আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বিভিন্ন বাজারে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় না রাখার অপরাধে দোষী ব্যক্তিদের মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বড়দল, বুধহাটা, কুল্যা ও কাদাকাটিতে এ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, উপজেলার বড়দল ইউনিয়নের বড়দল ও গোয়ালডাঙ্গা বাজার, কাদাকাটির তেঁতুলিয়া বাজার, বুধহাটা ইউনিয়নের বুধহাটা বাজার, কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ও হাজিরহাটা বাজারে দ্রব্যমূল্য ও সামাজিক নিরাপদ দূরত্বের বিষয়ে মনিটরিং করেন। এসময় সামাজিক দুরত্ব বজায় না রাখায় এবং অকারণে লোকসমাগম করায় ভ্রাম্যমান আদালতে দোষী ব্যক্তিদেরকে সর্বমোট এক হাজার চারশত টাকা জরিমানা আদায় করা হয় এবং লোকজনকে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সচেতন করা হয়।
Category: ভ্রাম্যমান আদালত
-

খাজরায় মোবাইল কোর্টে তিন ব্যবসায়ীকে জরিমানা
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে করোনা ভাইরাস বিস্তার রোধে ও সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ মোবাইল কোর্ট পরিাচলনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন সুলতানা, সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল বাজার মনিটরিং করেন। এক পর্যায়ে খাজরা বাজারের মুদি ব্যবসায়ী আব্দুল মজিদ, মঙ্গল মজুমদার ও ভবেন মন্ডলের দোকানে মূল্য তালিকা টানানো না থাকায় তাদের প্রত্যেককে ৫ শ’ টাকা করে মোট ১ হাজার ৫ শ’ টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, থানা পুলিশ, গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
-

শহরে জোরদার হয়েছে সেনা টহল, দুই মোটর সাইকেল আরোহীর জরিমানা
নিজস্ব প্রতিনিধি ঃ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। কেউ যাতে অযথা ঘরের বাহিরে ঘোরাফেরা না করেন এ জন্য তারা বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে এ টহল জোরদার করা হয়। সদর উপজেলা নির্বাহি অফিসার দেবাশীষ চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা শহরের খুলনা রোড মোড়, কদমতলা, নিউমার্কেট, পাকাপোলের মোড়সহ বিভিন্ন সড়কে টহল দিচ্ছেন ও মাংকিং করছেন। এ সময় তারা দুই মোটর সাইকেল আরোহীকে অযথা শহরে ঘোরাফেরা করার অভিযোগে এক হাজার টাকা জরিমানা করেন। এছাড়া শহরে র্যাব-পুলিশের টহলও জোরদার করা হয়েছে।
তারা সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হবেননা। বের হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, শহরের নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ও ঔষধের দোকান ছাড়া বাকী অন্যান্য দোকান পাট অধিকাংশই বন্ধ থাকায় রাস্তাঘাটে লোক-সমাগম খুবই কম। চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান। -

করোনা : তালায় বাজার মনিটরিং দ্বিতীয় দিনে ১০ ব্যবসায়ীকে ৫৯ হাজার জরিমানা
তালা প্রতিনিধি ॥
সাতক্ষীরা তালায় করোনা আতঙ্কের সুযোগে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রির অভিযোগে ১০ ব্যবসায়ীকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত তালা ও পাটকেলঘাটায় বাজার মনিটরিং কার্যক্রমে দ্বিতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জানা গেছে, তালা বাজারে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বেশী দামে বিক্রায়ের অভিযোগে এক আলু ব্যবসায়ীকে দুই হাজার ও তিন পেয়াজ রসুন ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, তালা উপজেলার পাটকেলঘাটা ও ত্রিশমাইলে নির্বাহি ম্যাজিস্ট্রেট আজহার আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আরো ছয় ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা জরিমানা করেন। -

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯ ব্যবসায়ীকে ১ লাখ ৭৯ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি ঃ করোনা ভাইরাস সংক্রমণের সুযোগ কাজে লাগিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম উচ্চমূল্যে বিক্রয় করে বাজার অস্থিতিশীল করে তোলা, কৃত্রিম সংকট সৃষ্টি করা ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯ ব্যবসায়ীকে ১ লাখ ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকাল ১০ থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উক্ত ৯ ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।
জানা যায়, দুপুরে শহরের সুলতানপুর বড়বাজারে সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আসাদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় কাঁচামাল পাইকারী ব্যবসায়ী মেসার্স রনি ভান্ডারের স্বত্ত্বাধিকারী আব্দুল গফফরকে ভূয়া ভাউচার বানিয়ে বেশি দামে পণ্য বিক্রি করার অভিযোগে ৫০ হাজার টাকা ও খুচরা কাঁচামাল ব্যবসায়ী ইশার আলীকে বেশি দামে কাঁচা পণ্য বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সদর উপজেলা ঝাউডাঙ্গা বাজারের দুই কাঁচামাল ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, তালা উপজেলার পাটকেলঘাটা ও ত্রিশমাইলে নির্বাহি ম্যাজিস্ট্রেট আজহার আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আরো ছয় ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা জরিমানা করেন। এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান চলছিল বলে জেলা প্রশাসনসূত্রে জানা গেছে।
