Category: শোক সংবাদ

  • সাংবাদিক গাজী মোক্তার হোসেনের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক প্রকাশ 

    সাংবাদিক গাজী মোক্তার হোসেনের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক প্রকাশ 

    সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেন আর আমাদের মাঝে নেই। তিনি সোমবার (৭ জুলাই ‘২৫) রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
    তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।
    নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মোঃ আব্দুল মতিন, মোঃ জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।
  • সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

    সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

    সাতক্ষীরায় মাছ চুরিরোধে ঘেরের বাঁধে টানিয়ে রাখা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার পারকুমিরা গ্রামে এই ঘটনা ঘটে।

    বিদ্যুৎ স্পৃষ্টে নিহত স্কুল ছাত্রের নাম মো.মাহফুজ আলী (১৫)। সে সাতক্ষীরার তালা উপজেলার সুরুলিয়া ইউনিয়নের পারকুমিরা গ্রামের মহব্বত আলীর ছেলে। সে স্থানীয় কুমিরা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র।

    নিহাতের পারিবারিক সূত্রে জানা যায়, স্কুল ছাত্র মাহফুজ আলী দুপুরে বাড়ি কাছাকাছি এলাকায় একটি মাছের ঘেরের পাশে বিলে ফুটবল খেলতে গিয়েছিল। খেলা শেষে মাহফুজ আলী ওই ঘেরের পানিতে গোসল করতে যায়। এ সময় ঘেরের বেড়ি বাঁধের উপর দিয়ে টানানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে।

    তালা উপজেলা সুরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

  • অধ্যক্ষ মোঃ মহিবুল্যাহ মোড়লের স্বরণসভা অনুষ্ঠিত

    অধ্যক্ষ মোঃ মহিবুল্যাহ মোড়লের স্বরণসভা অনুষ্ঠিত


    নিজস্ব প্রতিনিধি: প্রায়ত অধ্যক্ষ মোঃ মহিবুল্যাহ মোড়লের স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৭ মে (শনিবার) সাতক্ষীরা জিরো পেইন বহুমুখী সমবায় সমিতি লি. কতৃক ম্যানগ্রোভ সভাঘরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, কবি স.ম তুহিন, প্রায়ত অধ্যক্ষ মোঃ মহিবুল্যাহ মোড়লের ছেলে সাম্য, প্রকৌশলী আবেদুর রহমান, অধ্যাপক শফিকুল আলম, এড. কালাম আজাদ, অধ্যাপক আব্দুস সালাম, প্রায়ত অধ্যক্ষ মোঃ মহিবুল্যাহ মোড়লের সহোদর শহিদুল ইসলাম সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

    সভায় উপস্থিত সকলে অধ্যক্ষ মোঃ মহিবুল্যাহ মোড়লকে গভীর ভাবে স্মৃতিচারণ করেন এবং গভীর শোক প্রকাশ করেন।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক পবিত্র মোহন দাস।

  • সাতক্ষীরায় নর্দমা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    সাতক্ষীরায় নর্দমা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    নর্দমা থেকে পুলিশ আবুল হোসেন নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে
    ৮টার দিকে সাতক্ষীরা শহরের মুনজিৎপুরের শহীদ আব্দুর রাজ্জাক পার্শের দক্ষিণ দিকে একটি নর্দমা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
    মৃত আবুল হোসেন(৭৫) সাতক্ষীরা শহরের মুনজিৎপুরের
    একাডেমিক মসজিদ সড়কের মৃত আব্দুল লতিফ গাজীর ছেলে।
    সাতক্ষীরা শহরের মুনজিৎপুরের শফিকুল ইসলাম জানান, তার বাবা
    সম্প্রতি বেশ অসুস্থ ছিলেন। সোমবার সন্ধ্যায় তার বাবা বাড়ি
    থেকে বের হন। রাতভর তিনি বাড়িতে ফেরেননি। রাতে সম্ভাব্য সকল
    জায়গায় তাকে খোঁজাখুঁজি করা হয়। মঙ্গলববার সকালে শহীদ
    আব্দুর রাজ্জাক পার্শের দক্ষিণ দিকে একটি নর্দমা থেকে তার লাশ
    দেখতে পেয়ে স্থানীয়রা তাকে খবর দেন। পরে পুলিশ যেয়ে লাশ উদ্ধার
    করে। অসাবধানতাবশতঃ রাস্তা থেকে নর্দমায় পড়ে যেয়ে বাবার
    মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন।
    সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান,
    মঙ্গলবার সকালে আবুল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। কারো
    কোন আপত্তি না থাকায় লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা
    হয়েছে।

  • সিরাজুল আলম খানের মৃত্যুতে সাতক্ষীরা জেলা জাসদের শোক

    সিরাজুল আলম খানের মৃত্যুতে সাতক্ষীরা জেলা জাসদের শোক

    সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান মারা গেছেন। নানা ধরনের শারীরিক সমস্যা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (০৯ জুন) বেলা আড়াইটায় তার মৃত্যু হয়।
    সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছে সাতক্ষীরা জেলা জাসদ।
    বিবৃতিতে জেলা জাসদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্দোলন-সংগ্রাম পরিচালনায় তৎকালীন ছাত্রলীগ নেতা সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদের নেতৃত্বে ষাটের দশকের প্রথমার্ধে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা স্বাধীনতার ‘নিউক্লিয়াস’ গঠিত হয়। পরে ছাত্র-তরুণদের আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা। বঙ্গবন্ধুরও ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন এই ছাত্রনেতারা।
    সিরাজুল আলম খান ছিলেন আমাদের রাজনৈতিক ও দার্শনিক শিক্ষক। তার মৃত্যুতে দেশ অন্যতম একজন শ্রেষ্ঠ সন্তানকে হারাল। সিরাজুল আলম খান বাঙালির অন্তরাত্মায় সদা সর্বদা সর্বাগ্রে জাগ্রত থাকবেন। জাসদের নেতাকর্মীরা তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
    তার মৃত্যুতে বিবৃতি দাতারা হলেন, সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান লস্কর, সমাজসেবা সম্পাদক জান্নাতুল ফেরদৌস বীনা, মহিলা বিষয়ক সম্পাদক পাপিয়া আহমেদ, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোল্ল্যা আবদুর রাজ্জাক, কলারোয়া উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রাজ্জাক, দেবহাটা উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, আশাশুনি উপজেলার আহবায়ক মো. সুরাত উজ্জামান, সদস্য সচিব সাইদুল ইসলাম রুবেল, কালিগঞ্জ উপজেলা জাসদের সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশীদ, যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সভাপতি এসএম আবদুল আলীম, সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তারিক প্রমুখ।

  • মৃত্যুর সঙ্গে ১০ দিন পাঞ্জা লড়ে অবেশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আব্দুল্লাহেল ফারদিন

    মৃত্যুর সঙ্গে ১০ দিন পাঞ্জা লড়ে অবেশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আব্দুল্লাহেল ফারদিন

    নিজস্ব প্রতিনিধি: মৃত্যুর সঙ্গে ১০ দিন পাঞ্জা লড়ে অবেশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আব্দুল্লাহেল ফারদিন। বৃহষ্পতিবার রাত ৯টার দিকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে তার মৃত্যু হয়।
    আব্দুল্লাহেল ফারদিন (১২) বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা সদরের ও কালিগঞ্জ থানার উপপরিদর্শক ফিরোজ আহম্মেদ এর ছেলে এবং সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রণীর ছাত্র।
    নিহতের স্বজনরা জানান, কালিগঞ্জ থানার উপপরিদর্শক ফিরোজ আহম্মেদ পেশাগত কারণে সাতক্ষীরার পলাশপোলের অপু রায়হানের বাসায় স্বপরিবারে ভাড়া থাকতেন। গত ১৬ মে বিকেল সাড়ে ৫টায় পাশের নির্মাণাধীন ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে যায়। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে যাওয়া সুতো ছাড়াতে যেয়ে ফারদিন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পার্শ্ববর্তী ছাদে কর্মরত এক শ্রমিক তাকে বাঁশ দিয়ে আঘাত করে তার থেকে সরিয়ে দেয়। পরে তাকে আশাঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার রাত ৯টার দিকে ফারদিনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে ফারদিনকে তার গ্রামের বাড়ি ফকিরহাট সদরে দাফন করা হয়।
    সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদ উদ্দিন খান জানান, ফারদিনের মৃত্যূতে তারা যার পর নেই ব্যথিত।
    সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম স্কুল ছাত্র আব্দুৃল্লাহেল ফারদিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • তালায় বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    তালায় বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত


    তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় বাসের চাপায় মো. তরিকুল ইসলাম (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি তালা উপজেলার দাদপুর গ্রামে। তিনি নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে পিতার জন্য ভাত নিয়ে যাচ্ছিল।

    তরিকুলের চাচাতো ভাই তৌহিদুজ্জামান জানান, ‘ রোববার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে করে মির্জাপুর বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে ভাত নিয়ে যাচ্ছিল তরিকুল। এ সময় হঠাৎ সাতক্ষীরাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পাটকেলঘাটার একটি ক্লিনিকে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাত ১টার দিকে তিনি মারা যান।’
    পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, বাসটি জব্দ করেছে চুকনগর হাইওয়ে পুলিশ। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।##

  • সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মো. মফজুলার রহমান খোকন’র মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির গভীর শোক

    সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মো. মফজুলার রহমান খোকন’র মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির গভীর শোক


    সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মফজুলার রহমান খোকন’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মফজুলার রহমান খোকন রবিবার (১৬ এপ্রিল) সকাল ৭টা ২০ মিনিটের সময় তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না—রাজিউন)। মরহুমের মৃত্যুতে এমপি রবি বলেন, আমি তাঁর মৃত্যুতে খুবই মর্মাহত ও গভীরভাবে শোকাহত। সে বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নিবেদিত প্রাণ ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ কর্মীকে হারাল। রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পুরণ হওয়ার নয়। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মো. মফিজুর রহমানের পিতা। এদিকে, সবার প্রিয় মো. মফজুলার রহমান খোকন’র মৃত্যুতে তার নিজ গ্রামের বাড়ি বাঁশদহাসহ সাতক্ষীরার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

  • অধ্যাপক এম এ ফারুক এর মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিক নেতৃবৃন্দের শোক

    অধ্যাপক এম এ ফারুক এর মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিক নেতৃবৃন্দের শোক

    প্রেসবিজ্ঞপ্তি

    সাবেক এমসিএ মমতাজ আহমেদের বড় ছেলে এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সম্বন্ধী ও কলারোয়ার বোয়ালিয়া গ্রামের অধিবাসি অধ্যাপক এম এ ফারুক মারা গেছেন। (ইন্নালিল্লাহে—-রাজিউন)। বুধবার সকাল ৬টার দিকে ঢাকার শ্যামলীতে ছেলের বাসায় তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
    তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, সূর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আব্দুল বারী, রুহুল কুদ্দুস, সাংবাদিক ঐক্যের সদস্য সচিব শরীফুল্লাহ কায়সার সুমন, টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক আবুল কাসেম, সদস্য সচিব আমিনা বিলকিস ময়না, সাংবাদিক কেন্দ্রের সমম্বয়ক আহসানুর রহমান রাজীব প্রমুখ।
    অধ্যাপক এম এ ফারুক কলারোয়া সরকারি কলেজসহ বিভিন্ন কলেজে অধ্যাপনা করেছেন। এছাড়া তিনি যশোর শিক্ষাবোর্ডের স্কুল পরিদর্শক ছিলেন।

  • আজ শহীদ মিনারে ডা. জাফরুল্লাহর প্রতি শ্রদ্ধা

    আজ শহীদ মিনারে ডা. জাফরুল্লাহর প্রতি শ্রদ্ধা


    ন্যাশনাল ডেস্ক: সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। একইসঙ্গে সেখানে রাষ্ট্রীয়ভাবেও তাকে শ্রদ্ধা জানানো হবে।বুধবার (১২ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন আলফাতুন নেসা মায়া সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন ১৪ এপ্রিল শুক্রবার শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় তার মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১১টার দিকে মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। বর্তমানে তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারের সমস্যাও দেখা দেয়। এ ছাড়া, তিনি অপুষ্টিসহ গুরুতর সেপটিসেমিয়ায় আক্রান্ত ছিলেন।

  • না ফেরার দেশে ‘সিক্স হিটার’ সেলিম দুরানি

    না ফেরার দেশে ‘সিক্স হিটার’ সেলিম দুরানি


    স্পোর্টস ডেস্ক : শেষ নিশ্বাস ত্যাগ করলেন ভারতের সাবেক অলরাউন্ডার সেলিম দুরানি। ৮৮ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, গুজরাটের জামনগরে ভাই জাহাঙ্গীর দুরানির সঙ্গে থাকতেন তিনি।
    এই বছরের জানুয়ারিতে পড়ে গিয়ে ঊরুর হাড় ভেঙে ফেলেন দুরানি। পরে প্রক্সিমাল ফেমোরাল নেইল অস্ত্রোপচার করানো হয়। দীর্ঘদিন ধরে ক্যানসারেও ভুগছিলেন তিনি। বাঁহাতি আগ্রাসী ব্যাটার ও স্পিনার দুরানি ২৯ টেস্ট খেলে ১২০২ রান করেছেন এবং নিয়েছেন ৭৫ উইকেট।১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজে ভারতের প্রথম টেস্ট জয়ে জাদুকরী স্পেলের জন্য দুরানি স্মরণীয় হয়ে থাকবেন। সুনীল গাভাস্কারের অভিষেক টেস্টে মাত্র কয়েক বলের ব্যবধানে ক্লাইভ লয়েড ও গ্যারি সোবার্সকে আউট করেন তিনি। পরের জনকে রানের খাতাই খুলতে দেননি। পোর্ট অব স্পেনে দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে তার এই বোলিংয়ে সাত উইকেটে জয় পায় ভারত। ১৭ ওভার বল করে মাত্র ২১ রান দেন দুরানি।ওই টেস্টের দশ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ে অবদান রাখেন। ১৯৬১-৬২ মৌসুমে কলকাতা ও চেন্নাইয়ে ৮ ও ১০ উইকেট নেন। নিজের দ্বিতীয় টেস্ট সিরিজে ৯ ইনিংসে ২৩ উইকেট নিয়ে সিরিজের শীর্ষ বোলার ছিলেন দুরানি।১৯৩৪ সালে কাবুলে জন্ম নেওয়া দুরানি ১৯৬০ সালে ভারতের জার্সিতে অভিষিক্ত হন। ব্যাটিংয়ে আগ্রাসী মনোভাবের কারণে দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। এমনকি তাদের দাবি অনুযায়ী ছক্কা মারতেও সিদ্ধহস্ত ছিলেন, ‘সিক্স হিটার’ নামে খ্যাতি কুড়ান। ১৯৬২ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্ট সেঞ্চুরি করেন দুরানি। শেষ টেস্ট খেলেন ১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে। যে ব্রাবোর্নে স্টেডিয়ামে অভিষেক হয়েছিল, সেখানেই ২৫.০৪ ব্যাটিং গড় নিয়ে শেষ করেন ক্যারিয়ার।

  • শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্য

    শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্য

    নিহত শিশুর মামা ফারুক হোসেন জানান, দুই দিন আগে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে তাহারাত। আজ দুপুরের দিকে পরিবারের সদস্যদের অসতর্কতার সুযোগে সে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিলন হোসেন জানান, মৃত অবস্থায় শিশু তাহারাতকে তাঁদের কাছে নেওয়া হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

  • সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ হাজী নিহত

    সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ হাজী নিহত

    আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হাজীদের বহনকারী বাস একটি ব্রীজের সাথে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে গেলে অন্তত ২০ হাজী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৯ জন। সৌদি আরবের আসির প্রদেশে সোমবার এ দুর্ঘটনা ঘটে।
    দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ কথা বলা হয়েছে।
    রোজার প্রথম সপ্তাহে এবং ওমরাহ পালনের ব্যস্ত সময়ে এ দুর্ঘটনা ঘটল। 
    রাষ্ট্র অনুমোদিত ‘আল এখবারিয়া’ চ্যানেলের খবরে বলা হয়েছে, এ পর্যন্ত পাওয়া প্রাথমিক খবরে জানা গেছে দুর্ঘনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। আহতের মোট সংখ্যা প্রায় ২৯ জন। 
    হতাহতরা বিভিন্ন দেশের বলে খবরে বলা হয়েছে। তবে তারা ঠিক কোন দেশের তা বলা হয় নি।  
    বেসরকারি ‘ওকাজ’ পত্রিকার খবরে বলা হয়েছে, ব্রেক কাজ না করায় একটি সেতুর সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। 
    আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 
    খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায় এবং দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়। 
    হতাহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।
    উল্লেখ্য, সৌদি আরবের মদিনা শহরের কাছে ২০১৯ সালের অক্টোবরে বাস ও অপর একটি ভারি যানের মুখোমুখি সংঘর্ষে ৩৫ বিদেশী নিহত ও আরো চারজন আহত হয়।

  • সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদকের স্ত্রীর মৃত্যুতে শোক

    সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদকের স্ত্রীর মৃত্যুতে শোক

    সংবাদ বিজ্ঞপ্তি: সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী’র স্ত্রী এটিএন বাংলার স্টাফ রিপোর্টার (প্রাইভেট চ্যানেলের সর্বপ্রথম রিপোর্টার) ও অধুনালুপ্ত যশোর থেকে প্রকাশিত সাপ্তাহিক ঝড় পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহানারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সূর্যের আলো পরিবার। তিনি রবিবার (২৬ মার্চ) রাত ৮ টা ১৫ মিনিটে যশোর সার্কিট হাউজ পাড়া এলাকার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যৃকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক আব্দুল ওয়ায়েশ খান চৌধুরী, নির্বাহী সম্পাদক শেখ আসাদুর রহমান, বার্তা সম্পাদক ডা. মো. মুনসুর রহমান, সাহিত্য সম্পাদক মো. আরিফ হোসেন, স্টাফ রিপোর্টার আশিকুজ্জামান খান, মারুফ আহমেদ খান শামীম, শেখ রিজাউল ইসলাম, এসএম একরামুল হক, কামরুজ্জামান, সীমান্ত প্রতিনিধি আবু বক্কর সিদ্দিকী, ক্রীড়া প্রতিবেদক মো. সেলিম হোসেন, শ্যামনগর বিউরো প্রধান মো. নুরুজ্জামান, সীমান্ত (কালিগঞ্জ) প্রতিনিধি গোলাম রব্বানী, আশাশুনি প্রতিনিধি আজাদ হোসেন টুটুল, তালা প্রতিনিধি আব্দুল আলিম, পাটকেলঘাটা প্রতিনিধি মো. মফিজুল ইসলাম, পৌর প্রতিনিধি শেখ সাইদুজ্জামান, শহর প্রতিনিধি মো. ওমর ফারুক, ফটোগ্রাফ আহাজ উদ্দিন সুমন প্রমূখ।

  • সিটি ইমেজিং সেন্টার ও কিওরহোম জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা.  সওকাত আলী লস্কর’র মৃত্যুতে ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরার শোক

    সিটি ইমেজিং সেন্টার ও কিওরহোম জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সওকাত আলী লস্কর’র মৃত্যুতে ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরার শোক


    নিজস্ব প্রতিনিধি : বিপিএমপিএ ও বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক, সিটি ইমেজিং সেন্টার ও কিওরহোম জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সওকাত আলী লস্কর এঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ইউনাইটেড হসপিটালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন এবং সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান ডা. সওকাত আলী লস্কর। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। ডা. সওকাত আলী লস্কর’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সিনিয়র সহ সভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল, সহ-সভাপতি পুলক কুমার পাল, সহ-সভাপতি কে এম মুজাহিদুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ন সম্পাদক আবুল খায়ের, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, দপ্তর সম্পাদক মো. শাহীনুর রহমান, প্রচার সম্পাদক সি এম নাজমুল ইসলামসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। মরহুমের জানাযা নামাজ আগামীকাল ০৪/১১/২০২২ইং, শুক্রবার, জুম্মাবাদ, শহীদ হাদিস পার্ক, খুলনায় অনুষ্ঠিত হবে। এদিকে বিপিএমপিএ ও বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক, সিটি ইমেজিং সেন্টার ও কিওরহোম জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সওকাত আলী লস্কর মৃত্যুতে তার নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশা পাশি মরহুমের জন্য মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদাউস কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

  • দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিব এর মৃত্যুতে
    সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক


    দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক অমিত হাবিব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন।

  • আশাশুনিত বীর মুক্তিযাদ্ধা জামাত আলী’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    আশাশুনিত বীর মুক্তিযাদ্ধা জামাত আলী’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    বি এম আলাউদ্দীন প্রতিনিধি : আশাশুনিত বীর মুক্তিযাদ্ধা জামাত আলী’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন। শনিবার রাত ১২টার দিক হৃদরাগ আক্রাÍ  হয় মত হরমুজ গাজীর ছল বীর মুক্তিযাদ্ধা সাবক ইউপি সদস্য জামাত আলী মত্যুবরণ করন। মত্যুকাল তার বয়স হয়ছিল (৭৫)। তিনি দুই স্ত্রী চার পুত্র ও চার কন্যা সহ অসংখ্য গুনা গহ রখ গছ। রবিবার উপজলা নির্বাহী অফিসার মাহাম্মদ ইয়ানুর রহমানর উপস্িিতিত মরহুম বীর মুক্তিযাদ্ধাক জলা ও আশাশুনি থানা পুলিশর একটি চকিশ দল গার্ড অফ অনার প্রদান করা হয়। পর শ্রীকলশ পুরাতন জাম মসজিদ চত্বর মরহুমর জানাজা নামাজ শষ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। শ্রীকলশ পুরাতন জাম মসজিদর ইমাম মাওঃ মুক্তাজুল ইসলামর পরিচালনায় জানাজা নামাজ উপস্তি ছিলন সাবক মুক্তিযাদ্ধা কমান্ডার আব্দুল হানান, বীর মুক্তিযাদ্ধা আব্দুল করিম, লিয়াকত আলী, সদর ইউপি চয়ারম্যান হাসনুজ্জামান হাসন, প্রধান শিক্ষক আব্দুর রহিম, আবুল কালাম আজাদ, সাবক জলা পরিষদর সদস্য ও উপজলা যুবলীগর সাধারণ সম্পাদক মহিতুর রহমান, আশাশুনি থানার সকন্ড অফিসার এসআই গালাম মাস্তফা ও এসআই ইমরান হাসন, ইউপি সদস্য শাহিনুর আলম, সাবক এমপি সদস্য আব্দুর রহিমসহ বীর মুক্তিযাদ্ধা বদ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন রাজনতিক দলর নতবদ উপস্তি ছিলন।

  • ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের নামাজে জানাযা সম্পন্ন

    ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের নামাজে জানাযা সম্পন্ন


    সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

    শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টায় সুলতানপুর পিএন হাইস্কুল এন্ড কলেজ মাঠে তার নামাজে জানাযা শরীক হয়ে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ শাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি শেখ নুরুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এলাকার মুসুল্লী ও আত্মীয়-স্বজনরা নামাজে জানাযায় উপস্থিত ছিলেন। নামাজে জানাযায় ইমামতী করেন সুলতানপুর বড় বাজার জামে মসজিদের ইমাম মুহাদ্দিস আব্দুল খালেক। উল্লেখ্য, শেখ কামরুল হক চঞ্চল শনিবার (২৩ জুলাই) অনুমান বিকাল সাড়ে ৪টায় সুলতানপুরস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। নামাজে জানাযা শেষে সুলতানপুরস্থ পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।