Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
যশোর Archives - Page 2 of 5 - Daily Dakshinermashal

Category: যশোর

  • ইয়াবা বেচাকেনার সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    ইয়াবা বেচাকেনার সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    যশোর প্রতিনিধি : শহরের সিটি বলেজ পাড়া বৌ বাজার এলাকায় অবস্থান নিয়ে ইয়াবা বেচাকেনার সময় লিমন ও রফিকুল ইসলাম ওরফে বড় রুবেল নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দখল হতে ৭০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। লিমন শহরের চাঁচড়া ডালমিল আদর্শপাড়ার গফফার মিস্ত্রির ছেলে ও রফিকুল ইসলাম ওরফে বড় রুবেল শহরের চাঁচড়া মধ্যপাড়া বর্তমানে সিটি কলেজপাড়া বৌ বাজার ৩নং কলোনী লতা হিজলার বাড়ির পাশে ইনসান মিয়ার ছেলে । এ ঘটনায় বুধবার গভীর রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
    জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই রাজেশ কুমার দাশ জানান,মঙ্গলবার ২৮ মার্চ রাতে শহরে মাদক বিরোধী অভিযান চালানোর সময় গোপন সূত্রে খবর পান শহরের পৌরসভা ১নং ওয়ার্ডের সিটি কলেজপাড়া বৌ বাজারস্থ জনৈক জুয়েল ইসলাম এর দর্জির দোকানের সামনে রাস্তার উপর দু’জন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে রাত সাড়ে ১০ টার পর অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মাদক ব্যবসায়ী লিমন ও রফিকুল ইসলাম ওরফে বড় রুবেল দৌড়ে পালানোর এক পর্যায় তাদেরকে গ্রেফতার করে। এ সময় লিমনের দখল হতে ৫০ পিস ও বড় রুবেলের দখল হতে ২০পিস ইয়াবা উদ্ধার করে। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করেন।

  • শার্শায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বেকারি পণ্য

    শার্শায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বেকারি পণ্য

    যশোরপ্রতিনিধিঃ বিস্কুট, কেক, বনরুটিসহ নানা ধরনের বেকারী পণ্য পরিবারের প্রায় সকলেই খেয়ে থাকেন। শিশুদের পছন্দের খাবার হিসেবেও বেকারীর খাবার প্রিয়। শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিন পৌঁছে যায় এসব খাবার। ফলে মানুষ স্বাস্থ্যকর মনে করে এসব বেকারী খাবার খেয়ে থাকেন। কেউ কি কখনও ভেবে দেখেছেন এসব খাবারগুলো কোথায় এবং কিভাবে তৈরি হচ্ছে?

    ছবি

    শার্শার বাগআঁচড়ার বেকারীগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত খাবার বাইরে বিক্রি হচ্ছে। সরেজমিনে অনুসন্ধান করে দেখা যায়, উপজেলার বাগআঁচড়া বাজারে মেসার্স সততা বেকারী, জামতলার বাজারের মেহেনাজ বেকারী, গোগা কলেজ রোড অবস্থিত মোহনা ফুড বেকারীতে নিয়ম না মেনে অস্বাস্থ্যকর স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশে ভেজাল ও নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করছে এসব পণ্য। খাদ্য তৈরী করার পাত্রগুলো অপরিষ্কার। যার মধ্যে মাছিসহ বিভিন্ন পোকামাকড় লক্ষ্য করা গেছে। কারখানার ভেতরে যেখানে তৈরী খাবার রাখা আছে সেখানেই নোংরা পরিবেশ, রয়েছে ক্ষতিকারক রাসায়নিক স্যাকারিন, কেমিক্যাল এবং একাধিক পাম ওয়েলের ড্রাম। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের তৈরী পণ্য। উৎপাদন ও মেয়াদোত্তীন তারিখ ছাড়ই বাহারি মোড়কে বনরুটি, পাউরুটি, কেক, বিস্কুটসহ বিভিন্ন ধরনের বেকারী সামগ্রী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। বিএসটিআই এর কোনো অনুমোদন নেই। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের দেখা মেলেনি। কখনো এসব কারখানা়য় অভিযান চালিয়ে জেল-জরিমানা করা হয় নাই। প্রতিদিন বেপোরোয়া গতিতে চালাচ্ছে তাদের পণ্য উৎপাদন। অনুমোদনহীন খাবারের সঙ্গে বেকিং পাউডার, ইষ্ট, স্যাকারিন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার করা হয়।

    বিকল্প বেকারীর উৎপাদিত বেকারি সামগ্রী পাউরুটিসহ অন্যান্য খাদ্য সামগ্রীর মোড়কে বিএসটিআই, বিডিএস নম্বর লেখা নেই। মোড়কের গায়ে উৎপাদন ও মে়য়াদোত্তীণ লেখা নেই কত তারিখে উৎপাদন হয়েছে বা মেয়াদ কবে।

    শেষ হবে তার কোন উলেখ নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, ভেজাল কেমিক্যাল ও নিম্নমানের উপকরণ

    দিয়ে তৈরী করা এসব খাবার সামগ্রী খেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। পেটব্যথা, শরীর দূর্বলসহ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হও়য়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে।

    এক বেকারীতে সাংবাদিকদের অনুসন্ধানী টিম অনুসন্ধান করতে গেলে সততা বেকারীর মালিক সিরাজুল ইসলাম ক্ষিপ্ত হয়ে বলেন, আমার বেকারীতে আপনাদেরকে ঢোকার অনুমতি কে দিয়েছে? আপনি সাংবাদিক তাই কি হয়েছে? আপনি কি বেকারীর মালিক? আমাদের নিষেধ আছে বেকারীতে কোন সাংবাদিক ঢোকতে পারবে না, কে নিষেধ করেছে এমন প্রশ্ন করলে বলেন, এসি মিটিংয়ে আমাদের বেকারী সমিতির সভাপতি মিজানুর রাহমান নিষেধ করেছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অনুমতি কে দিয়েছে এ কথা জানতে চাইলে তিনি বলেন, আমারদের যশোরের সভাপতি ও স্যানিটারি মহিলার সাথে কথা বলুন আর আমি এই বেকারীর মালিক আমি যেটা বলবো সেটাই হবে। আপনারা পারলে যা কিছু লিখেন গিয়ে। পরে খোলা ব্যবহৃত টয়লেট থেকে ২ফুট দুরুত্বে খাদ্য রাখেছেন কেনো জানতে চাইলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে বলেন, আমরা বাথরুমে পাশে খাবার রাখবো সেই খাবার মানুষ খাবে তাতে আপনাদের কি। আপনারা ছবি তুলেছে? যান ছবি নিয়ে যা হচ্ছা করেন তাতে আমার কোন যাই আসেনা।

    খাদ্যে বেকিং পাউডার, ইষ্ট, স্যাকারিন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কি না এবিষয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাঃ ইউছুফ আলীর কাছে জানতে চাইলে, তিনি বলেন আমি মিটিং এ ব্যস্ত আছি আপনারা স্যানিটারি ইন্সপেক্টরের সাথে কথা বলুন।

    এ ব্যাপারে স্যানিটারি ইন্সপেক্টর সেফালি খাতুন বলেন, যেসব কারখানায় অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে ভেজাল খাদ্য তৈরী করেছে ওই সব প্রতিষ্ঠান পরিদর্শন করে তাদেরকে সতেচন করে দেওয়া হবে। বিগত কত দিন আগে আপনারা অভিযান চালিয়েছেন এই কথা জানতে চাইলে তিনি জানান এটা আমার সঠিক সময় মনে নাই।

    এ বিষয়ে শার্শা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ফারজানা ইসলাম বলেন, ‘ ওই সব প্রতিষ্ঠান পরিদর্শন করবো এবং তাহারা খাদ্যনীতিমালা অমান্য করিলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নে়য়া হবে।

  • বারোমাসি আম চাষে সফল বাগআঁচড়ার নুর ইসলাম

    বারোমাসি আম চাষে সফল বাগআঁচড়ার নুর ইসলাম


    হুমায়ন কবির মিরাজ, শার্শা (যশোর) প্রতিনিধি: বারোমাসি আমচাষে সফল হয়েছেন শার্শার বাগআঁচড়া পিপড়াগাছি গ্রামের নার্সারী মালিক নুর ইসলাম। গাছে বারো মাস ধরে এই আম। এই জন্য এই জাতের নাম বারি-১১ আম। ১২ বিঘা বাগান হতে এবার অসময়ে কয়েক লক্ষ টাকার আম বিক্রি করেছেন। বাগানের গাছে এখন ভরপুর আম রয়েছে। আগামীতে আম বিক্রি করে অধিক লাভের আশা করছেন নুর ইসলাম।

    নুর ইসলাম জানান, তিনি ছিলেন একজন কুল ব্যবসায়ী। কুলচাষে অনেক খরচ। লাভ হয় কম। তখন সেই কুল চাষ বাদ দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফল গবেষনা কেন্দ্রের মাধ্যমে বারি-১১ আম চাষে নেমে পড়ে। প্রাথমিক ভাবে সে চারটি চারা রোপন করে। এতে সে প্রচুর পরিমানে ফলে দেখে তাক লেগে যান। পরবর্তিতে নুর ইসলাম তার নার্সারিতে নিয়ে চারা কলম করে এখন ৯ বিঘা জমিতে এ আমের চারা রোপন করে তাক লাগিয়ে দিয়েছেন নুর ইসলাম। তিনি প্রতি কেজি আম ৪০০থেকে ৫০০ শত টাকা দরে বিক্রি করছেন বলে জানান।

    তিনি জানান, কলম চারা দিয়ে নুর ইসলাম উপজেলার মাঠপাড়া গ্রামের মাঠে ৩ বিঘা কাটিমন ও ৯ বিঘা বারি-১১ আমবাগান গড়ে তুলেছেন। বর্তমানে ২ হাজার ৪০০ টির মতো গাছ রয়েছে তার বাগানে। বাগানের বয়স এখন ৪ বছর। তার নার্সারীতে বিক্রির জন্য রয়েছে পর্যাপ্ত থাই বারোমাসি আমের চারা।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগানের গাছের বোটায় থোকাই থোকাই আম ঝুলছে। কোনটাতে পাক ধরেছে, আবার কোনটা কাঁচা। কোন গাছে মুকুল ধরেছে, আবার কোনটাতে গুটি। বছরে তিন বার ফল দিচ্ছে এ গাছ। প্রতিটি গাছ থেকে বছরে ৩ বারে গড়ে ৪০কেজির মতো আম পাওয়া যাচ্ছে। অসময়ে উৎপাদিত হওয়ায় এ আমের দামও চড়া। থাই বরোমাসি আম পাকলে হলুদ বর্ণ ধারণ করে। দেখতে আকারে অনেকটা আম-রুপালি আমের মত। স্বাদ ও গন্ধে অতুলনীয়। আঁটি আকারে অত্যন্ত ছোট ও পাতলা। উপজেলা কৃষি বিভাগ হতে তাকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান নুর ইসলাম।

    উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল জানান,ফল উৎপাদনে শার্শা উপজেলা একটি সম্ভাবনাময় উপজেলা।সেরকম একটি ফল হচ্ছে আম।এখানে প্রায় ৬শ ৯০ হেক্টর জমিতে আম উৎপাদিত হয়। গতানুগতিক ধারায় এই উপজেলায় বিভিন্ন জাতের আম চাষ হয়ে থাকে।যার মধ্যে রয়েছে হিমসাগর, ল্যাংড়া, আম রুপালি অন্যতম। কিন্তু একটি নতুন জাত বারি-১১ আম চাষ হচ্ছে। যে আমটি সারা বছর ব্যাপি উৎপাদিত হয়ে আসছে। বাগআঁচড়ারার নুর ইসলাম এটি তৈরী করেছেন। এটি দ্রুত সম্প্রসারণযোগ্য একটি জাত। এ আম খেতে অত্যন্ত সুমিষ্ট। ঘ্রাণও সুন্দর। আমের খোলার নিচের অংশ খুব শক্ত হওয়ায় ঘরে অনেক দিন রেখে খাওয়া যায়। এ আম চাষে কৃষক লাভবান হবেন বলে তিনি অশা করছেন।

  • যশোরের বেনাপোল পুটখালীতে অস্ত্র, গুলি,ম্যাগজিন সহ ১জন আটক

    যশোরের বেনাপোল পুটখালীতে অস্ত্র, গুলি,ম্যাগজিন সহ ১জন আটক

    স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল পুটখালী গ্রামের জহিরুল বিশ্বাস কে ১ পিস্তল১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ আটক করেছে বিজিবি।সোমবার সকালে তাকে আটক করা হয়।সে পুটখালী গ্রামের জাহান আলীর ছেলে।তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বেড়িয়ে পড়বে আসল মালিকের নাম। এলাকাবাসীর দাবি তাকে রিমান্ডে আনা হোক।

    বিজিবি জানান সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর সার্বিক দিক নির্দেশনায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ পুটখালী বিওপি’র ০১টি চৌকষ টহল দল পুটখালী গ্রামস্থ কামারবাড়ী মোড় পাকা রাস্তার উপর গোপনীয়তার সাথে অবস্থান নেয় এবং কিছুক্ষন পর ০১ জন ব্যক্তিকে টহল দলের দিকে আসতে দেখে।

    টহল দলের নিকটবর্তী আসলে তাকে সন্দেহজনক ভাবে থামতে বললে উক্ত ব্যক্তি দৌড়ে পালাবার চেষ্টা করলে বিজিবি টহল দল কর্তৃক তাকে ধরার জন্য পিছনে ধাওয়া করতঃ আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে তল্লাশী করে তার কোমরের লুঙ্গির পিছন হতে ০১টি ৯ এমএম পিস্তল (ইউএসএ), ০১টি ম্যাগাজিন, ০৪ রাউন্ড গুলিসহ পুটখালী এলাকার দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী মোঃ জহুরুল বিশ্বাস (৩০), পিতা- মৃত জাহান আলী বিশ্বাস, গ্রাম- পুটখালী পশ্চিমপাড়া, ডাকঘর- বালুন্ডা, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে তল্লাশী করে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়। আটককৃত অস্ত্র- গোলাবারুদের সিজার মূল্য- ১,০১,৮০০/- টাকা।তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

  • বেনাপোল সীমান্তে সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু    

    বেনাপোল সীমান্তে সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু    

    আঃজলিল, স্টাফ রিপোর্টারঃ   

    যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর গ্রামে বিষধর সাপের কামড়ে জীবন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। জীবন রঘুনাথপুর গ্রামের আব্দুল আজিজ এর ছেলে। রোববার দুপুরে রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    রঘুনাথপুর গ্রামের জামির হোসেন বলেন, আজ দুপুর ১টার সময় জীবন গোয়াল ঘরের পিছনে খেলা করছিল। সেখানে তার পায়ে সাপে কামড় দেয়। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।

  • বেনাপোল সিমান্তে অস্ত্র গুলি সহ পিতা পুত্র    আটক

    বেনাপোল সিমান্তে অস্ত্র গুলি সহ পিতা পুত্র    আটক

     

    আঃজলিল, স্টাফ রিপোর্টারঃ  

    যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী পিতা-পুত্র গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

    সোমবার (২৩ মে) ভোরে তাদের গ্রেফতার করেছে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সদস্যরা।

    গ্রেফতারকৃতরা হলো- সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে মোঃ শাহ জামাল (কালু) (৫৩) ও তার ছেলে সোহেল আহমেদ (২৮)।

    বিজিবি জানায়, আমরা গোপন সূত্রে খবর পায় অস্ত্র ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অস্ত্রের একটি চালান পাচার করে এনে সাদিপুর গ্রামের একটি বাড়িতে মজুদ করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল শাহ জামাল কালুর বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিউদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে পিতা-পুত্রকে আটক করা হয়েছে।

    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, বেনাপোলের সীমান্তবর্তী সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ পিতা-পুত্রকে আটক করা হয়েছে। অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    বেনাপোল পোর্ট থানার অফিসার  ইনচার্জ কামাল ভুইয়া বলেন    বিজিবির মামলায়  আটককৃত আসামিদেরকে  কোর্ট হাজতে প্রেরন করা হবে।

  • যশোরের শার্শা বাগআঁচড়ার বাগুড়ী বেলতলা আম বাজারের শুভ ঊদ্বোধন

    যশোরের শার্শা বাগআঁচড়ার বাগুড়ী বেলতলা আম বাজারের শুভ ঊদ্বোধন

    আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ   

    যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে বাগআঁচড়ার বাগুড়ী বেলতলা আম বাজারের শুভ ঊদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার বেলা ১১টায় বাগুড়ী বেলতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে কায়বা ইউনিয়ন চেয়ারম্যান ও আম বাজার পরিচালনা কমিটির সভাপতি আলতাব হোসেনের সভাপতিত্বে বাজার উদ্বোধন করেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।

    বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন শার্শা উপজেলা কৃষি অফিসার প্রতাপ কুমার ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান।

    এসময় আরো উপস্হিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মোজাফ্ফার হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, আম বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক কামরুল হাসান শামীম ,আম ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান হোসেন,সাধারন সম্পাদক ডাঃ আনারুল ইসলাম।আমবাজার পরিচালনা কমিটির সদস্য সহিদুল ইসলাম ময়না মেম্বর,আহসান কবির হাসান, জোবায়ের আহম্মেদ চঞ্চল, আরিফুজ্জামান আরিফ, মিলন রহমান,মিন্টু হোসেন,মোস্তফা কামাল, মনিরুজ্জামান মনি,শাহাজান কবির,সহ বাজারের আম ব্যবসায়ী,আমচাষী,সূধীজন ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক।

    এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র গত ৫মে থেকে গোবিন্দ ভোগ,গোপাল ভোগ,বোম্বায়,ক্ষীরশা পাতি,গোলাপখাস,ও বৈশাখী আম সহ স্হানীয় জাতের আম,আগামী ১৬মে থেকে হিমসাগর,২৪মে থেকে ল্যাংড়া ও ১লা জুন থেকে আম্রপালি আম পেড়ে বাজারে তোলার নির্দেশনা প্রদান করেন।

    এসময় তিনি আরো বলেন,এসময়ের আগে যদি কোন ব্যবসায়ী বা চাষী অপরিপক্ব আম পাড়ে তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইগন গত ব্যবস্হা গ্রহন করা হবে সতর্ক করা তিনি জানান।

  • বেনাপোল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল।

    • স্টাফ রিপোর্টারঃ–   

    বেনাপোল স্থলবন্দরে ২টি হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বিকেলে বেনাপোল স্থলবন্দর ৩ নম্বর গেটের সামনে ২৮ রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ সভাপতি মো: রাজু আহমেদ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন। শেখ আফিল উদ্দিন এমপি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান বেনাপোল স্থলবন্দরকে কেউ ধ্বংস করতে আসলে তারা নিজেরাই আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। এই বন্দরের প্রতি মহান আল্লার অশেষ রহমত রয়েছে।

    এখানে হাজার হাজার শ্রমিক কায়িক পরিশ্রম করে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের আর্থিক অবকাঠামোগত উন্নয়নে বীরের মতো সহযোগিতা করছে। তাই গুটি কয়েক সন্ত্রাসীচক্র যতই বৃষ্টির মতো বোমা বর্ষণ করুক না কেন,এই বন্দরের শ্রমিকদের বিতাড়িত করতে পারবে না। তার আগেই চক্রান্তকারিসহ সন্ত্রাসীরা নিজেরাই আস্তাকুড়ে বিলীন হয়ে যাবে।

    তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুসংগঠিত শান্তির দল। এ দলের নেতা-কর্মীরা কখনও সন্ত্রাসী কর্মকাণ্ড করেনা এবং কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য লালনও করেনা। কিন্তু, ওরা আওয়ামী লীগের নেতা বলে দাবি করে আবার সকল ধরণের ঘৃণিত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। তাই, যারা বোমাবাজিসহ ঘৃণিত অপরাধমূলক কর্মকান্ড করে তারা সন্ত্রাসী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সালেহ আহমদ মিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক ও আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাবলু,পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল,শার্শা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ,সাধারণ সম্পাদক সোহরাব হোসেন,শার্শা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আয়নাল হক, বেনাপোল পৌর আওয়ামী লীগের যশোর জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সালমা আলম, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল।শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা,গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান তবি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • যশোরে সোনা চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকসহ ৯ জনের নামে চার্জশিট

    যশোরে সোনা চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকসহ ৯ জনের নামে চার্জশিট

    স্টাফ রিপোর্টারঃ    

    যশোরের বহুলালোচিত ৭২ কেজি সাড়ে ৪শ’ গ্রাম সোনা পাচার মামলায় এক ভারতীয় নাগরিকসহ ৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ঢাকা সিআইডি পুলিশ। সম্প্রতি মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ঢাকা সিআইডি পুলিশের এসআই কোরবান আলী সরকার।

    অভিযুক্ত আসামিরা হলো, যশোরের শার্শার শিকারপুর গ্রামের পশ্চিমপাড়ার তোফাজ্জেল হোসেন তরফদারের ছেলে মহিউদ্দিন তরফদার, জাহাঙ্গীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম, নারিকেলবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেরে মুজিবুর রহমান, গোকর্ন গ্রামের মাঝের পাড়ার আলী হোসেন সরদারের ছেলে মাসুদ রানা, দূর্গাপুর গ্রামের মৃত আবুল মোড়লের ছেলে সফি, আব্দুল মোমিনের ছেলে ইমরান হোসেন, আব্দুল কাদেরের ছেলে রুবেল হোসেন, রামচন্দ্রপুর গ্রামের নওসাদ আলীর ছেলে কবির হোসেন ও ভারতের ২৪ পরগনা জেলার বাগদা থানার গাংগুলিয়া গ্রামের নুর জালাল মন্ডল ওরফে মেছের আলীর ছেলে বর্তমানে যশোরের শার্শার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা শফিকুল মন্ডল ওরফে মোল্যা ওরফে লিদু।

    মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ৯ আগস্ট রাতে শার্শার শিকারপুর বিজিবি ক্যাম্পের সদস্য হাবিলদার মুকুল হোসেন নিয়মিত টহলের সময় গোপন সংবাদে জানতে পারেন একদল চোরাকারবারি সোনা নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবে। 

    এ সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য তিনি একটি দল নিয়ে নারিকেলবাড়িয়া গ্রামের সীমান্ত পিলারের পাশে অবস্থান নেন। রাত ১০টার দিকে কয়েকজন লোক নারিকেলবাড়িয়া মাঠের মধ্য দিয়ে ভারতের দিকে যাওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। এ সময় মহিউদ্দিন নামে একজনকে আটক ও দুইজন ব্যাগ ফেলে পালিয়ে যায়। মহিউদ্দিনের কাছে থাকা ব্যাগ থেকে ২২৪ পিচ সোনার বার ও ফেলে যাওয়া দুইটি ব্যাগ থেকে ৪০০ পিচ সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৭২ কেজি সাড়ে ৪শ’ গ্রাম। পরদিন শিকারপুর বিওপির বিজিবির হাবিলদার মুকুল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে চোরাচালান দমন আইনে শার্শা থানায় মামলা করেন। 

    মামলাটি প্রথমে থানা পুলিশ পরে সিআইডি পুলিশ তদন্তের দায়িত্ব পায়। এ মামলার তদন্তকালে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে সোনা চোরাচালানের সাথে জড়িত থাকায় ওই ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

  • শার্শায় ফেলে যাওয়া সেই নবজাতককে  স্বচ্ছল একটি পরিবারের কাছে হস্তান্তর 

    শার্শায় ফেলে যাওয়া সেই নবজাতককে  স্বচ্ছল একটি পরিবারের কাছে হস্তান্তর 

    স্টাফ রিপোর্টারঃ   

    শার্শায় বিচুলি গাদায় ফেলে রেখে যাওয়া সেই নবজাতককে উদ্ধার করে আর্থিকভাবে স্বচ্ছল একটি পরিবারের কাছে হস্তান্তর করেছেন উপজেলা প্রশাসন।

    একদিনের নবজাতক শিশুটি শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাসনা শারমিন মিথির কোলে মাতৃ স্নেহে শোভা পাচ্ছে।

    শিশুটি জন্মের পর শনিবার কে বা কারা শিশুটিকে বিচুলি গাদায় ফেলে রেখে যায়। রাতে পুলিশ তাকে উদ্ধার করে। নিঃসন্তান ৬ দম্পতি শিশুটির দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করেন।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি আর্থিকভাবে স্বচ্ছল একটি পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করেন।

    এসময় শিশুটির নামে ১০ শতক জমির দলিল রেজিস্ট্রি করানোর প্রতিশ্রুতি নেওয়া হয়।  শিশুটির নাম রাখা হয়েছে আব্দুর রহিম। মায়ের কোলে যত্নে  আদর স্নেহে বেড়ে উঠুক আব্দুর রহিম। তার ভবিষ্যৎ হোক সুন্দর হোক

    প্রেরক,

  • যশোরের অভয়নগরের মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

    যশোরের অভয়নগরের মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


    স্টাফ রিপোর্টারঃ   
    যশোরের অভয়নগরে মো. আব্দুল্লাহ (৩০) নামে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ এপ্রিল) দুপুরে অভয়নগর থানায় এক প্রেস ব্রিফিংয়ে আসামি গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়। আসামি মো. আব্দুল্লাহ উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের মো. ইঞ্জিল সরদারের ছেলে।

    যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুকিত সরকার প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ এপ্রিল) রাতে ঢাকার আশুলিয়া থানার কুটুরিয়া গ্রাম থেকে মৃত্যুদ-প্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

    আসামি আব্দুল্লাহ ২০০৮ সালের ১৫ জানুয়ারি রাতে অভয়নগর উপজেলার সিংগাড়ী গ্রামে নিজ ঘরের ভেতর স্ত্রী সবুরা বেগমকে (১৮) পুড়িয়ে হত্যা করেন। পরদিন নিহত সবুরা বেগমের বাবা সামছুর শেখ বাদি হয়ে জামাই আব্দুল্লাহর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।’

    তিনি আরো বলেন, ‘হত্যাকা-ের পর আসামি আব্দুল্লাহ পলাতক ছিলেন। ২০১৯ সালে যশোর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ১ আদালত আসামির বিরুদ্ধে মৃত্যুদ-ের রায় ঘোষণা করেন। এরপর থেকে পলাতক আসামি আব্দুল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ। অবশেষে শনিবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে অভয়নগর থানা হেফাজতে রাখা হয়েছে।’

    প্রেস ব্রিফিং চলাকালে উপস্থিত ছিলেন, যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হোসাইন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান, এস আই অভিজিৎ সিংহ রায়, এসআই শাহ আলম, যশোর সাইবার ক্রাইমের এএসআই আব্দুল মতিন প্রমুখ।

  • বেনাপোলে দু দিনের ছুটিতে  দু‘দেশের আমদানি-রপ্তানি  বন্ধ

    বেনাপোলে দু দিনের ছুটিতে  দু‘দেশের আমদানি-রপ্তানি  বন্ধ

    আঃজলিল :

    বৈশাখের ছুটিতে বৃহস্পতি (১৪ এপ্রিল) ও শুক্রবার (১৫ এপ্রিল) সাপ্তাহিক ছুটি ও ভারতে ১ বৈশাখের সরকারি ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বন্ধ থাকছে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। সেই সাথে বন্ধ থাকবে বন্দর ও কাস্টমসের কার্যক্রম। তবে শনিবার (১৬ এপ্রিল) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চলবে।

    বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বাংলাদেশে ১ বৈশাখ বৃহস্পতিবার সরকারি ছুটি ও শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি ও ভারতে সরকারি ছুটি থাকায় ২ দিন আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

    ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, বৃহস্পতিবার বাংলাদেশে ও শুক্রবার ভারতে ১ বৈশাখে সরকারি ছুটি থাকায় এ পথে আমদানি-রফতানি হবে না। শনিবার সকাল থেকে পূনরায় বাণিজ্য চলবে। 

    বেনাপোল চেকপোষ্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা গোলাম মোস্তফা শিকদার জানান, বৃহস্পতিবার ও শুক্রবার দু‘দেশে সরকারি ছুটির ফলে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। দু‘দেশের সিএন্ডএফ এজেন্টরা বিষয়টি আমাদের অবহিত করেছেন।

  • অবশেষে ভারত ভ্রমনে করোনা পরীক্ষার ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা। 

    অবশেষে ভারত ভ্রমনে করোনা পরীক্ষার ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা। 

     

    আঃজলিল, স্টাফ রিপোর্টারঃ   

    অবশেষে ভারত ভ্রমনে করোনা পরীক্ষার ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা। এখন ডাবোল ডোজ টিকা গ্রহনকারীরা করোনা পরীক্ষা ছাড়ায় যেতে পারছেন ভারতে। এর আগে ডাবোল ডোজ টিকা নিয়ে ভারতীয়রা দুই দেশের মধ্যে আসা যাওয়ার সুযোগ পেলেও পেট্রাপোল ইমিগ্রেশনের বাধায় বাংলাদেশিদের ১৫০০ টাকা খরচ করে সংগ্রহ করতে হচ্ছিল করোনা নেগেটিভ সনদ। অতিরিক্ত অর্থ খরচ আর ভোগান্তি থেকে মুক্তি মেলায় এখন খুশি যাত্রীরা।

    জানা যায়, করোনা সংক্রমন বৃদ্ধি পেলে সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতে নানান শর্ত জারি করে  দুই দেশের  সরকার। এসব শর্তের মধ্যে ছিল ভারত যাওয়া ও ফেরার সময়  বাধ্যতামূলক করোনা পরীক্ষা, ব্যক্তিগত খরচে ১৫ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও দূতাবাসের ছাড় পত্র। দুই বার করোনা পরীক্ষায় প্রত্যেক যাত্রীকে গুনতে হতো সাড়ে তিন হাজার টাকা। আর কোয়ারেন্টাইন ও ছাড়পত্র নিতে তো ভোগান্তির শেষ ছিলনা। তবে করোনা সংক্রমন কমে আসায় ধীরে ধীরে এসব নিষেধাজ্ঞা শিথিল করছে সরকার। 

    প্রথমে কোয়ারেন্টাইন প্রত্যাহার, পরে উঠে যায় দূতাবাস ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ছাড়পত্র। পর্যায়ক্রমে বুস্টার ডোজ টিকা গ্রহনকারীরা সুযোগ পায় করোনা পরীক্ষা ছাড়ায় ভ্রমনে। এক মাস আগে থেকেই  ডাবোল ডোজ টিকা গ্রহনকারীরা ভারতীয়রা করোনা পরীক্ষা ছাড়া আসা যাওয়ার সুযোগ পাচ্ছে। তবে পেট্রাপোল ইমিগ্রেশনের বাধায় এতদিন ধরে ভারত যাওয়ার সময় বাংলাদেশিদের করতে হচ্ছিল করোনা পরীক্ষা। এতে ক্ষোভ ছিল যাত্রীদের। 

    অবশেষে সোমবার সকাল থেকে ডাবোল ডোজ টিকা গ্রহনকারী বাংলাদেশিদের করোনা পরীক্ষা ছাড়াই ভারত ভ্রমনের সুযোগ হয়।

    ভারতগামী বাংলাদেশি পাসপোর্টযাত্রী অনিমেস রায় জানান, ডাবোল ডোজ টিকা নিয়ে ভারতীয়রা প্রায় দেড় মাস আগে থেকেই বাংলাদেশে আসা যাওয়া করছে। তবে আমাদের ভারত যেতে করোনা পরীক্ষা করতে হচ্ছিল। এ দেরীতে হলেও এখন  করোনা পরীক্ষা ছাড়ায় ভারত যাওয়ার সুযোগ পাচ্ছি। এতে ভোগান্তি ও অর্থ খরচ কমলো।

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে করোনা টিকার ডাবোল ডোজ গ্রহনকারীদের ভারত যেতে আর করোনা পরীক্ষা করতে হচ্ছেনা। তবে যাত্রীদের সাথে করোনা টিকা গ্রহনের সার্টিফিকেট বাধ্যতামূলক রাখতে হবে।

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মোহাম্মদ রাজু জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন এতদিন ডাবোল ডোজ টিকা গ্রহনকারী বাংলাদেশিদের করোনা পরীক্ষার নেগেটিভ সনদ ছাড়া ঢুকতে দেয়নি। এখন করোনা পরীক্ষা ছাড়াই ডাবল ডোজ টিকা দেওয়া থাকলে ঢুকতে দিচ্ছে। বর্তমানে বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট, মেডিকেল, স্টুডেন্ট ও বিজনেসসহ সব ধরনের ভিসায় যাতায়াত করতে পারছেন দুই দেশের পাসপোট ধারী যাত্রীরা।

  • যশোরের ঝিকরগাছায় ইয়াবা গাজা সহ দুই মাদক কারবারি আটক


    স্টাফ রিপোর্টারঃ
    যশোরের ঝিকরগাছায় ২০ পিচ ইয়াবা ও ১৩৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 
    ১২ (মঙ্গলবার) দুপুর পর্যন্ত পৃথক দুটি অভিযানে তাদের আটক করে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। 
    আটককৃতরা হলো, ঝিকরগাছা থানার কাউরিয়া মুন্সিপাড়ার মৃত হাবিবুল্লাহর ছেলে মাসুদুর রহমান (৩৩) ও মাদারীপুর জেলার মাদারীপুর থানার আইজুল সরদারের ছেলে বাবু সরদার (১৯)।
    পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই আমির হোসাইন সঙ্গীয় অফিসার ফোর্সসহ কাউরিয়া মুন্সিপাড়া গ্রামস্থ হাজির আলী টু বাঁকড়া রোড এলাকায় অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাসুদুরকে আটক করে। 
    অপরদিকে, বাঁকড়া বাজারস্থ জামেয়া আরাবিয়া আব্দুল্লাহ ইবনে মাস্উদ (রাঃ) কওমী মাদ্রাসার গেটের সামনে থেকে ১৩৫ গ্রাম গাঁজাসহ বাবুকে আটক করে পুলিশ। 
    ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা রুজু হয়েছে।

  • শার্শা থানা প্রশাসন লক ডাউন এর ২য় দিনে কঠোর অবস্থানে

    শার্শা থানা প্রশাসন লক ডাউন এর ২য় দিনে কঠোর অবস্থানে

    আব্দুল জলিল(যশোর) প্রতিনিধি:
    যশোরের শার্শা উপজেলায় দ্বিতীয়  দিনের মতো লকডাউন কার্যকর করতে শার্শা থানা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন।  লকডাউন উপেক্ষা করে বিভিন্ন অজুহাতে যারা ঘরের বাইরে বের হচ্ছেন তাদেরকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে আছেন শার্শা- নাভারন  সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, শার্শা থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল আলম খাঁন এবং ওসি (তদন্ত)তরিকুল ইসলাম।
    শার্শা উপজেলা সীমানার শেষ বেলতলা বাজার সহ বিভিন্ন পয়েন্টে তাদের সাড়াশি অভিযান চলমান রয়েছে।যশোর – সাতক্ষীরা সীমানায়  অস্থায়ী পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে এখান থেকে যশোরের ভিতরে কোন যানবহন ও মটর সাইকেল  মুভমেন্ট পাস  ছাড়া প্রবেশ করতে দিচ্ছে না শার্শা উপজেলা প্রশাসন। শার্শা- নাভারন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান  বলেন, বিনা প্রয়োজনে বাজারে আসার চেয়ে পরিবার কে সময় দিন। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আমরা আতংকিত।  আজও দেশে ৯৮ জন মৃত্যু বরন করেছেন। আপনারা আইন না মানলে আমরা আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো। নিজে মাক্স পরুন এবং অপরকে পরতে সহায়তা করুন।
    শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম জানান, আজও শার্শাতে করোনায় ৩ জন মৃত্যু বরন করেছেন তা ছাড়া সে কারনে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। কেউ বিনা প্রয়োজনে বাজারে আসবেন না। মনে রাখবেন আমার আপনার অবহেলায়  পরিবারের কান্নার কারন হতে পারে। তাই মাস্ক পড়ুন, সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করুন।

  • শিশু-কিশোররা ঝুকে পড়ছে মোবাইল গেম আসক্তিতে

    শিশু-কিশোররা ঝুকে পড়ছে মোবাইল গেম আসক্তিতে

    শার্শা (যশোর)প্রতিনিধি: করোনায় স্কুল-কলেজ বন্ধ থাকায় সাতক্ষীরা শহর এমনকি বিভিন্ন উপজেলায় উটতি বয়সী শিশু কিশোর এমনকি তরুণরা স্মার্টফোন আর অনলাইনভিত্তিক নানা গেমে আসক্ত হয়ে পড়ছে।
    মোবাইল ফোনের সহজলভ্যতা এবং হাতের নাগালের মধ্যে থাকা ইন্টারনেটেই এ অবস্থার জন্য দায়ী। বর্তমানে এই মোবাইল গেমে অত্যধিক আসক্ত হয়ে পড়ছে শিশু থেকে শুরু করে কিশোর এবং তরুণরাও।এর তিব্রতা ছড়িয়ে পড়েছে গ্রাম গুলোতেও।
    সরেজমিন জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে ও খোঁজ খবর নিয়ে জানা গেছে প্রতিদিন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কিশোররা বিভিন্ন স্কুল মাঠ,ফাঁকা জায়গা এবং বাজারের অলিতে গলিতে থাকা চায়ের দোকানগুলোতে এক সাথে অনেকে বসে কানে এয়ারফোন লাগিয়ে মোবাইলে ভিডিও গেইম খেলছে।
    পলাশপোল মধুমোল্লারডাঙ্গী এলাকার ব্যবসায়ী ইয়াছিন আরাফাত জানান, পোলাপাইন প্রতিদিন আমার দোকানে সকাল থেকে রাত পর্যন্ত বসে কানে ইয়ারফোন লাগিয়ে মোবাইলে টিপতে থাকে। ওরা নাকি কি গেম খেলে।
    একই এলাকার রাঙা গাজি বলেন এসমস্ত স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা যদি সব সময় এই মোবাইলের গেম খেলা নিয়ে ব্যাস্ত থাকে তাহলে এদের পড়াশোনা তো হবেই না বরং এরা ভবিষ্যতে ওই মোবাইলের গেমের খেলার টাকা যোগাড় জরার জন্য চুরি ডাকাতির পথ বেছে নিতে হবে।যার দায়ভার বহন করতে হবে তার পিতা মাতার উপর।
    প্রসজ্ঞত,ফ্রি-ফায়ার বর্তমান সময়ের বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় অনলাইলন গেম। বর্তমানে কয়েকগুণ বেড়েছে এই গেমের জনপ্রিয়তা। মোবাইল এবং কম্পিউটার দুটোতেই খেলা যায় এই গেম। তবে ফ্রি-ফায়ার কম্পিউটার ভার্সনের থেকে মোবাইল ভার্সনটিই বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আর এটিতে বেশী আসক্তি হয়েছে শিশু কিশোর তরুণরা।
    মোবাইল ফোনের সহজলভ্যতা এবং হাতের নাগালের মধ্যে থাকা ইন্টারনেটের কারণেই এই গেমটির জনপ্রিয়তা আকাশচুম্বী। বর্তমানে এই গেমে অত্যধিক আসক্ত হয়ে পড়ছে শিশু থেকে শুরু করে কিশোর এবং তরুণরাও।
    অন্যান্য ব্যাটেল রয়্যাল গেমের মতোই ফ্রি-ফায়ার অনেক বেশি হিংস্র গেম। এবং এর ভয়াবহতা এতই বেশি যে শিশু এবং কিশোরদের মধ্যে এক প্রকার ক্ষিপ্রতা সৃষ্টি করে এই গেম। অত্যধিক মাত্রায় হিংস্রতা থাকায় ১৩ বছরের কম বয়সীদের জন্য এই গেমটি নিষিদ্ধ। অতিরিক্ত হিংস্রতা শিশু-কিশোরদের মধ্য বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এবং পরবর্তী জীবনে শিশুদের হিংস্র করে তুলতে পারে এই গেম।
    সচেতন মহল বলছেন, স্কুল কলেজ বন্ধ থাকার কারণে শিশু কিশোররা বেশী এ ধরনের কাজে আসক্ত হয়ে যাচ্ছে।তবে এসব গেমে আসক্তির কারণে কিশোররা পারিবারিক, সামাজিক অবস্থান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে সাথে সাথে পড়াশোনায় ও অমনোযোগী হয়ে যাচ্ছে। খেলার এক পর্যায়ে এসে তারা ভায়োলেন্ট হয়ে যেতে পারে। এমনকি এটি আলোচিত আরেক ‘ব্লু হোয়েল’ গেমের মতো কোনো পরিস্থিতি তৈরি করতে পারে।
    কেবল শারীরিক ক্ষতির কারণই নয় এই ফ্রি-ফায়ার গেমটি। সেই সাথে মানসিক রোগের কারণও হতে পারে এই গেমটি।
    শারীরিক মানসিক রোগের সাথে সাথে এই গেমটি একজন শিশু কিংবা কিশোরের উপর সামাজিক মূল্যবোধের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। গেমটি যেহেতু একটি জায়গাতেই আটকে থেকে খেলতে হয় সেহেতু এই গেম খেলা মানুষটি সামাজিকভাবে খুব বেশি সংযুক্ত থাকতে পারে না। আর এই কারণে সামাজিক মূল্যবোধের সাথে সমাজের আচার ব্যবহার থেকেও ধীরে ধীরে দূরে সরে যেতে হয় সেই মানুষটিকে। সর্বোপরি একটা সময় একাকীত্ব বরণ করতে হয় তাদেরকে।
    এই গেমটি অতিরিক্ত খেলার কারণে চোখের সমস্যাও হতে পারে। আর সেই সাথে দেখা দেয় ঘুমের ঘাটতিও। কম্পিউটার কিংবা মোবাইলের স্ক্রিনে বেশি সময় ধরে তাকিয়ে থাকার কারণে চোখের ক্ষতি হতে পারে। আর চোখের সমস্যার সাথে সাথে ঘুমেরও ঘাটতিতে পড়ে এই গেম খেলা মানুষগুলি।
    অনেক সময় অতিরিক্ত সময় ধরে খেলা অনলাইন গেম আসক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। আবার সামাজিক যোগাযোগের মাধ্যম ও অনলাইন গেম সম্পর্কে ঠিকমতো ধারণা না থাকায় অভিভাবকেরাও সন্তানের ঠিকমতো খোঁজখবর রাখতে পারেন না। এ ক্ষেত্রে তাই সচেতনতা বাড়ানো পাশাপাশি বিশেষ করে অভিভাবকদের ছেলেমেয়েদের বিষয়ে সচেতন থাকা জরুরি।

  • বেনাপোলে কোয়ারেন্টাইন সিট বাণিজ্যের অভিযোগ

    বেনাপোলে কোয়ারেন্টাইন সিট বাণিজ্যের অভিযোগ

    শার্শা (যশোর)প্রতিনিধি: দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে স্থলপথে গত (২৬ এপ্রিল) সকাল থেকে পূর্ব ঘোষনায় যশোরের বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ১৪ দিনের জন্য বন্ধ রয়েছে। তবে এ সময়ের মধ্যে ভারতে আটকে পড়া বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা নিজ দেশে ফিরে আসতে পারবেন। তবে যারা ভারত থেকে ফিরবেন অবশ্যই ব্যক্তিগত খরচে ১৪ দিন বেনাপোলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিয়েও এখন চলছে বড় ধরণের বাণিজ্য।
    অভিযোগ পেয়ে সরেজমিনে বেনাপোল ফ্রেস আবাসিক হোটেলে সামাজিক দুরাত্ব বজায় রেখে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা পাসপোর্ট যাত্রীদের সাথে কথা হলে তারা সর্বপ্রথমে অভিযোগের তীর ছোড়েন হোটেল মালিক আঃ কাদের ও বেনাপোল পৌর স্যানেটারী ইন্সপেক্টর রাশিদা খাতুনের উপর।
    এসময় কোয়ারেন্টাইনে থাকা যাত্রীরা বলেন, এখানে আমরা কোন ধরণের সুযোগ সুবিধা পাচ্ছিনা। অথচ ছোট্ট এক একটা রুম প্রতি প্রতিদিন হোটেল ভাড়া গুনতে হচ্ছে হাজার টাকা করে।
    কোয়ারেন্টাইনে থাকা রাজশাহীর শামীম হোসেন জানান, আমরা এই হোটেলে যারা আছি তারা প্রত্যেকেই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। দেশে ফিরে এসে পোহাতে হচ্ছে কোয়ারেন্টাইনের নামে ছোট্ট একটা ঘরের অধিক ভাড়ার ও ব্যয় বহল খরচের জীবনযাপন।

    তিনি আরও বলেন, আমাদেরকে ইমিগ্রেশনের কার্যক্রমের পর পৌর স্যানেটারী ইন্সপেক্টর (রাশিদা খাতুন) অন্য হোটেলে অনেক বেশি ভাড়া এর চেয়ে ফ্রেশ আবাসিক হোটেলে কম ভাড়া বলে আমাদেরকে এখানে নিয়ে আসেন। এবং ভাড়ার বিষয়েও তিনিই হোটেল মালিকের সাথে ডিল করে নিজে সেখান থেকে সুবিধা ভোগ করেন বলেও উপস্থিত কোয়ারেন্টাইনে থাকা যাত্রীরা অভিযোগ করেন।
    বরিশালের হেলাল উদ্দিন জানান, অমরা জানি প্রতিটি হোটেল থেকে খাবারের পানি দেওয়া হয় কিন্তু এই হোটেল থেকে আমাদেরকে খাবারের পানি দেওয়া হচ্ছে না। আমাদের প্রত্যেকের দোকান থেকে পানি কিনে খেতে হয়। অথচ রুম হিসেবে ভাড়া নিচ্ছেন অনেক বেশি।
    এসময় অন্যান্য যাত্রীরা বলেন, গতকাল সোমবার দুপুর থেকে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা পানি দেয়নি। পানি ছাড়ার কথা বললে হোটেল মালিকের স্ত্রী উত্তেজিত হয়ে বলেন, আমাদের হোটেল থেকে পৌর স্যানেটারী ইন্সপেক্টরকে প্রতিদিন হাজার টাকা করে দিতে হয়। যাদের টাকা বাকি আছে তারা টাকা পরিশোধ না করলে পানি দেওয়া হবে না।
    এবিষয়ে পৌর স্যানেটারী ইন্সপেক্টর রাশেদা খাতুনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার উপর আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এধরণের কাজে তিনি সম্পৃক্ত নন বলেও তিনি জানান।
    স্থানীয় কয়েকজন বলেন, কোয়ারেন্টাইন ব্যবস্থা কার্যকর হওয়ার আগে ফ্রেশ হোটেলে রুম প্রতি ভাড়া ছিল ৩ থেকে ৪শ টাকা। দুঃসময়ে ভারত থেকে নিজ দেশে ফিরে আসা কোয়ারেন্টাইন ব্যবস্থাকে পুজি করে এধরনের হাজার টাকার বাণিজ্য করা ফ্রেশ হোটেলের মালিকের বিরুদ্ধে আইনুগত ব্যবস্থা গ্রহন করে, করোনা এই মহামারির মধ্যে বিপদে থাকা যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
    খবর পেয়ে উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) রাসনা শারমিন মিথি উক্ত হোটেলে এসে যাত্রীদের অভিযোগ শুনে ফ্রেশ হোটেলের মালিক আঃ কাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্ধারিত ভাড়ার তালিকা সম্পর্কে অবগত করে, তিনি পূর্বের হোটেল ভাড়ার অর্ধেক ভাড়া নিতে নির্দেশ দেন। সেই সাথে আগামীকাল বেলা ১১টার সময় ইমিগ্রেশন দ্বিতীয় তলায় সকল হোটেল মালিকদের নিয়ে জরুরি মিটিং ডাকা হয়েছে। উক্ত মিটিংয়ে তাকে হাজির হওয়ার জন্য বলা হয়।
    তবে বেনাপোল চেকপোস্ট এলাকার অন্যান্য হোটেলগুলোতে রুম ভাড়া অনেকটা স্বাভাবিক আছে।

  • শার্শায় ফেনসিডিল সহ আটত ২

    শার্শায় ফেনসিডিল সহ আটত ২

    শার্শা (যশোর) প্রতিনিধি: যশোর জেলার শার্শায় ফেন্সিডিল সহ ২ ব্যক্তি আটক হয়েছে। গতকাল বিকাল ৩ টায় শার্শা পল্লীবিদ্যুত অফিসের সামনে থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন ড্রাইভার পাড়া,বৌবাজার এলাকার মোঃ মাসুদ মোল্ল্যার স্ত্রী মোছাঃ রোকসানা বেগম (২৮) ও ২. মোঃ গুয়াখোলা গ্রামের মৃত শহীদুল্লাহ খানের পুত্র বিল্লাল হোসেন (৩২) । এসময় তাদের কাছ থেকে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।