Category: রাজনীতি

  • শিক্ষকদের জন্য বিশেষ ত্রাণসহায়তার দাবি জাসদের

    শিক্ষকদের জন্য বিশেষ ত্রাণসহায়তার দাবি জাসদের

    নন-এমপিওভুক্ত স্কুল ও ননরেজিস্টার্ড স্কুল-কিন্ডারগার্টেন-মাদরাসার শিক্ষকদের বিশেষ ত্রাণ সহায়তার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ দাবি জানান।

    বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে সারাদেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ থাকায় সেই সব স্কুল-কলেজ-মাদ্রাসার হাজার হাজার নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং ননরেজিস্টার্ড স্কুল-কিন্ডারগার্টেন-মাদ্রাসার হাজার হাজার শিক্ষক-কর্মচারী যে যৎসামান্য বেতন পেতো তা না পেয়ে সম্পূর্ণ আয়-উপার্জনহীন অবস্থায় পতিত হয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। চক্ষুলজ্জায় তারা ত্রাণের জন্য লাইনেও দাঁড়াতে পারছেন না।

    তাই নেতৃদ্বয় শিক্ষক-কর্মচারীদের বিশেষ ত্রাণ সহায়তার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

  • চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ হতে জাসদকে ৫হাজার মাস্ক প্রদান

    চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ হতে জাসদকে ৫হাজার মাস্ক প্রদান


    চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শন হিসাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে পাঁচ হাজার মাস্ক প্রদান করা হয়েছে। জাসদের যুগ্ম সাধারণ আব্দুল্লাহিল কাইয়ূম ও দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন আজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২০ সকাল ১০টায় বারিধারাস্থ চীনা দূতাবাসের মি. ফেংসহ উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে মাস্কের প্যাকেটগুলো গ্রহন করেন।
    জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, চীনের কমিউনিস্ট পার্টি, চীনের সরকার, চীনের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, চীন নিজ দেশের করোনার বিরুদ্ধে যুদ্ধ চালানোর পাশাপাশি করোনার বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশসহ বিশ্বের জনগণ ও দেশগুলির পাশে দাড়িয়ে সমানতালে বৈশ্বয়িক দায়িত্বও পালন করছে। তারা বলেন, চীন ও বাংলাদেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং এই বন্ধুত্বপূর্ণ ও ভাতৃত্বপূর্ণ সর্ম্পক চিরদিন অটুট থাকবে। জাসদ এই মাস্কগুলি করোনার বিরুদ্ধে যুদ্ধে সামনের কাতারের যোদ্ধা ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের কাছে পৌছে দিবে।

  • আওয়ামী লীগ, সাতক্ষীরা জেলা: করোনা ভাইরাসের সার্বিক বিষয়ে আলোচনা ও ত্রাণ বিতরণ পরিচালনা কমিটি গঠন

    আওয়ামী লীগ, সাতক্ষীরা জেলা: করোনা ভাইরাসের সার্বিক বিষয়ে আলোচনা ও ত্রাণ বিতরণ পরিচালনা কমিটি গঠন


    করোনা ভাইরাসের সার্বিক বিষয় ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয়ভাবে ত্রাণ বিতরনের লক্ষ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.বি.এম মোস্তাকিম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মোল্যা, সাধারণ সম্পাদক এনামুল হক ছোট, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন প্রমুখ। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ত্রাণ বিতরণ সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের পত্রের আদেশে ত্রাণ পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে এ আলোচনা সভায় ২১ সদস্য উপজেলা কমিটি, ১৯ সদস্য ইউনিয়ন কমিটি ও ১৭ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি আগামী ৫ দিনের মধ্যে গঠনের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই কমিটি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে যৌথভাবে যেই ব্যক্তি প্রকৃত ত্রাণ পাওয়ার যোগ্য সেই সব অসহায় মানুষের তালিকা প্রস্তুত ও ত্রাণ বিতরনে সহযোগিতা করবে।

  • তথ্যমন্ত্রীর বক্তব্য প্রকৃত চালচোরদের পরিচয় আড়াল করেছে-জাসদ

    তথ্যমন্ত্রীর বক্তব্য প্রকৃত চালচোরদের পরিচয় আড়াল করেছে-জাসদ


    জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ১৮ এপ্রিল ২০২০ শনিবার এক বিবৃতিতে তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদের ‘ত্রাণের চাল চুরির সাথে জাসদ, জাতীয় পার্টি, বিএনপির চেয়ারম্যান-মেম্বাররা জড়িত’ এবং ‘ত্রাণের দাবিতে বিক্ষোভের পিছনে রাজনৈতিক ইন্ধন আছে’ বলে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। তারা বলেন, তথ্যমন্ত্রীর এ বক্তব্য শুধু সত্যের অপলাপই নয়, অপ্রয়োজনীয়ও বটে। তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন সামনে থেকে করোনা সংকটের কঠিন পরিস্থিতি মোকাবেলা করছেন তখন তাঁর মন্ত্রীসভার কোনো সদস্যেরই কাজ করা বাদ দিয়ে এমন কোনো অপ্রয়োজনীয় কথা বলা উচিৎ না। যাতে মাননীয় প্রধানমন্ত্রীর কাজ ও কথার সাথে অসঙ্গতিপূর্ণ এবং যা মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ তৈরি করে। জাসদ নেতৃদ্বয় বলেন, কারা ত্রাণের চাল চুরি করেছে তা জনগনের সামনে প্রকাশিত। চালচুরির ঘটনা মুলধারার গণমাধ্যমের কড়া নজরদারির বাইরে না। গণমাধ্যম তা প্রকাশও করছে। মাঠপ্রশাসন, পুলিশসহ আইনশৃংখলা রক্ষা বাহিনী, গোয়েন্দাসংস্থা, দুদকসহ সরকারী, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা ত্রাণ বিতরণ কাজের উপর কড়া নজরদারি রাখছে। তাই ত্রাণের চালচুরির ঘটনার সাথে যুক্ত কেউই রেহাই পায়নি, পাবেও না। এরকম পরিস্থিতিতে তথ্যমন্ত্রীর বক্তব্য চালচোরদের পরিচয় আড়াল ও বিভ্রান্তি সৃষ্টি করে চিহ্নিত চালচোরদের পক্ষে নির্লজ্জ সাফাইয়ে পরিনত হয়েছে।
    জাসদ নেতৃদ্বয় দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও মন্তব্য প্রদান না করার জন্য তথ্যমন্ত্রীসহ দায়িত্বপ্রাপ্তদের প্রতি আহবান জানান।

  • জাসদ’র গভীর শোক : করোনা’র বিরুদ্ধে যুদ্ধে প্রথম কাতারের বীর যোদ্ধা প্র. ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে

    সংবাদ বিজ্ঞপ্তি: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শোকবার্তায় করোনা’র বিরুদ্ধে যুদ্ধের প্রথম কাতারের বীর যোদ্ধা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন এর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। তারা প্র. ডা. মঈন উদ্দিনকে একজন মানবতাবাদী সাহসী চিকিৎসক ও করোনা’র বিরুদ্ধে যুদ্ধে একজন নিবেদিত বীর যোদ্ধা হিসাবে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা ইতিপূর্বে নারায়ণগঞ্জে করোনার বিরুদ্ধে প্রথম কাতারের যোদ্ধা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী স্বাস্থ্যকর্মী সেলিম আকন্দ এর প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
    তারা করোনার বিরুদ্ধে যুদ্ধে মৃত্যবরণকারী এই দুই বীর যোদ্ধার প্রতি জাতীয় সম্মান প্রদান করে তাদের পরিবারের সকল দায়িত্বগ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান। তারা একইসাথে করোনার বিরুদ্ধে যুদ্ধে সামনের কাতারের যোদ্ধা ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত, প্রণোদনা, ঝুঁকিবীমা, এককালীন সম্মানী ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানান।

  • জাতীয় পরামর্শসভা ডাকতে প্রধানমন্ত্রীর প্রতি জাসদের আহবান

    জাতীয় পরামর্শসভা ডাকতে প্রধানমন্ত্রীর প্রতি জাসদের আহবান

    জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ১৩ এপ্রিল ২০২০ সোমবার এক বিবৃতিতে বলেছেন বৈশ্বিক মহামারী করোনা বাংলাদেশের জন্যও জাতীয় দুর্যোগের ঝুঁকি তৈরি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মী-জনপ্রশাসন-পুলিশ-সশস্ত্র বাহিনী-জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় দিনরাত কাজ করে যাচ্ছেন।

    জাসদ নেতৃদ্বয় বলেন, যে কোনো মহামারি বা জাতীয় দুর্যোগে সরকার ও প্রশাসনই সামনে থেকে মাঠে কাজ ও সামগ্রিক সমন্বয় সাধন করে। এটাই মহামারি বা জাতীয় দুর্যোগ মোকাবেলা সার্বজনীন পথ। মহামারি বা দুর্যোগ মোকাবেলায় জনগনকে ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে থাকতে হয়। মহামারি বা দুর্যোগকালে রাজনৈতিক দলগুলিকেও দলীয় রাজনীতির উর্ধে উঠে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করে সরকারের পাশে দাঁড়ায়। রাজনৈতিক দলগুলি দলীয় রাজনীতির উর্ধে উঠে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করলে সরকার ও প্রশাসনের পক্ষে মহামারি বা দুর্যোগ মোকাবেলা অনেক সহজ হয়। এই বিবেচনা থেকেই জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি করোনা দুর্যোগ মোকাবেলায় জাতীয় ঐক্য জোরদার করে ও জাতীয় ঐকমত্য গড়ে তুলতে অবিলম্বে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, বিশিষ্ট অর্থনীতিবীদগণ, প্রশাসন পরিচালনা অভিজ্ঞ ব্যক্তিগণ, সম্পাদক পরিষদসহ শীর্ষ সাংবাদিকগণের পরামর্শ নেয়ার জন্য ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরামর্শ গ্রহণ করার জন্য জাতীয় পরামর্শসভা ডাকতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন।

  • সাতক্ষীরা জেলা আ’লীগের খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন

    সাতক্ষীরা জেলা আ’লীগের খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন


    নিজস্ব প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠির মাঝে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৫টায় সদর উপজেলা সংলগ্ন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাবেক সহ-সভাপতি ও সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মনিরুল হোসেন মাসুম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, যুবলীগ নেতা জি এম ওয়াহেদ পারভেজ, শেখ তৌহিদুর রহমান ডাবলু প্রমূখ।
    এসময় নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাস বর্তমান বিশ্বের এক মহামারী রোগের নাম। এই মহামারী থেকে বাঁচতে আমাদের নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হতে হবে। নিজে সুরক্ষিত থাকলে পরিবার বাঁচবে, দেশ বাঁচবে।
    বক্তারা আরও বলেন, বিনা প্রয়োজনে বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলেও বাসায় ফিরে বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে। এছাড়া বাইরের জেলা বা বিদেশ থেকে কেউ আসলে তাদেরকে বাধ্যতা মুলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কারণ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে পরিবারের যেই যাবে তারও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য সংক্রমিত ব্যক্তির থেকে দুরে থাকতে হবে।

  • জাসদের দাবি `খাদ্য সহায়তা প্রার্থীদের তালিকা প্রণয়ন ও বিতরণে সমন্বয়হীনতা-দূর্নীতি-স্বজনপ্রীতি-দলীয়করণ বন্ধ এবং সঠিক তালিকা প্রণয়ন ও সুষ্ঠুভাবে বিতরণ, ওএমএস-এর চাল কালোবাজারে বিক্রি, ত্রাণের চাল চুরি ও আত্মসাৎকারীদের মোবাইল কোর্টে দৃষ্টান্তমূলক শাস্তি'

    জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ৯ এপ্রিল শুক্রবার বিকালে এক বিবৃতিতে বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী বার বার কঠোর হুশিয়ারি উচ্চারণের পরও করোনা সংকটকালে লকডাউন পরিস্থতিতে দেশের হঠাৎ কর্মহীন নিরুপায় অসহায় মানুষের জন্য সরকার যে খাদ্য সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে সেই কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে বহু জায়গাতেই প্রকৃত খাদ্য সহায়তা প্রার্থীদের তালিকা প্রণয়ন ও খাদ্য বিতরণে সমন্বয়হীনতা-দূর্নীতি-স্বজনপ্রীতি-দলাবাজী-দলীয়করণ এবং ওএমএস-এর চাল কালোবাজারে বিক্রি, ত্রাণের চাল আত্মসাৎ ও চুরি, মজুদদারির ঘটনার খবর আসছে। তারা এই দূর্নীতির ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে দল না দেখে মুখ না দেখে এদকল দূর্নীতিবাজ, চোর, আত্মসাৎকারী, কালোবাজারি, মজুদদারদের মোবাইল কোর্টে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

    জাসদ নেতৃদ্বয় বলেন, সরকার করোনা পরিস্থিতিতে ৭৫ লক্ষ পরিবার অর্থাৎ পরিবার প্রতি ৪ জন করে মানুষ হিসাব করে ৩ কোটি মানুষকে খাদ্য সাহায্য দেয়ার কর্মসূচি নিয়েছে। ইতিমধ্যে ২৯ লাখ ৭৫ হাজার পরিবারকে তালিকাভুক্ত করা হয়েছে। এখনও ৪৫ লাখ ২৫ হাজার পরিবারের তালিকা তৈরিই হয়নি।

    তারা অভিযোগ করে বলেন, তালিকা প্রণয়ণে বহুক্ষেত্রেই সমন্বয়হীনতা-দূর্নীতি-স্বজনপ্রীতি-দলবাজী-দলীয়করণ করে যাদের খাদ্যত্রাণ দরকার নাই তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের নাম তালিকায় আছে তারা খাদ্যত্রাণ পায়নি, যাদের নাম তালিকায় নাই তারা খাদ্যত্রান নিয়েছে, কেউ কেউ একাধিকবার খাদ্যত্রাণ নিয়েছে, কেউ কেউ একবারও খাদ্যত্রাণ পায়নি। স্বজনপ্রীতি ও দলবাজী এমন জঘন্য পর্যায়ে পৌঁছেছে খোদ আওয়ামী লীগের সদস্য কর্মী নিরুপায় অসহায় প্রকৃত খাদ্যত্রাণপ্রার্থীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত না করে বহু প্রভাবশালী ব্যক্তিরা তাদের ব্যক্তিগত লোক যাদের খাদ্যত্রাণ দরকারই নাই তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

    জাসদের নেতৃদ্বয়, খাদ্যত্রাণ প্রার্থীদের তালিকা প্রণয়ন ও বিতরণে যে সমন্বয়হীনতা হয়েছে তা অবিলম্বে দূর করে প্রকৃত খাদ্যত্রাণ প্রার্থীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সরকার ও প্রশাসনকে কঠোর অবস্থাণ গ্রহণ করার আহবান জানান। তারা একই সাথে লকডাউন পরিস্থিতি বিবেচনা করে সরকার ঘোষিত ৭৫ লাখ পরিবার অর্থাৎ ৩ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদানের কর্মসূচি সম্প্রসারিত করে আরও ৭৫ লাখ পরিবার অর্থাৎ আরও ৩ কোটি সর্বমোট দেড় কোটি পরিবার অর্থাৎ ৬ কোটি মানুষকে খাদ্যসহায়তা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান। তারা বলেন, সুষ্ঠু ও প্রশ্নাতীত তালিকা প্রণয়নের জন্য গ্রামে বা শহরে ওয়ার্ডকে ইউনিট হিসাবে ধরে নির্বাচিত জনপ্রতিনিধির সাথে, ইউএনও বা ডিসির একজন প্রতিনিধি, ১ জন মাধ্যমিক স্কুল শিক্ষক, একজন কলেজ শিক্ষক, ঐ ওয়ার্ডে ববসবাসকারী ১ জন অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী বা কর্মকর্তা, ১ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য, কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, ১ জন স্থানীয় রেজিস্টার্ড পল্লী চিকিৎসক, পরিবার পরিকল্পনা পরিদর্শিকাকে সদস্য করে কমিটি গঠণ করতে হবে। এই কমিটির তত্ত্বাবধানে গ্রাম পুলিশ, চৌকিদার, যুবক স্বেচ্ছাসেবকদের নিয়ে স্বেচ্ছাসেবক টিম গঠনও করতে হবে। কারণ লকডাউন ও সামাজিক দূরত্ব রাখা কার্যকর করতে হলে জনসমাগম করে খাদ্যত্রাণ বিতরণ সংক্রমণ ঝুঁকি বাড়াবে। তাই তালিকা অনুযায়ী স্বেচ্ছাসেবকদের মাধ্যমে খাদ্যত্রাণ বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার পদ্ধতি চালু করতে হবে। জাসদ নেতৃদ্বয় খাদ্যত্রাণ সাহায্যপ্রার্থীদের খাদ্যত্রাণ সাহায্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার পর তাদের বিকাশ/নগদ/রকেট নাম্বারসহ ডাটাবেজ তৈরি করে প্রয়োজনে খাদ্য দেয়ার বদলে সমপরিমান টাকা সরাসরি তাদের কাছে পৌঁছে দেয়ার পদ্ধতি নিয়ে ভাবার জন্য সরকারের প্রতি আহবান জানান।
    বার্তা প্রেরক

    সাজ্জাদ হোসেন
    দফতর সম্পাদক
    ০১৭১২৬৩৭৪৬৫, ০১৯১১৫৮৫৯৪৫

  • সুষ্ঠু ও প্রশ্নাতীত খাদ্যত্রাণ প্রার্থীদের তালিকা প্রণয়ন ও বিতরণে জাসদের প্রস্তাব

    সুষ্ঠু ও প্রশ্নাতীত খাদ্যত্রাণ প্রার্থীদের তালিকা প্রণয়ন ও বিতরণে জাসদের প্রস্তাব

    খাদ্যত্রাণ প্রার্থীদের তালিকা প্রণয়ন ও বিতরণে যে সমন্বয়হীনতা হয়েছে তা অবিলম্বে দূর করে প্রকৃত খাদ্যত্রাণ প্রার্থীদের নাম সুষ্ঠু ও প্রশ্নাতীত তালিকা প্রণয়নের জন্য গ্রামে বা শহরে ওয়ার্ডকে ইউনিট হিসাবে ধরে নির্বাচিত জনপ্রতিনিধির সাথে, ইউএনও বা ডিসির একজন প্রতিনিধি, ১ জন মাধ্যমিক স্কুল শিক্ষক, একজন কলেজ শিক্ষক, ঐ ওয়ার্ডে ববসবাসকারী ১ জন অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী বা কর্মকর্তা, ১ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য, কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, ১ জন স্থানীয় রেজিস্টার্ড পল্লী চিকিৎসক, পরিবার পরিকল্পনা পরিদর্শিকাকে সদস্য করে কমিটি গঠণ করতে হবে। এই কমিটির তত্ত্বাবধানে গ্রাম পুলিশ, চৌকিদার, যুবক স্বেচ্ছাসেবকদের নিয়ে স্বেচ্ছাসেবক টিম গঠনও করতে হবে। কারণ লকডাউন ও সামাজিক দূরত্ব রাখা কার্যকর করতে হলে জনসমাগম করে খাদ্যত্রাণ বিতরণ সংক্রমণ ঝুঁকি বাড়াবে। তাই তালিকা অনুযায়ী স্বেচ্ছাসেবকদের মাধ্যমে খাদ্যত্রাণ বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার পদ্ধতি চালু করতে হবে। জাসদ নেতৃদ্বয় খাদ্যত্রাণ সাহায্যপ্রার্থীদের খাদ্যত্রাণ সাহায্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার পর তাদের বিকাশ/নগদ/রকেট নাম্বারসহ ডাটাবেজ তৈরি করে প্রয়োজনে খাদ্য দেয়ার বদলে সমপরিমান টাকা সরাসরি তাদের কাছে পৌঁছে দেয়ার পদ্ধতি নিয়ে ভাবার জন্য সরকারের প্রতি আহবান জানান।

  • আ’লীগের উদ্যোগ: করোনা ভাইরাস নিয়ে সচেতনামূলক লিফলেট বিতরণ

    আ’লীগের উদ্যোগ: করোনা ভাইরাস নিয়ে সচেতনামূলক লিফলেট বিতরণ


    নিজস্ব প্রতিনিধি: ‘করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সতর্ক হোন’ করুণীয় সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের দিবা নৈশ কলেজ মোড় থেকে সুলতানপুর বড় বাজার এলাকায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ক্রেতা-বিক্রেতা ও পথচারী মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম সম্পাদক গণেশ চন্দ্র ম-ল, এনছার বাহার বুলবুল, সাংগঠনিক সম্পাদক মনিরুল হোসেন মাসুম, আ’লীগ নেতা তহিদুর রহমান চপল, পৌর আওয়ামীলীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন, যুবলীগ নেতা ওয়াহেদ পারভেজ, তানভীর কবির রবিন প্রমুখ।

  • সাতক্ষীরা পৌর তাতীঁলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    সাতক্ষীরা পৌর তাতীঁলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন


    প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ তাঁতীলীগ সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
    ১৯ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫টায় ৭ নং ওয়ার্ড কার্যালয়ে পৌর তাঁতীলীগের সভাপতি মো. মেহেদী আলী সুজয় সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক , দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা: এস.এম বাদশা মিয়া, সদর উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোস্তাফিজুর রহমান নাছিম, ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর তাঁতীলীগের সাবেক সভাপতি নুরজাহান সাদিয়া, সাধারণ সম্পাদক শেখ ফিরোজ হোসেন, আশরাফুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান প্ররিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সোহাগ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের সভাপতি মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, ৯ নং ওয়ার্ডের সভাপতি মোসলেম সরদার, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন, ৫ নং ওয়ার্ডের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সুলতান আহমেদ সোহাগ, আলমগীর হোসেন, হেলাল উদ্দীন, কাজী ওবায়েদ, আহম্মদ আলী প্রমূখ।

  • করোনো ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ জেলা আ’লীগের


    সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, সাতক্ষীরাজেলাবাসীকে করোনো ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এই মুহুর্তে যা করণীয় ঘন ঘন দুই হাতে সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড যাবত পরিস্কার করা। হাঁচি, কাশির সময়ে টিস্যু অথবা কাপড় দিয়ে বা বাহুর ভাঁজে নাক মুখ ঢেকে ফেলুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ময়লার পাত্রে ফেলুন ও হাত পরিস্কার করুন। হ্যান্ড সেক কোলাকুলি থেকে বিরত থাকুন। জন বহুল স্থানে বা গণ পরিবহনে মুখে মাস্ক ব্যবহার করুন। জ্বর,সর্দি, শুকনা কাশি, মাথা ব্যাথা, গলা ব্যাথা ও শরীর ব্যাথা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। যে খানে সেখানে থুতু ফেলবেন না। রান্নার আগে খাবার ভালো করে ধুয়ে নিন এবং সিদ্ধ করুন। ময়লা কাপড় বেশিদিন জমিয়ে রাখবেন না। দ্রুত ধুয়ে ফেলুন। তাছাড়া সাতক্ষীরার সকল পর্যায়ের ব্যবসায়ীদের প্রতি আহ্বান খাদ্য পণ্যসহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কোন ক্রমেই অতিরিক্ত মূল্য নেবেন না। সকলে মিলে মিশে এই করোনো ভাইরাস থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে মহান আল্লাহ তায়ালার করুণা ও সাহায্যের জন্যে বেশি বেশি দোয়া ও দুরুদ পাঠ করুন। আল্লাহ সবাইকে হেফাজত করুন। প্রেস বিজ্ঞপ্তি

  • সুন্দরবন টেক্সটাইল মিল চালু করার দাবিতে পথসভা অনুষ্ঠিত


    প্রেস বিজ্ঞপ্তি: সুন্দরবন টেক্সটাইল মিল চালু করার দাবিতে বাংলাদেশ জাসদের পথসভা অনুষ্ঠিত। ১৬ মার্চ সোমবার সুন্দরবন টেক্সটাইল মিল গেটে বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট সাতক্ষীরা জেলার অন্যতম নেতা রবিউল ইসলামের সভাপতিত্বে সুন্দরবন টেক্সটাইল মিল চালু করার দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের সাতক্ষীরা জেরা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল, পৌর সাধারণ সম্পাদক আশরাফ সরদার। বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল জেলার সভাপতি মোকলেছুর রহমান। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদ) নেতা এড. খগেন্দ্রনাথ ঘোষ,জে এস ডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক সুধাংশ শেখর, শ্রমিকনেতা সুকুমার পালিত। সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় চালু, হাসপাতালের চিকিৎসার মানউন্নয়ন, পৌরসভার বিশুদ্ধ পানির ব্যবস্থ্যাসহ বিভিন্ন দাবি নিয়ে জোর জানান বক্তারা।

  • সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

    সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

    সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির কমিটি পুণঃগঠন বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা, সিরাজুল ইসলাম, বিএনপি নেতা শেরআলী, চেয়ারম্যান আব্দুল মজিদ, ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গির আলম, ডাঃ নজরুল ইসলাম, বি.এম রায়হান বিশ্বাস,আলহাজ্ব আবু বকর, কামরুল ইসলাম, ইউনুচ আলী বুলু, সামসুল হক, নুর মোহাম্মদ, মহসীন উল হক, সামসুল হক, কাজী আব্দুর রশিদ, আতাউর রহমান, রেজাউল ইসলাম, কবির আহমেদ, শাহজান আলী, এড. নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সিরাজুল হক, সেলিম আক্তার মন্টু, আব্দুল গণি, আবুল বাশার, সফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি সোহেল আহমেদ মানিক, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ।
    বক্তারা এ সময়, কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরো শক্তিশালী করতে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির কমিটি পুণঃগঠনের জোর দাবী জানান ।

  • নিন্দা ও প্রতিবাদ  জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখা

    নিন্দা ও প্রতিবাদ জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখা

    সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে প্রতিপক্ষরা বিভ্রান্তিমূলক ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক একটি সংবাদ প্রকাশ করিয়েছে সাতক্ষীরার একটি সাপ্তাহিক পত্রিকায়। যা ১৯ জানুয়ারি প্রকাশ হয়েছে।
    প্রকাশিত সংবাদটিতে সাতক্ষীরার জাতীয় পার্টিকে পারিবারিক পার্টি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। যা আদৌ সত্য নয়। আখ্যাটি ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক। প্রকাশিত এ সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখা।
    প্রতিবাদ বিবৃতিতে জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম বলেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুর স্ত্রী পার্টির রাজনৈতিক কোন কর্মকা-ের সঙ্গে জড়িত নন। আশরাফুজ্জামান আশু ১৯৮৩ সালে জাতীয় পার্টির অঙ্গ সংগঠণ নতুন বাংলা যুব সংহতির মাধ্যমে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হন। এরপর পর্যায়ক্রমে ২০০৯ সালে সম্মেলনের মাধ্যমে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকেই দলীয় গঠণতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ে সম্মেলনের মধ্য দিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ভাইরা আনোয়ার জাহিদ তপন যোগ্যতা বলে পদ ধরে রেখেছেন। তার বাবা মরহুম এ্যাড. আব্দুর রহিম জেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠা সভাপতি ছিলেন। সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপাও যোগ্যতার পরিচয় দিয়ে দলে টিকে আছেন। জেলা ছাত্র সমাজের সভাপতি মেঝ ছেলে কায়সারুজ্জামান হিমেল সম্মেলনের মধ্য দিয়েই সভাপতি হয়েছেন। ছোট ছেলে কায়মুজ্জামান পাভেলও যোগ্যতা বলে সদর উপজেলার দায়িত্ব পালন করছেন। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু কখনোই দলীয় পদকে ব্যবহার করে তার পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ পদে বসাননি। সকলেই তাদের যোগ্যতা ও মেধাবলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সম্মেলন ও দলীয় নেতাকর্মীদের সমর্থনে। জেলা ছাত্র সমাজের পক্ষ থেকে উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক এ সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

  • আগামী ১০ ফেব্রুয়ারী জাসদ সাতক্ষীরা জেলার কাউন্সিল । প্রধান অতিথি শিরিন আখতার এমপি


    সংবাদ বিজ্ঞপ্তি: আগামী ১০ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টায় জাসদ সাতক্ষীরা জেলা কাউন্সিল সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ সদস্য, জাসদ কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা শিরিন আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ঠ নাট্যব্যক্তিত্ব, জাসদ স্থায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী। কাউন্সিলের উদ্বোধন করবেন জাসদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখবেন জাসদ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ওবায়দুর রহমান চুন্নু, সহ-সম্পাদক ওবায়দুস সুলতান বাবলু, জাতীয় কৃষক জোট নেতা অধ্যক্ষ আশেক-ই-এলাহী। সমগ্র অনুষ্ঠান পরিচালন করবেন জাসদ সাতক্ষীরা জেলা সাধারন সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী। আজ ১৮ জানুয়ারী সাতক্ষীরা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাসদ জেলা সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ। জাসদ সাতক্ষীরা জেলা সম্পাদক মো. জাকির হোসেন লস্কর এর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ গ্রহন করেন জাসদ কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক ওবায়দুস সুলতান বাবলু, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, আমির হোসেন চৌধুরী প্রমুখ।
    সভায় আগামী আগামী ১০ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টায় জাসদ সাতক্ষীরা জেলার কাউন্সিল অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় আগামী ২৫ জানুয়ারী শ্যামনগর, ২৬ জানুয়ারী কালিগজ্ঞ, ২৭ জানুয়ারী আশাশুনি, ২৮ জানুয়ারী দেবহাটা, ২৯ জানুয়ারী কলরোয়া, ৩০ জানুয়ারী তালা ও ৩১ জানুয়ারী সাতক্ষীরা সদর উপজেলা কর্মিসভার তারিখ নিদ্ধারন করা হয়। এ সকল সভায় জেলা নেতৃবৃন্দ অংশ গ্রহন করবেন।

  • কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এর সাথে সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের শুভেচ্ছা ও মতবিনিময়

    কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এর সাথে সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের শুভেচ্ছা ও মতবিনিময়


    নিজস্ব প্রতিনিধি ঃ কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে.এম আজম খসরু’র সাতক্ষীরায় আগমনে সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১০টায় সাতক্ষীরা সার্কিট হাউজে জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে.এম আজম খসরু।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি বিএম জাফর, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইনছুর আলী, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, শেখ আজাদুল ইসলাম, কাজী শরিফুল ইসলাম, আব্দুল কাদের কাদু, আব্দুল আজিজ, শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন, আব্দুর রাজ্জাক, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ হোসেন খান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মীর শাহাজাত আলী, অগ্রণী ব্যাংক কাজী শরিফুল ইসলাম শরিফ, জনতা ব্যাংক সিবিএ’র সভাপতি শেখ অঅব্দুল গণি, সুন্দরবন টেক্সাটাইল মিল সিবিএ’র সাবেক সভাপতি আবুল হোসেন খোকন, রিকসা ভ্যান শ্রমিক লীগের সভাপতি রেজওয়ান আলী, কালিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুর, সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম মনি, কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, দেবহাটা উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ আবু তাহের, সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি, অফিস সম্পাদক আরিফ, শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের সভাপতি জহুরুল হায়দার নান্টা, সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ আলী মোল্যা, আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মো. সামছুল আলম, সাধারণ সম্পাদক বিপ্লব দাস, তালা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর জব্বার, সাধারণ সম্পাদক শফিউল রহমান ডানলাপ, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, আরশাদ আলী, জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, সহ-সম্পাদক মো. গাউস আলী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কালু, মুকুল হোসেন, পৌর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, শেখ আজাদ আলী, মহিলা শ্রমিক লীগের নেত্রী ফারহানা তাসলিম, মোছা. শামীমা আক্তার রানী, তানজিলা বেগমসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন বেসিক ও ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান।