Category: সদর /পৌরসভা

  • সাতক্ষীরা প্রেসক্লাব ও সাংবাদিকদের অভ্যন্তরীণ বিষয়ে এমপি রবিকে জড়ানোর প্রতিবাদ



    ০৮ জুন, ২০১৯   |


    বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি’র প্রেস বিজ্ঞপ্তি

      সম্প্রতি সাতক্ষীরা প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনা ও সাংবাদিকদের অভ্যন্তরীণ গন্ডগোলে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিকে জড়িয়ে বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন তিনি। নীচে তা তুলে ধরা হল :   প্রেস বিজ্ঞপ্তি গত ৩০ মে, বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিকরা নিজেরা নিজেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।   ইতিমধ্যে এ ঘটনা নিয়ে সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে যা খুবই স্বাভাবিক। মারপিটে আহত সাংবাদিকদের ব্যাথায় আমিও ব্যাথিত। সাংবাদিকদের একে অপরের ওপর এ ধরনের হামলা সকলের জন্য বিব্রতকর।   অত্যন্ত দুঃখের বিষয় এই ঘটনাকে পুঁজি করে একটি কু-চক্রী মহল আমাকে জড়িয়ে গুটিকয়েক সংবাদপত্রে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ পরিবেশন করেছে, যা মোটেও আমার জন্য কাম্য নয়।   সাংবাদিকদের অভ্যন্তরীণ গন্ডগোলে এভাবে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করায় প্রমাণ করে যে, স্বাধীনতা বিরোধীচক্র আজও সক্রিয়। সাংবাদিকতার মত মহৎ পেশায় থেকে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করলে তা কখনও দেশ ও জাতির জন্য সুফল বয়ে আনে না। আমি সকল সাংবাদিকদের-কে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানাচ্ছি।   আসুন আমরা সাদাকে সাদা আর কালোকে কালো বলি, আগামী প্রজন্মকে একটি সুন্দর সাতক্ষীরা উপহার দেই।   আমার প্রত্যাশা সর্বমহলের দায়িত্বশীল ভূমিকা সাংবাদিকদের মধ্যে সৃষ্ট ক্ষোভের অবসান ঘটাবে।



  • এমপি রবির প্রেস বিজ্ঞপ্তি প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাব



    অদ্য ৮জুন ২০১৯ সাতক্ষীরা সদর আসনের মাননীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ
    রবি স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে গত ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার
    সাতক্ষীরা প্রেসক্লাবে বরর্বচিত হামলার ঘটনাকে সংঘর্ষ এবং সাংবাদিকরা
    নিজেরা নিজেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে উল্লেখ করেছেন। প্রকৃত
    পক্ষে ঐদিন সাতক্ষীরা প্রেসক্লাবে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। ঐদিন একদল
    সন্ত্রাসী প্রেসক্লাবে ঢুকে সেখানে অবস্থানরত সাংবাদিকদের উপর অর্তকিত
    হামলা ও মারপিট করে। আর এক দল সন্ত্রাসী প্রেসক্লাবের সামনের চত্বরে
    অবস্থান নেয়। আরো একটি দল মাননীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির ভাই
    মীর মাহমুদ আলী লাকী ও মাহী আলমের নেতৃত্বে প্রেসক্লাবের সামনের রাস্তা ও
    শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থান নেয়। যাহা পুলিশের সিসি টিভির ফুটেজ
    দেখলে সূস্পষ্ট ভাবে প্রামানিত হবে। এমনকি হামলা শুরুর প্রাক্কালে
    সাতক্ষীরা প্রেসক্লাবের সিসি টিভির সংযোগ বিচ্ছিন্নের পূর্ব পর্যন্ত যে
    রেকর্ড রয়েছে তার মাধ্যমেও নারকীয় সন্ত্রাসী হামলার বিষয়টি প্রমানিত হবে।
    কয়েক স্তরে অবস্থান নেয়া কয়েকশ হামলাকারীর মধ্যে চার / পাঁচজন সাংবাদিক
    থাকলেও অন্যরা সবাই সাতক্ষীরা সদর উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত
    সন্ত্রাসী ও চিহিন্ন ব্যক্তি ছিল। আমরা আশা করিছিলাম মাননীয় সংসদ সদস্য
    অনেক বিলম্বে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সন্ত্রাসীদের বিরুদ্ধে
    সূস্পষ্ট অবস্থান নেবেন। কিন্তু তিনি তা না নেওয়ায় আমরা হতাস হয়েছি। আমরা
    উক্ত প্রেস বিজ্ঞপ্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতি দিয়েছেন
    সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদে, সহ-সভাপতি অধ্যক্ষ
    আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, যুগ্ন-সাধারণ সম্পাদক
    মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক
    মোশাররফ হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল, দপ্তর
    সম্পাদক মো. ইব্রাহিদ খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম
    সরোয়ার, ইয়ারব হোসেন, জি.এম আদম শফিউল্লাহ ও কৃষ্ণ মোহন ব্যানার্জীসহ
    সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

    ধন্যবাদান্তে

    মমতাজ আহমেদ বাপী
    সাধারণ সম্পাদক
    সাতক্ষীরা প্রেসক্লাব

  • জেলা জাতীয় পার্টির শোক


    গত ৪ জুন ২০১৯ জাতীয় পার্টি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আনোয়ার হোসেন আনুর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্ত্রস্ত্র পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত, জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদুর রহমান, দারুল হুদা লালু, মশিউর রহমান টুকু, শরীফুজ্জামান বিপুল, ইমামুল মোসলেমিন দাদু, সদর উপজেলা জাপার সদস্য সচিব আনোয়ার জাহিদ তপন, পৌর জাপার সভাপতি সৈয়দ মাহমুদ পাপা, সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, যুব সংহতির কেন্দ্রীয় নেতা শেখ শাখাওয়াতুল করিম পিটুল, জেলা যুব সংহতির আহবায়ক আশিকুর রহমান বাপ্পি, সদস্য সচিব আবু তাহের, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির নেতা এবিএম রাজিবুল্লাহ রাজু, ছাত্র সমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, সহ-সভাপতি রিমন, রনি,রাজু, জুলফিকার রায়হান,পাভেল, রকিসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

  • শহিদ কাজল ও শহিদ খোকনের ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া

    শহিদ কাজল ও শহিদ খোকনের ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া


    নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ সমরে নিহত সাতক্ষীরার দুই বীর শহিদ, শামসুজ্জোহা খান কাজল ও নাজমুল আবেদিন খোকন এর ৪৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
    উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ জুন সাতক্ষীরার দেবহাটা সীমান্তের টাউন শ্রীপুরে পাকিস্তানিদের সাথে সম্মুখ যুদ্ধে প্রাণ ত্যাগ করেন সাতক্ষীরা শহরের পলাশপোলের দুই কৃতি সন্তান শহিদ শামসুজ্জোহা খান কাজল ও শহিদ নাজমুল আবেদিন খোকন। শুক্রবার সন্ধ্যায় পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয়ে এই মহান দুই শহিদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    আলোচনা সভায় সংগঠনের সভাপতি আজহারুল ইসলাম মুকলের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক পিপি এ্যাড. ওসমান গণি, বিশিষ্ট সাহিত্যিক পল্টু বাসার, নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা সভাপতি এ্যাড. ফাহিমুল হক কিসলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মেহেদি আলী সুজয় প্রমুখ।
    আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের পেশ ইমাম মো. শহিদুল ইসলাম।
    আলোচনা সভায় বক্তারা বলেন, পরবর্তী প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধে শহিদ কাজল ও শহিদ খোকনের আত্মত্যাগের কথা ছড়িয়ে দিতে হবে।

  • শিকড়’৯৭ সাতক্ষীরার ঈদ পূণর্মিলনী অনুষ্টিত

    শিকড়’৯৭ সাতক্ষীরার ঈদ পূণর্মিলনী অনুষ্টিত


    “বন্ধুত্ব মানে জীবনের স্পন্দন, বন্ধুত্ব মানে সম্পর্ক আজীবন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে শিকড়’৯৭ সাতক্ষীরার ঈদ পূণর্মিলনী অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার (০৬ জুন) সন্ধ্যায় সাতক্ষীরা বিনেরপোতা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি)এটি অনুষ্টিত হয়।
    শিকড়’৯৭ সাতক্ষীরার ঈদ পূণর্মিলনী এসএসসি’৯৭ ব্যাচের মোট ৯০ জন বন্ধু উপস্থিত ছিলেন।যারা দেশ-বিদেশের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মানের সহিত কর্মরত আছেন।

  • সাতক্ষীরায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

    সাতক্ষীরায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত


    নিজস্ব প্রতিনিধি ঃ সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় সাতক্ষীরা সদর উপজেলার বাউখোলা জামে মসজিদে উক্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বাউখোলা, সাতানি, ভাদড়া ও তালা উপজেলার ইসলামকাটিসহ ১৫টি গ্রামের কিছু সংখ্যক মানুষ সেখানে ঈদুল ফিতরের নামাজে অংশ নেন। ঈদের নামাজে খুলনার ডুমুরিয়া ও কয়রা উপজেলার কয়েকটি গ্রামের মুসল্লিরাও সেখানে অংশ নেন। জামায়াতে মহিলারাও অংশগ্রহন করেন। উক্ত নামাজে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী।
    মাওলানা মহব্বত আলী জানান, সৌদি আরবের সাথে মিল রেখে পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করা যায়।

  • আলিপুর ইউনিয়ন আওয়ামী তরুণলীগের ইফতার

    আলিপুর ইউনিয়ন আওয়ামী তরুণলীগের ইফতার


    নিজস্ব প্রতিবেদক :
    আলিপুর ইউনিয়ন আওয়ামী তরুণলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২ জুন ২৭ রমজান রোববার আলীপুর চেকপোস্ট এলাকার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীপুর ইউনিয়ন তরুণলীগের আহবায়ক মোঃ কবির হোসেন স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী তরুণলীগের সভাপতি মোঃ শাহানুর ইসলাম শাহীন। বিশেষ অতিথি ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সদর উপজেলা আওয়ামী তরুণলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পদাক আনিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আছাদুল ইসলাম, আলিপুর ইউনিয়ন আওয়ামী তরুণলীগের যুগ্ম সম্পাদক জিয়াউলসহ থানা ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আলিপুর ইউনিয়ন আওয়ামী তরুণলীগের সদস্য সচিব মোঃ লালন হোসেন।

  • আগরদাড়ী ইউপির বাজেট ঘোষণা


    নিজস্ব প্রতিবেদক :
    সদর উপজেলার ১০নং আগরদাড়ী ইউনিয়নে ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ২৬ মে সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালির সভাপতিত্বে বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা করেন ইউপি সচিব আবুল কালাম। ২০১৯-২০ অর্থ বছরে রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১১লক্ষ ৮৫ হাজার ৭৯০ টাকা। আর সম্ভাব্য ব্যয় ১১লক্ষ ৭ হাজার ৫৬০ টাকা। রাজস্ব উদ্ধৃত্ত ৮ হাজার ২৩০ টাকা। এছাড়া উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ২ কোটি ৬৭ লক্ষ ৫ হাজার ৮০০ টাকা।। উন্নয়ন খাতে সম্ভাব্য ব্যয় ২ কোটি ৬১ লক্ষ ২ হাজার টাকা। উন্নয়ন খাতে উদ্ধৃত্ত ৬৩ হাজার ৮০০ টাকা। এসময় ইউপি সদস্য ইয়াছিন কবির, এরশাদ আলী, আব্দুল গফুর, হেলাল উদ্দিন, শাহাদাৎ হোসেন, রমেশ চন্দ্র দাশ, শামছুর রহমান, রেহেনা খাতুন, শহরবানু, আমেনা খাতুনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সংবাদ সম্মেলনে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি : ৪৬ লক্ষ টাকার দু’টি প্রকল্প নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে পৌরসভার উন্নয়ন বাঁধাগ্রস্থ ও ভাবমুর্তি নষ্ট করা হয়েছে


    স্টাফ রিপোর্টার ঃ সরকারি নীতিমালা মেনে ই-টেন্ডার পক্রিয়ার মাধ্যমে পত্রিকায় বিজ্ঞ্িপ্ত দিয়ে দরপত্র ও সিডিউল অনুযায়ী পৌরসভার উন্নয়ন ৪৬ লক্ষ টাকার দু’টি প্রকল্প নিয়ে অহেতুক মিথ্যা ও অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে উদ্দেশ্য প্রণোদীতভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরা পৌরসভা। বুধবার (২৯ মে) বিকালে সাতক্ষীরা পৌরসভার আয়োজনে পৌর কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনে পৌরসভার কাউন্সিলর ও পৌরসভার সকল স্টাফদের সাথে নিয়ে লিখিত ও মৌখিক বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সংবাদ সম্মেলনে মেয়র চিশতি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কিছুদিন আগে স্থানীয় িএকটি দৈনিকে যে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে সে পৌরসভায় এসেছিল। দুর্নীতির সংবাদ পরিবেশনের হুমকির ভয় দেখিয়ে অনেক টাকা চাঁদা দাবী করেছিল। তার দাবীকৃত চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এ মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। দৈনিক পত্রদূত ও অনলাইন পোর্টাল দৈনিক সাতক্ষীরায় যারা মিথ্যা সংবাদ পরিবেশন করেছে তাদের এই সংবাদ সম্মেলনে আসার আহবান জানিয়েছিলাম সকল কাগজ পত্র দেখতে। কিন্তু তারা আসেনি। কারণ তাদের সৎ সাহস নেই। পৌরসভার মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক গত ১২/০৪/২০১৯ ইং তারিখে ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকা ডেইলি ইন্ডাস্ট্রি, জাতীয় দৈনিক আমার সংবাদ ও সাতক্ষীরা স্থানীয় দৈনিক পত্রিকা কালের চিত্র পত্রিকায় দরপত্র আহবান করে বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং নিদিষ্ট তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে ও পৌরসভায় মোট ৩টি সিডিউল জমা পড়ে। যাচাই বাঁছাই শেষে দু’টি সিডিউল বৈধ হয়। কোন বিদেশী সাহার্য্য সংস্থার অর্থায়ণে এ প্রকল্পের কাজ হচ্ছেনা। অথচ এই সংবাদে সাহার্য্য সংস্থার কথা উল্লেখ করা হয়েছে। যারা এই মিথ্যা সংবাদ পরিবেশন করে পৌরসভা ও পৌরবাসীর ভাবমুর্তি নষ্ট করেছেন। সেই সাথে পৌরসভার উন্নয়ন কাজকে বাঁধাগ্রস্থ করার অপচেষ্টা চালিয়েছেন। একবার ভেবে দেখুন মিথ্যা সংবাদ পরিবেশনে যদি বিদেশী সংস্থা জার্মান প্রকল্পের টাকা ফেরত যায় তাহলে পৌরসভার দেড় দুই লক্ষ মানুষ উন্নয়ন বঞ্চিত হবে। এটা কি সমুচিন হবে ? আমি পৌরসভার উন্নয়ন করতে এসেছি। আমি লুটপাট করতে আসিনি। পৌরসভা স্বেচ্ছাচারিতা করেনা। পৌরসভা যদি সত্যিকার অর্থে কোন দুর্নীতি করে প্রমাণ সাপেক্ষে বিরুদ্ধে লিখুন কিছুই বলবোনা। মিথ্যা লিখবেন ছাড় পাবেননা। মিথ্যা সংবাদ পরিবেশনের মাধ্যমে পৌরসভা ও পৌরবাসীর যে ভাবমুর্তি নষ্ট হয়েছে তার জবাব দিতে হবে। প্রেসক্লাবের সদস্য পদ বাতিল চেয়ে আবেদন জানান হবে এবং জাতীয় প্রেস কাউন্সিলে প্রতিকার চেয়ে আবেদন পাঠাবো। মিথ্যার বেসাদী ছেড়ে পৌরসভার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন পৌর মেয়র। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, ফারহা দীবা খান সাথী, মহিলা কাউন্সিলর জ্যোৎ¯œা আরা, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মো. শফিকুল আলম বাবু,শাহিনুর রহমান শাহিন, শেখ আব্দুস সেলিম, মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌরসভার সচিব মো. সাইফুল ইসলাম বিশ^াস, পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার, শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দন মহলী, এসও সাগর দেবনাথসহ পৌর কাউন্সিলর ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা : সদরএমপির প্রেসক্লাবে অবাঞ্চিত প্রত্যাহার







    সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরা-২ আসনের সম্মানীত সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সাতক্ষীরা প্রেসক্লাবে অবাঞ্চিত ঘোষনা প্রত্যাহার করে নেয়া হয়েছে।
    বুধবার ২৯ মে বেলা ১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত  কার্যনির্বাহী
    কমিটির সভায় বিশেষ সাধারণ সভায় গঠিত পরামর্মক কমিটির সুপারিশ অনুযায়ী
    সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি
    অধ্যক্ষ আবু আহমেদে এর সভাপতিত্বে ওই সভায় গঠনতস্ত্র পরিপন্থি ও
    প্রেসক্লাবের স্বার্থ বিরোধী কার্যকলাপের অভিযোগে গঠনতন্তের ১৩ ধারার (চ)
    অনুচ্ছেদ মোতাবেক জিএম মনিরুল ইসলাম মিনি, মোস্তাফিজুর রহমান উজ্জল,
    শামীম পারভেজ ও মনিরুল ইসলাম মনির সদস্য পদ বাতিল করা হয়েছে। এ ছাড়াও
    রুহুল কুদ্দুসকে শোকজ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
    প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী’র সঞ্চালনে স্ব স্ব মতামত
    জানিয়ে বক্তব্য দিয়েছেন  সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, যুগ্ম সাধারণ
    সম্পাদক মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ
    সম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল,
    অর্থ-সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী
    সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন ও জি.এম আদম
    শফিউল্লাহ ও কৃষ্ণ মোহন ব্যানার্জী।

  • সদর উপজেলা এলজিইডি প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার ছাড়াই অনৈতিক সুযোগ নিয়ে অন্তত দেড় কোটি টাকার কার্যাদেশ প্রদানের অভিযোগসদর উপজেলা এলজিইডি প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার ছাড়াই অনৈতিক সুযোগ নিয়ে অন্তত দেড় কোটি টাকার কার্যাদেশ প্রদানের অভিযোগ


    নিজস্ব প্রতিনিধি: এলজিইডি সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী শফিউল আলম এর বিরুদ্ধে নিয়ম বর্হিভূতভাবে পিপিআর ও টেন্ডার ছাড়াই মোটা অংকের দফারফা করে প্রায় দেড় কোটি টাকার কার্যাদেশ প্রদানের অভিযোগ উঠেছে। মাত্র ৪জন ব্যক্তির ১০টি প্রতিষ্ঠানের নামে ৩০টি কার্যাদেশ দিয়ে অন্তত ২০ লাখ টাকার সুবিধা নেওয়ায় শহর ব্যপি তোলপাড় শুরু হয়েছে। তবে অভিযুক্ত প্রকৌশলী বলছেন, পিপিআর ও টেন্ডার ছাড়াও উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে কার্যাদেশ প্রদানের সুযোগ রয়েছে।
    প্রাপ্ত তথ্যে জানাযায়, সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় ৩০টি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য ৩ থেকে ৫ লাখ টাকার মধ্যে বরাদ্দ আসে। যা প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি। এসব বরাদ্দ অনুযায়ী পিপিআর আরএফটি অনুযায়ী একক ১০ লক্ষ টাকা এবং এর উদ্ধে শর্ত মোতাবেক বার্ষিক ৬০ লাখ টাকার উর্দ্ধে হলে টেন্ডারে আসার নিয়ম রয়েছে। কিন্তু বরাদ্দ পিপিআর শর্তের বাইরে যাওয়ায় টেন্ডারে না এসে ঘরে বসেই টেন্ডারের কাগজপত্র সৃষ্টির অভিযোগ রয়েছে। কোটেশন ওপেনিং শিট বিশ্লেষন করে দেখাগেছে, গত ৩০ এপ্রিল নোটিশ নাম্বার-০১/২০১৮-১৯ প্যাকেজ নাম্বার ১৭৬৭ থেকে ৩০টি দরপত্র পুরণ করে টেন্ডার প্রক্রিয়া শেষ করা হয়েছে। প্রতিটি টেন্ডার ওপেনিং শিডে এই ৪টি ঠিকাদারি প্রতিষ্টান ঘুরে ফিরে ২০০/৪০০/৬০০ টাকা কম বেশি দেখিয়ে দর দাখিল করেছেন। অথচ এই টেন্ডার বিজ্ঞপ্তিটি কোন পত্রিকায় প্রকাশ করা হয়েছে তা কর্তৃপক্ষ বলতে পারছেন না।
    জানাগেছে, টেন্ডারে অংশ গ্রহণকারি ঠিকাদারি প্রতিষ্টানের মধ্যে রয়েছে, শহরের কাটিয়া এলাকার জারা এন্টারপ্রাইজ-৪টি কার্যাদেশ, কালিগঞ্জের কাকা এন্টারপ্রাইজ-৪টি কার্যাদেশ, কালিগঞ্জের আখিরুল এন্টারপ্রাইজ-৫টি কার্যাদেশ, কাটিয়ার খন্দকার এন্টারপ্রাইজ-২টি কার্যাদেশ, কালিগঞ্জের শাহেদ এন্টারপ্রাইজ-১টি কার্যাদেশ, মিল বাজারের মোল্যা এন্টারপ্রাইজ-৩টি কার্যাদেশ, বলাডাঙ্গার সিরাজুল ইসলামের ৩টি কার্যাদেশ, কাটিয়ার মুক্তি এন্টারপ্রাইজের ১টি কার্যাদেশ, বলাডাঙ্গার রোকন এন্টারপ্রাইজের ৪টি কার্যাদেশ ও একই এলাকার নেহা এন্টারপ্রাইজের ৩টি কার্যাদেশ দেয়া হয়েছে। এদের মধ্যে সিরাজুল ইসলাম, রোকন ও নেহা একই ব্যক্তির ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান, জারা ও মোল্যা এন্টারপ্রাইজ একই ব্যক্তির ২টি ঠিকাদারি প্রতিষ্ঠান, কাকা ও আখিরুল একই ব্যক্তির ২টি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং খন্দকার, শাহেদ ও মুক্তি একই ব্যক্তির ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।
    এদিকে শহরের কাছাপাড়ার মেসার্স অরিণ এন্টারপ্রাজের স্বত্তাধিকারি এম এম মজনু জানান, এই টেন্ডারটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে দরপত্র বিক্রির সুযোগ হলে সরকার কয়েক লাখ টাকার রাজস্ব পেত। একই সাথে সেই সুযোগ সরকারকে না দিয়ে সমদরে ইচ্ছে মাফিক চুক্তিভিত্তিক অন্তত ২০ লাখ টাকা নিয়ে উপরোক্ত ৪জন ঠিকাদারের ১০টি প্রতিষ্টানের নামে ৩০টি কার্যাদেশ দিয়ে সদর উপজেলা প্রকৌশলী নিজেই এসব টাকা পকেটস্থ করেছেন। সরকারের একজন কর্মকর্তা সরকার নির্দেশিত বিধি বিধান লঙ্ঘন করে সরকারকে ক্ষতিগ্রস্ত করার বিষয়টি তদন্তের দাবী জানান তিনি। তিনি আরও বলেন, এই ঘটনার সুষ্ট তদন্ত ও বিচার হলে কারা এরসাথে জড়িত তা অবশ্যই চিহ্নিত করা সম্ভব হবে।
    এম এম মজনু আরও বলেন, এঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য ইতোমধ্যে প্রধান প্রকৌশলী এলজিইডি, চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন দুদকসহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছেন।
    তবে ঘটনা জানাজানি হওয়ার পর বিষয়টি ধামাচাপা দিতে জেলা আওয়ামী লীগের শীর্ষ এক নেতাকে ম্যানেজ করার নামে সেখানেও কয়েক লাখ টাকা বিনিময় করার বিষয়টি শহরে ছড়িয়ে পড়েছে। ফলে সার্বিক বিষয়ে ধামাচাপা দিতে কয়েকটি ঠিকাদারি প্রতিষ্টানের মালিকদের কাছে ধর্ণা দিয়ে চলেছেন উপজেলা প্রকৌশলী নিজেই।
    এসব ব্যাপারে দুপুরে কথা হলে সদর উপজেলা প্রকৌশলী শফিউল আলম আরও জানান, পিপিআর ও টেন্টার কোনটির দরকার হয়নি। কারণ উর্দ্ধতন কর্তৃপক্ষ আমাকে উক্ত কার্যাদেশ প্রদানের নির্দেশ প্রদান করেছেন।

  • চালতেতলায় পৌর কাউন্সিলর শাহিন কর্তৃক মালিকানাধীন সম্পত্তি দখলের পায়তারা!

    চালতেতলায় পৌর কাউন্সিলর শাহিন কর্তৃক মালিকানাধীন সম্পত্তি দখলের পায়তারা!


    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর কর্তৃক শহরের চালতেতলা মেজ মিয়ার মোড় সংলগ্ন এলাকায় ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিতে জোর পূর্বক ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায়, সোমবার সকালে নজরুল ইসলাম ও হাবিবুল্লাহ’র মালিকানাধীন সম্পত্তিতে সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমানের নেতৃত্বে মোমিন গাজী, আব্দুস সামাদ, আব্দুর রাজ্জাকসহ ১০/১৫ জন সংঘবদ্ধভাবে উক্ত ব্যক্তি মালিকানাধীন জমির উপর ড্রেন নির্মাণ কাজ শুরু করে। এসময় জমির মালিক পক্ষ ড্রেন নির্মাণ কাজে বাঁধা দিলে পৌর কাউন্সিলর শাহিনুর রহমান মারমুখী হয়ে উঠে এবং অশ্লীল ভাষায় গালি গালাজ করতে থাকে। অত:পর, পৌর সভার সার্ভেয়ার মামুন উক্ত সম্মত্তিতে গিয়ে মাপ-জরিপ করে দেখেন সেটি ব্যাক্তি মালিকানাধীন সম্পত্তি। উল্লেখ্য, ইতোপূর্বে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আনছার আলীর মালিকানাধীন সম্পত্তি দখল করতে যায় পৌর কাউন্সিলর শাহিনুর রহমান। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার এসআই এমদাদ ঘটনাস্থলে উপস্থিত হলে পৌর কাউন্সিলর এসআই এমদাদের উপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার নামে একটি মামলা দায়ের করে। জমির মালিক নজরুল ইসলাম ও হাবিবুল্লাহ জানান, পৌর কাউন্সিলর শাহিনুর রহমান একাধিক নাশকতা মামলার আসামী। তিনি জামাত-বিএনপির অর্থ যোগানদাতা হিসেবে এলাকায় চিহ্নিত। সোমবার স্থানীয় স্থানীয় একটি দৈনিকে তার বিরুদ্ধে সিটি এগ্রো কমপ্লেক্স লিমিেিটড এর সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ প্রকাশ হয়েছে। সংবাদের ব্যাপারে পৌর কাউন্সিলর শাহিনুর রহমানের নিকট জানতে চাইলে তিনি গালি দিয়ে বলেন, ‘পত্রিকার সংবাদ প্রকাশে আমার কেউ কিছু করতে পারবে না।’

  • সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতারের সব পেশার মানুষের মিলন মেলা

    সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতারের সব পেশার মানুষের মিলন মেলা


    সংবাদ বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাবে গতকাল ইফতার মাহফিল উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলন মেলা বসেছিল। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, আইনজীবী, সাংস্কৃতি ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে ইফতারে অংশ নেন। প্রেসক্লাবের শহীদ স,ম আলাউদ্দীন হলরুম, তিন তলার মিলনায়তন, নিচতলার হলরুম, ইসিরুম, বিশ্রাম কক্ষ সহ প্রেসক্লাব চত্বর সর্বত্র ছিল আগত অতিথি আর সাংবাদিকদের মিলন মেলা। প্রেসক্লাবের বৃহত্তম আর সব শ্রেণী সব পেশা সর্বপরি সাম্প্রদায়িকতার উজ্জ্বল আলোক আভার বিচ্ছুরন এর দ্রুতি ছড়াচ্ছিল উপস্থিত জন মানবদের মাঝে, সম্প্রীতি, সহবস্থান, ধর্মপালন, ধর্ম যার যার ইফতার সবার প্রেসক্লাবের এমন দৃষ্টিভঙ্গি বলে দিচ্ছিল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার আয়োজন আলো ঝলমল মানবতার প্রতিবম্ব, ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, বিজিবি সিও লেঃ কর্ণেল গোলাম মোহাম্মদ মহিউদ্দীন খন্দকার, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ হাবিবুর রহমান, বিজিবি মেজর আবুল ফজল, ডাঃ আবতাবুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, অতিঃ পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, পৌর মেয়র তাছকিন আহমেদ চিশতি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, জেলা কারাগারের সুপার মোঃ আবু জাহেদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, জেলা কলেজ শিক্ষক সমিতির সম্পাদক মোবাশ্বেরুল হক জ্যোতি, সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক শফিকুর রহমান পরাগ, সাতক্ষীরা সদর থানা ওসি মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, এর পূর্বে অতিথিদের প্রেসক্লাব চত্বরে স্বাগত জানান প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পী সহ সাংবাদিকরা। অতিথীদের সাথে সাংবাদিকদের মধ্যে উপস্থিত থেকে ইফতারে অংশ নেন দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, প্রাক্তন সভাপতি সুভাষ চৌধুরী, সিনিয়র সাংবাদিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী, প্রাক্তন সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি অধ্যক্ষ আশেকই এলাহী, প্রাক্তন সম্পাদক আঃ বারী, মোহাম্মাদ আলী সুজন, কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, যুগের বার্তার সম্পাদক আবু নাসের মোঃ আবু সাঈদ, মুক্তিযোদ্ধা সাংবাদিক আবাদুল ওয়াজেদ কচি, দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল¬্যা, গোলাম সরোয়ার, জিল¬ুর রহমান, কামরুল হাসান, আব্দুস সামাদ, ড. দিলীপ কুমার দেব, কাজী শওকত হোসেন ময়না, আঃ গফুর সরদার, মীর আবু বকর প্রমুখ। দেশ জাতির উন্নয়নে সাতক্ষীরা সামগ্রীক কল্যানে প্রেসক্লাবের সদস্যদের এবং উপস্থিত সকলের জন্য মোনাজাত ও দোয়া কামনা করা হয়।

  • মানবিক আবেদন

    মানবিক আবেদন


    মানুষ মানুষের জন্য। সকলের সামান্য সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি নির্মল হাঁসি, এক অসহায় মায়ের কোল। গরিব অসহায় ভ্যান চালকের কন্যা বিথি(১৫)। সে শহরের চালতেতলাস্থ কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। তার পিতার ভ্যান চালক হাফিজুল ইসলাম। পিতার সামান্য আয়ের তাদের সংসারই ঠিকমত চলে না। যে কারণে তার মাতাকেও অন্যের বাড়িতে কাজ করতে হয়। ভাগ্যের নির্মম পরিহাসে বিথি হার্ডলিক হয়ে যায়। বহু কষ্টে অর্থ উপার্জন করে এপর্যন্ত তার চিকিৎসা করিয়েছেন। কিন্তু দ্রুত হার্ড অপারেশন করতে না পারলে তাকে আর বাঁচানো যাবে না। অপারেশণ করতে প্রায় ৩লক্ষাধিক টাকার প্রয়োজন। যা তার গরিব পিতা-মাতার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই অসহায় পরিবারটি কন্যার সুচিকিৎসার জন্য তাকিয়ে আছেন সমাজের দানবীর মানুষের দিকে। সকলের সামান্য সহযোগিতা পেলে হয়তো বিথি আবারো সকলের মত হেঁসে খেলে সুন্দর জীবন যাপন করতে পারবে। তাকে সাহার্য্য পাঠাতে যোগাযোগ করুন শাহানারা খাতুন (মাতা) বিকাশ নং- ০১৯১৭ ৮৬৮২৩৩ ।

  • শতাধিক হিজড়া ও অসহায় মানুষের ইফতার করালেন পুলিশ সুপার সদর সার্কেল

    শতাধিক হিজড়া ও অসহায় মানুষের ইফতার করালেন পুলিশ সুপার সদর সার্কেল


    ২০ রমজান রবিবার সন্ধায় কুখরালীর মোড় সংগ্রাম টাওয়ারে শতাধিক হিজড়া ও অসহায় মানুষের ইফতার করালেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তারের আয়োজনে ও
    নিজস্ব উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করেন। জেলার ৪৫ জন হিজড়া সহ শতাধিক অসহায় গরীব মানুষের ইফতারির আয়োজন করেন তিনি।
    এসময় উপস্থিত ছিলেন ইটাগাছা ফাঁড়ির ইনর্চাজ মো. ই¯্রাফিল হোসেন প্রমূখ

  • সাতক্ষীরার হাসপাতালের জন্য জীবনরক্ষাকারী ঔষধ, সার্ভে কমিটির অবহেলা ও গাফিলতির জন্য নষ্ট হচ্ছে কোটি টাকার ঔষধ

    সাতক্ষীরার হাসপাতালের জন্য জীবনরক্ষাকারী ঔষধ, সার্ভে কমিটির অবহেলা ও গাফিলতির জন্য নষ্ট হচ্ছে কোটি টাকার ঔষধ


    স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলার সকল হাসপাতালের জন্য প্রাকৃতিক দুর্যোগ ‘ফণি’ মোকাবেলায় জীবনরক্ষাকারী ঔষধ সাতক্ষীরা সিভিল সার্জন কর্তৃক চাহিদা অনুযায়ী প্রাপ্ত ঔষধ সাতক্ষীরা সদর হাসপাতালের এমএসআর (ইডিসিএল) সার্ভে কমিটির ষড়যন্ত্র ও গাফিলতির কারণে দীর্ঘদিন ধরে পড়ে আছে অজন্তে অবহেলায় সিভিল সার্জন অফিসের দোতলায়। মেয়াদ শেষ হতে চলেছে প্রায় কোটি টাকার জীবনরক্ষাকারী ঔষধের। কিন্তু কারও কোন মাথা ব্যাথা নেই। ঔষধের অভাবে সাধারণ রোগীরা ভোগান্তীর শিকার হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হাস-২/সাধারণ-১৫১/৯৫/৭৭১ নং বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট মেডিসিন ডাক্তারকে সভাপতি করে ৩ সদস্য বিশিষ্ট সার্ভে কমিটি গঠন করা হয়। এই কমিটির ৩জন সদস্য দীর্ঘদিন একই হাসপাতালে চাকুরী করায় তারা সিভিল সার্জনের নির্দেশ ও অমান্য করছেন। অপরদিকে জীবনরক্ষাকারী জনগণের কোটি টাকার জরুরী ঔষধ নষ্ট হতে চলেছে। এব্যাপারে স্টোরকিপার এ.কে.এম ফজলুল হক বলেন, সিভিল সার্জন ডা. মো. রফিকুল ইসলাম সার্ভে কমিটিকে লিখিতভাবে নির্দেশ দিলেও আজো সার্ভে কমিটি প্রায় ২০ রকমের ঔষধ সার্ভে না করায় সিভিল সার্জন অফিসের দোতলার বারান্দায় দীর্ঘদিন রাখা আছে। সার্ভে কমিটি বিষয়টি কেন এড়িয়ে যাচ্ছে জানিনা। এব্যাপারে এমএসআর (ইডিসিএল) সার্ভে কমিটির সভাপতি সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট মেডিসিন ডা. মো. আসাদুজ্জামান বলেন, আমি সার্ভে কমিটির সভাপতি কিনা তা আমি জানিনা। তবে আগের সিভিল সার্জন কর্তৃক হাসপাতালের মালামাল ক্রয়ে সমস্যা হয়েছে বলে সকল সার্ভে কাজে আমিসহ অনেকে বিরত আছি। প্রাকৃতিক দুর্যোগ ‘ফণি’ মোকাবেলায় কোন ঔষধ সাতক্ষীরায় এসেছে কিনা তা আমি জানিনা এবং প্রাকৃতিক দুর্যোগ ‘ফণি’ মোকাবেলায় সাতক্ষীরা থেকে ঔষধ চেয়ে কোন চাহিদা পত্র পাঠানো হয়নি। এব্যাপারে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. রফিকুল ইসলাম বলেন, সাতক্ষীরা জেলার সকল হাসপাতালের জন্য প্রাকৃতিক দুর্যোগ ‘ফণি’ মোকাবেলায় জীবনরক্ষাকারী ঔষধ সাতক্ষীরায় আসায় সার্ভে কমিটির সভাপতিসহ ৩ জনকে সিভিল সার্জন অফিস থেকে চিঠি দেওয়া হয়েছে এবং ৩দিনের মধ্যে সার্ভে করার কথা বলা হয়েছে। তাহলে তিনি কিভাবে বলেন তিনি জানেননা। তিনি কমিটির সভাপতি সার্ভে করা তার দায়িত্ব। কোটি টাকার ঔষধ মেয়াদ শেষ হলে ফেলে দিতে হবে। সার্ভে কমিটিকে আবারও নির্দেশ দেবেন বলে জানান। এব্যাপারে সচেতন মহলের দাবী সাধারণ জনগণের জীবনরক্ষাকারী ঔষধ নিয়ে যারা গাফিলতি ও অবহেলা করে তারা ডাক্তার নামের কলঙ্ক। ঐসব দোষী ব্যক্তিদের দৃষ্ট্রান্তমূলক শাস্তির জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সহ¯্রাদ্ধ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের ভাবমুর্তি উজ¦ল করেছে- খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া

    সহ¯্রাদ্ধ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের ভাবমুর্তি উজ¦ল করেছে- খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া


    নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকালে পিটিআই হলরুমে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ‘সহ¯্রাদ্ধ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের ভাবমুর্তি উজ¦ল করেছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী ও তাঁর সরকার জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর। এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেস ইনোভেশন ইউনিট (জিআইইউ) নানামূখী কার্যক্রম গ্রহণ করেছে। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ‘আমার গ্রাম হবে শহর’ আদর্শকে ধারন করে প্রতিটি জেলা উপজেলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট ৯এসডিজি) বাস্তবায়নন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০১৬ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদের বৈশি^ক এ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ ইতিমধ্যে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। এসডিজির ১৭টি অভীষ্টের আওতায় ১৬৯টি লক্ষ্যমাত্রা এবং ২৩২টি সুচক রয়েছে। স্থানীয় চাহিদাকে বিবেচনায় রেখে ভবিষ্যতের জন্য টেকসই বাংলাদেশ গড়ার মানসে দপ্তর ভিত্তিক কৌশল ও কর্মকান্ড নিয়ে মতামত গ্রহণ জরুরী।’
    প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। সাতক্ষীরায় উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার সংশ্লিষ্ট ৮০ জন অংশ নেয়।

  • ভোমরা বন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতির উপর হামলা ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে শ্রমিকদের কর্র্মবিরতি


    নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি এরশাদ আলীর উপর হামলা ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করছে বন্দর শ্রমিরা। মঙ্গলবার সকাল থেকে তারা এ কর্মবিরতি পালন করে। শ্রমিকরা কর্মবিরতি পালন করায় পন্যবাহি ট্রাকের লোড আনলোড বন্ধ থাকায় বেকায়দায় পড়েছেন সাধারন ব্যবসায়ীরা। এর ফলে বন্দরের কর্মচাঞ্চল্য অচল হয়ে পড়েছে।
    ভোমরা স্থল বন্দর লেবার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মাসুদ আলম ও ক্যাশিয়ার ইউসুফ আলী জানান, ভোমরা লেবার শ্রমিক ইউনিয়ন (রেজিষ্ট্রেশন নং-১১৫৯) এর সভাপতি এরশাদ আলী সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা শহর থেকে বন্দরে ফেরার পথে পথিমধ্যে আলীপুর নামক স্থানে পৌছালে কয়েকজন সন্ত্রাসী তাকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় তিনি সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগও দাখিল করেছেন। কিন্তু এখনও পর্যন্ত আসামীরা গ্রেফতার না হওয়ায় তারা আজ সকাল থেকে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে তারা সকল কর্মকান্ড বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও কর্র্মবিরতি পালন করছেন। তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে তারা অনির্দিষ্ট কালের জন্য এই কর্মসুচি পালন করবে।
    ভোমরা স্থল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) রেজাউল করিম জানান, ভোমরা স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের এক নেতার উপর হামলা ঘটনায় শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করছে বলে আমরা জানতে পেরেছি।
    তবে, ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারি কমিশনার নিয়ামুল হাসান জানান, শ্রমিকরা কর্মবিরতি পালন করলেও বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম যথারীতি চলছে।