পাইকগাছা প্রতিনিধি: জেলা পর্যায়ে ৪১ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ৩য় দিনের বিজ্ঞান অলিম্পিয়াড ও প্রকল্প উপস্থাপন সিনিয়র গ্রুপ ও বিশেষ গ্রুপ পর্বে পাইকগাছায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রকল্প উপস্থাপন পর্বে জুম এ্যাপসে সংযুক্ত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, পেশকার প্রতুল জোদ্দারসহ বিভিন্ন কলেজ থেকে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীগণ।
Category: বিশেষ সংবাদ
-

পাইকগাছায় অনলাইনে প্রতিযোগিতা অনুষ্ঠিত
-

সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা
মশাল প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের আইসিটি হলরুমে ৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা পৌনে ২ টায় অত্র কলেজের শিক্ষকদের সাথে কলেজের সভাপতি ও দেবহাটা উপজেলার নবাগত নির্বাহী অফিসার এবং উপজেলার নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মইনুদ্দিন খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলার নবাগত নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। শুরুতে সভাপতি কর্তৃক স্বাগত বক্তব্যের পর কলেজের সকল শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ব্যব¯’াপনা বিষয়ের সিনিয়র প্রভাষক ও রোভার স্কাউট লিডার মনিরুজ্জামান (মহসিন)। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। এছাড়া কলেজের সকল বিভাগের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শেষ পর্যায়ে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের শিক্ষক-কর্মচারীর পক্ষ থেকে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। -

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সাতক্ষীরায় মতবিনিময় সভা
জহুরুল কবীর: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ (ঝবপড়হফ ডধাব)সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় “জেলা করোনা প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক এস, এম, মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মির্জা সালাহউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত প্রমুখ।
সভায় করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন এর ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। করোনা প্রতিরোধে পূর্ববর্তী অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্হিতিকে কাজে লাগিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাতক্ষীরা জেলাতে করোনে প্রতিরোধ সম্ভব বলে মন্তব্য করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। -

আশাশুনিতে বিনামূল্যে বীজ ধান বিতরণ
আশাশুনি ব্যুরো: আশাশুনিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনাতনে এ বীজ ধান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “বাংলাদেশের প্রান্তিক কৃষকদের জন্য একটি বায়ার প্রচেষ্টা” ব্যানারে বায়ার আশাশুনির কৃষকদের উন্নত জাত ও উন্নত মানের বীজ সরবরাহ নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ বিতরণ উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার অতিরিক্ত উপ পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন। বায়ারের টেরিটরি অফিসার কৃষিবিদ সুব্রত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান। অনুষ্ঠানে এসএপিপিও আব্দুল গনি, বায়ারের ডিস্টিবিউটার শরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১১ ইউনিয়নের ৩৩৩ জন কৃষককে ৩ কেজি করে তেজগোল্ড হাইব্রিড ধানের বীজ প্রদান করা হয়। -

আশাশুনির বাহাদুরপুরে সড়ক নির্মাণ কাজ পরিদর্শন
আশাশুনি ব্যুরো: আশাশুনির কুল্যা ইউনিয়নের বাহাদুরপুরে সড়ক নিমাণ কাজ পরিদর্শণ করেছেন কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। বৃহস্পতিবার সকালে তিনি উক্ত পরিদর্শন করেন। কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর মোড় হতে আগরদাড়ী গামী রাস্তায় কার্পেটিং এর কাজ চলছে। এলজিইডির তত্ত্বাবধানে ১ হাজার ৭৫০ মিটার সড়কের নির্মাণ কাজ করা হচ্ছে। কাজে বরাদ্দ হয়েছে ৬৩ লক্ষ টাকা। কাজের অবস্থা ও সার্বিক বিষয় সম্পর্কে খোঁজখবর নিতে সরেজমিন গমন করেন কুল্যা ইউপি চেয়ারম্যান । এ সময় তিনি সড়কে ব্যবহৃত বিটুমিন, পিচ, খোয়ার অবস্থাসহ সার্বিক বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট দায়িত্বরতদের সাথে কথা বলেন। -

আশাশুনিতে এ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা
আশাশুনি ব্যুরো: আশাশুনিতে পূনঃর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে এ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন এর উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ সভার আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহর সভাপতিত্বে সভায় উপজেলার জোন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/প্রতিনিধিদের অংশ গ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কোভিট-১৯ পরিস্থিতিতে ২০২০ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে এসাইনমেন্ট ও মূল্যায়ন নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রতিষ্ঠানের কোন ছাত্রছাত্রী নিকট থেকে কোন প্রকার টাকা গ্রহন না করা, ছাত্রছাত্রী/অভিভাবকদের খবর দিয়ে প্রতিষ্ঠানে নিয়ে প্রশ্নপত্র সরবরাহ করা সহ পরীক্ষা গ্রহনের নিয়ম কানুন নিয়ে আলোচনা করা হয়। -

খুলনায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরষ্কার বিতরণ
অনলাইন ডেস্ক: ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াডের খুলনা জেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এবারের প্রতিপাদ্য খাদ্য নিরাপত্তা: বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার’।
প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক করে গড়ে তুলতে হবে। সর্বস্তরে বিজ্ঞান সচেতনতা সৃষ্টি ও তরুণ প্রজন্মের প্রযুক্তি কেন্দ্রীক উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে। বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির। তথ্যপ্রযুক্তির প্রসারের ফলে মানুষের জীবন হয়ে উঠেছে গতিময়। নতুন প্রজন্মকে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে হবে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোছাঃ শাহানাজ পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ, জেলা শিক্ষা অফিসার খো. রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। পরে সিটি মেয়র বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। -

দেবহাটার ভোটার সমস্যা সমাধানপূর্বক উপজেলা উপ-নির্বাচনের তফশীল ঘোঘণার আবেদন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ভোটার সমস্যা সমাধানপূর্বক উপজেলা উপ-নির্বাচনের তফশীল ঘোঘনার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করা হয়েছে। গত ৪ নভেম্বর ঢাকার আগারগাওস্থ নির্বাচন কমিশনারের সচিবালয়ে এই আবেদনপত্রগুলি প্রদান করা হয়। আবেদনগুলো পৃথক পৃথকভাবে প্রদান করেছেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আরমান হোসেন, সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য হাফিজুর রহমান ও পারুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল্লাহ গাজী। উক্ত ৪ জনপ্রতিনিধির দাখিল করা আবেদনপত্রে দেবহাটা উপজেলার ভোটারদের স্থানান্তর সমস্যা সমাধানপূর্বক উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফশীল ঘোষণার জন্য দাবী জানানো হয়েছে। উক্ত আবেদনপত্রগুলো নির্বাচন কমিশন সচিবালয় থেকে গ্রহন করা হয়েছে যার রিসিভের ক্রমিক ১০১৩৪, ১০১৩৫, ১০১৩৬ ও ১০১৩৮।
আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, দেবহাটা উপজেলা বেশ কিছু জনগন দীর্ঘদিন যাবৎ ভোট প্রদানের ক্ষেত্রে কতিপয় সমস্যার সম্মুখীন হচ্ছে। ভোট প্রদান নাগরিক অধিকার। তাই এ অধিকার ভোগে সমস্যার সম্মুখীন হওয়া মৌলিক অধিকার লঙ্ঘন বলে মনে হয়। দেবহাটা উপজেলার ভোটারদের ভোট প্রদানের ক্ষেত্রে এ সকল জটিলতা নিরসনকল্পে কতিপয় গুরুত্বপূর্ন সমস্যা যেমন ১. সাম্প্রতিক সময়ে জলাবদ্ধতা নিরসনের জন্য দেবহাটা-আশাশুনির উপর দিয়ে প্রবাহিত সাপমারা খাল খননের ফলে বেশ কিছু সংখ্যক পরিবার গৃহহীন হয়ে পড়ে। তারা পরিবার পরিজন নিয়ে জীবন যাপনের তাগিদে তাদের ঘরবাড়ি স্থানান্তর করে। নতুন আবাসস্থলে ঐ সকল পরিবার অদ্যাবধি ভোটার স্থানান্তর করতে পারিনি। আবার অনেক পরিবার ভোটার স্থানান্তর আবেদন করেছেন, যা এখনো প্রক্রিয়াধীন আছে। ২. মহামারী করোনার কারনে সারা দেশের ন্যায় দেবহাটা উপজেলার বাহিরে কর্মরত এক বিশাল সংখ্যাক জনগোষ্ঠি কর্মহীন হয়ে পড়ায় তারা বাচার তাগিদে তাদের স্থায়ী ঠিকানায় বসবাস করা শুরু করেছে এবং তারা তাদের অনেকে ভোটার স্থানান্তরের আবেদন করেছেন, যা এখনো প্রক্রিয়াধীন আছে। ৩. দেবহাটা উপজেলার পাশ দিয়ে সীমান্তবর্তী ইছামতি নদী প্রবাহিত। এ নদীর তীরবর্তী নাংলা, ছুটিপুর, কোমরপুর, সুশীলগাতী ও ভাতশালা গ্রামের ভেড়ীবাধ ভাঙ্গনের ফলে এ সকল গ্রামে বসবাসকারী লক্ষাধিক জনগন চরম দুশ্চিন্তা আর অনিশ্চয়তার মাঝে বসবাস করছে। এ অবস্থায় তাদেরকে ভোট অভিমুখী করতে ব্যর্থ হবে মর্মে তাদের ধারনা।
সবদিক মিলিয়ে জনস্বার্থ সংশ্লিষ্ট উল্লেখিত সমস্যাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে সমাধানপূর্বক নির্বাচনী তফশীল ঘোষনার জন্য আবেদনে উল্লেখ করা হয়েছে। দেবহাটা উপজেলা দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলাম ইতোপূর্বে প্রধান নির্বাচন কমিশনার বরাবর করা এমন একটি অভিযোগের অনুলিপি পেয়েছেন বলে জানান। -

সাতক্ষীরায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের কৃষকের মাঠ পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় কৃষকের মাঠ পরিদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার (৫নভেম্বর) এসএসিপি প্রকল্পের অর্থায়নে ও কৃষিগবেষণা কেন্দ্র বেনারপোতা সাতক্ষীরা সহযোগিতায় ঘেরের বাঁধে সবজি চাষ, গ্রীষ্মকালীন টমেটো, বিএআরআই উদ্ভাবিত আম ও মাল্টার মাতৃবাগান সরেজমিনে পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসা: তাজকেরা খাতুন। পরিদর্শনের সময় কৃষি মন্ত্রালয়ের যুগ্ন সচিব কৃষকদের সাথে সবজি চাষের বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করেন এবং তাদের কাজের প্রশংসা করেন এবং কৃষি বান্ধব সরকারের কৃষি সংক্রান্ত বিভিন্ন সহযোগি তার কথা তুলে ধরে উৎসাহ প্রদান করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বেনারপোতার কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মোশাররফ হোসেন। তিনি এ প্রকল্পের আওতায় বিগত খরিফ-১ ও খরিফ-২ মৌসুমে সম্পাদিত কাজের বিবরণ তুলে ধরেন এবং আসন্ন রবি মৌসুমে গৃহীত গবেষণা কর্মসূচী অবহিত করেন। এ সময় তিনি এসএসিপি প্রকল্পের অর্থায়নে অত্র কেন্দ্রে স্থাপিত গ্রীষ্মকালিন টমেটোর মাঠপরিদর্শন করে সন্তোষ প্রকাশকরেন এবং এর চাষ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত আরও ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মো: নুরুলইসলাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী খুলনার উপ-পচিালক কৃষিবিদ মো: হাফিজুর রহমান এছাড়া বিএডিসি ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -

সাতক্ষীরায় ‘মানবতার দেওয়াল’ নামক মানবিক কর্মকান্ডের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় যাত্রা শুরু করলো ‘মানবতার দেওয়াল’ নামের এক মানবিক কর্মকান্ড। ইউনাইটেড সাতক্ষীরা ফেসবুক গ্রুপ এই কর্মকান্ড বাস্তবায়ন করে। জানা যায়, ইউনাইটেড সাতক্ষীরা গ্রুপের এডমিন উম্মে ফোয়ারা রানি, অসহায় ও বঞ্চিত মানুষের জন্য এমন একটি উদ্যোগ নেন। উদ্যোগটি সকলের সহযোগিতায় বাস্তবে রূপ নিলো। বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা জজকোর্টের উত্তর পার্শ্বের দেওয়ালে ‘মানবতার দেওয়াল’এর কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কমিটির চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা। মানবতার দেওয়ালে লেখা রয়েছে ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান, প্রয়োজনীয় কিছু পেলে নিয়ে যান’। এ সময় উপস্থিত ছিলেন মডারেটর, মুজাহিদুল ইসলাম মডারেটর সোহাগ হাসান, মডারেটর জুয়েল আরিফুজ্জামান অয়ন, হোসেন আলী, ইব্রাহিম খলিল প্রমুখ । -

কলারোয়ায় আওয়ামী লীগের ৯ সদস্যকে অব্যাহতি প্রদানের ঘোষণা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর ভাদিয়ালি গ্রামের আওয়ামী লীগের ৯সদস্যকে তাদের পদ থেকে অব্যাহতিদানের ঘোষণা দিয়েছে দলটির ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। গত বুধবার সন্ধ্যায় ওই ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ এক সমাবেশে এ ঘোষণা দেন।
এ সময় লিখিত পত্রে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ রকিব জানান-সোনাবাড়িয়ার ২নং ওয়ার্ড উত্তর ভাদিয়ালি আওয়ামী লীগের সদস্য আলাউদ্দীন সরদার, আশরাফুল ইসলাম, ছোট্ট, কামাল হোসেন, রাশেদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, রেজাউল ইসলাম, তৌহিদুল ইসলাম আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে ঢুকে এলাকায় ত্রাস সৃষ্টি করে চলেছে।
এছাড়া তারা কোন কারণ ছাড়াই এলাকার সাধারণ মানুষদের ধরে পিটিয়ে ও কুপিয়ে জখম করছে। উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এমনকি তারা জামায়াত-শিবিরের সাথে সম্পৃক্ত থেকে দলকে ক্ষতিগ্রস্থ করার পায়তারা করে আসছে। সম্প্রতি এ সংক্রান্ত এক জরুরি মিটিং ডাকা হয়।
সেখানে উপস্থিত সকলে জানায়, ওই ৯ সদস্য শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত, হামলা ও একাধিক মামলার আসামি হওয়া মাদকসেবী ও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় তাদের দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলে দলের কার্যক্রম স্থবির হয়ে পড়বে। তাই তাদের ৭ কর্ম দিবসের মধ্যে বহিস্কারকৃতদের আত্মপক্ষ সমর্থনের জন্য কেন তাদের বহিস্কার করা হইবে না সে মর্মে কারণ দর্শানোর জন্য বলা হয়। কিন্তু তারা কারণ দর্শানোর প্রতিউত্তরে সন্তোষজনক কোন জবাব না দেওয়ায় স্বয়ংক্রিয়ভাবে তাদের সদস্য পদ বাতিল হইয়াছে মর্মে বিবেচিত হইবে।
এ কারণে বুধবার সন্ধ্যায় ভাদিয়ালি ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এক সমাবেশে তাদের ৯ সদস্যকে অব্যাহতির বিষয়টি তুলে ধরা হয়েছে। এখন থেকে তারা আর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পদ দাবী করতে পারবে না। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন-উত্তর ভাদিয়ালী ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক জুলু, ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, আওয়ামী লীগনেতা আয়জুল ইসলাম, সহ-সভাপতি আঃ হাকিম, শাহিনুজ্জামান, প্রচার সম্পাদক আমিনুর রহমান, আওয়ামী লীগনেতা আঃ খালেক, গনেশ দাস, আঃ লতিফ, সোহরাব হোসেন, কেসমত, আঃ মমিন, আঃ রহিম, আলফাজ, বিলায়েত, ফারুক, রবিউল, রেজাউল ইসলাম, আছাফুর, আসাদুজ্জামান, আঃ করিম, সিরাজুল ইসলাম, কামরুজ্জামান প্রমুখ। -

পরিকল্পনা ও সেবা প্রদান সংক্রান্ত মূল্যায়নে তালার ভাইস চেয়ারম্যান পাঁপড়ি ১ম
বিশেষ প্রতিবেদক,তালা: উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের পরিকল্পনা ও সেবা প্রদান সংক্রান্ত মৌলিক প্রশিক্ষণে পরিকল্পনাপত্র মূল্যায়নে ১ম পুরস্কারটি পেলেন সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কৃষিবিদ মুরশীদা পারভীন পাঁপড়ি। সোমবার (২ অক্টোবর) পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ায় প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে মূল্যায়ন শেযে প্রধান অতিথি (আর,ডিএ’র পরিচালক একমাত্র বিজয়ী হিসাবে মুরশীদা পারভীন পাঁপড়ির হাতে পুরস্কারটি তুলে দেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে “একটি গ্রামকে কিভাবে দারিদ্র মুক্ত করতে পারি” এ বিষয়ের উপর অংশগ্রহণকারীদের নিকট বাস্তবায়নযোগ্য বা বাস্তবসম্মত পরিকল্পনা আহবান করা হয়। পেশকৃত পরিকল্পনাপত্র সমূহ মূল্যায়ন শেষে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। যাতে অংশগ্রহণকারী ছিলেন তার মধ্যে ৬টি উপজেলার, উপজেলা চেয়ারম্যান সহ উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, ভাইস চেয়ারম্যানগণ, উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ মোট ৭২ জন।
মুরশীদা পারভীন পাঁপড়ী বলেন,উপজেলার একটি সুনির্দিষ্ট গ্রাম বা ওয়ার্ডকে কিভাবে দারিদ্র্য মুক্ত করা যায় সবাইকে তার বাস্তবসম্মত সুনির্দিষ্ট উপায় বা বাস্তবায়নযোগ্য পরিকল্পনাধারা সমূহ অ্যাসাইনমেন্ট আকারে দিতে হবে। সবচেয়ে যেটা সবচেয়ে বাস্তবসম্মত ও সঠিক হবে তার মধ্য থেকে একজনকে পুরস্কৃত করা হবে।সেই পুরষ্কারটি আমি পেয়েছি। তালা উপজেলার জনগণই আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে, তাই আমি মনে করি এ প্রাপ্তি ,সম্মান ও গৌরব তালা উপজেলাবাসীর। -

তালা সদরে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী পথসভায়
বিশেষ প্রতিবেদক, তালা: উন্নয়ন,সুশাসন ও বিপদে আপদে পাশে পেতে সাতক্ষীরা জেলার তালা সদও ইউনিয়নে পুনরায় চেয়ারম্যান হিসেবে সাংবাদিক এসএম নজরুল ইসলামকে চায় ইউনিয়নবাসী। তালা ব্রীজ মোড় নামক বাজারে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন বক্তরা। গতকাল রাতে তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা অফিসার গাজী আব্দুল জলিল এর সভাপত্বিতে পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি, তালা সদরের সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস,এম নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন, ধর্মীয় নেতা শ্রী মৃত্যুজ্ঞয় সাধু, জাপানেতা সাংবাদিক এস,এম জাহাঙ্গীর হাসান, মীর কাইয়ুম ইসলাম ডাবলু, শেখ হাবিবুর রহমান, মোঃ ইকবল হোসেন শেখ, শেখ হাসেম আলী প্রমুখ। সভায় চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস,এম নজরুল ইসলাম সকলের নিকট দোয়া কামনা করেন।
বক্তরা বলেন, বিগত ৫ বৎসর তালা ইউনিয়নে নজির বিহীন উন্নয়ন ও সকল মানুষের বিপদে আপদে সকল সময় সাথে থাকা তালার বন্যার পানি নিষ্কাশনে তালা ডুমুরিয়া সিমান্তের সরকারী খালের উপর বাঁধ অপসারন করে ব্রীজ নির্মান, গ্রামে বিদ্যুৎ সেবা পৌছে দেওয়া সহ গ্রমের রাস্তা, মসজিদ-মন্দিরের উন্নয়ন, সরকারী টিআর প্রকল্পের টন টন চাউল অনুদান প্রদান। তালা সদর ইউনিযন পরিষদের দৃষ্টিনন্দন বাউন্ডারি ওয়াল ও গেট নির্মান সহ নজির বিহিন উন্নয়ন করেছেন সাংবাদিক এসএম নজরুল ইসলাম। জনগনের কাছে তার গ্রহন যোগ্যতা রয়েছে।তাই তালা সদর ইউনিয়নে উন্নয়ন ও সুশাসন ফিরে পেতে সাংবাদিক নজরুল ইসলাম কে বিজয়ী করুন। -

র্যাব-৬ কর্তৃক ১ কেজি গাঁজা সহ ১ আসামী গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়মিত মাদক দ্রব্য ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৪ নভেম্বর ২০২০ ইং তারিখ আনুমানিক ১৬.১০ ঘটিকার সময় সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন সঙ্গীতা এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তাহার নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা জেলার সদর থানাধীন সাতক্ষীরা পৌরসভাস্থ সঙ্গীতার মোড়ে ড়ঢ়ঢ়ড় শো-রুমের সামনে ফাঁকা যায়গায় রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ মোহন গাজী (১৮), পিতা-মোঃ মোকছেদ আলী, সাং-ঘোষপাড়া, থানা ও জেলা- সাতক্ষীরাকে ০১ (এক) কেজি গাঁজা, মোবাইল-০১ টি এবং সিমকার্ড-০২ টি সহ হাতে নাতে গ্রেফতার করিতে সক্ষম হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মামলা নং-০৯, তাং-০৪/১১/২০২০ইং রুজু করা হয়। -

ফেনসিডিল ও কেজি গাজা সহ জেলায় ২১ আসামী গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় ১৪০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাজা সহ ২১ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে উক্ত মাদকদ্রব্য ও আসামীদের আটক করা হয়। সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ১৪ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাজা সহ ৩ আসামী এবং কলারোয়া থানা পুলিশের অভিযানে ১২৬ বোতল ফেনসিডিল সহ এক আসামীকে আটক করা হয়। এছাড়া তালা কলারোয়া থানা পুলিশের অভিযানে এক আসামী, কালিগঞ্জ কলারোয়া থানা পুলিশের অভিযানে ৩ আসামী, আসামী কলারোয়া থানা পুলিশের অভিযানে ৫ আসামী, দেবহাটা কলারোয়া থানা পুলিশের অভিযানে ৪ আসামী ও পাটকেলঘাটা কলারোয়া থানা পুলিশের অভিযানে ৪ জন আসামীকে আটক করা হয়। আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। -

শ্যামনগরে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ
মশাল ডেক্স: শ্যামনগর উপজেলা সদরে শতবর্ষী ঐতিহাসিক নকিপুর সরকারি এইচ.সি (হরিচরণ) পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ফটক সংলগ্ন স্থানে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ড. মুহাঃ আব্দুল মান্নান এর বিরুদ্ধে। অবৈধভাবে দোকান ঘর নির্মাণের কাজ বন্ধ চেয়ে ভূক্তভোগী মোঃ রহমত আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) বরাবর অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে রহমত আলী বলেন, ইং- ২০১০-১১ সালে স্কুল পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত মতে যথাযথ প্রক্রিয়ায় নিজ নামে দোকান ঘর বরাদ্দ গ্রহণ করি। পরবর্তীতে দোকান ঘরের ভীত নির্মাণ করি। হঠাৎ অর্থনৈতিক সংকটের কারণে দোকান ঘর নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। ইতোমধ্যে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ড. মুহাঃ আব্দুল মান্নান প্রভাব খাটিয়ে আমার নির্মাণকৃত ভীতের উপরে দোকানঘ র নির্মাণ করিতেছে।
প্রতিষ্ঠানের প্রধান হয়ে প্রভাব খাটিয়ে অন্যের নির্মাণকৃত দোকানঘরের ভীতের উপরে জোর পূর্বক দোকানঘর নির্মাণ করার বিষয়টি স্থানীয় সূধী সমাজের মধ্যে বিরুপ আলোচনা চলছে। তাছাড়া জায়গাটি স্কুলের ভোগ দখলীয়। ওই জায়গায় দোকানঘর তৈরী হলে স্কুল প্রতিষ্ঠানের সৌন্দর্য্য নষ্ট হবে বলে স্থানীয়দের অভিমত।
এ বিষয়ে প্রধান শিক্ষক ড. মুহা আব্দুল মান্নান বলেন, আমি জেলা পরিষদ হতে ডি.সি.আর নিয়ে দোকানঘর নির্মাণ করিতেছি। এ ব্যাপারে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী বলেন, দোকানঘরের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এ ব্যাপারে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী বলেন, অভিযোগ পেয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। -

সাতক্ষীরায় টিসিবির পণ্য আত্মসাৎ, ডিলার সিরাজুল গ্রেফতার
By SK Ferdous On নভে ৪, ২০২০ 0৩৭1313
জহুরুল কবীর:
সাতক্ষীরায় টিসিবির পন্য সাধারন মানুষের মাঝে যা দেয়ার কথা তা না দিয়ে আত্মসাৎ করে বাজারে উচ্চ মুল্যে বিক্রির অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ডিলার সিরাজুল ইসলামকে আটক করেছে। বুধবার সকালে শহরের আব্দুর রাজ্জাক পার্কে পন্য দেয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন।
স্থানীয়রা অভিযোগ করেন, তার বিরুদ্ধে টিসিবি পন্য নিয়ে নয় ছয়ের অভিযোগ বহুদিনের। শহরের শহীদ আব্দুর রাজ্জাক রাত থেকে সকাল পর্যন্ত তীর্থের কাকের মত লাইনে দাঁড়িয়ে থাকে মধ্যবিত্ত মানুষ পন্য ক্রয়ের জন্য। অথচ পণ্য ক্রয় না করতে পরে অবশেষে ফিরে যায় খালি হাতে। অল্প কিছু লোককে মালামাল দিয়েই শেষ হয়ে গেছে বলে জানিয়ে দেন ডিলার।
এই ভোগান্তির অবসান ঘটাতে টিসিবি ডিলার আয়ুব এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী সিরাজুল ইসলামকে হাতেনাতে আটক করে পুলিশ। সাধারণ মানুষের মাঝে যে পরিমান টিসিবি পন্য বিক্রির কথা তিনি তা না দিয়ে তার প্রায় অর্ধকের বেশী আত্মসাৎ করে তিনি দীর্ঘদিন ধরে বাজারে উচ্চ মুল্য বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছেন ভুক্তভুগীরা।
পণ্যের বরাদ্দ পত্র অনুযায়ী বুধবার তালিকায় চিনির পরিমান ৩০০ কেজি থাকার কথা থাকলেও স্পটে গিয়ে দেখা যায় রয়েছে মাত্র ১৯৪ কেজি, যা পরিমান ১০৬ কেজি কম। একই ভাবে মসুরের ডাল ৭০০ কেজি থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ২০২ কেজি, যা পরিমান ৪৯৮ কেজি কম। পেঁয়াজ ৭০০ কেজি থাকার কথা থাকলে রয়েছে মাত্র ৪১৩ কেজি, যা পরিমান কম ২৮৭ কেজি। সোয়াবিন তেল ৮০০ লিটার থাকার কথা থাকলেও রয়েছে ৭৪০ লিটার, যা পরিমান কম রয়েছে ৬০ লিটার।
অভিযুক্ত ডিলার সিরাজুল ইসলাম জানান, মালামাল নিয়ে আসার পথে জেলা নাজির ও সিটি কলেজের মোড়ে কিছু লোকজনের মালামাল দিয়ে এসেছি যার ফলে নির্ধারিত মালামাল থেকে কিছু কম দেখাচ্ছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন জানান, অনেক দিন থকই খবর পাচ্ছিলাম জনগনর কাছ বিক্রির জন্য নির্ধারিত পরিমান পেঁয়াজ, চিনি, তেলসহ বিভিন্ন মালামাল নিয়ে আসার কথা থাকলেও কম পরিমান মালামাল এনে অর্ধকের বেশী জনগনকে খালি হাতে ফেরত দিচ্ছিলো টিসিবি ডিলার আয়ুব এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী সিরাজুল ইসলাম।
সেই খবরের ভিত্তিতে বুধবার সকালে পুলিশ স্পটে অবস্থান নেয় এবং প্রথম কি পরিমান মালামাল থাকার কথা সেই তালিকা নেন এবং আছে কি পরিমান তা চেক করে ডিলারের বিশাল কারসাজি ধরে ফেলেন তিনি। এটি সরাসরি জনগন ও রাষ্ট্রের সাথে প্রতারণা। রাষ্ট্র ও জনগনের সাথে এই প্রতারণার জন্য এ ডিলারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থ্য গ্রহনের প্রক্রিয়া চলছে বলে তিনি আরো জানান।
-

এক কেন্দ্রে ট্রাম্প অন্যটিতে বাইডেন জয়ী
এক কেন্দ্রে ট্রাম্প অন্যটিতে বাইডেন জয়ী
যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তের কাছাকাছি নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডিক্সভিল নচ শহরের একটি কেন্দ্রের ভোট গ্রহণ ও গণনা শেষ হয় রাতের প্রথম প্রহরেই। কেন্দ্রে পাঁচটি ভোট পড়েছে। এর সব কটি ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। খবর নিউইয়র্ক টাইমসের।
ঐতিহ্য অনুযায়ী ডিক্সভিল নচ নামের এলাকার ভোটাররা গতকাল সোমবার মধ্যে রাতে ভোট দিতে ব্যালসামস রিসোর্টে যান। আজ মঙ্গলবার রাতের প্রথম প্রহরে একটি কক্ষে গিয়ে প্রত্যেকে ভোট দেয়া শুরু করেন।
২০১০ সালের পরিসংখ্যান থেকে জানা যায়, ডিক্সভিল নচ ১২ জন বাসিন্দার একটি ছোট্ট শহর। মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটের মধ্যেই কেন্দ্রের ফলাফল জানিয়ে দেওয়া হয়। এই কেন্দ্রে পাঁচটি ভোট পড়েছিল। পাঁচটি ভোটই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন।
কাছেই মিসফিল্ড নামের একটি এলাকায় একটি কেন্দ্রে একইভাবে ২১টি ভোট পড়ে। এ কেন্দ্রে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৬ ভোট এবং বাইডেন পেয়েছেন ৫ ভোট।
উল্লেখ্য, হ্যাম্পশায়ার রাজ্যের সেই এলাকায় সোমবার মধ্যরাতের পর ভোট নিয়ে ঐতিহ্য রক্ষা করা হয়েছে।