সীমান্ত , কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্সের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার বোয়ালিয়ায় দারুস সালাম মসজিদ কমপ্লেক্সের নির্ধারিত জমিতে ঐ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। বোয়ালিয়া ইউনাইটেড কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল ।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মোজাফফর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ সিরাজুল হক, লাঙলঝাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা দেলদার রহমান, হাফেজ ইউনুস আলী, বিশিষ্ট সমাজ সেবক, আলফাজ আলী, কবিরুজ্জামান,শফিকুল ইসলাম গাজী, ওয়াজেদ আলী সানা, ইজদান আলী গাইন, ফারুক হোসেন গাজী, মোঃ হাসানুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সেকেন্দার আহমেদ মধু ।
Category: বিশেষ সংবাদ
-
কলারোয়ার বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন
-

নারী নির্যাতন প্রতিরোধকল্পে জেলার বিভিন্ন স্থানে পুলিশের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মশাল ডেস্ক: ‘এই হোক অঙ্গিকার, নারী নির্যাতন নয় আর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে পুলিশের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধকল্পে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) দিনভর এই কর্মসূচী পালন করা হয়। আমাদের বিভিন্ন প্রতিনিধিদেরে পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে দৈনিক সাতনদীর পাঠকদের জন্য সে সব খবর তুলে ধরা হলো।
সাতক্ষীরা জেলা পুলিশ: সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধকল্পে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর থানা হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশে মিলিত গিয়ে হয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদরসার্কেল) মীর্জা সালাহ্ উদ্দিন আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জ্যোৎ¯œা আরা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী আকলিমা ইসলাম লিমা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ডিবি’র অফিসার ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরী, সদর থানার তদন্ত ওসি বোরহান উদ্দিন, ওসি অপারেশন বিপ্লব কান্তি, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সুলেখা দাস, রোখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, দপ্তর তহমিনা ইসলামসহ জেলা পুলিশের সদস্য ও জেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাব ইন্সপেক্টর হাজ্জাজ মাহমুদ।
শ্যামনগর থানা পুলিশ: ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগর থানা পুলিশের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধকল্পে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৪টায় মুন্সীগঞ্জ হরিনগর বাজারে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মিলিত হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তোফায়েল আহম্মেদ, পুলিশ সুপার খুলনা রেঞ্জ খুলনা ডিআইজি অফিস খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইয়াছিন আলম, তদন্ত কর্মরতা শহিদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, মুন্সীগঞ্জ ইউপি সদস্য সেলিনা সাঈদ, মুন্সীগঞ্জ নৌ ফাঁড়ীর ইনচাজ মিন্টু, এএস আই মাজাহার, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাগর কুমার মন্ডল, মুক্তিযাদ্ধা এয়াজেদ আলী, আওয়ামিলীগের যুম্ম সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, উৎপাল জোয়ারদার, রবিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মুন্সীগঞ্জ বিট অফিসার এস আই মোস্তাফিজুর রহমান।
দেবহাটায় পুলিশ: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের বিট পুলিশিং এর আয়োজনে ধর্ষন ও নারী নির্যাতন বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর (শনিবার) সকাল ১০ টায় আসকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নওয়াপাড়া বিট পুলিশিং এর আয়োজনে নারী নির্যাতন বিরোধী র্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। দেবহাটা থানার সেকেন্ড অফিসার ও বিট কর্মকর্তা এসআই নয়ন চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সিনিয়র সহকারী সিনিয়র পুলিশ সুপার দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ¦ল কুমার মৈত্র এবং আসকারপুরের সমাজসেবক আকদাস হোসেন মন্টু।
এসময় অন্যান্যের মধ্যে দেবহাটা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও নওয়াপাড়া পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বকুল, ইউপি সদস্য আবুল কাশেম, ইউপি সদস্য আকবর আলী, ইউপি সদস্য আসমাতুল্লাহ্ সরদার, ইউপি সদস্য মিজানুর রহমান ও ইউপি সদস্যা কল্পনা রাণীসহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজ থেকে সকল প্রকারের অন্যায় অপরাধ দূর করতে পুলিশের পাশাপাশি সাধারন মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
আশাশুনি থানা পুলিশ: ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনি থানা পুলিশের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধকল্পে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালেআশাশুনি থানা সড়কে উক্ত সমাবেশ অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ মোহাম্ম্দ গোলাম কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উেপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
এসআই হাসানুজ্জামানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সদও ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, আওয়ামী লীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম, রাজ্যেশ^র দাশ, আব্দুস সামাদ বাচ্চু, মহিলা আওয়ামী লীগ নেত্রী সেলিনা আক্তার, শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, প্রেস ক্লাব সেক্রেটারী সমীর রায়, স্বেচ্চাসেবকলীগ সভাপতি এসএম সাহেব আলী, পূজা উদযাপন পরিষদ নেতা রনজিৎ কুমার বৈদ্য প্রমুখ।
আশাশুনির কুল্যা পুলিশিং কমিটি ও কুল্যা ইউনিয়ন পরিষদ: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে বাংলাদেশ পুলিশের উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশং র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুলিশিং কমিটি ও কুল্যা ইউনিয়ন পরিষদ পৃথক পৃথক ভাবে এ কর্মসূচির আয়োজন করে।
আশাশুনি থানা পুলিশের সহযোগিতায় কুল্যা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবির, ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর নেতৃত্বে র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন ওসি মোঃ গোলাম কবির ও ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী।
এরআগে গুনাকরকাটি বাজারে বিট পুলিশং কার্যালয়ের সামনে থেকে ওসি গোলাম কবির ও ৩ নং কুল্যা ইউনিয়ন বিট পুলিশিং এর সভাপতি সার্জেন্ট (অবঃ) রবিউল ইসলাম বাদশার নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওমর ছাকি পলাশের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ওসি মোঃ গোলাম কবির। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসআই নূরনবী, এএসআই কায়ছার, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি তরিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না, সহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল কুদ্দুছ।
কলারোয়ার কেঁড়াগাছী ৫নং বিট অফিস:নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে” এই স্লোগানকে সামনে রেখে কলারোয়া থানার ৫ নং কেঁড়াগাছী ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ৫ নং কেঁড়াগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আফজাল হোসেন (হাবিল)। উপস্থিত ছিলেন ৫ নং বিট অফিসার এস.আই সুবীর, এ.এস.আই আসলাম, এ.এস.আই আলাউদ্দীনসহ বোয়লিয়া ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুর রহমান, ইউনিয়ন পরিষদ সদস্য- মেম্বর মফিজুল ইসলাম রানা, মুজিবর রহমান, বিল্লাল হোসেন, শামছুর রহমান, মহিলা মেম্বার রুবিনা সালাম ও সেলিনা পারভীন, সীমান্তপ্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ খায়রুল আলম,সহ সাধারন সম্পাদক আক্তারুজ্জামান আক্তার সহ আরও অনেকে।
দেবহাটার পারুলিয়ায় বিট পুলিশি:পারুলিয়া ইউনিয়ন পরিষদে পারুলিয়া বিট পুলিশিং কার্যালয়ে নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, ধর্ষণ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শনিবার (১৭ ই অক্টোবর) সকাল ১১ টায় দেবহাটা থানা পুলিশের এস,আই হানিফের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ।
এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সদস্য আরশাফুন্নেছা, পুলিশ সদস্য জলি, ইউপি সদস্য মোঃ ইয়ামিন মোড়ল, গ্রাম পুলিশ মনিরুল, অনিক এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মহিলা বৃন্দ ।
দেবহাটার নওয়াপাড়া বিট পুলিশি : দেবহাটার নওয়াপাড়া বিট পুলিশিং এর আয়োজনে নারী নির্যাতন বিরোধী র্র্যালী ও আলোচনা সভ অনুষ্ঠিত হয়।১৭ অক্টোবর ( শনিবার) সকাল ১০টায় আস্কারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে দেবহাটা থানা সেকেন্ড অফিসার এস আই নয়ন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন খুলনা রেঞ্জ ডি আই জি অফিসের মাননীয় পুলিশ সুপার জনাব তোফায়েল আহম্মেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী সিনিয়র পুলিশ সুপার দেবহাটা সার্কেল ইয়াছিন আলী,দেবহাটা উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা থানার তদন্ত অফিসার উজ্জল কুমার মৈত্র, দেবহাটা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও নওয়াপাড়া পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বকুল, ইউ পি সদস্য আবুল কাশেম, ইউ পি সদস্য আকবার আলী, ইউ পি সদস্য আসমাতুল্লাহ্ সরদার,ইউ পি সদস্য মিজানুর রহমান ইউ পি সদস্যা কল্পনা রাণী প্রমুখ। -
হরিনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন
ভ্রাম্যমাণ প্রতিনিধি:শ্যামনগরের মুন্সীগঞ্জ হরিনগর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়। শনিবার সকাল ১১টায় ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার ম্যানেজার মিসবা উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম মোস্তফা, মুন্সিগঞ্জনৌ-পুলিশ ফাঁড়ির অফিসার্স ইনচার্জ মিন্টু হোসেন, ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার ম্যানেজার অপারেশন মিজানুর রহমান, ইসলামীব্যাংকের হরিনগর এজেন্ট ব্যাংকিক শাখার এমডি আবুল কাশেম, অফিসার ইনচার্জ ম্যানেজার মেহেদী হাসান, মুন্সিগঞ্জ ইউপি সদস্য ফজলুল হক, উৎপল জোয়াদ্দার, শেখ গোলাম মোস্তফা, মহিলা ইউপি সদস্যসেলিনা সাঈদ, নুরজাহান বেগম, সহ এজেন্ট ব্যাংকিং এর সকল কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার অফিসার আমিনুর রহমান। -

দেবহাটায় ধর্ষন ও মাদক বিরোধী মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় একতা ফাউন্ডেশনের আয়োজনে ধর্ষন ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে চলমান ধর্ষন, ও মাদকের বিরুদ্ধে ১৭ তারিখ (শনিবার) সকাল ১০ টায় সখিপুর মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দেবহাটা একতা ফাউন্ডেশনের সভাপতি শরিফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাজু ইসলাম রাজ এর পরিচালনায় উপস্থিত হিলেন দেবহাটা একতা ফাউন্ডেশন এর দেবহাটা ব্লাড ব্যাংক এর মডারেটর আব্দুল্লাহ আল মামুন ও সদস্য ফিরোজ হোসেন তুহিন ও রাসেল স্বাধীন ব্লাড ব্যাংক জয়েন্ট এডমিন জি এম তারেক ও স্বাধীন ব্লাড ব্যাংক এর সদস্য, সাতক্ষীরা ব্লাড ব্যাংক এর সসদ্যরাসহ দেবহাটা সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। এসময় মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে ধর্ষন এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং দেশে ধর্ষকদের কোন ঠাই নেই, যারা ধর্ষন করবে তারা যে দলেরই হোক না কেনো তাদেরকে আইনের আওতায় আনার আহবান জানান। -

কলারোয়ায় নৃশংস হত্যাকান্ডে প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
মশাল সংবাদদাতা : কলারোয়ায় স্বামী-স্ত্রী, সন্তানসহ ৪ জনকে নৃশংসভাবে হত্যাকান্ডের ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে এলাকাবাসির উদ্যোগে যশোর-সাতক্ষীরা মহাসড়কে ওই মানববন্ধন করা হয়। উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ হাতে লেখা পোস্টার-প্লাকাডনিয়ে নৃশংস এই হত্যাকান্ডের ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার পূর্বক ফাঁসির দাবি জানান।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছাত্তারসহ নিহত পরিবারের স্বজন ও এলাকাবাসী।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোর রাতে কলারোয়ার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে মৎস্য ব্যবসায়ী শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহী ও মেয়ে তাসনিম সুলতানাকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। ঐদিন রাতে নিহতের শ্বাশুড়ি বাদি হয়ে কোন আসামির না উল্লেখ না করে কলারোয় থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরদিন অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করে পুলিশ। শুক্রবার নিহত শাহিনুরের ভাই রায়হানুরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি। বর্বরোচিত এ হত্যাকান্ডের সময় ঘাতকেরা নিহত ওই দম্পতির ৫ মাসের নিষ্পাপ শিশু কন্যা মারিয়াকে জীবিত অবস্থায় মা-বাবা, ভাই-বোনের মরদেহের পাশে রেখে যায়। -

কন্যা হত্যার বিচারের দাবিতেশ্যামনগরে সংবাদ সম্মেলন
বিশেষ সংবাদদাতা : সাতক্ষীরা’র শ্যামনগরে কন্যা হত্যার বিচারের দাবিতে পিতা মোঃ রফিকুল ইসলাম শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মোঃ মফিজ উদ্দীন গাজীর পুত্র মোঃ রফিকুল ইসলাম গতকাল শনিবার সকাল ১১ টায় শ্যামনগর প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার কন্যা মরিয়ম (১৯) কে ইসলামী শরীয়হ মোতাবেক ৭ মাস পূর্বে ঈশ্বরীপুর গ্রামের আবু বক্কর গাইনের পুত্র মোঃ নাইমুর হোসেন সোহাগের সাথে বিয়ে দেই। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে কন্যা মরিয়মকে নির্যাতন করতো। নির্যাতনের এক পর্যায়ে গত মঙ্গলবার দিনগত গভীর রাতে আমার কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে মোবাইল ফোনে সোহাগ আমাকে বলে মরিয়ম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পরদিন ভোরে আমি সোহাগের বাড়িতে যেয়ে দেখি ঘরের মেঝেতে আমার কন্যার লাশ পড়ে আছে। এঘটনায় আমি শ্যামনগর থানায় এজাহার দাখিল করি। থানা পুলিশ ঘটনা পরিদর্শন করেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং-৩১। আপনাদের লেখনের মাধ্যমে আমার কন্যা হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। -
এ্যাম্বুলেন্স নিয়ে ঘুরতে যান টিএইচএ
মণিরামপুরে আহত সুফিয়ার অবহেলায় হাসপাতালে মৃত্যু
ঢাকুরিয়া, মনিরামপুর সংবাদ দাতা : মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় আহত সুফিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা সুচিকিৎসা না পেয়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মণিরামপুর হাসপাতালে।
অভিযোগ করা হয়েছে, হাসপাতালের টিএইচএ শুভ্রা রানী দেবনাথ অ্যাম্বুলেন্স চালককে নিয়ে ঘুরতে বের হওয়ায় মুমুর্ষু অবস্থায় সুফিয়া বেগমকে যশোর সদর হাসপাতালে রেফার করতে পারেননি জরুরি বিভাগের চিকিৎসক। ফলে হাসপাতালের বারান্দায় মৃত্যু হয়েছে বৃদ্ধার।
সুফিয়া বেগম উপজেলার চান্দুয়া গ্রামের আব্দুর রশিদ মোড়লের স্ত্রী। সকালে তিনি মোহনপুর এলাকায় মেয়ের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তা পার হতে গিয়ে বেলা সাড়ে দশটার দিকে তিনি ইজিবাইকের ধাক্কায় পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। সাথে স্বজনরা কেউ না থাকায় পৌনে ১১ টার দিকে দু’জন পথচারী তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নিয়ে যান।
মৃত সুফিয়া বেগমের মেয়ে আনোয়ারা খাতুন জানান, এ্যাম্বুলেন্স না পেয়ে মাইক্রো ভাড়া করে যশোর যাওয়ার পথে মণিরামপুর বাজারের মধ্যে আমার মায়ের মৃত্য হয়।
স্থানীয় কামালপুর ওয়ার্ডের পৌর কাউন্সিলর বাবুল আক্তার বলেন, ওই বৃদ্ধার মাথা দিয়ে রক্ত ক্ষরণ হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর থেকে তিনি অজ্ঞান ছিলেন। বৃদ্ধার সাথে কেউ ছিল না। দ্রুত তাকে যশোর সদর হাসপাতালে পাঠাতে হতো। কিন্তু হাসপাতালের অ্যাম্বুলেন্স চালককে নিয়ে টিএইচএ কোথায় যেন ঘুরতে গেছে। সেজন্য অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। দেড়-দুই ঘন্টা ধরে বৃদ্ধা মুমুর্ষু অবস্থায় হাসপাতালের বারান্দায় পড়ে ছিল। ডাক্তাররাও ভাল চিকিৎসা দিইনি।
মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমন নাগ বলেন,‘বৃদ্ধার অবস্থা খুব খারাপ ছিল। মাথায় গুরুত্বর আঘাত পাওয়ায় বারবার বমি হচ্ছিল। পরে মাথা দিয়ে কিছুটা রক্ত ক্ষরণ হয়। তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে রেফার করার দরকার ছিল। অ্যাম্বুলেন্সের চালক বা বৃদ্ধার স্বজনরা কেউ না থাকায় তাকে রেফার করা সম্ভব হয়নি।’
মণিরামপুর হাসপাতালের টিএইচএ শুভ্রা রানী দেবনাথ বলেন,‘অ্যাম্বুলেন্সের চালককে নিয়ে ফিল্ডে গিয়েছিলাম। তাই হাসপাতালে একটু সমস্যা হয়েছে। আমি খবর পেয়ে দ্রুত ফিরে এসেছি। তারমধ্যে রোগীর স্বজনরা প্রাইভেট কার ভাড়া করে তাকে যশোরে নিয়ে যাচ্ছিলেন। পরে পথে রোগীর মৃত্যু হয়েছে।’ -

কলারোয়ায়৪১টি মন্ডপে হবে দুর্গাপূজা, প্রতিমায় চলছে রঙ তুলির কাজ
মশাল ডেস্ক : শারদীয় দুর্গোৎসবের আর মাত্র কয়েকটি দিন বাকি। দুর্গাপুজোকে সামনে রেখে কলারোয়া উপজেলাব্যাপী চলছে প্রতিমায় শিল্পময় রঙের চূড়ান্ত প্রলেপ দেওয়ার কাজ। উপজেলার ৪১ টি মন্ডপেই ইতোমধ্যে প্রতিমা তৈরি ও রঙের কাজ সম্পন্ন হয়ে গেছে। প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রতিমা পরিচর্যা ও রঙের প্রলেপের শেষ মুহূর্তের কাজে। রঙ-তুলির অনুপম পরশে দেবি দুর্গাকে মোহনীয় সাজে সজ্জিত করা হয়েছে ইতোমধ্যেই। আবহাওয়া মোটামুটি সুপ্রসন্ন থাকায় প্রতিমা সম্পন্নের কাজে বিঘ্ন ঘটেনি কোথাও। উপজেলার বিভিন্ন মন্ডপ ঘুরে প্রায় অভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। সবখানেই প্রতিমা তৈরি হয়ে গেছে। রঙের কাজও শেষ। তারপরেও সৌন্দর্যবর্ধক কর্মের যেমন শেষ নেই। এটিও অনেকটা সেরকম। দু’একদিনের মধ্যে সকল মন্ডপে রঙের কাজ শতভাগ শেষ হয়ে যাবে বলে ধারণা করছেন সংল্লিষ্টরা। এবার কোভিডজনিত বিরূপ পরিবেশে কঠোর স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলার মধ্য দিয়ে ভক্তবৃন্দ দেবি দুর্গাকে বরণ করবেন।
শনিবার পৌরসভাধীন কয়েকটি পুজোমন্ডপে যেয়ে দেখা যায়, সেখানে প্রতিমা তৈরির কাজ শেষ। প্রতিমায় রঙের পরশও বুলানো হয়েছে। চলছে চূড়ান্ত কারুকাজ। প্রতিমা শিল্পীরা জানান, নজরকাড়া প্রতিমা গড়তে গেলে নিবিড় পরিশ্রম করতে হয়। আপন মনের মাধুরি মিশিয়ে সৃষ্টি করতে হয় প্রতিমার অবয়ব। রঙের মিশেলে শতভাগ দক্ষতা ও কারুকাজ দেখাতে হয়। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব এই দুর্গাপুজোকে ঘিরে এখন প্রতিটি হিন্দু সম্প্রদায়ের ঘরে উৎসবের আমেজ। হিন্দু ধর্মাবলম্বী সব বয়সী মানুষ সময় পেলেই চলে আসেন মন্ডপে প্রতিমার রঙের কাজ নিজ চোখে দেখতে। তাঁদের বিশ্বাস, পৃথিবীর সকল দুর্গতির অবসান ঘটিয়ে শান্তির বাতাবরণ দিতে দেবি দুর্গার মর্ত্যে আবির্ভাব ঘটে। তাই তো তিনি দুর্গতিনাশিনী। তাই দেবির মর্ত্যে অবস্থানের দিনগুলো তাদের বিশ্বাসমতে অতি তাৎপর্যপূর্ণ। সেকারণে একই সাথে আনন্দ ও শ্রদ্ধা প্রদর্শনের এই দুর্লভ সুযোগ ভক্তবৃন্দ ছাড়তে চান না। আনন্দ চিত্তে দেবিকে বরণ আর বেদনা বিধূর বিদায়-ভক্তগণকে মোহিত করে রাখে সারাটি বছর। প্রতীক্ষা থাকে পরবর্তী বছরে আবার দেবিকে বরণ করার বাসনা। আগামী ২১ অক্টোবর পূণ্য মহালয়ার মধ্য দিয়ে মর্ত্যধামে দেবি পক্ষের শুরু হবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা এবং মাস্টার প্রদীপ পাল জানান, এ বছর কলারোয়া উপজেলাতে ৪১ টি পুজোমন্ডপে শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠিত হবে।
কলারোয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, শারদীয় দুর্গাপুজোয় এবার অনুষ্ঠিতব্য ৪১টি পূজা মন্ডপে আড়ম্বরতা না থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় উৎসব পালন করার আহবান জানানো হয়েছে। তিনি আরও জানান, এবার পুজোয় শান্তি-শৃংখলা বজায় রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হতে পারে সেজন্য পূজা উদযাপন কমিটির কর্মকর্তাসহ স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। -

ঝাউডাঙ্গায় নারী নির্যাতন প্রতিরোধকল্পে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মশাল ডেস্ক: “নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝাউডাঙ্গায় নারী নির্যাতন প্রতিরোধকল্পে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর থানা পুলিশের উদ্যোগে ঝাউডাঙ্গা ইউনিয়ন ‘বিট পুলিশিং’ এর আয়োজনে এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১১টায় ঝাউডাঙ্গা ইউনিয়ন বিট পুলিশের এএসআই সাইফুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক পাপড়ি এগ্রো লিমিটেডের পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র্যালি বাহির হয়ে ঝাউডাঙ্গা বাজারের প্রধান ও গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে বাজারের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধসহ সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে বিট পুলিশিং নিরলস ভাবে কাজ করবে বলে জানানো হয়। সমাবেশ থেকে বলা হয়, ইউনিয়নের মানুষদের পুলিশী সেবা পেতে এখন থেকে থানা পর্যন্ত যেতে হবে না। ইউনিয়ন বিট পুলিশিং অফিসেই যে কোন অভিযোগ বা সেবা গ্রহণ করা যাবে। এতে করে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরী হবে, হয়রানি থেকে মুক্তি পাবে একইসাথে স্থানীয় দালালদের দৌরাত্ম্যও কমে যাবে।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা মহাশ্মশান মন্দির কমিটি সাধারণ সম্পাদক জয়দেব ঘোষ, শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা, ইউপি সদস্য, গ্রাম প্রলিশ এবং স্থানীয় নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। -

কেন্দ্রীয় নেতার নির্দেশনা উপেক্ষিত; সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনয়ন নিয়ে আওয়ামী লীগ দু’ভাগ হলো
সিনিয়র সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও ২ নং সভাপতি শেখ আব্দুর রশিদ।জহুরুল কবীর: সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের এক গ্রুপের আহবানকৃত আজকের বর্ধিত সভাকে কেন্দ্র করে বিবাদমান দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। সম্মেলনে নির্বাচিত সভাপতি আবুল খায়েরের মৃত্যুতে ভারপ্রাপ্ত সভাপতি মনোননয়কে ঘিরে সদর উপজেলা আওয়ামী লীগে বিভক্তি শুরু হয়।
তথ্যানুসন্ধানের জানা যায়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক প্রক্রিয়া না মেনেই শেখ আব্দুর রশিদকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করে পত্র দিলেই বিপত্তি দেখা দেয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। দু’গ্রুপই জেলা শিল্পকলা একাডেমিতে পাল্টা-পাল্টি সভা ডাকে। পরে ২নং সহ-সভাপতি শেখ আব্দুর রশিদের আহবানকৃত সভাটি হয় লেকভিউ মিলনায়তনে। সেখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। অপরদিকে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলামের আহবানকৃত সভাটি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু সহ অসংখ্য নেতা-কর্মী।
জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনয়নকে ঘিরে দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এ ব্যাপারে কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করেছেন মোঃ শহিদুল ইসলাম। শেখ আব্দুর রশিদ ইতোপূর্বে জানিয়েছেন বিষয়টি জেলা আওয়ামী লীগের ব্যাপার। তারা নতুন করে মোঃ শহিদুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি বানালে আমার কোন আপত্তি থাকবে না। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও ইতোপূর্বে সাতনদীকে বলেছেন, পূর্ণাঙ্গ জেলা কমিটি না থাকায় শহিদুল ইসলামের পদত্যাগ পত্রটি প্রয়াত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়েরের নিকট প্রেরণ করা হয়। প্রক্রিয়াগত ত্রুটির বিষয়টি পরবর্তীতে পূর্ণাঙ্গ জেলা কমিটির সভায় আলোচনা করে সমাধানের পথ খোলা আছে।
এদিকে দু’গ্রুপই তাদের অস্তিত্ব ঠিক রাখতে মাঠে নেমেছে। শেখ আব্দুর রশিদ গ্রুপের সাধারণ সম্পাদক শাহজাহান আলী কর্তৃক সম্প্রতি বর্ধিত সভার পত্র প্রস্তুত করে। এ খবর জানতে পেরে তাৎক্ষনিক ভাবে গত সেপ্টেম্বরে সাতক্ষীরা বাসটার্মিনালের মালিক সমিতির সভাকক্ষে মোঃ শহিদুল ইমলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে ইউনিয়ন আওয়ামী লীগের ২৭জন সভাপতি/সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এ সভায় শীর্ষ নেতাদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোরশেদ বক্তব্য দেন। আলোচনা শেষে তারা সিদ্ধান্ত নেন শেখ আব্দুর রশিদের ভারপ্রাপ্ত সভাপতি তারা মানেন না। এবং তার সভাপতিত্বে বর্ধিত সভা আহবান করা হলে যেকোন মূল্যে তা প্রতিহত করা হবে।
সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বি এম মোজাম্মেল হক চলমান জটিল পরিস্থিতিতে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদকে ফোন দিয়ে আজকের আহবানকৃত বর্ধিত সভাটি বাতিল করতে অনুরোধ করেন। কিন্তু আজ শাহজাহান আলী কর্তৃক আহবানকৃত বর্ধিত সভা জেলা শিল্পকলা একাডেমিতে হতে যাচ্ছে। অপরদিকে সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলামের গ্রুপ গভীর রাত পর্যন্ত শহরের এক শীর্ষ নেতার বাসায় দীর্ঘ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন শাহজাহান আলী’র আহবানকৃত বর্ধিত সভার কোন বৈধতা নেই। ফলে এ ধরনের সভা হওয়ার কোন সুযোগ নেই।
এদিকে, শাহজাহান আলী’র আহবানকৃত বর্ধিত সভায় বিতরণকৃত কার্ডে অতিথি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামকে। পাশাপাশি ব্যানারে সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে অতিথি করা হয়েছে। সর্বশেষ একাধিক সুত্র নিশ্চিত করেছে জেলার শীর্ষ নেতাদের হস্তক্ষেপে আহবানকৃত সভাটি হতে যাচ্ছে। তবে সভায় দু’গ্রুপ মুখোমুখি অবস্থােনে। -

শাহজালালে ১ কোটি টাকা মূল্যের ইয়াবা জব্দ
অনলাইন রিপোর্টার ॥ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিগামী রেডিমেট গার্মেন্টসের রফতানি পণ্য চালানের ৩টি কার্টন থেকে ৩৮ হাজার ৯শ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এগুলোর বাজারমূল্য প্রায় এক কোটি ১৬ লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ দল ও সিভিল এভিয়েশনের যৌথ অভিযানে শুক্রবার সকালে এগুলো জব্দ করা হয়। ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ মারুফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিল অব এক্সপোর্ট অনুযায়ী পণ্য চালানের রফতানিকারক এমএস সিয়াম অ্যান্ড সমি এন্টারপ্রাইজ এবং ঠিকানা ব্যবহার করা হয়েছে খিলগাঁও পশ্চিমপাড়া। আর আমদানিকারক হিসেবে লেখা রয়েছে সৌদি আরবের অ্যাপারিজ ইন্টারন্যাশনাল ইস্ট, যেখানে ঠিকানা দেয়া হয়েছে রিয়াদের আল ওয়াজির ট্রেডিং সেন্টার।
মারুফুর রহমান জানান, পণ্য চালানটি আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে জানানো হলে তাদের প্রতিনিধি এসে ইয়াবার বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে কাস্টম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি।
-

সাতক্ষীরায় কিশোর ইস্রাফিলকে হত্যা চেষ্টার ঘটনায় তিন জনকে আসামী করে থানায় মামলা
জহুরুল কবীর: পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সাতক্ষীরার বালিথায় কিশোর ইস্রাফিলকে হত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে তিন জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় মামলাটি দায়ের করেন গুরুতর আহত ওই কিশোরের বাবা মুনছুর আলী। তবে, এ মামলায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হননি।
মামলার আসামীরা হলেন, সদর উপজেলার বালিথা সরদার পাড়া গ্রামের আলমামুন মোড়লের ছেলে আলমগীর মোড়ল (২৬), আলমামুন মোড়লের স্ত্রী তাসলিমা বেগম (৪৬) ও একই এলাকার মৃত গহর আলী মেড়লের ছেলে জালাল মোড়ল (৪৫)
মামলার এজাহার সূত্রে জানা যায়, বালিথা গ্রামের মুনছুর আলীর ছেলে কিশোর ইস্্রাফিল (১৪) গত ১২ অক্টোবর সোমবার রাত সাড়ে ৮ টার দিকে বাড়ির সামনে রাস্তার উপর আসা মাত্রই পারিবারিক শত্রæতার জের ধরে তাকে ধরে নিয়ে ১ নং আসামী আলমগীরের বাড়ীর পিছনে বাগানের ভিতরে নিয়ে যায়। এরপর লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তারা তাকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। ১ নং আসামী তাহার হাতে থাকা লোহার রড দিয়ে ই¯্রাফিলকে হত্যার উদ্দেশ্যে মাথার পিছনে সজোরে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় ২ নং আসামী তাসলিমা ও ৩ নং আসামী জালাল তাদের হাতে থাকা বাশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন অংশে থ্যাতলানো ও ফোলা জখম করে। এ সময় তার আতœচিৎকারে এ মামলার সাক্ষী আলাউদ্দীন মোড়ল এসে আসামীদের হাত থেকে ই¯্রাফিলকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায় ও স্থানীয় ডাক্তার দ্বারা চিকিৎসা করায়। পরে খবর পেয়ে ই¯্রাফিলের বাবা মুনছুর, মা জামিলা ও বোন রহিমা সেখানে যায়। এ সময় ২ ও ৩ নং আসামী জামিলা ও রহিমাকে এলোপাতাড়ি মারপিট করে এবং তাদের জুতা দিয়ে পিটায় ও মাথার চুল টানা হেচড়া করে। ৩ নং আসামী জামিলার পরনের কাপড়চোপড় টানা হেচড়া করে ¤øীলতাহানি ঘটায় । এ সময় সকল আসামীরা তাদের খুন জখমের হুমকি প্রদান করে। এ মামলার অন্যান্য সাক্ষী কবির হোসেন, শাহিন হোসেন ও সাহেব আলী মিস্ত্রীসহ অনেকেই ঘটনাটি এ সময় দেখেন। এরপর সাক্ষীদের সহায়তায় এ মামলা বাদী মুনছুর তার ছেলে ইস্রাফিলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
-

কলারোয়ায় একই পরিবারে চার জনকে গলাকেটে হত্যা: শিশু মারিয়ার দায়িত্ব নিলেন ডিসি
হজহুরুল কবীর:া
জারো মানুষের ভিড়ে মা-বাবার মায়া মমতা আর নির্ভরতার পরশ খুঁজে ফিরছে সদ্য এতিম হওয়া কলারোয়ার নিষ্পাপ শিশু ৬মাসের মারিয়া। সবাই জানলেও সে জানেনা বা বোঝেনা তার এই জীবনে আর কখনো পাবেনা মা-বাবার আদরমাখা স্নেহের পরশ। ঠিক এমন পরিস্থিতিতে মা-বাবা ও ভাই-বোন হারা ৬ মাস বয়সী অবুঝ শিশু মারিয়া সুলতানার দায়িত্ব গ্রহণ করেছেন সাতক্ষীরা মানবিক জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। তিনি শিশু মারিয়া সুলতানাকে হেলাতলা ইউপির ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য নাসিমা খাতুনের জিম্মায় রেখেছেন । এখন থেকে তার চিকিৎসা এবং জীবন গড়ার যাবতীয় দায়িত্ব জেলা প্রশাসক গ্রহণ করেছেন বলে বৃহস্পতিবার ঘটনাস্থলে যেয়ে তিনি ঘোষণা দেন।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, কলারোয়ায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার পরিবারের জীবিত একমাত্র চার মাসের কন্যাশিশুর দায়িত্ব নিয়ে আপাতত দেখাশোনার জন্য স্থানীয় মহিলা ইউপি সদস্য নাসিমা খাতুনের কাছে রাখা হয়েছে। তাকে সাময়িকভাবে দেখভাল করতে অনুরোধ করা হয়েছে। পরবর্তীতে অভিভাবকরা দাবি করলে আইনানুগভাবে সমাধান করা হবে। এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা এবং সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন শিশু মারিয়ার জন্য প্রয়োজনীয় শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য সামগ্রী নয়ে হাজির হন ইউপি সদস্য নাসিমা খাতুনের বাড়িতে। সেখানে কিছু সময় অবস্থান করে ইউএনও মৌসুমী জেরীন কান্তা মাতৃস্নেহের পরম আবেশে বুকে তুলে নেন সবহারা এতিম শিশু মারিয়াকে। যেনো সবার সামনে সত্যি হিসেবে উঠে আসলো যার কেউ নেই তার আল্লাহ আছে। এদিকে, তালা-কলারোয়ার সংসদ সদস্য জননেতা অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ কলারোয়ার এমন বর্বর হত্যাকাণ্ডের খবর পেয়ে ঢাকা থেকে ছুটে আসেন নিহতদের বাড়িতে। তিনি এ সময় সদ্য এতিম হওয়া শিশুটির খোঁজ খবর নেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
-
কলারোয়া জয়নগরে উত্তর ক্ষেত্রপাড়া ওয়ার্ডের শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন
।
হাবিবুল্লাহ বাহার (জয়নগর প্রতিনিধি) কলারোয়া জয়নগরে শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার (৭অক্টোবর) বিকাল ৫টায় কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের সরসকাটি দাখিল মাদ্রাসার সামনে গাজী মার্কেটে ২নং উত্তর ক্ষেত্রপাড়া ওয়ার্ডের জাতীয় শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ গাজীর পরিচালনায় ও ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহমান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ১নং জয়নগর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আজিজুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রকসি।অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,ইউনিয়ন শ্রমিকলীগের সহ সভাপতি মনিরউদ্দীন মোড়ল,সাংগাঠনিক সম্পাদক জিয়াউর রহমান, আনিছুর রহমান আনিচ,আশরাফ মোল্লা,অজিয়ার রহমন মোড়ল,আবু সাঈদ গাজী,আব্দুল মজিদ সানা,আনারুল ইসলাম মোড়ল,আব্দুস সামাদ গাজী,রনি সানা,কুদ্দুস মোড়ল,সেলিম গাজী, বিল্লাল বিশ্বাস,মিজানুর রহমান,মজনুর রহমান মোড়ল,শফিকুল ইসলাম গাজী,জব্বার গাজী, জাহাঙ্গীর সানা,নজরুল ইসলাম ঢালী সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।পরে শহিদুল ইসলাম গাজীকে আহবায়ক ও আনারুল ইসলাম মালীকে যুগ্ম আহবায়ক এবং কেরামত মালিকে সদস্য সচিব করে ২ নং উত্তর ক্ষেত্রপাড়া ওয়ার্ডের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
-

শনিবার ধর্ষণবিরোধী সমাবেশ করবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারাদেশে সমাবেশ করবে বাংলাদেশ পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
- শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল বিটে একযোগে একই সময়ে শনিবার সকাল দশটায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে।’
সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানাবেন এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করবেন। প্রতিটি সমাবেশ স্ব স্ব বিটের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।
দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশ।
-
অবশেষে শিক্ষক দম্পতির কাছে হস্তান্তর করা হলো কুড়িয়ে পাওয়া ‘মহারাজকে’
জহুরুল কবীর: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাতক্ষীরার কালিগঞ্জে রাস্তার ধারে বাজারের ব্যাগ থেকে উদ্ধার হওয়া সদ্যজাত শিশু ‘মহারাজ’ এর দত্তক পেলেন এক শিক্ষক দম্পতি। মঙ্গলবার দুপুরে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই শিক্ষক দম্পতির কাছে আনুষ্ঠনিকভাবে শিশুটিকে হস্তান্তর করেন শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল¬াহ আল মামুন ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়েবুর রহমান।এর আগে গতকাল সোমবার সাতক্ষীরা শিশু আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান শিশুটিকে ওই শিক্ষক দম্পতির কাছে দত্তক দেয়ার জন্য কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সংক্রান্ত একটি চিঠিও পান দত্তক গ্রহীতা তালা উপজেলার রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রাণী চৌধুরী ও তার স্বামী যশোরের সাগরদাঁড়ি কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ার বরুণ কুমার পাল। চিঠিটি পেয়ে তারা আজ দুপুরে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটিকে নিয়ে আসেন।
আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, যেহেতু সদ্যজাত শিশুটিকে কালিগঞ্জের গোলখালি শ্মশানের কাছে রাস্তার ধারে ব্যাগে পাওয়া যায় সেহেতু শিশুটি হিন্দু সম্প্রদায়ের পরিবারের বলে অনুমিত হয়। এই বিবেচনায় মোট ২৯ টি আবেদনপত্র থেকে যাচাই বাছাই করে কেবলমাত্র আর্থিক অবস্থা বিবেচনা না করে সামাজিক ধর্মীয় ও অন্যান্য দৃষ্টিকোন থেকে আদালত শিশুটির মঙ্গলার্থে উক্ত শিক্ষক দম্পতিকে দত্তক দেওয়ার নির্দেশ প্রদান করেন। শিশুটির বয়স মাত্র ১১ দিন।
উল্লেখ্য: যে গত ৪ অক্টোবর সাতক্ষীরার কালিগঞ্জের গোলখালি শ্মশানের কাছে রাস্তার ধারে বাজারের ব্যাগে এক ঘন্টা আগে ভূমিষ্ঠ হওয়া একটি নবজাতক কে বা কারা ফেলে রেখে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে শিশুটিকে প্রথমে সার্জিকাল ক্লিনিক ও পরে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়রা ফুটফুটে এই শিশুটির নাম রাখেন ‘মহারাজ’। শিশুটিকে দত্তক পেতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অীফসার মনিরুজ্জামান রাসেলের নেতৃত্বে গঠিত শিশু কল্যাণ বোর্ডের কাছে মোট ২৯টি আবেদনপত্র জমা পড়ে।
-
সাতক্ষীরায় দুই সন্তানসহ স্বামী-স্ত্রী খুন
জহুরুর কবীর: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের চারজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার রাত বা আজ বৃহস্পতিবার ভোরের কোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত ব্যক্তিরা হলেন শাহিনুর রহমান (৪০), তাঁর স্ত্রী সাবিনা খাতুন (৩৫), ছেলে সিয়াম হোসেন (১০) ও মেয়ে তাসলিমা (৮)। তাঁদের বাড়ি কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিশাগ্রামে।
শাহিনুর মৎস্য ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।বিজ্ঞাপন


কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারান পাল জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পুলিশকে খবর দেন। তিনি জানান, ইউনিয়ন পরিষদের পাশের এক বাড়িতে রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা একই পরিবারের চার সদস্যকে হত্যা করেছে। এ খবর পেয়ে তিনি (ওসি) কয়েকজন পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যান।
ওসি হারান পাল বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের লাশ দেখতে পায়। চারজনকেই কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, বাড়ি থেকে কোনো জিনিসপত্র খোয়া যায়নি।বিজ্ঞাপন
নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম জানান, বাড়িটিতে তাঁর মা ও বড় ভাইয়ের পরিবারের চারজনসহ তাঁরা সাতজন থাকতেন। তাঁদের মা গতকাল এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। তিনি (রায়হানুল) ছিলেন পাশের ঘরে। আজ ভোরে পাশের ঘর থেকে তিনি গোঙানির শব্দ শুনতে পান তিনি। তিনি গিয়ে দেখেন, ঘরের বাইরে থেকে দরজা আটকানো। দরজা খুলে দেখতে পান বীভৎস দৃশ্য। তখনো একটা শিশু বেঁচে ছিল। সে কিছুক্ষণ পর মারা যায়।
রায়হানুল ইসলাম বলেন, তাঁদের সঙ্গে জায়গা-জমি নিয়ে পাশের কয়েকজনের বিরোধ ছিল। কিন্তু কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।ওসি হারান পাল বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, কারা এই ঘটনা ঘটাল, তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতি করার জন্য নয়, পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
