Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
বিশেষ সংবাদ Archives - Page 71 of 74 - Daily Dakshinermashal

Category: বিশেষ সংবাদ

  • আজকের দিনটি কেমন যাবে?

    আজকের দিনটি কেমন যাবে?

    আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও বৃহস্পতি। ৩০ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর বৃহস্পতির প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৩,১২,২১,৩০। আপনার শুভ বর্ণ ঃ হলুদ ও গোলাপী। শুভ গ্রহ ও বার ঃ রবি ও বৃহস্পতি। শুভ রতœ গার্ণেট ও পোখরাজ।

    চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। ৩য়া তিথি ভোর রাত : ৫:১৯ পর্যন্ত ,পরে ৪র্থী তিথি চলবে।

    মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল):দিনটি ব্যবসায়ীদের জন্য ভালো যাবে। বকেয়া বিল আদায়ের যোগ প্রবল। ঠিকাদারী বা সাপ্লাই এর কাজে কিছু নতুন অর্ডার পেতে পারেন। মনে সন্দেহ নিয়ে কোনো কাজ করা ঠিক নয়। কোনো বড় ভাই বা বন্ধুর রহস্যজনক আচরনের কারনে কিছুটা চিন্তায় পরতে পারেন। আপনার সামাজিক যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা প্রবল।

    বৃষ রাশি (২১ এপ্রিল- ২০ মে):চাকরী সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হতে পারে। বেকারদের কর্ম লাভের যোগ প্রবল। ব্যবসায়ীরা আজ কোনো গুরুত্বপূর্ণ কাজে অংশ নিতে পারেন। আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। রাজনৈতিক কাজে কোন প্রকার ঝামেলা দেখা দিতে পারে। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার মন বুঝে চলার চেষ্টা করুন। নিজের ইচ্ছাকে আজ দমন করলে ভালো হবে।

    মিথুন রাশি (২১ মে – ২০ জুন):আজ কোনো রহস্যজনক কারনে ভাগ্য আপনার সাথে লুকচুরি খেলতে পারে। বিদ্যার্থীদের সময় কিছুটা খারাপ যাবে। বিশ্ব বিদ্যালয়ের কোনো পরীক্ষায় খারাপ করতে পারেন। ট্রাভেল এজেন্ট ও বিমান টিকেট বিক্রয়ের সাথে জড়িতরা কোনো মারাত্মক ভুল করতে পারেন। সতর্ক হোন। আজ আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। ধর্মীও কাজে বাধা বিপত্তি দেখা দেবে।

    কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই):আজ আইনগত কোনো ঝামেলা দেখা দিতে পারে। মানসিক দুশ্চিন্তায় ভুগবেন। কোনো রহস্যজনক ঘটনার কারনে আপনার জীবনে ঝামেলা শুরু হতে পারে। ব্যাংকের ঋণ সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। পাওনাদারের সম্মূখীন হতে পারেন। আজ চিকিৎসক ও ঔষধ বিক্রয় প্রতিনিধিরা কোনো প্রকার ঝামেলায় পরতে চলেছেন।

    সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): দিনটি আপনার জন্য খুব একটা ভালো নয়। ব্যবসায় কেনো রহস্যজনক ঘটনা ঘটতে পারে। আপনার দাম্পত্য জীবনও কিছুটা ঝামেলা পূর্ণ। সকাল বেলাতেই জীবন সাথীর রহস্যজনক আচরনের কারনে এক চোট তর্ক বিতর্ক হতে পারে। ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। কোন সাপ্লাইয়ারের কারনে আজ বেইজ্জত হতে পারেন।

    কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর): শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। কারো সাথে অকারণে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলাই ভালো। ধুলা-বালু থেকে সাইনাস বা মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। এলার্জী সম্পর্কে আজ বিশেষ সতর্কতা প্রয়োজন। কর্মস্থলে সহকর্মীদের সাথে গোপন শত্রুতায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা। কাজের লোকের কারনে কোনো মূল্যবান জিনিস খোঁয়া যেতে পারে।

    তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): আজ সৃজনশীল কাজের সাথে জড়িতদের নানা রকম ঝামেলা দেখা দিতে পারে। বিদ্যার্থীদের দিনটি খুব একটা ভালো যাবে না। সন্তানের শরীর স্বাস্থ্য খুব ভোগাতে পারে। আজ প্রেমিক প্রেমিকাদের দেখা না করাই ভালো। অহেতুক সন্দেহের উদ্রেক হয় এমন কাজ করতে যাবেন না। লেখক ও শিল্পীরা তাড়াহুড়ো না করে আপনার প্রাপ্য সেলামী হিসেব করে বুঝে নিন।

    বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): আজ বৃশ্চিকের বন্ধুদের দিনটি কিছুটা বাধা বিপত্তির। প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে না। কোনো সমাপ্ত কাজের হটাৎ করে বাধা বিপত্তি দেখা দেবে। পারিবারিক অবস্থা কিছুটা ঝামেলাপূর্ণ। কোন কারনে পরিবারের সদস্যদের সাথে ঝামেলায় জড়াতে পারেন। মায়ের সাথে আজ ভুল বুঝাবুঝি ও মান অভিমান হতে পারে।

    ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): প্রকাশক ও সাংবাদিকদের দিনটি ঝামেলাপূর্ণ যাবে। আজ কোনো বড় রকমের ক্ষতির সম্মূখীন হতে পারেন। পত্র যোগাযোগে কোনো অনভিপ্রেত সংবাদ পেতে পারেন। কারো পরমর্শে নিজে কোনো কাজ করতে গেলে আজ ঠকে যাবেন। ছোট ভাই এর সাথে কোনো কারনে ভুল বুঝাবুঝি দেখা দেবে। প্রতিবেশীর রহস্যজনক আচরনের কারনে কিছুটা ঝামেলায় পরতে পারেন।

    মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারী): দিনটি মকর রাশির বন্ধুদের জন্য ভুলে ভরা একটি দিন হতে পারে। কারো সাথে ভুল বুঝাবুঝিতে জড়াতে পারেন। আজ কোনো ব্যবসায়ীক ক্রেতাকে কোনো পণ্যের দাম নির্ধারন করে বলবেন না। পরে কথা রাখতে খুবই কষ্ট হবে। নতুন কোনো চুক্তি না করাই ভালো। শ্যালকের সাথে আজ ভুলবুঝাবুঝি হতে চলেছে। খুচরা বিক্রেতারা আজ লোকসানের মুখে পরতে পারেন।

    কুম্ভ রাশি (২১ জানুয়ারী – ১৮ ফেব্রুয়ারী): মানসিক অবস্থা ভালো যাবে না। অজানা আশঙ্কায় অস্থির থাকবেন। জীবন সাথী ও ব্যবসায়ীক অংশীদারের প্রতি সন্দেহ প্রবণ হয়ে উঠতে পারেন। আপনার সন্দেহ বাতিকতার রোগে পেয়ে বসতে পারেন। কাউকে আজ বিশ্বাস করতে পারবেন না। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। অতিন্দ্রীয় বিষয়ের প্রতি বিশ্বাসী হয়ে পরতে পারেন। আজ প্রতারিত হওয়ার যোগ প্রবল।

    মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ): আজ বাণিজ্যে ও ভ্রমনে ঝামেলা অব্যাহত থাকবে। ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা কোনো ক্ষতির সম্মূখীন হতে পারেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায় অংশীদারের সাথে মনমালিন্য হতে চলেছে। আপনার আর্থিক অবস্থা খুবই নাজুক থাকবে। কোন অহেতুক কারনে অনেক ব্যয় হবার আশঙ্কা। আইনগত জটিলতায় জড়িয়ে পরলে বহু টাকা ব্যয় করতে হবে।

    জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী

    সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি)

    মোবাইল: ০১৭১৬-৬০৮০৮২

  • পিএসএলে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ

    পিএসএলে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ

    এসবিনিউজ ডেস্ক : পাকিস্তান সুপার লিগ-পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। রবিবার এক টুইট বার্তায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এ ঘোষণা দিয়েছে।

    রিয়াদ ছাড়া এবারের আসরে বাংলাদেশ থেকে আরও খেলবেন ওপেনার তামিম ইকবাল। গত আসরে ব্যাট হাতে দারুণ খেলেছেন তামিম। পেশোয়ারের হয়ে খেলবেন এ বাম-হাতি ওপেনার। তবে এবারের আসর থেকে বাদ পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে দলে রাখেনি পেশোয়ার জালমি।

    প্রসঙ্গত, আগামী ৯ ফেব্রুয়ারি শারজা ও দুবাইয় এই টুর্নামেন্ট শুরু হবে।

     

  • বিমান বাহিনীতে চাকরি পেলেন ভ্যান চালক ইমাম

    বিমান বাহিনীতে চাকরি পেলেন ভ্যান চালক ইমাম

    এসবিনিউজ ডেস্ক : টুঙ্গিপাড়ার ভ্যান চালক ইমাম শেখের বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি হয়েছে। আর প্রধানমন্ত্রীকে বহনকারী ইমামের ভ্যান গাড়িটি রাখা হবে যাদুঘরে।

    এ ছাড়াও ইমামের বাবা মানসিক রোগী আব্দুল লতিফ শেখের চিকিৎসা ও ঘরবাড়ি মেরামতের জন্য বিমান বাহিনীর পক্ষ থেকে ৪০ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিকশা ভ্যানে বসে শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় নিজ এলাকা ঘুরে দেখেন। হাস্যোজ্জ্বল শেখ হাসিনা কোলে নাতিকে নিয়ে বসেন ভ্যানের সামনের দিকে, অন্য পাশে ভাগ্নে ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। পেছন দিকে বসেন রাদওয়ানের মেয়ে ও স্ত্রী পেপি সিদ্দিক।

    প্রধানমন্ত্রী যে ভ্যানে বসে পৈত্রিক এলাকা ঘুরে দেখেন তার চালক ইমাম শেখ। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতী সরদার পাড়া গ্রামে। ১৭ বছর বয়সী ইমাম ভ্যান চালান দুই বছর ধরে।

    পরের দিন শনিবার ইমাম শেখ সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীকে বারবার একটি চাকরি দেয়ার কথা বলতে চেয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী আমার ভ্যানে চড়ে ঘুরবেন- এমনটা কোনোদিনও কল্পনা করতে পারিনি। এ আনন্দে শেষ পর্যন্ত আর মনের কথা বলতে পারিনি।’

    বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচার এবং প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়ে ভ্যান চালনার দৃশ্য বিভিন্ন সামাজিক মিডিয়ায় ভাইরাল হয়। এর মধ্যে শনিবার রাতেই ভ্যান চালক ইমাম শেখের চাকরীর বিষয়টি মোটামোটি জানাজানি হয়।

    রোববার সকাল ১১টার দিকে বিমান বাহিনীর যশোর ক্যান্টনমেন্টের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির স্কোয়ার্ডন লিডার হারুন-উর-রশিদ টুঙ্গিপাড়ার সরদারপাড়া গ্রামে ইমাম শেখের বাড়িতে গিয়ে ইমাম শেখের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। এরপর তিনি ইমাম শেখের অসুস্থ পিতার চিকিৎসা ও ঘরবাড়ি মেরামতের জন্য বিমান বাহিনীর পক্ষ থেকে ৪০ হাজার টাকা তুলে দেন ইমামের মা শাহানূর বেগমের হাতে। এ সময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির স্কোয়ার্ডন এ্যাসিট্যান্ট লিডার দেলোয়ার হোসাইনসহ বিমান বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এর আগে সকালেই বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল তার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ার সরদার পাড়ায় পৌছে। সেখান থেকে ইমামকে জেলা শহরে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহর বাসায় নিয়ে যাওয়া হয়।

    এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রুহুল আমিন, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ দাউদ উপস্থিত ছিলেন।

    কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক শেখ মোহম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, সকালে বিমান-বাহিনীর কর্মকর্তারা তার গোপালগঞ্জ শহরস্থ বাসায় আসেন এবং সেখানেই মোঃ ইমাম শেখকে তাদের হাতে তুলে দেয়া হয়।

    তিনি বলেন, গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় অবস্থানকালে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামবাসীদের অত্যন্ত কাছে চলে যান এবং ইমাম শেখের ভ্যানে চড়ে গ্রাম-এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি ইমামের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবার সম্পর্কে জানেন। পরে ভ্যান থেকে নেমে ইমামকে বেশকিছু টাকা দিতে গেলে টাকা না নিয়ে বরং সে যেভাবে প্রধানমন্ত্রীর কাছে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছে, তাতে প্রধানমন্ত্রীসহ উপস্থিত সকলেই তার প্রতি মুগ্ধ হয়েছেন এবং প্রশংসাও করেছেন।

    ইমাম শেখের সততার প্রতি কৃতজ্ঞতা জানাতে পরে বিমান-বাহিনীর পক্ষ থেকে তার জন্য একটা সুব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একারণেই মোঃ ইমাম শেখের জন্য বিমান-বাহিনীর এ উদ্যোগ বলে জানান তিনি ।

    ইমামের মা শাহানুর বেগম বলেন , ১৭ বছর বয়সী ইমাম ভ্যান চালান দুই বছর ধরে। পঞ্চম শ্রেণিতে আটকে যায় ইমামের পড়াশোনা। এখন জীবনযুদ্ধ চলে ভ্যান চালিয়ে, যা আয় হয় তা দিয়েই চলে সংসার। তার বাবা আব্দুল লতিফ শেখ মানসিক রোগী, মা গৃহিণী। ইমাম শেখরা দুই ভাই, তিন বোন।

    ইমামের বড় ভাই সাদ্দাম শেখ ঢাকায় সম্প্রতি চাকরি পেয়েছেন, এখনও বেতন পাননি। বোন রেক্সনা ও সোহাগী আক্তারের বিয়ে হয়ে গেছে। ছোট বোন নাদিরা বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে।

    ভ্যান-চালক মোঃ ইমাম শেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু’র সন্তান, তিনি আমাদের ‘আপা’। সেদিন তিনি এতোগুলো ভ্যানের মধ্য থেকে আমার ভ্যানে চড়ে বসেছিলেন, তাতেই আমি ধন্য হয়ে গেছি। টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে আমার জীবন সার্থক হয়েছে।

  • মেয়র প্রার্থী নিয়ে খুলনা জাপায় ক্ষোভ চরমে

    মেয়র প্রার্থী নিয়ে খুলনা জাপায় ক্ষোভ চরমে

    স্টাফ রিপোর্টার : খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আনকোরা একজন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। দলে প্রবেশ করেই তিনি হয়েছেন মেয়র প্রার্থী। আর এতেই ক্ষোভে ফুসছেন খুলনার নেতাকর্মীরা। মুখে পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্তকে স্বাগত জানালেও বিষয়টি একেবারেই মেনে নিতে পারছেন না তারা। ফলে গণপদত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন খুলনার নেতাকর্মীরা। এ বিষয়ে নেতাকর্মীদের বৈঠকও চলছে দফায় দফায়।

    শনিবার বননীর নিজ কার্যালয়ে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে মুশফিকুর রহমানের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এখানেই এরশাদ এর হাতে ফুল দিয়ে বিএনপি থেকে জাতীয় পার্টিতে যোগদান করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান।

    জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়।

    এদিকে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে মুশফিকুর রহমানের নাম ঘোষণা করার পর থেকেই খুলনায় জাতীয় পার্টির নেতাকর্মীরা দফায় দফায় বৈঠক শুরু করেছেন। তারা অনেকেই পার্টি চেয়ারম্যানের এই সিদ্ধান্তের সরাসরি বিরোধী করেছেন আবার অনেকে কৌশল অবলম্বন করছেন।

    খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি ও সিটি কর্পোরেশনের গত নির্বাচনে মেয়র প্রার্থী শফিকুল আলম মধু বলেন, পার্টির চেয়ারম্যান যা ভালো বুঝেছেন তাই করেছেন। তার এই সিদ্ধান্তকে আমাদের মেনে নিতে হবে।

    নগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং আগামী নির্বাচনে মেয়র পদ প্রত্যাশী মোঃ তরিকুল ইসলাম বলেন, আমরা প্রয়োজনে গণ পদত্যাগ করবো।

    দপ্তর সম্পাদক এম এ আল মামুন বলেন, এই বিষয়ে নেতাকর্মীদের নিয়ে বৈঠক করে আজই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

  • কর অফিসে অভিযোগ ও নিষ্পত্তি প্রতিমাসের সোমবার

    কর অফিসে অভিযোগ ও নিষ্পত্তি প্রতিমাসের সোমবার

    জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনার আলোকে খুলনা কর অঞ্চল এ প্রতিমাসের ২য় সপ্তাহের সোমবার (সরকারি বন্ধ থাকলে পরবর্তী কার্যদিবসে) অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি (Grievance Redress System) বিষয়ে কর কমিশনারের উপস্থিতিতে গণশুনানী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গণশুনানীতে অংশগ্রহণের জন্য সম্মানিত করদাতাও সংশি¬ষ্ট ব্যক্তিবর্গকে কর কমিশনার, কর অঞ্চল, খুলনার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। খবর বিজ্ঞপ্তির।

     

     

  • শিক্ষার্থীদের খেলাধুলার চর্চা বাড়াতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী

    শিক্ষার্থীদের খেলাধুলার চর্চা বাড়াতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী

    ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, শিক্ষার একটি বিশেষ অঙ্গ হলো খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা। শিক্ষার্থীদের খেলাধুলার চর্চা বাড়াতে হবে। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে সকল ক্ষেত্রে জাতিকে নেতৃত্ব দেবে।  দেশে শিক্ষাসহ প্রতিটি সেক্টরে অগ্রগতি অর্জন করেছে, নানা প্রতিকূলতা অতিক্রম করেই বাংলাদেশ এসব অগ্রগতি অর্জন করেছে। সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রতিমন্ত্রী শ্রেণি কক্ষে উৎসাহ ও উদ্দীপনার মধ্যে পাঠদান করার জন্য শিক্ষাকদের প্রতি আহবান জানান।

    তিনি রোববার খুলনা ডুমুরিয়া শাহপুর মধুগ্রাম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন, পুরস্কার ও সাহিত্য-সাংস্কৃতিক সপ্তাহ-১৭ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    খুলনা জেলা প্রশাসক ও মধুগ্রাম কলেজের গভর্ণিং বডির সভাপতি নাজমুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্ণিং বডির প্রাক্তন সভাপতি গাজী আব্দুল হাদী। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সদস্য খান সাকুর উদ্দিন, সম খলিলুর রহমান এবং মোঃ আব্দুর রউফ। স্বাগত বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান।

    অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

    পরে প্রতিমন্ত্রী খুলনা জেলা পরিষদের প্রথম সভায় যোগদান করেন। পরে তিনি ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তিল, মুগ ডালের বীজ, সার ও ড্রাম বিতরণ করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

    সকালে প্রতিমন্ত্রী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন এবং থুকড়া কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

     

     

  • খুলনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

    খুলনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

    স্টাফ রিপোর্টার ; আগামীর বাংলাদেশের নেতৃত্ব তারেক রহমানের হাতে দাবি করে খুলনায় যুবদলের সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়ে দেশে আর একটি এক দলীয় নির্বাচন আয়োজনের চক্রান্ত চলছে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের নাটক মঞ্চস্থ করার পর রাষ্ট্রপতি আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী একটি বশংবদ সার্চ কমিটি গঠন করেছেন। যারা রকিব মার্কা আর একটি নির্বাচন কমিশন গঠনের দিকে অগ্রসর হচ্ছে। সরকার গণতন্ত্রের কবর রচনা করেছে, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। বিএনপিসহ সকল দলের অংশগ্রহন ছাড়া আর কোন জাতীয় নির্বাচনের ষড়যন্ত্র করলে তার জন্য সরকারকে চরম মাশুল দিতে হবে বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন।

    বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রবিবার খুলনায় যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। মহানগর শাখার উদ্যোগে বিকেল ৪টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। মহানগর যুবদল সভাপতি শফিকুল আলম তুহিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম। সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা একরামুল কবির মিল্টন, স্বেচ্ছাসেবক দল নেতা একরামুল হক হেলাল, আতিকুর রহমান তিতাস, মেহেদী মাসুদ সেন্টু, শফিকুল ইসলাম হোসেন, কাজী নেহিবুল হাসান, জাহিদুর রহমান রিপন, রফিকুল হাসান, জাহিদ হোসেন, মাহবুব হাসান পিয়ারু, মোল্লা সোহরাব হোসেন, সাব্বির হোসেন, দিদারুল ইসলাম লাভলু, হাফিজুর রহমান পিন্টু, ইফতেখার হোসেন, মেহেদী হাসান সোহাগ, সাইফুল ইসলাম সান্টু, ইফতেখান বিশ্বাস, সোহেল মোল্লা, জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন, জাকির ইকবাল বাপ্পী, সাইফুল্লাহ আল মামুন মনা, তারিকুল ইসলাম বাকার, ফারুক খান, মনিরুজ্জামান মনি, এস এম জসীমউদ্দিন, আলতাফ হোসেন, গোলামুন নবী ডালু, জাকির মুন্সি, শামীম আজাদ খান মিলু, নাজমুল হাসান নাসিম, হারুন অর রশিদ মাসুম প্রমুখ।

     

  • খুবিতে আর্ক কেইউ ডিগ্রি শো’র উদ্বোধন

    খুবিতে আর্ক কেইউ ডিগ্রি শো’র উদ্বোধন

    এসবিনিউজ ডেস্ক : রোববার ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের ৩য় তলায় স্থাপত্য ডিসিপ্লিনের উঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনে আর্ক কেইউ ডিগ্রিশো-২০১৭ এর উদ্বোধন এবং হেড লিস্ট সার্টিফিকেশন, আর্ক কেইউ-কেসিসি এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

    স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. অনির্বাণ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে খুলনা-০২ আসনের সংসদ সদস্য আলহাজ্জ মিজানুর রহমান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুজ্জামান মনি, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান, স্থপতি বশিরুল হক এবং বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রেজাউল হক বক্তব্য রাখেন।

    অতিথিবৃন্দ বলেন বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে, আমাদের এই নবীন স্থপতিরা এখান থেকে বেরিয়ে নিজ নিজ কর্মস্থলে কর্মদক্ষতায় খুলনা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিশ্বের সামনে নতুন এক নান্দনিক বাংলাদেশ উপহার দেবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের নান্দনিক কাজের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির কো-অর্ডিনেটর সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শেখ কবীর আহমেদ। এছাড়া অনুষ্ঠানে হেড লিস্টে স্থান পাওয়া ডিসিপ্লিনের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সনদপত্র দেয়া হয়। পরে অতিথিবৃন্দ আর্ক কেইউ ডিগ্রি শো-২০১৭ তে প্রদর্শীত নবীন ৪৫ জন স্থপতির থিসিসভিত্তিক বিভিন্ন স্থাপত্যকর্মের মডেল ঘুরে দেখেন। আগামীকাল এ প্রদর্শনী শেষ হবে।

     

  • রোহিঙ্গা নির্যাতনের বর্ণনা শুনলেন কমিশনের সদস্যরা

    রোহিঙ্গা নির্যাতনের বর্ণনা শুনলেন কমিশনের সদস্যরা

    এসবিনিউজ ডেস্ক : মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে কক্সবাজারের সীমান্ত এলাকায় পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছে নির্যাতনের বর্ণনা শুনলেন রাখাইন রাজ্যের সঙ্কট নিরসনে মিয়ানমার সরকার গঠিত কফি আনান কমিশনের সদস্যরা।

    পরিদর্শনে আসা কমিশনের সদস্যরা হলেন- মিয়ানমার নাগরিক উইন ম্রা ও আই লুইন এবং লেবাননের নাগরিক ঘাসান সালামে।

    পরিদর্শনকালে প্রতিনিধি দলটির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাকিবিল্লাহসহ জেলা প্রশাসন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও), জাতিসংঘের মানবাধিকার কমিশন (ইউএনএইচসিআর) ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন দেখতে আনান কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল উখিয়া রোহিঙ্গা বস্তিতে এসে পৌঁছান রবিবার দুপুর পৌঁনে ১২টার দিকে। বালুখালী রোহিঙ্গা বস্তিতে প্রতিনিধি দলের সদস্যরা মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

    প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা কমিশনের কাছে জানিয়েছেন, মিয়ানমার সরকারের সামরিক জান্তার নির্যাতন সইতে না পেরে এদেশে পালিয়ে এসেছেন। ওখানকার সেনা কর্মকর্তারা মানুষকে ধরে নিয়ে গুলি করে হত্যা ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেয়। প্রতিনিধি দলের সদস্যরা কয়েকটি রোহিঙ্গা পরিবারের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা করেন। তারা নতুন আসা রোহিঙ্গাদের বিভিন্ন বিষয় খোঁজ খবর নেন। এ সময় প্রতিনিধি দলটি উখিয়ার বালুখালী রোহিঙ্গা বস্তি পরিদর্শন শেষ করে টেকনাফের লেদা এবং শামলাপুরের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে রোহিঙ্গা নারী-পুরুষদের সঙ্গে আলাপ করেন। সোমবার প্রতিনিধি দলটি উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে দলটির।

     

     

  • কর্মীদের যুক্তরাষ্ট্রে ফিরতে বলল গুগল

    কর্মীদের যুক্তরাষ্ট্রে ফিরতে বলল গুগল

    এসবিনিউজ ডেস্ক : মুসলিম ৭টি দেশের লোকদের প্রবেশ নিষিদ্ধ হওয়ার পর প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের কিছু কর্মীকে অবিলম্বে যুক্তরাষ্ট্রে ফেরার নির্দেশ দিয়েছে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৭টি মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ করে একটি নির্বাহী আদেশ জারির পর গুগল এই  পদক্ষেপ নিল।

    গুগল বলছে, তাদের শ’খানেক কর্মী ট্রাম্পের ওই নির্দেশের শিকার হতে পারেন। তাই আদেশটি কার্যকর হবার আগেই তাদের যুক্তরাষ্ট্রে ফিরে আসতে বলা হয়েছে। বিশেষ করে যারা ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রের বাইরে ঘুরতে গেছেন।

    গুগলের পক্ষ থেকে বলা হয়, হঠাৎ করে কর্মীদের যুক্তরাষ্ট্রে ফিরতে বলায় তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে এর প্রভাব পড়বে। কিন্তু এই মুহূর্তে এটাই উপযুক্ত সিদ্ধান্ত।

    প্রেসিডেন্ট ট্রাম্পের এই আদেশ যুক্তরাষ্ট্রে প্রতিভাবান লোকদের আসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে গুগুল।

    ট্রাম্প তার নির্বাহী আদেশে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত সিরীয় শরণার্থীদের যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ করেন। এ ছাড়া ইরান, ইরাক, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদান থেকে আসা লোকদের ভিসা দেয়া ৩ মাসের জন্য বন্ধ করে দেন।

    প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইসলামী উগ্রপন্থী সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে ঢোকা ঠেকাতেই তার এ পদক্ষেপ। সূত্র : বিবিসি

  • এলাচের গুণাগুণ

    এলাচের গুণাগুণ

    এসবিনিউজ ডেস্ক : এলাচ রান্নার জন্য উৎকৃষ্ট মসলা। মাংস রান্নায়, সালাদ তৈরিতে, চা বানাতে, স্যুপ তৈরিতে এলাচ ব্যবহার করা হয়। এলাচের রয়েছে কিছু স্বাস্থ্যকর গুণ। জেনে নিন এলাচের স্বাস্থ্যকর গুণের কথা।

    মুখের গন্ধ দূর করে : এলাচ মুখের স্বাস্থ্য ভালো রাখে। এটি দ্রুত মুখের গন্ধ দূর করতে সাহায্য করে। মুখে গন্ধ হলে এলাচ চিবাতে পারেন।

    হেঁচকি দূর করতে : এলাচের মধ্যে রয়েছে অ্যান্টিস্পাসমোডিক উপাদান। এটি হেঁচকি প্রতিরোধে সাহায্য করে। হেঁচকি হলে কিছু এলাচ চিবাতে পারেন।

    পেট ব্যথায় : পেট অথবা পাকস্থলীর ব্যথায় এলাচ ব্যবহার করতে পারেন। এক কাপ গরম পানির মধ্যে এক চিমটি এলাচের গুঁড়া মেশান। ধীরে ধীরে পানীয়টি পান করুন। ব্যথা কমবে। এ ছাড়া ভারি খাবারের পর পেট ফোলা ফোলা ভাব হলে বা পেটে গ্যাস হলে এই পানীয় খেতে পারেন।

    শ্বাসকষ্ট কমাতে : এর মধ্যে থাকা প্রদাহরোধী উপাদানের জন্য এটি বাতাস চলাচলের পথ পরিষ্কার করে। শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা কমায়। এটি দীর্ঘমেয়াদি ব্রঙ্কাইটিসের সমস্যা কমাতেও কার্যকর।

    ত্বক ভালো রাখে : এলাচের মধ্যে রয়েছে প্রদাহরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এটি ত্বকের বুড়িয়ে যাওয়ার গতি রোধ করে। তাই খাদ্যতালিকায় এলাচ রাখতে পারেন।

    চুলের জন্য ভালো : এলাচের চা দিয়ে মাথা ম্যাসাজ করতে পারেন। এতে খুশকি কমবে। এটি চুল পাতলা হওয়া ও চুল পড়া কমাবে। সূত্র : হেলথ ডাইজেস্ট

     

  • ‘দস্যু জাহাঙ্গীর’ বাহিনীর আত্মসমর্পণ

    ‘দস্যু জাহাঙ্গীর’ বাহিনীর আত্মসমর্পণ

    এসবিনিউজ ডেস্ক :স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের ‘দস্যু জাহাঙ্গীর’ বাহিনী।

    রোববার বরিশাল নগরীর রূপাতলীতে অবস্থিত র‌্যাব-৮ এর সদর দপ্তরে মন্ত্রীর কাছে বাহিনীর ২০ সদস্য অস্ত্র জমা দেন।

    তারা পাঁচটি একনালা বন্দুক, সাতটি দোনালা বন্দুক, দুটি এয়ার রাইফেল, পাঁচটি ওয়ান শুটারগান, দুটি রাইফেল, চারটি কাটা রাইফেল, পাঁচটি বিদেশি শটগান এবং একটি পাইপগানসহ ৩১টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার ৫০৭ রাউন্ড গুলি জমা দেন।

    আত্মসমর্পণকারী দস্যুরা হলেন বাহিনীর ‘প্রধান’ জাহাঙ্গীর শিকারী (৩৮), শেখ ফরিদ (৩৮), মারুফ শেখ (৪১), আকরাম শেখ (৩৫), মোস্তাহার শেখ (৫০), এরশাদ খান (৩৫), গাজী তরিকুল ইসলাম (৩৫), কামারুল শেখ (২২), কামরুল হাসান (৩৮), হায়দার শেখ (২৯), হারুন শেখ (৫৫), আইয়ুব আলী শেখ (৫২), মাফিকুল গাজী (৩৮), কবির গাজী (৩২), পলাশ হোসেন (৩৫), বাছের শিকদার (২৬), হান্নান সরদার (২৩), ইজাজ মোল্লা (৪১), মহাসিন মোড়ল (৩৯) ও ইয়াকুব সরদার (২৯),

    অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আত্মসমর্পণকারী দস্যুদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। একটি নীতিমালা তৈরি করে তাদের পুনর্বাসনের আওতায় আনা হয়েছে।

    র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, যারা স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বানে সাড়া দেবে না, তাদের যেকোনো মূল্যে নির্মূল করা হবে।

    কোনো দস্যু বাহিনীকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মারুফ হাসান, বিএমপি কমিশনার এসএম রুহুল আমীন, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান।

  • শিক্ষায় বরাদ্দ ব্যয় নয়, বিনিয়োগ : প্রধানমন্ত্রী

    শিক্ষায় বরাদ্দ ব্যয় নয়, বিনিয়োগ : প্রধানমন্ত্রী

    এসবিনিউজ ডেস্ক : আধুনিক বিশ্বের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি বলেছেন, জাতীয় বাজেটে শিক্ষায় যে বরাদ্দ দেওয়া হয়, তা ব্যয় নয়, আমার কাছে মনে হয় বিনিয়োগ। কারণ এই অর্থ ব্যয়ে আমরা আমাদের বর্তমান প্রজন্মকে গড়ে তুলছি।

    রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বতৃতা করেন প্রধানমন্ত্রী। এবারের শিক্ষা সপ্তাহের স্লোগান ‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’।

    বক্তৃতার শুরুতেই প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেষ্টার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বঙ্গবন্ধুর নানা উদ্যোগের কথাও।

    শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর স্বাধীন রাষ্ট্রের ক্ষমতা আবার সেই দোসরদের হাতে চলে যায়, যারা এ দেশের স্বাধীনতা চায়নি, যারা ছিল যুদ্ধাপরাধী। তাদের হাতে দেশ পিছিয়ে যেতে থাকে।“১৯৯৬ সালে আমরা যখন ২১ বছর পর ক্ষমতায় এলাম, তখন দেখি স্বাক্ষরতার হার মাত্র ৪৫ ভাগ। একটি স্বাধীন দেশে এতো কম স্বাক্ষরতার হার ছিল সেসময়। এরপর আমরা নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে উদ্যোগ নিই। প্রতিটি মানুষ যেন অক্ষরজ্ঞান অর্জন করতে পারে সেটা ছিল আমাদের লক্ষ্য। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে এ দেশে স্বাক্ষরতার হার পাঁচ বছরে বেড়ে দাঁড়ায় ৬৫ ভাগে।”

    প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর আবার তাদের হাত ধরে দেশ পিছিয়ে যেতে থাকে। স্বাক্ষরতার হার নেমে যায় ৪৪ ভাগে। প্রতিটি ক্ষেত্রে যে অগ্রযাত্রা হয়েছিল আমাদের আমলে, সব এভাবেই পিছিয়ে যেতে থাকে। আমরা ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করলাম। এখন দেশের স্বাক্ষরতার হার বেড়েছে ৭১ ভাগে। আমাদের লক্ষ্য দেশে কোনো নিরক্ষরতা থাকবে না।

    শিক্ষায় বরাদ্দকে বিনিয়োগ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা যে শিক্ষার ক্ষেত্রে বাজেট দিই, তা আমার কাছে ব্যয় মনে হয় না। আমি মনে করি এটা বিনিয়োগ। আমরা তো এই অর্থ দিয়ে ভবিষ্যৎ বংশধরদের গড়ে তুলছি।

    প্রধানমন্ত্রী নতুন বছরে তার সরকারের বিনামূল্যে বই বিতরণের পরিসংখ্যানও তুলে ধরেন। তিনি বলেন, এখন অভিভাবকদের বই কিনতে হয় না। শিক্ষার্থীরা নতুন বছরে নতুন নতুন বই পায়। এই নতুন বইয়ের ঘ্রাণে নতুন বই পড়তে উৎসাহের সৃষ্টি হয়।“আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যও ব্রেইল বই দিচ্ছি। ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর ভাষা যেন হারিয়ে না যায়, সেজন্য তাদের মাতৃভাষায় রচিত বইও বিতরণ করা হচ্ছে। পৃথিবীর কোনো দেশ বিনামূল্যে এতো বই বিতরণের দৃষ্টান্ত দেখাতে পারবে না।”

    সরকার প্রধান শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় গড়ে তুলতে নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন। তিনি বলেন, আমরা দেশজুড়ে মাল্টিমিডিয়া ক্লাসসহ প্রযুক্তি শিক্ষাদানের ব্যবস্থা করেছি।

    এ পর্যায়ে তিনি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের তাদের নিজ নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তি শিক্ষায় অগগ্রতির জন্য ল্যাপটপ ও প্রোজেক্টর উপহার দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী জানান, তিনি নিজের অর্থে তার এলাকায় এভাবে ল্যাপটপ ও প্রোজেক্টর উপহার দিয়েছেন।২০১৭ সালের মধ্যে দেশের ৫০ হাজার বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস চালু করা হবে বলেও জানান সরকারপ্রধান।

    তিনি শিক্ষক নিয়োগ ও তাদের চাকরি সরকারিকরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের কথা তুলে ধরেন বক্তৃতায় প্রধানমন্ত্রী। উচ্চশিক্ষা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথাও বলেন শেখ হাসিনা।

    বক্তৃতা শেষে প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পদক বিতরণ করেন। একইসঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী এ অনুষ্ঠান উপভোগ করেন।

     

  • কেন্দ্রীয় ব্যাংকের সতর্ক মুদ্রানীতি ঘোষণা

    কেন্দ্রীয় ব্যাংকের সতর্ক মুদ্রানীতি ঘোষণা

    এসবিনিউজ ডেস্ক : ব্যক্তি খাতে ঋণ প্রবৃদ্ধি ১৬ দশমিক ৫ শতাংশ অপরিবর্তিত রেখে সর্তক মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। রবিবার বেলা সাড়ে ১১টায় চলতি ২০১৬-১৭ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

    চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে জুন ২০১৭ পর্যন্ত বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ১৬ দশমিক ৫ শতাংশ। যা প্রথমার্ধের মুদ্রানীতিতে উল্লেখ করা ছিল।

    এ ছাড়া অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি অপরিবর্তিত রেখে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৪ শতাংশ।

    ফজলে কবির বলেন, এই মুদ্রানীতিকে প্রথমার্ধের মতোই উৎপাদন সহায়ক ও সতর্ক নীতিভঙ্গি। এ মুদ্রা নীতিতে মূল্যস্ফিতি ধরা হয়েছে ৫ শতাংশ ৮ শতাংশ।

    শেয়ারবাজার প্রসঙ্গে গভর্নর ফজলে কবির বলেন, ২০১০ সাল থেকে বিদ্যমান মন্দা পরিস্থিতি থেকে বের হয়ে আসার প্রক্রিয়ায় যেন নিয়ন্ত্রক সংস্থা নজরদারি করে। তা না হলে অতীতের মতো এবারও ক্ষুদ্র বিনিয়োগকারীদের লোকসান হওয়ার আশঙ্কা আছে।

    ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এস এম মনিরুজ্জামান ও বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা মো. আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

     

  • ট্রাম্প-পুতিনের ফোনালাপ সম্পর্ক উন্নয়নের শুভ সূচনা : হোয়াইট হাউস

    ট্রাম্প-পুতিনের ফোনালাপ সম্পর্ক উন্নয়নের শুভ সূচনা : হোয়াইট হাউস

    এসবিনিউজ ডেসবক  : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ দুই দেশের সম্পর্ক উন্নয়নের শুভ সূচনা বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস।

    শনিবার ট্রাম্প ও পুতিনের মধ্যে ঘন্টাব্যাপী এ ফোনালাপ হয়। ট্রাম্পকে অভিনন্দন জানাতে রুশ প্রেসিডেন্ট পুতিন তাকে টেলিফোন করেন উল্লেখ করে হোয়াইট হাউস জানায়, উভয় নেতা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)’র বিরুদ্ধে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন।

    গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ট্রাম্পের আনুষ্ঠানিক ফোনালাপ হল। ট্রাম্প শনিবার পুতিন ছাড়াও একাধিক বিশ্বনেতার সঙ্গে ফোনে কথা বলেন।

    হোয়াইট হাউস জানায়, দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের লক্ষে ট্রাম্প-পুতিনের ফোনালাপ একটি ‘তাৎপর্যপূর্ণ সূচনা’।

    এই ফোনালাপের পর উভয় পক্ষ সন্ত্রাসবাদ মোকাবেলা ও স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে পারবে বলে দুই দেশের প্রেসিডেন্টগণ আশাবাদী হয়ে উঠেছেন বলে হোয়াইট হাউস জানায়।

    ফোনালাপকালে পরবর্তী কোনো এক সময়ে মুখোমুখি বৈঠকে বসার ব্যাপারেও ট্রাম্প-পুতিন একমত হয়েছেন। তারা নিয়মিত ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখার বিষয়েও সম্মত হয়েছেন।

    এর আগে ক্রেমলিন জানায়, সমতার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নে দুই নেতা একমত হয়েছেন। তাদের আলোচনায় সন্ত্রাসবাদ দমনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে। এর মধ্যে ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে দমনের বিষয়টিও রয়েছে।

    ক্রেমলিন আরো জানিয়েছে, দুই নেতা আইএসের বিরুদ্ধে প্রকৃত সমন্বয় গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছেন। তাদের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। তাঁরা মধ্যপ্রাচ্য ও আরব-ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে আলোচনা করেছেন। আলোচনায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার প্রসঙ্গ এসেছে। ইরানের পরমাণু কর্মসূচি, ইউক্রেন নিয়েও তারা কথা বলেছেন।

    আলোচনার বিষয়গুলো:

    ১. সন্ত্রাসবাদের সাথে লড়াই।

    ২. মধ্যপ্রাচ্য ও আরব-ইসরাইল সঙ্কট।

    ৩. কৌশলগত স্থিতিশীলতা ও ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম।

    ৪. উত্তর ও দক্ষিণ কোরিয়া।

    ৫. ইউক্রেন সঙ্কট।

    এ দুই নেতাই আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে তাদের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রেখেছেন।

  • রবিবার আপনার কেমন যাবে?

    রবিবার আপনার কেমন যাবে?

    আজ আপনার জন্ম হলে পাশ্চাত্য মতে আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও চন্দ্র। ২৯ তারিখে জন্ম হবার কারনে আপনার উপর চন্দ্রর প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ২,১১,২০,২৯। শুভ বর্ণ : গোলাপী ও সাদা। শুভ বার ও গ্রহ : রবি ও সোম। শুভ রতœ : গার্নেট ও মুক্তা।

    চন্দ্রাবস্থান: আজ চন্দ্র মকর রাশিতে,দুপর:১২:০৫ এ কুম্ভ রাশিতে অবস্থান করবে। ২য়া তিথি রাত :৬:১৭ পর্যন্ত, পরে ৩য়া তিথি চলবে।

    মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল):চাকরীজীবীরা কোনো জরুরী কাজে ব্যস্ত হতে পারেন। অনেক বেলা করে ঘুমনোর কারনে তরুন তরুনীরা বড় ভাই বা বোনের কাছ থেকে বকাঝকার শিকার হবেন। বন্ধুদের সাথে আজ বুঝেশুনে চলুন। কোনো বন্ধুর অনৈতিক কাজের সাথে নিজে জড়িয়ে পরতে পারেন। ব্যবসায়ীদের বকেয়া বিল আদায় করতে গিয়ে শারীরিক ও মানসিক হেনস্তার শিকার হতে হবে।

    বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে):আজ সরকারী চাকরীজীবীরা কোনো প্রকার ঝামেলার শিকার হতে পারেন। কর্মস্থলে অকারণে বহুমূখী চাপে পরতে পারেন। বেসরকারী চাকরীতে একমাত্র মাল্টিন্যাশনাল ব্যতিত কোনো প্রকার জরিমানা বা কর্মহানির সম্মূখীন হতে পারেন। সামাজিক বা দাতব্য কাজের জন্য দূরে কোথাও যেতে হতে পারে। পদস্ত কর্মকর্তার সাথে কোনো প্রকার ঝামেলায় না জড়ানোই ভালো।

    মিথুন রাশি (২১ মে – ২০ জুন):আজ মিথুনরাশির প্রবাসী বন্ধুরা ভালো সুযোগ পেয়ে যাবেন। উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশ যাত্রার ক্ষেত্রে বিদ্যমান ভিসা জটিলতা কেটে যেতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মিক যোগাযোগ শুভ। কোনো প্রভাবশালী বিদেশীর কারনে ভাগ্য উন্নতি হতে পারে। গার্মেন্টস শিল্পে কাজের সুযোগ পাবেন। বৈদেশীক কাজে সাফল্য আসবে।

    কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): আজ নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রনে রাখুন। রাস্তাঘাটে তাড়াহুড়ো করলে দূর্ঘটনা বা পুলিশি হয়রাণির সম্মূখীন হতে পারেন। আজ বৈদেশীক কোনো কাজে মামলা মোকর্দ্দমার সম্মূখীন হতে পারেন। পাওনাদারের সাথে কোনো সমোঝতায় গেলে ভালো করবেন। বিদেশীর বীমা বিক্রয় কর্মীরা ভালো লাভ করতে পারবেন। শেয়ার ব্যবসায় লোকসানের সম্ভাবনা দেখা যাচ্ছে।

    সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): আজ আপনার ব্যবসায়ীক অবস্থা ভালো যাবে না। কোনো অংশীদারের সাথে ব্যবসায়ীক কারনে দ্বন্দ হতে পারে। জীবন সাথীর সাথে কোনো কারনে প্রচন্ড কথা কাটাকাটির শিকার হতে পারেন। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের সতর্ক হতে হবে। কোনো প্রকার দূর্ঘটনার শিকার হয়ে জরিমানা গুণতে হতে পারে।

    কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর): শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। আজ মনের কু-প্রবৃত্তিগুলোকে দমন করা কঠিন হয়ে উঠবে। অণৈতিক সম্পর্কর বিষয়ে সাবধান থাকুন। কারো উপর বেশী নির্ভর করলে ঠকতে হবে। কর্মস্থলে কোনো সহকর্মীর শত্রুতার শিকার হতে পারেন। কাজের লোকেদের কারনে কোনো দ্রব্য বা পণ্য চুরি হতে পারে। পায়ে বা হাটুতে ব্যথা দেখা দেবে।

    তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): দিনটি তুলা রাশির জাতক জাতিকার জন্য কর্মব্যস্ত একটি দিন। বৈদেশীক কাজে ব্যস্ত হতে পারেন। দুপরের পরে সন্তানের বিদেশে পড়ালেখার বিষয়ে ব্যস্ততা বাড়তে পারে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব সংঘাত দেখা দেবে। শিল্প সাহিত্যের চর্চায় বহু বাধা বিপত্তি ও ঝামেলা। বিদ্যার্থীদের পরীক্ষা ভালো হবে না। জানা উত্তোরও ভুল দিতে পারেন।

    বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির বন্ধুদের দিনটি কিছুটা বাধা বিপত্তি ও হতাশার। দুপরে কেতু চন্দ্রের সংযোগে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। প্রায় শেষ হয়ে আসা কোনো কাজে হটাৎ করে জটিলতা দেখা দিতে পারে। জমি ভূমি ও স্থাবর সংক্রান্ত কাজে আজ অগ্রসর না হওয়াই ভালো। কোনো আত্মীয়র কারনে পরিবারে অশান্তি দেখা দিতেপারে। ব্যবসায়ী ও চাকরীজীবীরা আশানুরুপ অগ্রগতি করতে পারবেন না।

    ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): সকাল সকালই প্রতিবেশীর কোনো আচরনে ক্ষিপ্ত হতে পারেন। ছোট ভাই বোনের বেয়াদবিতে আজ তাদের সাথে একচোট তর্ক হয়ে যেতে পারে। বৈদেশীক বাণিজ্যের সাথে জড়িত ব্যবসায়ীরা আজ ভালো লাভের আশা করতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ীদের বিদেশ ভ্রমনের সুযোগ চলে আসবে। পত্র মারফত কোনো ভালো সংবাদ পেতে পারেন।

    মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারী): আজ মকর জাতক জাতিকাদের আয় উন্নতির ভালো সম্ভাবনা আছে। আমদানী রপ্তানী কারকদের আয় বৃদ্ধি পাবে। খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের ভালো রোজগারের সম্ভাবনা রয়েছে। আজ পরিবার পরিজন নিয়ে বাহিরে কোথাও ঘুরতে যাওয়ার যোগ প্রবল। রেস্টুরেন্ট ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা।

    কুম্ভ রাশি (২১ জানুয়ারী – ১৮ ফেব্রুয়ারী): কুম্ভর জাতক জাতিকাদের জন্য দিনটি চ্যালেঞ্জিং। নিজের মনের উপর নিয়ন্ত্রন রাখা কষ্টকর। কারন আপনার রাগ ও জেদ হটাৎ করে বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কারনে বিদেশ যাত্রার যোগ বলবান। অংশিদারী ব্যবসায় অংশিদারের সাথে ভুল বুঝাবুঝি বা মনমালিন্য হতে পারে। দাম্পত্য সুখ শান্তি ব্যহত হবে। জীবন সাথীর কোনো প্রকার অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলবে।

    মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে। প্রবাসী বন্ধুরা ভালো ফল পাবেন। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনো বন্ধুর সাথে বিদেশ যাবার যোগ প্রবল। ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে। বাড়ীতে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। ব্যয় বৃদ্ধির যোগ প্রবল।

     

  • খুলনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ

    খুলনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ

    স্টাফ রিপোর্টার : খুলনায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার বিকালে সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ইনোভেশন ইউনিটের পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।

    প্রধান অতিথির বক্তৃতায় মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকারের দিন বদলের সনদ ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবরূপ ধারন করেছে। বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশের ডিজিটাল ধারণাকে অনুসরণ করছে। তিনি বলেন, দেশের মানুষ এখন প্রায় একশটির মতো সেবা ঘরে বসে গ্রহণ করতে পারছে। কোন সরকারী দপ্তর কি ধরনের সেবা দি”েছ এবং সেই সেবাগুলো কিভাবে সাধারণ মানুষ পেতে পারবে তা ডিজিটাল উদ্ভাবনী মেলার মাধ্যমে জানতে পারছে। তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে দেশের বিভিন্ন সমস্যা সমাধানে গবেষণা করার আহবান জানান।

    এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মনির“জ্জামান।

    পরে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং সেবা প্রদানে শ্রেষ্ঠ স্টল ও দপ্তরকে পুরস্কার তুলে দেন।

     

     

  • সনাক খুলনার বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    সনাক খুলনার বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার : সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা’র বার্ষিক সমন্বয় সভা শনিবার বটিয়াঘাটার ওয়াইসি রিসোর্ট এন্ড পিকনিক কর্ণারে অনুষ্ঠিত হয়। সভায় সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস বন্ধু গ্র“পের ৬৫ জন সদস্য অংশগ্রহণ করে। সকাল ১০টায় সভা শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।

    সনাক’র সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সভায় সনাক খুলনা’র ২০১৫-১৬ অর্থ বছরের কর্ম পরিকল্পনা ও বিবেক প্রকল্পের ফলাফলের ধারাবাহিক উন্নয়ন এর সংক্ষিপ্ত ধারণা প্রদান করা হয়। উপস্থাপনা শেষে প্রত্যেক গ্র“প তাদের ইস্যুভিত্তিক কার্যক্রমের উপর দলীয় কাজে অংশগ্রহণ করেন। দলীয় কাজ শেষে প্রত্যেক গ্র“পের পক্ষ থেকে একজন প্রতিনিধি দলীয় কাজ উপস্থাপন করেন। সনাক’র উপস্থাপনায় উঠে আসে তারা তাদের ভবিষ্যতে দুর্নীতিবিরোধী কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করবে।

    দলীয় উপস্থাপনা শেষে উপস্থিত অংশগ্রহণকারীবৃন্দ মুক্তালোচনায় সনাক খুলনায় দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনার বিভিন্ন বিষয় তুলে ধরেন। নির্ধারিত আলোচক হিসেবে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস বন্ধু গ্র“পের প্রতিনিধিরা আলোচনা করেন।

    আলোচনা পর্ব শেষে ইয়েস গ্র“পের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।