বহি®কৃত ও সদস্য বিলুপ্ত সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিকের বিরুদ্ধে আশাশুনির প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের দায়েরকৃত পর্ণগ্রাফি ও চাঁদাবাজির মামলাসহ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মনিরুল ইসলামের দায়েরকৃত অস্ত্র মামলায় আগামি মঙ্গলবার রিমাণ্ড শুনানীর দিন ধার্য করা হয়েছে। এ ছাড়া ঘোনা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান মোশার দায়েরকৃত পর্ণোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় বৃহষ্পতিবার শুনানীর দিন ধার্য করা হয়েছে।
সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, একজন ইউপি চেয়ারম্যানের সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার নাম করে পাঁচ লাখ টাকা চাঁদা আদায় ও আরো ১৫ লাখ টাকা দাবি করার ঘটনায় গত ১৫ ডিসেম্বর ওই জনপ্রতিনিধি বহি®কৃত ছাত্রলীগ নেতা সাািদকুর রহমান, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, যুবলীগ নেতা তুহিনুর রহমান তুহিন, সোহরাব হোসেনসহ পাঁচজনের নামে মামলা(জিআর-৮৩৪/১৯) দায়ের করেন। একইভাবে অন্য একজনপ্রতিনিধির সঙ্গে নারীর আপত্তিকর ছবি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার নাম করে চার লাখ টাকা আদায়ের অভিযোগে একই দিনে (জিআর-৮৩৫ নং) মামলা দায়ের করেন ওই জনপ্রতিনিধি। ওই মামলায় ২৯ নভেম্বর বন্দুকযুদ্ধে নিহত দীপ ও সাদিকুরের নামে সদর থানায় মামলা হয়। এ ছাড়া পিচ্চি রাসেল ও হাফিজুর রহমান বাবুর কাছ থেকে দেশী তৈরি পিস্তল ও ১৬৭ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় সাদিকের নাম উল্লেখ করে সদর থানায় মামলা হয়। দু’ জনপ্রতিনিধির দায়েরকৃত দু’টি মামলার তদন্তকারি কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক হাফিজুর রহমান সাদিককে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার আদালতে পৃথক সাত দিনের রিমাণ্ড আবেদন করেন। একইভাবে সাদিকের বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র মামলার তদন্তকারি কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হারান চন্দ্র পাল বুধবার সাদিককে জিজ্ঞাসাবদের জন্য সাত দিনের রিমাণ্ড আবেদন করেন। অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবীর তিনটি রিমাণ্ড আবেদন শুনানী শেষে উপরোক্ত দিন ধার্য করেন।
এদিকে পর্ণগ্রাফি আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃত সাংবাদিক আকাশ ইসলামের আদালতে দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে পাওয়া তথ্য অনুযায়ি সাদিকের সঙ্গে ঢাকা থেকে গ্রেপ্তার হওয়ায় সাতক্ষীরা শহরের উত্তর পলাশপোলের মৃত আব্দুর রকিবের মেয়ে সুমাইয়া সিমু বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজীব রায় এর কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সাদিকের ডেরায় তাকেসহ কয়েকজন নারীকে কিভাবে ব্যবহার করা হতো, সাদিকের সহযোগী কারা, ব্লাক মেইলের জন্য ভিডিও কিভাবে করা হতো, সেখানে নারীলোভী বিশিষ্ঠ জনেদের কিভাবে টোপ দিয়ে আনা হতো, সাংবাদিক আকাশ, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, তার ক্যামেরাম্যান কিভাবে কাজ করতো,জনপ্রতিনিধি, ব্যবসায়ি, প্রশাসনের সঙ্গে জড়িতদের কিভাবে টোপ দেওয়া হতো তার বিস্তারিত বর্ণনা দিয়েছে।
Category: সদর /পৌরসভা
-
সাতক্ষীরার বহিস্কৃত ছাত্রলীগ নেতা সাদিকের তিন মামলায় রিমাণ্ড শুনানী ২৪ ও ২৬ ডিসেম্বর
-
অস্ত্র সহ দুই বহিস্কৃত ছাত্রলীগ নেতা গ্রেফতার : আদালতে দোষ স্বীকার
সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ১৬৭ বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় বহিস্কৃত দুই ছাত্রলীগ নেতার নামে দুটি মামলা হযেছে। রোববার রাতে শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ এর পূর্ব দিকে সাদিকের বাড়ি সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়ির পাশ থেকে তাদের আটক করা হয়। এঘটনায় গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান বাবু সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
আটককৃতরা হলেন, মুনজিতপুরের জহুরুল ইসলামের ছেলে রাসেল ওরফে পিচ্চি রাসেল (২১) ও সদর উপজেলার মাছখোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোস্তাফিজুর রহমান বাবু (১৯)।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, রোববার রাতে অস্ত্র ও মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে শহরের মুনজিতপুরে অভিযান চালানো হয়। এসময় মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ এর পূর্ব দিকে একটি নির্মাণাধীন বাড়ির পাশ থেকে পিচ্চি রাসেল ও মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক একটি বিদেশি পিস্তল ও ১৬৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উল্লেখ্য: গত ৩০ নভেম্বর সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক (বহিষ্কৃত) সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের দুই সহযোগী সন্ত্রাসী দ্বীপ ও সাইফুল পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। আর এই নিহত সন্ত্রাসী দ্বীপ ও সাইফুলে অন্যতম সহযোগী হিসেবে পরিচিত পিচ্চি রাসেল ও মোস্তাফিজুর রহমান বলে জানায় পুলিশ। এরমধ্যে পিচ্চি রাসেল নিহত দীপের ফুপাত ভাই। -

স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সাতক্ষীরার চার মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিনিধি :
স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সাতক্ষীরার চার বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার সন্ধ্যায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা ‘রক্ত¯œাত বিজয়’ অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করে।
সাতক্ষীরা মুক্ত দিবস, বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে অ্যাড. ফাহিমুল কিসলুর সভাপতিত্বে ও হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ, কবিতা পাঠ, গান ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরার সভাপতি আবু আফফান রোজ বাবু, জেলা সাংস্কৃতিক পরিষদের সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন, নাগরিক আন্দোলন মঞ্চের সহ-সভাপতি সুধাংশু শেখর সরকার, অ্যাড. ওসমান গণি, অ্যাড. ইকবাল লোদী, জাহিদা জাহান মৌ প্রমুখ।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে সাতক্ষীরা পাওয়ার হাউজ অপারেশনের নায়ক বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুল মালেক সোনা, মো. কামরুজ্জামান বাবু, অপারেশন জ্যাকপটের নায়ক ও যুদ্ধাপরাধ মামলার প্রধান স্বাক্ষী প্রকৌশলী মো. ইমাম বারী ও গেরিলা কমান্ডার অধ্যক্ষ সুভাষ সরকারকে স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করে চার সংবর্ধিত মুক্তিযোদ্ধা আবেগাপ্লুত হয়ে পড়েন। মুুক্তিযোদ্ধা আব্দুল মালেক সোনা সাতক্ষীরা পাওয়ার হাউজসহ অসংখ্য স্থাপনায় উড়িয়ে দেওয়ার রোমহর্ষক বর্ণনা দেন। মুক্তিযোদ্ধা সুভাষ সরকার সাতক্ষীরার মাগুরা যুদ্ধে তার তিন সহযোদ্ধা শহিদ হওয়ার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন। মুক্তিযোদ্ধা ইমাম বারী স্বাধীনতা যুদ্ধে সারাদেশের নৌবন্দরে প্রায় ২৬টি জাহাজ অপারেশন জ্যাকপটের মাধ্যমে ডুবিয়ে দেওয়ার বীরত্বপূর্ণ কাহিনী বর্ণনা করেন।
অনুষ্ঠানে আবৃত্তি করেন, বিশিষ্ট শিল্পী মঞ্জুরুল হক, শামীমা পারভীন রতœা, স ম তুহিন, নূরুজ্জামান সাহেব, সায়েম ফেরদৌস মিতুল, প্রাণ কৃষ্ণ সরকার প্রমুখ।
এর আগে, রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে বধ্যভূমিতে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। নাগরিক আন্দোলন মঞ্চ’র সভাপতি এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুল মালেক সোনা, প্রকৌশলী আবেদুর রহমান, এড. ওসমান গণি, সুধাংশু শেখর সরকার, লায়লা পারভীন সেঁজুতি, আমির হোসেন খান চৌধুরী, মেহেদীআলী সুজয়, জাহিদা জাহান মৌ প্রমুখ। -
আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গনশুনানী
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় প্রথমবারের মত সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর সোনা বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে এইডে আইনি সেবাদন” এই শ্লোগানে রেখে গত মঙ্গলবার বিকালে ইউএসএআইডি’র অর্থায়নে জেলা আইন সহায়তা কমিটি ও উইমেন জব ক্রিয়েশন সেন্টার এর যৌথ আয়োজনে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়ন চত্বরে অনুষ্টানটি হয়। আয়োজিত গনশুনানীতে সভাপত্বি করেন ইউপি চেয়ারম্যান সম শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা লিগ্যাল এইড এর দায়িত্বরত কর্মকর্তা ও সিনিয়র সহকারী বিচারক সালমা আক্তার। তিনি তার বক্তব্যে বলেন, আর্থিকভাবে অসচ্ছল, অসহায়-সম্বলহীন এবং বিভিন্ন আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণকে সম্পূর্ণ সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। এতে করে ধনী-গরীব ব্যবধান দূর হবে এবং সকলের অধিকার নিশ্চিতের মাধ্যমে ন্যায্য বিচার প্রতিষ্ঠিত হবে। এর ফলে যাদের টাকা নেই তারাও তাদের কাঙ্খিত বিচার পাবে। তিনি আরও বলেন, আপনারা আপনাদের এই সংশ্লিষ্ট যে কোন বিচারের দাবিতে আমার কাছে আসবেন আমি আপনাদের সমস্য সমাধানের সর্বোচ্চ সহযোগিতা করবো।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, লিগ্যাল এইড এর প্রকল্প সমন্বকারী মোঃ ইউনুস আলী, ব্রহ্মরাজপুর ইউনিয় পরিষদের সদস্যবৃন্দ প্রমুখ। -

মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সাতক্ষীরায় কেক কাটা, র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মোহনা টিভির দর্শক ফোরাম আয়োজিত দশম বছরে পদার্পন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দর্শক ফোরামের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, পুলিশের বিশেষ শাখার এএসপি সাইফুল ইসলাম ।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহম্মেদ বাপ্পী, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা পরিষদের সদস্য শাহনাজ পারভীন মিলি, জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম, ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, স্বদেশের নির্বাহি পরিচালক মধাব দত্ত, ডিএসবির ওসি মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি, মোহনা টেলিভিশন দর্শক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, মোহনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মো: আব্দুল জলিল। এর আগে প্রেসক্লাব থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। -

পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ঠ আওয়ামী লীগ নেতা শেখ আশরাফুল হক চলে গেলেন
সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ঠ আওয়ামী লীগ নেতা শেখ আশরাফুল হক আর নেই। আজ সকাল ৭টা ১৫মিনিটের সময় তিনি শহরের সুলতানপুরে অবস্থিত তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি—–রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মিয় স্বজন বন্ধু বান্ধব গুনাগ্রাহী রেখে গেছেন।
শেখ আশরাফুল হক সাতক্ষীরা সড়ক বিভাগে তার কর্মজীবন শুরু করেন। অবসরের পর তিনি সক্রিয় রাজনীতির সাথে যুক্ত হন। তিনি সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি প্রথমে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মেম্বর নির্বাচিত হন। পরবর্তীতে পরপর ৩ বার নির্বাচিত হন চেয়ারম্যান। তৃতীয় মেয়াদে তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সরকার পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের পদমর্যাদা পরিবর্তন করলে তিনি মেয়র হন। আজ বাদ আছর বিকাল ৪টা ৪৫ মিনিটে শহরের সুলতানপুর ক্লাব মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। -
সাতক্ষীরায় সড়কের উপরে ফেলে রাখা অচল বাস-ট্রাক : ভোগান্তিতে পথচারি সাধারণ মানুষ
সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের উপরে বছরের পর বছর ফেলে রাখা অচল যানবাহন বাস-ট্রাকের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছে পথচালিত সাধারণ মানুষ।এসব দেখার জন্য কেউ নেই।
বুধবার (৬ নভেস্বর)বিকালে সরেজমিনে যেয়ে দেখা যায়, সাতক্ষীরা শহরের ইটাগাছা মোড় থেকে সদরের আলিপুর চেকপোস্ট মোড় পর্যন্ত বিভিন্ন স্থানে মহাসড়কের উপরে যত্রতত্র ভাবে কয়েক বছর ধরে কয়েকটি অচল বাস-ট্রাক বিপদজনক ভাবে ফেলে রাখা হয়েছে।
শহরের বাঁকালে সড়কের উপরে ফেলে রাখা একে ট্রাভেলসের বাসটির ছবি তুলতে দেখে একজন অজ্ঞাত পথচারী মোটরসাইকেল থামিয়ে বলেন, অনেক বছর ধরে গাড়িটাে এভাবে রাস্তার ধারে পড়ে আছে। পথচারী ওই ব্যক্তি আরো বলেন, সড়কে ফেলে রাখা গাড়ি গুলো একে ট্রাভেলস এর মালিক চয়নের। তিনি বলেন ব্যাংক লোনের টাকায় কেনা এসব গাড়ি গুলি এখন সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা।
এ সময় অজ্ঞাত আরো কয়েকজন পথচারী অভিযোগ করে বলেন,ঢাকাগামী বিভিন্ন কোম্পানির বাস সারাদিন ধরে বাঁকাল সড়কের উপরে ফেলে রাখায় সৃষ্টি হয় যানজটের। আশঙ্কা থাকে দুর্ঘটনার। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে পথচারীরা বলেন অনতিবিলম্বে সড়কের উপর থেকে এসব অচল গাড়িগুলো অপসারণ করা ব্যবস্থা গ্রহন করা হোক।
-
পৌর তাঁতীলীগের বর্ধিতসভা
পৌর তাঁতীলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় পলাশপোল স্কুল চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, পৌর তাঁতীলীগের সভাপতি মেহেদীআলী সুজয়। সাধারণ সম্পাদক শেখ ফিরোজ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, পৌর তাঁতীলীগের সহ-সভাপতি কাজী ওবায়েদ, আজিজুল (টিকলু), সোরাউদ্দীন, যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ সোহাগ, আরাফাত হোসেন রুবেল, ইমরান হোসেন, আহম্মাদ আলী, ৯নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি মোঃ মোসলেম হোসেন, ৭নং ওয়ার্ডের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, ৫নং ওয়ার্ডের সভাপতি দেলোওয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম হোসেন, ৪নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক রবীন বিশ্বাস প্রমুখ। সভায় বক্তারা জননেত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে স্বাগত জানান। এছাড়া সাতক্ষীরা জেলা প্রশাসক কর্তৃক ক্লীন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা কর্মসূচি স্বাগত জানিয়ে তা দ্রুত বাস্তবায়ন করে সাতক্ষীরাকে আধুনিকায়ন করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি
-
ব্রেকিং দ্যা সাইলেন্সের উদ্যোগে ডি.বি হাইস্কুলে ক্যাম্পেইন অনুষ্ঠিত
ধুলিহর প্রতিনিধি : ব্রেকিং দ্যা সাইলেন্সের উদ্যোগে ব্রাক এনজিওর সহযোগিতায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহণে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলা ব্রহ্মরাজপুর ডি.বি ইউনাইটেড হাইস্কুলের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাকের বিভাগীয় ম্যানেজার মো. রবিউল আলম, সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ব্রেকিং দ্যা সাইলেন্সের অফিস ইনচার্জ শরিফুল ইসলাম, প্রজেক্ট কো-অর্ডিনেটর মনিরুজ্জামান টিটু প্রমুখ।
অতিথিগণ শিশু শ্রম, যৌন নিপীড়ন, বাল্যবিবাহসহ ইভটিজিং এর সম্পর্কে আলোকপাত করেন ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শনী করেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে “শিশু নির্যাতন ও বাল্যবিবাহকে না বলি” এই শ্লোগানের ভিত্তিতে শিক্ষার্থীরা গণ স্বাক্ষর দেন। এছাড়াও অনুষ্ঠানে আছাফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুল হোসেন, ফয়জুল হক সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। -

৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার
সাতক্ষীরায় পুলিশের অভিযানে ১৭ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় পুলিশ ৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে আজ শুক্রবার (১ নভেম্বর) সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া ১ জন, কালিগঞ্জ ১ জন, শ্যামনগর ৩ জন, আশাশুনি ১ জন ও পাটকেলঘাটা ১ জন। তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
অপরদিকে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসআই মানিক কুমার সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় শুক্রবার সকাল ৫.৪৫ টার সময় একজন মাদক ব্যবসায়ীকে ১৫০ (একশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তর করা হয়। -

দুর্নীতিমুক্ত ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে সকলকে শামিল হওয়ার আহবান
ডেক্স রিপোট: দুর্নীতিমুক্ত ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে সকলকে শামিল হওয়ার আহবানের মধ্যদিয়ে শেষ হলো সপ্তাহব্যাপী নাট্য উৎসব ২০১৯।
বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এই নাট্য উৎসবের সমাপনী দিনে শত শত দর্শক-শ্রোতার উপস্থিতিতে মঞ্চস্থ হয় নাটক ‘ডালিম কুমার’।
পরে ভারত থেকে আগত সংগীত শিল্পী অরবিন্দু ঘোষ ও তার দলের সদস্য পরিবেশন করে সংগীত ও আবৃত্তি। যা নাট্য উৎসবে নতুন মাত্রা যোগ করে।
সবশেষে সপ্তাহব্যাপী নাট্য উৎসবে অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয় প্রদান করা হয়।
জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার জয়ন্ত চট্টোপাধ্যায়, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, ভারতের সংগীত শিল্পী অরবিন্দু মুখার্জী প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট নাট্যকার জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, দীর্ঘদিন পরে এই নাট্য উৎসব সাতক্ষীরায় সাংস্কৃতিক জাগরণ ঘটাবে। এ জন্য এর ধারাবাহিকতা রক্ষা জরুরী।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা এবং দুর্নীতিমুক্ত ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে এই নাট্য উৎসব সবার মাঝে নতুন চেতনার জাগরণ ঘটাবে। যা সাতক্ষীরায় সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে সহায়ক হবে। -

জাতীয় যুব দিবস পালন
নিজস্ব প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ’ এই স্লোগানে ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালন করা হয়। জাতীয় যুব দিবস- ২০১৯ উপলক্ষে সাতক্ষীরা নিউ মার্কেটস্থ শহীদ আলাউদ্দীন চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শিল্পকলা প্রাঙ্গনে এসে শেষ হয়। এরপর শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি , পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহম্মেদ ( চিশতি), সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবু প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকতাসহ এ্যাকশন এইড (হেড) এর লুইচ রানা গাইন এবং প্রতিবন্ধী তাইজুল ইসলাম। সবশেষে সনদ বিতরণ করেন অতিথিগণ।
বক্তারা বলেন, যুবরা একটি দেশের মুল চালিকা শক্তি। তাই যুবদেরকে যদি উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে তারা সম্পদে পরিণত হবে। দেশ থেকে বেকারত্ব দুর হবে। শুধু চাকরির আশায় বসে না থেকে কারিগরি দক্ষতার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। যতই হোক ক্লেশ যুবরাই গড়বে দেশ। -

সাতক্ষীরা পৌরসভার ০১ নং ওয়ার্ডের কাটিয়ায় ডাবল সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
সাতক্ষীরা পৌরসভার ডাবল সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে পৌরসভার ০১ নং ওয়ার্ডের কাটিয়ায় ডাবল সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম ও মহিলা কাউন্সিলর জ্যোৎস্না আরা।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, নির্মাণ কাজের ঠিকাদার হাফিজুর রহমান খান বিটু প্রমুখ। পৌরসভার ০১নং ওয়ার্ডের কাটিয়া জেলা কারাগারের জেলগেট হতে নব-নুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিমূখে গুরুত্বপূর্ণ এ সড়কটি নগর উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় বাস্তবায়িত হচ্ছে । ৩০০ মিটার ডাবল সিসি ঢালাই রাস্তা ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।
-

প্রগতির আয়োজনে দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির (ভিজিডি) প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন
বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের পলাশপোলস্থ দৈনিক দক্ষিণের মশাল সংলাপ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংগঠন প্রগতির আয়োজনে দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির (ভিজিডি) আওতায় তিন দিনের প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিন এ কর্মসূচি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট শাহনাজ পারভিন মিলি, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।
বক্তব্য রাখেন উত্তরণের লিগ্যাল অফিসার অ্যাডভোকেট মুনিরউদ্দীন, ডিআরআরএ’র আনজির আহমেদ, হোপ ফর দ্যা পুওরিস্ট সাতক্ষীরার কর্মকর্তা মৃনাল কুমার সরকার, ব্রেকিং দ্যা সাইলেন্স, সাতক্ষীরার অফিস ইনচার্জ শরিফুল ইসলাম, সিডব্লিওসিএস’র রুহুল আমিন, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি সাকিবুর রহমান বাবলা, প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী, উন্নয়নকর্মী সুব্রত কুমার দে প্রমুখ। এ সময় প্রগতি বাস্তবায়িত ভিজিডি প্রকল্পে কর্মরত প্রশিক্ষক শেখ রফিকুল ইসলাম, পাপিয়া আহমেদ, সুপ্রকাশ দে ও ফারুক রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রগতির প্রধান নির্বাহী দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী বিগত দিনে প্রগতি বাস্তবায়িত মহিলা উন্নয়ন কর্মসূচির (ভিজিডি)সহ বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তুলে বর্ণনা দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রগতি সাতক্ষীরার একটি অধিকারভিত্তিক জনসংগঠন। সাতক্ষীরা সদর উজেলার ১৩টি ইউনিয়নে বর্তমান চক্রে প্রগতি মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডি) বাস্তবায়নে দক্ষতার প্রমাণ দেবে এমনটাই আমরা আশা করি। কারণ প্রগতি এই জেলায় দীর্ঘদিন খাসজমি, নদী-খাল দখল মুক্ত করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। একই সাথে নারীর ক্ষমতায়ন, জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন, উপকূলীয় বাঁধ টেকসই করতে সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কার্যক্রম বাস্তবায়ন করছে। সে আলোকে প্রগতি সাতক্ষীরা সদর উপজেলায় ভিজিডি কর্মসূচি বাস্তবায়নের সাথে সাথে এই কর্মসূচির আওতায় সম্পৃক্ত দুস্থ নারীদের সামগ্রিক উন্নয়ন ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে অন্যান্য কর্মসূচি হাতে নেবে। নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতায় কাজ করবে।
উল্লেখ্য, সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে প্রগতি ২১০০ দুস্থ নারীদের আর্থসামজিক উন্নয়ন ও জীবনদক্ষতা কর্মসূচি প্রশিক্ষণ প্রদান করবে। -
জেলার জলাবদ্ধতা নিরসনে সকল বাধা অপসারণসহ ২১ দফা বাস্তবায়নের দাবীতে নাগরিক কমিটি মানববন্ধন
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি সাতক্ষীরা শহরসহ জেলার জলাবদ্ধাতা নিরসনের সকল বাধা অপসারণের দাবী জানিয়েছে। আজ বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ আহবান জানানো হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম।
মানববন্ধনের বক্তারা বলেন, প্রতিবছরই জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হচ্ছে। নতুন নতুন এলাকা জলাবদ্ধ হচ্ছে। মানুষের দুর্ভোগ দুর্গতি বেড়েই চলেছে। ফসলের ক্ষতি হচ্ছে। মানুষ সহায় সম্পদ হারাচ্ছে। বহু মানুষের বাস্তচ্যুতের আশংকা তৈরী হচ্ছে। কিন্তু জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোন পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না।
বক্তারা আরো বলেন, সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হলেও সাতক্ষীরায় বাড়ছে। এর অন্যতম প্রধান কারণ জলাবদ্ধতা। বাসা বাড়ির আনাচে-কানাচে, খেলার মাঠ, শহরের বিভিন্ন বাড়ির পাশে থাকা পতিত জমি, ড্রেন-নর্দমাসহ ফসলের ক্ষেত পানিতে ডুবে আছে। রোদে শুকানো ছাড়া অধিকাংশ ক্ষেত্রে পানি নিষ্কাষণ হচ্ছে না। বক্তারা আরো বলেন, ডেঙ্গু মোকাবেলা করতেই জলাবদ্ধার নিরসন দরকার। কিন্তু প্রশাসনিকভাবে এ ব্যাপারে দৃশ্যমান কিছু উদ্যোগ নেওয়া হলেও পানি নিষ্কাশনে তা পর্যাপ্ত নয়। শহরের বিভিন্ন এলাকার মানুষ জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। এমতাবস্থায় মানববন্ধন থেকে পানি নিস্কাশনের বাধাগুলো চিহ্নিত করে দ্রুত তা অপসারণের দাবী জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, প্রফেসর আব্দুল হামিদ, আশরাফুজ্জামান আশু, এড. সৈয়দ ইফতেখার আলী, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, এড. শেখ আজাদ হোসেন বেলাল, এড. শাহানাজ পারভীন মিলি, নিত্যানন্দ সরকার, কমরেড আবুল হোসেন, এম কামরুজ্জামান, সেলিম রেজা মুকুল, এটিএম রইফ উদ্দিন, অপারেশ পাল, আব্দুল বারী, মধাব চন্দ্র দত্ত্ব, এড. আল মাহামুদ পলাশ, জোন্সা দত্ত্ব, আব্দুস সামাদ, আবুল খায়ের কচি, লুৎফর রহমান টুকু, সিদ্দিকুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু।
মানববন্ধন থেকে জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। একই সাথে আগামী ২৪ সেপ্টেম্বর জেলা নাগরিক কমিটির সাবেক সভাপতি এড. আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার নাগরিক আন্দোলনের প্রয়াত সকল নেতার স্মরণ অনুষ্ঠান সফল করার আহবান জানানো হয়।
মানববন্ধন শেষে জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক এলাকায় লিফলেট বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি -
খাটাল লতিফ বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ
প্রেস বিজ্ঞপ্তি : লতিফ রাসেল পলাশ বাহিনীর তান্ডবের পর পুলিশি হানায় দক্ষিণ কামার বায়সা গ্রাম এখন পুরুষশুন্য। শুক্রবার রাসেল বাহিনীর তান্ডবের মুখে মুসুল্লিরা কামার বায়সা মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেন নি। তাদের বাধা দেওয়া হয়েছে। স্কুল কমিটি গঠনে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের সদস্য করার প্রতিবাদ করায় লতিফ-রাসেল বাহিনী মারপিট করেছে। আমরা মামলা দিয়েছি। সে মামলা পুলিশ নেয়নি। বরং লতিফ রাসেলের অনুগত আরেক মাদক ব্যবসায়ী শফিকুলের ছেলে শরিফুল যে ভুয়া মামলা দিয়েছে তাই রেকর্ড হয়েছে থানায়। তবে পুলিশ বিষয়টি অনুধাবন করেছে যে আসলে দোষী কারা।
শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা বলেন দক্ষিন কামার বায়সা গ্রামের আবদুল লতিফের আপন সহোদর মো. আবদুল আহাদ। লিখিত বক্তব্যে তিনি বলেন আবদুল লতিফ যাকে খাটাল লতিফ বললে মানুষ চেনে সেই লতিফ একজন মামলাবাজ ও চাঁদাবাজ। সম্প্রতি আওয়ামী লীগের ছত্রছায়ায় সে বেপরোয়া হয়ে উঠেছে। এলাকায় তার রয়েছে এক বিশাল বাহিনী। এই বাহিনীকে ব্যবহার করে লতিফ এলাকায় তান্ডব চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন গত ৩১ জুলাই দক্ষিন কামারবায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে লতিফ বাহিনী প্রধান তার পুত্র আমিনুল হাসান রাসেল ও তার সহযোগী শরিফুল ইসলাম শরিফ, মোমেন, মঞ্জরুল ইসলাম, সবুজ, উজ্জ্বল হোসেন, সুমনসহ অনেকেই দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধা সন্তান আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, আরিজুল ইসলাম এবং তাকে (আবদুল আহাদ) মারপিট করতে থাকে। তিনি বলেন এতে বাধা দিলে তারা বৃদ্ধ আবদুল আহাদের স্ত্রী সেলিনা খাতুন, ছেলে মোজাম্মেল হক, তোজাম্মেল হক ও মোস্তাফিজুরকে মারপিট করে আহত করে। তারা আবদুল আহাদের স্ত্রী সেলিনা খাতুনের গলায় শাড়ি পেচিয়ে তাকে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে গ্রামবাসীর প্রতিরোধের মুখে খাটাল লতিফ গনপিটুনি খেয়ে পালিয়ে যায়।
সংবাদ সম্মেলনে বৃদ্ধ আবদুল আহাদ বলেন ঘটনার পরপরই আমি থানায় একটি লিখিত অভিযোগ দেই। কিন্তু পুলিশ সেটি চেপে রেখে সন্ত্রাসী বাহিনীর সদস্য শরিফুলের দেওয়া মামলাটি রেকর্ড করেছে।
আবদুল আহাদ বলেন সন্ত্রাসীদের দ্বারা মারধর খেয়ে ও অপমানিত হয়েও মিথ্যা মামলার আসামি হয়েছি আমিসহ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরাও। এতে এলাকার নিরীহ মানুষ আতংকিত হয়ে পড়েছেন। তারা প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার দাবি করেছেন। একই সাথে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিরীহ লোকদের অব্যাহতি দেওয়ার জন্য তিনি সাতক্ষীরা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বৃদ্ধ আবদুল আহাদ আরও বলেন গত ৬ জুন বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলির সন্তানদের কাছে চাঁদা চেয়ে না পেয়ে ওই বাহিনী মনিরুলের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। এতে বাধা দেওয়ায় বৃদ্ধ আহাদকে মারপিট করে লতিফ রাসেল বাহিনী। সাজানো ম্যানেজিং কমিটি তৈরি করে তাতে লতিফ পুত্র রাসেল হয়েছেন স্বঘোষিত সভাপতি। দক্ষিন কামারবায়সা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে ঢুকানো হয়েছে গাঁজাখোর ও মাদকসেবীদের। এদের মধ্যে মোজাম মাদকসেবী, বদিরুজ্জামান মাদকসেবী, শরিফের বাবা শফিকুল মাদক ব্যবসায়ী। সংবাদ সম্মেলনে আবদুল আহাদ বলেন রাসেল ও পলাশ বাহিনী গরু বিক্রির টাকা কেড়ে নিয়েছিল। বেশ কিছুদিন আগে গরু বিক্রির পর পুলিশের মাধ্যমে বিক্রেতাদের আটক করে সেই টাকা হাতিয়ে নিয়েছিল লতিফ রাসেল পলাশ বাহিনী। তাদের এসব অপকর্মে বাধা দিলেই সন্ত্রাস বাড়িয়ে দেয় লতিফ রাসেল পলাশ বাহিনী।
বৃদ্ধ আবদুল আহাদ এসবের প্রতিকার দাবি করেন। তিনি সাতক্ষীরার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলেন সন্ত্রাস দমনে তিনি নিশ্চয়ই কাজ করবেন । তারা লতিফ বাহিনীর শাস্তি দাবি করে বলেন আমরা শান্তিপ্রিয় মানুষ। গ্রামে শান্তিতেই থাকতে চাই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এলাকার রাশিদুল ইসলাম, আশরাফুল আলম, আবদুর রশীদ শেখ, রওশন আলি, আঞ্জুয়ারা খাতুন, সফিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, মো. আবদুল্লাহ, আনারুল ইসলাম, নজরুল ইসলাম প্রমূখ -

সাতক্ষীরায় গেরিলা যোদ্ধা আব্দুল মালেক সোনাকে সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিনিধি ঃ মুক্তিযুদ্ধে সাতক্ষীরা পাওয়ার হাউজ অপারেশেনে দুঃসাহসিক ভূমিকা রাখায় গেরিলা যোদ্ধা শেখ আব্দুল মালেক সোনাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে রণাঙ্গনের সাথী মুক্তিযোদ্ধাবৃন্দ তাকে এই সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু, কেন্দ্রীয় জাসদের (ইনু) সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ নিমাই চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মো. মফিজউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিল্লুল করিম, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা ও আত্মত্যাগে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাদের অবদান চির জীবন বাংলাদেশ, বাঙালি জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বলেন, দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে আমরা দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু এখন সর্বস্তরে দুর্নীতি ছেয়ে গেছে। এর থেকে পরিত্রাণ না পেলে স্বাধীনতার প্রকৃত স্বাদ বাঙালি জাতি কখনও উপভোগ করতে পারবে না।
