Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
শিক্ষা Archives - Page 8 of 10 - Daily Dakshinermashal

Category: শিক্ষা

  • প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফল হস্তান্তর

    ডেস্ক রিপোর্ট: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সকাল ১০টার দিকে সব বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। এরপর দুপুর ১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন। এরপর দুপুর ২টায় শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে নিজ কলেজ ও মাদ্রাসা থেকে ফল জানতে পারবে। এছাড়া এসএমএস ও অনলাইনে ফল জানা যাবে।

    শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী পরীক্ষা শেষের পরবর্তী ৬০ দিনের মধ্যেই এ ফল প্রকাশ করা হচ্ছে। এরপর দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব মেইল) এবং এসএমএস এর মাধ্যমে একযোগে ফল প্রকাশ করা হবে। এ ছাড়া এটুআইয়ের মাধ্যমে ফলাফল জানতে মোবাইল থেকে ৩৩৩ ডায়াল করেও এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানা যাবে।

    সারা দেশের দুই হাজার ৫৪১টি কেন্দ্রে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে সাধারণ আট বোর্ডে শিক্ষার্থী সংখ্যা ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন। গত ২ এপ্রিল শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা চলে ১৩ মে পর্যন্ত। আর ১৪ থেকে ২৩ মের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।

  • খুবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

    খুবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

    তৈয়েবুর তামিম: কোটা সংস্কার আন্দোলনে আটক শিক্ষার্থীদের মুক্তি, নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান এবং কোটা সংস্কারের দাবিতে মুখে কালো কাপড় বেধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।
    অাজ রবিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত খুবির হাদী চত্বরে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
    প্রথমে মুখে কালো কাপড় বেঁধে ক্যাম্পাসের হাদী চত্বর থেকে শুরু করে প্রশাসনিক ভবন পর্যন্ত একটি মিছিল বের করে পরে অাবার হাদী চত্বরে অবস্থান করে অান্দোলনরত শিক্ষার্থীরা। পরে সেখানে মানববন্ধনে দাঁড়িয়ে কোটা সংস্কার এবং অান্দোলনরত শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তির দাবীতে তারা অান্দোলন করেন।
    মানববন্ধনে বক্তব্য রাখা শিক্ষার্থী আমিনুর রহমান বলেন, অামরা কোটা সংস্কারের যৌক্তিক অান্দোলনে নেমেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তিনি কোটা উঠিয়ে দেয়ার ঘোষণা দেন অামরা সাধারণ শিক্ষার্থীরা তাঁকে ‘মাদার অব এডুকেশন’ উপাধিতে ভূষিত করেছিলাম কিন্তু প্রজ্ঞাপন জারি না হওয়ায় অামরা অাবারো মাঠে নামি তারপর ক্ষমতাশীল ছাত্রসংগঠনের নেতা কর্মীরা অামাদের যৌক্তিক অান্দোলনে নৃশংস হামলা চালায়। হামলাকারীদের বিচার না করে যারা ভিক্টিম নূর, রাশেদরা অাজ বিনা অপরাধে জেলে অাছে তাদের মুক্তি না দেয়া পর্যন্ত অামাদের এই কর্মসূচি চলতে থাকবে।
    কোটা অান্দোলনে বক্তব্য দেয়া অাশিক রহমান বলেন, অাজ যৌক্তিক অান্দোলনে শরিক হওয়া মেয়েরাও নিরাপদ নয়। অপরাধীরা চোখের সামনে ঘুরাফেরা করলেও তারা অাজ ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছে। অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচার করতে হবে এবং অামার ভাইদের দ্রুত জেল থেকে মুক্তি দিতে হবে। তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত অামরা ক্লাসে ফিরে যাবো না।
    শরিফুজ্জামান বলেন, অামাদের সহজ সরল একটাই দাবী অার সেটা হলো কোটা যৌক্তিক সংস্কার চাই।
    শেখ সাইফুল ইসলাম বলেন, আমরা ন্যায্য দাবিতে আন্দোলন করছি। আমরা কারও বিরুদ্ধে অবস্থান নেয়নি। আন্দোলনকারী যে সব ভাইকে আটক করা হয়েছে, সরকারের প্রতি আমাদের দাবি তাদের মুক্তি ও নিখোঁজদের সন্ধান দিতে হবে। সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার চাই এবং হাতুড়িপেটানো ছাত্রলীগের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদন্ড চাই। হাসপাতাল থেকে শিক্ষার্থীদের চিকিৎসা না করে বের করে দেওয়ারও তীব্র নিন্দা জানাচ্ছি। এছাড়া আন্দোলনকারীদের ওপর যারা হামলা করেছে তদন্ত সাপেক্ষে তাদের বিচার করতে হবে এবং বাংলাদেশের সকল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।
    এছাড়াও কোটা সংস্কার অান্দোলনে বক্তব্য রাখেন কাঞ্চন কুমার, রিফাত অাহমেদ, মাসুদ অাল মোস্তফা, শেখ শুভ, মুক্তা অাক্তার, ইয়াছিন অালী, নরোত্তম পল, শেখ নাভিদ প্রমুখ।
  • সরকারি পলিটেকনিট ইন্সটিটিউটের সাথে অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষর চুক্তি

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি পলিটেকনিট ইন্সটিটিউটের সাথে অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষর চুক্তি সম্পন্ন করা হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারি পলিটেকনিট ইন্সটিটিউট ও অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের যৌথ আয়োজনে সাতক্ষীরা সরকারি পলিটেকনিট ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমানের সভাপতিত্বে সমঝোতা স্মারক স্বাক্ষর চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ও শেখ হাসিনা সফ্টওয়ার আইটি পার্কের প্রেসিডেন্ড ড. মো. শাহিন আজাদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিট ইন্সটিটিউটের একাডেমিক ইনচার্জ ড. এম.এম নজমুল হক, অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের বিজনেন্স ডেভলেপমেন্ট ম্যানেজার মো. কৌশিক ইসলাম, কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, ট্যুরিজম বিভাগীয় প্রধান সিদ্দিক আলী, ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী অলোক সরকার প্রমুখ। অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষর চুক্তি হওয়ার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি পলিটেকনিট ইন্সটিটিউটের কম্পিউটার বিভাগের শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত হবে। এসময় সাতক্ষীরা সরকারি পলিটেকনিট ইন্সটিটিউটের শিক্ষক ও অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের সফ্টওয়ার ইঞ্জিনিয়ার এম.এম আল-আমীন।

  • ল স্টুডেন্টস ফোরামের সুস্থ্যতা কামনা

    সংবাদ বিজ্ঞপ্তি: জেলা আইনজিবি সমিতির সাধারণ সম্পাদক ও ল কলেজের প্রভাষক এবং ল স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা এড. আ ক ম রেজওয়ানউল্লাহ সবুজ সড়ক দূর্ঘটনায় শনিবার গুরুত্বর আহত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা কামনা করেছেন ল স্টুডেন্টস ফোরামের প্রাক্তন সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক কাজী শাহাবউদ্দীন সাজু, সিনিয়র সহ সভাপতি আব্দুর রব পলাশ, সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সিনিয়র সহ সভাপতি তহসিন কবীর খান শান্ত প্রমুখ।

  • কল্যাণপুর হাই স্কুলের নির্বাচনে ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

     

    আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর এম এইচ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এ বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচনের তফশীল ঘোষণা করলে অভিভাবক সদস্য পদে ৫ জন ও শিক্ষক প্রতিনিধি পদে ৩ জন মনোনয়নপত্র জমা দেন। বৃহস্পতিবার বিকালে যাচাই বাছাইকালে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ফলে অভিভাবক সদস্য (সাধারণ) ৪টি পদে সাইফুল ইসলাম, তাজুদ্দিন মিস্ত্রী, জুলফিকর মোল্যা, খোকন তরফদার ও অভিভাবক সদস্য (সংরক্ষিত) ১টি পদে আনোয়ারা পারভিন এবং শিক্ষক প্রতিনিধি ৩টি পদে রিয়াছাত আলি, হরিদাশ কুমার সানা ও কনিকা মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

  • কাশিমাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

    কাশিমাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

    কাশিমাড়ী প্রতিনিধি: কাশিমাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরণ করা হয়েছে।

    ‘ফুলের মত ফুটবো মোরা আলোর ন্যায় ছুটবো, জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়বো’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে শংকরকাটি সততা সংগঠনের উদ্যোগে গত সোমবার বিকালে শ্যামনগর উপজেলার শংকরকাটি বাজার চত্বরে ২০১৮ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরুস্কার বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শংকরকাটি সততা সংগঠনের সভাপতি মো. আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ।

    সততা সংগঠনের সদস্য তানভীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ এস.এম আব্দুল হাই, ঢাকা মেগা সিটি কলেজের বাংলা বিভাগের প্রধান সায়দুল ইসলাম, নর্দান ইউনিভার্সিটির সিএসই বিভাগীয় প্রধান রবিউল ইসলাম, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাস্টার সওকাত হোসেন প্রমুখ।

  • মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন সাতক্ষীরার কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক :

    cof

    হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ চত্বরে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রণজিৎ হালদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ডা: মেহেদী নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা বিএম’র সভাপতি ডা: আজিজুর রহমান, স্বাচিপ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক ডা: মনোয়ার হোসেন, সাতক্ষীরা বিএম’র সাংগঠনিক সম্পাদক ডা: শামসুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: হরষিৎ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে সৌমিত্র বৈরাগীকে সভাপতি এবং হুমায়ন কবিরকে সাধারণ সম্পাদক করে মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন সাতক্ষীরার কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য বিগত ১৩ অক্টোবর২০১৬ তারিখে রণজিৎ হালদারকে আহবায়ক ও বি এম আসাদুজ্জামান নুরকে সদস্য সচীব করে কমিটি গঠন করার মাধ্যমে উক্ত সংগঠনের পথচলা শুরু হয়। অত্যন্ত আনন্দঘন পরিবেশে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুলের শতবর্ষ উদযাপন কমিটির সভা

    দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সদ্য সরকারীকৃত বিবিএমপি হাইস্কুলের শতবর্ষ উদযাপন কমিটির এক সভা শনিবার সকাল সাড়ে ১০টায় স্কুলের ল্যাঙগুয়েজ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ডাঃ আব্দুল লতিফ। সভায় অন্যান্যের মধ্যে কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাবেক শিক্ষক মোজাম্মেল হোসেন, সাবেক শিক্ষক আব্দুল হামিদ, মাহমুদুল হক লাভলু, মোঃ শামসুজ্জোহা, প্রচার কমিটির আহবায়ক আর.কে.বাপ্পা, শিক্ষক সিদ্দিক আহমেদ মিঠু, শিক্ষক গৌর চন্দ্র পাল, সাখাওয়াত হোসেন, হারুন-অর রশিদ, সাংবাদিক কে.এম রেজাউল করিম প্রমুখ। সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহনের পাশাপাশি আগামী রোজার ঈদের পরের দিন সকাল ১০ টায় স্কুল মিলনায়তনে বিভিন্ন উপ-কমিটি গঠন ও কমিটির পূর্নাঙ্গ করা হবে।

  • আগামী ১জুন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেবে ২৩ হাজার ৮৭ জন : পদের সংখ্য ৪৭

    নিজস্ব সংবাদদাতা: সাতক্ষীরায় আগামি ১ জুন শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। সকাল ১০টা হতে সকাল ১১টা ২০ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের লিখিত পরীক্ষায় জেলায় ৪৭টি পদের বিপরীতে অংশ নিচ্ছে ২৩ হাজার ৮৭ জন। অর্থাৎ প্রতি ৪৯১ জনে একজন নিয়োগ পাওয়ার কথা। কিন্তু বাস্তবে শুধু সাতক্ষীরা সদর ও আশাশুনিতে ১৫জন করে ৩০জন শিক্ষকের পদশূণ্য রয়েছে। এছাড়া বাকি ১৭টি পদে প্যানেলভুক্ত ও পুলভুক্ত শিক্ষক যোগদান করবে। সেই হিসেবে প্রতি ৭৬৯ জনে একজন করে নিয়োগ পাবে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।
    নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। পরীক্ষা কেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটার নিষিদ্ধের পাশাপাশি দেহ তল্লাসী করে প্রবেশ করানো হবে। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রাখা হবে। প্রশ্নপত্র ফাঁস রোধে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারই প্রথম কক্ষ অনুযায়ী সিলমোহরকৃত প্রশ্ন সরবারাহ করা হবে। প্রতি কেন্দ্রে কয়েক দফায় মিটিং করা হয়েছে। কেন্দ্র সচিবরা জানান, পরীক্ষা সুষ্ঠু করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।
    জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানান,এবারজেলায় ২৯টি কেন্দ্রের অধীনে ২৩ হাজার ৮৭ জন পরীক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে।
    এরমধ্যে কেন্দ্র সাতক্ষীরা সরকারি কলেজ (কলা ভবন) রোল নং ০১ হতে ১৫০০ রোল পর্যন্ত। সাতক্ষীরা সরকারি কলেজ (বিজ্ঞান ভবন) রোল নং ১৫০১ হতে ৩০০০ রোল পর্যন্ত ১৫০০ জন। সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ ৩০০১ হতে ৪০০০ পর্যন্ত ১০০০ জন। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা ৪০০১ হতে ৫০০০ রোল পর্যন্ত ১০০০ জন। আব্দুল করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫০০১ হতে ৩০০০ রোল পর্যন্ত ১৫০০ জন ৫৫০০ পর্যন্ত ৫০০ জন। সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ৫৫০১ হতে ৭০০০ পর্যন্ত ১৫০০ জন। সাতক্ষীরা নবারুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৭০০১ হতে ৭৭০০ পর্যন্ত ৭০০ জন। সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজ ৭৭০১ হতে ৮৪০০ পর্যন্ত ৭০০ জন। সাতক্ষীরা ডে নাইট কলেজ ৮৪০১ হতে ৯৪০০ পর্যন্ত ১০০০ জন। পিটিআই, সাতক্ষীরা ৯৪০১ হতে ৯৯০০ পর্যন্ত ৫০০ জন। কারিমা মাধ্যমিক বিদ্যালয় ৯৯০১ হতে ১০৮০০ পর্যন্ত ৯০০ জন। সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় ১০৮০১ হতে ১১৯০০ পর্যন্ত ১১০০ জন। সাতক্ষীরা টাউন গার্লস মাধ্যমিক বিদ্যালয় ১১৯০১ হতে ১২৫০০ পর্যন্ত ৬০০ জন। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ১২৫০১ হতে ১৩৫০০ পর্যন্ত ১০০০ জন। সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ১৩৫০১ হতে ১৩৯০০ পর্যন্ত ৪০০ জন। তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ১৩৯০১ হতে ১৪৭০০ পর্যন্ত ৮০০ জন। দ্যা পোলস্টার পৌর মাধ্যমিক বিদ্যালয় ১৪৭০১ হতে ১৫২০০ পর্যন্ত ৫০০ জন। পিএন বিয়াম ল্যাবরেটরী স্কুল ১৫২০১ হতে ১৫৬০০ পর্যন্ত ৪০০ জন। রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় ১৫৬০১ হতে ১৬৩০০ পর্যন্ত ৭০০ জন। সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় ১৬৩০১ হতে ১৬৯০০ পর্যন্ত ৬০০ জন। সাতক্ষীরা সিটি কলেজ ১৬৯০১ হতে ১৮২০০ পর্যন্ত ১৩০০ জন। সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ১৮২০১ হতে ১৮৭০০ পর্যন্ত ৫০০ জন। পলাশপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ১৮৭০১ হতে ১৯৪০০ পর্যন্ত ৭০০ জন। সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসা ১৯৪০১ হতে ১৯৮০০ পর্যন্ত ৪০০ জন। ছফুরননেছা মহিলা কলেজ ১৯৮০১ হতে ২০২০০ পর্যন্ত ৪০০ জন। বাঁকাল মাধ্যমিক বিদ্যালয় ২০২০১ হতে ২০৬০০ পর্যন্ত ৪০০ জন। আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ২০৬০১ হতে ২১৪০০ পর্যন্ত ৮০০ জন। মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় ২১৪০১ হতে হতে ২২১০০ পর্যন্ত ৭০০ জন এবং সীমান্ত আদর্শ কলেজ, সাতক্ষীরা ২২১০১ হতে ২৩০৮৭ পর্যন্ত ৯৮৭ জন।
    সূত্র জানায়, কোটা মেনে এবারও সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেয়া হবে। এরমধ্যে নারী কোটা ৬০ শতাংশ, পোষ্য কোটা ২০ শতাংশ এবং পুরুষ কোটা ২০ শতাংশ। এসব কোটার মধ্যেও মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটা রয়েছে। ২০১৪ সালে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতার কারণে তা অনিুষ্ঠিত হচ্ছে প্রায় ৫ বছর পর।

  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল

    বৃহস্পতিবার সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহ্ আবদুল সাদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান, এনডিসি মোশারেফ হোসাইন প্রমুখ।
  • ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব সাতক্ষীরা (ডুসাস) এর ইফতার মাহফিল

    এনইউবিটি প্রতিনিধি: ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব সাতক্ষীরার বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ঢাকা বিশ^বিদ্যালয়ের বাণিজ্য অনুষদ কনফারেন্স হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা’র উপাচার্য ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মের যেকোন আয়োজনে উপস্থিত হতে পারাটা আমার জন্য আনন্দের। তরুণদেরকে দেখে আমি নিজে অনুপ্রাণিত হই। তিনি বলেন, আমরা সবাই সাতক্ষীরার সন্তান। অমিত সম্ভাবনার এই জেলাকে একটি সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে সাতক্ষীরার সকল সন্তানকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
    ডুসাস সভাপতি সৈয়দ শরিফুল আলম (শপু)’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোখতার হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সরর্দার মুজিব, ঢাকা বিশ^বিদ্যালয় রোকেয়া হলের সাবেক সভাপতি মাসুদা খানম, ইসলামী ইউনিভার্সিটি ছাত্রলীগ এর সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় উপকমিটির সদস্য আফসার উদ্দিন, সূর্যসেন হল সভাপতি নাহিদ হাসান শাহিন প্রমূখ। ডুসাস সেক্রেটারি ইকরামুজ্জামান (ইকরাম) অনুষ্ঠানটি সঞ্চলনা করেন। ডুসাস এর অন্যান্য সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • জেলাপরিষদ সদস্য আল ফেরদাউস আলফার

    কোমরপুরে উদ্যোগে দোয়া অনুষ্ঠান
    গতকাল দেবহাটায় জেলা পরিষদ সদস্য আল ফেরদাউসের উদ্যোগে কোমরপুরে উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসাতে ৪ জন কুরআনে হাফেজ হাফেজী শেষ করায় তাদের পাগড়ী প্রদান ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আলহাজ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারন সম্পাদক আব্দুল বারী, দৈনিক পত্রদূতের উপদেষ্ঠা সম্পাদক এডভোকেট আবুল কালাম আযাদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী। অন্যান্যদের মধ্যে উপস্থতি ছিলেন দেবহাটাপ্রসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও আমির কান চৌধুরী প্রমুখ।

  • নন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও ভূক্তি করার দাবিতে আলোচনা সভা

    নিজস্ব প্রতিনিধি: নন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও ভূক্তি করার দাবিতে সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১২টায় সাতক্ষীরা ল কলেজের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও ভূক্তির আশ্বাসের বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রিয় সিন্ধান্ত মোতাবেক উক্ত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলার সভাপতি অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম। সভায় বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মেহেদী হাসান, সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান সহ সকল উপজেলার সভাপতি ও সেক্রেটারীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ রেজাউল করিম, অধ্যক্ষ জাহিরুল আলম, ইবাদুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, জিল্লুর রহমান, মাওঃ গোলাম রসুল, মাওঃ হারুনুর রশিদ, মাহবুবুর রহমান, হোসাইন আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এস এম তৈয়েবুর রহমান। এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এদেশের শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন হয়েছে। যা বিগত কোন সরকারের আমলে হয়নি। বছরের প্রথমে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ বর্তমান সরকারের এক উজ্জল দৃষ্ঠান্ত। বক্তারা আরো বলেন, মাননীয় প্রধানন্ত্রীর আশ্বাস নিশ্চয়ই বাস্তবায়ন হবে। সেক্ষেত্রে আমরা বাজেট লক্ষ করছি। বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্ধ না থাকলে আগামী ১০ জুন ১৮ তারিখ থেকে ঢাকা জাতীয় প্রেসক্লাব এর সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

  • জাতপুর টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. সাইফুল্লাহ’র বিরদ্ধে অর্থ অত্মসাতসহ অসংখ্য দুর্নীতির অভিযোগ

    তালা প্রতিনিধি: তালা উপজেলার জাতপুর টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. সাইফুল্লাহ’র বিরদ্ধে অর্থ অত্মসাতসহ অসংখ্য দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা।
    সোমবার সকালে তালা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের প্রভাষক জিএম ফৈজুর রহমান।
    লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০১ সালে জাতপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষক-কর্মচারীরা যথাযথভাবে দায়িত্ব পালন করে আসলেও কলেজ অধ্যক্ষ মোঃ সাইফুল্লাহ’র ব্যাপক দুর্নীতির কারণে তারা মানসিক নির্যাতন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে। ২০০৪ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পাবলিক পরীক্ষায় সেরাদেশের মধ্যে ৬ষ্ঠ স্থান অধিকার করে কলেজটি। কিন্তু অধ্যক্ষের নানা চক্রান্ত ও দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
    ২০১৬ সালের ২৬ শে নভেম্বর এন,টি,আর,সি,এ কর্তৃক নির্বাচিত ৫ জন শিক্ষক প্রতিষ্ঠানে যোগদান করেন। এরমধ্যে প্রভাষক (ব্যাংকিং) উৎপল কুমার সাহার এমপিওভূক্তির জন্য অধ্যক্ষ মোঃ সাইফুল্লাহ ৫ লাখ টাকা ঘুষ দাবী করেন। প্রভাষক উৎপল উৎকোচের উক্ত টাকা দিতে না পারায় অদ্যাবধি এমপিওভূক্তি না হয়ে মানবেতার জীবনযাপন করছে।
    এছাড়া ২০০৪ সালে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হলেও অধ্যক্ষের দুর্নীতির কারণে তৎকালিন সভাপতি বিলে স্বাক্ষর না করায় ২০০৭ সালের মে মাসের সকল শিক্ষক-কর্মচারীদের বেতনবিল বন্ধ হয়ে যায়। পরে প্রায় ৬০ হাজার উক্ত বিল অধ্যক্ষ প্রদান না করলে শিক্ষক-কর্মচারীদের আর্থিক ক্ষতিগ্রস্তসহ মানবেতার জীবন যাপন করছেন। এছাড়া কলেজ অধ্যক্ষ মোঃ সাইফুল্লাহ অদ্যাবধি ছাত্র-ছাত্রীদের নিকট হতে ফরম ফিলআপ বাবদ ১৮ লাখ ৮১ হাজার ৫৭১ টাকা, ভর্তি ও রেজিষ্ট্রেশন বাবদ ৬ লাখ ৯৫ হাজার ৪০৭ টাকা, প্রসংশাপত্র বিতরণ ১ লাখ ৪৭ হাজার ৮শত, উপবৃত্তি প্রদানের নাম করে ৪৩ হাজার ৩শত, শর্টকোচ থেকে আয়কৃত (ফেব্রুয়ারী ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত) প্রায় ৫ লাখ টাকা , জমির হারি, ফলজ,বনজ ও পুকুর লিজ বাবদ (২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত) ৩ লক্ষ ৫০ হাজার টাকা মিলে মোট ৩৬ লক্ষ ১৮ হাজার ৭৮ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ রয়েছে।
    কলেজের অফিস সহকারী হায়দার আলী মোল্যা কলেজ অধ্যক্ষের অবৈধভাবে আর্থিক দুর্নীতির কাজে সহযোগিতা না করায় কলেজের যাবতীয় কার্যক্রম থেকে বিরত রেখে নি¤œমান সহকারী কাম মুদ্রাক্ষরিক উত্তম সরকারকে নিয়ে অর্থ অত্মসাৎ পরিকল্পনা বাস্তবায়ন ভুয়া বিল ভাউচার তৈরি করে কাজ চালিয়ে যাচ্ছে। ছাত্র-ছাত্রীদেরকেও ভুয়া রশিদ বইয়ে স্বাক্ষর করতে বাধ্য করেন তিনি। এছাড়া কলেজ গত ০৬/০৮/২০০৪ তারিখে প্রভাষক চঞ্চল রায়কে অবৈধভাবে সেক্রেটারিয়েল সায়েন্স পদে নিয়োগ প্রাদন করেন। নিয়েগের সময় প্রভাষক চঞ্চল রায়ের বয়স ছিল ৩৩ বছর যা আইন বহির্ভুত। মোটা অংকের টাকার বিনিময়ে অধ্যক্ষ তার বয়সসীমা গোপন করে তাকে নিয়োগ প্রদান করেছেন এবং তথ্য গোপন করে আইন বর্হিভূতভাবে এডহক কমিটির মাধ্যমে টাইম স্কেল পরিবর্তন করেছেন বলে জানা গেছে। অধ্যক্ষের চাহিদা অনুযায়ী ঘুষ দিতে না পারায় কম্পিউটার বিভাগের প্রভাষক জিএম ফৈজুর রহমানকে সিনিয়ার স্কেল প্রদানের জন্য প্রেরিত কাগজে অদ্যাবধি স্বাক্ষর করেনি। তিনি স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রভাষক জিএম ফৈজুর রহমানের অর্থিক ক্ষতিগ্রস্ত করেছেন।
    এছাড়া ২০০৪ সালের এপ্রিল মাস থেকে কলেজে তিন মাসের সার্টিফিকেট-ইন-কম্পিউটার সর্ট কোর্স চালু হলে অধ্যক্ষ ঐ কলেজের শিক্ষক দিদারুল ইসলামকে কোর্স প্রতি ৫ টাকা দিবে মর্মে ট্রেনার হিসাবে নিয়োগ দিলে তিনি আটটি কোর্স সম্পন্ন করে। কিন্তু তিনি তাকে ট্রেনার হিসাবে কোন টাকা প্রদান না করে সমুদয় আতœসাৎ করেন। যে কারণে শিক্ষক দিদারুল ইসলাম তার পাওনা ২ লাখ ৪৪ হাজার টাকা চেয়ে সিনিঃ ম্যাজিষ্ট্রেট ১ নং আদালতে সাইফুল্লাহর বিরুদ্ধে মামলা করেন। মামলা নং- সিআর ১৬৪/১২, টি আর ১৫/১৩। মামলাটি বিচারাধীন রয়েছে। কলেজ গভার্নিং বডির অনুমোদন চাড়াই কলেজ অধ্যক্ষ প্রতিষ্ঠানের গাছ বিক্রি, পুকুরের মাছ, ফলজ ও জমি ইজারা প্রদান করে প্রতি বৎসর প্রায় ৯০,০০০ হাজার নিজ পকেটস্থ করে থাকেন। বে-সরকারী সংস্থা উত্তরণ কর্তৃক উক্ত কলেজে ১.০১ একর দানকৃত সম্পত্তি সংলগ্ন উত্তরনের বাকি ০.৬৫ একর সম্পত্তিতে পুকুর, হ্যাচারী ও গোডাউন স্থাপনা রয়েছে। ইতপূর্বে কলেজ ও উত্তরণ এর জমির সীমানা নির্ধারণ করা না থাকায় উক্ত তফশীল জমি জবর দখল করার লক্ষে বিভিন্ন সময় উক্ত পুকুর থেকে মাছ ধরে বিক্রি করা, গোডাউন ও হ্যাচারী ক্ষতিসাধন করা, গাছপালা কেটে বিক্রি করার মত অপকর্ম কলেজ অধ্যক্ষ প্রতিনিয়ত করেই চলেছে। এ জন্য সাতক্ষীরা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী মামলাও হয়েছে।
    সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অত্র কলেজের একমাত্র প্রতিষ্ঠাতা উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম কলেজটি প্রতিষ্ঠার জন্য ২০০১ সালে অত্র কলেজের নামে ১.০১ একর জমি দান করেন, যার আনুমানিক মুল্য প্রায় ২ কোটি টাকা। যার দলিল নং-১৪৭৭ তারিখ-১৯/০২/২০০২ ইং। এছাড়া উক্ত জমির উপর ভবন নির্মাণসহ কলেজ উন্ন্য়নের জন্য অনুদান হিসেবে বিভিন্ন তারিখে মোট ১৭ লাখ ৫২ হাজার টাকা প্রদান অনুদানসহ কলেজে কম্পিউটার, ল্যাবটপ, প্রিন্টার, স্কানার দিয়েছেন। যিনি কলেজ উন্নয়নে এত কিছু করলেন কলেজ অধ্যক্ষ তাকেই ষড়যন্ত্রভাবে সুকৌশলে একমাত্র প্রতিষ্ঠাতা থেকে বাদ দিয়ে শামীম আখতার নামে একব্যক্তিকে প্রতিষ্ঠাতা সদস্য দেখানো হয়েছে। অথচ শামীম আখতার ২শত ৫০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এফিডেভিট করে বলেছেন যে, আমি কখনও প্রতিষ্ঠাতা ছিলাম না এবং আমি উক্ত কলেজে একটি টাকা বা স্থাবর/অস্থাবর সম্পত্তি দান করি নাই। উত্তরণ পরিচালক শহিদুল ইসলামই অত্র কলেজের একমাত্র প্রতিষ্ঠাতা। যদিও শহিদুল ইসলাম দেওয়ানী আদালতে এ বিষয়ে মামলা করেছিলেন। মামলাটি নিস্পত্তিঅন্তে পুনরায় কলেজে কমিটি গঠন করা হয় এবং শহিদুল ইনলামকে একমাত্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে মনোনয়ন করে অনুমোদনের জন্য উপজেলা নির্বাহি অফিসার বোর্ডে প্রেরণ করেন। কমিটি গঠনে অধ্যক্ষ সাইফুল্লাহ’র সকল ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় তিনি তার মামাত ভাই মাজেদ বিশ্বাসকে দিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১২৫০/১৫ নং এক রীট পিটিশন দাখিল করে উক্ত কমিটির কার্যক্রম স্থগিত করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন থাকায় কারিগরি শিক্ষাবোর্ড উক্ত কমিটির অনুমোদন প্রদান করতে পারছেন না। ২০১২ সন হতে আজ পর্যন্ত দীর্ঘদিন পরিচালনা কমিটি না থাকায় অর্থ অত্মসাৎ করাসহ স্বেচ্ছাচারিতায় অত্র কলেজটির সাথে জড়িত সবাই আজ অতিষ্ঠ ও আর্থিক ক্ষতিরসম্মুখীন। কলেজটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এমতাবস্থায় ভুক্তভোগি শিক্ষক-কর্মচারীরা উপরোল্লিøখিত বিষয়গুলো বিবেচনা করে অধ্যক্ষ সাইফুল্লাহ’র দুর্নীতির তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • জেলার বিভিন্ন স্থানে বিশ্ব মা দিবস পালিত

    ডেস্ক রিপোর্ট: জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। জেলার বিভিন্ন অঞ্চল থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ নিয়ে আমাদের এ প্রতিবেদন।
    সদর উপজেলা:
    সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। শহরের মীর মোকছেদ আলী কিন্ডারগার্টেনে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
    মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুল: মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জেনো ভাই, ইহার চেয়ে নাম যে মধুর তিন ভুবনে নাই” সেই মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসার আহ্বান জানিয়ে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মা দিবস। রবিবার সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে মা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক লায়লা পারভীন সেঁজুতি। বিশেষ অতিথি ছিলেন, আফরোজা খাতুন লাভলী, মিলি আফরোজা, চৈতালী মুখার্জী, উপাধ্যক্ষ সেলিনা সুলতানা প্রমুখ। প্রতিটি শিশু তার মাকে সম্মান করতে শিখুক এই শ্লোগান নিয়ে স্কুলের পরিচালক ও অধ্যক্ষ শেখ আমিনুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, বিশিষ্ট আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টু। গান পরিবেশন করেন, চৈতালী মুখার্জী ও সম্পা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সৌমিতা অধিকারী।
    শ্যামনগর:
    শ্যামনগর উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা উপজেলা শাখার আয়োজনে বিশ্ব মা দিবস-২০১৮ পালন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১ টায় এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষন হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোঃ রফিকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ব্যাবস্থাপক, নকশী কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহানা আক্তার, উপস্থিতিদের মধ্যে বক্তব্য ও বিষয়ের উপর গান পরিবেশন করেন সুমাইয়া পারভীন, পপি, সাবিনা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মোঃ আনিছুর রহমান মল্লিক।
    দেবহাটা: দেবহাটায় বিশ্ব মা দিবস উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা, রতœগর্ভা মায়েদের সম্মাননা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ মে) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বে-সরকারি সংস্থা আশার আলো, নারী কণ্ঠ উন্নয়ন সংস্থা ও ইউমেন জব ক্রিয়েশন সেন্টার’র সহযোগীতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে উপজেলা চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, বিআরডিবি অফিসার ইসরাইল হোসেন, একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারী মুক্তা রানী মন্ডল। উপজেলা হিসাবরক্ষক অফিসার আব্দুস সামাদের সঞ্চলনায় বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, আব্দুল হক, রতœাগর্ভা মা সুফিয়া খাতুন ও ফরিদা হক, নারী নেত্রী হাসিনা পারভীন, সাইমা খাতুন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক মিজানুর রহমান, অফিস সহায়ক দিপুআর রহমান, ডিআরআরএ’র কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার সুপারভাইজার মুজিবর রহমান, হিসাবরক্ষক সাবিয়া সুলতানা, প্রোগ্রাম অফিসার পিকু মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী উন্নয়ন সংগঠনের নের্তৃবৃন্দরা, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও ন্যাশনাল সার্ভিসের কর্মীরা। পরে, মা দিবসের বিভিন্ন বিষয়ে কুইজ প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ করা হয়।
    আশাশুনি: আশাশুনিতে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, আ ব ম মোছাদ্দেক, যুবউন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবর রহমান প্রমুখ। এসময় বক্তারা বলেন, মা দিবসের মুল উদ্দেশ্য, মাকে যথাযথ সম্মান দেয়া। যে মা জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, তাকে শ্রদ্ধা দেখানোর জন্য দিনটি পালন করা হয়। জন্মদাত্রী মা যেন কোন ভাবে অবহেলা অনাদরে না থাকে সে জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। সভায় উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া গ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের স্বপ্নজয়ী মা আজিমুন্নেছা ও শোভনালী গ্রামের দুই পুলিশ কর্মকর্তার গর্বধারণী মা রীনা’কে এ বছর পুরস্কৃত করা হয়েছে।
    কালিগঞ্জ: বিশ^ মা দিবস উপলক্ষে কালিগঞ্জে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৩ মে রবিবার সকাল ১০ টায় উপজেলা লেডিস ক্লাব চত্ত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলীর স্ত্রী ফারজানা শারমিন। উপজেলা লেডিস ক্লাবের সহযোগিতায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক প্রমুখ। মা দিবস উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভায় নারীরা তাদের বক্তব্যে মায়েদের ভূমিকা নিয়ে বিভিন্ন সুখস্মৃতি তুলে ধরেন।

  • মীর মোকছেদ আলী কিন্ডারগার্টেন স্কুলে বিশ্ব মা দিবস

    শহর প্রতিনিধি: মীর মোকছেদ আলী কিন্ডারগার্টেন স্কুলে বিশ্ব মা দিবসে সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

    সভার সভাপতিত্ব করেন স্কুলের সহ-সভাপতি এ্যাডভোকেট এস. এম হায়দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, পৌর কাউন্সিলর ও জেলা মহিলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক জোৎন্সা আরা, দাতা সদস্য মীর মাসুদ আলী ও সদস্য শেখ আজিজুল হক, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ সৈয়দ মহিউদ্দিন হাশেমী প্রমুখ। -দক্ষিণের মশাল

  • এনইউবিটি’তে সামার সেমিষ্টার এ্যাডমিশন ফেয়ার

    এনইউবিটি প্রতিনিধি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে সামার সেমিষ্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ৩০শে এপ্রিল পর্যন্ত। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের এ্যাডমিশন অফিস খোলা থাকবে। এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লি¬ন এর অধ্যাপক ও এন ইউ বি টি খুলনার এ্যাডভাইজার প্রফেসর ড. এ.টি.এম জহিরউদ্দীন, বিশেষ অতিথি ছিলেন, ব্যবসায় অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ইব্রাহীম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ইনচার্জ) জনাব এ.এইচ.এম. মনজুর মোর্শেদ। এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
    ফেয়ার চলাকালীন ভর্তি ফির উপর ৬০% সহ টিউশন ফির উপর বিশেষ ছাড় থাকবে।
    বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ¯œাাতক পর্যায়ে বিবিএ, ইংরেজী, সি.এস.ই, ই.ই.ই, সিভিল , আর্কিটেকচার ও অর্থনীতি বিষয়ে অর্নাস কোর্স চালু আছে। এছাড়া স্মাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ), এম.এ (ইংরেজী)ও এম.এস.এস (অর্থনীতি) কোর্স চালু আছে।

  • দেবহাটা হিরারচক প্রাইমারি স্কুলে মিড-ডে মিল চালু ও পানির বোতল প্রদান

    নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের হিরারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ মিড-ডে মিল চালু, পরিচয়পত্র বিতরণ প্রদান ও ওয়াটার পট বিতরণ করা হয়েছে।
    গত শনিবার সকালে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভা ও সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জজকোর্টের পিপি এ্যাড. ওসমান গণি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের পরিচালনায় শিক্ষার্থীদের মাঝে শতভাগ মিড-ডে মিল চালু, পরিচয়পত্র বিতরণ ও পানির পট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ রফিকুর রহমান মিন্টু। অতিথিবৃন্দ বিদ্যালয়ের শতভাগ মিড-ডে মিল কর্মসূচি উদ্বোধন করেন এবং প্রত্যেক শিক্ষার্থীকে পরিচয়পত্র প্রদান করেন ও তাদের হাতে নিরাপদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্যে ওয়াটার পট তুলে দেন।
    এসময় আরও উপস্থিত ছিলেন, নিরাপদ ওয়েলফয়ার ফাউন্ডেশনের পক্ষে রবিউল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুজ্জামান, সহকারী শিক্ষিকা দীপালী ঘোষসহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।