Category: সংবাদপত্র

  • নিউজ নেটওয়ার্ক-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    নিউজ নেটওয়ার্ক-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    ॥ প্রেস বিজ্ঞপ্তি ॥
    নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককার্স-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় কমিটির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
    নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককাসের সভাপতি অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নারী ও বালিকাদের মানবাধিকার লঙ্ঘনজর্নিত বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
    সভায় সম্প্রতি নিউজ নেটওয়ার্ক কর্র্তৃক আয়োজিত সাতক্ষীরায় ‘মানবাধিকার সুরক্ষাকারীদের এ্যাডভোকেসি, লবিং ও নিগোশিয়েশন’ শীর্ষক ১২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ( পৃথক ৪টি ব্যাচে ১১৬ জন প্রশিক্ষনার্থী ) সফল ভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
    সম্প্রতি সাতক্ষীরার কলারোয়ায় ফোর মার্ডার, সাতক্ষীরা সদরে পিতা-মাতা কর্তৃক শিশু কন্যা হত্যাসহ মানবাধিকার লঙ্গনজনিত বিভিন্ন ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহবান জানানো হয়।
    সভার শুরুতে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আব্দুর রশিদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারেরপ্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
    সভায় নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা শাখার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া আগামি ২৮ ডিসেম্বর রংপুরে অনুষ্টিতব্য নিউজ নেটওয়ার্কের জাতীয় সম্মেলনে সাতক্ষীরা জেলা ককাসের সভাপতি অধ্যাপক আনিসুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় নিউজ নেটওয়ার্কের বিগত তিন বছরের যাবতীয় কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং নিউজ নেটওয়ার্কের সামগ্রিক কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
    সভায় বক্তব্য রাখেন , নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান, কোষাধ্যক্ষ নাজমুল আলম মুন্না, সদস্য অ্যাডভোকেট নাজমুল নাহার ঝুমুর, সদস্য শাখাওয়াত উল্লাহ, সদস্য সাংবাদিক সুমন মুখার্জী।

  • নিউজ নেটওয়ার্কের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

    নিউজ নেটওয়ার্কের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

    সংবাদ বিজ্ঞপ্তি: ‘মানবাধিকার সুরক্ষাকারীদের এ্যাডভোকেসি, লবিং ও নিগোশিয়েশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় ব্যাচ ( তিন দিন ব্যাপী ) শেষ হয়েছে। ১৫ ডিসেম্বর সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে তৃতীয় ব্যাচের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা: মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন ও মানবাধিকারকর্মী বেনজির আহমেদ।
    তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের যশোরস্থ স্টাফ রিপোর্টার, নিউজ নেটওয়ার্কের আঞ্চলিক সমন্বয়কারী ফরাজি আহমেদ সাঈদ বুলবুল।
    অংশগ্রহনকারীদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি, সাংবাদিক আমিনুর রশিদ, সাংবাদিক ফারুক মাহাবুবুর রহমান, শিক্ষক নেলি আফরিন, মাস্টার এস এম শহিদুল ইসলাম, কবি ও সাহিত্যিক গাজী শাহাজান সিরাজ প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা করেন নিউজ নেটওয়ার্ক কর্মকর্তা মুসলিমা আক্তার মৌ।
    অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক, নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককাসের সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান।
    তৃতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠানে মানবাধিকার সুরক্ষার উপর জারিগান পরিবেশন করেন মাস্টার এস এম শহিদুল ইসলাম, আসাদুজ্জামান মধু , সৈয়দ রফিকুল ইসলাম, রুমা রানী ও তাসনিয়া তাবাচ্ছুম অর্ণা।
    ১২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা ৭ ডিসেম্বর শুরু হয়। কর্মশালাটি পৃথক ৪টি ব্যাচে ভাগ করা হয়েছে। ৩ দিন ব্যাপী প্রতিটি ব্যাচে ২৯ জন করে ( ১২দিনে, সর্বমোট ১১৬জন ) প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে।
    প্রশিক্ষণার্থীদের মধ্যে রয়েছেন স্থানীয়-আঞ্চলিক-জাতীয় পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, উন্নয়নকর্মী, ইমাম, পুরোহিত, সমাজকর্মী ও মানবাধিকারকর্মী।

  • বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন

    বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন

    জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর এবং মুক্তিযুদ্ধ বিরোধী আচরনের
    তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাতক্ষীরা
    প্রেসক্লাবের সাংবাদিকেরা।
    মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে সাংবাদিক বক্তারা
    কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাংচুর এবং তাদের মদদ দাতাদের চিহ্নিত
    করে অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করা হয়েছে। বক্তারা আরও বলেন, উগ্র
    সাম্প্রদায়িক গোষ্ঠীটি দেশে ভাস্কর্য ও মূর্তির বিরোধিতা করে জাতিকে
    অন্ধকারে ঠেলে দিতে চায়। বাঙালি সংস্কৃতি, বাঙালির ঐতিহ্য এবং বাঙালির
    ইতিহাসকে বিনষ্ট হতে দেওয়া হবে না উলে¬খ করে তারা এসবের সাথে জড়িতদের
    শাস্তির দাবি করেন।
    প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
    মমতাজ আহমেদ বাপীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি
    সুভাষ চৌধুরী, প্রবীন সাংবাদিক এ্যডভোকেট অরুন ব্যানার্জী, সাবেক সভাপতি
    আনিসুর রহিম, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আশেক-ই এলাহী,
    সাবেক সাধারন সম্পাদক মো: আব্দুল বারী, এম কামরুজ্জামান, দেশ টিভির
    শরিফুল্লাহ কায়সার সুমন, সেলিম রেজা মুকুল, রামকৃষ্ণ চক্রবর্তী, ফারুক
    মাহবুবুর রহমান, লায়লা পারভিন সেজুতি, আমেনা বিলকিম ময়না, ইয়ারব হোসেন,
    গোলাম সরোয়ার আবুল কাসেম, এম জিল¬লুর রহমান, আব্দুস সামাদ প্রমুখ
    সাংবাদিক।

  • সাতক্ষীরায় নিউজ নেটওয়ার্কের দ্বিতীয় ব্যাচের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

    সাতক্ষীরায় নিউজ নেটওয়ার্কের দ্বিতীয় ব্যাচের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

    সাতক্ষীরায় ‘মানবাধিকার সুরক্ষাকারীদের এ্যাডভোকেসি, লবিং ও নিগোশিয়েশন’ শীর্ষক দ্বিতীয় ব্যাচের
    ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
    ১০ ডিসেম্বর, বৃহস্পতিবার সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টার (লেকভিউ) সম্মেলন কক্ষে নিউজ নেটওয়ার্ক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
    দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দৈনিক ইত্তেফাকের যশোরস্থ স্টাফ রিপোর্টার, নিউজ নেটওয়ার্কের আঞ্চলিক সমন্বয়কারী ফরাজি আহমেদ সাঈদ বুলবুল।
    সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককাসের সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান। দ্বিতীয় ব্যাচে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন উন্নয়ন ও মানবাধিকারকর্মী বেনজীর আহমেদ। সহযোগিতায় ছিলেন নিউজ নেটওয়ার্ক কর্মকর্তা মুসলিমা আক্তার মৌ।
    ১২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা ৭ ডিসেম্বর শুরু হয়। কর্মশালাটি পৃথক ৪টি ব্যাচে ভাগ করা হয়েছে। ৩ দিন ব্যাপী প্রতিটি ব্যাচে ২৯ জন করে ( ১২দিনে, সর্বমোট ১১৬জন ) প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে।
    প্রশিক্ষণার্থীদের মধ্যে রয়েছেন স্থানীয়-আঞ্চলিক-জাতীয় পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, উন্নয়নকর্মী, ইমাম, পুরোহিত, সমাজকর্মী ও মানবাধিকারকর্মী।
    ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নিউজ নেটওয়ার্কের “সাপোটিং হিউম্যান রাইটস ডিফেন্ডারস ওয়ার্কিং ফর উমেনস অ্যান্ড গার্লস রাইটস ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরাতে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

  • নিউজ নেটওয়ার্কের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

    নিউজ নেটওয়ার্কের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

    সংবাদ বিজ্ঞপ্তি: ‘মানবাধিকার সুরক্ষাকারীদের এ্যাডভোকেসি, লবিং ও নিগোশিয়েশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার প্রথম ব্যাচ ( তিন দিন ব্যাপী) শেষ হয়েছে। ৯ ডিসেম্বর প্রথম ব্যাচের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিবাশীষ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট উন্নয়নকর্র্মী সুশিলনের সহকারী পরিচালক মনিরুজ্জামান। প্রথম ব্যাচের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন মানবাধিকারকর্মী বেনজির আহমেদ। প্রথম ব্যাচের সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককাসের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী। বক্তব্য রাখেন অধ্যক্ষ ইমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকার, সাংবাদিক সেলিম রেজা মুকুল, দৈনিক পত্রদূত সম্পাদক লায়লা পারভিন সেঁজুথি, সাংবাদিক রুহুল কুদ্দুস, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা পৌর কমিশনার ফারহাদীবা খান সাথি, জাহিদা জাহান মৌ, শিম্পা খাতুন প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা করেন নিউজ নেটওয়ার্ক কর্মকর্তা মুসলিমা আক্তার মৌ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক, নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককাসের সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান।
    ১২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা ৭ ডিসেম্বর শুরু হয়। কর্মশালাটি পৃথক ৪টি ব্যাচে ভাগ করা হয়েছে। ৩ দিন ব্যাপী প্রতিটি ব্যাচে ২৯ জন করে ( ১২দিনে, সর্বমোট ১১৬জন ) প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে। প্রশিক্ষণার্থীদের মধ্যে রয়েছেন স্থানীয়-আঞ্চলিক-জাতীয় পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, উন্নয়নকর্মী, ইমাম, পুরোহিত, সমাজকর্মী ও মানবাধিকারকর্মী।

  • সাতক্ষীরায় নিউজ নেটওয়ার্কের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

    সাতক্ষীরায় নিউজ নেটওয়ার্কের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

    সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় ‘বাংলাদেশে নারী ও মেয়েদের অধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদান’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় ব্যাচের উদ্বোধন করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর, সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টার (লেকভিউ) সম্মেলন কক্ষে নিউজ নেটওয়ার্ক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতা, উন্নয়নকর্মী, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেছে। প্রথম দিন প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ মহিলা পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেখা সাহা। প্রশিক্ষণ কর্মশালার জেলা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এটিএন বাংলার নিজিস্ব প্রতিনিধি, নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান। সহযোগিতা করছেন নিউজ নেটওয়ার্ক কর্মকর্তা মুসলিমা আক্তার মৌ। প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নিউজ নেটওয়ার্কের “সাপোটিং হিউম্যান রাইটস ডিফেন্ডারস ওয়ার্কিং ফর উমেনস অ্যান্ড গার্লস রাইটস ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরাতে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ১২দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা গত ১০ সেপ্টম্বর শুরু হয়। পৃথক ৪টি ব্যাচে ভাগ করা হয়েছে। ৩দিন ব্যাপী প্রতিটি ব্যাচে ২৫ জন করে (১২দিনে, সর্বমোট ১০০ জন) প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে।

  • সাতক্ষীরায় নিউজ নেটওয়ার্কের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

    সাতক্ষীরায় নিউজ নেটওয়ার্কের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

    সংবাদ বিজ্ঞপ্তি: নারী ও মেয়েদের অধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদান’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় ব্যাচের উদ্বোধন করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর, সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টার (লেকভিউ) সম্মেলন কক্ষে নিউজ নেটওয়ার্ক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতা, উন্নয়নকর্মী, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেছে। দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন দৈনিক ইত্তেফাকের যশোরস্থ স্টাফ রিপোর্টার, নিউজ নেটওয়ার্কের আঞ্চলিক সমন্বয়কারী ফরাজি আহমেদ সাঈদ বুলবুল। প্রথম দিন প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক এড.তাহমিদ আকাশ। প্রশিক্ষণ কর্মশালার জেলা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এটিএন বাংলার নিজিস্ব প্রতিনিধি, নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, নিউজ নেটওয়ার্ক কর্মকর্তা মুসলিমা আক্তার মৌ। প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নিউজ নেটওয়ার্কের “সাপোটিং হিউম্যান রাইটস ডিফেন্ডারস ওয়ার্কিং ফর উমেনস অ্যান্ড গার্লস রাইটস ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরাতে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নিউজ নেটওয়ার্ক তিন বছর মেয়াদি এই প্রকল্পের মাধ্যমে বিশেষ করে নারী ও বালিকাদের মানবাধিকার রক্ষায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, ধর্মীয় নেতা, উন্নয়নকর্মী ও সিভিল সোসাইটির নেতৃবৃন্দের সমন্বয়ে বিভিন্ন সময়ে মতবিনিময় সভা, প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচী পালন করবে।

  • বরগুনার প্রবীন সাংবাদিক ও জাসদ নেতা আব্দুল আলীম হিমু করোনায় চলে গেলেন। জাসদের শোক

    বরগুনার প্রবীন সাংবাদিক ও জাসদ নেতা আব্দুল আলীম হিমু করোনায় চলে গেলেন। জাসদের শোক


    জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শোকবার্তায় করোনায় বরগুনার প্রবীন সাংবাদিক ও জাসদ নেতা আবদুল আলিম হিমুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন -সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
    তারা বরগুনার প্রয়াত জাসদ নেতা আবদুল আলিম হিমুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, পারিবারিকভাবেই তিনি রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েছিলেন। তার পিতা আব্দুল কাদের মিয়া ১৯৩৭, ১৯৫৪ সালে এমএলএ নির্বাচিত হয়েছিলেন। আবদুল আলিম হিমু ছাত্রলীগের নেতা হিসাবে বরগুনাসহ দক্ষিনাঞ্চলে ৬০দশকে বাঙালি জাতীয়তাবাদী সংগ্রাম-স্বাধীনতা সংগ্রাম -মুক্তিযুদ্ধে সাহসী ভুমিকা রাখেন। তিনি বরগুনায় জাসদ প্রতিষ্ঠাসহ জাসদ বরগুনা জেলা কমিটির সাধারণ সম্পাদক, সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি জীবনের শেষদিন পর্যন্ত বরগুনা জেলা জাসদের সভাপতি হিসাবে দায়িত্বে ছিলেন।
    তিনি রাজনীতির পাশাপাশি সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহণ করেছিলেন। তিনি ১৯৭২ সালে দৈনিক গণকন্ঠ দিয়ে সাংবাদিকতা শুরু করেন।তিনি দৈনিক ইত্তেফাকের বরগুনা জেলা প্রতিনিধি ছিলেন। এছাড়াও তিনি স্থানীয় দোনিক জাতীয় সাপ্তাহিক বরগুনাকণ্ঠ ও দৈনিক আজকের কণ্ঠের সম্পাদক ও প্রকাশক ছিলেন। তিনি তার রাজনৈতিক বিশ্বাস ও সাংবাদিকতাকে কখনই মিশিয়ে ফেলেননি।
    জাসদ নেতৃদ্বয় বলেন, আবদুল আলিম হিমুর মৃত্যতে দক্ষিনাঞ্চলে জাসদ ও সাংবাদিকতা জগতের অপূরনীয় ক্ষতি হলো।

  • সাতক্ষীরায় নিউজ নেটওয়ার্কের ১২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

    সাতক্ষীরায় নিউজ নেটওয়ার্কের ১২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

    সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় ‘বাংলাদেশে নারী ও মেয়েদের অধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদান’ শীর্ষক ১২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গত ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টার (লেকভিউ) সম্মেলন কক্ষে নিউজ নেটওয়ার্ক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। ১২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা পৃথক ৪টি সেশনে ভাগ করা হয়েছে। ৩দিন ব্যাপী প্রতিটি সেশনে ২৫ জন করে (১২দিনে, সর্বমোট ১০০ জন) প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন।
    প্রশিক্ষণার্থীদের মধ্যে রয়েছেন স্থানীয়-আঞ্চলিক-জাতীয় পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, উন্নয়নকর্মী, ইমাম, পুরোহিত, সমাজকর্মী ও মানবাধিকারকর্মী।
    প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দৈনিক ইত্তেফাকের যশোরস্থ স্টাফ রিপোর্টার, নিউজ নেটওয়ার্কের আঞ্চলিক সমন্বয়কারী ফরাজি আহমেদ সাঈদ বুলবুল। সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককাসের সভাপতি অধ্যাপক আনিসুর রহিম। প্রথম সেশনে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক এড.তাহমিদ আকাশ।
    প্রশিক্ষণ কর্মশালার জেলা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এটিএন বাংলার নিজিস্ব প্রতিনিধি, নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককাসের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, নিউজ নেটওয়ার্ক কর্মকর্তা মুসলিমা আক্তার মৌ।
    প্রসঙ্গত,ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নিউজ নেটওয়ার্কের “সাপোটিং হিউম্যান রাইটস ডিফেন্ডারস ওয়ার্কিং ফর উমেনস অ্যান্ড গার্লস রাইটস ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরাতে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নিউজ নেটওয়ার্ক তিন বছর মেয়াদি এই প্রকল্পের মাধ্যমে বিশেষ করে নারী ও বালিকাদের মানবাধিকার রক্ষায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, ধর্মীয় নেতা, উন্নয়নকর্মী ও সিভিল সোসাইটির নেতৃবৃন্দের সমন্বয়ে বিভিন্ন সময়ে মতবিনিময় সভা, প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচী পালন করবে।

  • আদালতের রায় : সাতক্ষীরা প্রেস ক্লাবে আবু আহম্মেদ-বাপ্পি নেতৃত্বাধীন কমিটি বৈধ

    আদালতের রায় : সাতক্ষীরা প্রেস ক্লাবে আবু আহম্মেদ-বাপ্পি নেতৃত্বাধীন কমিটি বৈধ

    নিজস্ব প্রতিনিধি : অবশেষে আদালত সত্যের পক্ষে রায় ঘোষনা করেছে । সাতক্ষীরার সাংবাদিক সমাজ ও নাগরিক সমাজের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে আদালতের রায়ে। পেশী শক্তির প্রশ্রয়ে এলাকা দখল করার মত অসৎ মানষিকতার মানষে তৈরী কমিটিকে অবৈধ্য ঘোষনা করে সাতক্ষীরা প্রেসক্লাবের বৈধ্য কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছেন সাতক্ষীরার সহকারী জজ আদালত। একই সংগে নূরুল ইসলাম- মোজ্জাফারের কমিটিকে অবৈধ্য বলে রায় দিয়েছেন।
    বৃহস্পতিবার সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোহাম্মাদ নাছির উদ্দিন ফরাজি এ রায় দেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপির দায়ের করা মামলায় গত ৭ সেপ্টেম্বর উভয় পক্ষের শুনানীর পর আজ এই রায় প্রদান করে আদালত। আদেশে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রেসক্লাবের আর্থিকসহ সকল দায় দায়িত্ব আবু আহমেদ ও মমতাজ আহমেদ বাপীর নেতৃত্বাধীন কমিটির নিকট হস্তান্তরের জন্য বলা হয়েছে। গত ২২ জানুয়ারীর পর থেকে এই রায় ঘোষণা পর্যন্ত সকল প্রকার অনিয়মিত আর্থিক লেনদেনের জন্য জিএম নুর ইসলাম ও মোজাফ্ফর রহমানের নেতৃত্বাধীন কমিটি দায়ী থাকবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। রায়ে দায়িত্ব হস্তান্তরের এক মাসের মধ্যে গত ৪ জানুয়ারী-২০২০ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সভায় অনুমোদিত ভোটার তালিকা অনুযায়ী পরবর্তী কার্যকরি কমিটি গঠনের লক্ষে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য বলা হয়েছে।
    উল্লেখ্য গত ৪ জানুয়ারী সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় ৬ ফ্রেব্রুয়ারী ২০২০ নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচনী তপশীল ঘোষণা করা হয়। এলক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়। কিন্তু নির্বাচন কমিশনের মনোনয়ন পত্র বিক্রির পূর্বেই ২২ জানুয়ারী জিএম নুর ইসলাম ও মোজাফ্ফর রহমানের নেতৃত্ব সাতক্ষীরা প্রেসক্লাব দখল করা হয়। তারা কোনরকম বৈধ প্রক্রিয়া ছাড়াই কমিটি ঘোষণা করে। এর বিরুদ্ধে অধ্যক্ষ আবু আহমেদসহ অন্যান্যরা বাদী হয়ে গত ৩ ফেব্রুয়ারী ২০২০ তারিখ সাতক্ষীরা সদর সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী ২৩/২০২০ মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় বাদী পক্ষের অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের প্রেক্ষিতে আদালত এই রায় প্রদান করেন।
    রায়ে আরো বলা হয়, “বাংলাদেশ একটি স্বীকৃত গণতান্ত্রিক দেশ এবং সেই হিসেবে দেশের সকল স্তরের কমিটি বা নেতৃবৃন্দ অবশ্যই গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হতে হবে। এটাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন তথা সংবিধানের স্প্রিরিট। একটি কল্যাণকর ও প্রতিষ্ঠিত রাষ্ট্রে কতিপয় সদস্য কতৃক কোন আইনগত প্রক্রিয়া ব্যতীত কোন নির্বাচিত কমিটিকে দখলচ্যুত করা দেশের আইন শৃঙ্খলা ও চেইন অব কমান্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখনোর সমান বিবেচিত হয়, যা বেআইনী এবং আদৌ গ্রহণযোগ্য নয়। একটি গণতান্ত্রিক দেশে সংবাদ মাধ্যম ফোর্থ স্টেট হিসেবে পরিচিত হয়। আর ঐ সংবাদ মাধ্যমের কর্মীদের দ্বারা এহেন অগণতান্ত্রিক বেআইনী কাজ রাষ্ট্র ও সমাজ প্রত্যাশা করে না। নির্বাচিত কমিটি কোন অন্যাই বা অনিয়ম করলে রাষ্ট্রের পক্ষ হতে তা সুরাহা করার জন্য আদালতসহ বিভিন্ন ফোরাম রয়েছে। কিন্তু তার শরণাপন্ন না হয়ে বিাদীপক্ষরা বাদী পক্ষের মেয়াদ উত্তীর্ণের পূর্বেই দখলচ্যুত করে নিজেরা কমিটি ঘোষণা করায় তাদের ঐ কার্য শুরুই হতে বাতিল বলে আদালতের নিকট প্রতিয়মান হয়। ফলে একটি বাতিল কমিটি দ্বারা স্থানীয় প্রেসক্লাবের মত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চলতে পারে না। তাই অনতিবিলম্বে সর্বশেষ নির্বাচিত কমিটির নিকট প্রেসক্লাবের নিয়ন্ত্রণসহ দায়িত্ব হস্তান্তর প্রয়োজন বলে অত্র আদালতের নিকট প্রতিয়মান হয়।”

  • স.ম আলাউদ্দীন হত্যা মামলার দ্রুত বিচার করতে হবে

    স.ম আলাউদ্দীন হত্যা মামলার দ্রুত বিচার করতে হবে


    : সাতক্ষীরার দৈনিক পত্রদুতের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহিদ স.ম. আলাউদ্দীনের ৭৬তম জন্মদিন উপলক্ষে শহরের কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কদমতলা বাজারস্থ হাসান মার্কেটের ২য় তলায় কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক সেলিম হোসেনের সভাপতিত্বে ও ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক পত্রদুত পত্রিকার প্রকাশক ও সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, বার্তা সম্পাদক এসএম শহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও বাস মালিক সমিতির সহ-সভাপতি জামাল উদ্দীন, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার স্টাফ রিপোটার শেখ রেজাউল ইসলাম বাবলু প্রমুখ।
    বক্তরা বলেন ১৯৯৬ সালে ঘাতকদের বুলেটের গুলিতে দৈনিক পত্রদুতের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহিদ স.ম. আলাউদ্দীন নিহত হয়। আলাউদ্দীনকে নির্মম ভাবে হত্যা করে ঘাতকরা। কিন্তু আজও আলাউদ্দীনের হত্যা মামলার বিচার কার্যকর হয়নি। অভিলম্বে আলাউদ্দীনের হত্যা মামলার বিচার দ্রুত কার্যকর করতে হবে এবং সারাদেশে সাংবাদিকদের নামে হয়রানিমুলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সাংবাদিকদের নির্যাতন খুন, গুম ও হুমকি ব্যক্তিদের অভিলম্বে শাস্তি দিতে হবে। অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন কদমতলা জামে মসজিদের পেশ ইমাম।

  • আজ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কচির ৭০তম জন্মবার্ষিকী

    আজ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কচির ৭০তম জন্মবার্ষিকী

    আজ ১০ ভাদ্র সাতক্ষীরা প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত সাবেক সহ-সভাপতি, দ্য এডিটরস ডট নেট এর সম্পাদক, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচির ৭০তম জন্মবার্ষিকী। শেখ আব্দুল ওয়াজেদ কচি ১৩৫৮ বাংলা সনের ১০ ভাদ্র নড়াইল জেলার কামাল প্রতাপ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি ১৯৭৮ সাল থেকে সাতক্ষীরা পৌর এলাকার রাজার বাগানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি ১৯৭২ সাল থেকে একাধিক পত্রিকায় সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি দ্য এডিটরস এর সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সাতক্ষীরার স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত আছেন। ভারত থেকে লিডারশীপ ট্রেনিং নিয়ে ১৯৭১ সালে মহান মুক্তি যুদ্ধে তিনি ৮নং সেক্টরে নড়াইল জেলার কালিয়া উপজেলায় সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি তিন পুত্র সন্তানের জনক। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

  • সাতক্ষীরায় ৫ সাংবাদিকের সুস্থ্যতা কামনা করেছে জেলা নাগরিক কমিটি

    সাতক্ষীরায় ৫ সাংবাদিকের সুস্থ্যতা কামনা করেছে জেলা নাগরিক কমিটি

    সংবাদ বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় কোবিড-১৯ পজেটিভ সনাক্ত হয়ে ও অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৫জন সাংবাদিক। কোভিড-১৯ আক্রান্ত ও অসুস্থ্য সাংবাদিকরা হলেন দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক মো. হাবিবুর রহমান, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, দৈনিক ভোরের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি ড. দিলিপ কুমার দেব, দৈনিক মানব কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি ও আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও চ্যানেল ৭১’র সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জী।
    করোনা আক্রান্ত ও অসুস্থ্য সাংবাদিকদের দ্রুত সুস্থ্যতা ও সকলের দোয়া-আশীর্বাদ কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক মো. আনিসুর রহিম, যুগ্ম-আহ্বায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ম-সদস্য সচিব আলী নূর খান বাবুলসহ জেলা নাগরিক কমিটির সকল সদস্য।