Category: রাজনীতি

  • বাম গণতান্ত্রিক জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠান।

     

     

    বুধবার (১৮ জুলাই) মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে বাম গণতান্ত্রিক জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জোটের সদস্য ও সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারেনা। এই সরকারকে আর কোনো প্রহসনের নির্বাচন করতে দেওয়া হবেনা। প্রয়োজনে আইন পরিবর্তন করে নির্বাচন কমিশনে সংস্কার আনাতে বাধ্য করা হবে। আমাদের জোট ভোট সর্বস্ব জোট না, আমরা প্রয়োজনে ভোটে যাবো, প্রয়োজনে ভোট বয়কট করবো।

    তিনি আরও বলেন, আমরা দেশকে বাঁচাতে চাই। আমরা যে সরকার গঠন করবো তা কেমন হবে, সেইগুলো পরে জানানো হবে। আপাতত এই সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে চাই। আপাতত একটা কথা বলতে চাই, আমরা ক্ষমতার ভাগ বাটোয়ারার জন্য জোট করছি না।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।

    আট দলের এই বামপন্থি জোটে রয়েছে: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী),  গণ সংহতি আন্দোলন,  বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন দল।

  • জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

    জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

    প্রেস বিজ্ঞপ্তি: আগামী ২৮ শে জুলাই সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে শনিবার বেলা ১১টায় নারকেলতলা এলাকায় এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
    জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি মো. নুরুল ইসলাম, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস.এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দিন, আশাশুনি উপজেলা জাতীয় পার্টির সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক আজাদ হোসেন টুটুল, সাতক্ষীরা সদর উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, কালিগঞ্জ উপজেলা সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক আনছার আলী, শ্যামনগর উপজেলা সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, কলারোয় উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলী বাবু, কলারোয়া পৌর সভাপতি আশরাফ আলী, দেবহাটা উপজেলা সাধারন সম্পাদক আবুল ফজল, যুব সংহতির সভাপতি শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি আনোয়ার হোসেন অনু, জেলা ছাত্র সমাজের সভাপতি কায়সারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ হোসেন।
    এসময় উপস্থিত নেতাকমীরা ২৮ শে জুলাই সম্মেলনকে সফল করার লক্ষ্যে নানা ধরনের দিকÑনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

  • ৩১ জুলাই পর্যন্ত মুলতবি খালেদা জিয়ার রিভিউ

    ডেস্ক রিপোর্ট: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল নিষ্পত্তি করতে আগামী ৩১ জুলাই সময়সীমা দিয়ে আপিল বিভাগের আদেশ রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে খালেদা জিয়ার করা আবেদনটি ওইদিন ৩১ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।

    আদেশে বলা হয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে আপিল শুনানি শেষ করতে না পারলে পরবর্তীতে এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

    সংশ্লিষ্ট আইনজীবীদের মতে, আদালতের আজকের আদেশের ফলে হাইকোর্টে খালেদা জিয়ার আপিলটি নিষ্পত্তি করতে ৩১ জুলাইয়ের যে সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল, তা শিথিল হল। অর্থাৎ ওই তারিখের মধ্যে আপিলটি নিষ্পত্তি করতে না পারলে আইনগত কোনো বাধা থাকবে না।

    গত ৯ জুলাই এ আবেদনের শুনানি শেষে আজ আদেশের জন্য রাখেন সর্বোচ্চ আদালত।

    আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

    আজ আদালত থেকে বের হওয়ার পর জয়নুল আবেদীন বলেন, আদালত আজকে একটি আদেশ দিয়ে বলেছেন, আপনারা শুরু করেন। ৩১ জুলাইয়ের মধ্যে যদি সমাপ্ত না হয়, তাহলে পরবর্তীতে এ বিষয়টি আদালত পুনর্বিবেচনা করবে। আদালত এ আদেশ দিয়ে রিভিউ আবেদনটি স্ট্যান্ড ওভার (মুলতবি) করেছেন।

    তিনি বলেন, আগে যেমন ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা ছিল। এখন সেটি আর থাকলো না। আমরাও চাই এ মামলা শেষ করতে। প্রপারলি শেষ করতে চাই। কিন্তু এ মামলায় যে পরিমাণ ডকুমেন্টস রয়েছে তা শেষ করতে সময় লাগবে।

    জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে তিনি জামিনের আবেদন করেন। গত ১২ মার্চ হাইকোর্ট তাকে চার মাসের জামিন দেন। এর বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিল করলে গত ১৬ মে তা বহাল রেখে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। পরে আপিল বিভাগের আদেশের পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন করেন খালেদা জিয়া। ওই রিভিউ আবেদনের শুনানি শেষে আজ এ আদেশ দেন সর্বোচ্চ আদালত।

  • আওয়ামী তরুণ লীগ সাতক্ষীরা জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা : শাহীন সভাপতি- কাজী জিললুর রহমান সম্পাদক

    আওয়ামী তরুণ লীগ সাতক্ষীরা জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা : শাহীন সভাপতি- কাজী জিললুর রহমান সম্পাদক

    বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক জি এম শফিউল্যা স্বাক্ষরিত এক বিবৃতিতে মো: শাহানুর ইসলাম শাহীনকে সভাপতি ও কাজী জিললুর রহমানকে সাধারণ সম্পাদক করে (আহবায়ক কমিটি বিলুপ্তির পর) আওয়ামী তরুণ লীগ সাতক্ষীরা জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। আগামী ৩ বছরের জন্য এই কমিটি ঘোষনা করা হয়। গত ২৫ জুন ২০১৮ তারিখে কেন্দ্রীয় কমিটির উপরোক্ত নেতৃবৃন্দ স্বাক্ষর পূর্বক এই কমিটির অনুমোদন দেন।
    আওয়ামী তরুণ লীগ সাতক্ষীরা জেলা শাখার এই কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র সহ-সভাপতি অনিক মাহমুদ বাবলু, সহ-সভাপতি আব্দুর রহিম, গোবিন্দ বাবু, হাবিবুর রহমান, মাজহারুল ইসলাম, ডা. শরিফুল ইসলাম, মিজানুর রহমান, মিলন রায়, শাহজালাল। এছাড়াও যুগ্ম সম্পাদক বিদ্যুত বিশ^াস, মো: রিপন ও হালিম হোসেন। সাংগাঠনিক সম্পাদক এস এম নাসির উদ্দীন, জীবন ও আবুল হাসেম। প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান টুকু, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কওছার আলী, দপ্তর মনিরুল ইসলাম, সহ-দপ্তর আব্দুস সালাম। অর্থ সম্পাদক আলী হোসেনসহ অন্যান্য। এছাড়াও কমিটির কার্যকরী সদস্য পদে রয়েছেন ৪০ জন।

  • গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী হতে চলেছেন আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম

    গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী হতে চলেছেন আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম

  • ওয়ার্কাস পার্টি শোক

    ওয়ার্কাস পার্টি শোক

    তালা প্রতিনিধি: বাংলাদেশ ওয়ার্কাস পার্টি তালা উপজেলার জালালপুর ইউনিয়নের নেতা কমরেড কামরুল ইসলামের পিতা গহর আলী মোড়ল (৭০) রবিবার দুপুর দু’টায় তালা হাসপাতালে হৃদযন্ত্র্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন।

    তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা ওয়ার্কাস পার্টির নেতৃবৃন্দ।

    বিবৃতিদাতারা হলেন, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি এবং পলিট ব্যুরো সদস্য সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়লসহ জেলার নেতৃবৃন্দ এবং পার্টির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শ্যামনগরে আলোচনা সভা

    শ্যামনগর ব্যুরো: সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথ চলা ২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ ও শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে গতকাল বিকাল ৪ টায় নকিপুর সরকারি এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সাইক্লোন সেল্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পি.পি, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. এস এস জহুরুল হায়দার বাবু। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বাবু দেবী রঞ্জন মন্ডল, ডেপুটি কমান্ডার আবুল হোসেন, মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি কামরুল হায়দার নান্টু, আওয়ামীলীগ নেতা স.ম আব্দুস সত্তার, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, মাস্টার রবীন্দ্রনাথ বিশ্বাস ভোলা, সোহেল রানা বাবু, জাহাঙ্গীর হোসেন লাভলু, জাকির সানা, ভুরুলিয়া, ঈশ্বরীপুর, নওয়াবেঁকী সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক।

  • বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এমপি রবি’র অভিনন্দন

    বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এমপি রবি’র অভিনন্দন

    নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে সকল নেতা-কর্মী ও সমর্থকদের মুজিবিয় শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন সদর আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ১৯৭৬ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ এবং জাতীয় চার নেতাসহ স্বাধীনতা সংগ্রামে সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা ও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাফল্য কামনা করেন।

  • আশাশুনিতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনি বাংলাদেশ আওয়ামীলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা কৃষকলীগ কার্যালয়ে দিবসটি পালন করা হয়। উপজেলা আ’লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম মোল্যান সভাপতিত্বে ও যুবলীগ নেতা এমএম সাহেব আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সহ দপ্তর সম্পাদক রাজু আহম্মেদ পিয়াল, উপজেলা কৃষকলীগের সভাপতি স ম সেলিম রেজা সেলিম, আ’লীগ নেতা আছাদুজ্জামান আসাদ, আবুল কালাম, যুবলীগ নেতা আনিছুর রহমান বাবলা, উপজেলা ছাত্রলীগের দপ্তর সস্পাদক শামিমুর রহমান, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান তাজ, সম্পাদক তানভির রহমান রাজ প্রমুখ।

  • জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মমতাজুননাহার ঝর্ণার মৃত্যুতে এমপি রবি’র    ও জেলা মহিলা আওয়ামীলীগের শোক

    সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সদস্য ও জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান মমতাজুননাহার ঝর্ণার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো-০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।শোক বিবৃতিতে তিনি বলেন, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগ একজন দক্ষ কর্মীকে হারাল।  এ ক্ষতি কখনও পুরণ হওয়ার নয়। সাতক্ষীরার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

    সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের শোক

    সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন ও সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরাসহ জেলা মহিলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ।  সবার প্রিয় মমতাজুননাহার ঝর্ণা ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সদস্য ও জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান। সবার প্রিয় এই মানুষটি সারাটা জীবন সাতক্ষীরা মহিলা আওয়ামীলীগ ও জাতীয় মহিলা সংস্থাকে সংগঠিত করে অধিকার সম্মান আদায়সহ বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে গেছেন। সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগ একজন দক্ষ কর্মীকে হারাল। তার এ ক্ষতি কখনও পুরণ হওয়ার নয়। জেলা মহিলা আওয়ামীলীগসহ সাতক্ষীরার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

  • ডক্টরস ল্যাবের গাফিলাতিতে চলে গেলেন সৃজনশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিসেস মমতাজুন নাহার ঝর্ণা

    ডক্টরস ল্যাবের গাফিলাতিতে চলে গেলেন সৃজনশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিসেস মমতাজুন নাহার ঝর্ণা

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সাংস্কৃতি ও রাজনৈতিক অংগনের পরিচিত মুখ জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান মিসেস মমতাজুন নাহার ঝর্ণা গতকাল চলে গেলেন না ফেরার দেশে(ইন্নালিল্লাহি —- রাজিউন)। গত শক্রুবার বাসাতে অসুস্থ হয়ে পড়ার পর তাকে দেখতে আসেন ডা. কাজী আরিফ। তিনি রোগিকে ভালো চিকিৎসার জন্য হাসপতালে নেওয়ার পরামর্শ দেন। এসময় অসুস্থ ঝর্ণাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভালো ক্যাবিন না পাওয়ায় সকাল ১০ টায় ডক্টরস ল্যাবে ভর্তি করে এসি ক্যাবিন নিয়ে উঠান। কিন্তু ভর্তির পর থেকে রুগিকে প্রয়োজনীয় চিকিৎসা নাদিয়ে চরম গাফিলাতি দেখান। শক্রুবার থাকায় ল্যাবে বাইরের ডাক্তার আসায় রুগির ভীড় হয় এবং কতৃপক্ষ অত্যাধিক বানিজ্যিক ফয়দা নিতে সে সকল ডাক্তার ও রোগির নিয়ে ব্যস্থ হয়ে উঠে। এ অসুস্থ্য ঝর্ণার প্রতি উদাশিনতা দেখান। ফলে বেলা ১ টার দিকে তিনি একপ্রকার চিকিৎসা ছাড়াই মৃত্যু বরণ করেন। এ মৃত্যুতে মরহুমের স্বজন ও রাজনৈতিক কর্মিরা বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা ডক্টরস ল্যাবের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকে। পরে অবশ্য নেতৃবৃন্দের হস্তক্ষেপে বিক্ষুব্ধ নেতাকর্মিরা লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করেণ।
    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। ব্যক্তিজীবনে তিন কন্যা সন্তানের জননী ছিলেন। বড় মেয়ে ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক। মেঝ মেয়ে আমেরিকান প্রবাসী ও ছোট মেয়ে লন্ডন প্রবাসী। সাতক্ষীরা শহরের সুলতানপুরের শেখ আব্দুল মোতালেব এর জ্যেষ্ঠ কন্যা ছিলেন এবং একই গ্রামের এড. শেখ শামছুর রহমান সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতির স্ত্রী ছিলেন। তার মৃত্যু সংবাদে সারা সাতক্ষীরায় আওয়ামীলীগ পরিবারে শোকের ছায়া নেমে আসে। মরহুমের সুলতানপুরস্থ সদর উপজেলা মোড়ে বাসভবনে নেতাকর্মীরা হাজির হন। পরিবারিক সুত্রে জানায়, শনিবার সকাল ৯টায় সুলতানপুর ক্লাব মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুনসুর আহমেদ, সহ-সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হক এমপি, মীর মোস্তাক আহমেদ রবি এমপি, সাবেক এমপি একে ফজলুল হক, সাবেক এমপি ডা: মোখলেছুর রহমান, এড. এস এম হায়দার, জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, কৃষি সম্পাদক সরদার মুজিব, তথ্যগবেষনা সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এড. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ সম্পাদক শহীদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এড. গোলাম মোস্তফা, শিক্ষা সম্পাদক শফিউল আযম লেলিন, যুব ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিল্প বাণিজ্য সম্পাদক আলহাজ্ব আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপ- দপ্তর সম্পাদক জে এম ফাত্তাহ, উপ-প্রচার সম্পাদক অধ্যাপক প্রণব ঘোষ বাবলু, কোষাধ্যক্ষ আসাদুল হক, সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান প্রমুখ। অনুরূপ শোক জানিয়েছেন, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি স ম জগলুল হায়দার এমপি, সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ অহেদুজ্জামান, সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, আশাশুনি উপজেলার সভাপতি এ বিএম মোস্তাকিম, সাধারণ সম্পাদক এড. শহীদুল ইসলাম পিন্টু, দেবহাটা উপজেলার সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কলারোয়া উপজেলার সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, তালা উপজেলার সভাপতি শেখ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সদস্য এড. শাহানাজ পারভীন মিলি, কোহিনুর ইসলাম, মীর মোশাররফ হোসেন মন্টু, ডা.মুনসুর আলী প্রমুখ। অনুরুপ শোক জানিয়েছেন জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী বেগম রিফাত আমিন এমপি, সাধারণ সম্পাদিকা কাউন্সিলর জ্যোৎন্সা আরা, পৌর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী বেগম নাদিরা আলী, সাধারণ সম্পাদিকা রেবেকা পারভীন রিক্তা প্রমুখ।

  • জেলায় পুলিশের বিশেষ অভিযানে আটক-৫৮

    জেলায় পুলিশের বিশেষ অভিযানে আটক-৫৮

    নিজস্ব প্রতিনিধি: জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৬ নেতা কর্মীসহ ৫৮ জনকে আটক করা হয়েছে।

    বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান চলাকালে হয়েছে বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা। এসময় বিভিন্ন অভিযোগে ৬টি মামলা দায়ের করা হয়েছে।

    আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানার ৮ জন, কলারোয়া থানার ৭ জন, তালা থানার ৪ জন, কালিগঞ্জ থানার ১০ জন, শ্যামনগর থানার ১৬ জন, আশাশুনি থানার ৭ জন, দেবহাটা থানার ৪ জন ও পাটকেলঘাটা থানার ২ জন।

    জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

  • খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল

    খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল

    নিজস্ব প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঝাউডাঙ্গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঝাউডাঙ্গা বাজার থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক। গ্রেফতার এড়াতে বিক্ষোভ মিছিলটি দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।

    বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জোর দাবি জানানো হয়।

  • জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে তালা উপজেলা ছাত্রদলের অভিনন্দন

    সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি শেখ রফিকুজ্জামান সজীব সাধারণ সম্পাদক মোমতাজুল ইসলাম চন্দন ও সাংগঠনিক সম্পাদক আবু রাহায়কে নির্বাচিত করায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেলার নতুন সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তালা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
    বিবৃতি দাতারা হলেন তালা উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক আনিচুরজ্জামান আনিচ, ছাত্রনেতা সরদার ফরাদ হোসেন রনি, মেহেদী হাসান, পাড় মোতাহার, গাজী শাহিন, হাফিজুর রহমান হাফিজ, হাছান মোল্লা, আবু মুহিত, জি এম ফারুক, আছাদুল ইসলাম, রানা, শাহিন, লিটু, ইমরান, বাবলু প্রমুখ।

  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন : সজিব সভাপতি, সম্পাদক চন্দন, সাংগঠনিক রায়হান

    সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন : সজিব সভাপতি, সম্পাদক চন্দন, সাংগঠনিক রায়হান

     

    সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাতক্ষীরা জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়ার হয়েছে। গত ১৩ জুন ২০১৮ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসানের যৌথ স্বাক্ষরিত এক পত্রে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি শেখ রফিকুজ্জামান সজিব, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল মোরশেদ মিলন, সহ-সভাপতি রাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, আবু জাফর, আব্দুর রহমান বাবু, জুলফিকার সিদ্দিকি, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, যুগ্ম সম্পাদক মির্জা মোঃ রাশেদুজ্জামান রনি, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সিটি কলেজ, খালিদ হোসেন সুমন, আলমগীর হোসেন, আজহারুল ইসলাম, আফরাহিম সিদ্দিক কমল, আসিফ ইকবাল ও সাংগঠনিক সম্পাদক আবু রায়হান।
    নবগঠিত কমিটির সভাপতি শেখ রফিকুজ্জামান সজিব পূর্বের কমিটির দপ্তর সম্পাদক ও সদর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

  • গণমানুষের নেতা শহীদ স. ম. আলাউদ্দিনের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিকদের কর্মসূচি চলবেই

    গণমানুষের নেতা শহীদ স. ম. আলাউদ্দিনের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিকদের কর্মসূচি চলবেই

    নিজস্ব পতিনিধিঁ:
    সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা দৈনিক পত্রদূত সম্পাদক গণমানুষের নেতা শহীদ স. ম. আলাউদ্দিনের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিকদের কর্মসূচি চলবেই। স. ম. আলাউদ্দিন বেঁচে থাকবেন তার কর্মের মাঝে। খুনিরা আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। খুনিদের সামাজিকভাবে বয়কট করতে হবে। স. ম. আলাউদ্দিনের খুনি ও খুনিদের কাছ থেকে সুবিধাভোগিদেরও সামাজিকভাবে চিহ্নিত করে বয়কট করতে হবে। এমনই আহ্বানের মধ্য দিয়ে ১৯জুন সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য স. ম. আলাউদ্দিনের ২২তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

    কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় শহীদ স. ম. আলাউদ্দিনের মাজারে পুষ্পস্তবক অর্পন ও তার আত্মার শান্তি কামনায় মাজার জিয়ারত করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকগণ। এরপর সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স. ম. আলাউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি। বক্তব্য রাখেন দৈনিক পত্রদূতের সম্পাদক মন্ডলীর সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আনিসুর রহিম, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, শহীদ স. ম. আলাউদ্দিন তনয়া ও দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মমতাজ আহমেদ বাপী, এম কামরুজ্জামান, রুহুল কুদ্দুস, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, গোলাম সরোয়ার, ড. দিলিপ কুমার দেব, শরিফুল্লাহ কায়সার সুমন, আবুল কাশেম, মোশাররফ হোসেন, অসীম বরণ চক্রবর্তী, কালীদাস রায়, সেলিম রেজা মুকুল, মো. আব্দুল গফুর সরদার, সাখাওয়াত উল্যাহ ও আমিনুর রশিদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, কবি ও সাহিত্যিক গাজী শাহাজান সিরাজ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী। এসময় ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রত্যেক বক্তা শহীদ স. ম আউদ্দিনের খুনিদের বিচার দাবি করে খুনিদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান। খুনিদের বিচার তথা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাংবাদিকদের কর্মসূচি চলবেই চলবে বলে সিদ্ধান্ত নেন। বক্তারা সাতক্ষীরার সামগ্রিক উন্নয়নে শহীদ স. ম আলাউদ্দিনের স্বপ্ন চিন্তা ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ভোমরা স্থলবন্দর প্রতিষ্ঠা, চেম্বার অব কমার্স প্রতিষ্ঠা, শ্রমিক লীগ প্রতিষ্ঠা, বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা, আলাউদ্দিন বিস্কুট ফ্যাক্টরী প্রতিষ্ঠা, ট্রাক টার্মিনাল প্রতিষ্ঠাসহ কৃষি শিল্পের বিকাশে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন।
    সভায় আগামী ২৫ জুন সোমবার সকাল ১০ টায় শহীদ আলাউদ্দীন চত্বর সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধ কর্মসূচী পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচীতে সকল সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী আহবান জানিয়েছেন।
    প্রসঙ্গত: ১৯৯৬ সালের ১৯ জুন রাত ১০টা ২৩ মিনিটে নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় সাতক্ষীরার গডফাদারদের ভাড়া করা কিলারের কাটা রাইফেলের গুলিতে নির্মমভাবে নিহত হন শহীদ স. ম. আলাউদ্দিন।
    এঘটনায় নিহতের ভাই শহীদ স. ম. নাসির উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। প্রায় এক বছর তদন্ত শেষে ১৯৯৭ সালের ১০ মে সিআইডির খুলনা জোনের এএসপি খন্দকার ইকবাল হোসেন সাতক্ষীরার চিহ্নিত সন্ত্রাসী গডফাদারসহ ১০ জনের নামে আদালতে চার্জশীট দাখিল করেন। ১৪ বছর আইনগত জটিলতা সৃষ্টি করে চাঞ্চল্যকর এ হত্যা মামলার বিচার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে বন্ধ ছিল। আইনী জটিলতা নিরসন শেষে ২০১২ সালে মামলাটির পুনরায় বিচার কাজ শুরু হয়। কিন্তু মামলাটির বিচার কাজ আজও শেষ হয়নি।
    ইতোমধ্যে চাঞ্চল্যকর এ হত্যা মামলার ৩৬ জন স্বাক্ষীর মধ্যে ২২ জনের স্বাক্ষ্য সম্পন্ন হয়েছে। ৫/৭জন স্বাক্ষী মারা গেছে। ২/৩ জন রয়েছে দেশের বাইরে। আগামী ২৭ জুন মামলার পরবর্তী স্বাক্ষীর দিন রয়েছে। এভাবেই কেটে গেছে ২২টি বছর। মামলার প্রভাবশালী আসামী কুখ্যাত চোরাকারবারি গডফাদার ভূমিদস্যু সবুর তার সহযোগী আরেক গডফাদার খলিলুল্লাহ ঝড়ুসহ তার ভাই কিসলু (মৃত), মোহন, নগরঘাটার রউফ, তার শ্যালক কালাম, এসকেন, সাইফুল, শফি ও আতিয়ার।

  • কুলিয়ায় ইমামদের ঈদ সামগ্রী বিতরণ

    কুলিয়ায় ইমামদের ঈদ সামগ্রী বিতরণ

    নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ইমাদুল ইসলাম নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ইমামদের ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

    ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুল ইসলাম।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রওনাক উল ইসলাম, শাহাদাত হোসেন, গোলাম রব্বানী, আমিরুল ইসলাম, প্রেম কুমার, অচিন্ত মন্ডল, ভরত চন্দ্র সরকার, বিকাশ সরকার, ইউপি সদস্যা ফতেমা খাতুন, শ্যামলী রানী প্রমুখ।

    সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব মো. ফারুক হোসেন।

  • তালা প্রেসক্লাবের ইফতার মাহফিল

    তালা প্রেসক্লাবের ইফতার মাহফিল

    তালা প্রতিনিধি: তালা প্রেসক্লাবের আয়োজনে স্থানীয় শিল্পকলা একাডেমিতে গত মঙ্গলবার রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ইফতার পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

    প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ শহিদুল ইসলাম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, দৈনিক পত্রদুত-এর সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, শুভাষিণী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম সেলিম, মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়াদ্দার, সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস এম লিয়াকত হোসেন, জেএসডির কেন্দ্রীয়নেতা মীর জিল্লুর রহমান, তালা জনতা ব্যাংক ম্যানেজার মোঃ শাহিনুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সমাজসেবক খন্দকার মোয়াজ্জেম হোসেন রঞ্জু, জাসদ নেতা দেবাশীস দাশ, আওয়ামী লীগনেতা শাহাবুদ্দীন বিশ্বাস, সৈয়দ ঈদ্রিস, নারায়ণ মজুমদার, সিরাজুল ইসলাম, শাহিনুর রহমান খাঁ, মামুন সরদার, যুবলীগনেতা খান সিরাজুল ইসলাম, গোলদার মিজানুর রহমান, জাহিদ বিশ্বাস, মিজানুর রহমান প্রমুখ।

    দোয়া পরিচালনা করেন তালা উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা তৌহিদুর রহমান।