কলারোয়া প্রতিনিধি: শারদীয় দুর্গা পুজোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষনে রবিবার (২৪অক্টোবর) বেলা ১২টায় মহানবমীতে কলারোয়ার বিভিন্ন বিভিন্ন পুজোমন্ডপ পরিদর্শন করেন কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবির। এসময় তিনি পুজোমন্ডপের পূজারী এবং আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন। তিনি উৎসব পালনে কোন রকম সমস্যা হলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেন।
তিনি জানান, অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে তা অব্যাহত রাখতে হবে এবং অসাম্প্রদায়িক চেতনাকে সমন্বিত করতে হবে। পূজায় যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমাদের পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল দিচ্ছে। গয়ড়া পুজোমন্ডপে পৌছালে সনাতন ধর্মীয় দর্শনার্থীরা থানার অফিসার ইনচার্জকে শারদীয় শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন আওয়মী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, বিট পুলিশের দায়িত্বরত এস আই ইস্ররাফিল হোসেন, এ এস আই রফিকুল, এ এস আই রাকিবুল, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব, যুগ্ম সম্পাদক পার্থ মজুমদার, সদস্য গৌতম কর্মকার, রামকৃষ্ণ মজুমদার, অশোক কর্মকার ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Category: বিশেষ সংবাদ
-

কলারোয়ায় পুজোমন্ডপ পরিদর্শনে নবাগত ওসি
-

দেবহাটায় নবাগত ইউএনও কে ফুলের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তারকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার(২৫অক্টোবর) সকালে শুভেচ্ছা বিনিময় করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবুবকর গাজী, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম।
-

সাতক্ষীরায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি রবি
জহুরুল কবীর: শারদীয় দূর্গা পুজার মহানবমীতে সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (২৫ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের শ্যামপুর পুজা মন্ডপ ও ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া পুজা মন্ডপসহ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শহন করেন এবং বিকালে সদরের ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর সার্বজনীন পুজা মন্দির, ব্রহ্মরাজপুর ইউনিয়নের ব্রহ্মরাজপুর সার্বজনীন পুজা মন্দির, ফিংড়ি ইউনয়নের বাংদহা সার্বজনীন পুজা মন্দির, উত্তর ফিংগি সার্বজনীন পুজা মন্দির, এল্লারচর সার্বজনীন নতুন পুজা মন্দির, আলিপুর ইউনিয়নের পুজা মন্ডপ ও ভোমরা ইউনিয়নের পুজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় এলাকার হিন্দু ধর্মালম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আকতার হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, ধুলিহর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (বাবু সানা), ঝাউডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. আজমল উদ্দিন, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, জেলা পরিষদের সদস্য ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমার (ময়ুর ডাক্তার), সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার নিলীপ কুমার মল্লিক, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা মো. শাহিদুল ইসলাম, আব্দুল গনি, ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ।
প্রবীণ হিতৈষী সংঘ সাতক্ষীরা’র কার্যনির্বাহী কমিটির সভা
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ সাতক্ষীরা জেলা শাখার ১ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা আহছানিয়া আলিম মাদ্রাসার হলরুমে বাংলাদেশ প্রবীণ ৈিতষী সংঘ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের উন্নয়নকল্পে সাংগঠনিক বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক কাজী সাইদুল হক, কোষাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, নির্বাহী সদস্য শেখ আব্দুল ওয়াদুদ, শেখ তহিদুর রহমান ডাবলু, কামরুল ইসলাম ফারুক, রায় দুলাল চন্দ্র, আব্দুস সাত্তার, স.ম হায়দার আলী, কাজী সুফিউল্লাহ ফারুকী, আশরাফ উদ্দিন, সফিউদ্দিন, মিসেস নাজিরা বেগম, এ্যাড. ওসমান আলী, সিরাজুল ইসলাম ও মো. আব্দুর রব ওয়ার্ছি প্রমুখ। -

দেবহাটায় লক্ষ টাকার ফুটবলের ২য় খেলায় গাজীরহাট বিজয়ী
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৪ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় দেবহাটার গাজীরহাট প্রগতি সংঘ বিজয়ী হয়েছে। দেবহাটার সখিপুর যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় সখিপুর কেবিএ কলেজ মাঠে বুধবার বিকাল ৪ টায় উক্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহম্মেদ। রবিবার বিকাল ৪ টায় অনুণ্ঠিত উক্ত ফুটবলের ২য় খেলায় একদিকে অংশগ্রহন করে ভাড়–খালী প্রগতি সংঘ ও অন্যদিকে অংশগ্রহন করেন দেবহাটার গাজীরহাট প্রগতি সংঘ। সখিপুরের বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম। খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর কবির। তাকে সহযোগীতা করেন দিলীপ কুমার, আব্দুস সাত্তার ও ফারুক হোসেন। খেলায় দেবহাটার গাজীরহাট প্রগতি সংঘ জয়লাভ করে। -

দেবহাটা থানার ওসি’র বিভিন্ন পূজামন্দির পরিদর্শন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় দূর্গাপূজা উপলক্ষ্যে দেবহাটা থানা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে।তারই ধারাবাহিকতায় দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা গত কয়েকদিন যাবৎ উপজেলার ২১টি দূর্গাপূজা মন্দির সার্বক্ষনিক পরিদর্শন করছেন। রবিবার সকালে ওসি বিপ্লব কুমার সাহা উপজেলার বিভিন্ন পরিদর্শনকালে বলেন, এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য পুলিশ সদা তৎপর। কেউ যদি এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করার অভিপ্রায় চালায় সেটা পুলিশ কঠোর হস্তে দমনে দৃড় প্রতিজ্ঞ। নাশকতাকারী ও সন্ত্রাসীদের কোন ছাড় নেই উল্লেখ করে ওসি জানান, দূর্গাপূজা যাতে শান্তিতে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সকল প্রকারের অপরাধমূলক কর্মকান্ড বন্ধ রাখতে পুলিশ সর্বদা কাজ করছে এবং এটা অব্যাহত থাকবে বলে ওসি জানান।
এসময় দেবহাটা থানার এসআই হাসিনা খাতুন, দেবহাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রশিদুল আলম, সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, সাংবাদিক রফিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ওসি বিপ্লব কুমার সাহা সকল মন্দিরের কর্মকর্তাদেরকে সরকারের নির্দেশনা অনুযায়ী সকল অনুষ্ঠান সম্পন্ন করার আহবান জানান। -

দেবহাটায় অসহায়দের মধ্যে জার্মান এ্যাম্বাসেডরের ত্রান বিতরণ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অসহায়দের মধ্যে জার্মান রাষ্ট্রদূত ত্রান সামগ্রী বিতরন করেছেন। রবিবার (২৫ অক্টোবর) ২০২০ ইং তারিখ সকাল ৯ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা মিনা ইনক্লুসিভ সোসাইটি ফর ডেভলপমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে দেবহাটা উপজেলার ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের মধ্যে এই ত্রান সামগ্রী বিতরনের উদ্বোধন করেন বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের ডেপুটি চার্জ দ্যা এ্যাফেয়ার্স মিস কনসটানজা জাহরিনজার। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলী এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ও সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার মুনীর হোসেনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
-

পাইকগাছায় পরিত্যক্ত অবস্থায় ৩টি অস্ত্র উদ্ধার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় দেশীয় তৈরী ২টি পাইপগান ও ১টি রিভালবার পরিত্যক্ত অবস্থায় থানা পুলিশ উদ্ধার করেছে। শনিবার দুপুরের দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের গেওয়াবুনিয়া স্লুইজ গেটের পাশে এলাকাবাসী মাটি কাটার সময় মাটির নীচে তিনটি আগ্নেয়অস্ত্র দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এবং থানা পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে। ওসি মোঃ এজাজ শফী জানিয়েছেন, দেশীয় তৈরী ২টি পাইপগান ও ১টি রিভালবার পরিত্যক্ত অবস্থায় মাটির নীচ থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
-

কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাব নেতৃবৃন্দেরবিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ূজা মন্ডপ পরিদর্শন করেন কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের নের্তৃবৃন্দ। রবিবার (২৫ অক্টোবর) বিকালে বহেরা, পূর্ব কুলিয়া, উত্তর পারুলিয়া সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, যুগ্ন সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, অর্থ সম্পাদক রমজান মোড়ল, দপ্তর সম্পাদক আবীর হোসেন লিয়ন, ক্রীয়া ও সাং¯কৃতিক সম্পাদক আশরাফুল আলম বাদল, সদস্য এস.এম মজনুর রহমান, আক্তার হোসেন ও মনজুর কাদির প্রমুখ। বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে জানা যায়, উপজেলার প্রত্যেকটি পূজা মন্ডপে প্রশাসনের হস্তক্ষেপে শান্তিপূর্ন ভাবে পূজা উৎযাপন অনুষ্ঠিত হচ্ছে।
-

কলারোয়ার চন্দনপুরেবিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার নবাগত অফিসার ইনচার্জ ( ওসি) মীর খায়রুল কবির। সভায় চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত অফিসার থানার এসআই ইস্রাফিল হোসেন, এএসআই রফিকুল ইসলাম, এএসআই রাকিবুল হাসান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম, ইউপি সদস্য সাংবাদিক হাসান মাসুদ পলাশ, সাংবাদিক আতাউর রহমান, ফারুক হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধিবৃন্দ। উল্লেখ্য, মাদক, ইভটিজিং, ধর্ষন, বাল্যবিবাহ ও জঙ্গীবাদসহ সকল সামাজিক অবক্ষয় প্রতিরোধে ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে হবে বলে জানান অতিথিবৃন্দ। -

শ্যামনগরে গলায় রশি দিয়ে যুবকের মৃত্যু
শ্যামনগর ব্যুরো:সাতক্ষীরা’র শ্যামনগরে এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। নিহত যুবক নাজমুল মোল্যা(২৫)শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের আলমগীর মোল্যার ছেলে। তার পরিবার সূত্রে জানা গেছে,২৫ অক্টোবর শনিবার গভীর রাতে নাজমুল তার স্ত্রীর সাথে ঝগড়া করে রাত আনুমানিক ১টার দিকে নিজের ঘরের পাড়ির সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। নাজমুলের দুই কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে। শ্যামনগর থানার এসআই মোস্তাফিজুর রহমান লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় শ্যামনগর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- লাশ মর্গে প্রেরণ পূর্বক থানায় ইউডি মামলা হয়েছে।
-

শ্যামনগরে অতিদরিদ্রদের মাঝে সহায়তা কার্যক্রম উদ্বোধন
শ্যামনগর সংবাদদাতা: শ্যামনগরে প্রসপারিটি প্রকল্পের আওতায় কোভিট ১৯ এর ফলে চরম খাদ্য সংকটে থাকা অতিদরিদ্রদের খানায় জরুরী সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে অক্টোবর রবিবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারীর’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরা- ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। অনুষ্ঠানে বক্তব্যদেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের পরিচালক লুৎফর রহমান,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন সহ সাংবাদিকবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রকল্পের আওতাধীন গাবুরা ইউনিয়নের সুবিধাভোগীবৃন্দ।
৫ বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় উপজেলার সুন্দরবন উপকূলীয় গাবুরা ইউনিয়নের মধ্যে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে তিন হাজার সাতশত পরিবারকে তিন মাসে নয় হাজার টাকা প্রদান করা হবে এবং পরবর্তী উপজেলার অন্যন্য ইউনিয়নে এই কার্যক্রম চলমানা থাকবে বলে জানান এনজিএফ এর পরিচালক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এনজিএফ এর মাইক্রোফিনান্সের পরিচালক আলমগীর কবীর। -

কুলিয়ায় সাবেক ইউপ চেয়ারম্যান’র বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
দেবহাটা সংবাদদাতা: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাবেক জেলা আওয়ামমীলীগের অর্থ সম্পাদক ও কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুল হক। রবিবার বিকালে (২৫অক্টোবর) কুলিয়া ইউনিয়নের বহেরা, পূর্ব কুলিয়া হিজিল ডাঙ্গা, শ্যামনগর, টিকেট ও সুবর্নাবাদ সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে সাবেক চেয়ারম্যেন আসাদুল হকের সাথে আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক আজহারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আ”লীগের সাবেক সাধারন সম্পাদক বিধান বর্মন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রমজান মোড়ল, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বকুল হোসেন, দেবহাটা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য পরান চন্দ্র আ”লীগ নেতা শরীফ, বাবু, শফিকুল ইসলাম ভুট্ট প্রমুখ।
-

পারুলিয়া ও ভোমরায়অসহায় ব্যক্তিদের ঘর প্রদান
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফার নিজস্ব অর্থায়নে দেবহাটা উপজেলার পারুলিয়ায় ও সদরের ভোমরায় দুইজন অসহায় ব্যক্তির ঘর নিমার্ণ করে দেওয়া হয়েছে। গতকাল বিকালে এর শুভ উদ্বোধন করা হয়। জানা যায়, পারুলিয়া ইউনিয়নের মাঝ পারুলিয়া গ্রামের অসহায় হত-দরিদ্র জিয়ারুল ইসলাম জিরু ও ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামের কওছার আলীকে পাঁকা ঘর নিমার্ণ করে দেন এই জেলা পরিষদ সদস্য। তিনি সর্বদা মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং তিনি সকলের কাছে দোয়া চান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য গনি, ফরহাদ হোসেন হিরা প্রমূখ।
-

কালিগঞ্জে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করলেন জাপা’র কেন্দ্রীয় সদস্য সাফিয়া
কালিগঞ্জ সংবাদদাতা: কালিগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাফিয়া পারভীন। রবিবার বিকাল ৪টায় মোটরসাইকেল সহ শোভাযাত্রার মাধ্যমে কর্মী সমর্থকদের নিয়ে পূজা মন্ডপ পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে শারদীয় দূর্গা উৎসবে মতবিনিময় করেন। এসময় তার সাথে ছিলেন কৃষ্ণনগর ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, জবেদ আলী, আফসার আলী সহ শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিকাল ৫টায় তিনি বিষ্ণপুর ইউনিয়নের কোমরপুর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কোমরপুর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ কমিটির সভাপতি তাপস মজুমদার ও সাধারন সম্পাদক শম্ভু কর্মকার সহ পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ। সন্ধ্যা সাড়ে ৬ টায় কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন নেঙ্গী পূজা মন্ডপ কমিটির সভাপতি শরস কুমার সরকার ও সাধারন সম্পাদক সুধীর কৃষ্ণ মন্ডল সহ পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ। সন্ধ্যা সাড়ে ৭টায় কৃষ্ণনগর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পূজা মন্ডপ কমিটির সভাপতি দীপক কুমার হালদার ও সাধারন সম্পাদক ডাঃ সুশান্ত কুমার ঘোষ সহ পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ।
-

আশাশুনি উপজেলা সমবায় অফিসারের বিদায় সংবর্ধনা
আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা সমবায় অফিসার করিমুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে উক্ত সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় মৎস্যজীবি সমিতির সভাপতি মোল্যা রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সমবায় অফিসার করিমুল হক, যুব উন্নয়ন অফিসার এস, এম আজিজুল ইসলাম, নাগরিক সমাজের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, প্রেসক্লাব সভাপতি জি,এম আল ফারুক, জাতীয় পার্টির সেক্রেটারী প্রদর্শক ইয়াহিয়া ইশবাল সহ সমবায় অফিসের কর্মকর্তাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক উত্তম কুমার। সব শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।
-

আশাশুনিতে সাংবাদিক সাহেব আলীর ভাইয়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন
আশাশুনি সংবাদদাতা : আশাশুনি রিপোটার্স ক্লাবের সহ সভাপতি সাংবাদিক সাহেব আলীর সেজো ভাই আইয়ুব আলী মোড়ল (৪৯) শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে …. রাজিউন)। আশাশুনি সদরের মৃত আব্দুল মজিদ মোড়লের সেজো পুত্র আইয়ুব আলী মোড়ল দীর্ঘদিন যাবৎ মরন ব্যাধি ক্যান্সার আক্রান্ত ছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী ও ৮ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় আশাশুনি হাফিজিয়া মাদ্রাসা চত্ত্বরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের জানাজা নামাজে আশাশুনি সদর ইউ,পি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, ইউ,পি সদস্য তারিকুল আওয়াল সেজে, বিএনপি নেতা নুরুল হক খোকন, উপজেলা যুবদল সভাপতি জাকির হোসেন বাবু, আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সদর ইউ পি চেয়ারম্যান প্রার্থী এস, এম হোসেনুজ্জামান হোসেন, বড়দল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন, বড়দল ভূমিহীন সমিতির সেক্রেটারী আবুল হোসেন রাজু, মাওঃ আবুল কাশেম, প্রাক্তন শিক্ষক মো: শফিউল্লাহ, হাফেজ বাকী বিল্লাহ, হাফেজ আবুজার গিফারি ও সাংবাদিক সাহেব আলী সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের ভ্রাতুষ্পুত্রসৌরভ হোসেন। -

দরগাহপুরে পিতা-মাতার কবর জিয়ারত সহ বিভিন্ন স্থান পরিদর্শন করলেন জনপ্রশাসন সচিব
দরগাহপুর(আশাশুনি) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন গ রবিবার সকালে নিজ গ্রাম আশাশুনি উপজেলার দরগাহপুর পিতা-মাতার কবর জিয়ারত করেন। পরে তিনি প্রধানমন্ত্রীর দেয়া মুজিব বর্ষের উপহার হিসাবে ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের আওতায় গ্রামের দ’ুটি বাড়ীর ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে তিনি ৩৭নং দরগাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ১০ শয্যা বিশিষ্ট মাও শিশু হাসপাতাল সংলগ্ন পলিটেকনিকাল ইনস্টিটিউট এর জমি অধিগ্রহনের জায়গা পরিদর্শন করেন। অত:পর তিনি দরগাহপুর ইউ,পি চেয়ারম্যান শেখ মিরাজ আলীর অনুরোধে ইউনিয়ন পরিষদে যান ও তালিকাভূক্ত ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।বিকাল তিনটায় তিনি খুলনার উদ্দেশ্যে রওনা দেন।
দরগাহপুর বিভিন্ন স্থান পরিদর্শন কালে তার সঙ্গে ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন, আশাশুনি সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, পিআইও সোহাগ খান, দরগাহপুর রহমানিয়া জামে মসজিদের সভাপতি শেখ মতলুবর রহমান, প্রধান শিক্ষক দরবেশ-ই-রসুল, আলহাজ্ব শেখ ফৌজদার রহমান, শেখ জাকারিয়া আলম, দরগাহপুর প্রেসক্লাব’র সভাপতি শেখ হিজবুল্লাহ, দৈনিক সাতনদীর দরগাহপুর প্রতিনিধি প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক ও সাংবাদিক শেখ আরাফাত হোসেন প্রমুখ। -
ফেসবুকে আকুতি জানানোর পরও সুচিকিৎসার ব্যবস্থা না করে রোগীকে নিশ্চিত মৃত্যুর কোলে ঠেলে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি
“আমার মায়ের কিছু হলে দায় কে নেবে? বৃহস্পতিবার রাত থেকে আমার মা অসুস্থ। শুক্রবার সকালে সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করেছি। অবস্থার অবনতি হচ্ছে। কিছুক্ষণ আগে জরুরি বিভাগে গিয়েছি। ডক্টর ইমার্জেন্সি ইসিজি করতে বলেছেন। আমার মা অজ্ঞান। হসপিটালে প্রত্যেকটি ওয়ার্ডে কয়েক বার গিয়েছি, বার বার অনুরোধ করেছি। কিন্তু তাদের ইসিজি মেশিন থাকা সত্ত্বেও ইসিজি করিয়ে দিলো না। অযুহাত অন্য ওয়ার্ডে গিয়ে ইসিজি করার নিয়ম নেই নাকি। তাহলে কি আমার মা ডায়রিয়া ওয়ার্ডে মরবে! আমার প্রশ্ন-এই ইসিজি মেশিন কাদের জন্য? আমার মায়ের অবস্থা ভাল না। প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাবো সে অবস্থায় নেই। প্লিজ কেউ একটু ইসিজি করানো ব্যবস্থা করেন।”
ফেসবুকে এই আকুতি জানানোর পরও সুচিকিৎসার ব্যবস্থা না করে সংবাদকর্মী গাজী আসাদের মাতাকে খুলনায় রেফার্ডের নামে নিশ্চিত মৃত্যুর কোলে ঠেলে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। সংগঠনের আহবায়ক মো. আনিসুর রহিম এক বিবৃতিতে বলেছেন, দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সদর হাসপাতালে অনিয়ম ও অব্যবস্থাপনাই নিয়মে পরিণত হয়েছে। স্বেচ্ছাচারিতা চরম আকার ধারণ করেছে। তারপরও কোন প্রতিকার হচ্ছে না।
শুধু একজন সংবাদ কর্মীর মাতাই নন, হাসপাতালে চিকিৎসাধীন একজন বীরমুক্তিযোদ্ধার কেবিনের বাথরুমের ফ্লাশ ঠিক করার বিষয়ে কয়েকজন রাজনৈতিক নেতা ও মুক্তিযোদ্ধার অনুরোধ সত্বেও দীর্ঘদিনেও সেটি ঠিক করার ব্যবস্থা হয়নি। বরং আবাসিক মেডিকেল অফিসার নেতৃবৃন্দকে বলেছেন ‘ওনিতো এখন মুক্তিযোদ্ধা কমান্ডার নন।’ সমাজের সবচেয়ে সম্মানিত মুক্তিযোদ্ধা এবং একজন সংবাদ কর্মীর মায়ের ক্ষেত্রে কর্তপক্ষের এই আচরণ বলে দেয় সেখানে সাধারণ মানুষের কি হচ্ছে।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি এই ঘটনার তীব্র নিন্দা এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছে। একই সাথে হাসপাতালে আসার পর কোন রোগীকে যাতে বাইরের কোন বেসরকারী হাসপাতাল বা ক্লিনিকে পাঠানো না হয় সেটি নিশ্চিত করার দাবী জানাচ্ছে। নাগরিক কমিটি হাসপাতালের চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে থাকলে সেগুলো দ্রুত মেরামত এবং যেসব ক্ষেত্রে টেকনিশিয়ান নেই সেখানে দ্রুত টেকনিশিয়ান নিয়োগ দেওয়ারও দাবী জানাচ্ছে। সামগ্রিক বিষয়ে উর্দ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।