শ্যামনগর ব্যুরো ঃ শিশুদের সুরক্ষায় দেশ ব্যাপি সমাজে সেবার অধীনে ইউনিসেফের সহায়তায় “চাইল্ড হেল্প লাইন ১০৯৮” চালু হয়েছে। দেশের যে কোন প্রান্তের কোন শিশু কোন ধরনের সহিংসা, নির্যাতনের স্বীকার হলে নিজে বা অন্য যে কোন ব্যক্তি বিনা মূল্যে ‘১০৯৮’ হেল্প লাইনে ফোন করে সহায়তা চাইতে পারবে। এরই ধারাবাহিকতায় গতকাল সকাল সাড়ে ১০ টায় শ্যামনগর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সহযোগিতায় শ্যামনগর উপজেলা হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রোকনুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব নাজমুল হুদা, ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস, নকিপুর সরকারি এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাঃ আব্দুল মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, এনজিও সমন্বয় কমিটির সাধারন সম্পাদক গাজী আল ইমরান প্রমুখ। সরকারি-বেসরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বর, মসজিদের ইমাম, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা ও কিশোর কিশোরীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুর রহমান।
Category: শ্যামনগর
-

শিশু সুরক্ষায় চাইল্ড হেল্প লাইন ‘১০৯৮’ বিষয়ে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
-

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীকে সম্মাননা প্রদান
শ্যামনগর ব্যুরো ঃ
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় খুলনা বিভাগের মধ্যে মাধ্যমিক নারী শিক্ষা প্রতিষ্ঠান শ্যামনগরের নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীকে হিউম্যান রাইডস্ পিস্ এ্যাওয়ার্ড-২০১৯ প্রদান করা হয়েছে। গত ২৭ ডিসেম্বর ঢাকার হোটেল ওয়ার্নেটের জিনিয়া হলে জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইডস্ এর চেয়ারম্যান এ্যাডঃ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই এ্যাওয়ার্ড প্রদান করেন সুপ্রিম কোর্টের বিচারপতি খাদিমুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোজাম্মেল হক (গেদু চাচা)। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। এ সময় সমাজের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। -

শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলনকে ফুলেল শুভেচ্ছা
শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম আতাউল হক দোলন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে কর্মদক্ষতার সাথে দায়িত্ব পালন করায় সাতক্ষীরা জেলাধীন সকল উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ শ্রেষ্ঠেত্ব নির্বাচিত হওয়ায় শ্যামনগর আতরজান মহিলা ডিগ্রি কলেজের পক্ষ হতে পুষ্প স্তবক দিয়ে সংবদ্ধনা জ্ঞাপন করা হয়েছে। গতকাল সকাল ১১ টায় উপজেলা পরিষদের অফিস কক্ষে এ সংবদ্ধনা প্রদান করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমির হোসেন। এ সময় কলেজের অন্যান্য প্রভাষকগন উপস্থিত ছিলেন।
-

জেলার মডেল কমিউনিটি ক্লিনিক হিসাবে শ্যামনগরের দেবীপুর কমিউনিটি ক্লিনিক নির্বাচিত
মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শ্যামনগরের দেবীপুর কমিউনিটি ক্লিনিককে জেলার মডেল কমিউনিটি ক্লিনিক হিসাবে নির্বাচিত করা হয়। সভায় সাতক্ষীরার সকল উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে জেলার ২২৯টি কমিউনিটি ক্লিনিকের কার্য্যক্রম শ্যামনগরের দেবীপুর কমিউনিটি ক্লিনিকের অনুকরনে করার লক্ষ্যে ক্লিনিকের সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকার (সম্পদ) প্রেজেন্টেশনের মাধ্যমে স্বাস্থ্যসেবার পাশাপাশি ক্লিনিকের বিভিন্ন ধরনের উদ্ভাবনীমুলক কার্যক্রম উপস্থাপন করেন। প্রেজেন্টেশন শেষে সিভিল সার্জন জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাকে তাদের অধীনস্থ সকল কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে এই ক্লিনিকের বিভিন্ন কার্যক্রম তাদের ক্লিনিকে বাস্তবায়ন করার নির্দেশ প্রদান করেন এবং দেবীপুর কমিউনিটি ক্লিনিককে সমগ্র বাংলাদেশের মধ্যে মডেল কমিউনিটি ক্লিনিক হিসাবে গড়ার লক্ষ্যে সকলের সহযোগীতা কামনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ^ স্বাস্থ্য সংস্থার জেলা প্রতিনিধি, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, স্বাস্থ্য তত্ত্বাবধায়ক, ইপিআই সুপারিটেন্ডন্ট, সকল উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, এমটিইপিআই, পরিসংখ্যনবিদ সহ অনেকে।
-

উপকূীয় এলাকায় একফসলী জমিকে ২য় ফসলের আওতায় আনার জন্য বোরো মৌসুমে ধান বীজ, সবজি বীজ ও জৈব সার বিতরন
বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স ২৪ ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০.০০ টায় লিডার্সের সেন্টার ফর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট এ একফসলী জমিকে ২য় ফসলের আওতায় আনার জন্য বোরো মৌসুমে ধান বীজ, সবজি বীজ ও জেব সার বিতরন করা হয়। উক্ত বীজ বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্সের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আবুল হোসেন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আবুর কাসেম মোড়ল, চেয়ারম্যান, ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ, জনাব পারভেজ জামাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা। উপকূলের ১৬৪ জন কৃষক-কৃষাণীদের মাঝে ১৫১০ কেজি লবনসহনশীলন জাতের ব্রী-৬৭ ও বীনা- ১০ ধানবীজ বিতরন করা হয়। এছাড়া ৬২ জন কৃষক-কৃষানীদের মাঝে বিনা চাষে সবজি উৎপাদনের জন্য ৩২০ কেজি আলুবীজ, ১১ কেজি রসুনবীজ ও ৬২০ কেজি ভার্মি কম্পোস্ট জৈবসার বিতরন করা হয়। বিতরনের পূর্বে উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব পারভেজ জামাল লবনাক্ত এলাকায় চাষ উপযোগী ধানবীজের বৈশিষ্ট, বীজতলা তৈরী, বীজতলা পরিচর্যা এবং বীনা চাষে আলু, রসুন, পেঁয়াজ ও সূর্যমূখী উৎপাদন কৌশল সম্পর্কে কৃষক কৃষাণীদের প্রশিক্ষন প্রদান করেন।
সভায় বক্তাগন জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ এলাকার কৃষিকে শক্তিশালী করণ ও অধিক উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন। -

শ্যামনগরে শিশুদের খাবার রান্না বিষয়ক পরিদর্শনী মেলা
কোডেক-এর ইউএসআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের আয়োজনে উন্নত জাতের বীজ ও কৃষি পন্য প্রদর্শনী ও শিশুদের খাবার রান্না বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় শ্যামনগর বাস টার্মিনাল সংলগ্ন বালুর মাঠে এ মেলায় স্থানীয় ইউপি সদস্য মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে মেলা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা কোঅর্ডিনেটর অফিসার সোলেমান। আরও উপস্থিত ছিলেন প্রফুল্ল, আলীমুজ্জামান মিঠু, প্রকাশ, রাজু, এসিআই ফারজানা, লিড ফার্মার অমৃত গাইন প্রমুখ।
-

শ্যামনগরে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইউপি সদস্য শক্তি শেখর চক্রবর্তী
শ্যামনগর উপজেলার নকিপুর চৌরাস্তা মোড়ে শতাধিক অতিদরিদ্র বয়স্ক নারী পুরুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য শক্তি শেখর চক্রবর্তী এ কম্বল বিতরণ করেন। তিনি তার নিজ অর্থায়নে শতাধিক অতিদরিদ্র মানুষের মাঝে কোম্বল ও উলের টুপি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন তার বড় ভাই সদর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দূর্গাপদ চক্রবর্তী ও শক্তি শেখর চক্রবর্তীর সহধর্মিনী। -
সরকারি কর্মকর্তাকে লাঞ্চিত করার অভিযোগে শ্যামনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
শ্যামনগর উপজেলায় কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিম এর বিরুদ্ধে সরকারি কর্মকর্তাকে লাঞ্চিত করার জন্য মামলা হয়েছে। গত ১৬ ডিসেম্বর উপজেলা সরকারি খাদ্য গুদাম কর্মকর্তা ওসি এলএসডি (অফিসার ইনচার্জ লোকাল ষ্টোরেজ ডিপো) আমিনুর রহমান শ্যামনগর থানায় চেয়ারম্যানসহ ১১জনের বিরুদ্ধে ২১ নং মামলা করেন। গত ১৫ ডিসেম্বর বিকাল ৫টার দিকে কৈখালী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ ঘটনা ঘটে।
মামলা সূত্র মতে, কৈখালী ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচীর তালিকায় অনিয়মের অভিযোগ উঠায় নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান উপজেলা খাদ্য পরিদর্শক সোহরাব হোসেনকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত দল গঠন করেন। ঘটনাস্থলে তদন্তের এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম এর সাথে আমিনুর রহমানের বিরোধ বাধে। এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম রাগন্নিত হয়ে আমিনুর রহমানের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং শারীরিকভাবে লাঞ্চিত করে।
কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, হয়রানির করার জন্য পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে। -

শ্যামনগর উপজেলা আ.লীগের সম্মেলনে এমপি জগলুল সভাপতি, আতাউল হক দোলন সম্পাদক
নিজস্ব প্রতিনিধিঁ : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ ডিসেম্বর) বেলা ১১টায় নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এস.এম জগলুল হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক-এমপি। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এস.এম কামাল হোসেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক প্রমুখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জাফরুল আলম বাবু প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে সমঝোতার মাধ্যমে সংসদ সদস্য এস.এম জগলুল হায়দারকে পুনরায় সভাপতি ও আতাউল হক দোলনকে সাধারণ সম্পাদক করে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আতাউল হক দোলন।
-

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে ত্রাণ বিতরণ
সাতক্ষীরা ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ সুন্দরবন উপকূলীয় বুড়িগোয়ালীনি ইউনিয়নের কয়েক শ’ পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকেও ত্রাণ বিতরণ করা হয়েছে।
রোববার (১১ নভেম্বর) বিকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউপি পরিষদ চত্ত¡রে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন ৯ ইস্ট বেঙ্গল ৫৫ যশোর পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন এফএস জিসান।
বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল বলেন, ‘ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে আমার ইউনিয়ন লন্ডভন্ড হয়ে গেছে। কাচা ঘর সব নষ্ট হয়ে গেছে, কাচা ঘরের টিন ও এ্যালবেস্টার উড়ে গেছে। চিৎড়ি ঘের ও ধানের জমি পানিতে একাকার হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ কয়েক শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনী সদস্যরা। -

শ্যামনগরে জেল-হত্যা দিবস পালিত
শ্যামনগর ব্যুরো:
বাংলাদেশ আওয়ামীলীগ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে জেল-হত্যা দিবস-২০১৯ পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। গতকাল ৩ নভেম্বর বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায় সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস, এম জগলুল হায়দার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস,এম আতাউল হক দোলন, জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, খালেদা আইয়ুব ডলি, প্রেসক্লাব সভাপতি আকবর কবীর, সাধারণ সম্পাদক জাহিদ সুমন সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যর পর দোয়া ও মোনাজাত করেন কোর্ট মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি মাওঃ আব্দুল খালেক। -
শ্যামনগরের কৈখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও মিছিল
শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও মিছিল সমাবেশ অনুষ্ঠিত। শনিবার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন কর্মসুচী পালনকরে কৈখালী ইউনিয়নের মানুষ।
অনুষ্ঠিত সমাবেশে কৈখালী গ্রামের ফজলু হক বলেন, চেয়ারম্যান আব্দুর রহিম গরিব ও অসহায়দের জন্য সরকারের বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরে চাল ক্রয়ের কার্ড বিলি বন্টনে মাথাপিছু ১ হাজার থেকে দেড় হাজার টাকা উৎকোচ গ্রহণ করেছেন। তাছাড়া অনেকের বরাদ্দকৃত কার্ড বাতিল করে নিজের পছন্দ মত বিত্তশালীদের মাঝে বন্টন এবং ইউনিয়নের নির্ধারিত ডিলারদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করেছেন। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিএম রেজাউল করিম বলেন, ইউনিয়নের রাস্তা নির্মাণে ঠিকাদারদের সাথে যোগসাজেস করে চেয়ারম্যান আব্দুর রহিম লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।
এদিকে চেয়ারম্যান আব্দুর রহিম তার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেন, সমাজে ও আইনের কাছে হেয় ও হয়রানি করার জন্য সাবেক চেয়ারম্যান রেজাউল করিম জনগণকে উস্কে দিয়ে এধরনের কর্মকান্ড করেছেন। -
৩২৮ তম পৌরসভা হিসেবে শ্যামনগর পৌরসভার গেজেট প্রকাশ
দেশে আরেকটি পৌসভার সংখ্যার বাড়ল। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৩২টি এলাকা নিয়ে শ্যামনগর পৌরসভা করে গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।


নতুনটি নিয়ে বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৮টি।
সম্প্রতি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর শাখার উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত গেজেটে বলা হয়- শ্যামনগর পৌরসভা গঠনের লক্ষ্যে শ্যামননগর, ভূরুলিয় ও ঈশ্বরীপুর ইউনিয়নের ৩২টি মৌজাকে শহর এলাকা হিসেবে ঘোষণা করা হলো।
৩২টি মৌজার মধ্যে শ্যামনগর ইউনিয়নের বাদঘাটা, কুলখালী, গোপালপুর, মাহমুদপুর, ইসমাইলপুর, খাড়গাদানা, নকিপুর মাজাট, হায়বাতপুর, শ্যামনগর, চন্ডিপুর, দাদপুর, পাটনীপুকুর, ফুলবাড়ী, দেবীপুর, কাশিপুর, শিবপুর, সোয়ালিয়া, চিংড়িখালি, কল্যাণপুর ও যাদবপুর; ভুরুলিয়া ইউনিয়নের ইচ্ছাকুড়, কাচড়াহাটী, নন্দিগ্রাম, সোনমুগারী, ভুরুলিয়া, দেউলদিয়া, বল্লভপুর, ব্রহ্মশাসন, কুলটুকারী, বিষ্ণুপুর, হাটছালা, মটবাড়ী গৌরীপুর এবং ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী মৌজাকে শহর এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
গত এপ্রিলে এসব এলাকাকে শহর এলাকা ঘোষণার লক্ষ্যে কারো আপত্তি থাকলে তা জানাতে এক প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপত্তি না থাকায় চূড়ান্তভাবে শহর এলাকা ঘোষণা হয়।
-

আবরার হত্যা মামলার আসামি শামিম বিল্লাহ শ্যামনগরে গ্রেফতার
শ্যামনগর প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার এজাহার নামীয় আসামী শামিম বিল্লাহকে আটক করেছে ডিবি পুলিশ। প্রযুক্তির সহায়তা নিয়ে ১১ অক্টোবর শুক্রবার বেলা তিনটার দিকে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের নানা বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে পাশর্^বর্তী খানপুর ইছাকুড় গ্রামের আমিনুর রহমান বাবলুর রহমানের একমাত্র ছেলে। শামিম বিল্লাহ বুয়েট ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন বলে তার পরিবার সুত্রে জানা গেছে।
উল্লেখ্য, আবরার ফাহাদ হত্যাকান্ডের ঘটনায় তার বাবার দায়ের করা মামলার ১৪ নং আসামী ছিলেন শামিম বিল্লাহ। শামিমের চাচা লাভলুর রহমান এবং দাদা আতিয়ার রহমান জানান, শুক্রবার বেলা তিনটার দিকে সাদা পোশাকধারী একদল পুলিশ সদস্য ভুরুলিয়া গ্রাম থেকে শামিম বিল্লাহকে আটক করে নিয়ে যায়। তারা আরও জানায় শামিম বিল্লাহ ভুরুলিয়া গ্রামে বসবাসরত তার নানা অবসরপ্রাপ্ত শিক্ষক গঞ্জর আলীর বাড়িতে অবস্থান করছিল।
এদিকে শামিম বিল্লাহর দাদি মমতাজ বেগমসহ পরিবারের সদস্যরা জানিয়েছে শামিম বিল্লাহ দু’দিন আগে ঢাকা থেকে বাড়িতে ফিরে এসেছিল। আত্মসমর্পনের বিষয়ে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করার জন্য সে বাড়িতে আসে বলেও দাবি তাদের।
শামিম বিল্লাহকে উদ্ধৃত তার দাদি মমতাজ বেগম আরও দাবি করেন আবরার ফাহাদকে মারধরের সময় ‘সিনিয়র’ ভাইদের ‘ডাকে’ সাড়া দিয়ে সে অমিত সাহার কক্ষে যায়। ‘সিনিয়র’ ভাইয়ের কথা উপক্ষো করতে না পারার কারণে মারধরের সময় সে ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে বাড়িতে ফিরে স্বজনদের জানিয়েছিলেন।
জানা গেছে, আবরার ফাহাদ হত্যা মামলার আসামী শামিম বিল্লাহ নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছিল। সে শেরে বাংলা হলের ২০৪ নং কক্ষের ছাত্র। ১৭ ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র শামিম ঢাকার মোহাম্মদপুরের সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এইচএসসি ও শ্যামনগরের নকিপুর এইচসি পাইলট ম্যাধমিক বিদ্যালয় থেকে সে গোল্ডেন জিপিএ পাঁচ নিয়ে এসএসসি পাশ করে।
-

শ্যামনগরে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৩০
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০জন আহত হয়েছে। প্রায় দু’ঘণ্টাব্যাপী চলমান এ সংঘর্ষ পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে নিয়ন্ত্রণে আনে।
রোববার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ডে ঈশ্বরীপর ইউ পি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শোকর আলী এবং সদ্য আওয়ামী লীগে যোগদানকারী নেতা সাদেকুর রহমান সাদেমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আক্তার আলী, আব্দুস সালাম, আব্দুল আলিম, আবু সাইদ, নুর মোহাম্মদ, আবদুল বারেক, আওসাফুর, সফিকুল ও শাহ আলমের নাম জানা গেছে। এদের মধ্যে গুলিবিদ্ধ আক্তার আলী, আব্দুস সালাম, আব্দুল আলিম, আবু সাইদ, নুর মোহাম্মদকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ভোরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শোকর আলীর সমর্থক আব্দুল আলিম সাদেকুর রহমানের সমর্থক আসমতকে মারধর করে। এঘটনার প্রেক্ষিতে দুপুরে উভয়পক্ষের সমর্থকরা লাঠিসোটা নিয়ে বংশীপুর বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। পরে একপক্ষ অপরপক্ষকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। দু’ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কমকর্ত (ওসি) আনিসুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়োন আছে। কি কারনে এমন ঘটনা জানতে চাইলে তিনি বলেন অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। -

নদী ভাঙ্গন ঝুঁকিতে গাবুরার দৃষ্টিনন্দন প্রকল্প
নিজস্ব প্রতিবেদক :২০০৯ সালে আইলায় সমগ্র গাবুরাসহ বিভিন্ন অঞ্চল প্লাবিত হলে সরকারি দৃষ্টিনন্দন প্রকল্পটি অক্ষত ছিলো। কিন্তু সম্প্রতি নদী ভাঙ্গনে প্রকল্পটি মারাত্মক ঝুঁকিতে পড়েছে। এতে করে প্রকল্পটি বিলিন হয়ে যেতে পারে বলে মনে করছেন স্থানীরা। নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী ইতোমধ্যে শ্যামনগর উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণের আশ^াসও দিয়েছেন।
জানা গেছে, শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন ১২ নং গাবুরার ৯ নং সোরা গ্রামের খোলপেটুয়া নদী অববাহিকায় অবস্থিত সরকারি দৃষ্টিনন্দন প্রকল্প। বর্তমানে প্রকল্পের সিমানা রাস্তার ভিতরে তিনধারে খাল,ফসলী জমি, নানা জাতের বৃক্ষ, খাবারপানির পুকুর, সাইক্লোন শেল্টার কাম প্রাইমারী স্কুল, মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা রয়েছে। ২০০৩ সালে দৃষ্টিনন্দন ইকোপার্ক আদলে সরকারি ভাবে নদীচরে তৈরি হয় এই স্থাপনা। গ্রামের মানুষের সর্ববৃহৎ সমস্যা খাবার পানির সমস্যা সমাধান কল্পে জনদাবীর প্রেক্ষিতে দৃষ্টিনন্দন তৈরি হয়। ২০০৯ সালে গাবুরা প্লাবিত হলেও দৃষ্টিনন্দন অক্ষত থাকে। হাজার হাজার বিপন্ন পরিবার এইখানের খাবার পানির পুকুরের পানি পান করেছে এবং অদ্যবধি গ্রামবাসিরা পান করে। কিন্তু গত ২ মাস আগে খোলপেটুয়া নদীর দিক পরিবর্তন হওয়ায় ভয়াবহ নদীভাঙ্গনে কয়েকশত মিটার নদীচর বিলীন হয়ে যায়।
দৃষ্টিনন্দনের পশ্চিম পার্শ্বের রাস্তা নদী ভাঙ্গনে ঝুঁকির মুখেস্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আজিজুল ইসলাম ও দৃষ্টিনন্দন জামে মসজিদের সভাপতি মোঃ ইউনুচ গাজী জানান, এই মুহুর্তে ভাঙ্গন রোধে এগিয়ে না এলে প্লাবিত হতে পারে দৃষ্টিনন্দনের ভিতরের সকল প্রতিষ্ঠান ও গাবুরার প্রধান খাবার পানির পুকুরটি। ভাঙ্গনের প্রভাবে দৃষ্টিনন্দন থেকে হরিসখালী ঘাট পর্যন্ত ২কিলোমিটার নদীচর ভেঙ্গে ওয়াব্দার রাস্তার পার্শ্ব পর্যন্ত ঝুঁকির সৃষ্টি করেছে।
সরকারি ভাবে রাস্তার কাজটি হলেও হচ্ছেনা ভাঙ্গন রোধের উদ্যোগ। ইউনিয়নবাসির দাবী দৃষ্টিনন্দন সংলগ্ন ভাঙ্গনটি জরুরী ভিত্তিতে রোধ করার উদ্যোগ নেওয়া। তা না হলে নদী অববাহিকায় বন, দৃষ্টিনন্দন ও বেড়িবাঁধ মারাত্বক ক্ষয়ক্ষতির স্বীকার হতে পারে। -

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন প্রকল্পসমূহ নিরীক্ষা ও মূল্যায়নের জন্য নির্দেশিকা বিষয়ক কর্মশালা
প্রেস বিজ্ঞপ্তি : শ্যামনগরে জলবায়ু পরিবর্তন প্রকল্পসমূহ নিরীক্ষা ও মূল্যায়নের জন্য নির্দেশিকা (হ্যান্ডবুক) তৈরি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই ২০১৯ তারিখে শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে জলবায়ু পরিষদের সভাপতি অধ্যাপক নাজিমুদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্সড স্ট্যাডিজের ফেলো ড. মোঃ গোলাম রাব্বানী। তিনি জলবায়ু পরিবর্তন প্রকল্পসমূহ নিরীক্ষা ও মূল্যায়নের জন্য নির্দেশিকা (হ্যান্ডবুক)তৈরির পটভূমি,উদ্দেশ্য, প্রয়োজনীয়তা ও প্রক্রিয়া তুলে ধরেন এবং এটিকে সমৃদ্ধকরার জন্য সকলকে সক্রিয় অংশগ্রহণ করার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্যামনগর উপজেলাকে বাংলাদেশের অন্যতম জলবায়ু ঝুঁকিতে থাকা উপজেলা হিসেবে চিহ্নিত করেন এবং উপকুলীয় বেড়ী বাঁধ, কৃষি, মৎস্য, প্রাণীসম্পদসহ প্রায় সকল ক্ষেত্রে উপজেলাটির বিপদাপন্নতার কথা তুলে ধরেন। পানীয় জলের সমস্যা সমাধানের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ এবং বাঁধ সংরক্ষণে স্থানীয় সরকারের অন্তর্ভূক্তি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণেরউপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা কামনা করেন।
জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সহকারী পরিচালক শাকিলা ইয়াসমিন বলেন, জলাবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সরকার ট্রাস্ট্রের মাধ্যমে প্রকল্প বরাদ্দ দিয়ে থাকে। কিন্তু সরকারের একার পক্ষে এর নিরীক্ষা ও মূল্যায়ন পুরোপুরি সম্ভবহয়না। এজন্য স্থানীয় জনগণকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিষদের মতো স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যা জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সহায়তা করবে।
ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন তাঁর বক্তব্যে জাতীয় নীতিমালা প্রনয়ণ প্রক্রিয়ায় স্থানীয় জনসাধারণের অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন এবং জলবায়ু পরিবর্তন প্রকল্পসমূহ নিরীক্ষা ও মূল্যায়নের জন্য হ্যান্ডবুক তৈরিতে এ সুযোগ করে দেয়ার জন্য জলবায়ু পরিবর্তন ট্রাস্টও আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপণ করেন এবং আয়োজনের সফলতা কামনা করেন।
ব্র্যাক বিশ^বিদ্যালয়ের প্রভাষক রউফা খানম উপস্থিত অংশগ্রহণকারীদেরকে তাদের এলাকার মূল চিত্র তুলে ধরার জন্য আহবান জানান এবং তাদের মূল্যবান উপস্থিতির জন্য কৃতজ্ঞা প্রকাশ করেন।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সহকারী পরিচালক মোঃ মোস্তফা রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, চেয়ারম্যান ভবতোষ মন্ডল, চেয়ারম্যান এড. শুকুর আলী, চেয়ারম্যার আব্দুর রউপ, নকশীকাথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, প্রেরনার পরিচালক শম্পা গোস্বামী, মৎস্য সমিতি ডা. আলী আশরাফ, এড. মুনসুর রহমান, অধ্যাপক দেবপ্রসাদ মন্ডল ।
ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্সড স্ট্যাডিজ, সিথ্রিইআর, ব্র্যাক বিশ^বিদ্যালয় ও কর্তৃক আয়োজিত কর্মশালাটি সঞ্চালনা করেন জলবায়ু পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ আশেক ই এলাহী। কর্মশালাটি মাঠ পর্যায়ে আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে বেসরকারি সংস্থা সিএসআরএল। -

শ্যামনগরের খবর
কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন
শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগর উপজেলার ২ নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনের সদস্য পদে উপ-নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে গতকাল শেষ হয়েছে। জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাযিল মাদ্রাসা, কাশিমাড়ী আদর্শ মহিলা মাদ্রাসা ও ঘোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ৩ টি কেন্দ্রে নির্বাচন অনুস্ঠিত হয়। তিনটি কেন্দ্রে পাপিয়া হক, মোছাঃ জয়নব বিবি, তারিন বকুল তানিয়া, মোছাঃ খাজিদা খাতুন এ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। তিনটি কেন্দ্র মোট ভোটার ৮৫৬১ জন। বৈধ ভোটারের সংখ্যা ৩৬৫৭ জন। পাপিয়া হক তালগাছ প্রতীকে ২০৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দী মোছাঃ জয়নব বিবি হেলিকাপ্টার প্রতীকে পেয়েছেন ২০২৭ ভোট, তারিন বকুল তানিয়া পেয়েছেন ৩১০ ভোট, মোছাঃ খাদিজা খাতুন পেয়েছেন ২৭০ ভোট।শ্যামনগরে সমাজ পরিবর্তনে যুবসংহতির ৩ দিন ব্যাপি প্রশিক্ষন সমাপ্ত
শ্যামনগর ব্যুরো ঃ লিডার্সের আয়োজনে ও মানুষের জন্য ফাউেেন্ডশনের সহযোগীতায় যুবসংহতি ও সামাজিক পরিবর্তন সহায়ক ভিত্তিমুলক তিনদিন ব্যাপি প্রশিক্ষন ক্যাম্প গতকাল ২৫ জুলাই শেষ হয়েছে। বিকাল ৫ টায় সমাপনী অনুষ্ঠিত হয়। শ্যামনগর মুক্তিযোদ্ধা ভবনের ৩য় তলায় অনুষ্ঠানে যুব সংহতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অসিত কুমার মন্ডল, প্রোজেক্ট কো-অর্ডিনেটর শিপক চন্দ্র দে। তিনদিন ব্যাপি এ অনুষ্ঠানে ৯ টি ওয়ার্ড থেকে ২৭ জন যুবক-যুবতী এ প্রশিক্ষনে অংশগ্রহন করেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রোগ্রাম অফিসার সুলতা সাহা। উল্লেখ্য ২৩ জুলাই সকাল ১০ টায় এ প্রশিক্ষন ক্যাম্প উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। এসময় ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল উপস্থিত ছিলেন।শ্যামনগরে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগর থানা পুলিশের অভিযানে ভিন্ন ভিন্ন স্থান থেকে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার হয়েছে। উপজেলার ধুমঘাট গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মহাদেব চন্দ্র মন্ডলের বাড়িতে গত- ২৩/০৫/১৯ তারিখে গভীর রাতে এক দুধর্ষ ডাকাতী সংগঠিত হয়। ৯ সদস্যের ডাকাত দল দেশীয় অস্ত্রে¿ সজ্জিত হয়ে বাড়ির মালিক সহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে বেঁধে ফেলে নগদ ২৫ হাজার টাকা, ৬ ভরি সোনার অলংকার, দুইটি দামি মোবাইল সেট সহ ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় গৃহকর্তা মহাদেব চন্দ্র মন্ডল বাদী হয়ে অজ্ঞাত ৯/১০ জনের নামে শ্যামনগর থানায় ৩৯৫ ও ৩৯৭ ধারায় ডাকাতি মামলা করে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আনিসুর রহমান মোল্যার নির্দেশনায় মামলার আইও এস,আই আব্দুর রাজ্জাক ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যহত রাখে। গত ১৭/০৭/২০১৯ তারিখে ডাকাত দলের অন্যতম সদস্য উপজেলার কুলটুকরী গ্রামের লুৎফার গাজীর পুত্র বকুল গাজী (২৩) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বকুলের স্বীকারক্তি অনুযায়ী ডাকাত দলের সদস্য উপজেলার গৌরিপুর গ্রামের জবেদ আলী মিস্ত্রীর পুত্র আবুল খায়ের ওরফে বাবু মিস্ত্রী (২৫) কে পুলিশ গ্রেপ্তার করে। আবুল খায়ের ও বকুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উপজেলার বাদঘাটা গ্রামের আবুল গাজীর ছেলে কবির (২৩) সহ আরও ৬ জন ডাকাত সদস্যের নাম অকপাটে স্বীকার করে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বকুলের কাছ থেকে ১টি মোবাইল উদ্ধার করা হয় ও তার স্বীকারক্তি অনুযায়ী ঘটনাস্থলের অনতিদূরে খালের মধ্যে থেকে দুইটা বড় আকারের দেশীয় অস্ত্র উদ্ধার হয়। পুলিশ তদন্তের স্বার্থে বাকী ৬ জনের নাম গোপন রেখেছে বলে তদন্ত কর্মকর্তা জানান। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আনিসুর রহমান মোল্যা জানান, ঘটনার সাথে জড়িত বাকি আসামীদের গ্রেপ্তারের জোর তৎপরতা অব্যহত রয়েছে।