সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানির মূল্য অযৌক্তিকভাবে দ্বিগুন বৃদ্ধির প্রতিবাদ ও পৌর এলাকার সর্বত্র সুপেয় পানি সরবরাহের দাবিতে প্রতিবাদ সভা করেছে নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা। শুক্রবার (৫ এপ্রিল) সকালে সুলতানপুর বড়বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু। সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মোস্তফা নূরুল আলম, নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য এড. ওসমান গণি, স্বপন কুমার শীল, মশিউয়র রহমান পলাশ, সুধাংশু শেখর সরকার, রাশেদুজ্জামান রাশি, সায়েম ফেরদৌস মিতুল, রুহুল আমিন, সাদিয়া পারভীন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সম্প্রতি কোন প্রকার পূর্বঘোষণা ছাড়াই সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানির মূল্য অযৌক্তিভাবে দ্বিগুন বৃদ্ধি করা হয়েছে। অথচ সংযোগ থাকা সত্বেও শহরের বহু গ্রাহক পানিই পান না। অন্যদিকে সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানিতে প্রায়শই ময়লা-আবর্জনা ও আয়রণের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ পানি পানের অযোগ্য হওয়ায় বহু মানুষ বর্তমানে উচ্চমূল্যে বাজার থেকে পানি কিনে পান করতে বাধ্য হচ্ছেন। আমরা অবিলম্বে পৌর এলাকার সর্বত্র সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করার দাবি জানাচ্ছি এবং পানির মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ সভা শেষে নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সদসগণ সাধারণ মানুষের মাঝে এ সংক্রান্ত প্রচারপত্র বিলি করেন।
Category: সদর /পৌরসভা
-
সাতক্ষীরা পৌরসভার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা
-

সাতক্ষীরায় বিনায়ক মন্ডলের সংবাদ সম্মেলন : শ্যামনগরের কুপোটে জমি বিক্রি করে ষড়যন্ত্রের শিকার দুই ভাই
শ্যামনগরের কুপোটে জমি বিক্রি করে ষড়যন্ত্রের শিকার দুই ভাই
সাতক্ষীরা প্রতিনিধি। ওয়ারেশসূত্রে মালিক আমরা দুই ভাই ২০১৭ সালে ১২১ সিএস খতিয়ানে শ্যামনগরের কুপোট মৌজার ১৪১১ দাগের এক একর সাড়ে ৪৯ শতক জমি সাতক্ষীরার সুলতানপুরের খোকন ওরফে বাবলু গাজির নামে উপযুক্ত মূল্যে রেজিষ্ট্রি কোবালা দলিলমূলে বিক্রি করে দেই। সে সময় এ জমি নিয়ে কোনো মোকদ্দমা ছিল না। অথচ এখন আমাদের দুই ভাইয়ের সম্পদ আত্মসাত করার জন্য আমাদের প্রতিপক্ষ দক্ষিন বড় কুপোট গ্রামের বঙ্কিম চন্দ্র বৈদ্য, নিশিত কুমার, বাপ্পা কুমার, তাপস কুমার, ঠাকুর চন্দ্র ও আকরাম হোসেন মালি মিথ্যা তথ্য দিয়ে নানা ভাবে ষড়যন্ত্র করে আসছেন।
শুক্রবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে একথা বলেন তালা উপজেলার বাগডাঙ্গা গ্রামের দেবদাস মন্ডলের ছেলে বিনায়ক মন্ডল । তিনি বলেন তাদের পিতৃ ও মাতৃকুল বিয়োগের পর তিনি ও তার ভাই দ্বৈপায়ন মন্ডল বাগডাঙ্গা সৎসঙ্গ বিহারে পালিত হন। কুপোট না থাকার কারণে প্রতিপক্ষ ওই জমির হাল রেকর্ড তাদের নামে করে নেন। অথচ কোবালা দলিল ও এসএ রেকর্ড ছিল তাদের বাবা দেবদাস মন্ডলের নামে। এ ঘটনাকে প্রতারণা বলে দাবি করেন বিনায়ক মন্ডল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন সঠিক কাগজপত্র ও ওয়ারেশ কায়েম সার্টিফিকেটের ভিত্তিতে ন্যায্য মূল্যে ওই জমি বিক্রির পরও প্রতিপক্ষ বঙ্কিম চন্দ্র সাতক্ষীরার এডিম কোর্টে ১৪৫ ধারা, র্যাব বরাবর দরখাস্ত, এসি ল্যান্ড বরাবর দরখাস্ত, ভূমি অফিস, ইউএনও অফিস, চেয়ারম্যান, থানা, এসপি অফিস, দুদক, সাব রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রার বরাবর বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে আমাদের হয়রানি করছেন। তাছাড়া মাছের ঘেরে প্রবেশ করে লুটপাট করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছেন। আমাদের জমির ক্রেতাসহ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এলাকায় যেতে পারছি না। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন জমির ক্রেতা বাবলু গাজি ওরফে খোকন এসবের বিরুদ্ধে ১৪৫ ধারায় মামলা করেছেন । আমি ও আমার ভাই বঙ্কিম চন্দ্র দিংয়ের বিরুদ্ধে দেওয়ানি আদালতে ১১/১৯ নম্বর মামলা করেছি। বিনায়ক এ ঘটনার প্রতিকার দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাবলু গাজি ওরফে খোকন। -

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে যমুনা টেলিভিশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে যমুনা টেলিভিশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৫এপ্রিল)সকালে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে যমুনা টেলিভিশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ’র সভাপতিত্বে কেক কাটা হয়।তার আগে প্রেসক্লাব থেকে একটি র্য্যালি সাতক্ষীরার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়।যমুনা টেলিভিশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে উপস্থিত থেকে কেক কাটা ও র্য্যালিতে অংশগ্রহন করেন,প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও মময় টিভির জেলা প্রতিনিধি মোমতাজ আহমেদ বাপ্পী,সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম,এনটিভির জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, অধ্যক্ষ আশেক- ই – এলাহি, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ,গোলাম সরোয়ার,সেলিম রেজা মুকুল, আবদুস সামাদ,ইব্রাহিম খলিল,অসিম বরণ চক্রবর্তী, তানজীর আহমেদ,আসাদুজ্জামান সরদার প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শেখ আহসানুর রহমান রাজীব।
Attachments area -

জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে নাগরিক আন্দোলন মঞ্চের মতবিনিময়
সাতক্ষীরা পৌরসভায় সাপ্লাই পানির মূল্য অযৌক্তিকভাবে দ্বিগুন বৃদ্ধির প্রতিবাদ ও পৌর এলাকার সর্বত্র সুপেয় পানি সরবরাহের দাবিতে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় চেয়ারম্যানের নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু, সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, নিত্যানন্দ সরকার, প্রকৌশলী আবেদুর রহমান, সুশাংশু শেখর সরকার প্রমুখ।
সভায় সাতক্ষীরা পৌরসভায় সাপ্লাই পানির মূল্য অযৌক্তিকভাবে দ্বিগুন বৃদ্ধি, ময়লায়ুক্ত পানি সরবরাহের প্রতিবাদ ও পৌর এলাকার সর্বত্র সুপেয় পানি সরবারহের বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় নাগরিক আন্দোলন মঞ্চের এ যৌক্তিক দাবিকে সমর্থন জানান সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
এদিকে একই দিন সন্ধ্যায় হাটের মোড়, কুখরালী আমতলা মোড়, বাঙালের মোড়সহ শহরের বিভিন্ন স্থানে প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু। সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন, নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য এড. ওসমান গণি, সুধাংশু শেখর সরকার, ওবায়েদুস সুলতান বাবলু, স্বপন কুমার শীল, মশিউর রহমান পলাশ, আমির হোসেন খান চৌধুরি, রাশেদুজ্জামান রাশি, বীরমুক্তিযোদ্ধা মহসীন আলী, রওনক বাসার, এড. ইকবাল লোদী, এড. ফয়সাল, সাদিয়া পারভীন, প্রণয় সরকার, কিংসুখ, সাকিব প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানির বিল অযৌক্তিভাবে দ্বিগুন বৃদ্ধি করা হয়েছে। একদিকে সংযোগ থাকা সত্বেও শহরের বহু গ্রাহক পানিই পান না। অন্যদিকে সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানিতে প্রায়শই ময়লা-আবর্জনা ও আয়রণের উপস্থিতি লক্ষ্য করা যায়। পানের অযোগ্য হওয়ায় বহু মানুষ বর্তমানে উচ্চমূল্যে বাজার থেকে পানি কিনে পান করতে বাধ্য হচ্ছেন। বক্তারা অবিলম্বে পৌর এলাকার সর্বত্র সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। এছাড়া লিফলেট বিতরণ করা হয়। -

সাতক্ষীরায় সাড়ে ৬ হাজার কুকুরের শরীরে জলাতঙ্ক টিকা দেওয়া হবে
স্টাফ রিপোর্টার :
২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের শরীরে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। আগামী ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত ( পাঁচদিন ব্যাপী ) সাতক্ষীরা সদর উপজেলার সব এলাকায় এই কার্যক্রম চলবে। সাতক্ষীরা সদর উপজেলায় সাড়ে ৬ হাজার কুকুরের শরীরে জলাতঙ্ক প্রতিষেধক টিকা ( এমডিভি ) প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে স্বাস্থ্য বিভাগ।
কুকুরের শরীরে জলাতঙ্ক প্রতিশেধক টিকাদান উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এক অবহিতকরণ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: আবুল হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রুহুল আমিন, সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সমরেশ চন্দ্র দাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জিল্লুর রহমান, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শেখ সফিক-উদ-দৌলা সাগর, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টেকনোলজিষ্ট মো: ফারুক হোসেন।
সভায় জানানো হয়, ব্যাপকহারে কুকুরের গায়ে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রমরে আওতায় এ পর্যন্ত দেশের ৬৩টি জেলা সদর, পৌরসভা ও ৯টি সিটি কর্পোরেশনে ১১ লাখ ৩৮ হাজার কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে। তারা আরো জানায়, পাঁচ দিন ব্যাপী কুকুরের টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রতিটি টিমে ২ জন করে স্থানীয় কুকুর ধরা লোক, ১ জন দক্ষ কুকুর ধরা লোক, ১ জন টিকাদানকারী , ১ জন ডাটা কালেক্টর ও ১ জন ভ্যান ড্রাইভার নিয়োজিত থাকবে। তারা প্রতিটি স্থানে শতকরা ৭০ ভাগের অধিক পোষা ও বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করবে। যা কুকুরের মধ্যে হার্ড ইমিনিটি তৈরী করবে এবং উক্ত এলাকাকে জলাতঙ্কের ঝুঁকি হ্রাস করবে।
সাতক্ষীরা সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে ২টা দল এবং সাতক্ষীরা পৌরসভায় ১০টি করে দল টিকাদান কর্মসুচিতে অংশগ্রহন করবে। প্রতিদিন সকাল ৭ টা থেকে বেলা ১ টা পর্যন্ত তারা কাজ করবে।
অবহিতকরন এই সভায় কুকুরের জলাতঙ্ক টিকাদান কর্মসূচি সফল করার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে । -
সিবি হসপিটাল লিমিটেড ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৯
সিবি হসপিটাল লিমিটেড ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৯
এর ২য় সেমিফাইনাল খেলায় ইউনুছ আলী স্মৃতি সংসদ ৪ উইকেটে জয়ী
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সিবি হসপিটাল লিমিটেড, সাতক্ষীরার পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে সিবি হসপিটাল লিমিটেড ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৯ এর ২য় সেমিফাইনাল খেলা আজ ইউনুছ আলী স্মৃতি সংসদ বনাম মুন্সীপাড়া যুব সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় মুন্সীপাড়া যুব সংঘ টসে জিতে ব্যাট করতে নেমে ৪৮.২ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান করে। জবাবে ইউনুছ আলী স্মৃতি সংসদ ব্যাট করতে নেমে ২৯.৫ ওভারে ৬টি উইকেট হারিয়ে ১৪৫ রান করে। ফলে ইউনুছ আলী স্মৃতি সংসদ ৪উইকেটে জয়লাভ করে। -

সংবাদ সম্মেলন: শত শত গ্রাহকের মাথায় হাত, সাতক্ষীরা হতে উধাও সন্ধানী লাইফ ইন্সিওরেন্স
সংবাদ বিজ্ঞপ্তি: ‘সন্ধানী লাইফ ইন্সিওরেন্স কোম্পানির লোকজন তাদের সাতক্ষীরা অফিস গুটিয়ে পালিয়ে গেছে। তাদের খুঁজে হয়রানি হচ্ছেন আমার মতো অনেক গ্রাহকই। আমরা এখন আমাদের টাকা ফেরত পাচ্ছি না , তাদের খুঁজেও পাচ্ছি না’ ।
বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে একথা বলেন সাতক্ষীরা শহরের বদ্দিপুর কলোনির আবদুস সবুর গাজি। তিনি বলেন ‘সন্ধানী লাইফ ইন্সিওরেন্স এখন উধাও। কোথায় যাব্ োকার কাছে যাবো’।
সংবাদ সম্মেলনে তিনি বলেন সাতক্ষীরা সন্ধানী লাইফ ইন্সিওরেন্স কোম্পানির কর্মকর্তা একই এলাকার মো. ভন্টুর পুত্র ইয়াসিন আলির মাধ্যমে তিনি ৫২৯০ টাকার একটি পলিসি খোলেন ২০১১ সালের ২০ জুন তারিখে। কিন্তু আর্থিক টানাপড়েনের কারণে তিনি পলিসি টানতে ব্যর্থ হন। তিনি জানান ২০১৮ সালে ইয়াসিন আলি তাকে জানান ‘ এখন জরিমানাসহ বকেয়া টাকা পরিশোধ করা হলে ১৭ বছর পর এককালিন ৩ লাখ টাকা পাওয়া যাবে’। সবুর গাজি আরও জানান এ অনুযায়ী তিনি ২০১৮এর ৩০ জানুয়ারি ইয়াসিনের হাতে ৪২ হাজার ৩২০ টাকা তুলে দেন। কিন্তু এ সংক্রান্ত মানি রিসিট দেওয়ার কথা থাকলেও ইয়াসিন তা দেন নি। এমনকি তাকে আর খুঁজেও পাওয়া যাচ্ছিল না। তিনি বলেন সম্প্রতি সন্ধানী লাইফ ইন্সিওরেন্স এর সাতক্ষীরা জেলা অফিস বড় বাজার সড়কের ওয়ান ব্যাংকের উপরতলায় যেয়ে দেখা যায় তালা বন্ধ। সেখানে কোনো সাইন বোর্ড নেই। এমনকি জেলার দায়িত্বে থাকা সাতক্ষীরা সদর উপজেলার বালিথা গ্রামের সোহেল উদ্দিনের পুত্র আবুল কালাম আজাদ ও তার সহকর্মী কালিগঞ্জের বাগানলতা গ্রামের আছিরুদ্দিনের পুত্র ফারুক হোসেন সাগরও নিখোঁজ। তিনি জানতে পারেন যে ইয়াসিন ও আবুল কালাম আজাদ ভারতে অবস্থান করছেন অনেকদিন ধরে। আর তাদের কাছে পলিসি খুলে সাতক্ষীরার বিপুল সংখ্যক গ্রাহক হায় হায় করছেন। আবদুস সবুর জানান এরা আসলে একটি প্রতারক চক্র। এই চক্রটি নিরীহ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে।
আবদুস সবুর সংবাদ সম্মেলনে বলেন তিনি সম্প্রতি সাতক্ষীরা আমলি আদালতে ইয়াসিন , আবুল কালাম আজাদ ও সাগরের নামে একটি মামলা দায়ের করেছেন। এই মামলার পর থেকে তাদের ভাড়াটিয়া ছট্টু ও আসাদুজ্জামান নামের দুই ব্যক্তি তাকে টেরিফোনে হুমকি ধামকি দিচ্ছে। তারা তাকে খুন করারও হুমকি দিচ্ছে।
গ্রাহক আবদুস সবুর এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। -
নতুন আম্পায়ার (নন কোয়ালিফাইড) সংগ্রহের জন্য প্রশিক্ষন কার্যক্রম
বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখা-এর উদ্যোগে আগামী ০৭/০৪/২০১৯ তারিখ বিকাল ৩-০০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে শুরু হবে নতুন আম্পায়ার (নন কোয়ালিফাইড) সংগ্রহের জন্য প্রশিক্ষন কার্যক্রম। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহনের জন্য সাতক্ষীরা জেলার আগ্রহী ব্যক্তিদেরকে (পুরুষ/নারী) আগামী ০৭/০৪/২০১৯ বেলা ১২-০০টার মধ্যে স্ব-স্ব জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ০২কপি পাসপোর্ট সাইজের ছবি, অফেরতযোগ্য ৫০০/- (পাঁচশত) টাকাসহ আহবায়ক বরাবর দরখাস্ত অত্র এসোসিয়েশনের এর দপ্তর সম্পাদক কাজী মোঃ ফরহাদ (০১৭১৬-২৩৪৪৬৭)-এর নিকট জমা দিতে হবে।
প্রশিক্ষনের সময়সূচি – ০৭/০৪/২০১ থেকে ০৯/০৪/২০১৯ পর্যন্ত
প্রতিদিন বিকাল – ০৩-০০টা হতে সন্ধ্যা ০৭-০০টা পর্যন্ত
লিখিত পরীক্ষা – ১০/০৪/২০১৯ সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত
মৌখিক পরীক্ষা – ১০/০৪/২০১৯ দুপুর ১২-৩০হতে -
ব্র্যাক,মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির ৩৩ বছর উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পৌর প্রতিনিধি: মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী, ব্র্যাক এর আয়োজনে কলারোয়া ব্র্যাক অফিসের অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেনকে সভাপতি করে গতকাল বুধবার সকাল ১১ ঘটিকায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ব্র্যাক এর উর্দ্ধতন কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া। ব্র্যাক সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপক বিশ্বনাথ কুন্ডু বলেন, ১৯৯৮ সালে ব্র্যাক এর তত্বাবধানে আইন সহায়তা কার্যক্রম পাইলট প্রকল্প হিসাবে চালু হয় কিন্তু বর্তমানে দেশের ৬১ টি উপজেলায় মোট ৪৭৩ টি আইন ও সহায়তা কেন্দ্র চালু যার ১০ টি কেন্দ্র সাতক্ষীরাতেই চালু আছে। তিনি আরও বলেন যে,৭ জন আইনজীবী দ্বারা সাতক্ষীরা জেলার ৭ টি উপজেলার প্রত্যান্ত এলাকার অসহায় গরীব ও মামলা পরিচালনায় অক্ষম মানুষদের অার্থিক ও আইন সহায়তা প্রদান করে থাকে। বক্তারা বিবাহ প্রথা (মুসলিম,হিন্দু), বাল্য বিবাহ ও প্রতিরোধ, বিয়ে রেজিঃ, তালাক/বিচ্ছেদ, পিতা মাতার ভরণ পোষন, মানব পাচার, এসিড নিক্ষেপ, ধর্ষণ, নারী ও শিশু পাচার ইত্যাদি বিষয় নিয়ে এবং এদের সহযোগিতার ক্ষেত্রে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এছাড়া আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক, আলীয়া মাদ্রাসার কম্পিউটার শিক্ষক, মুসলিম বিবাহ রেজিস্টার, হিন্দু বিবাহ রেজিস্টার, মসজিদের ইমাম ও বিভিন্ন মন্দিরের পুরোহিতগণ। সর্বশেষ মতবিনিময় সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সভাপতি সমাপনি বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।
-
সিবি হসপিটাল লিমিটেড ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৯: ১ম সেমিফাইনাল খেলায় সেতুবন্ধন ক্লাব সুপার ওভারে জয়ী
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনা এবং সিবি হসপিটাল লিমিটেড, সাতক্ষীরা পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সিবি হসপিটাল লিমিটেড ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৯ এর ১ম সেমিফাইনাল খেলা সেতুবন্ধন ক্লাব বনাম ইয়ং বলাকা ক্রীড়া চক্রের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ইয়ং বলাকা ক্রীড়া চক্র টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭টি উইকেট হারিয়ে ২৩৯ রান করে। দলের ইমন ৫০ এবং রাজন ৫০ রান করে। জবাবে সেতুবন্ধন ক্লাব ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৯ রান করে। দলের আজিজুল ৫৪ এবং শাওন ৫০ রান করে। ফলে খেলা ড্র হয়। সুপার ওভারে ইয়ং বলাকা ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে ৩উইকেট হারিয়ে ৬ রান করে। জবাবে সেতু বন্ধন ক্লাব ব্যাট করতে নেমে ১উইকেট হারিয়ে ৮রান করে জয়ে লক্ষ্যে পৌছে যায়।
আগামীকাল ইউনুছ আলী স্মৃতি সংসদ বনাম মুন্সীপাড়া যুব সংঘের মধ্যে ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। -
বিনামূল্যে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা অপারেশন ক্যাম্প ৩০শে এপ্রিল ২০১৯
ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের উদ্যোগে দেশের সকল অঞ্চলের মানুষের জন্য জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্প আগামী ৩০শে এপ্রিল ২০১৯, এর আয়োজন করা হয়েছে। উক্ত ক্যাম্পে অপারেশন করাবেন ঢাকা মেডিকেল কলেজের প্লাস্টিক সার্জারী বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সৈয়দ সামসুদ্দিন আহম্মেদ। অপারেশনের জন্য রোগী ও অভিভাবকগনের ০১৭১১০১০৫০০ নম্বরে যোগাযোগ করার আহবান করা হলো।
-
বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরসহ ৭দফা দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরসহ ৭দফা দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা পল্লী উন্নয়ন বোর্ড এর উপ-পরিচালকের কার্যালয়ের সামনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী সংসদ-সিবিএ’র সাতক্ষীরার নেতৃবৃন্দ দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেন। সাতক্ষীরা সিবিএ’র সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক জি এম সালাউদ্দিন, মাঠ সহকারী শরিফুল ইসলাম, তালার কোহিনুর ইসলাম, কলারোয়ার তাজমিনুর রহমান তাজু, কালিগঞ্জের আলেয়া খাতুন, আশাশুনির অলোক মন্ডল, সদরে মানিক (ইরোশপো) প্রমুখ। অবস্থান কর্মসূচি পরিচালনা করেন, শ্যামনগরের (সদাবিক) আনিছুর রহমান।
পরে বেলা ১২টার দিকে নেতৃবৃন্দ দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউদ্দীজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর রুপান্তরে করতে হবে। প্রকল্পে কর্মরতদের আয় থেকে দায় প্রথা বাতিল করে ১০০% বেতন প্রথা নিশ্চিত করতে হবে এছাড়া কেন্দ্রীয় ঘোষিত দাবি সমূহ বাস্তবায়ন করতে হবে। তা না হলে এ আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করার প্রত্যয় ব্যক্ত করেন। -

সাতক্ষীরা পৌরসভায় সাপ্লাই পানির মূল্য দ্বিগুন বৃদ্ধির প্রতিবাদ ও সুপেয় পানি সরবরারের দাবিতে পথসভা
সাতক্ষীরা পৌরসভায় সাপ্লাই পানির মূল্য অযৌক্তিকভাবে দ্বিগুন বৃদ্ধির প্রতিবাদ ও পৌর এলাকার সর্বত্র সুপেয় পানি সরবারের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা নিউ মার্কেটস্থ শহীদ আলাউদ্দিন চত্বর,সুলতানপুর বড় বাজারসড়কসহ শহরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পথ সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু। সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য স্বপন কুমার শীল প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সাতক্ষীরা পৌর সভার সাপ্লাই পানির বিল অযৌক্তিভাবে দ্বিগুন বৃদ্ধি করা হয়েছে। একদিকে সংযোগ থাকা সত্বেও শহরের বহু গ্রাহক পানিই পান না। অন্যদিকে সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানিতে প্রায়শই ময়লা-আবর্জনা ও আয়রণের উপস্থিতি লক্ষ্য করা যায়। পানের অযোগ্য হওয়ায় বহু মানুষ বর্তমানে উচ্চমূল্যে বাজার থেকে পানি কিনে পান করতে বাধ্য হচ্ছেন। বক্তারা অবিলম্বে পৌর এলাকার সর্বত্র সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। এছাড়া লিফলেট বিতরণ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুধাংশু শেখর সরকার, প্রকৌশলী আবেদুর রহমান, অধ্যক্ষ শিবপদ গাইন, প্রভাষক ইদ্রিস আলী প্রমুখ।
-

অবহেলা ও অবব্যস্থাপনার মধ্যে চলছে সাতক্ষীরা সরকারী বক্ষব্যধি ক্লিনিক : ব্যবস্থাপত্র লিখছেন নার্সে, টেকনিশিয়ান না থাকায় নষ্ট হচ্ছে এক্স-রে মেসিন
গোলাম সরোয়ার ॥ চরম অবহেলা ও অবব্যস্থাপনার মধ্যে চলছে সাতক্ষীরার একমাত্র সরকারী বক্ষব্যধি ক্লিনিক। বিশেষজ্ঞ ডাক্তারের পদ শুন্য দীর্ঘদিন। একজন মেডিকেল অফিসার ভারপ্রাপ্ত থাকলেও সপ্তাহে ৫দিন আসেন না। প্যাথলজিষ্ট নেই, টেকনিশিয়ান না থাকায় নষ্ট হতে চলেছে মুল্যবান সরকারী এক্স-রে মেসিন। উচ্চমান সহকারী যিনি অন্যত্র ডেপুটেশনে রয়েছে। রোগী এলে রোগের বিবরন শুনে ব্যবস্থাপত্র লিখছেন একজন নার্স।
গতকাল সাতক্ষীরা শহরের বাটকেখালী এলাকায় অবস্থিত বক্ষব্যধি ক্লিনিকে সরেজমিনে যেয়ে দেখা গেল এই ক্লিনিকে আগত বক্ষব্যধি রোগীর ব্যবস্থাপত্র লিখছেন সনিয়া খাতুন নামে অতিরিক্ত দায়িত্ব পালন করা একজন স্টাফ নার্স। কি ভাবে বক্ষব্যধির মত জটিল রোগীর ব্যবস্থাপত্র বা ওষুধ লিখছেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, ডাক্তার না থাকায় রোগীর ব্যবস্থাপত্র লিখছি। কিন্ত এটি আসলে আমার কাজ নয়।
কথা হয় এ হাসাপাতালে চিকিৎসা নিতে আসা সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামের হামিজদ্দীনের সাথে। তিনি জানান, গত কয়েকদিন ধরে কাশির সাথে রক্ত উঠছে। তাই জরুরী ভাবে চিকিৎসা নিতে আসেন বক্ষব্যধি হাসপাতালে। কিন্ত এখানে এসেই হতাশ হয়েছেন তিনি। ডাক্তার না থাকায় একজন নার্স ওষুধপত্র লিখে দিলেন তাকে। এমনকি বুকের এক্স-রে অন্যান্য পরিক্ষাও করতে পারেননি তিনি।
সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা বদর উদ্দীন জানান, বুকের চিকিৎসা করতে এসে পর পর দুই দিন ফিরে গেছেন ডাক্তার না থাকার কারনে। এই হাসপাতালের একজন মহিলা অফিস সহায়কের পরামর্মে বাইরে থেকে বুকের এক্স-রে করে নিয়ে এসেছিলাম। এক্স-রে করার পর একজন নার্স তাকে ব্যবস্থাপত্র লিখে দিয়েছেন বলে জানান তিনি।
এই হাসপাতালের ফার্মাসিষ্ট পদে নিয়জিত নিভা মজুমদার জানান, এখানে বক্ষব্যধি বিশেষজ্ঞ ডাক্তারের পদ শুন্য রয়েছে দীর্ঘদিন যাবত। একজন মেডিকেল অফিসার ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করলেও তিনি সপ্তাহে একদিন বুধবার আসেন। সপ্তাহের অন্যান্য দিন সাতক্ষীরা সদর হাসাপাতালে থাকেন। এছাড়া টেকনিশিয়ান না থাকায় এ হাসপাতালের এক্স-রে মেসিনটি ঘরের মধ্যে তালা বদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। প্যাথলজিষ্টের পদও বহুদিন শুন্য থাকায় মুমুর্ষ রোগীরা পরিক্ষা-নিরিক্ষা করতে পারছেন না। একই ভাবে এ হাসপাতালের বড়বাবু বা উচ্চমান সহকারীও সাতক্ষীরা সদর হাসপাতালে দায়িত্ব পালন করেন।
এব্যাপারে বক্ষব্যধি হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাক্তার তানভীর আহমেদের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এব্যাপারে যোগাযোগ করা হলে সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার রফিকুল ইসলাম অফিসিয়াল কাজে ঢাকায় অবস্থান করছেন জানিয়ে বলেন, মুলত দেশব্যাপী সরকারী হাসপাতাল বা ক্লিনিকগুলোতে ডাক্তারসহ অন্যান্য লোকবল সংকট। তার পরও এব্যাপারে সাতক্ষীরা ফিরে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান তিনি।
-

সাতক্ষীরা জেলা ভূমি কমিটি গঠন
সাতক্ষীরা জেলা ভূমি কমিটি, এর উদ্দ্যোগে “উত্তরণ” অপ্রতিরোধ্য প্রকল্পের সহযোগিতায়, ‘মানুষের জন্য ফাউন্ডেশন” এর অর্থায়নে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে জেলা ভুমি কমিটি গঠন সভা অুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ভূমি কমিটির সভাপতি মো: আনিসুর রহিম।
সভায় খাস জমি ভূমিহীরদের মাঝে বন্দোবস্ত প্রদান কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিগত জেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করে মো: আনিসুর রহিমকে সভাপতি ও এড. আজাদ হোসেন বেলালকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা ভুমি কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন “উত্তরণ” অপ্রতিরোধ্য প্রকল্পের সমন্বয়কারী মো: মনিরুজ্জামান জমাদ্দার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি অদ্যক্ষ আবু আহমেদ, জেলা পরিষদ সদস্য এড. শাহনাজ পারভীন মিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাংবাদিক কল্যান ব্যানার্জি, এম কামরুজ্জামান, মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা মো: আবুল খায়ের, আনোয়ার জাহিদ তপন, আলিনুর খান বাবুল, উপজেলা ভুমি কমিটির সভাপতি আলহাজ্জ আব্দুল খালেক, আলহাজ্জ ওহার আলী সরদার, সরদার আমজাদ হোসেন, জোৎ¯œা দত্ত, ফরিদা আক্তার বিউটি, আব্দুল ওহাব, প্রভাষক ইয়াহিয়া প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. আজাদ হোসেন বেলাল। -
সাতক্ষীরায় আশা সমিতির মাঠ কর্মীকে ব্লেড দিয়ে গলা ও জিহবা কেটে টাকা ছিনতাই
নিজস্ব প্রতিনিধি ঃ ছিনতাইয়ে বাধা দেওয়ায় আশা সমিতির এক মাঠ কর্মীকে গলা ও জিহবা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। সোমবার সাতটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার গাভা বাবলাতলা মাছের সেটের পাশে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্যাংদহা বাজারের ডাঃ সুমল সরদার জানান, আশা সমিতির ব্যাংদহা শাখার মাঠ কর্মী কলারোয়া উপজেলা সদরের তুলসীডাঙার জাহাঙ্গীর হোসেন (৩০) সোমবার রাত সাতটার দিকে ঋণ ও সঞ্চয় আদায় শেষে অফিসে ফিরছিলেন। পথিমধ্যে তিনি গাভা বাবলাতলা মাছের সেটের পাশে ভেড়িবাঁধের উপর পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মোটর সাইকেলে আসা তিনজন তার বাই সাইকেলের গতিরোধ করে। এ সময় তার ব্যাগে থাকা ঋণ ও সঞ্চয় আদায়ের ১৫ হাজার টাকা কেড়ে নেয়। ছিনতাইয়ে বাধা দেওয়ার সময় তার গলায় ও জিহবা ব্লেড দিয়ে কেটে ক্ষত বিক্ষত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তার কাছে প্রাথমিক চিকিৎসা করায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশা সমিতির ব্যাংদহা শাখার ব্যবস্থাপক আল আমিন আল মামুন ছিনতাই এর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’ সপ্তাহ আগে জাহাঙ্গীর তাদের অফিসে যোগদান করেছে।# -

সাতক্ষীরা পৌরসভার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও সুপেয় পানি নিশ্চিতের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানির মূল্য অযৌক্তিকভাবে দ্বিগুন করার প্রতিবাদে এবং পৌর এলাকায় সর্বত্র সুপেয় পানির সরবরাহ নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে উক্ত মাবনন্ধন কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, অধ্যক্ষ সুভাষ সরকার, ক্যাব সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জাসদ নেতা শেখ ওবায়েদুস সুলতান বাবলু, মক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভা যে পানি সরবরাহ করছেন তা খাওয়ার অযোগ্য। যে পানি সাতক্ষীরা পৌর কর্তৃক সরবরাহ করেন সেই পানি পৌরসভার মেয়র কাউন্সিলররা নিজেরাই পান করেন না। তারা নিজেরা জারের পানি ক্রয় করে খান। অথচ নাগরিকদের খাওয়ার জন্য ময়লাযুক্ত খাওয়ার অনুপযোগি পানি সরবরাহ করছেন।আবার অধিকাংশ সময়ই পানি থাকেই না। এছাড়া ইচ্ছেমত আবার সাতক্ষীরা পৌর কর্তৃক পানির বিল দ্বিগুন করেছেন। বক্তারা আগামী ২৮ মার্চের মধ্যে ওই দ্বিগুন বিল প্রত্যাহার না করলে সাতক্ষীরা পৌরসভার সকল পানি গ্রাহকদের পানির বিল পরিশোধ না করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, সাতক্ষীরা পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা। এখানে মশা-মাছি নিধনের জন্য বরাদ্দ থাকলেও গত কয়েক বছরে একবারও মশা-মাছি নিধনের জন্য ফগার মেশিন ব্যবহার করা হয়নি। বক্তারা অবিলম্বে দাবি মেনে নেওয়া না হলে সাতক্ষীরা পৌরসভা ঘেরাওসহ পৌর সভার সকল জনগনকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে জানান।এদিকে একই দাবীতে আগামী কাল শুক্রুবার সকাল ১০ টায় নাগরিক কমিটির এক সভা আহ্বান করা হয়েছে
-

সাতক্ষীরা পৌরসভায় ‘সবুজ জলবায়ু তহবিলের’ প্রকল্প বাস্তবায়নে সুশাসন নিশ্চিতকরণে সনাক ও পৌরসভার যৌথপরিকল্পনা সভা
সংবাদ বিজ্ঞপ্তি: বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশণাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সাতক্ষীরা প্যেরসভা যৌথ আয়োজনে জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সনাক জলবায়ু বিষয়ক উপ-কমিটির বাহ্বায়ক কল্যাণ ব্যানার্জী জলবায়ু অর্থায়নে সুশাসন চর্চার ক্ষেত্র সমূহ এবং সভার লক্ষ্য ও উদ্দেশ্য সভায় অবহিত করেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ফারাহ দিবা খান সাথী, অনিমা রানী মন্ডল, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, ড. দিলারা বেগম, পলটু বাসার, পৌরসভার শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দ্র মহালী প্রমুখ। এ সময় পৌর সচিব সাইফুল ইসলাম বিশ^াসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সাতক্ষীরা পৌরসভায় সবুজ জলবায়ু তহবিলের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। তিনি বলেন, ‘পরামর্শক নিয়োগ হয়েছে। টেন্ডার প্রক্রিয়ার বিষয়ে এখনও চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়। তবে খুব শীঘ্রই এ বিষয়ে ঢাকায় একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা।’ সনাক’র পক্ষ থেকে জলবায়ু প্রকল্প বাস্তবায়নে সুশাসন চর্চার জন্য প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিতা ও জনঅংশগ্রহণ নিশ্চিত করার পরামর্শ প্রদান করা হয়। মুক্ত আলোচনায় সকলে ঐক্যমতের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নে জনঅংশগ্রহণ নিশ্চিতকরণের অংশ হিসেবে সোশাল মনিটরিং করার জন্য সুশীল সমাজ, মিডিয়া ও নাগরিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি প্রকল্প মনিটরিং কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় পৌর মেয়র সনাকের সার্বিক পরামর্শকে ইতিবাচক হিসেবে গ্রহণ করে জলবায়ু প্রকল্প বাস্তবায়নে সুশাসন নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহণ করেন। সভা সঞ্চলনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার আবুল ফজল মোহাম্মদ আহাদ।