Category: সংবাদপত্র

  • সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নিঃশর্ত মুক্তি এবং বিভিন্ন অজুহাতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে

    সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নিঃশর্ত মুক্তি এবং বিভিন্ন অজুহাতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে


    সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে বৃহস্পতিবার বেলা ১২টার সময় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
    সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক ই এলাহী, সাপ্তাহিক সূর্যের আলোর ওয়ারেশ খান চৌধুরী পল্টু, বিডি নিউজ ও দেশ টিভি’র শরীফুল্লাহ কায়সার সুমন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আবুল কাশেম, দৈনিক করতোয়ার সেলিম রেজা মুকুল প্রমুখ।
    অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী।
    সভাপতির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ বলেন, সারাদেশে সাংবাদিকদের উপর হামলা মামলা জেল জুলুম নির্যাতন চালিয়ে গণমাধ্যমের কন্ঠকে রোধ করার চেষ্টা চলছে। এই অন্যায়ের বিরুদ্ধে সারাদেশে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়াতে হবে।

  • সাংবাদিক কাজল উদ্ধার ,  হাতকড়া পরিয়ে পীঠমোড়া বেঁধে আদলতে হাজির

    সাংবাদিক কাজল উদ্ধার , হাতকড়া পরিয়ে পীঠমোড়া বেঁধে আদলতে হাজির


    আজ (৩ মে) বেনাপোল বন্দরের নো-ম্যানস হতে বিজিবি তাকে গ্রেফতার করে। অথচ সে নিখোজ হয়েছে সেটি গণমাধ্যমের ফলে সকলে জ্ঞাত। এবিষয়ে তার পরিবার নিখোজের মামলা করেন। তাকে উদ্ধারের জন্য সাংবাদিক সমাজসহ অনেকেই মানববন্ধন করেন। দাবী জানিয়ে বিবৃতি দেন জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেকেই। পুলিশএর পক্ষ হতে বলা হয়ে ছিল যে কাজলকে উদ্ধার করার জন্য সকল ধরনের চেষ্টা করা হচ্ছে। অথচ সেই কাজর উদ্ধার হলেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে। শুধু তাইনয় তাকে যশোর আদালতে তোলাহলো হ্যান্ডকাপ পরানো ও পীঠমোড়া দিয়ে বাধা অবস্থায়। এ প্রসংগে সাংবাদক গৌরাঙ্গ নন্দী তার ফেসবুক আইডিতে লেখেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এই দিনে (মে ০৩, ২০২০) সাংবাদিক কাজলকে হাতকড়া পরিয়ে যশোরের আদালতে তোলা হ’ল। যতদূর জানা গেছে, তাঁর বিরুদ্ধে অভিযোগ, অবৈধ উপায়ে বাংলাদেশে প্রবেশ। তাঁকে বেনাপোল বন্দরের নো-ম্যানস্ ল্যান্ড হতে বিজিবি গ্রেফতার করে। আচ্ছা, আমরা সকলেই কি জানিনা, সে নিখোঁজ ছিল! হয়তো অনেকেই জানিনা। কিন্তু তিনিতো গ্রেফতার হওয়ার পর জেনেছি, তিনি একজন সাংবাদিক। তাঁকে কি এভাবেই হাতকড়া পরিয়ে আদালতে নেওয়ার প্রয়োজন ছিল?? তিনি কি কোন দাগী আসামী? পালিয়ে যাওয়ার আশঙ্কা ছিল?? ছবিতে পিঠমোড়া দিয়ে হাতকড়া পরানো কাজল শশ্রুমন্ডিত, একজন পুলিশ সদস্য তাঁর বাম হাতটি ধরে আছে।

  • ৬ ফেব্রুয়ারী সাতক্ষীরা প্রেসক্লাবের ভোট

    ৬ ফেব্রুয়ারী সাতক্ষীরা প্রেসক্লাবের ভোট

    সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে।গত শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের এই তারিখসহ বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্রাপক আবু আহমেদ। বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি। অর্থ সংক্রান্ত রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক মোশারফ হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে ৭৫ জনের ভোটার তালিকা অনুমোদন করা হয়।

  • আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহ্নদ সমাবেশের উদ্যোগ :  সাতক্ষীরার তালায় ২০০ পরিবার শীতবস্ত্র পেয়ে খুশি

    আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহ্নদ সমাবেশের উদ্যোগ : সাতক্ষীরার তালায় ২০০ পরিবার শীতবস্ত্র পেয়ে খুশি

    সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের দুই’শ শীতার্ত দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটিয়েছে আল-খায়ের ফাউন্ডেশন। শুক্রবার সকাল থেকে মাঝারি বৃষ্টির মধ্যে কনকনে শীত আর ঠা-া বাতাস উপেক্ষা করে হতদরিদ্র পরিবারের নারী-পুরষ হাজির হয় খলিষখালীর দুদলি ঈদগাহ্ মাঠে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সমকাল সুহ্নদ সমাবেশের সহযোগিতায় শীতার্তমানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
    কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি তালা উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন ও আল-খায়ের ফাউন্ডেশন এর কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব শীতার্তমানুষের হাতে কম্বল তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খায়রুলবাসার, যুব ফাউন্ডেশনের উপদেষ্টা আরিফুর রহমান, নির্বাহী পরিচালক জিল্লুর রহমান খান ( মিলন),পাটকেলঘাটা প্রেসক্লাবের উপদেষ্টা জাকির হোসেন, সাধারণ সম্পাদক শেখ শওকত হোসেন প্রমুখ।
    খলিষখালী এলাকার বৃদ্ধ আজগর আলী (৭০) কম্বল হাতে পেয়ে ভিষন খুশি। হাসিমুখে বলেন ‘খুব ঠা-া, বাজান শীতে বড্ডো কষ্ট পাতিলাম। তোমাগির এই কম্বল অনেক ভালো কম্বল। ঠান্ডা মোটেও সহ্যকরতি পাত্তিছিলাম না। আল্লাহ তোমাগির ভালো নাখুক’।
    আলেয়া বেগম বলেন ‘আমাগির অনেক উপকার হলো। অনেক ভালোমানের কম্বল। কেউ এতো ভালো কম্বল দেয়না। কম্বল পেয়ে আমরা খুব খুশি’।
    তালা উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন বলেন ‘ আল-খায়ের ফাউন্ডেশন এবং সমকাল সুহ্নদ সমাবেশ তালার খলিষখালী এলাকার হতদরিদ্র শতিার্তমমানুষের মাঝে কিম্বল বিতরণ করায় এই এলাকার মানুষ খুবই উপকৃত হলো। ভবিষ্যতে আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহ্নদ সমাবেশ এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এটাই আমাদের প্রত্যাশা।