প্রেস বিজ্ঞপ্তি: ঘূর্ণিঝড় আম্ফানে আশাশুনি ও শ্যামনগর উপজেলায় ক্ষতিগ্রস্থদের সহায়তার বিষয়ে জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের কামালনগরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপি’র আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।
সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যানের সঞ্চালনায় সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়কদের নিয়ে জরুরি আলোচনা অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ঘূর্ণিঝড় আম্পানে আশাশুনি ও শ্যামনগর উপজেলায় ক্ষতিগ্রস্থ পরিবারে খাদ্য সহায়তা দেয়া এবং এই খাদ্য সহায়তায় অর্থ বরাদ্দের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক যথাক্রমে হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা, আশাশুনি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, শ্যামনগর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য আশেক এলাহী মুন্না, আশাশুনি উপজেলা বিএনপি নেতা মশিউল হুদা তুহিন।
Category: রাজনৈতিক দল
-

সাতক্ষীরায় জেলা বিএনপি’র জরুরি সভা
-

ঘূর্নিঝড় আম্পানের তান্ডবে নিহত সাতক্ষীরার দুই পরিবারে বিএনপির অর্থ সহায়তা
স্টাফ রিপোটার ঃ সুপার সাইক্লোন আম্পানের তান্ডবে গাছের ডাল পড়ে নিহত সাতক্ষীরার বাঁকাল গ্রামের শামসুর রহমান ও কামাননগরের করিমন নেসার পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া এই নগদ টাকা তুলে দেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলি ও সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আবদুল আলিম। এ সময় দলের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান আবদুর রউফ, হাবিবুর রহমান হবি, মোদাচ্ছেরুল হক হুদাসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
তারা এ সময় বলেন, মানুষের সুখে দুঃখে বিএনপি সব সময়ই জনগনের পাশে থাকবে। -

চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ হতে জাসদকে ৫হাজার মাস্ক প্রদান
চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শন হিসাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে পাঁচ হাজার মাস্ক প্রদান করা হয়েছে। জাসদের যুগ্ম সাধারণ আব্দুল্লাহিল কাইয়ূম ও দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন আজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২০ সকাল ১০টায় বারিধারাস্থ চীনা দূতাবাসের মি. ফেংসহ উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে মাস্কের প্যাকেটগুলো গ্রহন করেন।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, চীনের কমিউনিস্ট পার্টি, চীনের সরকার, চীনের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, চীন নিজ দেশের করোনার বিরুদ্ধে যুদ্ধ চালানোর পাশাপাশি করোনার বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশসহ বিশ্বের জনগণ ও দেশগুলির পাশে দাড়িয়ে সমানতালে বৈশ্বয়িক দায়িত্বও পালন করছে। তারা বলেন, চীন ও বাংলাদেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং এই বন্ধুত্বপূর্ণ ও ভাতৃত্বপূর্ণ সর্ম্পক চিরদিন অটুট থাকবে। জাসদ এই মাস্কগুলি করোনার বিরুদ্ধে যুদ্ধে সামনের কাতারের যোদ্ধা ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের কাছে পৌছে দিবে। -

আওয়ামী লীগ, সাতক্ষীরা জেলা: করোনা ভাইরাসের সার্বিক বিষয়ে আলোচনা ও ত্রাণ বিতরণ পরিচালনা কমিটি গঠন
করোনা ভাইরাসের সার্বিক বিষয় ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয়ভাবে ত্রাণ বিতরনের লক্ষ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.বি.এম মোস্তাকিম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মোল্যা, সাধারণ সম্পাদক এনামুল হক ছোট, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন প্রমুখ। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ত্রাণ বিতরণ সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের পত্রের আদেশে ত্রাণ পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে এ আলোচনা সভায় ২১ সদস্য উপজেলা কমিটি, ১৯ সদস্য ইউনিয়ন কমিটি ও ১৭ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি আগামী ৫ দিনের মধ্যে গঠনের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই কমিটি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে যৌথভাবে যেই ব্যক্তি প্রকৃত ত্রাণ পাওয়ার যোগ্য সেই সব অসহায় মানুষের তালিকা প্রস্তুত ও ত্রাণ বিতরনে সহযোগিতা করবে। -

সাতক্ষীরা জেলা আ’লীগের খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠির মাঝে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৫টায় সদর উপজেলা সংলগ্ন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাবেক সহ-সভাপতি ও সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মনিরুল হোসেন মাসুম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, যুবলীগ নেতা জি এম ওয়াহেদ পারভেজ, শেখ তৌহিদুর রহমান ডাবলু প্রমূখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাস বর্তমান বিশ্বের এক মহামারী রোগের নাম। এই মহামারী থেকে বাঁচতে আমাদের নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হতে হবে। নিজে সুরক্ষিত থাকলে পরিবার বাঁচবে, দেশ বাঁচবে।
বক্তারা আরও বলেন, বিনা প্রয়োজনে বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলেও বাসায় ফিরে বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে। এছাড়া বাইরের জেলা বা বিদেশ থেকে কেউ আসলে তাদেরকে বাধ্যতা মুলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কারণ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে পরিবারের যেই যাবে তারও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য সংক্রমিত ব্যক্তির থেকে দুরে থাকতে হবে। -

সুষ্ঠু ও প্রশ্নাতীত খাদ্যত্রাণ প্রার্থীদের তালিকা প্রণয়ন ও বিতরণে জাসদের প্রস্তাব
খাদ্যত্রাণ প্রার্থীদের তালিকা প্রণয়ন ও বিতরণে যে সমন্বয়হীনতা হয়েছে তা অবিলম্বে দূর করে প্রকৃত খাদ্যত্রাণ প্রার্থীদের নাম সুষ্ঠু ও প্রশ্নাতীত তালিকা প্রণয়নের জন্য গ্রামে বা শহরে ওয়ার্ডকে ইউনিট হিসাবে ধরে নির্বাচিত জনপ্রতিনিধির সাথে, ইউএনও বা ডিসির একজন প্রতিনিধি, ১ জন মাধ্যমিক স্কুল শিক্ষক, একজন কলেজ শিক্ষক, ঐ ওয়ার্ডে ববসবাসকারী ১ জন অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী বা কর্মকর্তা, ১ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য, কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, ১ জন স্থানীয় রেজিস্টার্ড পল্লী চিকিৎসক, পরিবার পরিকল্পনা পরিদর্শিকাকে সদস্য করে কমিটি গঠণ করতে হবে। এই কমিটির তত্ত্বাবধানে গ্রাম পুলিশ, চৌকিদার, যুবক স্বেচ্ছাসেবকদের নিয়ে স্বেচ্ছাসেবক টিম গঠনও করতে হবে। কারণ লকডাউন ও সামাজিক দূরত্ব রাখা কার্যকর করতে হলে জনসমাগম করে খাদ্যত্রাণ বিতরণ সংক্রমণ ঝুঁকি বাড়াবে। তাই তালিকা অনুযায়ী স্বেচ্ছাসেবকদের মাধ্যমে খাদ্যত্রাণ বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার পদ্ধতি চালু করতে হবে। জাসদ নেতৃদ্বয় খাদ্যত্রাণ সাহায্যপ্রার্থীদের খাদ্যত্রাণ সাহায্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার পর তাদের বিকাশ/নগদ/রকেট নাম্বারসহ ডাটাবেজ তৈরি করে প্রয়োজনে খাদ্য দেয়ার বদলে সমপরিমান টাকা সরাসরি তাদের কাছে পৌঁছে দেয়ার পদ্ধতি নিয়ে ভাবার জন্য সরকারের প্রতি আহবান জানান।
-

সাবেক সংসদ সদস্য এম এ জব্বারের মৃত্যুতে জেলা ওয়ার্কার্স পার্টির শোক
প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা সদর-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ জব্বার এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তুপ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও তালা- কলারোয়া আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মহিবুল্লাহ মোড়ল, কমরেড সাবির হোসেন, কমরেড আবেদুর রহমান, কমরেড মঈনুল হাসান, কমরেড নাসরিন খানম লিপি, স্বপন কুমার শীল, কমরেড রফিকুল ইসলাম, কমরেড অজিত কুমার রাজবংশী, কমরেড আঃ জলিল, আঃ রউফ মাস্টার, মফিজুল হক জাহাঙ্গীর, নির্মল সরকার, হিরন্ময় মন্ডল, শিবপদ গাইন প্রমূখ। -

সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
নিজস্ব প্রতিনিধি ঃ করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দুরুত্ব বজায় রেখে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে শতাধিক কর্মহীন দুঃস্থ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার সকালে শহরের কলেজ মোড়, পুরাতন সাতক্ষীরা, এতিমখানা মোড়, কামাননগরসহ বিভিন্ন স্থানে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় সেখানে খাদ্য সামগ্রী বিতরন করেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, যুগ্নআহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, যুব নেতা মোড়ল খালিদ আহমেদ প্রমুখ।
বিএনপি নেতারা এ সময় সামাজিক দুরুত্ব বজায় রেখে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহবান জানান। -
সাতক্ষীরা জেলার কমপক্ষে ৩ লক্ষ পরিবারকে মাসিক আর্থিক সহায়তা দেওয়ার দাবী বাংলাদেশ জাসদের
প্রেস বিজ্ঞপ্তি:
বর্তমান করোনা ভাইরাস সংক্রনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সরাসরি মাসিক আর্থিক সহায়তা দেওয়ার জন্য কমপক্ষে ৩ লক্ষ পরিবারের তালিকা করার জন্য স্থানীয় সংসদবৃন্দের যুগান্তকারী সিন্ধান্ত নিতে হবে। প্রত্যেক পরিবার কমপক্ষে ৫ হাজার টাকা যাতে প্রতিমাসে পায় সে ব্যাপারে সাতক্ষীরা জেলার জাতীয় সংসদ সদস্যবৃন্দেকে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা উচিত বলে বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখা মনে করে। জেলার ৭টি হাসপাতাল একটি মেডিকেল কলেজ ২৪ ঘন্টা চিকিৎসা সেবা প্রদান করা এবং স্বাস্থ্য কেন্দ্রে করোনা ইউনিট খোলার দাবী জানানো হয়। দেশের স্বাস্থ্য সেবা যে এত অনিরাপদ তা দায়িত্বশীল জনপ্রতিনিধিদের আমলে নিতে হবে। ২৫ লক্ষ জনগনের জন্য করোনা ভাইরাস সনাক্ত করণকন্দ্রে থাকবেনা এটা হতে পারেনা। সরকারের স্বাস্থ্য খাতে অর্থমন্ত্রী সম্প্রতি ২৫০ কোটি টাকা বরাদ্ধ দিয়ে আমাদের জেলার ন্যায্য পাওনা চাই। জেলার একটি মানুষও যেন আপদকালীন দিনে বঞ্চিত না হয়।
জেলার সকল পর্যায়ের সরকারী কর্মকর্তা কর্মচারী যেন জনগণের পাশো থাকে হাজার সিন্ডিকেট যেন জনগণকে জিম্মি না করে, হাসপাতালে সে পর্যন্ত ঔষধ থাকে এই ব্যাপারে জাতীয় সংসদ সদস্যবৃন্দের অতন্ত্র প্রহরীর মত দেখভাল করেন এমন প্রত্যাশা আমাদের। বাংলাদেশ জাসদ মনে করে, আমরা এই সংকট মোকাবেলা করতে পারব যদি সবাই মিলে আন্তরিক হই। জাসদ, জেএসডি, বাংলাদেশ জাসদ, বাসদ, বাসদ মার্কসবাদী নেতৃবৃন্দ গভীরভাবে পর্যবেক্ষণ করে পত্রিকার মাধ্যমে দাবী জানানো হয়েছিল জেলায়। দূর্যোগকালীন একটি মনিটরিং কমিটি করা হউক। জেলা প্রশাসক এমন একটি মিটিং ডেকেছিলেন। কিন্তু সেখানে সব দলের নেতৃবৃন্দকে ডাকা হয়নি। উপজেলা চেয়ারম্যান ও একজন সংসদ সদস্য ছিলেন। ঘরে ঘরে ত্রাণ পৌছিয়ে যাবে। ঘরে থাকতে হবে। এমন সিদ্ধান্ত হয়েছে। আপাত অর্থে ভাল হয়েছে কিন্তু যারা জেলার মহা দূর্যোগকালীন কমপক্ষে ৩ লক্ষ পরিবারের তালিকা করে মায়ের আর্থিক সহায়তা পরিবার প্রতি কমপক্ষে ৫ হাজার টাকা করে দেওয়ার দাবী জানানো বাংলাদেশ জাসদের জেলা সভাপতি সরদার কাজেম আলী ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রীস আলীসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। সেই সাথে সরকারে মাননীয় প্রধানমন্ত্রীর প্যাকেজ ঘোষণাকে স্বাগত জানানো হয়। -
জেলা যুবদল: দুঃস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে
নিজস্ব প্রতিনিধি ঃ করোনো পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরায় শতাধিক দুঃস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা যুবদল। রবিবার সকালে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় ৫ম দিনের ন্যায় উক্ত খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় সেখানে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, পৌর যুবদলের আহবায়ক আলী শাহীন, সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, যুবনেতা সুমন রহমান, হাসান শাহারিয়ার রিপন প্রমুখ।
উক্ত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, ১ কেজি ডাল, ৫০০ গওাম তেল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ব্লিচিং পাউডার ও সাবান।
এ সময় তারা করোনো পরিস্থিতি মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতন থাকার এবং নিজ নিজ বাড়িতে অবস্থানের আহবান জানান। -

সদর উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির কমিটি পুণঃগঠন বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা, সিরাজুল ইসলাম, বিএনপি নেতা শেরআলী, চেয়ারম্যান আব্দুল মজিদ, ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গির আলম, ডাঃ নজরুল ইসলাম, বি.এম রায়হান বিশ্বাস,আলহাজ্ব আবু বকর, কামরুল ইসলাম, ইউনুচ আলী বুলু, সামসুল হক, নুর মোহাম্মদ, মহসীন উল হক, সামসুল হক, কাজী আব্দুর রশিদ, আতাউর রহমান, রেজাউল ইসলাম, কবির আহমেদ, শাহজান আলী, এড. নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সিরাজুল হক, সেলিম আক্তার মন্টু, আব্দুল গণি, আবুল বাশার, সফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি সোহেল আহমেদ মানিক, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ।
বক্তারা এ সময়, কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরো শক্তিশালী করতে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির কমিটি পুণঃগঠনের জোর দাবী জানান । -

করোনা মোকাবেলায় দুঃস্থদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন জেলা স্বেচ্ছাসেবক দল
নিজস্ব প্রতিনিধি :
করোনো পরিস্থিতি মোকাবেলায় বিএনপির অঙ্গ সংগঠন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেকদলের উদ্যোগে খেটে খাওয়া দুঃস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় শহরের কাটিয়া আমতলা মোড়ে শতাধিক দুঃস্থ মানুষের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান । উক্ত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, লবণ ও সাবান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, গোলাম সরোয়ার, আব্দুল হামিদ, আব্দুল মজিদ, কবির হোসেন, আলমগীর হোসেন আলম, নিজাম উদ্দীন, ইসমাইল হোসেন, আখেরাত হোসেন, সাইজদ্দীন, রানা, জাহাঙ্গীর, সাইফুল, ফারুক, আরিফুল ইসলাম, ভুট্টো, সাদেক, আমিনুর, সুজন, খোকন, মনি প্রমুখ। অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলেন, বর্তমানে করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। করোন ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে আমাদের সচেতন হতে হবে। করোনা ভাইরাসের সংক্রমন থেকে পরিত্রানের জন্য সকলের সহযোগিতা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন তিনি। -

আ’লীগের উদ্যোগ: করোনা ভাইরাস নিয়ে সচেতনামূলক লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিনিধি: ‘করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সতর্ক হোন’ করুণীয় সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের দিবা নৈশ কলেজ মোড় থেকে সুলতানপুর বড় বাজার এলাকায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ক্রেতা-বিক্রেতা ও পথচারী মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম সম্পাদক গণেশ চন্দ্র ম-ল, এনছার বাহার বুলবুল, সাংগঠনিক সম্পাদক মনিরুল হোসেন মাসুম, আ’লীগ নেতা তহিদুর রহমান চপল, পৌর আওয়ামীলীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন, যুবলীগ নেতা ওয়াহেদ পারভেজ, তানভীর কবির রবিন প্রমুখ।