Category: শ্যামনগর

  • দূর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলের উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

    দূর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলের উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

     

    শ্যামনগর প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলের উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, দেশের উপকূলীয় অঞ্চলে একের পর এক দূর্যোগ আঘাত হানছে। ঝুঁকি মোকাবেলায় সরকার টেকসই বেড়িবাধ নির্মাণ, পানি সংকট নিরসন ও বনায়নসহ অন্যান্য প্রকল্প নিলেও বাজেটের অভাবে যথাযথ ভাবে বাস্তবায়ন হচ্ছে না। এ কারণে উপকূলের উন্নয়নে আগামী বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়া জরুরি।

    আজ শনিবার ‘ঘূর্ণিঝড় আম্ফান থেকে মোখা : কেমন আছে উপকূল?’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় তারা এ সব কথা বলেন। প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্ফানের তিন বর্ষপূর্তি উপলক্ষে উন্নয়ন সংস্থা ওয়াটারকিপারস-বাংলাদেশ, লিডার্স, সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস), ফেইথ ইন একশন, সচেতন সংস্থা এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এই আলোচনা সভার আয়োজন করে। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র-এর সঞ্চালনায় সভায় মূল বক্তব্য উত্থাপন করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। আলোচনায় অংশ নেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মীর মোহাম্মদ আলী, ওয়াল্ড কনসার্নের কান্ট্রি ডিরেক্টর গ্লোরিয়াস গ্রাগরি দাস, এসকেএস ফাউন্ডেশনের উপ-পরিচালক জোসেফ হালদার, স্ক্যান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল, স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরার নাগরিক নেতা আবুল কালাম আজাদ, ফেইথ ইন একশনের জ্যাকব টিটো, কোষ্টাল ভয়েসের কৌশিক দে বাপি, শিশু অধিকার ফোরামের সাফিয়া সামি, সচেতন সংস্থার রিয়াদ হোসেন, উন্নয়নকর্মী মো. আফতাবুজ্জামান, পরিবেশ কর্মী এস এম ইকবাল হোসেন বিপ্লব, অধ্যক্ষ জিএম আমিনুল ইসলাম প্রমূখ।

    সংলাপে বক্তারা দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণার দাবি জানিয়ে বলেন, করোনা পরিস্থিতির ভয়াবহতার মধ্যে সুপার সাইক্লোন আম্ফান উপকূলীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এরপর টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তার বাস্তবায়ন কাজ শুরু হয়নি। বরং এরপর ইয়াস ও মোখার মতো একাধিক ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শতাধিক পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই চলতি ঝড়ো মৌসুমে চরম ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে ওই অঞ্চলের জনগণ। এই ঝুঁকি মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

    সংলাপে উপকূলীয় অঞ্চলের উন্নয়নে পৃথক বোর্ড গঠনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ভৌগলিক অবস্থান, ঘন ঘন প্রাকৃতিক দূর্যোগ, ভঙ্গুর অবকাঠামো, দারিদ্রতা, দীর্ঘমেয়াদী লবনাক্ততা, সংকটাপন্ন কৃষি, প্রভৃতির কারণে উপকূলীয় এলাকার মধ্যে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ওই এলাকায় স্বাভাবিক জোয়ারের পানিতেই উপকূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এই সংকট মোকাবেলায় দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দূর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে ঝুঁকিতে থাকা বেড়িবাঁধগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে হবে। স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। উপকূলীয় জনগণের নিরাপদ খাবার পানির টেকসই ও স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

    উল্লেখ্য, ২০২০ সালের ২০ মে সুপার সাইক্লোন আম্ফান দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে। এতে বেড়িবাঁধ ভেঙ্গে উপকূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত ও জানমালের ব্যাপক ক্ষতি হয়। এক বছর পার হলেও সেই ক্ষত কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষ।

  • মোখা মোকাবিলায় শ্যামনগর উপজেলার ১৬৩ টি সাইক্লোন সেন্টার প্র¯‘ত রাখার সিদ্ধান্ত গ্রহন

    মোখা মোকাবিলায় শ্যামনগর উপজেলার ১৬৩ টি সাইক্লোন সেন্টার প্র¯‘ত রাখার সিদ্ধান্ত গ্রহন

    নিজস্ব প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় “মোখা” মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। উপজেলা নির্বাহি আফিসার আক্তার হোসেনের সভাপতিত্বে প্র¯‘তি সভায় আরো
    বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, উপজেলা ভুমি সহকারী কমিশনার আসাদুজ্জামান, শ্যামনগর সদরের ইউপি চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দর বাবু, পিআইও শাহিনুর ইসলাম প্রমুখ। এ সময় সেখানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংস্থাার প্রতিনিধিরা উপস্থিাত ছিলেন।
    উপজেলা নির্বাহি আফিসার আক্তার হোসেন জানান, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় শ্যামনগর উপজেলার ১৬৩ টি সাইক্লোন সেন্টার প্র¯‘ত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া পর্যাপ্ত শুকনা খাবার, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক টিম, রাস্তার পরিস্কার রাখার জন্য সমিল শ্রমিক প্র¯‘ত রাখতে বলা হয়েছে। একই সাথে উপজেলার ঝুকিপূর্ণ বেড়িবাধ গুলো সংস্কারের কাজ চলমান রয়েছে। এ সময় দূর্যোগের সম্ভাব্য প্রভাব এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাসকল্পে করণীয় সম্পর্কে বক্তারা তাদের মতামত প্রদান করেন।
    এদিকে, কোষ্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার লেঃ বিএন এইচ.এম.এমহারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোষ্টগার্ডের পক্ষ থেকে উপকুলীয় অঞ্চল সমুহ, সুন্দরবন ও তৎসংলগ্ন ঝুকিপূর্ণ এলাকার লোকজনকে সাইক্লোন সেন্টারে নেয়ার পাশাপাশি কোষ্টগার্ড স্টেশনে আশ্রয় প্রদান করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কোষ্টগার্ডের জাহাজ, বোর্ট, স্টেশন, আউটপোষ্ট এবং ডিজিষ্টার রেসপন্স এন্ড রেস্কিও টিম, মেডিকেল টিম প্র¯‘ত রাখা হয়েছে। এছাড়া কোস্টগার্ড কর্মকর্তা ও নাবিকদের ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় উপকুলের ঝুকিপূর্ণ এলাকা গুলোতে সচেতনতা বৃদ্ধির লক্ষে নিয়োজিত করা হয়েছে এবং জরুরি অবস্থাা মোকাবেলার জন্য কন্ট্রোল রুম পরিচালনা করা হচ্ছে।

  • আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে শ্যামনগর সদরে মানববন্ধন অনুষ্ঠিত

    আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে শ্যামনগর সদরে মানববন্ধন অনুষ্ঠিত

    আদি যমুনা খননের অনিয়ম, নদীর জায়গা চিহ্নিত করা, অবৈধ্য স্থাপনা উচ্ছেদ, নকশা অনুযায়ী খননের আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে শ্যামনগর সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর সদরের চেয়ারম্যান এড জহুরুল হায়দার বাবু, প্রেসক্লাবের সভাপতি আকবর কবির , সাবেক চেয়ারম্যান ভবতোষ মন্ডল, ইউপি সদস্য দেলোয়ারা বেগম প্রমুখ। সভাটি পরিচালনা করেন আল ইমরান।

  • সাতক্ষীরার শ্যামনগরে চার সন্তানের জননীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

    সিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন গোপালcyi পার্কের যাওয়ার আগে বাদঘাটা গ্রামের খাল  পাড়ে এক ঘরের ভীতর থেকে ৪ সন্তানের জননীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল ৬টায় পুলিশ ঘরের দরজা ভেঙে ওই লাশ উদ্ধার করে।

    মৃত বৃদ্ধা হলেন শ্যামনগর বাদঘাটা গ্রামের মৃত আবু ইনসান এর স্ত্রী মমতাজ বেগম (৬২)।  

    এলাকাবাসীর সূত্রে জানাযায়, মমতাজ বেগমের  ৪ পুত্র থাকার সত্বেও কেউ তাকে দেখাশুনা করতো না। তার পুত্ররা বিভিন্ন জায়গায় বাড়ি করে স্ত্রী সন্তান নিয়ে সেখানে বসবাস করে। আর মমতাজ বেগম একা একটি ঝুপড়ি ঘরে বসবাস করতো।

    প্রতিবেশী মর্জিনা আক্তার বলেন, দুপুর থেকে তাকে দেখতে না পেয়ে দুপুর চারটার দিকে তার খোঁজ নিতে আসি। এসে দেখি তার ঘরের দরজা লাগানো। তারপর পাশের কয়েক জনকে ডেকে খোঁজ নেই এবং তার পরে জানালা দিয়ে কয়েকজন দেখে মমতাজ বেগম ভুট হয়ে খাটের নিচে পড়ে আছে। আমরা দরজা না খুলে পুলিশকে খবর দেই। 

    স্থানীয়রা বলেন,  মমতাজ বেগম হাই-প্রেসারের রুগি ছিলেন, বহুবার হসপিটালে চিকিৎসা হতে গিয়েছে। শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘর খুলে দেখেন মমতাজ বেগমের লাশ খাটের নিচে মাটিতে ভুট হয়ে পড়ে আছে।

    শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত হাফিজুর রহমান বলেন, মমতাজ বেগমের ৪ পুত্র অনুরোধ করে বলেন তার মায়ের হাই-প্রেসারের কারণে স্টোক করে মৃত্যু হয়েছে। তাদের কারো প্রতি কোন অভিযোগ নেই। এলাকার লোকজন আমার মাকে খুব ভালোবাসতো। তাদের অভিযোগ না থাকায় এবং এলাবাসী ও মেম্বারদের অনুরোধে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

  • শ্যামনগরে যুধিষ্ঠির ম-লের বাড়িতে হামলার মিথ্যা মামলা প্রত্যাহার, হামলাকারিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

    শ্যামনগরে যুধিষ্ঠির ম-লের বাড়িতে হামলার মিথ্যা মামলা প্রত্যাহার, হামলাকারিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

    বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের গোনা গ্রামের যুধিষ্টির ম-লের বাড়িতে দুই দফা হামলা, মারপিট ও ঘরে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও হামলাকারিদের দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মান ববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এর সাতক্ষীরা শাখা বৃহষ্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালন করে।
    বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সাতক্ষীরা শাখার সভাপতি দীলিপ দাসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচিতে প্রধান অতিথির বক্দব্য দেন সংগঠণটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভুতোষ রায়। অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ আশেক ই এলাহী, সাংবাদিক রঘুনাথ খাঁ, কলেজ শিক্ষক পবিত্র মোহন দাস, দুলাল দাস, নির্যাতিত স্মৃতি রানী ম-ল প্রমুখ।
    বক্তারা বলেন, গত ১৬ এপ্রিল গোনা গ্রামে পুকুরে ¯œানকে ঘিরে দুটি বাচ্চার মধ্যে হাতহাতিকে ঘিরে অনিমেষ ম-লকে পুকুরের জলে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। প্রতিবাদ করায় নূর আলম চৌকিদার, মুনরুল চৌকিদার, আব্দুল বারী, মতিয়ার রহমান, আব্দুর রহিম, সাদ্দাম হোসেন, মাজিদা, মমতাজসহ কয়েকজন শিশু অনিমেষ ম-লের মা স্মৃতি রানী ম-লকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় শ্রীপদ ম-লকে দায়েরকৃত মামলায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করায় অন্য আসামীরা বাদিকে মামলা তুলে নিতে হুমকি দেয়। কয়েকদিন অবরুদ্ধ করে রাখা হয় ওই পরিবারের সদস্যদের। হত্যা করে লাশ কালিন্দি নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকিসহ ভারতে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে ২৩ এপ্রিল বিকেলে আবারো বাড়িতে ঢুকে শ্রীপদ ম-ল, সুপদ ম-ল, কবিতা ম-ল, ভূষণ ম-ল, যুধিষ্টির ম-লসহ আটজনকে পিটিয়ে জখম করা হয়। রাতে পুড়িয়ে দেওয়া হয় তাদের গোয়ালঘর। এ ঘটনায় পুলিশ হামলাকারিদের দেওয়া মিথ্যা মামলা বিশেষ সুবিধা নিয়ে ২৫ এপ্রিল রেকর্ড করে। একপর্যায়ে বেগতিক বুঝে ২৬ এপ্রিল সুপদ ম-লের দায়েরকৃত মামলা রেকর্ড করা হয়। দ্বিতীয় হামলার পর থেকে পুলিশ আজ পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করেনি। অবিলম্বে হামলাকারিদের গ্রেপ্তার করে দৃষ¦টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়

  • শ্যামনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত

    শ্যামনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত


    শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, থানা অফিসার ইনচার্জ নুর ইসলাম বাদল প্রমুখ। এসময় সকল সরকারি -বেসরকারি কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • শ্যামনগরে রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরন

    শ্যামনগরে রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরন


    শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্টোকে প্যারলাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসিমিয়া রোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এককালীন অনুদানের চেক বিতরন করা হয়েছে। ১৭ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা হলরুমে চেক বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, থানা অফিসার ইনচার্জ নুর ইসলাম বাদল প্রমুখ। বক্তব্য শেষে অতিথিগণ রোগীদের মাঝে অনুদানের চেক তুলে দেন।

  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝেপ্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরন

    শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরন


    শ্যামনগর ব্যুরো ঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর উদ্যোগে জনশুমারী ও গৃহ গননা-২০২১ প্রকল্প হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ শ্যামনগর উপজেলা ব্যাপী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (ট্যাবলেট)- ট্যাব আনুষ্ঠানিক ভাবে বিতরন করা হয়েছে। ১৭ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় শ্যামনগর উপজেলা হলরুমে এ উপহার বিতরন অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ভারপ্রাপ্ত শ্যামনগর উপজেলা পরিসংখ্যান অফিসার আমজাদ হোসেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, থানা অফিসার ইনচার্জ নুর ইসলাম বাদল প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তব্য পর্বের পর অতিথিগণ শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন।

  • পিসক্লাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

    পিসক্লাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


    শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরে পিসক্লাবের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে ‘উগ্রপন্থা প্রতিরোধে কার্যকর জনসম্পৃক্ততা প্রকল্পে’র আওতায় এ সভা অনুষ্টিত হয়। বৃহস্পতিবার  (১৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ সভার আয়োজন করা হয়। শ্যামনগর উপজেলার ৬ টি ইউনিয়নের ৩৩ জন পিসক্লাব সদস্য সভায় অংশগ্রহন করেন। সভায় পিসক্লাব সদস্য পলাশ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন খালেদা আইয়ূব ডলি। উল্লেখ্য শ্যামনগর উপজেলায় পিসক্লাব ২০১৯ সাল থেকে কার্যক্রম বাস্তবায়ন করছে। পিসক্লাবের প্রশিক্ষিত সদস্যরা এলাকায় যুবকদের উগ্রপন্থা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে জনসচেতনতামূলক কর্মসূচী বাস্তবায়ন করছে। অতিথিরা পিসক্লাবের কার্যক্রমগুলোতে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপান্তর কর্মী মো: আব্দুল হান্নান।

  • উদ্ভাবনী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানে সবজি বীজ ও সার বিতরন

    উদ্ভাবনী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানে সবজি বীজ ও সার বিতরন

    পরিতোষ কুমার বৈদ্য

    জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় কৃষিতে সংকট দিন দিন বাড়ছে। এই সংকট কাটিয়ে উঠতে কৃষকদের অভিযোজন চর্চা বাড়াতে ১০ ও ১১ এপ্রিল ২ দিন ব্যাপী কাঁঠালবাড়িয়া গ্রামে সাজুর মোড় সংলগ্ন মাঠে উদ্ভাবনী কৃষি মেলার আয়োজন করেছে কাশিমাড়ী ইউনিয়ন জলবায়ু অধিপরামর্শ ফোরাম। বিকাল ৪:০০ টায় এই উদ্ভাবনী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানে স্টল প্রদর্শনকারীদের পুরষ্কার বিতরন ও ক্রেস্ট দেওয়া হয়েছে এবং সেরা কৃষক কৃষাণী নির্বাচন করে পুরষ্কার ও ক্রেস্ট দেওয়া হয়েছে। পুরষ্কার বিতরনের পরবর্তীতে এই মৌসুমে শ্যামনগর উপজেলার সুন্সিগঞ্জ, গাবুরা, কাশিমাড়ী ও ঈশ্বরীপুর ইউনিয়নে ৫৩১ জন কৃষকের মাঝে সবজি বীজ ও জৈব সার বিতরন উদ্বোধন করা হয়।

    উক্ত উদ্ভাবনী কৃষি মেলার পুরষ্কার বিতরনী, সমাপনী ও বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহ-সভাপতি দেবীরঞ্জন মন্ডল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ূব ডলি, কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুজ্জামান আনিচ, জলবায়ু অধিপরামর্শ ফোরামের সম্পাদক, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ কুমার বর্মণ, অধিপরামর্শ সম্পাদক ও আতরজান মহিলা মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সাহিদা বেগম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজাহারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মেলা উদযাপন কমিটির সভাপতি ও ইউনিয়ন জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি মোঃ শফিকুল বারী, লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী, প্রকল্প সমন্বয়কারী জি. এম মোশাররফ হোসেন, মাঠ সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন, মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, নলেজ এ্যান্ড রিসার্স ম্যানেজার কৌশিক রায় প্রমূখ।

    উক্ত সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃষাণীদের দড়ি টানা, হাঁড়ি ভাঙ্গা খেলা উপভোগ করেন ও স্টল পরিদর্শন করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,“ মাননীয় প্রধানমন্ত্রী কৃষিকে প্রাধান্য দিয়েছেন। সেই কৃষিকে প্রাধান্য দিয়ে তিনি কৃষকদের আহবান করেছিলেন যে দেশের এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। এরই ধারাবাহিকতায় লিডার্স এর সহযোগিতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উদ্ভাবনী কৃষি চর্চা বাড়াতে এই কৃষি মেলার আয়োজন করেছে। দর্শণার্থীরা এই প্রদর্শণী দেখে বাড়িতে গিয়ে চর্চা করবে বলে আমার বিশ্বাস।

    সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পুরষ্কার ও ক্রেস্ট বিতরন করার পরে কৃষকদের মাঝে সবজি বীজ ও সার বিতরন উদ্বোধন করেন। এই উদ্ভাবনী কুষি মেলাটি লিডার্স এর সহযোগিতায় আয়োজন করা হয়েছে।

  • শ্যামনগরে প্রতিবন্ধী শিশুদের মাঝে এনএফআই কীট বিতরন

    শ্যামনগর ব্যুরো : ইউনিসেফের সহযোগিতায়, শ্যামনগর সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে সিএসপিবি কর্তৃক শ্যামনগরে অসহায়, হতদরিদ্র, এতিম প্রতিবন্ধী শিশুদের মাঝে আনুষ্ঠানিকভাবে এনএফআই কীট বিতরন করা হয়েছে। ৪ এপ্রিল সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা কার্যালয় চত্ত্বরে ১০০ জন অসহায় হতদরিদ্র এতিম প্রতিবন্ধী শিশুদের মাঝে প্রত্যেককে ১ টি করে মোট ১০০ টি কীট বক্স বিতরন করা হয়। প্রতিটি বক্সে ছিল- কম্বল ৪ টি (ছোট- ২টি, বড়- ২টি), মশারি- ৪টি, তোয়ালে- ২টি, স্কুল ব্যাগ- ১টি, টর্চ লাইট- ১টি, টুথপেষ্ট- ৪ টি (ছোট- ২টি, বড়- ২টি), টুথ ব্রাশ- ৪ টি (ছোট- ২টি, বড়- ২টি), লাক্স সাবান- ২টি, হুইল সাবান- ২টি। এ কীট বক্স বিতরন কালে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, খুলনা জোনের শিশু সুরক্ষা কর্মকর্তা মোমিনুর নেছা শিখা, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা নুরে আলম নাহিদ, মহিলা অধিদপ্তর কর্মকর্তা শারিদ বিন শফিক।

  • শ্যামনগরে ৬শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

    শ্যামনগরে ৬শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

    নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিজস্ব হল রুমে আউশ ধান ও পাট উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এস. এম এনামুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস. এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি আকবর কবীর, কৃষকলীগ শ্যামনগর উপজেলা সভাপতি এবিএম মুনজুর এলাহী, সম্পাদক আনিছুর রহমান প্রমুখ। উপজেলা কৃষি অফিসার জানান, ২০২২-২৩ অর্থবছরে খরিপ /২০২৩-২৪ মৌসুমে আউশ ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৬শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে কৃষকরা আউশ বীজ পাবেন ৫শত জন ও ১শত জন পাট বীজ পাবেন ।

  • মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

    মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন


    শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার এম আর এ ক্লিনিকের শেয়ার হোল্ডার রহমত ও আলিমুল এর নামে মিথ্যা মামলা করেছে ডাঃ আনিছুর রহমান। এ মিথ্যা মামলা থেকে মুক্তি পাওয়ার দাবিতে শেয়ার হোল্ডারগণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এবং প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন করেছে। ১ এপ্রিল সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এম আর এ ক্লিনিকের শেয়ার হোল্ডার মোঃ সোলায়মান হোসেন। এসময় ১০ জন শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রভাষক শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎস্যক হিসাবে কর্মরত থাকাকালীন অত্র ক্লিনিকের সার্জন হিসেবে বিভিন্ন রোগী অপারেশন করা কালীন পরামর্শ দিতেন এবং ক্লিনিকে আসা যাওয়া করতেন ডাঃ আনিছুর রহমান। এসুযোগে বিভিন্ন অপকৌশলে ক্লিনিকের শেয়ারে অংশগ্রহন ও এক পর্যায়ে সম্পূর্ন মালিকানা নেওয়ার জন্য ভূয়া কাগজপত্র তৈরি করে আমাদেরকে হয়রানি করতে থাকে। আমরা প্রতিবাদ করায় তিনি ২৪/০৩/২৩ তারিখে শ্যামনগর থানায় শেয়ার হোল্ডার রহমত ও ম্যানেজার আলিমুলের নামে হয়রানি মুলক মিথ্যা মামলা করে, মামলা নং- ৪০। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, এনস্থেসিয়া ডাঃ ছাড়া ৭ জুলাই ২০২২ তারিখ ডাঃ আনিছুর রহমান অপারেশন করে রানীতলা গ্রামের রাফিজা নামক ৮ বছরের শিশুর মৃত্যু ঘটায়, ২৩ ডিসেম্বর ২০২২ তারিখে ২ টি নবজাতক শিশুর মৃত্যু ঘটায় এবং ২৪ ডিসেম্বর এক রোগীর মৃত্যু ঘটায়। এসকল অপকর্ম ও মিথ্যা মামলা থেকে অব্যহতি পাওয়ার লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলন শেষে শ্যামনগর উপজেলার সর্বস্তরের জনগনের অংশগ্রহনে র‌্যালি শেষে প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন করে।

  • শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্য

    শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্য

    নিহত শিশুর মামা ফারুক হোসেন জানান, দুই দিন আগে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে তাহারাত। আজ দুপুরের দিকে পরিবারের সদস্যদের অসতর্কতার সুযোগে সে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিলন হোসেন জানান, মৃত অবস্থায় শিশু তাহারাতকে তাঁদের কাছে নেওয়া হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

  • সুন্দরবনে বাঘের মুখ থেকে বড় ভাইকে বাঁচালেন ছোট ভাই

    সুন্দরবনে বাঘের মুখ থেকে বড় ভাইকে বাঁচালেন ছোট ভাই

    সুন্দরবনের বাঘের মুখ থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বৈশখালী গ্রামের মৃত জব্বার আলী গাজীর ছেলে আব্দুল ওয়াজেদ (৪৫)।

    বুধবার (২৯ মার্চ) ভোর ৪টার দিকে তাঁকে নিয়ে লোকালয়ে ফিরেছেন তার ছোট ভাই লিয়াকত হোসেন।

    এর আগে মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটার দাড়গাঙে কাঁকড়া আহরণের সময় বাঘের আক্রমণের শিকার হন আব্দুল ওয়াজেদ।

    আব্দুল ওয়াজেদের ছোট ভাই লিয়াকত হোসেন জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটার দাড়গাঙে তাঁর বড় ভাই কাঁকড়া শিকার করছিলেন। হঠাৎ করেই মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি বাঘ তাঁর ভাইয়ের ওপর হামলে পড়ে। এ সময় নৌকায় থাকা গরানের লাঠি নিয়ে তিনি উচ্চস্বরে শব্দ করেন এবং সেই সঙ্গে বাঘের চোখে চোখ রেখে মোকাবিলার চেষ্টা করেন। এক পর্যায়ে বাঘটি তাঁর ভাইকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে তিনি ভাইকে উদ্ধার করে লোকালয়ের উদ্দেশে রওনা হন।

    তিনি আরও জানান, তাঁর ভাইয়ের পিঠ ও ঘাড়ে আঘাত লেগেছে। মাথার এক অংশেও সামান্য আঘাত আছে। তাঁকে এখন বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

    সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সুন্দরবনের ভারতীয় সীমান্ত এলাকায় একজন জেলে বাঘের আক্রমণের শিকার হয়েছিল। তবে, তার নামে পাস পারমিট ছিল না।

  • ডুসাস এর সভাপতি রিফাত , সম্পাদক আল আমিন

    ডুসাস এর সভাপতি রিফাত , সম্পাদক আল আমিন

    প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় (ডুসাস) এর আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি- রিফাত হোসেন – ২০১৬-১৭ শিক্ষাবর্ষ এবং সহ – সভাপতি  মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগ। সাতক্ষীরা আশাশুনি উপজেলার কৃতি সন্তান এবং সাধারণ সম্পাদক – আল আমিন ২০১৭-১৮। ছাত্র বৃত্তি সম্পাদক, এফ আর হল ছাত্রলীগ। শ্যামনগর উপজেলার কৃতি সন্তান।

  • শ্যামনগরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

    শ্যামনগরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

    শ্যামনগর ব্যুরো ঃ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শ্যামনগরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সকাল ৮ টায় বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের নেতৃত্বে, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলনের নেতৃত্বে, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের নেতৃত্বে শ্যামনগর উপজেলার নতুন ভবন চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তাবক অর্পন করে। পর্যায়েক্রমে সকল সরকারি বেসরকারি সংস্থা, সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তাবক অর্পন করে এবং গোপালপুর শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পন করে। এরপর গোপালপুর মুক্তিযুদ্ধে শহীদদের মাজার জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় শ্যামনগর সদরের নকিপুর সরকারি এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন করেন এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান। সাথে ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস. এম আব্দুর রহমান ও শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল। উপস্থিতিদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান। তিনি তার বক্তেব্যের মাঝে বলেন, অত্র মাঠে প্রতি বছর এ অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে  থাকে কিন্তু মাঠের অবস্থা বিশেষ করে শিক্ষার্থীদের জন্য অস্বাস্থ্যকর। অত্র মাঠ সংস্কার বা মাঠের পরিবেশ উন্নতির লক্ষ্যে ২ লাখ টাকা অনুদান দেওয়ার আশা ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বক্তব্য শেষে তিনি কবুতর উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রতিটি দল জাতীয় পতাকাকে সালাম জানান। এরপর কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয় এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়

  • গাবুরায় ভয়াবহ নদী ভাঙ্গন, প্লাবিত হওয়ার আশংকায় আতঙ্কিত এলাকাবাসী

    গাবুরায় ভয়াবহ নদী ভাঙ্গন, প্লাবিত হওয়ার আশংকায় আতঙ্কিত এলাকাবাসী


    শ্যামনগর প্রতিনিধিঃ
    সাতক্ষীরা উপকূলীয় গাবুরা বাসির কাছে এক আতঙ্কের নাম নদী ভাঙন। প্রতিবছরই বিস্তীর্ণ উপকূলীয় ইউনিয়নটি নদী ভাঙনের শিকার হয়।
    দ্বীপ ইউনিয়ন গাবুরার ৯ নং সোরার দৃষ্টিনন্দন এলাকা ভয়াবহ নদী ভাঙ্গন দেখা দিয়েছে। যে কোন মুহুর্তে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে। ।
    ৯ নং সোরার। ৫ শতাধিক পরিবার উদ্বেগ ও উৎকষ্ঠার মধ্যে সময় পার করছে। পুরো ইউনিয়নের ১৫ হাজার মানুষই আছে আতঙ্কে ।

    ( ২৬ মার্চ)রবিবার সকালে শুরু হওয়া নদী ভাঙ্গন মুহুর্তের মধ্যে প্রায় ২০০ ফুট নদী চর ভেঙ্গে রাস্তায় ভাঙ্গন ধরেছে।

    স্থানীয়রা জানান, ভয়াবহ এই নদী ভাঙ্গন প্রতিরোধ করা শুধু এলাকাবাসির পক্ষে সম্ভব নয়। স্থানীয় সরকার, উপজেলা প্রশাসনের সাহায্য খুবই জরুরী।

    ৯নং সোরা এলকার ইউ,পি সদস্য মুঞ্জুর হোসেন জানান , এই মুহূর্তে ভাঙন রোধে এগিয়ে না এলে প্লাবিত হতে পারে গাবুরার প্রধান খাবার পানির পুকুরটি। তলিয়ে যেতে পারে শত শত ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও মৎস ঘের।

    গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি,এম মাছুদুল আলম বলেন , ঘূর্ণিঝড় আম্পানের পর গাবুরার ঝুঁকিপূর্ণ বাধগুলো আজও টেকসই হয়নি। ঝূঁকিপূর্ণ বাঁধের কারণে আকাশে মেঘ দেখলেই উপকূলের মানুষের বুকের মধ্যে কাঁপন উঠে। বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার ভয়ে রাতে ঘুম আসেনা। পানি উন্নয়ন বোর্ড বাঁধে বড় ফাটল না দেখা দিলে তাদের পাওয়া যায় না। অতি দ্রুত ভাঙ্গনটি সংস্কার না করলে ৯নং সোরার প্রায় ৫ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়ে যাবে।