Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
শিক্ষা Archives - Page 7 of 10 - Daily Dakshinermashal

Category: শিক্ষা

  • খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের যাত্রা হলো শুরু

    খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের যাত্রা হলো শুরু


    নিজস্ব প্রতিবেদক ॥
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা উত্তর বাংলাদেশে কৃষির গুরুত্ব অনুধাবন করেছিলেন। তাঁর হাত ধরেই আজকের কৃষিতে স্বাবলম্বী ও উন্নত বাংলাদেশ এসেছে। এক সময় প্রাকৃতিক সৌন্দর্য ও চিংড়ি-কাঁকড়া উৎপাদনে ভরপুর দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিল্প ও বন্দরের উন্নয়নকে গলা চেপে ধরা হয়েছিলো। বাংলাদেশের স্বাধীনতায় অবিশ্বাসীদের সীমাহীন অবহেলার শিকার হয়েছিলো এই অঞ্চল। তবে পদ্মাসেতু বাস্তবায়িত হলে দেশের জিডিপিতে এক শতাংশ এবং এই অঞ্চলের প্রবৃদ্ধিতে তিন শতাংশ অবদান রাখবে। নতুন প্রাণের সঞ্চার হবে। এগিয়ে যাবে বাংলাদেশ।
    খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী ও ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দ্বীপু মনি এসকল কথা বলেন।
    মন্ত্রী আরও বলেন, অগ্রসরমান বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃষি ও বিজ্ঞানের উন্নত প্রযুক্তিসম্পন্ন জ্ঞান বিস্তার ঘটানোর যে অঙ্গীকার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইনে আছে তা দেশের কৃষিতে বিপ্লবের জন্য যথেষ্ট। নাগরিকের মর্যাদাপূর্ণ জীবন ও পেটভরে খেতে পাওয়ার মাধ্যমে শহীদের আত্মা শান্তি পাবে বলে জাতির পিতা বিশ্বাস করতেন। তিনি ভাবতেন এ স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে যদি বাংলার মানুষ পেট ভরে ভাত না পায়, এই স্বাধীনতা পূর্ণ হবে না যদি বাংলার মা বোনেরা কাপড় না পায়, যুবক শ্রেণি চাকুরি না পায়। নতুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে হীনমন্যতায় না ভোগার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তোমরা এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সাক্ষী হয়ে রইলে।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার, খুলনা মেট্্েরাপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সরকার রকিবুল ইসলাম, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শহীদুর রহমান খান।
    এরপর দুপুরে শিক্ষামন্ত্রী খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ব্যক্তি জীবনে রাজনীতি না করলেও রাজনীতি সচেতন হতে হবে। অনেক মূল্যে কেনা এ দেশে স্বাধীনতা বিরোধী ও নারী বিদ্ধেষীদের আশ্রয় হতে পারে না। কেবল ভাল শিক্ষার্থী হলে চলবে না দেশকে ভালবাসতে হবে।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইন ও খুলনা বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

  • পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

    পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত


    দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ঐতিহ্যবাহী পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবর উপলক্ষ্যে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়টি ম্যানেজিং কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি মহিউদ্দীন সিদ্দীকি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মাহমুদ গাজী, সহকারী শিক্ষক শাহাবুদ্দীন, জাহানারা জেসমিন, আব্দুল কাদের রাজু, শফিউল আজম, কোহিনুর আক্তার, ইব্রাহিম খলিল সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • আশাশুনিতে এইচএসসি পরীক্ষার ১ম দিন অনুপস্থিত ৫


    আশাশুনি প্রতিনিধি : এইচ এস সি পরীক্ষার প্রথম দিন বাংলা ১ম পত্র পরীক্ষায় আশাশুনিতে ৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ১ হাজার ৬ শত ১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬ শত ৯৬ জন পরীক্ষায় অংশ নিয়েছে। আশাশুনি উপজেলার ২টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে এইচ এস সি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আশাশুনি সরকারি কলেজ কেন্দ্রে ৩৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন অনুপস্থিত থাকায় ৩৮৯ জন পরীক্ষায় অংশ নিয়েছে। কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আছেন অধ্যক্ষ মিজানুর রহমান। আশাশুনি মহিলা কলেজ ভেন্যু কেন্দ্রে ৪৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত থাকায় ৪৩৭ জন পরীক্ষা দিচ্ছে। কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আছেন অধ্যক্ষ সাইদুল ইসলাম। দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট স্কুল কেন্দ্রে ও ভেন্যু কেন্দ্রে ৮৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত থাকায় ৮৬৮ জন পরীক্ষায় অংশ নিয়েছে। কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরপদ মন্ডল ও অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হেচ্ছ।

  • বাংলাদেশ কারিগরি বেসিক কোর্স এসোসিয়েশনের সাতক্ষীরা জেলা কমিটি গঠন

    বাংলাদেশ কারিগরি বেসিক কোর্স এসোসিয়েশনের সাতক্ষীরা জেলা কমিটি গঠন


    সংবাদ বিজ্ঞপ্তি:সাতক্ষীরায় বাংলাদেশ কারিগরি বেসিক কোর্স এসোসিয়েশনের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়েছে। শহরের পিএন স্কুল মিলনায়তনে জেলার ৪৫ টি কারিগরি বেসিক কোর্স অনুমোদিত ৪৫ টি প্রতিষ্ঠানের প্রধানদের সমন্বয়ে এক সাধারণ সভার মাধ্যমে নয় সদস্যের এই কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সাবেক আহবায়ক নুরুল আবছার।
    দুই বছর মেয়াদের এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে স্মৃতি কমপিউটার ট্রেইনিং সেন্টারের সমিত কুমার ঘোষ ও আইএসও কমপিউটার একাডেমির নুরুল আবছার। কমিটির অপর কর্মকর্তারা হলেন সহ সভাপতি মো. জাহাঙ্গির আলম (ড্যাফোডিল কমপিউটার একাডেমি), সহ সভাপতি মো. হাফিজুর রহমান ( মালটি মিডিয়া কমপিউটার প্রশিক্ষন ইন্সটিটিউিট), যুগ্ম সম্পাদক সুকদেব কুমার বিশ^াস ( অ্যাপেল কমপিউটার ট্রেইনিং সেন্টার) , সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ আহমেদ (ক্রিয়েটিভ ট্রেইনিং ইন্সটিটিউট), অর্থ সম্পাদক মো. জামাল উদ্দিন ( কলেজ অব বিজনেস অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন) , অফিস ও প্রচার সম্পাদক এসএম সিদ্দিকুজ্জামান ( ইউনাইটেড কমপিউটার ইন্সটিটিউিট) ও নির্বাহী সদস্য মো. আবদুস সবুর ( মডেল কমপিউটার ইন্সটিটিউিট) ।

  • শ্যামনগরে প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হকের বিদায় সংবর্ধনা

    শ্যামনগরে প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হকের বিদায় সংবর্ধনা


    শ্যামনগর ব্যুরো :
    শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম নাজমুল হক এর অবসারত্তর বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ৬ ফেব্র“য়ারী শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসারবৃন্দ আজহারুল ইসলাম, তপন কুমার দেবনাথ, সোহাগ হোসেন, ওয়াসিম উদ্দীন, সোহাগ আলম, শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, শ্যামনগর বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি পরিমল কুমার কর্মকার, প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু, প্রধান শিক্ষক শফিউল আযম মিন্টু, প্রধান শিক্ষিকা সেলিনা কাজল, প্রধান শিক্ষিকা জেসমিন নাহার প্রমুখ।

  • সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ’র সমাপনী

    সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ’র সমাপনী

    নিজস্ব প্রতিবেদক :
    সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি ক্যাম্পাসে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আমানউল্লাহ আল হাদী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক আ.ন.ম গাউছার রেজা।
    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ¦ নজরুল ইসলাম বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খেলাধুলা শিক্ষার্থীদের মন সতেজ করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটায়।
    অনুষ্ঠানে ক্বেরাত, গীতাপাঠ, বাংলা কবিতা, ইংরেজি কবিতা, উপস্থিত বক্তৃতা (বাংলা), নির্ধারিত বক্তৃতা(ইংরেজি), হামদ/নাত- ই- রাসুল, ইসলামী সংগীত, ভক্তিগীতি, দেশাত্ববোধক গান, লোক সংগীত, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, কৌতুক/একক অভিনয়, দলীয় অভিয়ন, বিতর্ক প্রতিযোগিতা ও জ্ঞান জিজ্ঞাসা বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন

  • আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষার মানোন্নয়নে বহুতল ভবনসহ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে – এমপি রবি

    আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষার মানোন্নয়নে বহুতল ভবনসহ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে – এমপি রবি


    নিজস্ব প্রতিনিধি ঃ আজ বুধবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন হয়েছে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি । বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানেসভাপতিত্¦ করেন প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ।
    সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ভিত্তিপ্রস্তর স্থাপন কালে বলেন,‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন, শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিসহ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন এসেছে।’
    এ সময় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার ভারপ্রাপ্ত সহকারি প্রকৌশলী এম.এম.এ জাহেদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, খন্দকার আলী হায়দার ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি খন্দকার মোস্তফা বিন হায়দার , সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সহকারি শিক্ষক ইয়াহিয়া ইকবাল, সিরাজুল ইসলাম, গাজী মোমিন উদ্দীন, শেখ মুস্তাফিজুর রহমান, কানাইলাল মজুমদার, মাহমুদুল হাসান খান, শ্যামল কুমার দাশ, মতিউর রহমান প্রমুখ।
    উল্লেখ্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) শীর্ষক প্রকল্পের আওতায় ৭৮ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এসময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

    জাতীয় গ্রন্থাগার দিবস পালিত


    শ্যামনগর ব্যুরো :
    উপজেলা প্রশাসন ও পাবলিক লাইব্রেরী এর আয়োজনে গতকাল শ্যামনগরে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে গতকাল সকাল ১০টায় একটি র‌্যালী প্রশাসন চত্ত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সম্মুখে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পাবলিক লাইব্রেরীর সভাপতি মোঃ কামরুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন পাবলিক লাইব্রেরীর সম্পাদক প্রভাষক মানবেন্দ্র দেবনাথ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদ সুমন। পাবলিক লাইব্রেরীর সভাপতি বলেন, শ্যামনগর পাবলিক লাইব্রেরীর অবকাঠামো সহ পাঠকদের সার্বিক সুবিধার জন্য পর্যাপ্ত পুস্তক ও সকল প্রকার সুযোগ সুবিদার ব্যবস্থা খুবই জরুরী ভাবে করা হবে।

  • সাতক্ষীরা টিটিসিতে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের উদ্বোধন

    সাতক্ষীরা টিটিসিতে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের উদ্বোধন


    ১৯ জানুয়ারী ২০১৯ তারিখ শনিবার সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ঢাকার অতিরিক্ত মহাপরিচালক (প্রশিক্ষণ, প্রশাসন ও উন্নয়ন) জনাব শেখ রফিকুল ইসলাম। এছাড়া তিনি অত্র টিটিসি-তে পরিচালিত বিদেশগামী কর্মীদের ৩দিনের প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বিদেশগামী নারী কর্মীদের ৩দিনের হাউজ কিপিং প্রশিক্ষণ, বিএমইটি-র অধীন ৬মাস মেয়াদী ট্রেড কোর্সেও প্রশিক্ষণ কার্যত্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি প্রতিষ্ঠানের প্রশিক্ষক-কর্মচারীবৃন্দের সাথে মত বিনিময় করেন এবং মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ মুছাব্বেরুজ্জামান সহ সকল প্রশিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • শ্যামনগরে ইংরেজি ভাষা শিক্ষা প্রশিক্ষণের উদ্বোধন

    শ্যামনগরে ইংরেজি ভাষা শিক্ষা প্রশিক্ষণের উদ্বোধন


    নিজস্ব প্রতিনিধি ঃ শুক্রবার শ্যামনগর উপজেলায় ভাব-বাংলাদেশের আয়োজনে বর্ষা রিসোর্ট হল রুমে তিন দিন ব্যাপী মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশ গ্রহণে ইংরেজি ভাষা শিক্ষা প্রশিক্ষণের উদ্বোধন ও শীত বস্ত্র বিতরণ অনুষ্টানের আয়োজন করা হয়।
    প্রশিক্ষণের উদ্বোধন করেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। ভাব-বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম এ আলিম খানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষণের প্রশিক্ষক অষ্ট্রেলিয়ার রোটারী ক্লাব অব হুইলার্স হিলের চেয়ারম্যান ভাষাতত্ববিদ আমিন রহমান,জ্যামোস মোবাইল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক জোবেদা রহমান,শ্যামনগর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জয়দেব বিশ^াস, প্রধান শিক্ষক শিবাশিষ মন্ডল প্রমুখ। সমগ্র অনুষ্টান সঞ্চালনা করেন সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মন।অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল আলিম,ওসমান গণি প্রমুখ। প্রশিক্ষণে ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৫জন শিক্ষার্থী ও ১৪জন ইংরেজি শিক্ষক অংশ গ্রহণ কারী হিসেবে রয়েছেন।
    অনুষ্টানে বক্তারা বলেন শিক্ষার্থীদের ভাষা র্চ্চা করা খুব প্রয়োজন। ইংরেজি ভাষা শুদ্ধ উচ্চারণ ,মুখে বলার অভ্যাস করা স্কুল জীবন থেকে শুরু করা প্রয়োজন।
    অষ্ট্রেলিয়ার রোটারী ক্লাব অব হুইলার্স হিলের সহায়তায় অনুষ্টানে দরিদ্র ১৫জন শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র প্রদান করেন অতিথিবৃন্দ।

  • শ্যামনগরে শিক্ষার উন্নয়নে চেক বিতরণ

    শ্যামনগরে শিক্ষার উন্নয়নে চেক বিতরণ


    নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার শ্যামনগর উপজেলায় ভাব বাংলাদেশের আয়োজনে মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে ভাব প্রকল্প ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও বিদ্যালয় উন্নয়নে লক্ষাধিক টাকার চেক বিতরণ করা হয়।
    ভাব-বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম এ আলিম খাঁনের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য সহ চেক বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জয়দেব বিশ^াস,প্রধান শিক্ষক হযরত আলী,প্রধান শিক্ষক আব্দুস সাত্তার,প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম,প্রধান শিক্ষক মতিউর রহমান,প্রধান শিক্ষক শিবাশিষ কুমার মন্ডল,সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মন প্রমুখ।
    অনুষ্টানে ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে ১২হাজার ৪শতটাকা,শওকতনগর হাই স্কুলকে ১০হাজার,কলবাড়ী নেকজানিয়া হাই স্কুলকে ১০হাজার,হেঞ্চি বঙ্গবন্ধু হাই স্কুলকে ১০ হাজার,কাঁঠালবাড়ীয়া এজি হাই স্কুলকে ২৫ হাজার,চিংড়াখালী হাই স্কুলকে ৪৪ হাজার টাকার চেক ও ত্রিপাণি বিদ্যাপীঠকে ৫ হাজার টাকা নগদ প্রদান করা সহ মোট ১লক্ষ ৬হাজার ৪শত টাকা বিতরণ করা হয়। জানা যায় এ সকল টাকা বা চেক বিদ্যালয়ের আসবাবপত্র,ফটোকপি মেশিন,মাইকসেট সহ অন্যান্যা কাজে ব্যায় হবে ।

  • সাতক্ষীরা সদরের সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম

    সাতক্ষীরা সদরের সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম


    নিজস্ব প্রতিনিধি:

    ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ৪৫ নং সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম চলছে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি ২০০১ সালে সংস্কার করা হয়। বর্তমানে ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে ৫০ জন শিক্ষার্থী রয়েছে।
    সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র সানা জানান, রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি সম্প্রতি জাতীয়করণ করার পর তিনিসহ অন্যান্য শিক্ষকদেন জীবনযাত্রার মানউন্নয়ন ঘটতে থাকে। সম্পূর্ণ চিংড়ি ঘের অধ্যুষিত এ বিদ্যালয়ে ৮০ জনের বেশি শিক্ষার্থী থাকলেও ২০০৮ সালে সরস্বতী বাছাড় নামে এক শিক্ষিকার নিয়োগ না দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ দেখা দেওয়ায় সুকদেবপুর পশ্চিম পাড়ার কয়েকজন শিক্ষাথীকে তারা অন্যত্র ভর্তি করায়। এমনকি ওই পাড়ার কোন শিক্ষার্থী তাদেরন স্কুলে আসতো না। বিষয়টি নিষ্পত্তি হয়ে যাওয়ার আগামি বছর থেকে শিক্ষার্থী বাড়বে।
    তিনি আরো জানান, লবনাক্ততার কারণে এ বিদ্যালয়ের সকল কক্ষসমূহ ভঙ্গুর অবস্থায় দা দাঁড়িয়ে আছে। অফিস কক্ষে বসা যায় না। সহকারি শিক্ষক সুশান্ত ঢালী, মঙ্গল ঢালী ও সরস্বতী বাছাড় ছাড়াও ন্যাশনাল সার্ভিসে কর্মরত তপন মণ্ডল, তার স্ত্রী রেনুকা মণ্ডল ও বিশ্বজিৎ সরকারকে নিয়ে তারা কোন রকমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
    সরেজমিনে গত শনিবার সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেয়ে দেখা গেছে ব্যবহার অনুপযোগী শ্রেণীকক্ষ গুলোর প্রত্যেকটিতে নামমাত্র তিন থেকে চারটি বেঞ্চ রয়েছে। শিক্ষকদের জন্য নিধারিত কক্ষটিতে কোন চেয়ার টেবিল নেই। দরজা ও জানালা ভেঙে পড়ছে। খসে পড়ছে দেয়ালের প্লাস্তার। একটি বাথরুম বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাথরুমের ট্যাঙ্কিটি একটি ঝুড়ি দিয়ে ঢাকা। যাহা স্বাস্থ্যকর পরিবেশের জন্য হুমকি স্বরুপ।
    তবে কয়েকজন অভিভাবক জানালেন, বিদালয়ের খাতায় যেভাবে শিক্ষার্থীদের নাম আছে কাগজে কলমে সংখ্যা অনেক কম। ভগ্নদশার কারণে কখন ছাদ ধ্বসে পড়ে তা নিয়ে আতঙ্কে থাকেন। ভবনটির বেহাল অবস্থার কারণে অনেকেই সন্তানদের দূরবর্তী স্কুলে ভর্তি করিয়ে থাকে। সদর উপজেলার কোন স্কুলে বিষ্কুট না দেওয়ার কারণে এ বিদ্যালয়ের গরীব শিক্ষার্থীরাও সমস্যায় পড়েছে। তবে এ বিদ্যালয়ে সোলার প্যানেল ও বিদ্যুৎ সংযোগ রয়েছে।
    বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মধু সুধন ঢালী জানান, বিদ্যালয়ের বার্ষিক ফলাফল আশানুরুপ। ভাল ফলাফল করানোর জন্য শিক্ষকরা আন্তুরিকতার সঙ্গে কাজ করে থাকেন। খুব শীঘ্রই বিদ্যালয়টি’র নতুন ভবন নির্মাণ কাজ শুরু হবে। প্রায় দেড় কিলোমিটার কাচা রাস্তা ইট সোলিং করা হবে আগামি বছরে।
    সাতক্ষীরা সদর উপজেলা সহকারি প্রাথািমক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, সাইক্লোন সেন্টারসহ সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের জন্য ইতিমধ্যেই মাপ জরিপ শেষ হয়ে গেছে। আগামি ফেব্র“য়ারি অথবা মার্চ মাস থেকে ভবন নির্মাণের কাজ শুরু করা হবে।

  • বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো সাতক্ষীরা পাবলিক স্কুল প্রতিষ্ঠার আট বছর পূর্তি

    বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো সাতক্ষীরা পাবলিক স্কুল প্রতিষ্ঠার আট বছর পূর্তি


    সাতক্ষীরা প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনে আনন্দঘন পরিবেশে রং বেরংয়ের বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদযাপিত হলো সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার আট বছর পূর্তি ও নবম বছরে পদার্পন দিবস। শনিবার শিশু কিশোরদের কলকাকলিতে উৎসবমূখর হয়ে ওঠা জন্মদিনের শুভেচ্ছা জানালেন অতিথিবর্গ, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও পরিচালনা পরিষদের সদস্যগন।
    মধ্য অগ্রহায়নের মৃদু শীতের আবহে মিষ্টি রোদের মধ্যে ছাত্র ছাত্রী ও শিক্ষকরা সাইকেল র‌্যালি বের করে জন্মদিনের ভালবাসা ছড়িয়ে দেয়। শহরের আমতলা স্কুল প্রাঙ্গন থেকে মুন্সিপাড়া ঘুরে সুলতানপুর হয়ে সদর থানা মোড় পেরিয়ে ফিরতে থাকা সাইকেল র‌্যালিতে অংশ নেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। বিদ্যালয় প্রাঙ্গনে পেঁৗঁছাতেই তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে বিদ্যালয় মঞ্চে অতিথি হিসাবে উপস্থিত থাকা খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. কামরুল ইসলাম ও খ্যাতনামা গ্রাফিক্স শিল্পী নুরুজ্জামান ফিরোজ সাইকেল র‌্যালির উদ্বোধন করেন।
    নৃত্যগীতির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে অতিথিরা জন্ম দিনের আনন্দ শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় পুস্প বেলুনে নতুন করে শোভিত হয়ে ওঠে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন।
    স্কুলের পরিচালক আলাউদ্দিন ফারুকি প্রিন্স তার সূচনা বক্তব্যে অতিথিদের পরিচয় করিয়ে দিয়ে তাদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কৃতিত্বের বিভিন্ন দিক তুলে ধরে বলেন আমরা শিশু কিশোরদের মানুষ হিসাবে গড়ে তোলার কারিগরের দায়িত্ব পালন করছি।
    বিশিষ্ট সাংবাদিক সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পাবলিক স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য সুভাষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তুতায় সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে মহান বিজয়ের মাস ডিসেম্বর। আর এই ডিসেম্বরের প্রথম দিনেই বিদ্যালয়টির যাত্রা শুরু করার মধ্য দিয়ে শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হয়েছে। এই ডিসেম্বর যেমন ছিল আমাদের বিজয়ের মাস তেমনি এই ডিসেম্বরে জন্মলাভ করা বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে পুরস্কার লাভ করে সকল বিষয়ে বিজয়ী হয়ে উঠেছে। আগামিতে আরও বিজয় এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিনিয়ে আনতে পারবে এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন তাদের লেখাপড়ায় আরও মনোযোগী হতে হবে । তাদেরকে সুনাগরিক হয়ে উঠতে হবে। কেবলমাত্র পরিক্ষায় ভাল ফলাফল করাটাই জরুরি নয় , জরুরি হলো সাথে সাথে একজন সুনাগরিক হয়ে ওঠা। তিনি বলেন এই বিদ্যালয় একদিন বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠত্বের পর্যায়ে উঠে যাবে এমন প্রত্যাশা আমার। তিনি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই বিদ্যালয়ে শিশু কিশোরদের নিয়ে আরও একটি শিক্ষামূলক আনন্দঘন অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহী বলে উল্লেখ করেন। এ সময় তার হাতে তুলে দেওয়া হয় বিদ্যালয়ের স্মারক ক্রেস্ট।
    অনুষ্ঠানের বিশেষ অতিথি খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কামরুল ইসলাম বলেন বিদ্যালয়টির জন্মদিনে আমি শিশু কিশোরদের সাথে খেলতে এসেছি। অতীতের সোনালী দিনগুলি আমরা হারিয়ে ফেলতে চাইনা উল্লেখ করে তিনি বলেন এ ধরনের মজাদার খেলার সাথে শিশুদের মন জড়িয়ে রয়েছে। এজন্য লেখাপড়ার ফাঁকে ফাঁকে তাদের নিয়ে খেলতে হবে। তাদের খেলাতে হবে। এর সাথে সাথে তাদের দেহে ও মনে সুস্থতা ধরে রাখা যাবে। শুধু পড়া নয় শুধু খেলা নয় তাদেরকে পড়ালেখা দুইই করতে হবে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন তাদেরকে দেশের সুনাগরিক হিসাবে নিজেদের গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষক ও অভিভাবকদের কাজ করতে হবে। তিনি শিশুদের নিয়ে চকোলেট খেলা খেলে তাদের মধ্যে আনন্দ ও শিক্ষা দুইই পৌঁছে দেন। তিনি বলেন ত্যাগ ও সবকিছুকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার মধ্যে আনন্দ আছ্ ে। তিনি তাদের পরিচ্ছন্নতা বিষয়ক শিক্ষা দিয়ে শিশুদের উজ্জীবিত করে তোলেন। এর আগে বিদ্যালয়ের পরিচালক তার হাতে তুলে দেন বিদ্যালয়ের স্মারক ক্রেস্ট ।
    অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক সুভাষ চৌধুরী বলেন ছাত্র ছাত্রীদের মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে। শুধু জিপিএ ৫ কিংবা গোল্ডেন এ প্লাস পাওয়াটাই যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন পড়ার সাথে মনের ও স্বাস্থ্যের গভীর সম্পর্ক আছে। মনকে যদি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সুস্থ রাখা না যায় তাহলে লেখাপড়া ও মেধা বিকাশ পূর্নাঙ্গতা পায় না। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুশৃংখল করে তোলার ওপর গুরুত্ব আরোপ করে আরও বলেন তাদেরকে দেশপ্রেমিক হয়ে উঠতে হবে। তাদেরকে সমাজের অনুকরনীয় দৃষ্টান্ত হয়ে উঠতে হবে।
    এ সময় আরও ্উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু , অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ ,যশোর জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক কাজী সুফিউল্লাহ ফারুকি আবু কাজী, গ্রাফিক্স ডিজাইনার মো. নুরুজ্জামান ফিরোজ, বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সদস্য উপজেলা ভাইসচেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদস্য মো. শাহিন ইসলাম প্রমূখ।
    প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে যেয়ে নতুন করে কেক কাটেন। তারা পরিদর্শন করেন ইংলিশ কর্ণার। সেখানে রক্ষিত বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ , সুন্দরবন এবং ইতহাস ও ঐতিহ্য ইঙরাজী ভাষায় তুলে ধরা দেখে তারা মুগ্ধ হন।

  • বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন

    মশাল ডেস্ক:  তৃতীয় ধাপে জাতীয়করণ বঞ্চিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন পালন করেছে শিক্ষকরা।

    মানববন্ধনরত শিক্ষকরা-দক্ষিণের মশাল

    সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

    মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আ.জা.ম, নাসির উদ্দিন। বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মনোরঞ্জন কুমার দাশ, শিক্ষক এম মুনছুর আলী, নজরুল ইসলাম, সাগরিকা দাশ, সাবিনা ইয়াসমিন প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী বাংলাদেশের ২৬ হাজার ১৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পর সকল শর্ত পূরণ করার পরও প্রায় ৪ হাজার ১৫৯ টি বেসরকারি বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনা হয়নি। অতিদ্রুত এসব বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হোক।

    গত ৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষকরা বলেন, শিক্ষকদের উপর হামলার সুষ্ঠু তদন্ত করে এর যথাযথ বিচার করতে হবে। হামলার সথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং গ্রেফতারকৃত ৫ জন শিক্ষক নেতাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

  • নিরাপদ সড়ক আন্দোলনে পিছিয়ে নেই সাতক্ষীরা

    মোঃ মুশফিকুর রহমান (রিজভি): নিরাপদ সড়কের দাবিতে সারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও মানববন্ধন পালিত হয়েছে। শনিবার সকালে ‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।

    নিরাপদ সড়কের দাবিতে সাতক্ষীরার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে একটি দীর্ঘ র‌্যালি বের করে। র‌্যালিতে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা সিটি কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
    র‌্যালি শেষে তারা সাতক্ষীরা প্রেসক্লাবের সমনে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলে। শিক্ষার্থীরা নয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

    এ সময় শিক্ষার্থীরা মুহুর্মুহু স্লোগানে তারা বলতে থাকে ‘বেপোরোয়া গতিতে গাড়ি চালানো ড্রাইভারকে ফাঁসি দিতে হবে’, ‘প্রত্যেক সড়ক দূর্ঘটনা প্রবণ এলাকায় স্পিড ব্রেকার দিকে হবে’, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ করতে হবে’, ‘অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না’, শিক্ষার্থীদের গাড়িতে নিতে হবে, সারাদেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যাবস্থা করতে হবে।’

    পরে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. ইফতেখার হোসেন ও পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান।

    জেলা প্রশাসক ইফতেখার হোসেন বলেন, ‘তোমাদের দাবি দাওয়া ইতিমধ্যে প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। এছাড়া যদি কোন সমস্যা থাকে তাহলে তোমরা আমার সাথে দেখা করে বললে আমি তোমাদের দাবি মেনে নেওয়ার ব্যাপাওে সর্বাত্মক সহযোগীতা করব।

    পুলিশ সুপার বলেন, ‘সাতক্ষীরায় বিভিন্ন স্কুল কলেজের সামনে স্প্রিড ব্রেকার ও একজন করে ট্রাফিক পুলিশ নিয়োগের ব্যাবস্থা করতে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। মানববন্ধনে তিনি ছাত্রছাত্রীদের পানি পান করান।

    জেলাপ্রশাসক এবং পুলিশ সুপারের প্রতিশ্রুতির পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান।

  • এইচএসসি আলিপুর আদর্শ মহিলা কলেজের সাফল্য

    এইচএসসি আলিপুর আদর্শ মহিলা কলেজের সাফল্য

    সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদরের আলিপুর আদর্শ মহিলা কলেজের এইচএসসি পরীক্ষা-২০১৮ এর সাফল্য। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩ জন। অনুপস্থিত ০১জন। পাশের সংখ্যা ১৮ জন। এর মধ্যে এ গ্রেড ৪ জন, এ মাইনাস ৫ জন, বি গ্রেড ৭ জন, সি গ্রেড পেয়েছে ২ জন। যশোর শিক্ষা বোর্ডের পাশের হার ৬৪.০৪% হলেও অত্র প্রতিষ্ঠানের পাশের হার ৭৮.২৬%। কলেজের এই সাফল্য অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সংশ্লিষ্ট সকল প্রভাষক ও কর্মকর্তাবৃন্দ এবং এলাকাবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কলেজ অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।

  • যেভাবে জানবেন এইচএসসির ফল

    ডেস্ক রিপোর্ট: আজ বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এরপরই আনুষ্ঠানিকভাবে সব কলেজ-মাদ্রসা, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মোবাইলের এসএমএস-এর মাধ্যমে ফল জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পূর্ববর্তী রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেওয়ার মাধ্যমে ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হবে।

    পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবে। আটটি সাধারণ শিক্ষাবোর্ডের এইসএসসি পরীক্ষার্থী মোবাইলের মাধ্যমে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

    মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ই-মেইলে ফল জানিয়ে দেয়া হবে।

  • এবছর এইচএসসি ও সমমানে পাসের হার ৬৬.৬৪ শতাংশ

    এবছর এইচএসসি ও সমমানে পাসের হার ৬৬.৬৪ শতাংশ

    ডেস্ক রিপোর্ট: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার সারাদেশে গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা তাদের স্ব স্ব বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

    প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন। মন্ত্রী-প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের বক্তব্যের আগে প্রধানমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে ফলাফল প্রকাশ করেন। দুপুরে শিক্ষামন্ত্রী সচিবালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন। দুপুর দেড়টা থেকেই পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন। এর পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd) থেকেও ফল জানা যাবে।

    শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী পরীক্ষা শেষের পরবর্তী ৬০ দিনের মধ্যেই এ ফল প্রকাশ করা হচ্ছে। এরপর দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব মেইল) এবং এসএমএস এর মাধ্যমে একযোগে ফল প্রকাশ করা হবে। এ ছাড়া এটুআইয়ের মাধ্যমে ফলাফল জানতে মোবাইল থেকে ৩৩৩ ডায়াল করেও এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানা যাবে।

    সারা দেশের দুই হাজার ৫৪১টি কেন্দ্রে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে সাধারণ আট বোর্ডে শিক্ষার্থী সংখ্যা ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন। গত ২ এপ্রিল শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা চলে ১৩ মে পর্যন্ত। আর ১৪ থেকে ২৩ মের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।