Category: সদর /পৌরসভা

  • মানবতাবিরোধী অপরাধ মামলার ওয়ারেন্টভূক্ত আসামি জহিরুল ইসলাম মারা গেছেন



    মানবতাবিরোধী অপরাধ মামলার ওয়ারেন্টভূক্ত আসামি জহিরুল ইসলাম মারা গেছেন

    নিজস্ব প্রতিনিধি: জেলার অন্যতম শীর্ষ যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধ মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি জহিরুল ইসলাম ওরফে টিক্কা খান (৬৭) মারা গেছেন। তিনি সদর উপজেলার বৈকারী গ্রামের মৃত আইজুদ্দিন মোল্যার ছেলে। ভারতে পালিয়ে থাকা অবস্থায় তিনি সেখানে মারা যান। এরপর গোপনে তার লাশ আনা হয় বৈকারী গ্রামে।
    জানা যায়, একাত্তরে পাকিস্থানী হানাদারদের পক্ষে নৃশংসতার কারণে জহিরুল ইসলাম সবার কাছে সাতক্ষীরার ‘টিক্কা খান’ নামে পরিচিতি পান। একাত্তরের এই কসাইয়ের মৃতদেহ সোমবার ভোর রাত ৩টার দিকে তার গ্রামের বাড়ি বৈকারীতে আনা হয়। তিনি দীর্ঘদিন যাবত ভারতে পালিয়ে ছিলেন বলে স্থানীয়রা জানান। জহিরুলের বাড়ির আঙিনার ধারে সোনাই নদী পার হলেই ভারত সীমান্ত শুরু। সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) মহিদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
    উল্লেখ্য: ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাতক্ষীরার ৪ শীর্ষ যুদ্ধাপরাধী যথাক্রমে, সদর উপজেলার আলীপুরের আব্দুল্লাহিল বাকী, জামাতের সাবেক এমপি বৈকারী গ্রামের আব্দুল খালেক মন্ডল, শহরের পলাশপোল নবজীবন এনজিওর সাবেক নির্বাহী পরিচালক খান রোকনুজ্জামান ও বৈকারীর জহিরুল ইসলাম ওরফে টিক্কা খানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে এ মামলায় সাক্ষ্য গ্রহণ গত ৬ মে ২০১৯ তারিখে শেষ হয়েছে। আসামিদের মধ্যে রোকন ও টিক্কাখান শুরু থেকেই দীর্ঘদিন পলাতক ছিলেন।
    আসামিদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে রয়েছে ৬ জনকে হত্যা, ২ জনকে ধর্ষণ, ১৪ জনকে শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ৭ আগস্ট থেকে তদন্ত শুরু করার পর ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি শেষ হয়।


  • সাতক্ষীরায় রুপালী ব্যাংক এর ৩১তম আউট লেট’র উদ্বোধন

    সাতক্ষীরায় রুপালী ব্যাংক এর ৩১তম আউট লেট’র উদ্বোধন


    নিজস্ব প্রতিবেদক :
    আনন্দঘন পরিবেশে সাতক্ষীরায় ব্যাঙ এর ৩১তম আউট লেট এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের আসাদুল মার্কেটস্থ এলাকায় এই লেট এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে লেট এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আসাদুল হক। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান আনিস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা প্রমুখ।
    সার্বিক অনুষ্ঠান পরিচালায় ছিলেন রুপালী ব্যাংকের ম্যানেজার গোলাম মোস্তফা।

  • জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সদরের বালিথায় ২ মহিলাসহ তিনজনকে পিটিয়ে গুরুতর জখম

    জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সদরের বালিথায় ২ মহিলাসহ তিনজনকে পিটিয়ে গুরুতর জখম


    নিজস্ব প্রতিবেদক :
    জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সদরের বালিথায় ২ মহিলাসহ তিনজনকে পিটিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটেছে। সোমবার ১৩ মে’ ১৯ সকাল ৮টায় সাতক্ষীরা সদর উপজেলার বালিথা (লম্বাপাড়া) এলাকায় এঘটনা ঘটে।
    এঘটনায় ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে ৩ জনকে আসামীকে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
    এজাহার সূত্রে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ওইদিন সকালে বালিথা গ্রামের মৃত তমেজ গাজীর পুত্র সাত্তার গাজী, তার পুত্র লাভলু ও কন্যা মাছুরা বেগমসহ কয়েকজন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে একই এলাকার আবুল তালেবের পুত্র রিজাউলের বাড়িতে হামলা করে। এসময় তারা রিজাউলকে মারপিট করতে শুরু করে। সে সময় রিজাউলের শ^াশুড়ী মর্জিনা বেগম তাদের হাত থেকে রিজাউলকে উদ্ধার করতে গেলে তারা লোহার রড দিয়ে পিটিয়ে মর্জিনা বেগমকে গুরুত্ব জখম করে। এছাড়া রিজাউলের স্ত্রী ঝর্ণা বেগমকেও মারপিট করে এবং তার কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটনায়। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে বর্তমানে মর্জিনার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এঘটনায় ভুক্তভোগী রিজাউল হামলাকারীদের তদন্তপূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • মানুষ চায় বাঁধ’ ত্রাণ বিতরনকালে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ‘সাতক্ষীরায় ফণীতে ক্ষতি সামান্যতম’


    নিজস্ব প্রতিনিধি।‘ মানুষ ত্রাণ চায় না, চায় বাঁধ। তারা চায় দুর্যোগে সাইক্লোন শেল্টার’ একথা উল্লেখ করে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন ‘সাতক্ষীরার শ্যামনগরের ৫৫৩ কিলোমিটার বাঁধ আরও উঁচু এবং টেকসই করার কাজ শুরু করা হবে। আগামি ৫০ বছর ধরে যাতে বাঁধ নিয়ে এ অঞ্চলের মানুষকে ঝুঁকির মধ্যে থাকতে না হয় সেই কাজই করা হবে বলে উল্লেখ করে তিনি আরও বলেন বর্ষা মওসুম আসার আগেই কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
    পানি সম্পদ উপমন্ত্রী রোববার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদ চত্বরে ফণীতে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরনকালে এ কথা বলেন। ‘সাতক্ষীরায় সামান্যতম ক্ষতি করেছে ফণী’ জানিয়ে তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসন এবং সর্বোপরি সবাই একযোগে কাজ করায় ক্ষয় ক্ষতি মোকাবেলা করা সম্ভব হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে আমরা অনেক আগেই ফণীর গতি প্রকৃতি বুঝতে পারায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ায় বাংলাদেশ নিরাপদ ছিল।
    এনামুল হক শামীম আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখেরও বেশি রোহিঙ্গা সদস্যদের সেবা দিচ্ছেন। ‘দেশের ১৬ কোটি মানুষ আমরা খেতে পারলে রোহিঙ্গারাও খেয়ে পরে বাঁচতে পারবে’ প্রধানমন্ত্রীর এই মন্তব্য উদ্ধৃত করে তিনি বলেন শেখ হাসিনা মায়েদের জন্য বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা , বিধবাভাতা,মুক্তিযোদ্ধাভাতাসহ নানা ভাতা দিয়ে জনগনকে সম্মানিত করেছেন। ‘তিনি বলেছেন মা সম্মানিত হলে জাতি সম্মানিত হবে’ এ কারণে মেয়েরা এখন সেনা পুলিশ বিজিবি বিচার বিভাগ এমনকি পাইলট হিসাবেও চাকুরি করার সুযোগ পাচ্ছেন।
    অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন সাতক্ষীরায় আরও কমপক্ষে একশ’ টি সাইক্লোন শেল্টার নির্মান করা হবে। ঘূর্ণিঝড় ফণী সাতক্ষীরায় খুব বেশি ক্ষতি করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন খুলনা কয়রা শ্যামনগর ও সাতক্ষীরায় দরকার বেড়িবাঁধ নির্মান ও সংস্কার এবং সাইক্লোন শেল্টার। তিনি বলেন ৪০০ কিলোমিটার ব্যাসের ফণী সুপার সাইক্লোনের রুপ নিয়েছিল এবং তা এই শক্তি নিয়ে বাংলাদেশকে আঘাত করলে আমরা সীমাহীন ক্ষতির শিকার হতাম। তিনি বলেন আমাদের সবার প্রচেষ্টার কারণে সেই আঘাত তেমন ক্ষতি করতে পারেনি। তিনি বলেন আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে , আওয়ামী লীগ জনগনের দল, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ ভালো থাকে। তিনি আরও বলেন শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য।
    এর আগে অনুঠানে আরত বক্তব্য রাখেন সংসদ সদস্য মীর মোস্তাক আহেমেদ রবি, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সচিব মো.শফিউল আলম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সচিব মো. মহসীন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি যথাক্রমে মুনসুর আহমেদ ও এসএম নজরুল ইসলাম পুলিশ সুপার সাজ্জাদুর রহমান , উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু প্রমূখ। ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারে ৩০ কেজি করে চাল, একটি লুঙ্গি ও একটি শাড়ি দেওয়া হয়।
    এর আগে দুই মন্ত্রী শ্যামনগরে ক্ষতিগ্রস্থ এলাকা ও ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করে সাতক্ষীরা সার্কিট হ্উাসে দুর্যোগকালে সিপিপি সদস্যদের সাথে মত বিনিময় করেন।

  • সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি’র মতবিনিময় সভায় জেলা ও দায়রা জজ : বিচারকের উদ্দেশ্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা

    সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি’র মতবিনিময় সভায় জেলা ও দায়রা জজ : বিচারকের উদ্দেশ্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা


    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সাথে জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে ২নং ভবনের নিচ তলার সম্মেলন কক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। তিনি বলেন, ‘বিচারকের উদ্দেশ্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আদালত হলো সাধারণ মানুষের ন্যায় বিচার প্রাপ্তির শেষ ভরসাস্থল। এজন্য বিচারক ও আইনজীবীদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে হবে। সাধারণ মানুষ যেন হয়রাণী না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান তিনি।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হান। এসময় জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানকে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আরো বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এসএম হায়দার, এড. আব্দুল মুজিদ, এড. স.ম সালাউদ্দীন, এড. আবুল হোসেন (২), এড. গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে এড. ওসমান গণি, এড. আসাদুজ্জামান দিলু, এড. ইউনুস আলী, এ.কে.এম শহীদুল্লাহ প্রমুখ। এসময় জেলা জজকোর্টের বিচারক ও আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরায় নকল নবীশ এসোসিয়েশন’র মানববন্ধন : রাজস্ব খাতে ৩য় শ্রেণির কর্মচারীর মর্যাদাসহ চাকুরী স্থায়ী করণের দাবী

    সাতক্ষীরায় নকল নবীশ এসোসিয়েশন’র মানববন্ধন : রাজস্ব খাতে ৩য় শ্রেণির কর্মচারীর মর্যাদাসহ চাকুরী স্থায়ী করণের দাবী


    স্টাফ রিপোর্টার: এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রী অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ, প্রচার সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক মহিব্বুল্লাহ, কোষাধ্যক্ষ আব্দুর রউফ, সদর উপজেলা শাখার সভাপতি আমানুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লাল্টু, জেলা মহিলা সম্পাদিকা জেসমিন নাহার, সদস্য কামরুন্নাহার, সুজয় মল্লিক, শিরিন আক্তার, গোলজার প্রমুখ। বক্তারা বলেন, ‘আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণায়য়ের আইন ও বিচার বিভাগের নিয়ন্ত্রাধীন নিবন্ধন অধিদপ্তরের আওতাভুক্ত ৬১টি জেলা সদর মহাফেজখানা সহ ৫০৯টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৫ হাজার এক্সট্রা মোহরার (নকল নবীশ) জনগণের রেজিস্ট্রিকৃত দলিল বালাম বহিতে লিপিবদ্ধ করে অবিনাসযোগ্য রেকর্ড সৃষ্টি করে থাকি কিন্তু অস্থায়ী ভাবে কোন সুযোগ সুবিধা পায়না। বাড়ি ভাড়া, চিকিৎসাভাতা, শিক্ষা ভাতা, সহায়ক ভাতা ৩টি মৌলিক অধিকার এবং পবিত্র ঈদে বোনাস, ভিন্ন ধর্মীয় উৎসব ভাতাসহ সরকারি যাবতীয় সুবিধা থেকে বঞ্চিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনাপন্ন হলে তিনি এক্সট্রা মোহরারদের চাকুরী স্থায়ী করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে অন্যান্য বিভাগের এক্সট্রা মোহরারদের স্থায়ী হলেও আজ অবধি রেজিস্ট্রেশন বিভাগে আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত আছি। ১৯৭৩ সালের বঙ্গবন্ধুর ঘোষণা এবং ১৯৮৪ সালের ১৬-ই আগস্ট এর জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন এবং ১৯৮৭ সালে আইন মন্ত্রাণালয়ের গঠিত কমিটির ১৬ (ক) সুপারিশ মালার আলোকে বর্তমান সরকারের ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টির নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে এবং এক্সট্রা মোহরারদের (নকল নবীশ) বর্তমানে জাতীয় বেতন স্কেলের আওতায় আনয়ন পূর্বক সরকারি রাজস্ব খাতের ৩য় শ্রেণির কর্মচারীর মর্যাদা দিয়ে চাকুরী স্থায়ী করনের ঘোষণার দাবী জানান তারা।’ এসময় এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন জেলা ও সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • এড. পলাশের পিতার মৃত্যুতে, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদে সাতক্ষীরা সদর উপজেলা নেতৃবৃন্দের শোক জ্ঞাপন


    সংবাদ বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলায় প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট আল-মাহমুদ পলাশের পিতা- মোঃ ইয়াকুব আলীর মৃত্যুতে গভীর শোক ও শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ যৌগ বিবৃত্তি প্রদান করেছেন।
    বিবৃত্তি দাতারা হলেন সদর উপজেলা শাখার সভাপতি সৈয়দ আব্দুস সেলিম, সহ-সভাপতি ডাঃ শহিদুল ইসলাম চৌধুরী, ডাঃ মুনসুর সরদার ও আবু সাঈদ, সাধারণ সম্পাদক আবুল বাসার, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুর রাজ্জাকসহ সংগঠনিক সম্পাদক শাহজান কবির, আসিফ আহমেদ।
    অনুরূপভাবে আরো বিবৃতি দিয়েছেন ৪নং ঘোনা ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ২নং কুশখালী ইউনিয়নের সভাপতি ডাঃ রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, ৩নং বৈকারী ইউনিয়নের সভাপতি মোঃ রবিউল ইসলাম, ৫নং শিবপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল বাসার, ৭নং আলীপুর ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের, মধু ও সাধারণ সম্পাদক আবুল হাসান, ধুলিহর ইউনিয়নের ইবাদুল ইসলাম ও শফিকুল ইসলাম, আগরদাঁড়ী ইউনিয়নের আবুল কালাম ও জহরুল ইসলাম, ১২নং বল্লী ইউনিয়নের সভাপতি শেখ মহিউদ্দীন প্রমুখ।
    বিবৃতিতে নেতৃবৃন্দ এড. আল-মাহমুদ পলাশের পিতা- মরহুম ইয়াকুব আলী রুহের মাগফিরাত কামনা করেন।

  • স্যানিটেশন ব্যবসায়ীদের নিয়ে নেটওয়ার্কিং সভা

    স্যানিটেশন ব্যবসায়ীদের নিয়ে নেটওয়ার্কিং সভা


    সংবাদ বিজ্ঞপ্তি: গত ৫ মে ২০১৯ তারিখ রোজ রবিবার সাতক্ষীরা পৗরসভার ১০ জন স্যানিটেশন ব্যবসায়ীদের নিয়ে আসাদ স্যানিটারী, গড়েরকান্ডা, ইটাগাছা, সাতক্ষীরাতে নেটওয়ার্কিং সভার আয়োজন করা হয়। স্যানিটেশন ব্যবসায়ী মোঃ আফসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় স্যানিটেশন ব্যবসায়ীদের মধ্যে নেটওয়ার্কিং গড়ে তোলা, গুণগত মানের পণ্য উৎপাদন. দৈনিক আয় ব্যয়ের হিসাব রাখা, মাসিক কর্মপরিকল্পনা তৈরী ও সর্বোপরি স্যানিটেশন ব্যবসায়ীদের নিয়ে সংগঠন তৈরী বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্যানিটেশন ব্যবসায়ী মোঃ আল আমিন, মন্টু কারিগর, আওরাঙ্গজেব, মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য। স্যানিটেশন ব্যবসায়ীদের নিয়ে সংগঠন তৈরীর বিষয়ে বিস্তারিত রুপরেখা তুলে ধরেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার। উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। সমগ্র সভাটি সভা পরিচালনা করেন অত্র সংস্থার মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার মোঃ শরিফুল ইসলাম খান।

  • ১ম পুলিশ সুপার কাপ আন্তঃথানা ভলিবল টুর্নামেন্ট-২০১৯ এর শুভ উদ্বোধন

    ১ম পুলিশ সুপার কাপ আন্তঃথানা ভলিবল টুর্নামেন্ট-২০১৯ এর শুভ উদ্বোধন


    সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং সাতক্ষীরা জেলা পুলিশের সহযোগিতায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আজ সকাল ১০টায় ১ম পুলিশ সুপার কাপ আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্ট-২০১৯ এর শুভ উদ্বোধন করেন সদ্য পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু। টুর্নামেন্টটিতে সাতক্ষীরা জেলার ৮টি থানার অংশগ্রহনে অনুষ্ঠিত হচ্ছে যার ফাইনাল খেলা আগামী কাল অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন, এছাড়া আরোও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়ব হাসান বাবু, কোষাধ্যক্ষ শাহ্ আলম হাসান শানু, নির্বাহী সদস্য মোঃ ইদ্রিস আলী, কাজী কামরুজ্জামান, সৈয়দ জয়নুল আবেদীন জসি, মীর তাজুল ইসলাম রিপন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, স.ম. সেলিম রেজা, হাফিজুর রহমান খান বিটু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা ফারহা দীবা খান সাথী সহ জেলা ক্রীড়া সংস্থার ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উক্ত ভলিবল টুর্নামেন্টের সম্পাদকের দায়িত্ব পালন করছেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ রুহুল আমিন। উদ্বোধনী খেলা সাতক্ষীরা সদর থানা বনাম পাটকেলঘাটা থানার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরা সদর থানা ৩-২ সেটে পাটকেলঘাটা থানাকে পরাজিত করে সেমিফাইনালে পৌছে যায়।

  • সাতক্ষীরায় নারায়না হেলথ তথ্য কেন্দ্রের উদ্বোধন

    সাতক্ষীরায় নারায়না হেলথ তথ্য কেন্দ্রের উদ্বোধন


    নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়না হেলথ তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে শহরের সংগ্রাম টাওয়ারের দ্বিতীয় তলায় নারায়না হেলথ তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়।
    নারায়না হেলথ তথ্য কেন্দ্রের ম্যানেজিং পার্টনার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, নারায়না হেলথ তথ্য কেন্দ্রের ডেপুটি ম্যানেজার শুব্রত বসু, নারায়না হেলথ তথ্য কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর দেবাশীষ রায়, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ।
    প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, মানব সেবা একটি মহৎ সেবা, আর এই সেবার মনমানুষিকতা নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমার বিশ্বাস নারায়না হেলথ তথ্য কেন্দ্রে মানুষের উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করবে।
    উল্লেখ্য ঃ সরাসরি (ডা. দেবী শেঠী হাসপাতাল)-এর টেলি-মেডিসিন ও তথ্য কেন্দ্র খুলনা ও রাজশাহীর পর ভারতীয় বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে সাতক্ষীরাতে এই প্রথম নারায়না হেলথ তথ্য কেন্দ্র চালু করা হল।

  • আক্তারুজ্জামানকে এড.আব্দুর রহমান কলেজ থেকে অব্যাহতি


    নিজস্ব প্রতিবেদক :
    আক্তারুজ্জামানকে এড.আব্দুর রহমান কলেজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাথে সাথে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে শামীম উল আলম কে দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ৬ এপ্রিল’১৯ তারিখে এড.আব্দুর রহমান কলেজের গভার্নিং বডির জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, এড. আব্দুর রহমান কলেজের সভাপতি আবুল হোসেন মোঃ মকছুদুর রহমান।
    উল্লেখ্য: অধ্যক্ষ আক্তারুজ্জামানের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদন, চাকুরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য, নিজের স্ত্রীসহ ৪জন শিক্ষক নিয়োগের প্রাপ্যতাবিহীন পদে এমপিওভূক্তি করণসহ দুর্নীতির জালে জড়িয়ে পড়েন তিনি। এছাড়াও এড. আব্দুর রহমান কলেজের অধ্যক্ষ হয়ে দীর্ঘদিন অনুপস্থিত থাকা, সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে কলেজটির সার্বিক পরিবেশ নষ্ট হচ্ছিল। সে কারণে কলেজের সার্বিক উন্নতির কথা চিন্তা করে কলেজ কর্তৃক পক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে গর্ভানিং বর্ডির নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন।

  • ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় সার্বিক প্রস্তুতি সম্পর্কে সাতক্ষীরায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত


    নিজস্ব প্রতিনিধি ঃ ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় সার্বিক প্রস্তুতি সম্পর্কে সাতক্ষীরায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের নিয়ে উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
    জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এসময় বলেন, ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় জেলায় ১৩৭টি আশ্রয় কেন্দ্র ও ১১৬ টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র গুলোতে লোকজন উঠতে শুরু করেছে। জেলায় এখনও ৭ নং সতর্ক সংকেত দেওয়া হয়েছে। জেলার তিনটি ঝুঁকিপূর্ন উপকুলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি ও কালিগঞ্জে সবধরনের প্রস্তুতি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করা হয়েছে। অপর চারটি উপজেলায়ও প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকার জেলে-বাওয়ালীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
    এছাড়া উপকুলীয় এলাকায় ৫ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার, শুকনা খাবার মজুদ রাখা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ওষুধের পর্যাপ্ততা নিশ্চিতকরণসহ দুর্যোগ মোকাবেলায় সম্ভাব্য সকল প্রস্তুতি নিশ্চিত করার কথা জানানো হয়। ইতিমধ্যে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার অফিসে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এসব উপজেলার প্রতিটি ইউনিয়নে সতর্ক সংকেত হিসাবে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। জেলায় দুর্যোগ মোকাবেলায় ১২শ প্যাকেট শুকনা খাবার, ৩১৬ মেট্রিক টন চাল, ৬ লক্ষ ৯২ হাজার টাকা, ১১৭ বান টিন, গগৃণ নির্মাণে সাড়ে ৭ লক্ষ টাকা ও ৪০ পিস শাড়ি মজুদ আছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়ার পর্যন্ত জেলার সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের কর্ম এলাকায় থাকতে বলা হয়েছে।
    প্রেসব্রিফিং এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী আফম রুহুল হক এমপি, সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী প্রমুখ।

  • ফের দোকান দখল ও মারপিটের হুমকি দাপিয়ে বেড়াচ্ছে হাওয়ালখালির সন্ত্রাসী রিপন


    সাতক্ষীরা সদর উপজেলার কাওনডাঙ্গা বাজারের তিনটি দোকান জোর করে দখল করে সাইনবোর্ড তোলেন যুবলীগ নেতা খোরশেদ আলম রিপন। সালিশ বিচার শেষে প্রায় দুই বছর পর দোকান মালিকরা তাদের দোকান পুনঃদখল করলেও রিপন সম্প্রতি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দোকানগুলি ভাংচুর করেছে। এতে বাধা দেওয়ায় তার বাহিনীর হাতে মারপিটের শিকার হয়েছেন নারী পুরুষসহ কমপক্ষে দশজন। তাদের সবাইকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যুবলীগ ক্যাডার রিপন আবারও কাওনডাঙ্গার তিন ভাইয়ের দোকান দখলের পাঁয়তারা করছে। এই লক্ষ্যে সে নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছে। এলাকায় সে এখনও দাপিয়ে বেড়াচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে সে রাতারাতি যুবলীগ ক্যডার হয়ে যায়। এখন সে বাঁশদহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
    ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য আবুল হোসেন সাতক্ষীরা থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন যে গত ২৯ এপ্রিল হাওয়ালখালি গ্রামের যুবলীগ ক্যাডার খোরশেদ আলম রিপন,মো. হাসান, সাইফুল ইসলাম পলাশ, রেজাউল করিম, মো. রানা, খোকন, চঞ্চল , আশিক, নাইম, হাবিবুল্লাহ, জিকরিয়া এবং কলারোয়ার গোয়ালচাতর গ্রামের মইনুল হোসেনসহ একদল সন্ত্রাসী তাদের দোকানসংলগ্ন বাড়িতে হামলা করে। লাঠিসোটা, চায়নিজ কুড়াল, লোহার রড, ধারালো দা, জিআই পাইপ নিয়ে এই হামলা চালানো হয়। তারা তান্ডব সৃষ্টি করতে থাকে। এতে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় আহত হন আবুল হোসেন নিজে, তার ভাই আমজাদ হোসেন, তার স্ত্র্রী নার্গিস খাতুন, ভাই আলি হোসেন ও তার স্ত্রী লুৎফুননেসা, বোন নুরজাহানসহ অনেকেই। তিনি আরও জানান হামলাকারীরা তাদের বাড়ি ও দোকানের মালামাল লুট করে। প্রতিবেশি লোকজন এসে তাদের বাধা দিলে রিপনের নেতৃত্বে সন্ত্রাসীরা হুমকি দিয়ে পালিয়ে যায়।
    এ ঘটনায় সাতক্ষীরা থানায় মামলা করার পর থেকে রিপন ও তার সন্ত্রাসী ক্যাডাররা এলাকায় আস্ফালন শুরু করেছে। তারা ফের হামলার হুমকি ধামকি দিচ্ছে। গ্রামবাসী জানান রিপন হওয়ালখালি প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনার ভাংচুর মামলার আসামি। সে এলাকায় চাঁদাবাজ রিপন নামে পরিচিত। চোরাচালান, মাদক কারবার এবং মাদক সেবনসহ নানা ধরনের বেআইনি কাজে সে ও তার বাহিনী জড়িত। এতোসব অপরাধের পরও যুবলীগের দুর্ধর্ষ ক্যডার খোরশেদ আলম রিপন দাপিয়ে বেড়াচ্ছে। এলাকাবাসী তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • মহান মে দিবস পালিত

    মহান মে দিবস পালিত

    সাতক্ষীরা নারকেলতলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে মে দিবস পালিত
    মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী ট্যাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি: খুলনা-৭৬৪) নারকেলতলার উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের নারিকেলতলাস্থ ইউনিয়ন কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে নারকেলতলা কার্যালয়ে আলোচনা সভা স্থলে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন জেলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা এমএ খালেক, সহ সভাপতি মো. আব্দুর রকিব, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের কাদু, সহ সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম, সড়ক সম্পাদক মো. কবিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আশরাফুজ্জামান ময়না, অফিস সম্পাদক মো. সেলিম আহমেদ, সদস্য আবু ছিদ্দিক, আব্দুর রাজ্জাক, আব্দুল কাদের, আক্তার হোসেন বাবুল, শহিদুল বিশ্বাস, জাহিদ হোসেন, সাইফুল ইসলাম, আশরাফ আলীসহ শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সাতক্ষীরা ইটাগাছা ভিআইপি ট্রাক, ট্রাক্টর কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে শ্রমিক দিবস পালিত
    মহান মে দিবস উপলক্ষে জেলা ট্রাক, ট্রাক্টর কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (রেজি: খুলনা-১২৭৫/৯৮) উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইটাগাছা ভিআইপি মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সংগঠনের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে অংশ নেন সংগঠনের সভাপতি মো. আজিজুল হক আজিজ, সিনিয়র সহ-সভাপতি মো. বকুল মোড়ল, সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মো. শাহাঙ্গীর হোসেন শাহীন, যুগ্ম সম্পাদক শাহাজান আলী, সহ-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন আলী জুয়েল, কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক বাবলুর রহমান বাবলু, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, সড়ক সম্পাদক জিয়ারুল ইসলাম ছট্রু, সদস্য সেলিম হোসেন, মহিদুল ইসলাম, আদম আলী, নুর আলী গাইন নুরু, সাজ্জাত হোসেন সাজু, মো. রফিকুল ইসলামসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়ন’র উদ্যোগে মে দিবসের র‌্যালি
    বর্ণাঢ্য আয়োজনে সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়ন (রেজি: খুলনা-২২১৭) এর উদ্যোগে মহান মে দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন সদর উপজেলার রং পালিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জুম্মান আলী সরদার, সহ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, যুগ্ম সম্পাদক আবু ছাদেক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ বাবুল আক্তার, প্রচার সম্পাদক রেজাউল হক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য আব্দুল হামিদসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সদর উপজেলা বোর্ড ফার্ণিচার শ্রমিক ইউনিয়ন’র উদ্যোগে মে দিবস পালিত
    বর্ণাঢ্য আয়োজনে সদর উপজেলা বোর্ড ফার্ণিচার শ্রমিক ইউনিয়ন (রেজি: খুলনা-২২৩৪) এর উদ্যোগে মহান মে দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে ইউনিয়নের কার্যালয় থেকে তুফান কনভেনশন সেন্টার ও রাবেয়া গ্লাস’র সহযোগিতায় একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন সদর উপজেলার বোর্ড ফার্ণিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল আহম্মেদ বাদল, রাবেয়া গ্লাস’র সত্বাধিকারী হাসানুর রহমান বাবু, সহ সভাপতি মো. তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইদ্রিচুল ইসলাম পলাশ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ ইকবাল গাজী, দপ্তর সম্পাদক সজিব, প্রচার সম্পাদক আব্দুল গফুর, রবিউল ইসলাম প্রমুখ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সদর উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন’র উদ্যোগে মে দিবস পালিত
    যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে সদর উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন (রেজি: খুলনা-২৩৪৪) এর উদ্যোগে মহান মে দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে শহরের পাকাপোল মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন সংগঠনের সভাপতি আছাদুর রহমান, সহ সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আবুল হাসান, যুগ্ম সম্পাদক এসএম সেলিম, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক মো. ইব্রাহিম, দপ্তর সম্পাদক মো. সাইদুল ইসলাম, সদস্য আরশাদ আলী প্রমুখ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়ন’র উদ্যোগে মে দিবস পালিত
    যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়ন’র এর উদ্যোগে মহান মে দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের খান মার্কেট থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন সংগঠনের সভাপতি গৌরাঙ্গ সরকার, সহ সভাপতি সুমন বিশ্বাস, সাধারণ সম্পাদক উৎপল দে, যুগ্ম সম্পাদক মিলন রায়, সাংগঠনিক সম্পাদক সাজু আহমেদ, কোষাধ্যক্ষ সিদাম দে সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

    সদর উপজেলা টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়ন’র উদ্যোগে মহান মে দিবস পালিত
    সদর উপজেলা টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়ন (রেজি: খুলনা-২১৩১)’র উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সদর উপজেলা টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন জেলা সভাপতি এপিপি এড. ফাহিমুল হক কিসলু, সদর উপজেলা টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. আবদুল হামিদ খোকন, মো. আলমগীর হোসেন, মো. রফিকুল ইসলাম মন্টু, সদর উপজেলা টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মন্টু, সাধারণ সম্পাদক মো.শামীম হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, প্রচার নাজির উদ্দীন, দপ্তর বাবু, কোষাধ্যক্ষ লোকমান হোসেন, সদস্য আতাউর রহমানসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

    পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ’র উদ্যোগে মে দিবস পালিত
    যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ (রেজি: বি-১৮৮৭ (সিবিএ) এর উদ্যোগে মহান মে দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইটাগাছাস্থ পানি উন্নয়ন বোর্ড কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন সংগঠনের সভাপতি শেখ নুরুল্লাহ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, কামরুজ্জামান, সিরাজুল ইসলাম, আনেয়ারা, সুফিয়া, কামরুল ইসলাম, শফিকুল ইসলামসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

    অটোমোবাইল ওয়ার্কশপ শ্রমিক ঐক্য পরিষদ’র উদ্যোগে মে দিবস পালিত
    যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে অটোমোবাইল ওয়ার্কশপ শ্রমিক ঐক্য পরিষদ’র উদ্যোগে মহান মে দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাস টার্মিনালস্থ কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন মো. তুহিনুর রহমান, ইমরান হোসেন, আমিনুর ইসলাম, নুরুল, নান্টা, জয়, মো. শাহিন, মাসুম বিল্লাহ, সুজন ইসলামসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

    ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন’র উদ্যোগে মে দিবস পালিত
    যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন খুলনা রোড মোড় আঞ্চলিক শাখা (রেজি: খুলনা-১৫৭৩)’র উদ্যোগে মহান মে দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সংগঠনের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন ৯নং ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন খুলনা রোড মোড আঞ্চলিক শাখার সভাপতি তফুর আলী, সহ সভাপতি মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজেল সরদার, যুগ্ম সম্পাদক শামসুর রহমানসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

    সড়ক পরিবহন শ্রমিক লীগ’র উদ্যোগে মে দিবস পালিত
    যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ (রেজি: বি-২০৯১) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে মহান মে দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খুলনারোড মোড়রস্থ সংগঠনের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন জেলা আ.লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, জেলা শ্রমিকলীগের সহ সভাপতি রবিউল ইসলাম রবি, সংগঠনের সভাপতি শেখ মকছুর রহমান, সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান মহব্বত, কার্যকরি সভাপতি মো. আরশাদ আলী, সহ সমাজ কল্যাণ সম্পাদক মো. আব্দুল মহিদ প্রমুখ। পরে আলোচনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    জেলা রেস্তোরা মালিক সমিতির উদ্যোগে মহান মে দিবস পালিত
    সাতক্ষীরা জেলা রেস্তোরা মালিক সমিতির (রেজি: ৪) উদ্যোগে মহান মে দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জজকোর্ট’র সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক শেখ মুনসুর আলী, সহ যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক মো. রজব আলী, কোষাধ্যক্ষ শেখ আবুল কালাম, সদস্য সাইদুর রহমান, সচিব মৃনাল কান্তিসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

    জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের র‌্যালি
    জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের পাকাপোল মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মো. জাফর আলী মোল্লা, কার্যকরি সভাপতি মো. তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল বারী, ওমর আলী, তপুর আলী, ইয়ার আলী, আব্দুল করিমসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  • পিছু হটলেন দখনকারীরা: অবশেষে খুলে দেওয়া হলো সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ


    নিজস্ব প্রতিনিধি ঃ দখলবাজের কবল থেকে মুক্ত হলো সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ।  বি ভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরের ফলে নড়েচড়ে বসে প্রশাসন। ফলে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আবারও মঙ্গলবার থেকে এই ভবনে মুক্তিযোদ্ধারা আগের মতোই বসছেন। তারা সেখানে অফিসিয়াল কাজও করছেন।
    উল্লেখ্য কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই রোববার সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারন মুক্তিযোদ্ধারা। এ ব্যাপারে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকিকে অভিযুক্ত করা হলেও তিনি বলেন, তালা ঝুলিয়েছেন জেলা প্রশাসকের নাজির। এ ঘটনার সাথে আমি জড়িত নই। অপরদিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, এখন থেকে নতুন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কার্যক্রম পরিচালিত হবে। পুরান মুক্তিযোদ্ধা সংসদ ভবনের তালা খুলে দেওয়া হবে। সংসদ ভবনে উপস্থিত মুক্তিযোদ্ধারা জানান তারা আজ মঙ্গলবার সকালে এসে ভবনটি খোলা দেখতে পান ।

  • শহরের সরকার পাড়ায় লাল্টুর বাড়ির বাথরুম ও গোসল খানার পানিতে রাস্তাঘাট একাকার জনসাধারনের চলাচলে মুশকিল হয়ে পড়েছে

    শহরের সরকার পাড়ায় লাল্টুর বাড়ির বাথরুম ও গোসল খানার পানিতে রাস্তাঘাট একাকার জনসাধারনের চলাচলে মুশকিল হয়ে পড়েছে

    স্টাফ রিপোর্টাার ॥ সাতক্ষীরা পৌর এলাকার ২ নং ওয়ার্ডের সরকার পাড়ার লাল্টুর বহুতল ভবনের বাথরুম এবং গোসল খানায় ব্যবহাহৃত পানিতে এলাকার রাস্তাঘাট ডুবে একাকার হয়ে গেছে। ওই নোংরা পানি মাড়িয়ে এলাকার বাসিন্দারদের যাতয়াত করতে হচ্ছে। একই ভাবে ওই এলাকাতে মসজিদ থাকায় সাধারন মুসুল্লীগন ওই কাদা পানির কারনে মসজিদে যাতয়াতে মুশকিলে পড়ছেন।

    এব্যাপারে ওই এলাকায় বসবাসরত সাধারন মানুষ লাল্টুর বাড়ীতে যেয়ে নোংড়া পানি রাস্তায় না দেয়ার জন্য অনুরোধ করেও কোনো লাভ হয়নি।

    তবে লাল্টুর সাফ কথা আপনারা পৌরসভায় জানান। আমার কিছু করার নেই। ব্যবহাহৃত পানি কোথায় দেবো।

    এব্যাপারে সরকার পাড়া এলাকার বাসিন্দা সামছুদ্দিন আহমেদ, লিটন হোসেন ও সামছুজ্জামান বাবুসহ একাধিক ব্যক্তি জানান, পৌরভার নিয়মনীতি তোয়াক্কা না করে বহুতল ভবনের মালিক লাল্টু ও তার বাড়ির সমস্ত ভাড়াটিয়াদের ব্যবহাহৃত বাথরুম এবং গোসল খানার নোংরা পানি রাস্তায় ঠেলে দিচ্ছে। তাকে বার বার নিষেধ করার পরও কোনো গুরুত্ব দিচ্ছে না। ফলে এলাকার মানুষজন চলাচলে মুশকিল হয়ে পড়েছে। পথচারিসহ এলাকায় বসবাসরত সাধারন মানুষজন ওই নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। তাছাড়া এলাকাতে একটি মসজিদ থাকায় পাঁচ ওয়াক্ত মুসুল্লিদের যাতয়াতেও বাধা গ্রস্থ হচ্ছে।

    এব্যাপারে লাল্টু জানান, পৌরসভায় যদি ড্রেন না থাকে তাহলে আমার কি করার। বাড়ির ব্যবহাহৃত পানি কোথায় ফেলবো। তাছাড়া আমিতো একা এই পানি ফেলছি না, এলাকার অন্যান্য বাড়ি ওয়ালারাও তাদের ব্যবহাহৃত পানি রাস্তায় দিচ্ছে।

    এব্যাপারে যোগাযোগ করা হলে ২ং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা জানান, এলাকাবাসির মাধ্যমে জানতে পেরে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাই। কিন্ত এই মুহুর্তে কোনো বরাদ্ধ না থাকায় জরুরী ভাবে ড্রেন করা সম্ভব হচ্ছে। তার পরও লাল্টুকে পানি রাস্তায় না দেয়ার জন্য বলা হয়েছে।

  • বিনম্র শ্রদ্ধায় আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ খানের শোকসভা অনুষ্ঠিত

    বিনম্র শ্রদ্ধায় আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ খানের শোকসভা অনুষ্ঠিত


    নিজস্ব প্রতিবেদক :
    সদ্য প্রয়াত সাতক্ষীরার প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ খানের মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড. আল মাহমুদ পলাশ। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, এড. আজহারুল ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক তপন কুমার শীল, প্রতিষ্ঠানিক শাখার যুগ্ম সম্পাদক এড. হাবিব ফেরদাউস শিমুল, ডাঃ আব্দুল কাদের, পৌর সভাপতি আসাদুজ্জামান লাভলু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
    শোকসভায় বক্তারা বলেন, সামাদ খান ছিলেন আওয়ামীলীগের একজন একনিষ্ঠ কর্মী। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। যে কারণে তাকে বিএনপি-জামায়াতের নির্যাতনের শিকার হতে হয়েছে অনেকবার। কিন্তু তারপরও তিনি আওয়ামীলীগের আদর্শ থেকে সরে যাননি। তার মৃত্যুতে সাতক্ষীরায় আওয়ামীলীগ একজন ত্যাগী ও প্রবীননেতা কে হারিয়েছে। এই নেতাকে সাতক্ষীরাবাসী সারাজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি আজীবন নেতাকর্মীদের মাঝে বেঁচে থাকবেন।