আউটসাইডার হয়েও বলিউডে দাপটের সঙ্গেই রাজত্ব করেছেন বাদশাহ শাহরুখ খান। এরইমধ্যে পার হয়ে গেছে ৩০ বছর। তার শেষ ছবি ’জিরো’। চার বছর পর ফের পর্দায় ফিরছেন তিনি। ছবির নাম পাঠান। আগামী বছরের ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে।
পাঠান ছবিটিতে শাহরুখের নায়িকা হিসেবে আছেন দীপিকা পাড়ুকোন। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে আছেন জন আব্রাহাম। বলিউডে শাহরুখের ৩০ বছর পূর্তিতে পাঠানের নতুন পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্ম। এতে অ্যাকশন লুকে দেখা গেছে শাহরুখকে। হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগুতেও মুক্তি পাবে পাঠান। ছবির পোস্টার প্রকাশ করে শাহরুখ লিখেছেন, বলিউডে আমার ৩০ বছর পার হয়ে গেছে। আর সময়ের হিসাব করবো না কারণ আপনাদের ভালোবাসা ও হাসিমুখ সবকিছুর ঊর্ধ্বে। পাঠান ছবিটির মাধ্যমেই আমরা এই যাত্রা আরেকটু সামনে এগিয়ে নিয়ে যাবো।
এ বছর মুক্তি পাবে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ব্রহ্মাস্ত্র ছবিটি। জানা গেছে এখানে অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখকে।
বিয়ের আড়াই মাসের মধ্যে অন্তঃসত্ত্বা আলিয়া! সপ্তাহের শুরুতে খুশির জোয়ার কপূর পরিবারে। মা হতে চলেছেন রণবীর-ঘরনি! নিজেই ঘোষণা করেছেন সন্তানের আগমন বার্তা। সঙ্গে ডাক্তারখানায় পরীক্ষা-নিরীক্ষা চলার ছবি।
ইনস্টাগ্রামে আলিয়ার ওই পোস্টে দেখা গিয়েছে, আল্ট্রাসোনোগ্রাফি চলছে অভিনেত্রীর। হাসি মুখে কম্পিউটারের পর্দায় চোখ রেখে হাসপাতালের শয্যায় শুয়ে ‘গঙ্গুবাঈ’। ফ্রেমে রয়েছেন রণবীরও। তাঁর উৎসুক চোখও নিবদ্ধ মনিটরে। যেন একসঙ্গে স্বপ্ন বুনছেন যুগলে। ছবিটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে আলিয়া লিখেছেন, ‘‘আমাদের সন্তান… শীঘ্রই সে আসছে।’’
,’দ্য নোবেল প্রাইজ’ কর্তৃপক্ষ আজকের দিনটি রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষ্যে উদযাপন করছে।
ক্যালেন্ডারে মে মাস পড়লেই, বাঙালি অপেক্ষা করে থাকে দুই প্রবাদপ্রতীম কিংবদন্তীর জন্মোৎসব পালনের জন্য। ২ রা মে সত্যজিৎ রায়ের জন্মদিনের পরই আসে ৭ মে। ক্যালেন্ডারের দিন অনুযায়ী ১৮৬১ সালের ৭ মে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর সেই উপলক্ষ্যে ৭ মে বিশ্বজুড়ে তাঁর জন্মবার্ষিকীতে চলছে রবি-বন্দনা। তবে বাঙালির কাছে কবিগুরুর জন্মদিন মানেই ২৫ শে বৈশাখ। সেই দিকনেই ‘রবীন্দ্রজয়ন্তী’ হিসাবে পালন করে আপামর বাঙালি।
ভারতের প্রথম নোবেলজয়ী, তথা ইউরোপের বাইরের কোনও দেশের নাগরিক হিসাবে প্রথম নোবেল পুরষ্কারের সম্মান পেয়েছিলেন রবীন্দ্রনাথ। আর সেই নোবেলজয়ীর স্মরণে এদিন ‘দ্য নোবেল প্রাইজ’এর তরফে জানানো হয়েছে শ্রদ্ধার্ঘ। এক টুইটে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষ্যে জানানো হয়,’দ্য নোবেল প্রাইজ’ কর্তৃপক্ষ আজকের দিনটি রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষ্যে উদযাপন করছে। এদিকে বাংলার বুকে কার্যত আজ থেকেই সাজো সাজো রব ২৫ শে বৈশাখ ঘিরে। যেদিন জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন মেতে ওঠে কবির বন্দনায়। তাঁর সাহিত্যদর্শন যুগ যুগ ধরে মানুষকে ছুঁয়ে গিয়েছে, যার রেশ চিরন্তন। আর এমন এক ব্যক্তিত্ব কার্যত বাঙালি জীবনের মহীরুহ হয়ে উঠেছেন। আর তাঁর স্মরণে আজ দিনভর ৭ মে-র তারিখকে উপলক্ষ্য় করে চলছে উদযাপনের পালা।
ন্যাশনাল ডেস্ক: প্রখ্যাত আবৃত্তিশিল্পী, সংগঠক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ আর নেই। আজ শুক্রবার বেলা ১টা ৫০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে হাসান তার বয়স হয়েছিল ৫৭ বছর।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস জানান, হাসান আরিফ কয়েক সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে ছিলেন। তার মরদেহ এখনো হাসপাতালে। দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
গত বছরের ২ ডিসেম্বর করোনা পজিটিভ হন হাসান আরিফ। পরদিন ৩ ডিসেম্বর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে। সেখানে তিনি হার্ট অ্যাটাকের শিকার হন বলেও জানা গেছে।
জানা গেছে, আগামীকাল শনিবার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত হাসান আরিফের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে লোক সংস্কৃতিক উৎসব ২০২২ এর ৫দিন সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী, জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহিদুর রহমান, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী ও জেলা সাংস্কৃতিক পরিষদেও সাধারণ সম্পাদক হেনরী সরদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।
আব্দুল্লাহ আল মামুন, : মুজিববর্ষ, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের আয়োজনে সাংস্কৃতিক সপ্তাহ ২০২২ উদযাপন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামান এর সভাপতিত্বে বুধবার বেলা ১১ টায় কলেজের হল রুমে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক সপ্তাহ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান, শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তাক আহমেদ, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রদ্যুৎ কুমার বিশ্বাসসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের ক্রীড়া শিক্ষক তৈয়ব হাসান বাবু। অনুষ্ঠানে নির্ধারিত রচনা, নির্ধারিত কবিতা আবৃত্তি, নির্ধারিত সংগীত এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৬ মার্চ মহান বিজয় দিবসে কলেজর আলোচনা সভায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চলছে পুতুল নাচ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমীর বাস্তবায়নে ১০০টি নতুন পালা নির্মাণ নিয়ে যাত্রা উৎসব মঞ্চায়িত হওয়ার পর শুরু হয়েছে পুতুল নাচ। ঐতিহ্যবাহী এ পুতুল নাচ শিল্প অতীত গৌরব ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে। এই উৎসব প্রত্যন্ত অঞ্চলের যাত্রাদল, যাত্রাশিল্পী এবং পুতুল নাচ সংগঠকদের মিলন মেলায় পরিণত হচ্ছে। মঙ্গলবার (২২ মার্চ) রাত ৮ টায় পুতুল নাচ প্রদর্শন হয় এবং আগামী ২৪ মার্চ স্বপ্না অপেরা যাত্রা অনুষ্ঠিত হবে। একই সাথে আগামী ২৪ মার্চ ঐতিহ্যবাহী পাপেট পুতুল নাচ অনুষ্ঠিত হবে। পুতুল নাচ পরিবেশন করেন দি নিজাম পুতুল নাচ। সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চলছে যাত্রা উৎসব। এতে দেশব্যাপী ১০০টি যাত্রাপালা মঞ্চায়ন করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমীর বাস্তবায়নে ১০০টি নতুন পালা নির্মাণ নিয়ে যাত্রা উৎসব মঞ্চায়ন হবে। লোকজ সংস্কৃতির রূপ হচ্ছে যাত্রাপালা। ঐতিহ্যবাহী এ যাত্রা শিল্প অতীত গৌরব ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে এই যাত্রা উৎসব। এই উৎসব প্রত্যন্ত অঞ্চলের যাত্রাদল ও যাত্রাশিল্পীদের মিলন মেলায় পরিণত হচ্ছে। শহিদ আব্দুর রাজ্জাক পার্কে প্রতিদিন রাত ৮ টায় এ যাত্রা উৎসব মঞ্চায়ন হবে। সোমবার যাত্রা উৎসবের দ্বিতীয় দিনে ‘জাগরনী অপেরার বঙ্গপথিক বঙ্গবন্ধু’ মঞ্চায়ন করা হয়। রবিবার উৎসবের প্রথম দিনে ‘দিগি¦জয়ী অপেরা’ যাত্রা পরিবেশন করেন বিপ্লবী সোমেন চন্দ এবং আগামী ২৪ মার্চ স্বপ্না অপেরা। অপরদিকে, মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ২২ মার্চ ও ২৪ মার্চ ঐতিহ্যবাহী পাপেট পুতুল নাচ অনুষ্ঠিত হবে। পুতুল নাচ পরিবেশন করবেন দি নিজাম পুতুল নাচ ও নিউ রংমহল পুতুল নাচ সংগঠন। সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন এ তথ্য নিশ্চিত করেছেন।
ন্যাশনাল ডেস্ক: আজ বুধবার উৎসবহীন বাংলা নববর্ষ। চৈত্র সংক্রান্তির মাধ্যমে ১৪২৭ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে আজ যুক্ত হলো নতুন বছর ১৪২৮। আজ সকালে ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। স্বাভাবিকভাবেই সে স্বপ্ন, করোনাভাইরাস মুক্ত নতুন বিশ্ব-নতুন বাংলাদেশ। বাংলাদেশসহ বিশ্বের বাঙালি করোনা মহামারি থেকে সহসা মুক্তির প্রত্যাশা নিয়েই আজ দ্বিতীয়বারের মতো নতুন বছরকে বরণ করে নেবে তেমন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই।
আজ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মাতার কথা দেশ। সকালে ভোরের প্রথম আলো রাঙিয়ে দেয় নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। রাজধানী জুড়ে থাকার কথা মঙ্গল শোপভাযাত্রা নিয়ে বর্ষবরণের নানা আয়োজন। কিন্তু বাংলাদেশসহ সারা বিশ্বে এখন চলছে করোনাকাল। মানুষের পৃথিবীতে এখন চলছে অনিশ্চিত সময়। এর আগে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে পহেলা বৈশাখের সমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সারা দেশে আজ থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন ও সাধারণ ছুটি যা চলবে ২১ এপ্রিল পর্যন্ত। এবার তাই কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই নতুন বর্ষকে বরণ করে নেওয়া হবে। ঐতিহ্যবাহী রমণার বটমূলে হচ্ছে না ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। তবে সরকারি এবং বেসরকারি টেলিভিশন ও বেতারে নববর্ষের বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। এদিকে আজ বাংলা নববর্ষের দিন সনাতন বাইরে না গিয়ে নিজ নিজ গৃহে অবস্থান করে উৎসব পালনের আহবান জানানো হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীসহ বাঙালিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাবেন। কৃষি কাজ ও খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা সন গণনার শুরু মোঘল সম্রাট আকবরের সময়ে। হিজরি চান্দ্রসন ও বাংলা সৌর সনের ওপর ভিত্তি করে প্রবর্তিত হয় নতুন এই বাংলা সন। ১৫৫৬ সালে কার্যকর হওয়া বাংলা সন প্রথমদিকে পরিচিত ছিল ফসলি সন নামে, পরে তা পরিচিত হয় বঙ্গাব্দ নামে। কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের সঙ্গে বাংলাবর্ষের ইতিহাস জড়িয়ে থাকলেও এর সঙ্গে রাজনৈতিক ইতিহাসেরও সংযোগ ঘটেছে। পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির প্রধান উৎসব উল্লেখ করে অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, বাংলা নববর্ষে মহামিলনের আনন্দ উৎসব থেকেই বাঙালি ধর্মান্ধ অপশক্তির কূট ষড়যন্ত্রের জাল ভেদ করবার আর কুসংস্কার ও কুপমন্ডুকতার বিরুদ্ধে লড়াই করবার অনুপ্রেরণা পায় এবং জাতি হয় ঐক্যবদ্ধ।
বিনোদন ডেস্ক: আবির পায়ে ফ্র্যাকচার নিয়ে ঘরে বসে আছে। আর যেন ঘরে মন টেকে না। কিন্তু তার স্ত্রী কুয়াশা কোনোভাবেই ডাক্তারের কথা মতো তিন মাস রেস্ট ছাড়া তাকে ছাড়বে না। শেষ কয়টা দিন স্বামীকে ঘরে আটকানোর জন্য কুয়াশা আরও কঠিন হয়। আর তারা কীভাবে চলবে, সেটার একটা লিস্ট করে। কুয়াশা বুদ্ধি বের করে তাকে আটকানোর। চেষ্টা করে, একটা গেম খেলে আবিরকে ব্যস্ত রাখার। গেমটা এমন- একজন আরেকজনকে এমন প্রশ্ন করবে, যা তাদের জানা নেই। সেই অজানা উত্তর জানতে গিয়ে তাদের ব্যক্তিগত জীবনের জটিলতা বের হয়ে আসে। আবির-কুয়াশার জীবনের মোড় নেয় এখান থেকেই। এটি একটি নাটকের গল্প। নাম- ‘টোনাটুনির ভালোবাসা’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাহসান খান ও তানজিন তিশা। নির্মাতা সাগর জাহান জানান, ভালোবাসার সংসারের গল্প নিয়ে নাটকটি তৈরি। মূলত বৈশাখকে কেন্দ্র করেই এটি নির্মিত। আজ ‘টোনাটুনির ভালোবাসা’ প্রচার হবে আরটিভিতে রাত ১০টায়।
বিনোদন ডেস্ক: জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য আলোচিত চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’র ভারতীয় অংশের শুটিং শেষ হয়েছে। এবার বাংলাদেশে শুরু হতে যাচ্ছে এর কাজ। আগামী সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্নস্থানে শুরু হবে ছবিটির দৃশ্যধারণ। যার বেশিরভাগই হবে বঙ্গবন্ধুর বিশাল জনসভা ও ঐতিহাসিক পদচারণার দৃশ্য। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্র। জানা যায়, সেপ্টেম্বর ও অক্টোবর- এই দু’মাসে হবে বাংলাদেশ অংশের শুটিং। এরপর সম্পাদনার কাজ শেষে চলতি বছরের ডিসেম্বরে আসতে পারে চলচ্চিত্রটি। এদিকে, গত ৪ এপ্রিল মুম্বাইয়ের ফিল্ম সিটিতে শেষ হয় সিনেমাটির প্রথম লটের শুটিং। এতে অংশ নিতে বাংলাদেশ থেকে কয়েক দফায় শিল্পীরা উড়ে গিয়েছিলেন। গত সপ্তাহে সব শিল্পীই ফিরেছেন দেশে। তাদের সবাইকেই জানিয়ে দেওয়া হয়েছে শুটিংয়ের পরবর্তী সময়। সে অনুযায়ী প্রস্তুতিও নিতে বলা হয়েছে। জানা যায়, ঢাকা ও গোপালগঞ্জের বেশ কিছু জনসভাসহ ছবিটির বাকি দৃশ্য শুট করা হবে এবার। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে আছেন নুসরাত ফারিয়া। এছাড়া তাজউদ্দীন আহমেদ চরিত্রে রিয়াজ আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগরকে (জেনারেল আইয়ুব খান)। ছবিটি ২০২১ সালেই মুক্তি দেওয়ার পরিকল্পনা দুই রাষ্ট্রের। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি হতে যাচ্ছে এ পর্যন্ত সবচেয়ে বড় ক্যানভাসের কাজ।
মশাল ডেস্ক: দক্ষিণের মশালের বর্ষপূর্তিতে নেতৃবৃন্দ বলেন, আপোষহীন ও প্রতিবাদের একটি নূতন ধারা সাতক্ষীরার পত্রিকার জগতে দক্ষিনের মশাল তৈরী করেছে। সমাজের বঞ্চনার চিত্র দক্ষিনের মশাল যেভাবে তুলে ধরে তা সত্যেই উল্লেখ করারমত বিষয়। মশালের অঙ্গিকারের সাথে বাস্তব চলা একই সতোয় গাথা।
সভায় নেতৃবৃন্দ আরো বলেন, বঙ্গব্ধুর জন্ম শতবাষিকী আর স্বাধীনতার রজতজয়ন্তি মাসে দৈক্ষিনের মশালের পাচ বছরপূতির অনুষ্ঠান মুক্তিযুদ্ধ, সেকুলার বাংলাদেশ গড়ার পথে মশালের চলা- এটাই প্রমান করে। মানবতার পক্ষে, গণমানুষের দৈনিক এই প্রতিপাদ্যকে সামনে রের্খে যাত্রা শুরু করে দৈনিক দক্ষিণের মশাল। যাত্রালগ্ন থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে দৈনিক দক্ষিণের মশাল সাতক্ষীরার গণমানুষের অধিকার আদায়ে আপোষহীন ভূমিকা পালন পালন করে। সাতক্ষীরার সমস্যা ও সম্ভাবনা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দৈনিক দক্ষিণের মশাল সর্বস্তরের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। দক্ষিণের মশাল তার নামের সাথে সংগতি রেখে সমাজে অন্ধকার দূর করতে আলোর মশাল জ্বেলে এগিয়ে এসেছে।
গতকাল সোমবার পত্রিকাটির ৫ম বর্ষপূর্তিতে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক বণাঢ্য অনুষ্ঠানে অতিথীবৃন্দ এসব কথা বলেন। দৈনিক দক্ষিণের মশালের সম্পাদকমন্ডলীর সভাপতি মোঃ জাকির হোসেন লস্কর শেলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আশেক-ই-এলাহী।
ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম. কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথী হিসাবে উপস্থিত থেকে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে. ফজলুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রিয় উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, লেখক, গবেষক ও ভাষাবিদ অধ্যাপক কাজী মোহাম্মদ ওলিউল্লাহ, অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. আজহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, জেলা বাজাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রীস আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাবেক সহ সভাপতি আব্দুল ওয়াজেদ কচি, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জিসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, পৌর কাউন্সিলক হিমেল, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তি, প্রেসক্লাবের বিভাগীয় সম্পাদক আব্দুল জলিল প্রমুখ ।
সভায় বক্তব্যে বক্তারা বলেন, সাতক্ষীরা একটি উন্নয়ন বঞ্চিত জেলা। রাজনৈতিক বিষয়ের মতপার্থক্য ভুলে সাতক্ষীরার উন্নয়নে যৌথভাবে ভুমিকা রাখতে পারলে বঞ্চনার করলমুক্ত হবে সাতক্ষীরা।
সরকারের উন্নয়নের মহাসড়কে সাতক্ষীরাকে যুক্ত করতে ঐক্যবদ্ধ ভুমিকা রাখার বিকল্প নেই। আগামী দিনে দৈনিক দক্ষিণের মশাল নির্ভিক লেখনির মাধ্যমে সমাজ বিনির্মানে ভূমিকা রাখবে বলে অতিথীবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্য শেষে কেক কাটার মাধ্যমে অতিথীবৃন্দ দৈনিক দক্ষিনের মশালের উত্তরোত্তর মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন।
সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণ ও দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে নির্মাণ শিল্পীদের নিয়ে ইনসি সিমেন্টের আয়োজনে আলোচনা সভা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চাপড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। জয়যাত্রা টেলিভিশনের স্টাফ রিপোর্টার রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে ও জামান এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা সাহেদুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় সভায় আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির, রেদওয়ানুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এসময় উপজেলার নির্মাণ শিল্পীদের মাঝে বিশ্ব বিখ্যাত ইনসি সিমেন্টের সুফল তুলে ধরে আলোচনা করেন, ইনসি সিমেন্টের রিজিওনাল ম্যানেজার মেহেদী হাসান। আলোচনা সভা শেষে র্যাফেল ড্র ও সাতক্ষীরার শিল্পকলা একাডেমীর কন্ঠ শিল্পীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জহুরুল কবীর: সাতক্ষীরার বিশিষ্ট সাংস্কৃকিত ব্যক্তিত্ব, জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি, লিনেট ফাইন আর্টসের পরিচালক ও উদীচী সাতক্ষীরার সহ সভাপতি আবু আফফান রোজবাবুর নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বুধবার বেলা এগারোটায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মানববন্ধনে বক্তারা দ্রুত মামলা প্রত্যাহার চেয়ে বলেন সাতক্ষীরাসহ দেশের ও বিদেশের মাটিতে যে শিল্পীর কন্ঠের সুমধুর গান মানুষের কানে অহরহ বাজে, যিনি সাতক্ষীরার সকল শ্রেনীর মানুষের কাছে অতি পরিচিত নাম ও মুখ সেই আবু আফফান রোজবাবুর নামে দেবহাটা থানায় এক মামলাবাজ মানুষের রোষানলে পড়ে তাঁর নামে মামলা রেকর্ড হয়েছে, যা সমগ্রশিল্পী সমাজের কাছে মর্মস্পশী ও বেদনাদায়ক। ঘের দখলের মত একটি দুর্র্ধষ ঘটনার সময় আবু আফফান রোজ বাবু ঢাকা ইস্কাটন রোডে এক চোখের ডাক্তারের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন বলে আবু আফফান রোজবাবুর মুখে জানা যায়। তিনি ঢাকা থেকে ১জানুয়ারী সাতক্ষীরা ফেরেন। মামলা রেকর্ডের পূর্বে বাদী ও বিবাদী সর্ম্পকে সঠিক তদন্ত করে মামলাটি রেকর্ডভুক্ত করা উচিৎ ছিল। যেহেতু বিবাদী একজন স্বনামধন্য ওস্তাদ শিল্পী। এছাড়া তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি, লিনেট ফাইন আর্টসের পরিচালক ও উদীচী, সাতক্ষীরার সহ সভাপতি। সম্মিলিত সাংস্কৃতিক জোটের দীর্ঘদিনের প্রাক্তন সভাপতি কবি পল্টু বাসারের সভাপতিত্বে ও বর্ণমালা একাডেমির পরিচালক আবৃত্তি শিল্পী শামিমা পারভিন রতœার সঞ্চালনায় বক্তব্য রাখেন কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, বিশিষ্ট কন্ঠশিল্পী চৈতালি মুখার্জী, স্বরলিপি একাডেমির পরিচালক শহিদুল ইসলাম, সাতক্ষীরা সাহিত্য পরিষদের সভাপতি কবি শহিদুর রহমান, কন্ঠশিল্পী কামরুল ইসলাম, উদীচী সাতক্ষীরা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সহ সভাপতি ও সিপিবির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আক্তারুজ্জামান কাজল, বাদ্যযন্ত্র শিল্পী জ্যামী, অজয় সাহা, বিশ্বজিৎ সাহা, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের কবি সরদার গিয়াসউদ্দীন মনি, মর্নিং সান এর পরিচালক শেখ আমিনুর রহমান কাজল, অনলাইন ডেইলী সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দৈনিক আলোর যাত্রার সাদরুল কাদির শাওন প্রমুখ।
বিনোদন ডেস্ক ॥ অভিনেতা ও মডেল নিরব হোসেনের মা নুরজান আলম আর নেই। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। নিরব নিজেই এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে তার মা অসুস্থ ছিলেন। বেশ কয়েকবার তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা আর হলো না। পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন তিনি। জানা গেছে, মরদেহ নিরবের গ্রামের বাড়ি রাজবাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।