Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
বিশেষ সংবাদ Archives - Page 52 of 74 - Daily Dakshinermashal

Category: বিশেষ সংবাদ

  • ওয়ার্কার্স পার্টি-জাসদকে ১০ হাজার মাস্ক দিল চীনা কমিউনিস্ট পার্টি

    ওয়ার্কার্স পার্টি-জাসদকে ১০ হাজার মাস্ক দিল চীনা কমিউনিস্ট পার্টি

    জাতীয়: করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার সহায়তায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) ৫ হাজার করে মোট ১০ হাজার সার্জিক্যাল মাস্ক দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি।

    বৃহস্পতিবার ওয়ার্কার্স পার্টি জানায়, চীনের কমিউনিস্ট পাার্টির আন্তর্জাতিক বিভাগ থেকে পাঠানো এসব মাস্ক ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পার্টির পলিটব্যুরোর সদস্য ও আন্তর্জাতিক বিভাগের সদস্য সচিব এনামুল হক এমরান গ্রহণ করেন।

    ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এসব মাস্ক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, সাতক্ষীরা হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হবে।

    ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ জন্য চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ, চীনা রাষ্ট্রদূত ও দূতাবাসকে ধন্যবাদ জাানিয়েছেন।

    অপরদিকে বৃহস্পতিবার রাজধানীর বাড়িধারায় চীনা দূতাবাসের কর্মকর্তাদের কাছ থেকে মাস্কের প্যাকেট গ্রহণ করেন জাসদের যুগ্ম সাধারণ আব্দুল্লাহিল কাইয়ূম ও দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।

    জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার, চীনের কমিউনিস্ট পার্টি, চীনের সরকার, চীনের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, চীন নিজ দেশের করোনার বিরুদ্ধে যুদ্ধ চালানোর পাশাপাশি করোনার বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশসহ বিশ্বের জনগণ ও দেশগুলোর পাশে দাঁড়িয়ে সমানতালে বৈশ্বিক দায়িত্বও পালন করছে। জাসদ এই মাস্কগুরো করোনার বিরুদ্ধে যুদ্ধে সামনের কাতারের যোদ্ধা ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছে দেবে।

  • মাহে রমজানকে সামনে রেখে সাতক্ষীরায় টিসিবি পন্য ক্রয়ে উপচে পড়া ভিড়, মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব

    মাহে রমজানকে সামনে রেখে সাতক্ষীরায় টিসিবি পন্য ক্রয়ে উপচে পড়া ভিড়, মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব


    স্টাফ রিপোটার ঃ সাতক্ষীরায় টিসিবি পন্য ক্রয়ে মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব। বিশেষ করে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আজ শুক্রবার সকালে শহরের আব্দুর রাজ্জাক পার্কে টিসিবি পন্য ক্রয়ের জন্য সামাজিক দূরত্ব বজায় না রেখে সাধারন মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে টিসিবির পন্য ক্রয়ের জন্য ৩ ফুট দূরত্বে বাঁশের বেঁড়ার মধ্য দিয়ে লাইনে দাড়িয়ে পন্য ক্রয়ের ব্যবস্থা করেছেন। তারপরও এই বাঁশের বেঁড়ার বাইরে করোনার ঝুকি নিয়ে বহু নারী-পুরুষ এক জায়গায় দাড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে টিসিবি পন্য ক্রয়ের জন্য। এর ফলে আইন শৃংখলার বাহিনীর সদস্যরাও তাদের সামাল দিতে হিমশিম খান।

  • প্রত্যন্ত গ্রামে ইন্টারনেটের সমস্যা, বাধ্য হয়ে নিমগাছে চড়ে অনলাইন ক্লাস নিচ্ছেন শিক্ষক!

    ধরুন মেট্রোয় উঠেছেন। যাত্রাপথ মাত্র ১৫ মিনিটের। ভাবলেন সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে রাখতেই সেই সময় কাটিয়ে নেবেন। কিন্তু সে গুড়ে বালি। কারণ, বাধ সাধল ইন্টারনেট। তাতেই বিরক্ত হয়ে যাই আমরা। তবে বিরক্ত হলেই তো আর সমস্যার সমাধান হয়ে যাবে না। বরং খুঁজতে হবে বিরক্তি কাটানোর অন্য রাস্তা। তেমনই লকডাউনের আবহে অনলাইন ক্লাস করাতে গিয়ে ইন্টারনেটের পরিষেবা নিয়ে চরম বিপাকে পড়েন এক শিক্ষক। ঠিকঠাক ইন্টারনেট পরিষেবা পেতে বাধ্য হয়ে নিম গাছের ডালে চড়েই কাজ সারতে হচ্ছে তাঁকে।

    সারাদিন বই-খাতায় মুখ গুঁজে কেটে যেত সময়। সঙ্গে ছিল ছাত্রছাত্রীদের কৌতূহল মেটানো। তারপর আর বিশেষ সময় পেতেন না পেশায় শিক্ষক সুব্রত পতি। কলকাতার দুটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। সে কারণে কলকাতাতেই থাকতেন তিনি। তবে বর্তমানে বাঁকুড়ার ইন্দপুরের আহন্দায় গ্রামের বাড়িতেই দিন কাটছে তাঁর। মোবাইলে কখনও নেটওয়ার্ক পাওয়া যায়। তো কখনও পাওয়া যায় না। সে কারণে স্মার্টফোন আর ইন্টারনেট ঘেঁটে সময় নষ্টের সুযোগ বিশেষ পাচ্ছেন না। ইতিমধ্য জানতে পারেন তাঁকে অনলাইনে ক্লাস নিতে হবে। প্রথম কয়েকদিন অনলাইন ক্লাস নিয়ে তিনি বুঝতে পারেন, ইন্টারনেট তাঁকে সঙ্গ দিচ্ছে না। এই পরিস্থিতিতে কীভাবে ছাত্রদের নিয়ে ক্লাস করাবেন সেই চিন্তায় পাগলপারা সুব্রত পতি। বাড়ির এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে দেখেছেন। কিন্তু বাড়ির যেকোনও জায়গাতেই নেটওয়ার্কের সেই একই অবস্থা। ইন্টারনেট পেতে পেতেই প্রায় শেষ হয়ে যায় ক্লাস নেওয়ার সময়।

    এরপর একদিন বাড়ি থেকে কিছুটা দূরের এক নিমগাছে উঠে পড়েন। দেখেন সেখান থেকে ইন্টারনেট পরিষেবা মিলছে একেবারে ঠিকঠাক। তাই বাধ্য হয়ে ওই নিমগাছে উঠেই ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষক। কাঠ, গাছের ডাল দিয়ে গাছেই বসার জায়গা তৈরি করে নিয়েছেন। যাকে চলতি কথায় বলে মাচা। গ্রামের ছেলে সমস্যার দিনে পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয়রা। মাচা বাঁধতে সাহায্যও করে দেন তাঁরা। যাতে কোনওভাবে নিচে না পড়ে যান তাই গাছের সঙ্গে বেঁধে নিয়েছেন নিজেকে। লাঠির সাহায্যে তাঁর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার।

    সুব্রত বলেন, “আমি কলকাতাতেই থাকতাম। তবে বর্তমানে গ্রামে আছি। কিন্তু কিছুতেই ইন্টারনেট পাচ্ছি না এখানে। তবে আমি চাই না কোনওভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাহত হোক। তাই নিমগাছ থেকে আমি নামবো না। ওখানে বসেই ওদের পড়াব। রোদে কষ্ট হয়। কিন্তু ছাত্রছাত্রীদের জন্য আমি তা সহ্য করে নিতেই পারি।” সুব্রতর পড়ুয়া মহলে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। শিক্ষকের এমন কাণ্ড দেখে অবাক তারা। সুব্রতর দায়বদ্ধতা মুগ্ধ করেছে শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধারকেও। এমন কাণ্ড যে কেউ করতে পারে, তা যেন আশাই করেননি তাঁরা। ইচ্ছা থাকলে উপায় হয়, সেই প্রবাদ বাক্যকেই বাস্তব রূপ দিয়েছেন সুব্রত।

    সুত্র: সংবাদ প্রতিদিন

  • ৫৫ হাজারেরও বেশি যাত্রী ট্রেনে উহান ত্যাগ করবেন

    ৫৫ হাজারেরও বেশি যাত্রী ট্রেনে উহান ত্যাগ করবেন

    এপ্রিল ৮: গতকাল (মঙ্গলবার) দিবাগত মধ্যরাতে উহান থেকে বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে উছাং রেলস্টেশন, উহান স্টেশন, ও হানখৌ স্টেশনগুলো যাত্রীদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়। যাত্রীরা স্বাস্থ্য পরীক্ষার গ্রীনকোড দেখানো এবং শরীরের তাপমাত্রা পরিমাপ সাপেক্ষে ট্রেনে চড়ে দেশের অন্যান্য স্থানে যেতে সক্ষম হন।

    চীনের রেলপথ কোম্পানির উহান শাখা অফিসের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, লকডাউন তুলে নেওয়ার পর ২৭৬টি ট্রেন উহান থেকে চীনের শাংহাই, শেনচেন, ছেংতু ও ফুচৌসহ বিভিন্ন এলাকার উদ্দেশ্য যাত্রা করে। টিকিট বিক্রির পরিমাণ থেকে জানা গেছে, ৮ এপ্রিল প্রায় ৫৫ হাজার যাত্রী উহান থেকে ট্রেনে করে বিভিন্ন এলাকায় যাবেন। এদের মধ্যে ৪০ শতাংশ পার্ল নদীর বদ্বীপ এলাকার শহরে যাবেন। (সুবর্ণা/আলিম/মুক্তা)

  • জেলায় মোট ১৭০ জনের নমুনা সংগ্রহ | ২১ টি রিপোর্টই নেগেটিভ এসেছে : বাকীদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি

    সাতক্ষীরায় বিদেশ ফেরত আরো ৯ জনসহ মোট ৩ হাজার ৫১২ জন হোম কোয়ারেন্টাইনে, ছাড়পত্র দেয়া হয়েছে আরো ২ হাজার ৫৭৩ জনকে,
    জেলার মোট ১৭০ জনের নমুনা সংগ্রহ

    স্টাফ রিপোটার ঃ সাতক্ষীরায় বিদেশ ফেরত আরো নতুন ৯ জনসহ মোট ৩ হাজার ৫১২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড় পত্র দেয়া হয়েছে আরো ২ হাজার ৫৭৩ জনকে। এছাড়া মেডিকেল কলেজ হাসাপাতালের আসোলেশনে রয়েছে ৩ জন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে আরো ১৮ জন।
    এদিকে, সাতক্ষীরা জেলা থেকে মোট ১৭০ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। ২১ টি রিপোর্টই নেগেটিভ এসেছে। বাকীদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

  • সাতক্ষীরা পৌর এলাকায় কর্মহীন ও অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে টাটকা সবজি বিতরণ

    সাতক্ষীরা পৌর এলাকায় কর্মহীন ও অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে টাটকা সবজি বিতরণ


    নিজস্ব প্রতিনিধি ঃ করোনা ভাইরাস সংক্রমণ এর কারণে কর্মহীন গৃহবন্দী ও অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে টাটকা সবজি বিতরণ করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল থেকে সাতক্ষীরা পৌর এলাকায় যুব একাডেমি সাতক্ষীরা’র চেয়ারম্যান মো. খলিলুল্লাহ ঝড়–’র পক্ষ থেকে ও বর্ণমালা একাডেমি সাতক্ষীরা’র সহযোগিতায় সাতক্ষীরা পৌরসভার ০৯টি ওয়ার্ডে শত শত পরিবারের মাঝে এ টাটকা সবজি বিতরণ করা হয়। পৌরসভার বিভিন্ন এলাকায় সবজি ভর্তি ট্রাক নিয়ে করোনা ভাইরাস সংক্রমণ এর কারণে কর্মহীন গৃহবন্দী অসহায় খেটে খাওয়া পরিবারের মাঝে ২টি করে লাউ ও কেজি করে উচ্চে বিতরণ করেন বর্ণমালা একাডেমির পরিচালক কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্মা। এছাড়াও যুব একাডেমি সাতক্ষীরা’র চেয়ারম্যান মো. খলিলুল্লাহ ঝড়–’র পক্ষ থেকে বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ এর কারণে কর্মহীন গৃহবন্দী অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে টাটকা সবজি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুব একাডেমি সাতক্ষীরা’র চেয়ারম্যান মো. খলিলুল্লাহ ঝড়–।

  • জেলা আওয়ামীলীগের ত্রাণ তহবিলে চাল প্রদান করলেন দুবাই প্রবাসি মোঃ মাহমুদুল আলম বিবিসি

    নিজস্ব প্রতিনিধি : করোনো ভাইরাস সংকটের এ সময়ে করোনা ভাইরাস মোকাবেলায় সতর্ক থাকতে যারা নিজ বাড়িতে অবস্থান করছেন সাতক্ষীরা সদরের এমন নিন্ম ও সল্প আয়ের কর্মহীন ঘর বন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের চলমান কর্মসুচির আওতায় জেলা আওয়ামীলীগের ত্রান তহবিলে ১ হাজার কেজি চাল প্রদান করলেন দুবাই প্রবাসি মোঃ মাহমুদুল আলম বিবিসি।
    শনিবার ১১ই এপ্রিল বিকালে সাতক্ষীরা শহরের সুলতানপুর জেলা আওয়ামীলীগের খাদ্য গোডাউনে জেলা আওয়মীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ ও নজরুল ইসলামের নিকট এ চাল প্রদান করেন দুবাই প্রবাসি মোঃ মাহমুদুল আলম বিবিসির পক্ষে মীর সুমন আলী।
    এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, যুবলীগ নেতা অহিদুজ্জামান পারভেজসহ জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    দুবাই প্রবাসি মোঃ মাহমুদুল আলম বিবিস এ ভাবে মানুষের পাশে দাড়েতে তার ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরনের কার্যক্রম অব্যহত রাখবেন বলে জানান।

  • পলাশপোলে আমরা প্রাক্তন রোভারের খাদ্যসামগ্রী বিতরণ

    পলাশপোলে আমরা প্রাক্তন রোভারের খাদ্যসামগ্রী বিতরণ

    প্রেস বিজ্ঞপ্তি: ‘আমরা প্রাক্তন রোভার’ সাতক্ষীরার উদ্যোগে শহরের কয়েকটি স্থানেকর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে স্টেডিয়ামের পিছনে পলাশপোল চাল, আটা, ডাল, আলু, সাবানের প্যাকেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা রোভার স্কাউটের সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক ও রোভার নেতা আ. ন. ম গাউছার রেজা, প্রাক্তন খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি নাজমুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মেহেদীআলী সুজয়, প্রাক্তন সিনিয়র রোভার মেট আলফাজ হোসাইন, হাবিবুর রহমান হাবিব, রাশেদুজ্জামান রানা, সালাউদ্দীন রানা, আব্দুল্লাহ আল মামুন, আরিফুল ইসলাম, মুক্তাদির হোসেন বকুল, ফাহাদ হোসেন, আব্দুল কাদের প্রমূখ। পরে শহরের সুলতানপুর, উত্তর কাটিয়া ও বাকালের কয়েকটি পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয়। উদ্যোক্তারা জানান, করোনা ভাইরাসের কারণে নি¤œ আয়ের মানুষের জন্য আমাদের এই স্বল্প আয়োজন। করোয়ায় গৃহে অবস্থানকালীন সময়ে জেলার বিভিন্ন স্থানে জেলার প্রাক্তন রোভার স্কাউটদের এই খাদ্য সামগ্রী সহায়তা কার্যক্রম চলবে।

  • সাংবাদিক রুহুল কুদ্দুস এর শশুরের মৃত্যু





    নিউএইজ ও দৈনিক সময়ের খবর এর সাতক্ষীরা প্রতিনিধি রুহুল কুদ্দুস এর শশুর
    মুন্সী এমদাদুল হক সানা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাহী
    রাজেউন)। শারীরিক অসুস্থ্যতার কারনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায়
    সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কাটাখালী গ্রামের নিজ বাড়িতে
    তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী,
    ২ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্যা আতœীয়স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। শুক্রবার
    সকাল ৯টায় কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে
    পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

  • সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি যুবক করোনো ভাইরাসে আক্রান্ত নন

    নিজস্ব প্রতিনিধি ঃ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়া যুবকের শরীরে করোনো ভাইরাসের কোন অস্তি¡ত্ব মেলেননি। তাকে আইসোলেশন থেকে জেনারেল ওয়ার্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার আইইডিসিআর থেকে পাওয়া রিপোর্টে করোনো ভাইরাসের অস্তি¡ত্ব না মেলায় তাকে জেনারেল ওয়ার্ডে ট্রান্সফার করা হয়।
    সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পেশায় এনজিও কর্মী ওই যুবক আগের চেয়ে সুস্থ আছেন। গত সোমবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসলে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। যার রিপোর্টে করোনো ভাইরাস নেগেটিভ এসেছে।

    প্রসঙ্গত ঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষিনাথপুর গ্রামের এনজিও কর্মী আমিরুল গাজী বেসরকারি সংস্থা সুশীলনে কর্মরত আছেন। তার আগে থেকেই শ্বাসকষ্ট ও ডায়াবেটিস ছিল।

  • বৈশ্বিক মহামারী ও সীমান্ত বন্ধ বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি বয়স্ক যুগলের প্রেমের সামনে

    বৈশ্বিক মহামারী ও সীমান্ত বন্ধ বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি বয়স্ক যুগলের প্রেমের সামনে

    মশিউর অর্ণব: ডেনমার্কের গেলেহাস শহরের অধিবাসী ৮৫ বছর বয়সী ইনগা রাসমুসেন এবং জার্মানির সাডারলাগাম শহরে থাকেন ৮৯ বছর বয়সী কার্স্টেন টুচসেন। বিবিসি, ডয়েচে ভেলে।

    বুধবার পর্যন্ত জার্মানিতে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৭২ হাজারের বেশি। অপরদিকে, ডেনমার্কে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজারের কাছাকাছি। ওয়ার্ল্ডোমিটার

    করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর, দুই সপ্তাহ আগে নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছিল জার্মানি ও ডেনমার্ক।

    চলমান লকডাউনের মধ্যেও বয়স্ক প্রেমিক যুগল ইনগা ও টুচসেন প্রতিদিনই জার্মানি ও ডেনমার্কের সীমান্তবর্তী শহর আভেনটফটে এসে দেখা করছেন।

    দেখা করতে আসার সময় তারা একে অপরের জন্য নিজেদের ঘরে তৈরি লেমনেড ও অন্যান্য সুস্বাদু খাবার নিয়ে আসেন।

    সোশ্যাল ডিসটেন্সিং এর নির্দেশনা মেনে পরস্পরের মধ্যে দুই মিটারের নিরাপদ দূরত্ব বজায় রেখেই তারা আড্ডা দিচ্ছেন ও পানাহার করছেন।

    লকডাউনের মধ্যেও সীমান্তের দুই দিকের দুই দেশ থেকে প্রতিদিনই এভাবে দেখা করতে আসায়, বর্তমানে স্থানীয় তারকায় পরিণত হয়েছেন বয়স্ক এই যুগল।

    সুত্র : আমাদের সময়.কম

  • নিজ উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ছিটাছেন এলাকার যুবকেরা।

    নিজ উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ছিটাছেন এলাকার যুবকেরা।


    সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ছিটাছেন এলাকার যুবকেরা।
    শুক্রবার সকালে ৬ং ওয়ার্ডের কুখরালী আমতলা, দক্ষিনপাড়া, পশ্চিমপাড়া, টাবরাডাঙ্গী সহ বেশ কয়েকটি এলাকায় মসজিদ গুলোতে জীবাণুনাশক ব্লিচিং পাউডার ছিটিয়েছে।
    এ সময় গ্রামের সকল রাস্তাঘাট জীবাণুনাশক ও পরিষ্কার করতে তাদের নিজেদের উদ্যোগে এ কাজ করেন। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যারা বাসা থেকে বার হচ্ছে তাদের হাত ও শরীরে দেওয়া হচ্ছে জীবাণুনাশক স্প্রে। এবং বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না আশার জন্য সবাইকে সর্তক করা হচ্ছে।
    তারা জানান আমরা মানুষে জন্য কিছু করার সুযোগ পেয়েছি এজন্য নিজ জায়গা থেকে চিন্তা করে এ কাজ করে যাচ্ছি। আমরা এলাকার প্রতিটি বাড়িতে, রাস্তাঘাটে, ও মসজিদে জীবাণুনাশক ব্লিচিং পাউডার পানিতে মিশিয়ে
    সকাল থেকে ছিটিয়েছি ।
    আমাদের এলাকার মানুষ এই মরনব্যাধি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে পারে সে জন্য আমরা কাজ করে যাচ্ছি।
    আমাদের গ্রামের চার থেকে পাঁচটি মসজিদে জীবাণুনাশক পানি দিয়ে ধৌত করেছি। এসময় উপস্থিত থেকে কাজ করেন এলাকার যুবক রবিউল,সবুজ, জাহিদ, জাহাঙ্গীর, তরিকুল, জাহিদ, প্রমুখ ।
    ইতিমধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে মানুষকে সর্তক করা হচ্ছে এবং এবং নিত্যপণ্যের দাম বেশি রাখার জন্য বিভিন্ন দোকানে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে । এবং জেলা পুলিশের পক্ষে থেকে সাতক্ষীরা শহরে জীবাণুনাশক স্প্রে ছিটানোর হচ্ছে।

  • বিশ্বের ২০০ দেশে পৌঁছে গেল করোনাভাইরাস

    বিশ্বের ২০০ দেশে পৌঁছে গেল করোনাভাইরাস

    ভয়াবহ করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো পৃথিবী। এর মধ্যে ভাইরাসটি ২০০ দেশে ছড়িয়ে পড়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে।

    গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান  থেকে ছড়িয়ে পড়ে কভিড-১৯। এর মধ্যে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩১ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে সাড়ে ২৪ হাজার জনের। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এক লাখ ২২ হাজার মানুষ।

    সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে মৃতের সংখ্যা ৮ হাজার ২১১। এরপর স্পেনে মারা গেছে ৪ হাজার ৩৬৫ জন। চীনে মারা গেছে ৩ হাজার ২৯১ জন।

    গত আড়াই মাসের বেশি সময় ধরে মৃত ও আক্রান্তের সংখ্যায় এগিয়ে ছিল চীন। দেশটিতে সংক্রমণ থেমে যাওয়ায় ভাইরাসটির নতুন কেন্দ্র হয়ে দাঁড়ায় ইউরোপ। ফলে গত কয়েক দিনে আক্রান্ত ও মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে ইতালি ও স্পেন।

    এদিকে আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৮৫ হাজার ৬৫৩ জন মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপর ইতালিতে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৭৮২ জন। স্পেনে ৫৭ হাজার ৭৮৬ জন মানুষকে আক্রান্ত করেছে কভিড-১৯।

    এ ছাড়া ইরানে মারা গেছে ২ হাজার ২৩৪ জন। ফ্রান্সে মৃতের সংখ্যা এক হাজার ৬৯৮। যুক্তরাষ্ট্রে মারা গেছে এক হাজার ২৯৬ জন মানুষ। 

    করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন হয়ে গেছে অনেক দেশ। স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্বের অর্থনীতি-ব্যবসা-বাণিজ্য।

    শতাধিক দেশে বন্ধ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান। এ ছাড়া ধর্মীয় প্রার্থনাস্থলগুলোও বন্ধ করে দেয়া হয়েছে জনসমাগম রোধে। অধিকাংশ দেশ বাতিল করে দিয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান যোগাযোগ।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, মৃতের সংখ্যা বাড়তে থাকলেও ইউরোপে আক্রান্তের কমে এসেছে। তবে আমেরিকায় সে সংখ্যা বাড়ছে। তাই অঞ্চলটি করোনার নতুন উপকেন্দ্র হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

    এদিকে করোনাভাইরাসকে গোটা মানবজাতির জন্য হুমকি হিসেবে দেখছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গোটা মানবজাতিকেই এর মোকাবিলা করতে হবে বলে তিনি জানান। 

    কভিড-১৯ ভাইরাসের এখনও কোনো প্রতিষেধক আনতে পারেননি বিজ্ঞানীরা। বিশ্বের উন্নত দেশগুলো বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে ভাইরাসটির প্রতিষেধক আবিষ্কারের গবেষণায়। বিজ্ঞানীরাও রাতদিন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে চীন, যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। 

    সূত্র- দেশ রূপান্তর / দেশবিদেশ
    এম এন  / ২৭ মার্চ

  • ৩০ লিটার মদ পান করে বেঁহুশ দুই গজরাজ

    মদের গুদামে হানা দিল ১৪টি হাতি! ৩০ লিটার মদ পান করে বেঁহুশ দুই গজরাজ

    মদের গুদামে হানা দিয়েছিল ১৪টি হাতি। কিন্তু তাদের মধ্যে দুটি বাড়াবাড়ি করে ফেলেছিল। বাকি বারোটি হাতি যখন মদের গুদাম তছনছ করতে ব্যস্ত তখন দুই গজরাজ নিশ্চিন্তে মদ্যপান করে। ঢক ঢক করে সাবার করে দেয় ৩০ লিটার মদ। ব্যস, এর পরই শুরু হয় তাণ্ডব। দুই গজরাজ টালমাটাল অবস্থায় জঙ্গলের পথে পাড়ি দেয়। কিন্তু ততক্ষণে মদ্যপ অবস্থায় তাদের বেসামাল অবস্থা। রাস্তার ধারে একটি চা বাগানে ঢুকে পড়ে হাতিদের পাল। শুরু হয় তাণ্ডব। দুই গজরাজ এর পর একে অপরের সহায়ক হয়ে ওঠে। কিন্তু তাতেও রক্ষে হল না। দুজনেই চা বাগানে ঘুমিয়ে পড়ে। আর সেই ছবি ওঠে সিসিটিভি ফুটেজে।

    দক্ষিণ পশ্চিম চিনের ইউনান প্রদেশের এক গ্রামের ঘটনা। ১৪টি হাতি খাবারের খোঁজে আচমকা হানা দিয়েছিল মদ প্রস্তুতকারক একটি বাড়িতে। সেখানে গম থেকে উত্পন্ন করা হচ্ছিল মদ। হাতিরা খাবার না পেয়ে গুদাম তছনছ করে দিয়ে যায়। কিন্তু ওই দুই গজরাজ ৩০ লিটার মদ পান করে ফেলে। দুই গজরাজের চা বাগানে শুয়ে থাকার ছবি তোলেন বিংবিং নামের এক ট্র্যাভেল ফটোগ্রাফার। দুই হাতির মাটিতে শুয়ে ঘুমের ফটো ভাইরাল হয়েছে। ৪০ হাজারের বেশি মানুষ সেই ছবিতে লাইক করেছেন এখনও পর্যন্ত।

  • ভারত সরকার লক ডাউন ঘোষনা করায় আগামীকাল থেকে আবারও কার্যক্রম বন্ধ

    ভারত সরকার লক ডাউন ঘোষনা করায় আগামীকাল থেকে আবারও কার্যক্রম বন্ধ


    নিজস্ব প্রতিনিধি ঃ করোনা ভাইরাস প্রতিরোধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনতার কারফিউ শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আজ রবিবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সকল পৌর এলাকায় ও কেন্দ্রীয় সরকার কোলকাতা, দিল্লী, মুম্বাইসহ ৮০ টি শহরে লক ডাউন ঘোষনা করায় আগামীকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্দরের সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে।
    ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোশিয়েশনের অর্থ সম্পাদক এ.এস.এম মাকসুদ খান জানান, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সকল পৌর এলাকায় আজ সোমবার সকাল থেকে ২৭ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষনা করেছেন। একই সাথে কেন্দ্রীয় সরকারও কোলকাতা, দিল্লী, মুম্বাইসহ ৮০ টি শহরে আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত লক ডাউন ঘোষনা করায় পশ্চিবঙ্গ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পন্যবাহি গাড়ী চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে আজ থেকে আগামী ৩১ মার্চ ভারত-বাংলাদেশ সকল আমদানী-রপ্তানী কার্যক্রম কার্যতঃ বন্ধ থাকার কথা থাকলেও সে দেশের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন এলাকায় কাঁচামাল পন্যবাহি অনেক ট্রাক আটকে থাকায় আমদানিকারকদের বিশেষ অনুরোধে আজ আমদানী-রপ্তানী কার্যক্রম চলছে। তবে, আগামীকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে।
    ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ওসি বিশ^জিত সরকার জানান, আমাদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও আগে যারা দুই-দেশে প্রবেশ করেছেন এমন পাসপোর্ট যাত্রীরা তাদের স্ব-স্ব দেশে ফিরতে পারবেন