Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
শিক্ষা Archives - Page 10 of 10 - Daily Dakshinermashal

Category: শিক্ষা

  • পাইকগাছার মাহি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর

    পাইকগাছার মাহি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার কৃতি সন্তান মোঃ মহিউদ্দীন মাহি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ৬ ফেব্র“য়ারি সহকারী অধ্যাপক থেকে প্রশাসনিক এ গুরুত্বপূর্ণ পদে তিনি নিয়োগ পান।

    মহিউদ্দীন মাহি পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন মোড়ল ও মাজেদা বেগমের ছেলে। ২ ভাই ও ১ বোনের মধ্যে মাহি সকলের ছোট। বড় ভাই মশিউর রহমান লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলে প্রভাষক ও বোন মনিরা খাতুন পরিবার পরিকল্পনা সহকারী হিসেবে কর্মরত। মাহি ২০০১ সালে চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে মেধা তালিকায় এসএসসি, ২০০৩ সালে পাইকগাছা কলেজ থেকে এইচএসসি, ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে মাস্টার্স পাশ করেন। এরপর ২০১৩ সালের মে মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৬ সালে তিনি সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। সর্বশেষ গত সোমবার তিনি একই বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। মহিউদ্দীন মাহি’র স্ত্রী সামসাদ নওরীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুরিস্ট এণ্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক।

     

     

  • প্রথম সিএসই কার্নিভাল উদ্বোধন

    প্রথম সিএসই কার্নিভাল উদ্বোধন

    এসবিনিউজ ডেস্ক : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী প্রথম সিএসই কার্নিভাল শুক্রবার থেকে শুরু হয়েছে।

    দুইদিন ব্যাপী উৎসবের প্রথম দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলুন উড়িয়ে কার্নিভ্যালের উদ্বোধন করেন টাঙ্গাইল- ৫(সদর) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের  সদস্য মো. ছানোয়ার হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনসহ সকল শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বর্নাঢ্য একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিন করে। এরপর কেক কাটা হয়।

    বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এ কার্নিভালের আয়োজন করেছে। এতে দেশের ৪৪টি পাবলিক ও প্রাইভেট বিশ্বদ্যিালয়ের ১২০টি দল অংশ নিচ্ছে।

     

     

  • শিক্ষার্থীদের মুক্তির ইতিহাস শোনালেন তথ্যমন্ত্রী

    শিক্ষার্থীদের মুক্তির ইতিহাস শোনালেন তথ্যমন্ত্রী

    এসবিনিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ‘মুক্তির ইতিহাস শোনো’ শীর্ষক এক আলোচনায় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দেশকে এগিয়ে নিতে জঙ্গি এবং মাদক পরিহারের আহ্বান জানিয়ে বলেছেন, ‘দেশপ্রেমিক হতে হবে, দেশের শত্র“ও চিনতে হবে।’

    তথ্যমন্ত্রী মঙ্গলবার রাজধানীর বিএএফ শাহীন কলেজে ‘আমরা মানুষ ফাউন্ডেশন’ আয়োজিত ‘মুক্তির ইতিহাস শোনো’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

    বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ গ্র“প ক্যাপ্টেন আহসানের সভাপতিত্বে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিন অনুষ্ঠানটি উদ্বোধন করেন।

    অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতির সুপ্রাচীন ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ এবং ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে পাঁচ শ’ ছাত্র-ছাত্রীর সাথে কথা বলেন। এসময় তিনি তাদের বাঙালি জাতিসত্তার বিকাশ ও স্বাধীন হওয়ার অমর কাহিনী শোনান।

    ইনু তাঁর চল্লিশ মিনিটের বক্তৃতায় বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। লাখো শহীদের রক্ত, মা-বোনের আত্মত্যাগ, সন্তানহারা মায়ের কান্না মিশে আছে আমাদের এই মুক্তিযুদ্ধের ইতিহাসে। তাদের প্রত্যেকের জন্য চিরন্তন শ্রদ্ধাঞ্জলি।’

    ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধে পক্ষ-বিপক্ষ ছিল। তৎকালীন পাকিস্তানী হানাদারদের সাথে হাত মিলিয়েছিল এদেশের কিছু ঘৃণ্য মানুষ- তারা রাজাকার। তারাই আজ জঙ্গিবাদী। দেশকে এগিয়ে নিতে হলে জঙ্গি এবং মাদক পরিহার করতে হবে। দেশপ্রেমিক হতে হবে, দেশের  শত্র“ও চিনতে হবে। আর মাতা-পিতা এবং শিক্ষকদের জন্য বুকে রাখতে হবে বিরাট সম্মান। এভাবেই বাংলাদেশকে তার নিজের পথে এগিয়ে নেয়ার দায়িত্ব নিতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে।’

    অনুষ্ঠানের আগে কলেজ ময়দানে সমবেত ছাত্র-ছাত্রীদের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    আয়োজক সংস্থার উপদেষ্টা রাশেক রহমান, প্রাণ ফুডস লিমিটেডের মহাব্যবস্থাপক আলী হাসান আলম এবং আরএফএল প্লাস্টিকের বিপণন প্রধান এস এম আরাফাতুল রহমান বিশেষ অতিথি হিসেবে এবং আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক শামীমা রহমান তুষ্টি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

    উল্লেখ্য, এ আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছাবার জন্য দেশের ৭১টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘আমরা মানুষ ফাউন্ডেশন’র উদ্যোগে ‘মুক্তির ইতিহাস শোনো’ অনুষ্ঠানের সূত্রপাত ঘটলো।

  • উন্নত শিক্ষাই পারে ব্যক্তির জীবনকে পরিবর্তন করতে : মার্কিন রাষ্ট্রদূত

    উন্নত শিক্ষাই পারে ব্যক্তির জীবনকে পরিবর্তন করতে : মার্কিন রাষ্ট্রদূত

    এসবিনিউজ ডেস্ক : মার্কিন রাষ্ট্রদুত মার্শা ব্লু বার্নিকাট বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী সম্পর্কের একটি অন্যতম দিক হল শিক্ষার জন্য আমাদের গভীর শ্রদ্ধা, শিক্ষা দানের প্রতি অঙ্গীকার এবং শেখার জন্য উৎসাহ। একটি উন্নত শিক্ষাই পারে একজন ব্যক্তির জীবনকে পরিবর্তন করতে।

    শনিবার আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ১৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মার্কিন রাষ্ট্রদুত এ কথা বলেন।

    মার্কিন রাষ্ট্রদুত ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সফটয়্যার ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন চাকুরীতে যুক্তরাষ্ট্র সব সময় সাহায্য করবে বলে জানান। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ারও পরামর্শ দেন।

    ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এম এ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ইউসুফ এম ইসলাম,উপ-উপাচার্য প্রফেসর ড.এস এম মাহাবুবুল হক মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।

    প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশী-বিদেশীসহ প্রায় ১৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিকেলে জনপ্রিয় ব্যান্ড দল ওয়্যারফেজের লাইভ কনসার্টের মূর্ছনায় সঙ্গীত পরিবেশিত হয়।

    এর আগে ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে ৩৫০টি বাসের র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশুলিয়া ক্যাম্পাসে এসে মিলিত হয়।

     

  • ফায়েক উজ্জামান দ্বিতীয় মেয়াদে খুবির ভিসি নিযুক্ত

    ফায়েক উজ্জামান দ্বিতীয় মেয়াদে খুবির ভিসি নিযুক্ত

    এসবিনিউজ ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০ এর ১১(১)ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহীকে দ্বিতীয় মেয়াদে ভাইস-চ্যান্সেলর নিযুক্ত করেছেন। বুহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনের এ কপি ফ্যাক্সযোগে অপরাহ্নে খুলনা বিশ্ববিদ্যালয়ে পেঁৗঁছে।

    আজ ২৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব বিশ্ববিদ্যালয় (স. বি. ১) আবদুস সাত্তার মিয়া স্বাক্ষরিত ঐ প্রজ্ঞাপনে (নং-শিম/শাঃ ১৮/৮ খুঃবিঃ-১/৯৭ (অংশ-১)/৩৬) খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ ৪ (চার)বছর হবে বলে উল্লেখ করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনিই (প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান) প্রথম দ্বিতীয় মেয়াদে ভাইস-চ্যান্সেলর নিযুক্ত হলেন।

    এর আগে প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ২০১৩ সালের ১০ জানুয়ারি থেকে ২০১৭ সালের ৯ জানুয়ারি পর্যন্ত সাফল্যের সাথে ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব সম্পন্ন করেন। এরও আগে তিনি ২০১০ সালের ২৮ নভেম্বর  থেকে তিন বছরেরও অধিককাল খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এবং ভাইস-চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করেন। তিনি দ্বিতীয় মেয়াদে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে আগামী ৩০ জানুয়ারি দায়িত্বভার গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

    প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান-এর জন্ম ১৯৬৬ সালের ১ জানুয়ারি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার শ্রীনিবাসকাঠী গ্রামে। তিনি বিশিষ্ট শিক্ষানুরাগী জয়নাল আবেদীন (মরহুম) এবং বেগম রোকেয়া আবেদীনের দ্বিতীয় সন্তান। তিনি খুলনার দৌলতপুরে অবস্থিত সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগ হতে অনার্স এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে মাস্টার্স, এম ফিল ও পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যোগ দেন ও ২০০৭ সালে প্রফেসর পদ লাভ করেন। তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ গুরুত্বপূর্ণ জার্ণালে প্রকাশিত হয়েছে। এছাড়াও তাঁর ‘ইরান-ইরাক বিরোধ ও সাম্প্রতিক যুদ্ধ’ ও ‘মুজিব নগর সরকার ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক বই দু’টি বাংলা একাডেমি প্রকাশ করেছে। এছাড়া তিনি ‘History Society Culture: A.B.M. Husain Festschrift’ শীর্ষক সম্মাননা গ্রন্থটি যৌথভাবে সম্পাদনা করেন। প্রফেসর ফায়েক উজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, শিক্ষা পরিষদ ও ফ্যাকাল্টি সদস্য, আবাসিক শিক্ষক, শিক্ষক সমিতির যুগ্ন-সম্পাদক ও কার্যকরী পরিষদ সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দেশে ও বিদেশে অনেক গুরুত্বপূর্ণ সেমিনারে যোগদান করেছেন। তিনি দেশের বিভিন্ন জাতীয় সংবাদপত্রে লেখালেখি করেন। প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এর সহধর্মিনী প্রফেসর ড. মোবররা সিদ্দিকা বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলর বিভাগের শিক্ষক। তাঁরা দু’সন্তানের জনক-জননী। তাদের কন্যার নাম পূর্বাশা পৃথ্বী এবং পুত্রের নাম প্রাজ্ঞ পাবন।

  • শিশুদের সৃজনশীলতা বিকাশের সুযোগ দিন : সংস্কৃতি মন্ত্রী

    শিশুদের সৃজনশীলতা বিকাশের সুযোগ দিন : সংস্কৃতি মন্ত্রী

    এসবিনিউজ ডেস্ক : সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সন্তানদের কেবল প্রথম, দ্বিতীয় আর তৃতীয় করার প্রতিযোগিতা করলে শিশুদের মধ্যে যে সৃজনশীলতা রয়েছে তার বিকাশ হবে না। তাই শিশুদের নিজস্ব সৃজনশীলতার সুযোগ দিয়ে মানবিক সমাজ গড়ে তুলতে হবে।

    তিনি শুক্রবার বিকেলে নওগাঁ’র ঐতিহ্যবাহি জিলা স্কুলের শতবার্ষিকী উপলক্ষে দুৃ’দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতা করছিলেন।

    অতিরিক্ত জেলা প্রশাসক বেগম মাজেদা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপি, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্ত্তৃপক্ষের চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী, ঢাকা’র পুলিশ সুপার জেলা স্কুলের ছাত্র শাহ মিজান শাফিউর রহমান, নওগাঁ’র অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, পৌর মেয়র মোঃ নজমুল হক সনি, সদর উপজেলা চেয়ারম্যান আবু আবু বক্কর সিদ্দিক নান্নু, সদর উপজেলার নির্বাহী অফিসার রেজাউল বারী এবং জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উৎসব কমিটির আহবায়ক আব্দুল আজিজ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

    এর আগে শুক্রবার বর্নাঢ়্য অনুষ্ঠানমালার অংশ হিসেবে সকালে স্কুল চত্বর থেকে বের করা হয় এক বিশাল শোভাযাত্রা। হাতি ঘোড়া এবং ব্যান্ডদলের সমন্বয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন।

    মন্ত্রী বলেন, শিশুদের সৃজনশীলতা বিকাশের সুযোগ দিয়ে একটি মানবিক সমাজ গড়ে তুলতে হবে। তা নাহলে জঙ্গিবাদের উত্থানের মধ্যে দিয়ে দানবের সমাজ গড়ে উঠবে। আমরা কখনই দানবের সমাজ চাইনা।

    তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীদের মধ্যে সম্ভাবনা রয়েছে। তাদের মধ্যে যে সম্ভাবনা আছে তাও আবিষ্কার করতে হবে।

    উল্লেখ্য, এই স্কুলটি ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৪২ সাল থেকে শুরু করে এ ২০১৭ সাল পর্যন্ত সময়ের দেশ বিদেশ থেকে ছাত্র এবং শিক্ষাকমন্ডলী এতে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে জিলা স্কুলের মাঠ ছাত্র এবং শিক্ষকদের এক মহা-মিলনমেলায় পরিণত হয়।