Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
বিশেষ সংবাদ Archives - Page 19 of 74 - Daily Dakshinermashal

Category: বিশেষ সংবাদ

  • বগুড়ার দইসহ চার পণ্য জিআই পণ্যের মর্যাদা পেল

    বগুড়ার দইসহ চার পণ্য জিআই পণ্যের মর্যাদা পেল

    বাসস : ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে স্বীকৃতি পেল বগুড়ার দইসহ চারটি পণ্য। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) ২৬ জুনের সভায় এ অনুমোদন দেওয়া হয়। জিআই স্বীকৃতি পাওয়া অন্য পণ্যগুলো হলো শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আম। এ নিয়ে দেশের ১৫টি পণ্য জিআই স্বীকৃতি পেল।
    ডিপিডিটির ডেপুটি রেজিস্ট্রার মো. জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘বগুড়া রেস্তোরাঁ মালিক সমিতির আবেদন পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে ২৬ জুন দই ছাড়াও তিনটি পণ্যকে জিআই পণ্য হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আরও কয়েকটি পণ্য প্রক্রিয়াধীন। শিগগিরই এগুলোর স্বীকৃতি দেওয়া হবে।’
    ২০১৭ সালের ২৬ ডিসেম্বর ডিপিডিটিতে বগুড়ার দইকে জিআই পণ্য করার জন্য আবেদন করে জেলা রেস্তোরাঁ মালিক সমিতি। আবেদনের প্রায় সাড়ে চার বছর পর স্বীকৃতি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে রেস্তোরাঁ মালিক সমিতি।
    আন্তর্জাতিক মেধাস্বত্ব বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল প্রপার্টি রাইটস অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) নিয়ম মেনে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ডিপিডিটি জিআই পণ্যের স্বীকৃতি ও সনদ দিয়ে থাকে। ২০১৩ সালে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন হয়। ২০১৫ সালে আইনের বিধিমালা তৈরির পর জিআই পণ্যের নিবন্ধন নিতে আহ্বান জানায় ডিপিডিটি। এর পর বাংলাদেশে প্রথমবারের মতো জিআই পণ্য হিসেবে ২০১৬ সালে স্বীকৃতি পায় জামদানি। এর পর একে একে স্বীকৃতি পেয়েছে ইলিশ, ক্ষীরশাপাতি আম, মসলিন, বাগদা চিংড়ি, কালিজিরা চাল, বিজয়পুরের সাদা মাটি, রাজশাহী সিল্ক, রংপুরের শতরঞ্জি, দিনাজপুরের কাটারিভোগ চাল, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম। নতুন করে এ তালিকায় যুক্ত হলো বগুড়ার দইসহ চার পণ্য। এখন থেকে পণ্যগুলো বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে বিশ্বে পরিচিতি পাবে।

  • তালায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা অনুষ্ঠিত

    তালায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা অনুষ্ঠিত

    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
    সাতক্ষীরার তালায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মোড়ল আব্দুস সালাম ফাউন্ডেশনের উদ্যোগে কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ শেষে কৃষ্ণকাটি আ¤্রকানন মাদরাসায় তার কবর সংলগ্ন সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
    উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডলের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ মুজিবুর রহমান, অধ্যাপক রেজাউল করিম খোকন,খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু,বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম ফাউন্ডেশনের সভাপতি মীর জিল্লুর রহমান, প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান, জগদীশ চন্দ্র দে, হিমাদ্্রী শেখর দে, হেদায়েত আলী টুকু, আনন্দ অধিকারী, উত্তম কুমার দত্ত, জয়ন্ত কুমার পাল,বাবুলাল হালদার কৃষ্ণেন্দু দত্ত, শংকর দে, শ্যামল অঢ্য, নারায়ন দাশ, সালাম স্মৃতি পরিষদের এড. উবাইদুর রহমান মোড়ল, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, কৃষ্ণপদ বাবু, সঞ্জয় হালদার, প্রভাষক দিবাকর হালদার, পার্থ হালদার, কৃষ্ণকাটি হাই স্কুলের পক্ষে মোড়ল আলমগীর হোসেন, সাংবাদিক সেলিম হায়দার, জুলফিকার রায়হান, সেকেন্দার আবুজাফর বাবু। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ইকবাল হোসেন খোকন।
    এছাড়া বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম গণ গ্রন্থাগারের পক্ষ থেকেও পুষ্প অর্পণ করেন সাংবাদিক গাজী জাহিদুর রহমান। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ও সুশীল সমাজের ব্যক্তিগণ পুষ্পমাল্য অর্পণ করেন।
    শেষে মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এছাড়া পারিবারিকভাবে তার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জীবদ্দশায় অসাম্প্রদায়িক রাজনীতিক হিসেবে সমাজ পরিবর্তনের ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিপ্লবী আদর্শের বীর সৈনিক বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম ৫ জুলাই ২০১১ সালে বেলা পৌনে ৩টায় আকষ্মিক হৃদক্রিয়া বন্ধ হয়ে ৬৩ বছর বয়সে কপিলমুনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

  • বাংলাদেশের কাছ থেকে বিশ্বের অনেক কিছু শেখার আছে : জাতিসংঘের সহকারি মহাসচিব

    বাংলাদেশের কাছ থেকে বিশ্বের অনেক কিছু শেখার আছে : জাতিসংঘের সহকারি মহাসচিব

    বাসস : জাতিসংঘের সহকারী মহাসচিব ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি মামি মিজুতোরি বলেছেন, সামাজিক বিভিন্ন সূচকে প্রশংসনীয় অগ্রগতি লাভ করায় বাংলাদেশের কাছ থেকে বিশ্বের অনেক কিছু শেখার আছে।
    বাংলাদেশ জাতিসংঘ মহাসচিব ঘোষিত অগ্রাধিকার পাওয়া ৩০টি দেশের অন্যতম হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা করা হবে। 
    এই কূটনৈতিক আরো বলেন, প্রয়োজনীয়তা নির্ণয় করে বিভিন্ন ধরনের দুর্যোগে প্রস্তুতি, মনিটরিং, যোগাযোগ ও পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা প্রদান এবং সবুজ প্রযুক্তির প্রসারে এ সহায়তা প্রদান করা হবে।
    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সঙ্গে আজ তার মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতিসংঘের সহকারী মহাসচিব ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক মহাসচিবের বিশেষ প্রতিনিধি মামি মিজুতোরি বৈঠক করেন। 
    মো. শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব হতে জনগণের জীবন ও জীবিকা বাঁচাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করছে। এলক্ষ্যে ডেল্টা প্ল্যান ২১০০, জাতীয় অভিযোজন পরিকল্পনা ও মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে। 
    মন্ত্রী বলেন, জীববৈচিত্র্য সুরক্ষা এবং জলবায়ু অভিযোজন ও প্রশমণমূলক কর্মকান্ডে বিপুল পরিমাণ অর্থায়ন প্রয়োজন। এসকল ক্ষেত্রে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রয়োজনীয় সহায়তা পেলে এসডিজি সহ আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গীকার পূরণে বাংলাদেশ সফল হতে পারবে।
    বৈঠকে অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন)  ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. ফাহমিদা খানম, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ইউএনডিআরআর আঞ্চলিক অফিস প্রধান মার্কো তোসকানো-রিভাল্টা উপস্থিত ছিলেন।

  • শতভাগ ফিট না হওয়া সত্বেও প্রথম ওয়ানডে খেলবেন তামিম

    শতভাগ ফিট না হওয়া সত্বেও প্রথম ওয়ানডে খেলবেন তামিম

    শতভাগ ফিট না হওয়া সত্বেও  আগামীকাল থেকে আফগানিস্তানের বিপক্ষে বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ  খেলার সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
    লোয়ার ব্যাক ইনজুরির কারণে রেকর্ড ৫৪৬ রানে জয় পাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি তামিম। । ওয়ানডে সিরিজের আগে অনুশীলন সেশনে আবারও পুরনো ইনজুরি দেখা দেয়  তামিমের। এতে আগেভাগেই সতর্ক  হন তিনি।
    আজ চট্টগ্রামে সাংবাদিকদের তামিম বলেন, ‘আমি মানসিকভাবে এবং শারীরিকভাবে আগের চেয়ে ভালো অবস্থাস্থ আছি। কিন্তু বলবো না, আমি শতভাগ ফিট আছি।’
    তিনি আরও বলেন, ‘আগামীকাল খেলার জন্য আমি প্রস্তুত। আগামীকাল খেলার পর বুঝতে পারবো কি অবস্থা আছে, অবস্থার মূল্যায়ন করা যাবে। দেখতে হবে, কতটা মানিয়ে নিতে পারছি আর কতটা পারছি না। কিন্তু আমি এমন কিছু করবো না যাতে দল সমস্যায় পড়ে। আমি সবসময় বলি, যে কোন ব্যক্তির আগে দল।’
    এর আগে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, তামিম ওয়ানডে সিরিজ খেলতে না পারলে দলে অধিনায়ক এবং ব্যাক-আপ ওপেনার প্রস্তুত আছে।
    নেতৃত্ব উদ্বেগের বিষয় হলেও তার অনুপস্থিতি দলের জন্য সমস্যা হবে না বলে মনে করেন তামিম।  
    তিনি বলেন, ‘আমি মনে করি, দলের দায়িত্ব নেওয়ার মতো  অনেকেই আছেন। এটি কোন বড় ব্যাপার নয়।’
    এর আগে গত বছর ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পাওয়া  সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। গেল মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও দলের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে ওয়ানডে ফরম্যাটে এখনও সহ-অধিনায়ক হিসেবে কাউকে দায়িত্ব দেয়নি বিসিবি।
    তামিম বলেন, ‘বোর্ড থেকে অধিনায়ক এবং সহ-অধিনায়ক নির্বাচিত করা হয় এবং এই বিষয়ে আমার অভিমত অপ্রয়োজনীয়। আমি মনে করি না, কোন অধিনায়ক কখনও বলেছেন- তাকে সহ-অধিনায়ক হিসাবে দরকার বা ঐ ব্যক্তিকে প্রয়োজন। বোর্ড যদি মনে করলে  সভাবেই সিদ্ধান্ত নিবে।’

  • দেশে আরও ৮৬ জনের শরীরে করোনা শনাক্ত 

    দেশে আরও ৮৬ জনের শরীরে করোনা শনাক্ত 

    দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৬জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 
    এদের মধ্যে ৮০ জন ঢাকা মহানগর, ১ জন নরসিংদী, ২ জন চট্টগ্রাম, ২ জন কক্সবাজার এবং ১ জন জয়পুরহাট জেলার বাসিন্দা রয়েছেন। 
    তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
    এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত  রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার  ৮৫৪ জনে। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬২ জনে অপরিবর্তিত রয়েছে।
    আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ২২৬৬ টি নমুনা সংগ্রহ ও ২২৬৬ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।
    গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৪৪৫ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৬ শতাংশ।
    ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

  • আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আধিপত্য বিস্তারে বদ্ধ পরিকর টাইগাররা

    আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আধিপত্য বিস্তারে বদ্ধ পরিকর টাইগাররা

    রেকর্ড ৫৪৬ রানের ব্যবধানে একমাত্র টেস্ট জয়ের পর  তারকা স্পিনার রশিদ খানের প্রত্যার্তনে শক্তিশালী হওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়াডে সিরিজও নিজেদের আধিপত্য বিস্তারের  অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশ ক্রিকেট দল।
    চট্টগ্রামের  জহুর আহমেদ স্টেডিয়ামে আগামীকাল (বুধবার) সিরিজের উদ্বোধনী  ম্যাচে জয়ী হয়ে শুরুতেই এগিয়ে যেতে চায় বাংলাদেশ।  ম্যাচটি শুরু হবে বেলা দুইটায়  সিরিজের সব ম্যাচই অনুষ্ঠি হবে  এ ভেন্যুতে।
    আইসিসি ওয়ানডে  সুপার লিগে শক্তিশালী একটি দল ছিল আফগানিস্তান।  ১৫ ম্যাচের মধ্যে ১১টিতে জয়ী হয়েছে তারা।  তবে ওয়ানডে ক্রিকেটে  বাংলাদেশের বিপক্ষে প্রাধান্য  বিস্তারের খুব একটা  রেকর্ড তাদের নেই।  দুই দলের মধ্যে ১১ মোকাবেলায়  বাংলাদেশ জিতেছে ৭টিতে, আফগানিস্তান  ৪টিতে।
    দুই দল  গত বছর সর্বশেষ মুখোমুখি হয়েছিল  বাংলাদেশের মাটিতে।  আফগানিস্তানের বিপক্ষে কঠিন  চ্যালেঞ্জের  মুখামুখি হলেও  তিন ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে  জিতেছিল  স্বাগতিক বাংলাদেশ। মূলত  বেশ কিছু দিন যাবতই  ওয়ানডে ক্রিকেটে  নিজ মাঠে বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী দল।  ২০১৫ সালের  পর থেকে  নিজ মাঠে বাংলাদেশ মাত্র দুটি ওয়ানডে সিরিজ  হেরেছে। দু’টিই  হেরেছে  বিশ^ চ্যাম্পিয়ন  ইংল্যান্ডের কাছে।  ২০১৬ সালের পর এ বছর ইংলিশদের কাছে পরাজিত হয়েছে  টাইগাররা।
     আফগানিস্তানের বিপক্ষে চলতি  সিরিজটি  আইসিসি সুপার লিগের  অংশ না হলেও  এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন।  কাজটি অত্যন্ত কঠিন হলেও  সিরিজটি ৩-০ ব্যবধানে জিততে পারলে  ওয়ানডেতে  নিজেদের  ইতিহাসে   প্রথমবারের মতো র‌্যাংকিংয়ের পঞ্চম স্থানে উঠবে  বাংলাদেশ।  এছাড়া  সফরকারী আফগানদের হোয়াইট ওয়াশ করতে পারলে প্রথমবারের মতো একশ রেটিং  অর্জন করবে  বাংলাদেশ।
     যদিও র‌্যাংকিংয়ে  উন্নতি করাটা গুরুত্বপুর্ন একইভাবে  টিম ম্যানেজমেন্টের জন্য গুরুত্বুপর্ন  যতটা সম্ভব  খেলোয়াড়দের  পরিবর্তন বা রোটেশন করানোটা।  তাতে  আসন্ন বিশ^কাপের জন্য সেরা কম্বিনেশনটা  খুঁজে পাওয়া যায়।
    ক্রিকেটের  সবচেয়ে বড় আসর বিশ^কাপের আগে  বাংলাদেশ দল  আফগানিস্তান সিরিজ ছাড়াও  এশিয়া কাপ ও  নিউজিল্যান্ডের বিপক্ষে তিন  ম্যাচের সিরিজ  খেলার  সুযোগ পাচ্ছে।
    চট্টগ্রামে  বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন,‘ আমরা কিছু খেলোয়াড়কে খেলার সুযোগ দেওয়ার চেস্টা করছি। এরমানে এই নয় যে,তারা  এবং এবং আমরা  সাপোটিং স্টাফ জানি  আমরা কি করতে চাই। সোজা কথায়  খেলোয়াড়দের  কোন কোন ক্ষেত্রে  কি করতে হবে  আমাদের সেটি  বুঝতে হবে। ’
    ‘তার মানে এই নয় যে,  অতি সন্নিকটে  থাকা  এশিয়া কাপ ও বিশ^কাপে  জরুরি  অবস্থায়  দলে গভীরতা থাকবেনা।  এই বিষয়টি মাথায় রেখে  আমরা খেলোয়াড়দের একটা সুযোগ দিতে চাই।’
    হাতের কব্জিতে  ব্যাথা অনুভব  করা অধিনায়ক ও ওপেনিং ব্যাটার তামিম ইকবালের ইনজুরি  গভীরভাবে  পর্যবেক্ষণ করছে  বাংলাদেশ টিমম্যানেজমেন্ট।  কব্জির  সমস্যার কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিও খেলতে পারেনি তামিম।  হাথুরু  জানিয়েছেন  তামিম খেলতে না পারলেও  সমস্যা নেই।  কেননা তার হাতে বিকল্প   ওপেনিং  ব্যাটার ও অধিনায়ক আছে।  অবশ্য গত  দুই দিন  তামিমকে  অনুশীলনে দেখা গেছে।  
     এদিকে রশিদ খানকে  দলে ফিরিয়ে  এনেছে  আফগানিস্তান।  তারকা স্পিনারের  উপস্থিতিতে  উচ্ছাস  প্রকাশ করে  অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি বলেছেন  তিনি (রশিদ)  একাই  ম্যাচের  পার্থক্য গড়ে দিতে পারেন।
    শাহিদি বলেন,‘ অবশ্যই, তিনি(রশিদ) আমাদের  জন্য অনেক বড় কিছু।  তিনি দলে থাকায়  অধিনায়ক হিসেবে  আমি অত্যন্ত আত্মবিশ^াসী। আমি জানি  দলের জন্য তিনি সেরাটা  দিবেন।’
     টেস্ট সিরিজ থেকে  অনেক কিছু শেখার  বিষয়টি উল্লেখ করে  তিনি বলেন,‘  আমাদের জন্য এটা ইতিবাচক  লক্ষন।  তিনি টেস্ট  ম্যাচটি খেলেননি, তবে  এখন ওয়ানডে সিরিজে তাকে  পাচ্ছি এবং দলের  জন্য তিনি সেরাটাই  দেবেন।’
    বাংলাদেশ দল: তামিম  ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন এবং  নাইম শেখ।
    আফগাস্তিান দল:  হাশমতুল্লাহ শাহিদি(অধিনায়ক),  রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াহ হাসান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আব্দুল রহমান, শহিদুল্লাহ, জিয়া উর রহমান ওয়াদফার নোমান্দ, মোহাম্মদ সালিম সৈয়দ শিরজাদ।

  • ‘সোনালী ব্যাগ’ ব্যবহারে ১০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে : শাহাব উদ্দিন

    ‘সোনালী ব্যাগ’ ব্যবহারে ১০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে : শাহাব উদ্দিন

    : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন জানিয়েছেন, পলিথিনের বিকল্প হিসেবে পাটজাত পলিথিন (বায়োডিগ্রেডেবেল বায়োপ্লাষ্টিক) ‘সোনালী ব্যাগ’ ব্যবহারে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ১০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে।
    তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য গাজী মোহম্মদ শাহনওয়াজের এক প্রশ্নের জবাবে বলেন, ‘প্রচলিত পলিথিনের বিকল্প হিসেবে বায়োডিগ্রেডেবল পলিন বাজারজাত করা এবং ব্যবহৃত পলিথিন রিসাইক্লিং এর মাধ্যমে পুনঃব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে। পলিথিনের বিকল্প হিসেবে বাংলাদেশের বিজ্ঞানী মোবারক আহমদ খান আবিষ্কৃত পাটজাত পলিথিন (বায়োডিগ্রেডেবেল বায়োপ্লাষ্টিক) ‘সোনালী ব্যাগ’ এর দাম কমানোর জন্য বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ১০ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে।’
    শাহাব উদ্দিন জানান, ‘নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার রোধে ২০১৯ সালের জানুয়ারী থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত ২ হাজার ২৭৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তদের বিরুদ্ধে ৩৪০টি মামলা দায়ের করা হয়েছে এবং ৫ কোটি ৬০ লাখ ৪৩ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও ১৬৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে এবং ১ হাজার ৭৭১ দশমিক ৫৫ মেট্রিক টন পলিথিন, দানা, পলিমার জব্দ করা হয়েছে।’ 
    মন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমনের জন্য গৃহস্থলি বর্জ্য ও প্লাষ্টিক বর্জ্যের সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনার জন্য সরকার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ প্রণয়ন করেছে। এই বিধিমালায় পরিবেশ বিনষ্টকারী পলিথিনের উৎপাদন ও বিপণন ও ব্যবহার বন্ধে স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সকলের দায়দায়িত্ব নির্ধারণ করা হয়েছে এবং আইন অনুযায়ী ক্ষেত্র বিশেষে বিভিন্ন পুরুত্বের পলিথিনের উৎপাদন ও বিপণন এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। 
    তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন ও বিপননের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতা পলিথিনের ব্যবহার বন্ধ বা সীমিত করার জন্য পরিবেশ অধিদপ্তরের নিজস্ব ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে নিয়মিত মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্য করে অবৈধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী, পরিবহনকারী, বিক্রেতা এবং মজুদদারকে মোবাইল কোর্টের আওতায় এনে নিয়মিত জরিমানা ধার্য ও আদায় করা হচ্ছে এবং পলিথিন উৎপাদনকারী কারখানা বন্ধ করে দেয়া হচ্ছে। মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচারনার কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

  • বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব অঙ্গনে তুলে ধরতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব অঙ্গনে তুলে ধরতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব পরিমন্ডলে প্রতিষ্ঠিত করতে পদক্ষেপ নেবে। পাশাপাশি নতুন প্রজন্মের চিন্তাধারার সাথে তাল মিলিয়ে বাংলাদেশের সংস্কৃতির বিকাশে জোরালো উদ্যোগ নেবে যাতে, এই নতুন প্রজন্ম তাদের সংস্কৃতির স্বাতন্ত্র্য ভুলে না যায়।
    ছয়টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আরেকটি উদ্বোধনের সময় শেখ হাসিনা বলেন, ‘আমরা যেমন আর্থ-সামাজিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছি, তেমনি আমাদের সাংস্কৃতিকভাবেও এগিয়ে যেতে হবে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব যাতে আমাদের সংস্কৃতি বিশ্ব অঙ্গনে একটি শক্তিশালী অবস্থান নিতে পারে।’
    সরকার প্রধান আজ তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হন।
    তিনি বলেন, তাঁর সরকার সংস্কৃতির আরও উন্নতির জন্য প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করতে কাজ করছে।
    প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন প্রযুক্তির আবির্ভাবে আমাদের বাচ্চাদের চিন্তাভাবনা এবং বিশ্বাসগুলো সর্বদা পরিবর্তিত হচ্ছে। তাদের চিন্তাধারা অনুযায়ী আমাদের সংস্কৃতিকে উন্নত করতে হবে যাতে তারা কখনই বাংলাদেশের সংস্কৃতিকে ভুলে না যায়।’  
    শেখ হাসিনা বাংলাদেশের সংস্কৃতির উন্নতি ও বিকাশের জন্য অতীতের ন্যায় প্রয়োজনীয় যা যা কিছু করা দরকার সে ব্যাপারে তাঁর সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
    প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ইতোমধ্যে ১৮৬২ কোটি টাকা ব্যয়ে ৪১টি উন্নয়ন প্রকল্প সম্পন্ন করেছে এবং বাংলাদেশী সংস্কৃতির উন্নয়নে গত সাড়ে ১৪ বছরে আরো ১৪টি প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি অপর ৪১টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
    কেউ যদি কোনো দেশকে ধ্বংস করতে চায় তাহলে সংস্কৃতির ওপর আক্রমণ করবে, এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশকে সাংস্কৃতিকভাবে ধ্বংস করার চেষ্টা করেছিল। কারণ, তাদের নিশ্চিত পরাজয় জেনেও তারা মুক্তিযুদ্ধের শেষের দিকে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।
    সরকার প্রধান বলেন, ‘আমরা সবসময় আমাদের সংস্কৃতিকে ধারণ করার পাশাপাশি এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং এইভাবে দেশকে এগিয়ে নিতে হবে।’
    প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ২০০৯ সাল থেকে বাঙালি জাতির ইতিহাস ও সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা, সাহিত্য ও গবেষণামূলক কাজকে রক্ষা ও সংরক্ষণ করে প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন একটি শিক্ষিত জাতি গঠনে কাজ করে যাচ্ছে।
    তিনি বলেন, ‘বিশ্ব প্রযুক্তি দ্বারা আঁকড়ে আছে। প্রজন্মের পর প্রজন্ম জাতিকে আধুনিক ও জ্ঞানভিত্তিক গড়ে তুলতে আমাদের সংস্কৃতির সঙ্গে প্রযুক্তিকে যুক্ত করতে হবে।’
    প্রধানমন্ত্রী যে ছয়টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেগুলো হলো: গণগ্রন্থাগার অধিদপ্তরের জন্য নতুন বহুতল ভবন, পুরান ঢাকা শহরের রোজ গার্ডেন, ঢাকায় কবি নজরুল ইনস্টিটিউট ভবন, কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিল্পকলা একাডেমী এবং আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র, ময়মনসিংহের মুক্তাগাছা সাংস্কৃতিক কেন্দ্র এবং জাতীয় জাদুঘরে শিশু গ্রন্থাগার।
    তিনি কপিরাইট ভবনের একটি নবনির্মিত ১২তলা ভবনও উদ্বোধন করেন।
    অনুষ্ঠানে বক্তৃতা করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব খলিল আহমদ।

    শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলা একাডেমির এক অনুষ্ঠানে একটি সাংস্কৃতিক দর্শন দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন,স্বাধীন জাতি হিসেবে নিজেদের পায়ে দাঁড়াতে হলে আমাদের দেশের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব অঙ্গনে প্রতিষ্ঠিত করতে হবে।
    প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি জাতির পিতার সাংস্কৃতিক দর্শন প্রতিষ্ঠা করা আমাদের কর্তব্য।’
    দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তাঁর সরকারের গৃহীত পদক্ষেপের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশ পিছিয়ে নেই। দেশব্যাপী ওয়াইফাই সংযোগ রয়েছে, প্রতিটি বাড়িতে বিদ্যুৎ রয়েছে, এমনকি ইউনিয়ন পর্যায়েও মানুষের অবস্থার আমূল পরিবর্তন হয়েছে।’
    তিনি তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক চর্চা পৌঁছে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘তৃণমূল পর্যায়ে আমাদের অনেক লুকানো প্রতিভা রয়েছে। তাদেরকে নিয়ে আমাদের প্রচার করতে হবে এবং জাতীয় পর্যায়ে তাদের মূল্যায়ন করতে হবে। তাই আমাদের সাংস্কৃতিক চর্চা জেলা ও উপজেলা পর্যায় ছাড়াও ইউনিয়ন পর্যায়েও নিয়ে যেতে হবে।’
    বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় উদার হবে এই কামনা করেন প্রধানমন্ত্রী।
    তিনি বলেন, ‘সুতরাং এই মানসিকতা এবং চেতনাকে আরও বিকাশের জন্য ব্যবস্থা নেওয়া দরকার।’  
    শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ইতোমধ্যে বাংলাদেশের সাংস্কৃতিক চর্চাকে বিকশিত ও সমৃদ্ধ করতে অনেক প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং এ বিষয়ে আরও পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।
    গণগ্রন্থাগার অধিদপ্তরের জন্য একটি নতুন বহুতল ভবন নির্মাণের বিষয়ে তিনি বলেন, তাঁর সরকার আধুনিক প্রযুক্তিতে এটি নির্মাণের জন্য ৫২৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
    তবে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন কারণ, তাঁর সরকার অনেক আগেই প্রকল্পটি অনুমোদন করা সত্ত্বেও তারা এখনও ভবনটির নির্মাণ কাজ শুরু করতে পারেনি।
    প্রধানমন্ত্রী পুরান ঢাকার রোজ গার্ডেন, যেখানে তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ (বর্তমানে আওয়ামী লীগ) প্রতিষ্ঠিত হয়েছিল, তা এমনভাবে মেরামত ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যাতে এর নিজস্ব স্বকীয়তা পরিবর্তন করা না যায়।  
    তিনি রোজ গার্ডেন বাড়ির মালিক, যার কাছ থেকে সরকার এটি কিনেছিল, তাদের কাছে থাকা কাগজপত্র এবং বাড়ির নিজস্ব স্বকীয়তা যথাযথভাবে সংরক্ষণ নিশ্চিত করার পরামর্শ দেন।
    সরকার প্রধান বলেন, বাড়িটি সংস্কারের প্রয়োজনে তিনি যে কোনো নির্দেশনা দেওয়ার জন্যও প্রস্তুত।
    শেখ হাসিনা বলেন, নগর ভবনে (ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয়) যে ঢাকা গ্রন্থাগারটি রয়েছে, তা রোজ গার্ডেনে স্থানান্তর করা হবে।
    শিশু গ্রন্থাগার সম্পর্কে তিনি বলেন, জাপানের সহযোগিতায় তাদের নিজস্ব নকশা অনুযায়ী জাতীয় জাদুঘরে শিশু গ্রন্থাগার স্থাপন করা হবে এবং গ্রন্থাগারে ৬ হাজার জাপানি বই দেওয়া হবে।
    এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাপান আমাদের পরীক্ষিত বন্ধু এবং এটি আমাদের উন্নয়নে বিরাট ভূমিকা রেখেছে।’

  • সাতক্ষীরায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    সাতক্ষীরায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩-২০২৫ বাস্তবায়নে জেলা এন সি টি এফ এর করণীয় শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এন সি টি এফ) এর আয়োজনে মঙ্গলবার  ৪ ই জুলাই সকালে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এনসিটিএফ সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শেখ মিফতাহুল জান্নাত’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। 
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক কুমার চক্রবর্তী,   জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, জেলা  সমাজসেবা অধিদপ্তরের সহকারী  পরিচালক  মো. রোকনুজ্জামান।
    এমসয় উপস্থিত ছিলেন  মহিলা বিষয় কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার করবী সুলতানা ,   ওসিসির প্রোজেক্ট অফিসার  আব্দুল হাই সিদ্দিক, শিশু একাডেমি সাতক্ষীরার লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম, ব্রেকিং দ্য সাইলেন্সের অফিস ইনচার্জ  শরিফুল ইসলাম, অগ্রগতি সংস্থার প্রজেক্ট অফিসার আল মামুন এ্যাড. সাকিবুর রহমান,এনসিটিএফ সাতক্ষীরা জেলা কমিটির, সাধারণ সম্পাদক তৌফিক হোসেইন,  শিশু গবেষক শাহরিয়ার সুলতানা,সানজানা রহমান নিশি, শিশু সাংবাদিক মুশফিকুর রহমান, চাইল পার্লামেন্ট সদস্য তির্যক কুমার মন্ডল, সাদিয়া আফরিন জুই, নাহারুমা শাহাতাজ সৌমীসহ এনসিটিএফ কমিটির সাধারণ সদস্যবৃন্দ। 
    এছাড়া আরো উপস্থিত ছিলেন ইয়ুথ মেন্টর  গ্রুপ সাতক্ষীরা জেলার সদস্য মাসুদ রানা, সাকিব, শিমুল হোসেন, শিহাব সিদ্দিকী, রুবিনা খাতুন, নাফিস মোক্তাদী নাঈম প্রমুখ।

    সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন এনসিটিএফ সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি হৃদয় মন্ডল

  • গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৩৬ জন হাসপাতালে ভর্তি

    গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৩৬ জন হাসপাতালে ভর্তি

    (বাসস) : দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৬ জন। এদের মধ্যে ঢাকায় ১৭৪ জন এবং ঢাকার বাইরে ২৬২ জন ভর্তি হয়েছেন।
    আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
    বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৩১ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ১ হাজার ২২ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৫০৯ জন।
    চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৯ হাজার ১৯৩ জন। এদের মধ্যে ঢাকায় ৬ হাজার ৬৫৫ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ৫৩৮ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৬ জনের।
    এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ৬০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

  • যে কারণে সাময়িক বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র

    যে কারণে সাময়িক বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র

    কয়লার সংকট বা কারিগরি ত্রুটি নয়, রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছে রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র। সোমবার (৩ জুলাই) বিকালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির (বিআইএফপিসিএল) উপব্যবস্থাপক মো. আনোয়ারুল আজিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। গত শুক্রবার (৩০ জুন) রাত পৌনে ৯টা থেকে এই তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্রটি উৎপাদনে আসার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
    মো. আনোয়ারুল আজিম বলেন, কারিগরি ত্রুটি বা কয়লা সংকটের জন্য নয়, রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩০ জুন রাতে আমরা কেন্দ্রের উৎপাদন বন্ধ করেছি। এক সপ্তাহের মধ্যে আবারও কেন্দ্রটি চালু করা যাবে।
    কয়লা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, কেন্দ্রে বর্তমানে পর্যাপ্ত কয়লা রয়েছে। আগামী ৫ জুন আরও একটি জাহাজে করে বিপুল পরিমাণ কয়লা আসবে। কেন্দ্রে কোনও কয়লা সংকট নেই।
    রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন এমন সময় বন্ধ হলো, যখন ঈদের ছুটি শেষে অফিস-আদালত শিল্প কলকারখানা আবারও সচল হতে শুরু করেছে। একই সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদাও। এমন অবস্থায় কেন্দ্রটি রক্ষণাবেক্ষণের কাজ কেন শুরু হলো সে বিষয়ে সদুত্তর দিতে পারেননি কেউ।
    প্রসঙ্গত, এর আগেও বয়লারের টিউব ফেটে যাওয়া, কুলিং হিটারে ছিদ্রসহ কারিগরি নানা কারণে একাধিকবার কেন্দ্রটি বন্ধ হয়েছে। এছাড়া কয়লা সংকটেও ব্যাহত হচ্ছে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। প্রথম ইউনিট চালুর ২৩ দিনের মাথায় কয়লার অভাবে গত ১৪ জানুয়ারি বন্ধ হয়ে যায়। কয়লা আমদানির পর গত ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রটির প্রথম ইউনিট আবার বিদ্যুৎ উৎপাদন শুরু করে।
    রামপাল কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণের কথা বললেও সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে, ইলেকট্রিক্যাল প্রোটেকশন সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় বন্ধ হয়ে যায় কেন্দ্রটি। এখন মেরামত কাজ চলছে। ঠিক হতে চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে।

  • বাংলাদেশসহ যে ১০ দেশ ব্রিকসে যোগ দিচ্ছে

    বাংলাদেশসহ যে ১০ দেশ ব্রিকসে যোগ দিচ্ছে

    ন্যাশনাল ডেস্ক : সম্প্রতি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকসের সম্প্রসারণ নিয়ে বেশ আলোচনা চলছে। আর এই আলোচনায় বাংলাদেশও আছে। এই জোটের মধ্যে আর অংশ নিতে পারে ১০টি প্রভাবশালী দেশ। যা চূড়ান্ত হতে আগামী আগস্টে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সম্মেলনে। এই জোট সম্প্রসারণের মূল লক্ষ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কমানো। বর্তমানে যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় বিশ্বব্যবস্থা বিরাজমান তার থেকে বেরিয়ে আসতে চাইছে অনেক দেশ। বিশেষ করে চীন, রাশিয়া ও তুরস্ক।
    পাঁচ দেশের অর্থনৈতিক জোট (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) ব্রিকসে যোগ দিতে যাচ্ছে নতুন আরও ১০টি দেশ। আগামী ২২ থেকে ২৪শে আগস্ট দক্ষিণ আফ্রিকায় ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন হওয়ার কথা। এই সম্মেলন সামনে রেখে এ বছরেই নতুন এ ১০টি দেশ যুক্ত হতে পারে এবং ব্রিকস মুদ্রা গ্রহণ করতে পারে। এতে ব্রিকস জোটের সম্ভাব্য নতুন সদস্যরাও অংশ নিতে পারে বলে জানাচ্ছে নর্থ আফ্রিকা পোস্ট।
    কয়েক মাস ধরে ব্রিকসের সম্প্রসারণ নিয়ে বেশ আলোচনা চলছে। এ সময়ে নতুন নতুন দেশ এই ব্লকে প্রবেশের জন্য আবেদন করছে বা আগ্রহ ও সমর্থন দেখাচ্ছে। ব্রিকসে যেসব দেশ যোগ দেয়ার আগ্রহ দেখাচ্ছে সেগুলো হলো- বাহরাইন, জিম্বাবুয়ে, কিউবা, কঙ্গো, কমোরোস, গ্যাবন, গিনি-বিসাউ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও তিউনিসিয়া।
    যদিও এই দেশগুলো ব্রিকস জোটে যোগ দেয়ার জন্য প্রস্তুত, তবে তাদের আবেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এ ছাড়া ব্রিকসের আসন্ন শীর্ষ সম্মেলনে জোট সম্প্রসারণের আলোচনা করতে হবে। সম্ভবত, ব্রিকস নতুন দেশগুলোর জন্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) মতো একটি নতুন সংস্থা গড়ে তুলতে এবং এটিকে ব্রিকস+ বলে অভিহিত করা হবে।
    নর্থ আফ্রিকা পোস্টের খবরে বলা হয়, এই জোটটি আন্তর্জাতিক বাণিজ্যে অর্থ লেনদেনের জন্য ডলারের বিরুদ্ধে একটি নতুন মুদ্রা চালু করার পরিকল্পনা করছে। এই পদক্ষেপটি অন্য পূর্বাঞ্চলীয় দেশগুলোকে তাদের ব্লকে আকৃষ্ট করছে। কারণ তারা ডলারের উপর নির্ভরতা বাদ দিয়ে স্থানীয় মুদ্রা প্রচলন করতে চায়।
    প্রতিষ্ঠাতা পাঁচটি দেশকে সামনে রেখে ব্রিকসের নতুন সব সদস্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই সম্ভবত এই জোট গঠন হবে।
    এটা স্পষ্ট যে, ব্রিকস সদস্য দেশগুলোর সম্পদ এবং ক্ষমতা বাড়ছে। এ ছাড়া নতুন দেশগুলো ব্রিকসে যোগদান করলে একটি সম্ভাব্য নতুন মুদ্রা চালু হবে। এতে জোটের প্রভাব বৃদ্ধি পাবে। ডলারের নির্ভরতা কমবে। এ ছাড়া অর্থনৈতিক স্বাধীনতাকামী দেশগুলোর জন্য একটি অর্থনৈতিক শক্তি হিসেবে কাজ করবে।
    এদিকে ২০০৬ সালে যাত্রা শুরু হওয়া এই ব্রিকসে যোগ দিতে চায় বাংলাদেশ। জানা গেছে, এ জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশ। ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে নতুন সদস্য নেয়ার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
    বেশ কিছুদিন ধরেই ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে কথাবার্তা হচ্ছিল। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এ নিয়ে একাধিকবার কথা বলেছেন। বাসসের খবরে বলা হয়, গত ১৪ই জুন সুইজারল্যান্ডের জেনেভায় পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ শিগগির ব্রিকসের সদস্যপদ পেতে পারে। জেনেভায় প্যালেস ডি নেশনসের দ্বিপক্ষীয় বৈঠককক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মধ্যে বৈঠকে বিষয়টি (ব্রিকসের সদস্যপদ) উত্থাপিত হয়েছে।
    বর্তমানে ব্রিকসের নেতৃত্বে আছে দক্ষিণ আফ্রিকা। ব্রিকসে যোগ দিতে বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে আবেদন জানানোর কথা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গত মঙ্গলবার নিশ্চিত করেছেন।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বাংলাদেশের আনুষ্ঠানিক আবেদন পাওয়াসহ নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে কথা বলেছেন। বার্তা সংস্থা ইউএনবি জানায়, এক ব্রিফিংয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তির পক্ষ থেকে ব্রিকসে যোগ দিতে বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে আবেদন করা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, বিকাশমান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ব্রিকস বহুপক্ষীয়তা সমুন্নত রাখা, বৈশ্বিক শৃঙ্খলের সংস্কারকে গতিশীল করা এবং উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশের প্রতিনিধিত্ব ও বক্তব্য তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। চীন ব্রিকসের সম্প্রসারণকে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ এবং ব্রিকসের বড় পরিবারে আরও সমমনা অংশীদারদের যুক্ত করতে প্রস্তুত রয়েছে। মাও নিং এ সময় আরও বলেছেন, ব্রিকসের সম্প্রসারণের বিষয়ে জোটের পাঁচ সদস্য একটি রাজনৈতিক ঐকমত্যে পৌঁছেছে। আর বাংলাদেশকে ব্রিকস জোটে স্বাগত জানাতে প্রস্তুত চীন।

    ২০২১ সালের ২রা সেপ্টেম্বর বাংলাদেশ ব্রিকস-ব্যাংকের সদস্য হয়। এই ব্যাংকের আনুষ্ঠানিক নাম দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি), যা ব্রিকস সদস্যরা প্রতিষ্ঠা করেছিল ২০১৫ সালে। মূলত ২০২০ সালের শেষের দিকে এনডিবির পরিচালনা পর্ষদ ব্যাংকের নতুন সদস্য নেয়া নিয়ে আলোচনা শুরু করেছিল।

  • মোদির বাসভবনের ওপর ‘রহস্যময়’ ড্রোন

    মোদির বাসভবনের ওপর ‘রহস্যময়’ ড্রোন

    আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের ওপর হঠাৎ করেই উড়েছে ‘রহস্যময়’ ড্রোন। সোমবার ভোর ৫টার দিকে মোদির বাসভবনের ওপর ড্রোনটি লক্ষ্য করা যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
    প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর ড্রোন দেখার পরই নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ। এ ঘটনায় মোদির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এর পাশাপাশি দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খবর এনডিটিভির
    এনডিটিভি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সদস্যরা আজ ভোর ৫টা নাগাদ ড্রোনটি দেখতে পান। এরপরই তারা দিল্লি পুলিশকে বিষয়টি অবহিত করেন।
    ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবন ‘নো ফ্লাই জোন’-এর মধ্যে পড়ে। নিরাপত্তাজনিত কারণে মোদির বাসভবনের ওপর থেকে কোনো বিমান কিংবা ড্রোন উড়তে পারে না। এরপরও প্রধানমন্ত্রীর বাভবনের ওপর কীভাবে ড্রোন উড়ল, তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
    তবে দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আশেপাশের এলাকায় অনুসন্ধান করা হয়েছিল। কিন্তু এই ধরনের কোনো বস্তু শনাক্ত করা যায়নি। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল রুমের (এটিসি) সাথেও যোগাযোগ করা হয়েছিল। তারা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে এমন কোনো উড়ন্ত বস্তু শনাক্ত করতে পারেনি।

  • চিনির কেজি ১৫০ ছাড়িয়েছে, ভোজ্যতেলেও সংকট

    চিনির কেজি ১৫০ ছাড়িয়েছে, ভোজ্যতেলেও সংকট

    ন্যাশনাল ডেস্ক : ব্যবসায়ীদের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকেই বাজারে কার্যকর হয়েছে চিনির নতুন দাম। রাজধানীর বাজারভেদে প্রতিকেজি খোলা চিনি বিক্রি হয়েছে ১৫০ টাকার ওপরে। যা সরকার নির্ধারিত দামের থেকে ৩০ টাকা এবং ব্যবসায়ীদের ঘোষিত দামের থেকেও ১০ টাকা বেশি। এছাড়াও বাজারে সরবরাহ সংকটে নতুন দামে মিলছে না ভোজ্যতেল।
    চিনির দাম নির্ধারণে ট্যারিফ কমিশনের সিদ্ধান্তের অপেক্ষা না করেই গত সোমবার নতুন দাম কার্যকরের ঘোষণা দেয় সুগার রিফাইনার অ্যাসোসিয়েশন। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে ব্যবসায়ীরা এই দাম বাড়িয়েছেন। অন্যদিকে বাণিজ্য মন্ত্রী বলেছেন, চিনির দাম নিয়ে ঈদের আগে কোনো আলোচনা হবে না। যেহেতু আমদানি ব্যয় বেড়েছে, ঈদের পর সে অনুযায়ী দেশের বাজারে দাম সমন্বয় করা হবে। এছাড়াও নির্ধারিত মূল্যে চিনি বিক্রি হচ্ছে কিনা তা তদারকির জন্য ভোক্তা অধিকারকে নির্দেশ দিয়েছেন তিনি।
    চিনির পাশাপাশি বাজারে হঠাৎ সরবরাহ সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিনের। রাজধানীর বেশির ভাগ দোকানেই মিলছে না নতুন দামে ১ ও ২ লিটারে বোতলজাত সয়াবিন। কিছু কিছু দোকানে নতুন দামে ৫ লিটারের বোতল বিক্রি হলেও এখনো বেশিরভাগ দোকানে আগের দরে বিক্রি হচ্ছে ১, ২ ও ৫ লিটারের তেল।
    বিক্রেতারা জানিয়েছেন, এ সপ্তাহের শুরুতে অর্থাৎ গত শুক্রবারে নতুন দামে তেলের সরবরাহ শুরু হলেও পরে তা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে গত সোমবার থেকেই ১ ও ২ লিটারের কোনো তেল বাজারে পাওয়া যাচ্ছে না। তবে আগের রেটে অর্থাৎ ১৯৯ টাকা দামে ১ লিটারের বোতল বিক্রি হতে দেখা গেছে। এর আগে গত ১১ জুন লিটারে ১০ টাকা কমিয়ে নতুন দাম ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়। এর প্রায় ১ সপ্তাহ পরে বাজারে এই দরে তেল বিক্রি শুরু হলেও বর্তমানে সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা।
    আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের ব্যাপক মূল্য হ্রাসে দেশের বাজারে দাম কামানো হয়েছিল। বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের উপপরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের পর্যালোচনার ভিত্তিতেই গত ১১ জুন লিটারে ১০ টাকা দাম কমানোর ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় ঈদের আগে আরও একবার দাম কমানো হতে পারে। আমাদের তথ্য-উপাত্ত পর্যালোচনা প্রায় শেষ। কিন্তু কবে সে ঘোষণা দেওয়া হবে তা মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে। এছাড়াও বাজারে দাম কার্যকর হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব ভোক্তা অধিকারের।’

    সাধারণ ব্যবসায়ীরা বলেন, এই মুহূর্তে আগের তেলের দামই কার্যকর হচ্ছে না তার মধ্যে আবার দাম কমানো হলে বাজারে কোনো তেল পাওয়া যাবে না। মূলত ঈদকে ঘিরে বাজারে তেল ও চিনির সংকট চরমে ঠেকেছে বলেও জানান তারা। তবে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারকে নির্দেশ দিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

    বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়েই চলেছে। যার প্রভাব আমাদের দেশেও পড়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার জন্য ট্যারিফ কমিশনকে বলা হয়েছে। তারা জানিয়েছে দেশের চিনির দামের সঙ্গে আন্তর্জাতিক মূল্যের কিছুটা পার্থক্য রয়েছে। সেটা আমরা সমন্বয় করব।’

    সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চিনির ওপর যে শুল্কহার নির্ধারণ করা আছে তা কমানো অথবা ছাড় দেওয়ার বিষয়ে আমরা জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ করব। এটি করা হলে চিনির দাম কিছুটা কমানো সম্ভব হবে।’

    এ সময় ভোজ্যতেলের বিষয়ে টিপু মুনশি জানান, ‘আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমানোর সঙ্গে সঙ্গে দেশের বাজারে দাম কমিয়ে দেওয়া হয়েছে এবং হ্রাসকৃত মূল্যে তেল বিক্রি করা হচ্ছে। তবে বাজারে সে দামে বিক্রি হচ্ছে কিনা তার জন্য ভোক্তা অধিকারকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে চিনি নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিং করা হবে।’

    এ বিষয়ে খুচরা বিক্রেতারা জানান, যদি সরবরাহকারীরা বাড়তি দামে রশিদসহ চিনি বিক্রি করেন তাহলেই বাজারে প্রায় সবাই চিনি বিক্রি করবেন। যদি রশিদ না দেওয়া হয় এবং ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে সে ক্ষেত্রে বাজারে ঝুঁকি নিয়ে কেউ চিনি বিক্রি করবে না। সাধারণত ঈদসহ দেশের প্রধান প্রধান উৎসবে চিনির চাহিদা স্বাভাবিকের চেয়ে ৩-৪গুণ বেড়ে যায়। ফলে এ সময় পণ্যটির বিক্রি বাড়ে। মূলত ঈদের এই চাহিদাকে পুঁজি করে বাড়তি মুনাফা হাতিয়ে নিতে একটি চক্র বাজার অস্থিতিশীল করছে বলেও জানান তারা।

  • সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি গেট ও রেউই বাজার ঢালাইকরণ এর উদ্বোধন

    সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি গেট ও রেউই বাজার ঢালাইকরণ এর উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি গেট ও রেউই বাজার ঢালাইকরণ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বেলা ১১টায় বাঁশদহা ইউনিয়ন পরিষদ চত্বরে বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাষ্টার মো. মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে গেট ও বাজার ঢালাইকরণের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
    ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়ণে ২০ লক্ষ টাকা ব্যয়ে ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি গেট ও রেউই বাজার ঢালাইকরণ করা হয়েছে।
    এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মো. আনছার আলী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বাঁশদহা ইউনিয়নের ইউপি সদস্য মো. খোরশেদ আলম রিপন, মো. মফিজুল ইসলাম, মো. মোশারফ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. গৗছল আজম (মনি), মো. আহসান উদ্দীন, মো. বদরুজ্জামান খোকা, মো. মোর্শেদুল হক, মো. শাহাজান আলী, মহিলা ইউপি সদস্য রাশিদা খাতুন, রাজিয়া সুলতানা, ছাবিনা ইয়াসমিন ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আহছান উদ্দীন প্রমুখ।

  • সাতক্ষীরায় বাঁশদহা ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ’র চাউল বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

    সাতক্ষীরায় বাঁশদহা ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ’র চাউল বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় বাঁশদহা ইউনিয়ন পরিষদ চত্বরে বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাষ্টার মো. মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
    সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৯৭০ জন অসহায় মানুষের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে ঈদ উপহার ৯. ৭০ টন ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মো. আনছার আলী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বাঁশদহা ইউনিয়নের ইউপি সদস্য মো. খোরশেদ আলম রিপন, মো. মফিজুল ইসলাম, মো. মোশারফ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. গৗছল আজম (মনি), মো. আহসান উদ্দীন, মো. বদরুজ্জামান খোকা, মো. মোর্শেদুল হক, মো. শাহাজান আলী, মহিলা ইউপি সদস্য রাশিদা খাতুন, রাজিয়া সুলতানা, ছাবিনা ইয়াসমিন ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আহছান উদ্দীন প্রমুখ।

  • জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা-২ এঁর ঐচ্ছিক তহবিল হতে ২লক্ষ ৫০হাজারটাকার অনুদানের চেক বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

    জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা-২ এঁর ঐচ্ছিক তহবিল হতে ২লক্ষ ৫০হাজার
    টাকার অনুদানের চেক বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

    নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ১০৬ সাতক্ষীরা সদর-২ এর ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি দেশের সকল শ্রেণি পেশার মানুষের কথা ভাবেন। কি করলে দেশ ও দেশের মানুষ ভালো থাকবে সব সময় সেটাই ভাবেন। তাই জননেত্রী শেখ হাসিনা সুস্থ্য থাকলে বাংলাদেশ সুস্থ্য থাকবে। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মো. শামসুর রহমান প্রমুখ। এসময় সদর এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিল হতে ৬৬ জনের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

  • ভারতীয় আমদানি জাত পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির প্রতিবাদে ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ

    ভারতীয় আমদানি জাত পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির প্রতিবাদে ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ

    নিজস্ব প্রতিনিধি : ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির প্রতিবাদে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে ভারতীয় ট্রাক প্রতি ২০০ রুপি করে চাঁদা ধার্য্য করলে ট্রাক চালকরা তা দিতে অস্বীকার করে ট্রাক চালানো বন্ধ করে দেয়। তবে দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত প্রায় ৫০টি ট্রাক প্রবেশ করেছিল ভোমরা স্থলবন্দরে।

    ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী মোশারফ হোসেন জানান, চলতি মাসের প্রথম দিকে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারতীয় ট্রাকপ্রতি ২০০ রুপি হারে চাঁদা আদায়ের সিদ্ধান্ত হয়। তবে ভারতের ঘোজাডাঙ্গা সিএ-এফ এজেন্ট (কার্গো) ওয়েলফেয়ার এসোসিয়েশন এ ধরনের চাঁদাবাজি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। কিন্তু আজ বুধবার সকাল সাড়ে ১০টায় হঠাৎ ভারতীয় পণ্যবাহী ট্রাকপ্রতি ২০০ রুপি হারে চাঁদাবাজি শুরু করলে উভয় দেশের আমদানি রপ্তানি কারকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যার কারণে ভারতীয় ট্রাক ড্রাইভাররা জিরো পয়েন্টে পণ্যবাহী ট্রাক আড় করে দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়। প্রায় তিন ঘন্টা বন্ধ থাকার পর চাঁদা না নেয়ার শর্তে বেলা ১টার দিকে আবারো আমাদানী -রপ্তানী কার্যক্রম স্বাভাবিক হয়। তবে বিকেল ৪টার দিকে ট্রাকপ্রতি আবারো টাকা দাবি করলে ওপারে সংগঠিত হয়ে ট্রাক ঢুকানো বন্ধ করে দেয় ভারতীয় ট্রাক ড্রাইভাররা।
    ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, পূর্ব ঘোষনা ছাড়াই সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নামে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রতি ২০০ রুপি হারে চাঁদাবাজি শুরু করলে আমদানিকারকরা আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ করে দেয়। পরে চাঁদা না নেয়ার শর্তে বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবারো শুরু হওয়ার পর বেলা ৪টার দিকে স্থায়ীভাবে বন্ধ হয় আমদানি রপ্তানি কার্যক্রম।
    ভোমরা ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ফিরোজ হোসেন জানান,বিকেল ৪টা থেকে ভারতীয় ট্রাক প্রবেশ আবারো বন্ধ হয়ে গেছে।
    ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, লাইনম্যানদের মজুরীসহ আনুসঙ্গিককাজে এ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছিল ট্রাকপ্রতি ২০০ রুপি নেয়ার। আমরা ওপারেও কথা বলেছি। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।