সাতক্ষীরার বর্ষিয়ান শিশু চিকিৎসক সবার পরিচিত ডা: মমতাজ আহমেদ আর নেই।
বুধবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে তিনি সাতক্ষীরা শহরের প্রাণসায়েরস্থ (থানা
মসজিদের পাশে) বাসবভনে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। (ইন্না..রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য
আত্মীয়স্বজন রেখে গেছেন। ভারতের উত্তরচব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার
ফরিদকাটি গ্রামে তার জম্ম। ১৯৬৯ সালের ফেব্রুয়ারী মাসে তিনি বাংলাদেশে চলে
আসেন। সাতক্ষীরার জেলার তালা উপজেলার খলিসখালি গ্রামে এসে তিনি ওঠেন।
পরবর্তীতে তিনি সাতক্ষীরা জেলা শহরের (সাতক্ষীরা সদর থানার পাশে )
প্রাণসায়ের গ্রামে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
ডা: মমতাজ আহমেদের মৃত্যুর খবরে সাতক্ষীরার সর্বত্রই নেমে আসেছে ছোকের
ছায়া। বৃহস্পতিবার বাদ জোহর সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জানাজা
অনুষ্ঠিত হবে। মরহুমের ছেলে ডা: মিনহাজ আহমেদ জানান, ডা: মমতাজ আহমেদের
জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর সাতক্ষীরা শহীদ আব্দুর
রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে তাকে তালা উপজেলার
খলিসখালি গ্রামে পারিবারিক করবস্থানে দাফন করা হবে। তিনি তার মরহুম পিতার
আত্মার মাগফিরত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
Category: বিশেষ সংবাদ
-
সাতক্ষীরার বর্ষিয়ান শিশু চিকিৎসক ডা: মমতাজ আহমেদ আর নেই
-

শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে দুদকের মতবিনিময়
নিজস্ব প্রতিনিধিঃ বুধবার সকালে শ্যামনগর উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে খুলনা বিভাগীয় দুদকের সাথে মতবিনিময়সভা অনুষ্টিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় দুনীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার। প্রধান অতিথি বক্তব্যে উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম গতিশীল করা,সকল বিদ্যালয়ে সততা স্টোর চালু করা,দুনীতি বিরোধী ডুকুমেন্টশন ফিল্ম প্রদর্শন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুনীতি দমন কমিশন সমন্বিত জেলা খুলনার উপ-পরিচালক মোহাঃ আবুল হোসেন,উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক ই এলাহী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ,অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ,মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, অধ্যাপক দেবপ্রসাদ মন্ডল ,সহ-অধ্যাপক ডালিয়া পারভীন,সেহেলী পারভীন ঝর্ণা প্রমুখ। -

সাতক্ষীরায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
সাতক্ষীরা প্রতনিধি:ি একাদশ জাতীয় সংসদ নর্বিাচনকে সামনে রখেে আইনশৃঙ্খলা পরস্থিতিি স্বাভাবকি রাখতে সাতক্ষীরার ৪টি আসনে ১৪ প্লাটুন বজিবিি মোতায়নে করা হয়ছে।ে এরমধ্যে সাতক্ষীরার ১ ও ২ আসনে ৬ প্লাটুন এবং ৩ ও ৪ আসনে ৮ প্লাটুন বজিবিি মোতায়নে করা হয়। মঙ্গলবার সকাল থকেে বজিবিি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় তারা তাদরে র্কাযক্রম শুরু করছে।ে
সাতক্ষীরা ৩৩ বজিবিি ব্যাটলেয়িনরে অধনিায়ক ল.ে র্কনলে গোলাম মোহাম্মদ মহউিদ্দীন খন্দকার ও ৩৪ বজিবিি ব্যাটলেয়িনরে অধনিায়ক ল.ে র্কনলে আসাদ বষিয়টি নশ্চিতি করে জানান, আসন্ন জাতীয় সংসদ নর্বিাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বজিবিি মোতায়োন করা হয়ছে।ে আইনশৃঙ্গলা দখেভাল করার পাশাপাশি তারা নয়িমতি টহল দবে।ে নর্বিাচন উপলক্ষে বজিবিরি টহল শুরু হয়ছেে বলে তনিি জানান। -
কালিগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবসে র্যালী ও আলোচনা সভা
কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ শেখ ফজলুল হক মনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিয়ারাজ হোসেন, উপজেলা তথ্য অফিসার, বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ।
-

দেবহাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। ৩১ বার তোপধ্বনির মাধ্য দিয়ে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শহীদ মিনার দেবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দেবহাটা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রাশাসন, উপজেলা পরিষদ, দেবহাটা থানা, দেবহাটা উপজেলা আওয়ামীলীগ, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা জাতীয় পার্টি, দেবহাটা প্রেস ক্লাব, রিপোর্টাস ক্লাব, দেবহাটা উপজেলা যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, দেবহাটা কলেজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে দেবহাটা হাই স্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ, দেবহাটা থানা অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে¬ পরির্দশন করেন অতিথিবৃন্দ। ডিসপ্লে শেষে উপজেলা মুক্তমঞ্চে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযুদ্ধের ইতিহাস শীর্ষক আলোচনা সভা, বীরঙ্গনা, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনারুল হক, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওহাব, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু, কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা অধির কুমার গাইন, সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণাব কুমার মল্লিক, প্রাণী সম্পাদ কর্মকর্তা বিষ্ণপদ বিশ্বাস, একটি বাড়ি একটি খামারের উপজেলা সমন্বয়কারী মুক্তারানী মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারন সম্পাদক বিজয় ঘোষ, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের সভাপতি আব্দুর রাজ্জাক রনি, সাধারন সম্পাদক সাইফুজ্জামান প্রিন্স প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্র্তা নাজমুন নাহার। অনুষ্ঠান শেষে অতিথিরা স্বাধীতনা সংগ্রামের ৯নং সাব সেক্টরের কমান্ডার মরহুম ক্যাপ্টেন শাহাজান মাস্টারের কবর জিয়ারত করেন।এছাড়াও সখিপুর প্রতিনিধি জানান যে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন দেবহাটা প্রেসক্লাব ও রিপোর্টাস ক্লাবের নের্তৃবৃন্দরা। সকাল সাড়ে ৭টায় পুষ্পমালা অর্পন শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী ও উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি রশিদুল আলম রশিদ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারন সম্পাদক আব্দুর রব লিটু, যুগ্ন-সাধারন সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এমএ মামুন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল্যাহ- আল মাসুদ, কার্য্য নির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম, আজিজুল হক আরিফ, এস এম নাসির উদ্দীন, আবু হুরাইরা, নির্মল কুমার মন্ডল, রুহুল আমিন, ডাঃ অহিদুজ্জামান, আবির হোসেন লিয়ন প্রমুখ।
-

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
কলারোয়া প্রতিনিধি ঃ কলারোয়ায় যথাযোগ্য মর্যাদা ও বিন¤্র শ্রদ্ধায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। রবিবার প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবন, দোকান ও প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রবিবার সকাল ৮ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা পরিষদের পক্ষে উপেজলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, থানার পক্ষে ওসি শেখ মারুফ আহম্মদ, পৌর সভার পক্ষে ভারপ্রাপ্ত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন,সাধারন সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, প্রেসক্লাবের পক্ষে ক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারন সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, উপজেলা সাংবাদিক পরিষদের পক্ষে সভাপতি আসাদুজ্জামান আসাদ, অন লাইন নিউজ পোর্টাল কলারোয়া র্বাতার পক্ষে সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, সাংবাদিক জুলফিকার আলী, ইউসুফ আলী, যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিক লীগ, পাবলিক ইনস্টিটিউট ,জাতীয় পাটি , ওয়ার্কাস পার্টি, জাসদ , মাধ্যমিক শিক্ষক সমিতি, কলারোয়া পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুল, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকাল সাড়ে ৮ টায় কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন যৌথভাবে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার। জাতীয় পতাকা উত্তোলন শেষে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, রোভার স্কাউটস, বয়েজ স্কাউটস, গার্লস গাইড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ, ডিসপ্লে, শরীরচর্চা প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচলনা করেন কপাই সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা ও মাস্টার শাহাজান আলী শাহীন। বেলা ১১ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া ও আলোচন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ, বীরমুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার মোসলেম উদ্দীন, আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,অধাপক আবু নসর,মুক্তিযোদ্ধা সৈয়দ আলি,আবুল হোসেন,মুক্তিযোদ্ধা আ: রউফ,আনোয়ার হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা ফারুক হোসেন,সহকারী শিক্ষা অফিসার শোভা রায়।এছাড়াও কলোরোয়া বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। সকালে এক বিজয় র্যালি সিংগা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্কুল চত্ত্বরে এসে শেষ হয়। পরে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে স্কুলের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ওসমান গনি,সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। স্কুলের সিনিয়র শিক্ষক ও কলারোয়া প্রেসক্লাবের সভাপতি দীপক শেঠের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন স্কুল পরিচালনা কমিটিরি সদস্য ডা: ফজলুর রহমান,সিংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, মাস্টার আব্দুস সবুর, মাস্টার জহুরুল ইসলাম,ছাত্র তবিবুর রহমান, ছাত্র ফয়সাল আহম্মেদ, ছাত্রী রুশদানিয়া উর্মি। এ সময় উপস্থিত ছিলেন মাস্টার আজিজুর রহমান,মাস্টার আ: রউফ, প্রদীপ বিশ্বাস,জাহাঙ্গীর হোসেন,শফিকুল ইসলাম, স্বপন সরকার, আ: সালাম, শুভংকর মজুমদার, বিকাশ কুমার, বদরুজ্জামান প্রমুখ।
-

সাতক্ষীরায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উৎযাপিত
নিজস্ব প্রতিনিধি ঃ নানা আয়োজনে সাতক্ষীরায় মহান বিজয় দিবস উৎযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।
এরপর সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সোয়া ৮ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। পরে পুলিশ, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর প্রর্দশনী এবং রক্তদান কর্মসচী অনুষ্ঠিত হয়।
এরপর জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, পৌরদিঘীতে হাঁসধরা প্রতিযোগিতাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিস, জেলা আওয়ামী লীগৈর সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় -
আজ কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের মৃত্যু বার্ষিকী
আজ কৃষকনেতা সাইফুল্লাহ লস্করের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১০টায় সাতক্ষীরা শহরেরকাটিয়া লস্কর পাড়ার পারিবারিককবরস্থানে পুষ্পমাল্য অর্পন, নিরবতা পালনও শপথ পাঠ শেষেবেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবমিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়সহ-সভাপতি হাফিজুর রহমানেরসভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদকশাহজাহান কবির, যুগ্ম-সম্পাদকঅধ্যাপক তাপস বিশ্বাসসহ খুলনা,যশোর ও সাতক্ষীরার নেতৃবৃন্দ।
-
ম্যাচের লাগাম টাইগারদের হাতে
ঢাকা টেস্টে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় কপালে একটু হলেও ভাঁজ পড়েছে। সাকিব-মাহমুদুল্লাহরা না হয় স্বাচ্ছন্দ্যে খেলছেন। তাই বলে তাইজুলও। এ উইকেট ব্যাটিং সহায়ক না হয়ে যায় না। মাথায় তখন চিন্তা উঁকি দিচ্ছে পেসারবিহীন দল ওয়েস্ট ইন্ডিজকে আটকাবে কিভাবে। পরীক্ষিত সৈনিক সাকিব-মিরাজদের তাই প্রমাণ দিতে হতো। কিন্তু উইন্ডিজকে ইনিংসের শুরুতে এভাবে কাঁপিয়ে কৌশলের স্বপক্ষে যুক্তি দাঁড় করাবেন তা ভাবা যায়নি। টাইগারদের প্রথম ইনিংসের ৫০৮ রানের জবাবে শুরুতে ধসে গেছে সফরকারীরা। তারা ৭৫ রানে হারিয়েছে ৫ উইকেট। দ্বিতীয় দিন শেষে পিছিয়ে ৪৩৩ রানে।

উইন্ডিজের টপ পাঁচ ব্যাটসম্যানকেই বোল্ড করেন সাকিব-মিরাজ। ছবি: এএফপি ওয়েস্ট ইন্ডিজ শিবিরে শুরুতে কাঁপন ধরিয়েছে সাকিব-মেহেদিরা। বাংলাদেশ অধিনায়ক সাকিব শূন্য রানেই উইন্ডিজ দলের নেতা ক্রেগ ব্রাথওয়াটকে বোল্ড করে দেন। এরপর দলের ৬ রানে কিয়েরন পাউয়েলকে বোল্ড করেন মিরাজ। তাদের ১৭ রানের মাথায় আমব্রিসকে বোল্ড করেন সাকিব। মেহেদি মিরাজ পাল্লা দিয়ে রোস্টন চেজ ও শাই হোপকে বোল্ড করে ফেরান। মাত্র ২৯ রানে পাঁচ উইকেট হারায় সফরকারীরা। বোল্ড হয়ে ফেরেন উইন্ডিজের টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান।

উইন্ডিজের তিন উইকেট তুলে নেওয়া মিরাজের উল্লাস। ছবি: এএফপি এরপর অবশ্য ষষ্ঠ উইকেটে ৪৬ রানের জুটি গড়েছেন সিমরন হেটমায়ার এবং শেন ডউরিচ। দ্রুত রান তোলা হেটমায়ার ৪৩ বলে ৩২ রান তুলেছেন। কিন্তু এই স্পিন স্বর্গে কতক্ষণ তিনি তার ওয়ানডে মেজাজে রান তুলতে পারেন সেটাই দেখার থাকবে তৃতীয় দিনের শুরুতে। তার সঙ্গে ১৭ রানে আছেন উইকেটরক্ষক ডউরিচ।
এর আগে বাংলাদেশ দল মাহমুদুল্লাহর ক্যারিয়ার সেরা ১৩৬ রানের সুবাদে বড় সংগ্রহ পায়। এছাড়া দলের আরও তিন ব্যাটনম্যান পান অর্ধ শতক। সেঞ্চুরি জলাঞ্জলি দিয়ে সাকিব ফেরেন ৮০ রান করে। তার আগের দিন অভিষেক হওয়া সাদমান ৭৬ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন। তবে উইকেটরক্ষক হিসেবে দলে ঢোকা লিটন দাস ৫৪ রানের ইনিংস খেলে দলে জায়গার আবদার করে রাখলেন। দলের হয়ে মিঠুন-মুমিনুলের ২৯, তাইজুলের ২৬ কিংবা সৌম্যর ১৯ রানও বড় সংগ্রহ পেতে বেশ কাজে দিয়েছে।

ব্যাট হাতে দারুণ ইনিংসের পর বল হাতে সাকিবের শুরুতেই আঘাত। ছবি: এএফপি বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে মেহেদি মিরাজ ৩৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন। সাকিব ১৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এর আগে ওয়েস্ট ইন্ডিজের দেবেন্দ্র বিশু, কেমার রোচ, ওয়ারিক্যান এবং ব্রাথওয়াট দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান লেইস এবং চেজ। সুত্র : সমকাল
-
সাতক্ষীরার চারটি আসনে নতুন ভোটার পৌনে দুই লাখ
সেলিম হায়দার ॥
দলীয় প্রার্থীদের মনোনয়ন চিঠি বিতরণের পর সাতক্ষীরার আসনগুলোতে বেড়েছে জাতীয় নির্বাচনের উত্তাপ। এখানে নতুন ভোটাররা প্রার্থীদের সুনজরে রয়েছেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে নতুন ভোটার হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ১৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৯ হাজার ১৬০ জন ও নারী ভোটার ৮৩ হাজার ৯৯৪ জন। সব মিলিয়ে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৫৯ হাজার ৮৯৯ জন।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, (তালা-কলারোয়া) উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-১ আসন। ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে আসনটি গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৮৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ দাশ হাজার ৭০০ নারী ভোটার দুই লাখ ১২ হাজার ১৮৩ জন। এবারের নির্বাচনে তালা উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ১১ হাজার ৩৫৫ জন ও নারী ভোটার বেড়েছে ১০ হাজার ২৯০ জন। কলারোয়া উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ১০ হাজার ৮৭২ জন। ও নারী ভোটার বেড়েছে ১০ হাজার ৩০৮ জন।
সাতক্ষীরা-২ (সদর) আসনটি ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ২৩৪ জন। নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৯৫০ জন। এ আসনটিতে পুরুষ ভোটার বেড়েছে ২১ হাজার ২ জন। নারী ভোটার বেড়েছে ২০ হাজার ৯৬৫ জন।
সাতক্ষীরা-৩ আসন (আশাশুনি, দেবহাট ও কালিগঞ্জ) উপজেলার আংশিক নিয়ে গঠিত। এখানে ২০টি ইউনিয়ন। এ আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৩৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৫ হাজার ৫১৮ জন। নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৮২০ জন।
আশাশুনি উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ১০ হাজার ৫৭৫ জন। নারী ভোটার বেড়েছে ৯ হাজার ৬৭৫ জন। দেবহাটা উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ৫ হাজার ৫৮০ জন ও নারী ভোটার বেড়েছে ৫ হাজার ৭৫৭ জন। কালিগঞ্জ উপজোয় পুরুষ ভোটার বেড়েছে ১৩ হাজার ৪৯৩ জন ও নারী ভোটার বেড়েছে ১২ হাজার ৫৬৮ জন।
সাতক্ষীরা-৪ আসনটি শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার আংশিক ও ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৪৭৯ জন। এর মধ্যে পরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৭৬৭ জন ও নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৭১২ জন।শ্যামনগর উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ১৬ হাজার ২৫৮ জন ও নারী ভোটার বেড়েছে ১৪ হাজার ৪৩১ জন।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির জানান, জেলায় চারটি আসনে এবার মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৫৯ হাজার ৮৯৯ জন। এর মধ্যে নতুন ভোটার হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ১৫৪ জন। সাতক্ষীরার নির্বাচনে নতুন ভোটাররা প্রার্থীদের জয়-পরাজয়ে ফ্যাক্টর হয়ে উঠবেন মনে করছেন এখানকার পর্যবেক্ষকরা।



