ্জে বৈধ প্রার্থী হলেন যারা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সাবেক সহকারী পুলিশ সুপার মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতাউর রহমান, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে কালিগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন।

    পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও উজ্জীবনী ইন্সটিটিউটের প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহাছান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জি,এম, জাহাঙ্গীর কবির, থানা আওয়ামীলীগে সাবেক সাংগঠনিক সম্পাদক ডি,এম,সিরাজুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী আব্দুল হামিদ সরদার, জি,এম, আব্দুল কুদ্দুস, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন্নাহার জেবু, ধলবাড়িয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি দিপালী ঘোষ, আফসানা বেগম, এবং বিষ্ণুপুর ইউনিয়নের ইউপি সদস্য ফারহানা।

    দেবহাটা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী বৈধ ঘোষীত হয়েছেন। প্রর্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল গনি, সাইদ মাহফুজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যড. সম গোলাম মোস্তফা, বর্তমান ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন।

    ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি, জাতীয় পার্টির (জাপা) আনিছুর রহমান বকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান সবুজ

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিসেস আমেনা রহমান, প্রিয়াংকা রানী, জিএম স্পর্শ এবং আফরোজা পারভীন।

    এদিকে জেলা নির্বাচন অফিসের কার্যালয়ে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল হাসান সকাল ১০ টা থেকে তালা,কলারোয়া ও শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোয়নপত্র যাচাই বাছাই করেন।

    তালায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের জন্য মনোনয়ন মনোনয়ন পত্র ৩টি পদের বিপরীতে ১১ জন প্রার্থী জমা দিলেও চেয়ারম্যান পদপ্রার্থী থেকে বাদ পড়েছেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এসএম ফজলুল হক ।
    জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হাসান জানান, উপজেলা চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের দলীয় প্রার্থী ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

    ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বৈধতা পেয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইখতিয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জব্বার, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ আমিনুজ্জামান ।
    ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল, খেশরা ইউনিয়ন আওয়ামলীগের সদস্য মুরশিদা পারভীন পাপড়ি ও সাংবাদিক সাকিলা ইসলাম জুই ।

    কলারোয়া উপজেলায় চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন (আওয়ামী লীগ মনোনীত) ও আমিনুল ইসলাম লাল্টু।এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে মো. আরাফাত হোসেন, রবিউল আলম মল্লিক ও কাজী আসাদুজ্জামান শাহজাদা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আনোয়ার ময়না, শাহনাজ নাজনীন খুকু ও রোজিনা সুলতানা দুলালী।

    শ্যামনগর উপজেলায় যে সকল প্রার্থী বৈধতা পেয়েছেন তারা হলেন চেয়ারম্যান পদে আতাউল হক দোলন (আওয়ামী লীগ মনোনীত), বিএনপির জিএম সাদিকুর রহমান সাদেম ও জিএম ওসমান গনি বৈধ প্রার্থী ঘোষনা করলেও আয়কর দাখিল না করার কারণে চেয়ারম্যান পদ থেকে অবৈধ ঘোষীত হলেন জিএম আজিবর রহমান। ভাইস চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন জিএম কামরুজ্জামান, মো. শহিদুজ্জামান, মো. মিজানুর রহমান, মো. শাহজালাল ও স. ম আবদুস সাত্তার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন নাদিজা সুলতানা, পাপিয়া হক ও নুরজাহান পারভীন।

    উল্লেখ্য আসন্ন উপজেলা পরিষদ নির্বচনে প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ৭ই মার্চ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ই মার্চ বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক সাবির্ক ও রিটার্নিং অফিসার মো.বদিউজ্জামান।

  • বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ ভোমরাস্থল বন্দর শাখার আহবায়ক কমিটি গঠন


    বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ ভোমরাস্থল বন্দর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ ফেব্র“য়ারি ২০১৯ তারিখে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী স্বাক্ষরিত একপত্রে বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফফার কে আহবায়ক, মুক্তিযোদ্ধা সুকুমার, বেল্লাল হোসেন, মোনাজাত আলী মুক্তিযোদ্ধা জাবেদ আলী গাজী ও মুক্তিযোদ্ধা জুলমাত আলীকে যুগ্ম আহবায়ক এবং রিয়াজুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ ভোমরাস্থল বন্দর শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়।

  • সাতক্ষীরায় যুবলীগ নেতা বাড়ির ছাদে অস্ত্র ফেনসিডিল


    সাতক্ষীরা সীমান্তের দক্ষিন তলুইগাছায় এক যুবলীগ নেতা বাড়ির ছাদের ওপর থেকে একটি পাইপ গান ও ৮৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাঁশদহা ইউনিয়ন যুবলীগ নেতা মাসুদ রানাকে। মাসুদ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক।
    তলুইগাছা বিজিবি ক্যাম্প অধিনায়ক সুবেদার অলিউল ইসলাম জানান গোপন সূত্রে খবর পেয়ে মাসুদ রানার বাড়িতে সোমবার রাতে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় তার বাড়ির ছাদের ওপর থেকে জব্দ করা হয় একটি পাইপ গান , নয় রাউন্ড গুলি ও ৮৮ বোতল ফেনসিডিল।
    এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।

  • বাংলা ইশারা ভাষা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

    বাংলা ইশারা ভাষা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

    নিজস্ব প্রতিনিধি: ‘ইশারা ভাষা সকলের অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা ইশারা ভাষা দিবস-২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার যৌথ আয়োজনে শহরের পোষ্ট অফিস মোড় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার সহকারি পরিচালক হারুন অর-রশিদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার উপপরিচালক দেবাশিস সরদার।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. হাবিবুর রহমান, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নবজীবনের প্রতিনিধি ডি.এম কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক মো. হাবিবুল্লাহ, ঋশিল্পি বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা প্রবেশন অফিসার মো. মিজানুর রহমান।

  • সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ’র সমাপনী

    সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ’র সমাপনী

    নিজস্ব প্রতিবেদক :
    সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি ক্যাম্পাসে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আমানউল্লাহ আল হাদী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক আ.ন.ম গাউছার রেজা।
    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ¦ নজরুল ইসলাম বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খেলাধুলা শিক্ষার্থীদের মন সতেজ করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটায়।
    অনুষ্ঠানে ক্বেরাত, গীতাপাঠ, বাংলা কবিতা, ইংরেজি কবিতা, উপস্থিত বক্তৃতা (বাংলা), নির্ধারিত বক্তৃতা(ইংরেজি), হামদ/নাত- ই- রাসুল, ইসলামী সংগীত, ভক্তিগীতি, দেশাত্ববোধক গান, লোক সংগীত, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, কৌতুক/একক অভিনয়, দলীয় অভিয়ন, বিতর্ক প্রতিযোগিতা ও জ্ঞান জিজ্ঞাসা বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন

  • আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষার মানোন্নয়নে বহুতল ভবনসহ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে – এমপি রবি

    আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষার মানোন্নয়নে বহুতল ভবনসহ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে – এমপি রবি


    নিজস্ব প্রতিনিধি ঃ আজ বুধবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন হয়েছে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি । বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানেসভাপতিত্¦ করেন প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ।
    সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ভিত্তিপ্রস্তর স্থাপন কালে বলেন,‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন, শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিসহ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন এসেছে।’
    এ সময় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার ভারপ্রাপ্ত সহকারি প্রকৌশলী এম.এম.এ জাহেদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, খন্দকার আলী হায়দার ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি খন্দকার মোস্তফা বিন হায়দার , সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সহকারি শিক্ষক ইয়াহিয়া ইকবাল, সিরাজুল ইসলাম, গাজী মোমিন উদ্দীন, শেখ মুস্তাফিজুর রহমান, কানাইলাল মজুমদার, মাহমুদুল হাসান খান, শ্যামল কুমার দাশ, মতিউর রহমান প্রমুখ।
    উল্লেখ্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) শীর্ষক প্রকল্পের আওতায় ৭৮ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এসময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরা পৌরসভায় ওয়াস কার্যক্রম পরিদর্শনে বিদেশী প্রতিনিধিবৃন্দ

    সাতক্ষীরা পৌরসভায় ওয়াস কার্যক্রম পরিদর্শনে বিদেশী প্রতিনিধিবৃন্দ


    সাতক্ষীরা পৌরসভা বাংলাদেশের দূর্যোগ আক্রান্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম। উন্নত জীবন ব্যবস্থার আশায় দূর্যোগ আক্রান্ত মানুষদের প্রতিনিয়ত আগমন পৌরসভার ধারণ ক্ষমতার অধিক হওয়ায় বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা যথাযথ ছিলনা। পৌরসভার যোগ্য নেতৃত্ব, সরকারের উন্নয়ন প্রতিশ্রুতি এবং উন্নয়নশীল সহযোগী সংস্থাদের আন্তরিক প্রচেষ্টায় আজ সাতক্ষীরা পৌরসভা একটি মডেল পৌর সভায়পরিনত হয়েছে।
    বিশ্বের বৃহৎক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশা’র সমাজ উন্নয়নশীল সহযোগী প্রতিষ্ঠান হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) ডাচ ওয়াস এলায়েন্স (সিমাভী) এর আর্থিক সহযোগিতায় দীর্ঘ দিন ধরে ওয়াস বিষয়ে সাতক্ষীরা পৌর সভায় কাজ করছে। এইচপি’র প্রকল্প বাস্তবায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে ওয়াস সংক্রান্ত সমস্যার টেকসইসমাধান। ওয়াস উদ্যোক্তা তৈরীর মাধ্যমে নি¤œ আয়ের মানুষের কর্মসংস্থান তৈরী এবং সুবিধাভোগীদের মধ্যে সেবাসহজলভ্য করা।
    ওয়াস উদ্যোক্তা কার্যক্রমের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করায় দাতাসংস্থার প্রতিনিধিগণ সন্তুষ্টি প্রকাশ করেএবং নেপালে উক্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য নেপাল সরকারের জন প্রতিনিধি, বিভিন্ন উন্নয়নশীল সংস্থার প্রতিনিধি ৪ ও ৫ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ এইচপির প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
    এইচপি’র প্রকল্প থেকে শিক্ষা গ্রহণকরে নেপালে বাস্তবায়ন করলে অনুরুপ সমস্যার সমাধান করা যাবে বলে মত প্রকাশ করেন দাতা সংস্থার প্রকল্প দেখ ভাল বিভাগের প্রধান। পৌরসভার মেয়র মোঃ তাজকিন আহমেদ চিশতী এইচপি’র প্রকল্পবাস্তবায়নে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সংস্থাটিকে বৃহৎ পরিসরে কাজ করার আহবান জানান।

  • জলাবায়ু পরিবর্তন ক্ষতি রোধে জলাভূমি সুরক্ষা প্রয়োজন

    জলাবায়ু পরিবর্তন ক্ষতি রোধে জলাভূমি সুরক্ষা প্রয়োজন

    নিজস্ব প্রতিনিধি: ধ্বংসের মুখে পড়েছে দেশের জলাভূমি। এর ফলে বিভিন্ন প্রজাতি অস্তিত্ব সংকটে রয়েছে। জলাভূমি ধ্বংসের কারণে কমে যাচ্ছে বনভূমিও। এসবের বিরুপ প্রভাব পড়ছে জলবায়ুর ওপর। অথচ জলবায়ূ পরিবর্তনজনিত ক্ষয় ক্ষতি মোকাবেলায় জলাভুমি সুরক্ষা জরুরি হয়ে পড়েছে। শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে বিশ^ জলাভূমি দিবস পালন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আয়োজকরা। তারা বলেন জলাভূমি রক্ষায় এখনই ব্যবস্থা না নেওয়া হলে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি আরও বেড়ে যাবার আশংকা রয়েছে। বেসরকারি সংস্থা এনসিআরবি (নেটওয়ার্ক ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট বাংলাদেশ) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বলা হয় জাতিসংঘ প্রণীত জলাভূমি সনদ ১৯৭৫ সাল থেকে কার্যকর হয়। বাংলাদেশ এই সনদে স্বাক্ষরকারী দেশগুলির অন্যতম। ১৯৭১ এর ২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে এ বিষয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ১৯৯২ সালে রামসার সনদের স্বাক্ষর করে সুন্দরবন এবং টাঙগুয়ার হাওড় এই দুই জলাভূমিকে এর অন্তর্ভক্ত করে। আয়োজকরা বলেন জলাভূমি আমাদের প্রাণিকূলকে পানি যোগায়। বন্যা খরা ও নানা দুর্যোগ থেকে আমাদের সুরক্ষা দেয়। প্রতিবেশ থেকে অধিকতর কার্বন ধরে রেখে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবদান রাখে জলাভূমি। এসব জলাভূমি নিঃশেসিত হলে প্রচুর গ্িরণ হাউস গ্যাস নিঃসরণ ঘটবে। এরই মধ্যে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডেরে পরিমান আগের তুলনায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ^ব্যাপী দুর্যোগও বেড়েছে ৩৫ ভাগ। সংবাদ সম্মেলনে বলা হয় জলাভূমির সংখ্যা হ্রাস পাওয়ার কারণে প্রাণিকূল সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছে। এর কারণে দুর্যোগের সংখ্যা বেড়ে গেছে। তারা আরও বলেন নদী নালা খাল বিল প্রকৃতির পানি ধরে রাখে। শুস্ক মওসুমে এই পানি কৃষি খামারে ব্যবহৃত হয়। বর্তমান সময়ে জলাভূমিসমূহ অস্তিত্ব সংকটে পড়ায় অতিবৃষ্টির পানি স্থলভূমিতে ছড়িয়ে বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি করে। বাংলাদেশের ২০ হাজার বর্গ কিলোমিটার উপকূলীয় জলাভূমি অর্থনৈতিক , বানিজ্যিক এবং পরিবেশ ও প্রতিবেশবান্ধব ভূমিকা পালন করে আসছে। এসব জলাভূমিতে দেড় হাজার প্রজাতির মেরুদন্ডি প্রাণি, ৭৫০ প্রজাতির পাখি এবং ৫০০ প্রজাতির মাছ পাওয়া যায়। এরই মধ্যে দেশের ২১ লাখ হেক্টর জলাভূমির বিলুপ্তি ঘটেছে জানিয়ে তা রোধকল্পে ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়। এ জন্য কয়েকটি দাবিও তুলে ধরেন আয়োজকরা। এর মধ্যে রয়েছে সুন্দরবন ও সংলগ্ন এলাকায় ক্ষতিকর প্রকল্প ও শিল্প স্থাপনা বন্ধ করে দেওয়া, দেশের সকল জলাভূমিকে রামসার সনদের তালিকায় অন্তভূক্ত করা , জলাভূমির ইজারা বন্ধ, জলাভূমি সংরক্ষনে আইন প্রনয়ন এবং জনসচেতনতা বৃদ্ধি।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সভাপতি অপরেশ পাল। এ সময় আরও উপস্থিত ছিলেন শেখ আফজাল হোসেন, খুরশীদ জাহান শীলা, রিয়াজুল ইসলাম, শংকর মন্ডল, উত্তম মজুমদার প্রমুখ।

  • সাতক্ষীরায় মৎস্যজীবী দল নেতা আমান হত্যার বিচার দাবি করলেন মেয়ে নিশাত তাছনীন

    সাতক্ষীরায় মৎস্যজীবী দল নেতা আমান হত্যার বিচার দাবি করলেন মেয়ে নিশাত তাছনীন

    সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরার চাঞ্চল্যকর জেলা মৎস্যজীবী দলের নেতা আমান হত্যার বিচার দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। এই হত্যার সাথে জড়িতরা এখন নানাভাবে তাদের হুমকি দিচ্ছে। এমনকি মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। শনিবার এক মানববন্ধন ও সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা বলেন নিহত আমানুল্লাহ আমানের মেয়ে নিশাত তাছনীন। এ সময় তার দাদী ফাতেমা খাতুন, চাচা আবদুল কাদের এবং ইসমত আরাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে ইসমত আরা বলেন ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা বিএনপির বর্ধিত সভা চলাকালে দলের দুই পক্ষের সংঘর্ষের জেরে জেলা মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক আমানুল্লাহ আমান নিহত হন। এ ঘটনায় ৮৯ জনকে আসামি করে মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ ৫৪ জনের বিরুদ্ধে চার্জশীট দেয়। ঘটনার পর তেকে আসামিরা মামলাটি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমান কন্যা নিশাত তাছনীন প্রশ্ন তুলে বলেন আর কতকাল দেরি করলে তার বাবার হত্যার বিচার পাবেন তিনি। সংবাদ সম্মেলনে বলা হয় আসামিরা এখন তাদের হুমকি দিচ্ছে। এমনকি যারা মামলার সাক্ষি হয়েছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাদের জমিও দখল করে নিচ্ছে তারা। এসব অভিযোগ নিয়ে তারা প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদন করেছেন। প্রধানমন্ত্রীর সাথে তারা সাক্ষাত করার আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে আমান হত্যার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

  • দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অনগ্রসর ও প্রতিবন্ধি জনগোষ্টির জন্য অবহতিকরণ কর্মশালা

    দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অনগ্রসর ও প্রতিবন্ধি জনগোষ্টির জন্য অবহতিকরণ কর্মশালা

    নিজস্ব প্রতিনিধি: দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অনগ্রসর ও প্রতিবন্ধি জনগোষ্টির জন্য অবহতিকরণ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কন্ফারেন্স কর্নারে অনুষ্ঠিত উক্ত কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জামাল আহমেদ অতিরিক্ত সচিব ও প্রকল্প নির্বাহী পরিচালক সেইপ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রনালয়। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও পায়াকট্ এর সহযোগিতায় দিনব্যাপী উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব ও প্রকল্প নির্বাহী পরিচালক জামাল আহমেদ বলেন, দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) বাস্তবায়ন করছে। ২০১৪ সালের জুলাই মাসে শুরু হওয়া এ প্রকল্পের মাধ্যমে ২০২০ সালের মধ্যে দেশে পাঁচ লক্ষ দুই হাজার দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, সম্পুর্ন সরকারী খরচে এ প্রশিক্ষন দেয়া হচ্ছে এবং প্রশিনার্থীদের মধ্যে ৭০ শতাংশ চাকরীর সুযোগ রাখা হয়েছে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহন বৃদ্ধি করার জন্য প্রশিক্ষন কার্যক্রমে কমপক্ষে ৩০ শতাংশ নারীর অংশগ্রহন নিশ্চিত করা হচ্ছে। তাছাড়া সুবিধা বঞ্চিত মানুষ যেমন ক্ষুদ্র নৃ-গোষ্টি, চর ও হাওড়সহ দুর্গম এলাকার অধিবাসি, বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা ও প্রতিবন্ধি জরগোষ্টীর কমপক্ষে বতে লক্ষ জনকে অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সহায়তা করা হচ্ছে। শুধু তাই নয় প্রশিক্ষন চলাকালে এসব জনগোষ্টীকে প্রশিক্ষন ভাতার পাশাপাশি বিশেষ বৃত্তি দেয়া হচ্ছে।
    সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মোহাম্মাদ ওয়ালিদ হোসেন উপ-সচিব ও সহাকরী নির্বাহী পরিচালক সেইপ্ অর্থ বিভাগ, অর্থ মন্ত্রনালয়, শাহ্ আব্দুল সাদী, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা, তহমিনা খাতুন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আবু আহমেদ সভাপতি সাতক্ষীরা প্রেসক্লাব, মো. আনিছুর রহমান পরিচালক চায়না বাংলা গ্রুপ সাতক্ষীরা, জিএম নুরুল ইসলাম(রনি) পরিচালক রনি প্লাউড বিসিক সাতক্ষীরা, গোলাম সরোয়ার যুগ্ন-সাধারন সম্পাদক সাতক্ষীরা প্রেসক্লাব, মো. সামছুর রহমান চেয়ারম্যান ফিংড়ি ইউনিয়ন পরিষদ সাতক্ষীরা ও ফারহানা দিবা সাথী মহিলা কাউন্সিলর সাতক্ষীরা পৌরসভা প্রমুখ। কর্মশালায় সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরাতে প্রতিবন্ধি জনগোষ্টীর সংখ্যা বেশি। তবে অনেক বেসরকারী প্রতিষ্টান এসব প্রতিবন্ধিদের নিয়ে ভালো কাজ করছে। তাছাড়া দক্ষিন পশ্চিমাঞ্চলের জেলা হিসেবে উন্নয়নেও বেশ বঞ্চিত সাতক্ষীরা। তিনি আরো বলেন, বর্তমান সরকারের এই মহতি উদ্যোগের সাথে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসতে হবে। সল্প শিক্ষিত ও সুবিধা বঞ্চিত বেকার ছেলে মেয়েরা সরকারী খরচে প্রশিক্ষণ নিয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠান সমুহে কর্মসংস্থানের সুযোগ পাবে।

  • শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিকে সংবর্ধনা

    শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিকে সংবর্ধনা


    শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) বিকালে সদরের শিয়ালডাঙ্গা ফুটবল মাঠে শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘গ্রাম হবে শহর। বাংলাদেশ আওয়ামীলীগের মেঘা প্রকল্প বাস্তবায়ন হলে দেশের চেহারা পাল্টে যাবে। নৌকার বিজয় মানে মহান স্বাধীনতার শক্তি আওয়ামীলীগের বিজয়। আপনারা মুল্যবান ভোট দিয়েছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা নিয়ে আধুনিক সাতক্ষীরা উপহার দেবো। আওয়ামীলীগ কথায় নয় কাজে বিশ^াসী।’
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান মোশা, সদর উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান ও শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা গোপাল ঘোষাল, আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকী, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট ফারুক হোসেন প্রমুখ। এসময় শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি ও মো. নজরুল ইসলাম।

  • সাতক্ষীরা কিন্ডার গার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

    সাতক্ষীরা কিন্ডার গার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সাতক্ষীরা কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সুস্থ বিনোদন ও মেধা বিকাশের জন্য ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আফজাল হোসেন। তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে শুধু পাঠ্যবই ও শ্রেণি কক্ষে আবদ্ধ রাখলে চলবে না। শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে পড়া-লেখার পাশাপাশি সাংস্কৃতিক, সাহিত্যচর্চা, খেলাধুলা ও শারীরিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের লেখা-পড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করতে হবে। সাতক্ষীরা কিন্ডার গার্টেন স্কুল এ জেলার শিক্ষাঙ্গণে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে প্রধান শিক্ষক রফিকুল হাসানসহ শিক্ষকমন্ডলী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। স্কুলটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। আগামী দিনেও এ ধারাবাহিক সাফল্য ধরে রাখতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, সাহিত্যিক তৃপ্তি মোহন মল্লিক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক মো. সিরাজুল ইসলাম, গীতা পাঠ করেন রিনা রানী রায়। এসময় সাতক্ষীরা কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মিসেস রাফিজা খাতুন ও বৈদ্যনাথ কুন্ডু।

  • ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সংবর্ধনায় ফুল ও ভালবাসায় সিক্ত করলেন এমপি রবিকে

    ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সংবর্ধনায় ফুল ও ভালবাসায় সিক্ত করলেন এমপি রবিকে

    নিজস্ব প্রতিনিধি: ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মীর মোস্তাক আহমেদ রবি এমপির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদরের গাভা এ.কে.এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১৪ নং ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমানের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য গণমানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘আপনাদের শ্রদ্ধা ও ভালবাসায় আমি সিক্ত। আবারও আপনাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম। আপনাদের শ্রদ্ধা ও ভালবাসার মর্যাদা আমি রাখবো। আপনাদের সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে রুপ দেওয়ার চেষ্টা করবো।’ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. ফজলুর রহমান মোশা, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, গাভা কলেজের অধ্যক্ষ শিবপদ গাইন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহছান হাবিব অয়ন, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, ইউপি সদস্য মহাদেব ঘোষ, জেলা মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান।

  • পৌরসভার মোবাইল সেবা অ্যাপ ওয়ান সার্ভিস প্রকল্পের কার্যক্রম উদ্বোধন

    পৌরসভার মোবাইল সেবা অ্যাপ ওয়ান সার্ভিস প্রকল্পের কার্যক্রম উদ্বোধন

    সংবাদ দাতা: সাতক্ষীরা পৌরসভার মোবাইল সেবা অ্যাপ ওয়ান সার্ভিস প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১২টায় পৌরসভার হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র তাজকিন আহমেদ চিশতি। আন্তর্জাতিক উন্নয়নমূলক সংস্থা প্রাকটিকাল অ্যাকশন এর বাস্থবায়নে মোবাইল কোম্পানি রবি এর কারিগরি সহযোগিতায় পৌরসভার সেবা বিষয়ক ডিজিটাল প্লাটফর্ম ওয়ান সার্ভিস অ্যাপ চালু করা হয়। এই সার্ভিসের মাধ্যমে পানির বিল, পৌর কর, ড্রেন ও পানির পরিষেবা , পয়ঃ বর্জ্য ব্যবস্থাপনা, বৈদ্যুতিক লাইন পরিষেবা, ইলেক্টিক যন্ত্র সার্ভিসিং সেবা পেতে লাইনে দাঁড়াতে হবে না। সুবিধামত সময়ে ঝামেলা ছাড়াই পৌরবিল দিতে পারবেন, দ্রুততম সময়ে নির্ভূল ও নিরাপদভাবে গৃহস্থলির বিভিন্ন পরিষেবা পাবেন। পৌরসভার সকল সেবা সম্পর্কে গ্রাহকের তথ্য ও মতামত এবং চাহিদা সহজে জানাতে পারবেনা। পৌর যে কোন বিল সংক্্রান্ত বার্তা গ্রাহকের মোবাইলে পৌছে যাবে। ফলে পৌরসভা ও নাগরিকের সাথে সেতুবন্ধন হবে। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, পৌরসভার শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দন মহলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাকটিকাল অ্যাকশন এর প্রোগ্রাম বাস্থবায়ন বিভাগের প্রধান হোসেন ইসরাত আবিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, সৈয়দ মাহামুদ পাপা, শেখ শফিক উদ দ্দৌলা সাগর, আব্দুস সেলিম, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, অনিমা রানি মন্ডল, সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, প্রাকটিক্যাল একশানের কারিগরি সমন্বয়ক সাইফ মঞ্জুর, সফটওয়্যাল এলালিস্ট তানজিম উর রহমান ইসতি, প্রোজেক্ট কো-অডিনেটর আরিফ রায়হান ও রবি’র কর্মকর্তা সৈয়দ আজরাফ জামানসহ পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।