Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
বিশেষ সংবাদ Archives - Page 32 of 74 - Daily Dakshinermashal

Category: বিশেষ সংবাদ

  • টিকা কিনতে সাড়ে ১৪ হাজার কোটি টাকা সংস্থানের উদ্যোগ

    টিকা কিনতে সাড়ে ১৪ হাজার কোটি টাকা সংস্থানের উদ্যোগ

    দেশের ৮০ ভাগ মানুষ টিকা পাবেন

    মশাল অলাইন ডেস্ক: করোনা ভাইরাসের টিকা কিনতে প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা সংস্থানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই অর্থ সংগ্রহে দাতা সংস্থার সহায়তার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে সরকার। এছাড়া আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটেও টিকা কিনতে বরাদ্দ বাড়ানোর কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পাঁচ ধাপে দেশের ৮০ শতাংশ মানুষ করোনাভাইরাসের বিনামূল্যের টিকা পাবেন। ইতোমধ্যে বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম ধাপের টিকা কার্যক্রম শুরু হয়েছে। টিকার প্রাথমিক সফলতায় দেশের সাধারণ মানুষ এখন এই ভ্যাকসিন নিতে এগিয়ে আসছে। বাড়ছে টিকা গ্রহণে আগ্রহী নিবন্ধনকারীর সংখ্যা। এতে করে করোনাভীতি দূর করে সাধারণ জনগণ অর্থনৈতিক কর্মকাণ্ডে আবার ফিরে আসছেন। ফলে জীবন বাঁচানোর পাশাপাশি এই টিকার অর্থনৈতিক গুরুত্ব এখন অনেক বেশি বলে মনে করা হচ্ছে।

    জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ শুরু করেছে। সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাধ্যমে বিভিন্ন উন্নয়ন সহযোগীর নিকট অর্থায়নের অনুরোধ জানানো হয়। এছাড়া করোনার টিকা কিনতে অর্থ বিভাগ বাজেট থেকে ১ হাজার ৪৫৫ কোটি টাকা ছাড় করেছে। এর পাশাপাশি বিশ্বব্যাংক টিকা ক্রয়ে আরও ৫০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৪ হাজার ২৪০ কোটি টাকা (প্রতি ডলার সমান ৮৪ দশমিক ৮০ টাকা ধরে) দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যা দিয়ে দেশের আরও ৩১ শতাংশ জনগণ টিকার আওতায় আসবে। বাকি ৪০ শতাংশ নাগরিকে টিকার আওতায় আনতে উন্নয়ন সহযোগীদের নিকট থেকে অর্থ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইআরডি।

    দাতা সংস্থাগুলোর কাছ থেকে প্রয়োজনীয় অর্থের সংস্থান সম্ভব না হলে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সম্প্রতি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, টিকা নিতে সক্ষম এরকম প্রতিটি নাগরিককে সরকার করোনার টিকা দিবে। এলক্ষ্যে প্রয়োজনীয় অর্থ সংস্থানের উদ্যোগ রয়েছে। তিনি বলেন, সারা পৃথিবীতে করোনার টিকা দেয়া হচ্ছে। আমরা পিছিয়ে থাকব কেন? আমাদের দেশের সবার করোনার টিকা নেয়া উচিত। করোনার কারণে সারা বিশ্বে অস্থিরতা বিরাজ করছে। একটি খারাপ সময় পার করছে বিশ্ববাসী। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে টিকার কোন বিকল্প নেই।

    জানা গেছে, সম্প্রতি করোনার টিকা ক্রয়ে উন্নয়ন সহযোগীদের নিকট থেকে অর্থায়ন সংগ্রহের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংশ্লিষ্টদের নিয়ে মন্ত্রণালয়ে সভা করেছেন। ওই সভার কার্যপত্র সূত্রে জানা গেছে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ ও বাস্তবায়ন পরিকল্পনা অনুযায়ী দেশের মোট জনগণের ৮০ শতাংশকে ভ্যাকসিন তথা টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে টিকাদান কার্যক্রমের প্রথম ধাপ চলছে। ভারতের সেরাম ইনস্টিটিউটে প্রস্তুতকৃত যুক্তরাজ্যের অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’র তিন কোটি ডোজের প্রয়োগে প্রায় ৯ শতাংশ নাগরিক টিকার আওতায় আসবে। এ জন্য অর্থ বিভাগ বাজেট থেকে ১ হাজার ৪৫৫ কোটি টাকা ছাড় করা হয়। দেশের সকল মানুষকে টিকার আওতায় আনতে ভ্যাকসিন ক্রয় ও অপারেশনাল কস্ট বাবদ ১ হাজার ৬৭২ মিলিয়ন ডলার বা ১৪ হাজার ১৬১ কোটি টাকা প্রয়োজন হবে। তবে ভ্যাকসিনের দাম কম বা বাড়ার ওপর এ টাকার পরিমাণ নির্ভর করবে। বড় অঙ্কের এই অর্থ সংস্থানে দাতা সংস্থাগুলোর কাছে অর্থ সহায়তা চাওয়া হয়। তবে এক্ষেত্রে এগিয়ে না আসে তাহলে ভ্যাকসিন ক্রয়ে সরকার বাজেট থেকে টাকা দেবে। বর্তমানে বাংলাদেশকে বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সহজ শর্তে আর্থিক সহায়তা বা ঋণ দিতে চাচ্ছে। তাই সরকার তাদের নিকেট থেকে সহায়তা গ্রহণের চেষ্টা করছে। চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে সরকার করোনার টিকা কিনা ও এ সংক্রান্ত সরঞ্জামাদি ক্রয়ে ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ রেখেছে। আগামী বাজেটেও করোনার টিকা কিনতে থোক বরাদ্দ দেয়া হবে।

    টিকা কিনতে দাতা সংস্থার সহায়তা চাওয়া হয়েছে ॥ করোনার টিকা কিনতে জাপান সরকার (জাইকা) স্বাস্থ্য সেবা বা শিক্ষার উন্নয়নের লক্ষ্যে ৩০০ থেকে ৩৫০ বিলিয়ন ডলার তথা ২৮৪৪ থেকে ২ হাজার ৯৬৮ কোটি টাকা ঋণ (বাজেট সাপোর্ট) চাওয়া হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক কর্তৃক গঠিত ‘এশিয়া ভ্যাকসিন এ্যান্ড ফ্যাসিলিটি’ তহবিল হতে ভ্যাকসিন ক্রয় ও স্বাস্থ’্য সেবা ব্যবস্থাপনা শক্তিশালীকরণের জন্য ৫০০ মিলিয়ন ডলার ঋণের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। জাইকার বাজেট সাপোর্টের আওতায় ঋণ চুক্তি স্বাক্ষরের পূর্বে কিছু এ্যাকশন প্ল্যান চূড়ান্ত করতে হবে। পাশাপাশি অর্থ ছাড়ের পূর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে কিছু ‘পলিসি এ্যাকশন’ অর্জন করতে হবে। সম্প্রতি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ৫০০ মিলিয়ন ডলার ঋণ হিসেবে দিতে আগ্রহ প্রকাশ করেছে। এদিকে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি (এএফডি) স্বাস্থ্য খাতে অর্থায়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এসব উৎসসমূহ থেকে প্রয়োজনীয় ৪০ শতাংশ নাগরিকের জন্য টিকার অর্থ মেটানো সম্ভাব। বাজেট সাপোর্টের আওতায় প্রদত্ত সহায়তা সরাসরি অর্থ বিভাগ পাবে। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে নির্ধারিত পলিসি এ্যাকশন বাস্তবায়নের জন্য অর্থ বিভাগ থেকে প্রয়োজনানুযায়ী অর্থ বরাদ্দ দেয়া হবে। স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য) কাজী জেবুন্নেছা বেগম বলেন, প্রতিটি অর্থায়নই উন্নয়ন সহযোগী থেকে ঋণ হিসেবে প্রদান করার কথা বলা হয়েছে। সুতরাং বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খারূপে বিশ্লেষণ করে নেয়া প্রয়োজন।

    পাঁচ ধাপে প্রায় ১৪ কোটি মানুষ টিকা পাবেন ॥ পাঁচ ধাপে দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ, অর্থাৎ ১৩ কোটি ৮২ লাখ ৪৭ হাজার ৫০৮ জন মানুষকে করোনাভাইরাসের টিকা দেয়া হবে। তিন ভাগে মোট পাঁচ ধাপে এসব টিকা দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। ইতোমধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটে প্রস্তুতকৃত যুক্তরাজ্যের অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’র তিন কোটি ডোজ থেকে প্রাথমিক পর্যায়ে টিকাদান কার্যক্রম শুর হয়ে গেছে। এর মধ্যে ৫০ লাখ ডোজ গত ২৫ জানুয়ারি বাংলাদেশে পৌঁছেছে। এর আগে ২১ জানুয়ারি ২০ লাখ ডোজ কোভিশিল্ড বাংলাদেশকে উপহার পাঠায় ভারত সরকার। সব মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের হাতে রয়েছে ৭০ লাখ ডোজ টিকা রয়েছে। এছাড়া আর কোন ভ্যাকসিন ক্রয়ে চুক্তি করেনি সরকার। বর্তমানে টিকাদান কর্মসূচী চলমান রয়েছে।

    করোনা মোকাবেলায় স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ ॥ প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলতি বাজেটে ১০ হাজার কোটি টাকার একটি জরুরী তহবিল গঠন করা হয়েছে। করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হওয়ায় এই বরাদ্দের পরিমাণ দ্বিগুণ করা হতে পারে। সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে ভ্যাকসিন আমদানিতে। এলক্ষ্যে অর্থ সংস্থানে বিদেশী দাতা সংস্থাগুলোর ঋণ সহায়তা ও অনুদান চাওয়া হয়েছে। বিশ্বব্যাংক, আইএমএফ এবং এডিবি করোনার টিকা আমদানিতে অর্থ সহায়তা দিচ্ছে। জানা গেছে, করোনা পরিস্থিতি উত্তরণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও নতুন নতুন হাসপাতাল করাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। করোনা নিয়ে গবেষণার পাশাপাশি নির্ধারিত বরাদ্দের পরেও যদি প্রয়োজন হয় তাহলে জরুরী প্রয়োজনে সিসিইউ, আইসিইউ, আইসোলেশন ওয়ার্ড চালু, সহায়ক স্বাস্থ্যসেবা (সাপোর্ট কেয়ার), করোনাভাইরাস পরীক্ষার জন্য কিট (সরঞ্জাম) এবং বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ে এ টাকা ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে করোনা চিকিৎসায় ব্যবহার হয় এমন সব পণ্য আমদানিতে শতভাগ শুল্ক ছাড়ের সুবিধা পাবেন এ শিল্পের উদোক্তারা। ওষুধ উৎপাদন ও বিপণনে থাকছে সব ধরনের ট্যাক্স ও ভ্যাট সুবিধা। কিছু শর্ত সাপেক্ষে হাসপাতালে করোনা চিকিৎসার ওষুধ ও সেবা সামগ্রী সম্পূর্ণ ফ্রি দেয়া হবে। ওষুধের দাম নিয়ন্ত্রণ ও করোনা রোগের চিকিৎসা সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে আগামী বাজেটে এসব সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার।

  • নৌকা ডুবির কারণ অনুসন্ধানে নেতা-কর্মীরা

    নৌকা ডুবির কারণ অনুসন্ধানে নেতা-কর্মীরা

    সাতক্ষীরায় আওয়ামী লীগের জামায়াত বিএনপি’র ভোট ব্যাংক ভাঙার শক্তি নেই, নৌকা প্রতীকে ভোট না করে ব্যক্তি হিসেবে ভোট করলে আমি হয়তো বা বেশি ভোট পেতাম

    -নাসেরুল হক
    • তিনটি চোরাচালানি সিন্টিকেট আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে কাজ করেছে। আওয়ামী লীগের একটি বড় অংশের ভোট নারিকেল গাছ প্রতীকে পড়েছেফিরোজ কামাল শুভ্র
    • দলীয় নেতা কর্মীদের সমন্বয়হীনতা ও আন্তরিকতার ঘাটতি নির্বাচনে প্রভাব ফেলেছে-আসাদুজ্জামান বাবু
    • এখানকার জনগনের একটি বড় অংশ ভারত থেকে মাইগ্রেটেড। ফলে তারা আওয়ামী বিরোধী-নজরুল ইসলাম
    • সমন্বয়ের অভাবে আওয়ামী লীগ নেতা কর্মীরা সংগঠিত হতে পারেনি-আশু

    রঘুনাথ খাঁ : সাতক্ষীরা পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে জেলা বিএনপি’র সাবেক সাংগঠণিক সম্পাদক তাসকিন আহমেদ চিশতি ধানের শীষ প্রতীক নিয়ে ২৫ হাজার ৮৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। অপরদিকে ১৩ হাজার ৫০ ভোট পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ নাসিরুল হক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক যুবদল নেতা নাসিম ফারুক খাঁন মিঠু পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট। জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী নুরুল হুদা পেয়েছেন ২৮৮৮ ভোট ও ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের আব্দুর রউফ পেয়েছেন ১৬৭৯ ভোট। মোট ভোটার ছিল ৮৯ হাজার ২২৪। ভোট পড়েছে ৫৫ হাজার ৯২৬ টি।


    আওয়ামী লীগের সাধারণ কর্মীরা মনে করেন দ্বিতীয় ধাপে অনিয়মের অভিযোগের মধ্যে কলারোয়া পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় লাভে সাতক্ষীরার নেতা কর্মীদের আত্মসন্তুষ্টিতে ভোগা, দলীয় নেতা কর্মীদের সমন্বয়হীনতা, চারদলীয় ভোট ব্যাংকে আঘাত হানতে ব্যর্থ হওয়া, জামায়াত ও বিএনপি উভয়দলের প্রার্থী থাকার পরও দু’দিন আগে সমঝোতা হওয়া, পৌর নির্বাচনে গঠিত কমিটির কয়েকজন সদস্যের ভোটারদের কাছে যথেষ্ঠ পরিচিতি না থাকা, নির্বাচনে কালো টাকার প্রভাব, ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ এর মৃত্যু সাতক্ষীরা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রাথী শেখ নাসেরুল হকের পরাজয়ের অন্যতম কারণ।


    রোববার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ভোট কেন্দ্রে যেয়ে দেখা গেছে সকাল থেকে নারী ও পুরুষ ভোটারদের নাতিদীর্ঘ লাইন । অনেককে বলতে শোনা গেছে দুপুর ১২টার পর আর ব্যালট পাওয়া যাবে না। তাই সকাল সকাল ভোট দিতে এসেছি। তারা ভোট দেওয়ার পর শতভাগ সুন্দর ভোট হচ্ছে এমন প্রচার হয়ে যাওয়ায় ধানের শীষ ও নারিকেল গাছ প্রতীকের নেতা কর্মীরা বাড়ি বাড়ি লোক পাঠিয়ে ব্যাটারিচালিত ভ্যানে বা ইজিবাইকে ভোটার আনার ব্যবস্থা নেন। সাবেক জামায়াত নেতার নীরবতার কারণে ধানের শীষে ভোট বাড়তে থাকে। আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় সম্পর্কে জানতে চাইলে তৃণমূল পর্যায়ের মাঠপাড়ার এক কর্মী বলেন, আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের অধিকাংশই নৌকার সঙ্গে তাকে ভোট দেওয়ার কথা না বলে মেয়রের ভোট যাকে পারবেন তাকে দেবেন, অন্ততঃ কাউন্সিলর প্রাথী হিসেবে তাকে ভোটটি দেওয়ার জন্য ভোটারদের কাছে অনুরোধ করেছেন। নৌকা প্রতীকের পক্ষে যে নির্বাচন কমিটি গঠণ করা হয়েছিল তাদের মধ্যে অন্ততঃ তিনজনের শহরে পরিচিতি যথেষ্ট কম ছিল। ফলে তারা নিজের দলের নেতা কর্মীদের উপর প্রভাব ফেলতে পারেননি। পারেননি প্রতিপক্ষের ভোটারদের কাছে টানতে। এ ছাড়া দলীয় নেতা কর্মীদের মধ্যে ছিল সমন্বয়ের অভাব। অতিরিক্ত আত্ম বিশ্বাস ও একলা চলো নীতিই আওয়ামী লীগ প্রার্থীর পরাজয়ের মূল কারণ। মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত মনে করেন, আওয়ামী লীগের নেতৃত্বের সঙ্কট, নৌকা প্রার্থীর তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে জনসম্পর্ক গড়ে না ওঠায় নৌকার পরাজয় হয়েছে।


    জানতে চাইলে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি ও দলীয় প্রতীক নিয়ে মেয়র পদে পরাজিত শেখ নাসেরুল হক বলেন, সাতক্ষীরায় আওয়ামী লীগের জামায়াত বিএনপি’র ভোট ব্যাংক ভাঙার শক্তি নেই। ধানের শীষ ও নারিকেল গাছ প্রার্থীর অর্থনৈতিক অবস্থার কাছে তিনি প্রায় জিরো। তাছাড়া শেষ রাতেই জগ প্রতীকের প্রার্থী জামায়ত নেতা নুরুল হুদার সঙ্গে ধানের শীষের সমঝোতা হয়ে যায়। ফলে জামায়াতের ভোটের অধিকাংশই পড়ে ধানের শীষে। এ ছাড়া বাবার মত অভিভাবকের দায়িত্ব পালনকারি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ এর আকষ্মিক মৃত্যু ভোট বাক্সে প্রভাব ফেলেছে। তবে তিনি কোনভাবেই নির্বাচনকে বিতর্কিত করতে চাননি। নেতা কর্মীদের উপর সন্তুষ্ট হওয়ার কথা উল্লেখ করে বলেন, পুলিশ রাষ্ট্রীয় কর্মচারি হিসেবে দায়িত্ব পালন করেছে। তবে নৌকা প্রতীকে ভোট না করে ব্যক্তি হিসেবে ভোট করলে আমি হয়তো বা বেশি ভোট পেতাম।
    জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা ফিরোজ কামাল শুভ্র বলেন, তিনটি চোরাচালানি সি-িকেট আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে কাজ করেছে। আওয়ামী লীগের একটি বড় অংশের ভোট নারিকেল গাছ প্রতীকে পড়েছে। তা ছাড়া ভোটে অর্থনৈতিক প্রভাব পড়েছে। আওয়ামী লীগ নেতা কর্মীদের আত্মসন্তষ্টিতে ভোগা, ও জাতীয় পার্টির সঙ্গে বসাবসি না হওয়ায় নৌকার পরাজয় হয়েছে।
    জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু মনে করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ এর মৃত্যু পৌরভোটে প্রভাব না ফেললেও দলীয় নেতা কর্মীদের সমন্বয়হীনতা ও আন্তরিকতার ঘাটতি নির্বাচনে প্রভাব ফেলেছে। পৌরভোটের জন্য গঠিত নির্বাচন কমিটির তিনজনের পরিচিতি কম থাকায় ভোটে তার প্রভাব ফেলেছে।
    বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু বলেন, সমন্বয়হীনতা, আন্তরিকতা ও দূরদর্শিতার অভাবের কারণে নৌকার পরাজয় হয়েছে। পৌরভোটকে কেন্দ্র করে জানুয়ারি মাসের শেষের দিক মহাজোটের নেতৃত্ব পর্যায়ে সভায় জাতীয় পার্টি তিনটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগের সমর্থন চেয়েছিল। সব মিলিয়ে ৪ ফেব্রুয়ারি জাপা, আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির জেলার উচ্চ পর্যায়ের সমন্বয় সভা হওয়ার কথা থাকলেও তা হয়নি। এরপরও নেতা কর্মীদের আত্মসন্তুষ্টিতে ভোগার কারণে ও ভোটে কালো টাকার প্রভাব পড়ায় নৌকা প্রার্থীর পরাজয় হয়েছে।
    জাতীয় পার্টির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু বলেন, সাতক্ষীরায় অধিকাংশ সময় এন্টি আওয়ামী লীগাররা ক্ষমতায় থেকেছে। আগে তারা ১৪ দলে থাকলেও এখন তারা বিরোধী দল। এরপরও সমন্বয়ের অভাবে আওয়ামী লীগ নেতা কর্মীরা সংগঠিত হতে পারেনি। পুলিশের ভূমিকা নিরপেক্ষ ছিল দাবি করে তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু একটা শূণ্যতা সৃষ্টি করেছে।
    সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম বলেন, সাতক্ষীরা সদরে চার বার জামায়ত ও বিএনপি’র সাংসদ ছিল। এখানকার জনগনের একটি বড় অংশ ভারত থেকে মাইগ্রেটেড। ফলে তারা আওয়ামী বিরোধী। তারা জাতীয় পার্টিসহ অন্যান্য পার্টিতে ভোট দেয়। আওয়ামী লীগের নেতা কর্মীরা যথেষ্ট ভালো প্রার্থী শেখ নাসেরুল হকের পক্ষে কাজ করলেও অনেক নেতা কর্মী পৌর আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী হওয়ায় তারা নিজেদের ভোট করতে যেয়ে মেয়র প্রার্থীর জন্য কাজ করতে পারেননি। ফলে নৌকার পরাজয় হয়েছে।

  • নির্বাচিত ১২ জনের মধ্যে প্রথমবার পৌরসভায় যাচ্ছেন দুই নারীসহ ৫ কাউন্সিলর

    নির্বাচিত ১২ জনের মধ্যে প্রথমবার পৌরসভায় যাচ্ছেন দুই নারীসহ ৫ কাউন্সিলর


    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে সাধারণ ৯টি ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন কাউন্সিলরের মধ্যে ৬জন বর্তমান কাউন্সিলর বিজয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন বাকী ৬ জন কাউন্সিলর। এদের মধ্যে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ৫ জন।


    নির্বাচিত নতুন কাউন্সিলররা হলেন ১নং ওয়র্ডে কায়ছারুজ্জামান হিমেল, ৩নং ওয়ার্ডে আইনুল ইসলাম নান্টা (তিনি ইতোপূর্বে কাউন্সিলর ছিলেন), ৫নং ওয়ার্ডে শেখ আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ডে শেখ মারুফ আহমেদ, ১নং সংরক্ষিত ওয়ার্ডে নুরজাহান বেগম নুরী এবং ৩নং সংরক্ষিত ওয়ার্ডে রাবেয়া পারভীন বর্তমান কাউন্সিলরদের হারিয়ে নির্বাচিত হয়েছেন।

    বর্তমান কাউন্সিলরদের মধ্যে নির্বাচিত হয়েছেন ২নং ওয়ার্ডে সৈয়দ মাহমুদ পাপা, ৪নং ওয়ার্ডে কাজী ফিরোজ হাসান, ৭নং ওয়ার্ডে শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ডে মো. শফিকুল আলম বাবু, ৯নং ওয়ার্ডে শেখ শফিক উদ দৌলা সাগর এবং সংরক্ষিত ২নং ওয়ার্ডে অনিমা রানী মন্ডল।

  • সাতক্ষীরা পৌরসভায় আবারও মেয়র  হলেন চিশতী

    সাতক্ষীরা পৌরসভায় আবারও মেয়র হলেন চিশতী

    নিজস্ব প্রতিনিধি : দুই একটি বিক্ষিপ্ত সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জের মধ্য দিয়ে মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে সাতক্ষীরা পৌর নির্বাচন। রোববার সকাল থেকেই ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যাও বাড়তে থাকে। ভোটাররা অবাধে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন। রাত সোয়া সাতটায় গণনা শেষে ধানের শীষের প্রার্থী তাসকিন আহমেদ চিশতি ২৫ হাজার ০৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সাবেক যুবদল নেতা নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট। ১৩ হাজার ৫০ ভোট পেয়ে তৃতীয় স্তান পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ নাসেরুল হক ।
    আইন শৃংখলাবাহিনীর নিñিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সকালে শহরের রসুলপুর কেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষে আহত হন আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি । তাকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নবনূর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের লাঠিচার্জে আহত হন জেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ আহমেদ, আবদুস সালাম,ছাত্রলীগ নেতা মিন্টু ও সাইফুল। তাদেরকেও সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন শেষে চলছে গণনার কাজ। বেসরকারি ফলাফল অনুযায়ি তবে ৩৭টি কেন্দ্রে বিএনপি প্রার্থী তাসকিন আহম্মেদ চিশতি ২৫ হাজার ০৮, আওয়ামী লীগ মনোনীত শেখ নাসিরুল হক ১৩ হাজার ৫০, স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবদল নেতা নাসিম ফারুক খান মিঠু ১৩ হাজার ২২১টি, স্বতন্ত্র প্রার্থী জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী নাজমুল হুদা দু’ হাজার ৮৮৮ ও ইসলামিক আন্দোলনের আব্দুর রউফ এক হাজার ৬৭৯ ভোট পেয়েছেন।
    সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর ভোট গণনা শেষে তাসকিন আহমেদ চিশতির জয়লাভ এর বিষয় টি নিশ্চিত করেছেন।

  • আজ বসন্ত ভালোবাসার দিনও আজ

    বিশেষ প্রতিনিধি   

    ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০২:২২ | পড়া যাবে ৩ মিনিটে

    বাসন্তী রঙের পোশাক আর ফুল যেন ফাল্গুন আর ভালোবাসা দিবসের যুগলবন্দি। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ

    করোনা মহামারির আতঙ্ক, স্বজন হারানোর বেদনা, জীবিকার অনিশ্চয়তা—সব কিছু পেছনে ফেলে মানুষ যখন আবার স্বাভাবিক জীবনে ফিরছে, তখন ধরণিতেও ‘বসন্ত এসে গেছে’। বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠছে নতুন জীবনের ঢেউ। আজ রবিবার। পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন।

    ‘আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা/কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে’। নেশা-জাগানিয়া এই সময়ে এসেছে ভালোবাসা দিবসও। আজ ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেনটাইনস ডে।

    বঙ্গাব্দের পঞ্জিকা সংশোধনের কারণে গত বছর থেকে একই দিনে পড়ছে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস।

    বসন্ত মানেই নতুন সাজে প্রকৃতি মুখরিত হওয়ার দিন। ফুল ফোটার পুলকিত সময়। শীতের বিবর্ণতা কাটিয়ে নতুন পাতায় ঋদ্ধ হয়ে উঠবে রুক্ষ প্রকৃতি। ফাগুনের ঝিরঝিরে বাতাস আর কোকিলের মিষ্টি কুহুতানে উন্মাতাল হবে ধরণি। যৌবনে আসবে উদ্দামতা। আনন্দ আর উচ্ছ্বাসমুখরতায় ভরে উঠবে মন-প্রাণ।

    ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে/তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে/কোরো না বিড়ম্বিত তারে।’ এভাবেই ঋতুরাজ বসন্তের বন্দনা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রকৃতিতে যেমন, শিল্প-সাহিত্য, এমনকি রাজনীতিতেও বসন্ত বাঙালি জীবনে তাৎপর্যময়। এই বসন্তেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। বসন্তেই বাঙালির মুক্তিসংগ্রামের শুরু।

    বৈশ্বিক মহামারি করোনায় বিপর্যস্ত সারা বিশ্ব। তছনছ হয়ে গেছে সব কিছু। দেশেও সাধারণ ছুটি ঘোষণা, অর্থনীতি লণ্ডভণ্ড হয়ে যাওয়ার প্রেক্ষাপটে অনেক উৎসব আয়োজন বাতিল করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান এখনো খোলা যায়নি। পিছিয়ে গেছে বইমেলা। তাই এবার বসন্ত এসেছে ছন্দহীন, বর্ণহীন এক দুঃসময় ও ঘুরে দাঁড়ানোর অভাবনীয় বৈশ্বিক প্রচেষ্টার সন্ধিক্ষণে। অবশ্য আবার সুবাতাস বইতে শুরু করেছে। দেশে এখন চলছে করোনার টিকাদান কর্মসূচি। মহামারি থেকে সুরক্ষার আশা জেগেছে মানুষের মনে।

    বসন্তের প্রথম দিনে আজ নানা আয়োজনে আলোড়িত হবে রাজধানী ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে উৎসব আয়োজনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলার পরিবর্তে এবার বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ। আয়োজন রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিরও। এটি বসছে বিকেল ৪টায় একাডেমির নন্দন মঞ্চে। এ ছাড়া তরুণ-তরুণীদের উপস্থিতিতে নগরীর বিভিন্ন উদ্যান, পার্ক, খাবারের দোকান মুখর হয়ে উঠবে।

    উৎসবের মধ্যেও বেদনার সুর বাজবে আজ। স্বৈরাচারবিরোধী আন্দোলনে ১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রাউফুন বসুনিয়াকে হত্যা করা হয়। মিছিলে গুলি চালিয়ে তাঁকে হত্যার ঘটনাটি মনে করে আজও বসন্ত বিষণ্ন হয়ে ওঠে।

  • পৌর নর্বিাচন: পোস্টারে ছয়েে গছেে সাতক্ষীরা শহর

    পৌর নর্বিাচন: পোস্টারে ছয়েে গছেে সাতক্ষীরা শহর


    জহুরুল কবীর : আগামী ১৪ ফব্রেুয়ারি সাতক্ষীরা পৌরসভা নর্বিাচনকে কন্দ্রে করে সাজ সাজ পরবিশে বরিাজ করছ।ে র্প্রাথীরা শষে মুর্হূতরে প্রচারণা চালাচ্ছনে। পোস্টারে পোস্টারে ছয়েে গছেে সাতক্ষীরা পৌর এলাকা। সাতক্ষীরা পৌরসভা নর্বিাচন হবে ইভএিম পদ্ধততি।ে ইতোমধ্যে শষে হয়ছেে ভোটগ্রহণ র্কমর্কতাদরে প্রশক্ষিণ। শুক্রবার অনুষ্ঠতি হয়ছেে মক ভোটংি। র্প্রাথীদরে শষে মুর্হূতরে প্রচারণায় মুখরতি গোটা সাতক্ষীরা পৌর এলাকা। র্সবস্তরে চলছে ভোটরে আলোচনা।


    সাধারণ মানুষ শান্তি চায়, চায় উন্নয়ন। তারা চায় নাগরকি অধকিার। এখনই সুযোগ, সময় এসছেে যোগ্য র্প্রাথীকে বছেে নওেয়ার। কন্তিু কে নাগরকিদরে এসব অধকিার ও দাবি ফরিয়িে দতিে পারবনে সটেি নর্ধিারণ করবে সাতক্ষীরা পৌরবাসী।
    বগিত ২০১৫ সালরে সাতক্ষীরা পৌরসভা নর্বিাচন মোট ৭৯ হাজার ৬ হাজার ৩৪ জন ভোটাররে মধ্যে ৫১ হাজার ৬২০ জন তাদরে ভোটাধকিার প্রয়োগ করনে। নর্বিাচন বএিনপরি র্প্রাথী (ধানরে শীষ প্রতীক) তাজকনি আহমদে চশিতি ১৬ হাজার ৪৭০ ভোট পয়েে বজিয়ী হন। তার নকিটতম প্রতদ্বিন্দ্বি জাতীয় র্পাটরি (লাঙ্গল প্রতীক) র্প্রাথী মো. আজহার হোসনে পয়েছেলিনে ১২ হাজার ৮৭৩ ভোট। এছাড়া স্বতন্ত্র র্প্রাথী নাছমি ফারুক খান মঠিু ১২ হাজার ৫৩২ ভোট পয়েে ৩য় অবস্থানে ছলিনে এবং আওয়ামী লীগরে (নৌকা প্রতীক) নয়িে মো. সাহাদাৎ হোসনে ৯ হাজার ৭২ ভোট পয়েছেলিনে।
    ২০২১ সালে সাতক্ষীরা পৌরসভা নর্বিাচনে মোট ভোটার ৮৯ হাজার ২২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৪১৮ জন ও নারী ভোটার ৪৫ হাজার ৮০৬ জন। ময়ের র্প্রাথী হসিবেে মনোনয়ন পত্র দাখলি করছেনে বাংলাদশে আওয়ামী লীগ মনোনীত র্প্রাথী শখে নাসরেুল হক, বএিনপি মনোনীত র্প্রাথী তাজকনি আহমদে চশিত,ি ইসলামী আন্দোলন বাংলাদশে মনোনীত র্প্রাথী ডা. এসএম মুসতাফীজ উর রউফ এবং স্বতন্ত্র র্প্রাথী হসিবেে সাবেক যুবদল নেতা নাছমি ফারুক খান মঠিু ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মো. নুরুল হুদা। এছাড়া সাতক্ষীরা পৌরসভার ৯টি ওর্য়াড কাউন্সলির র্প্রাথী হসিবেে মোট ৭৫ জন র্প্রাথী তাদরে মোনানয়নপত্র দাখলি করছেনে । তবে সাত নং ওয়ার্ডে রেজাউল করিম সংবাদ সস্মেলন করে বৃহষ্পতিবার তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
    আগামী ১৪ ফব্রেুয়ারি সাতক্ষীরা পৌরসভা নর্বিাচন অনুষ্ঠতি হবে ইভএিম পদ্ধততি।ে নর্বিাচনে ৮৯ হাজার ২২৪ জন ভোটার তাদরে ভোটাধকিার প্রয়োগ করতে পারবনে বলে নর্বিাচন অফসি জানয়িছে।ে তবে ধারণা করা হচ্ছে ৬৫ থকেে ৭০ হাজার ভোটার ভোট প্রদান করতে পারনে। ৫ জন ময়ের র্প্রাথীর মধ্যে ভোট যদি সমবণ্টন করা হয় তাহলে প্রত্যক ১৩ থকেে ১৪ হাজার ভোট পতেে পারনে।
    উল্লখ্যে, এবছর জাতীয় র্পাটরি পক্ষে কোন র্প্রাথী না থাকায় বপিুল একটি ভোটরে অংশ যে কোন একজন র্প্রাথীকে সর্মথন করতে পারনে বলে মনে করছনে বশ্লিষেকরা। যদওি ১৪দলরে সমন্বয় সভায় জোটবদ্ধ হয়ে নৌকা প্রতীকরে পক্ষে সর্মথন দয়িছেনে সবাই।
    সাধারণ ভোটার ও নর্বিাচন বশ্লিষেকদরে মত,ে বগিত ২০১৫ সালরে সাতক্ষীরা পৌরসভা নর্বিাচনে বএিনপরি মনোনীত র্প্রাথী তাজকনি আহমদে চশিতি বজিয়ী হয়ছেলিনে এবং ৫ বছর সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে কাজ করছেনে। এবারও বএিনপি থকেে তনিওি মনোনয়ন পয়েছেনে। বগিত ৫ বছর জনসাধারণরে সাথে সর্ম্পকরে উপর নর্ভির করছে তার এবাররে সফলতা।
    এদকিে আওয়ামী লীগরে র্প্রাথী হসিবেে গত নর্বিাচন র্প্রাথী ছলিনে মো. সাহাদাত হোসনে। এবছর কন্দ্রেীয়ভাবে আওয়ামী লীগরে র্প্রাথী হসিবেে মনোনয়ন পয়েছেনে শখে নাসরেুল হক। যনিি সাতক্ষীরা পৌরসভার সাবকে সফল চয়োরম্যান মরহুম শখে আশরাফুল হকরে পুত্র। শখে নাসরেুল হক সৎ নিষ্ঠাবান হসিবেে র্সবস্তররে মানুষরে কাছে পরচিতি।
    আবার স্বতন্ত্র র্প্রাথী হসিবেে নাছমি ফারুক খান মঠিু গত নর্বিাচনে বজিয়ী ময়ের র্প্রাথী তাজকনি আহমদে চশিতরি থকেে ৩ হাজার ৯৩৮ ভোটরে ব্যবধানে ৩য় অবস্থানে ছলিনে। কন্তিু র্বতমান তার অবস্থান র্পযালোচনা করলে দখো যায়, বগিত দনিগুলোতে তনিি সাতক্ষীরার মানুষরে সাথইে ছলিনে। র্সবস্তররে মানুষরে সাথে নাছমি ফারুক খান মঠিুর আচরণই নর্ধিারণ করবে এ নর্বিাচনে তার ফলাফল।
    অন্যদকি থকেে স্বতন্ত্র র্প্রাথী হসিবেে রয়ছেনে মো. নুরুল হুদা। সাতক্ষীরাবাসীর জন্য এযাবত কি কাজ করছেনে তা জনগণই জাননে। সাতক্ষীরা ও পৌরবাসীর জন্য মো. নুরুল হুদার র্পূবরে র্কমকান্ডরে উপরই আগামী ১৪ ফব্রেুয়ারি নধর্িারণ হবে তার ফলাফল।
    র্সবশষে ইসলামী আন্দোলন বাংলাদশে মনোনীত র্প্রাথী ডা. এস এম মুসতাফীজ উর রউফ। দলীয় প্রতীক হাতপাখা নয়িে তনিি লড়ছনে সাতক্ষীরা পৌরসভা নর্বিাচন। সাধারণ মানুষ ও সাতক্ষীরা পৌরসভাকে তনিি কি উপহার দবিনে তার উপরই নর্ভির করছনে নর্বিাচনী ফলাফল।
    সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং অফিসার মোঃ নাজমুল কবীর জানান, রোববার সাতক্ষীরা পৌরসভা নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি ওয়ার্ডে একজন করে ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে। তবে প্রতিটি বুথে যে পরিমান পুলিশ, বিজিবি ও আনছার -ভিডিপি নিয়োগ করা হবে সে তালিকা শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যায়নি।

  • দুই সহোদর জেলার সর্বোচ্চ সেরা করদাতা

    দুই সহোদর জেলার সর্বোচ্চ সেরা করদাতা


    নিজস্ব প্রতিনিধি :
    “আমরা স্বাবলম্বী হব, সকলে কর দেব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেরা করদাতা সম্মাননা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। সেরা করদাতা সম্মাননা ২০২০ অনুষ্ঠানে সাতক্ষীরার একই পরিবারের দুই সহোদর জেলার সর্বোচ্চ সেরা করদাতা ও সর্বোচ্চ সেরা তরুণ করদাতা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপ-কর কমিশনার সার্কেল ১৩ (বৈতনিক) সাতক্ষীরা’র কার্যালয়ে জেলার সর্বোচ্চ সেরা করদাতা নির্বাচিত মুক্তা এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী মো. আশিকুর রহমান এবং সর্বোচ্চ সেরা তরুণ করদাতা নির্বাচিত জান্নাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আজহারুল ইসলাম উপ-কর কমিশনার সার্কেল ১৩ (বৈতনিক) সাতক্ষীরা’র এস এম গাউস ই নাজ এর হাত থেকে সর্বোচ্চ সেরা করদাতার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। তাদের পিতা সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আল-ফেরদাউস আলফা ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে সাতক্ষীরা জেলার সর্বোচ্চ সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন। আয়কর দিয়ে দুই সহোদর জেলার সর্বোচ্চ সেরা করদাতা ও সর্বোচ্চ সেরা তরুণ করদাতা হয়ে দেশের উন্নয়নে অবদান রাখায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরাবাসী।

  • জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে ধানের শীষের লিফলেট বিতরণ

    জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে ধানের শীষের লিফলেট বিতরণ

    সংবাদ বিজ্ঞপ্তি: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের পক্ষ থেকে ১১ ফেব্রুয়ারী বেলা ২টায় সাতক্ষীরা জজকোর্ট চত্বর থেকে খুলনা রোডের মোড় ও হাসপাতাল চত্বর পর্যন্ত ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়েছে এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটরদের কাছে অনুরোধ করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ এ,বি,এম, সেলিম, সংগঠনের সাতক্ষীরা জেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোঃ আকবর আলী, জেলা কমিটির সদস্য এ্যাডঃ আবু সাইদ রাজা, এ্যাডঃ শাহরিয়ার হাসিব, এ্যাডঃ এস,এম, ফিরোজ আহমেদ প্রমুখ।

    নেতৃবৃন্দ বলেন, ১৪ ফেব্রুয়ারী সারাদিন সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম নিন। ধানের শীষে ভোট দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সালাম নিন, ধানের শীষে ভোট দিন।

  • পৌরসভা নির্বাচনে বিভিন্ন প্রার্থীর প্রচার প্রচারণা চলছে

    পৌরসভা নির্বাচনে বিভিন্ন প্রার্থীর প্রচার প্রচারণা চলছে

    • ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ
    • নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. জিল্লুর রহমান বিভিন্ন স্থানে মতবিনিময়, পথসভা ও লিফলেট বিতরণ করেছেন। বুধবার দিনব্যাপি দক্ষিণ পলাশপোল, বৌ বাজার, রসুলপুরসহ বিভিন্ন এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় ও টেবিল ল্যাম্প প্রতীকের লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা পৌরসভার অবহেলিত ৯নং ওয়ার্ডের উন্নয়ন এবং সাধারণ মানুষের ভাগ্যউন্নয়নে আমি আপনাদের সেবা করতে চাই। তাই একবার আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে কাঙ্খিত সেবা করার সুযোগ দিন। এসময় তিনি ভোটারদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।’ এসময় উপস্থিত ছিলেন আলতাফ হোসেন, গোলাম নবী, ছিদ্দিকুর রহমান, মহিদুজ্জামান মহিদ, আসাদুর রহমান, রাশেদ গাজী, রায়হান মাসুদ, মামুন গাজী ছোটসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    • ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনারুল ইসলাম রনির গণসংযোগ


    নিজস্ব প্রতিনিধি:
    আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনারুল ইসলাম রনি বিভিন্ন স্থানে মতবিনিময়, পথসভা ও সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বুধবার দিনব্যাপি ৮নং ওয়ার্ডের পলাশপোল নিকারীপাড়া, বৌ বাজার, চায়না বাংলা মোড়, নবজীবন এলাকাসহ বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে কুশল বিনিময় ও উট পাখি প্রতীকের লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রবিউল ইসলাম, শেখ আব্বাসুর রহমান (মান্নু মাস্টার), মিজানুর ইসলাম মির্জা, মাহমুদ ইসলাম নয়ন, সাইদ হোসেন রনি, মোকু মিস্ত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় তিনি ভোটারদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

    • ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেন কালুর মতবিনিময় সভা


    নিজস্ব প্রতিনিধি:
    আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ৭নং ওয়ার্ডের খড়িবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভায় মাস্টার আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালু। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী ফারহা দিবা খান সাথী, রাবেয়া পারভীন, জেলা ট্রাক ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, ৭নং ওয়ার্ড আ.লীগের সহ সভাপতি রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক জামাল পাশা, আবু বক্কার ছিদ্দিক, অমেদ আলী সরদার, জাহাঙ্গীর আলম, রওশন আলী, সুভাষ কুমার মাখাল, তপন কুমার মাখাল, কিংকর মাখাল, গাজী বিল্পব, আলমগীর হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে শেখ জাহাঙ্গীর হোসেন কালুকে পানির বোতল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।

    • ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শফিক উদ দৌলা সাগরের নির্বাচনী মিছিল


    নিজস্ব প্রতিনিধি:
    আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শফিক উদ দৌলা সাগরের মতবিনিময় সভা ও নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ৯নং ওয়ার্ডের উত্তর পলাশপোল এলাকায় মতবিনিময় সভায় শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শফিক উদ দৌলা সাগর। আরো বক্তব্য রাখেন ওলিউর রহমান, মোবারক আলী, আনিছুর রহমান, আরিফুর রহমান খান বাপ্পি প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল হামিদ। পরে সন্ধ্যায় ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শফিক উদ দৌলা সাগরকে উটপাখি প্রতীককে বিজয়ী করতে নির্বাচনী মিছিল করেছে কর্মী ও সমর্থকরা। মিছিলটি ৯নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মোড়ে নির্বাচনী পথসভায় মিলিত হয়। মিছিলে ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শফিক উদ দৌলা সাগরের বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকবৃন্দ অংশ নেন।

    • ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জুলফিকার রহমান উজ্জলের মতবিনিময় সভা


    নিজস্ব প্রতিনিধি:
    আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জুলফিকার রহমান উজ্জলের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ১নং ওয়ার্ডের কাটিয়া মাঠপাড়া এলাকায় এ মতবিনিময় সভায় আব্দুল জব্বার কাগজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জুলফিকার রহমান উজ্জল। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আলতাপুর রহমান, মোস্তাক আহমেদ শাহিন, আফিয়া ফাহমিদা, মীর আহসানুল হক, শফিউদ্দিন ময়না প্রমুখ। এসময় বক্তারা বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে জুলফিকার রহমান উজ্জলের বিকল্প নেই। আজকের এই মতবিনিময় সভায় বিপুল সংখ্যক সমর্থকদের উপস্থিতি সেটাই প্রমাণ করে। তাই জুলফিকার রহমান উজ্জলের পাঞ্জাবী প্রতীকে ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রেজাউল কাগজী।

  • পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি শেখ নাসেরুল হক’র বিজয়ের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ

    পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি শেখ নাসেরুল হক’র বিজয়ের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ

    নিজস্ব প্রতিনিধি: হতে চাই মাঝি, সত্যের জন্য রাখতে পারি জীবন বাজি এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকার মাঝি শেখ নাসেরুল হক’র পক্ষে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ও যুব সমাজসেবামূলক সংগঠন সত্যের সঙ্গী (এসএস) এর নেতৃবৃন্দ। বুধবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা শেষে পথচারী ও শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মেয়র প্রার্থী শেখ নাসেরুল হক’র পক্ষে নির্বাচনী গণসংযোগ করেন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে নৌকা প্রতিকের লিফলেট বিতরণ ও পৌরসভার সার্বিক উন্নয়নে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন নেতৃবৃন্দ। সত্যের সঙ্গী (এসএস) এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইদুর রহমান অপু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ। পৌর ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন। খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই সারা দেশেই উন্নয়নের ধারা চলমান রয়েছে। আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তরুনদের বিকল্প নেই।

    ক্যাপশন: পৌর নির্বাচনে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।

    ক্যাপশন: নৌকার প্রতিকের বিজয়ে লক্ষ্যে পৌর ৯নং ওয়ার্ডের নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।

    নৌকার প্রতিকের বিজয়ে লক্ষ্যে পৌর ৯নং ওয়ার্ডের নির্বাচনী সভা


    নিজস্ব প্রতিনিধি:
    আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীকের বিজয়ে লক্ষ্যে পৌর ৯নং ওয়ার্ডের খুলনারোড মোড়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় খুলনারোড মোড়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখা’র নেতৃবৃন্দের উদ্যোগে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সমিত বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ সাফী আহমেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, আফসার উদ্দিন আহমেদ, ডা. শুব্রত ঘোষ, জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য শেখ মাসুদা খানন মেঘা, সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান কৈাহিনুর ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, জেলা আ’লীগের সদস্য আব্দুল কাদের, পৌর আ’লীগের সভাপতি ও শেখ হাসিনা মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী শেখ নাসেরুল হক, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ৪নং ওয়ার্ড আ’লীগের সাধাণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখা’র সভাপতি নুরুল হক, ৯নং ওয়ার্ডের সভাপতি মোস্তফা, সাধারণ সম্পাদক মনজুরুল, সাংগঠনিক সম্পাদক তৈয়িবুর রহমান, আলম প্রমুখ। সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই সারা দেশেই উন্নয়নের ধারা চলমান রয়েছে। শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, রাস্তাঘাট এমন কোনো সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোয়া লাগেনি। বয়স্ক, বিধবাদের জন্য ভাতা ও শিশুদের জন্য কার্ডের ব্যবস্থা করে দিয়েছে বর্তমান সরকার। বক্তারা আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে এগিয়ে যাচ্ছে। আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থী কে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সাতক্ষীরা পৌরসভাকে একটি মডেল পৌরসভা গড়তে সকলের কামনা করেন বক্তারা।

  • দু’দকের মামলায় খুলনার উপপরিচালক ও সাতক্ষীরা জেলা পরিষদের তিন কর্মকর্তাকে স্বশরীরে হাইকোর্টে তলব

    দু’দকের মামলায় খুলনার উপপরিচালক ও সাতক্ষীরা জেলা পরিষদের তিন কর্মকর্তাকে স্বশরীরে হাইকোর্টে তলব


    গংবাদদাতা:
    সাতক্ষীরা জেলার ছয়টি খেয়াঘাট ইজারার ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়েরকৃত মামলায় দুদকের খুলনা বিভাগীয় উপপরিচালক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী, প্রশাসনিক কর্মকর্তা ও সেক্রেটারিকে মামলা সংক্রান্ত কাগজপত্রসহ আগামি ১৪ ফেব্রুয়ারি স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের এনেক্স ২৭ নং আদালতের বিচারক বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোঃ মহিউদ্দিন শামীম দুদকের দায়েরকৃত ছয়টি খেয়াঘাটের প্রায় ১৪ লাখ টাকা আত্মসাতের মামলায় সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান সহকারি মোঃ খলিলুর রহমান ও নিম্নমান সহকারি এসএম নাজমুল হোসেনের অন্তবর্তীকালি জামিন শুনানীর সময় এ আদেশ দেন। একইসাথে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত খলিলুর রহমান ও নাজমুলকে তাদের আইনজীবীর জিম্মায় দেওয়া হয়েছে।
    বিষয়টি নিশ্চিত করেছেন হাইকোর্টের আইনজীবী অ্যাড.সত্যরঞ্জন ম-ল।
    প্রসঙ্গত, বাংলা ১৪১৫ সাল থেকে ১৪২৪ সাল বা ইংরেজি ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সাতক্ষীরার ২১টি খেয়াঘাটে এক কোটি ৯৬ লাখ ৪৬ হাজার ৪৫৮ টাকার ইজারা দেওয়া হয়। এরমধ্যে ইজারাদাররা এক কোটি ৮১ লাখ ৭১ হাজার ৬৩৮ টাকা জেলা পরিষদের কোষাগারে জমা দেন। চেউটিয়া, কালিগঞ্জ বাজার, ঝাঁপালি-মাদারবাড়িয়া, কালিকাপুর নাসিমাবাদ, ঘোলা- হিজলা- কল্যাণপুর এবং হাজরাখালি বিছট খেয়াঘাটসহ খেয়াঘাটের জন্য বকেয়া থাকে ১৩ লাখ ৭৪ হাজার ৮২০ টাকা।এর মধ্যে শুধুমাত্র আশাশুনির শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিলের কাছে বকেয়া ছিল ১০ লাখ ৬০ হাজার ১২৮ টাকা। এ নিয়ে জেলা পরিষদে তদন্ত হলে তৎকালিন প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবর রহমানের দিকে দূর্ণীতির অভিযোগ ওঠে। ইজারারা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য দায়িত্বে থাকা সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান সহকারি মোঃ খলিলুর রহমান ও নিম্নমান সহকারি এসএম নাজমুল হোসেন দায়িত্ব পালন করেননি মর্মে দুদকের তদন্তে প্রমাণিত হয়। সে অনুযায়ি গত ২৭ জানুয়ারি দুদকের খুলনা বিভাগীয় উপপরিচালক নাজমুল হাসান বাদি হয়ে দ-বিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দূর্ণীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তাদের কার্যালয়ে এ মামলা(২) দায়ের করেন অবু হেনা শাকিল, অ্যাড. নুরুল আমিন, জেলা পরিষদের উচ্চমান সহকারি খলিলুর রহমান, নিম্নমান সহকারি নাজমুল হাসানসহ ১২ জনের বির-দ্ধে।
    সোমবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোঃ মহিউদ্দিন শামীম এর আদালত থেকে ১৫ দিনের অন্তবর্তীকালিন জামিন পান আশাশুনির শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল।

  • চিরনিদ্রায় শায়িত সুচিত্রা পান্ডে : শোক

    চিরনিদ্রায় শায়িত সুচিত্রা পান্ডে : শোক

    সংবাদ বিজ্ঞপ্তি: গত ৮ ফেব্রুয়ারি ২০২১ দুপুর ২.২০ টায় সাতক্ষীরা বাগানবাড়ী চালতেতলাস্থ বাসভবনে সনামধন্য হোমিও চিকিৎসক ডাঃ লুকাস পান্ডের মাতা সুচিত্রা পান্ডে, স্বামী- মৃত যোসেফ পান্ডে, সকলকে শোকের সাগরে ভাসিয়ে পরম করুনাময়ের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
    সুচিত্রা পান্ডের মৃত্যুতে মিশন এলাকা, বাগানবাড়ী, বাটকেখালী, কুখরালী, সুলতানপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ৯ ফেব্রুয়ারি দুপুর ১.০০টায় তার মৃত দেহ সাতক্ষীরা খ্রীষ্টরাজের গীর্জায় নিয়ে আসা হয় এবং ফাদার নরেন জে, বৈদ্যের খ্রীষ্টযাগ-প্রার্থনা অনুষ্ঠানের মাধ্যমে তার আত্মার শান্তি, কল্যাণ কামনা করার পর চালতেতলাস্থ মিশনের কবর স্থানে তাকে সমাহিত করা হয়। অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠানে ফাদার, সিস্টার ও বিভিন্ন ধর্মের শুভাকাঙ্খী, আত্মীয় স্বজন ও ভক্ত জনসাধারণ উপস্থিত ছিলেন।
    জীবদ্দশায় সুচিত্রা পান্ডে ছিলেন খুবই শান্ত, অমায়িক ভদ্র ও নম্র স্বভাবের এবং অতিথি পরায়ন। আমরা কখনো তাকে রাগ করতে দেখিনি। সব সময় হাসি খুশি ছিলেন। প্রার্থনাশীল মানুষ ছিলেন তিনি। প্যারিশের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।
    মৃতকালে তিনি ৮ পুত্র ৬কন্যা সহ অগনিত আত্মীয় গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে সাতক্ষীরা মিশনের ফাদার লরেন্স ভালোত্তি, ফাদার নরেন জে. বৈদ্য, সিস্টার তেরেজা গোমেজ, সাতক্ষীরা কেন্দ্রীয় সক্রিয় খ্রীষ্টীয় সমাজের সাধারণ সম্পাদক পৌল সাহা, জনহালদার, নির্মল সরদার, শ্যামসন বিশ্বাস, বিজয় সরদার, বিকাশ মন্ডল, বিপ্লব সাহা, প্রত্যুষ গাইন, সবিতা, তেরেজিনা সাহা, নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিম, মেয়র তাজকিন আহমেদ চিশতি, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হোসেন, অনিমা রাণী মন্ডল, কাউন্সিলর শাহিনুর রহমান শাহীন, শেখ আনোয়ার হোসেন মিলন, তরঙ্গ সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সভাপতি মনিরুল ইসলাম, মোঃ মনির উদ্দীন মাস্টার, আলহাজ্ব রাশিদুজ্জামান এক বিবৃতিতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

  • করোনার টিকা নিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান এবং ওসি

    করোনার টিকা নিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান এবং ওসি

    দেবহাটা প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাসের টিকা নিয়েছেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। বুধবার বেলা ১২টায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পৃথক পৃথক ভাবে কোভিশিল্ড টিকা নেন আলহাজ্ব মুজিবর রহমান এবং বিপ্লব কুমার সাহা। দেবহাটা উপজেলা পরিষদ এবং থানা প্রশাসনের মধ্যে সর্ব প্রথম মুজিবর রহমান এবং বিপ্লব সাহা টিকা নেন। পরবর্তীতে থানার আরোও ৮ পুলিশ অফিসার করোনার টিকা নেন।

  • প্রধানমন্ত্রীর পক্ষে মুনসুর আহমেদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএম মোজাম্মেল হক

    প্রধানমন্ত্রীর পক্ষে মুনসুর আহমেদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএম মোজাম্মেল হক

    দেবহাটা প্রতিনিধি: সদ্য প্রয়াত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সাংসদ ও সাবেক জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদের প্রতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি। বুধবার বেলা ১১টায় দেবহাটার পারুলিয়ায় জননতো মুনসুর আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কবর জিয়ারত এবং রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হক, কাজী এরতেজা হাসান, যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আফছার উদ্দীন আহমেদ বাবলু, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জিএম ওয়াহিদ পারভেজ, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি খালেদ হোসেন নয়ন, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, মনিরুল ইসলাম মনি, অহিদুল ইসলাম, রবিউল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মন, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবীর, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, কৃষক লীগের সদস্য সচির হুমায়ুন কবির হীম, তাঁতী লীগের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফসহ মুলদল ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনিরের বিভিন্ন এলাকায় গণসংযোগ

    ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনিরের বিভিন্ন এলাকায় গণসংযোগ

    নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ ফেব্রুয়ারী আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মনিরুজ্জামান মনির ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে পানির বোতল মার্কায় লিফলেট বিতরণ করেছেন এবং গনসংযাগ চালিয়ে যাচ্ছেন। গতকাল জর্জকোট মোড়, চায়নাবাংলা মোড়, নিউমার্কেট মোড়, সঙ্গিতামোড়, হাটেরমোড়, রাধানগর, চৌধুরীপাড়া, নিকারীপাড়া, মোজারহার তেল পাম্পের পিছনে এবং পলাশপোল বউবাজার এলাকায় গনসংযোগ করেছেন। এ সময় তার সাথে জেলা সাংবাদিক পরিষদের সমাজকল্যান সম্পাদক মোঃ খাইরুল বাসার, কার্যনিবাহী সদস্য , জেলা সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ডাঃ জি, এম হুমায়ন কবির, কার্যনিবাহী সদস্য প্রশান্ত কুমার পাল, ইকবাল হোসেন, শেখ ফাহাদ মনিম, ইউসুফ আলী, ফজর আলী, আমিরুল ইসলাম, হাসানুর রহমান, আবুল কাশেম, গোলাম কিবরিয়া, মোর্ত্তজা, হাবিবুর রহমান এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গনসংযোগকালে তিনি এলাকার মানুষের পাশে থেকে উন্ননমূলক কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • কাউন্সির প্রার্থী কাজী ফিরোজ হাসানের নির্বাচনী সভা

    কাউন্সির প্রার্থী কাজী ফিরোজ হাসানের নির্বাচনী সভা


    নিজস্বপ্রতিনিধি:
    সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহজ্ব কাজী ফিরোজ হাসানের পাঞ্জাবি প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (৯ ফেব্রয়ারি) বিকালে পৌরসভার ৪ নং ওয়ার্ডের সুলতানপুর কাজীপাড়ায় আলহাজ্ব মো. বীর মুক্তিযোদ্ধা শেখ তইবুর রহমান শান্তর সভাপতিত্বে ও কাজী নজরুল ইসলামের সঞ্চলনায়
    অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ডের কাউন্সির প্রার্থী আলহজ্ব কাজী ফিরোজ হাসান।
    এ সময় আরও উপস্তিত ছিলেন, শেখ পলাশ হাসান, সাদিকবুজ্জামান সাদিক, মো. ওমর আলী, এ্যড. কাজী আব্দুল মজিদ, শেখ নিয়াজ মাহমুদ বিমান, শেখ মিলু হাসান, নাজমা পরভীন, কাজী আব্দুল মাগফুর, কাজী কবিরুল হোসেন বাদশা, কাজী রেজা, প্রমূখ। পরে সুলতানপুর শেখ পাড়ায় মোড়ে পথ সভা করেন। এ সময় ফিরোজ হোসেন বলেন ১৪ তারিখে আমার পাঞ্জাবি প্রতীকে ভোট দিয়ে এলাকার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার সুযোগ করে দিন আমি আপনাদের সেবক হিসেবে ৫ বছর কাজ করেছি আগামীতে ও কাজ করতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আগমী ১৪ তারিখে আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিন।