নিজস্ব প্রতিনিধি : ‘তারুণ্যের ভাবনায় স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সংলাপে শিক্ষার্থীদের নানামুখী প্রশ্নের উত্তর দিলেন জনপ্রতিনিধিরা সাতক্ষীরা: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধান অন্তরায় সুশাসনের ঘাটতি, সুশাসন কায়েমে করণীয় কী? সাতক্ষীরার স্থানীয় দুজন সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে এটা ছিল শিক্ষার্থীদের প্রশ্ন।
প্রতিউত্তরে জনপ্রতিনিধিরা বলেন, সর্বস্তরে সুশাসন কায়েমের জন্যই স্মার্ট বাংলাদেশ গঠনের উদ্যোগ নেওয়া হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে পারলে কোথাও দুঃশাসনের সুযোগ থাকবে না।
শনিবার (২২ জুলাই) সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশন আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সংলাপে শিক্ষার্থীরা সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের কাছে উল্লিখিত প্রশ্নসহ সাতক্ষীরা জেলার নানামুখী সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন।
এসময় শিক্ষার্থীরা সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহর কাছে কলারোয়ার বেত্রাবতী ব্রিজ নির্মাণ, উদ্বোধনের অপেক্ষায় থাকা তালা ফায়ার সার্ভিস স্টেশন, তালার খোলা জানালা ইকোপার্ক সম্প্রসারণ, কপোতাক্ষ নদের পাড়ে জলাবদ্ধতা নিরসনে গৃহীত টিআরএম প্রকল্প বাস্তবায়নে সৃষ্টি অনিশ্চয়তা, সরকারি চাকরিতে ঘুষ বাণিজ্য ও শিক্ষার নিম্নমুখী মান নিয়ে প্রশ্ন করেন। প্রতিউত্তরে উল্লিখিত বিষয়গুলো নিয়ে নিজের ও সরকারের অবস্থান তুলেন সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
পরে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির কাছে শিক্ষার্থীরা নাভারণ-সাতক্ষীরা রেল লাইন, সাতক্ষীরা পাবলিক বিশ্ববিদ্যালয়, বিদ্যুতের লোডশেডিং, সাতক্ষীরা পৌরসভায় চলাচলের অযোগ্য রাস্তাঘাট ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন করেন। একইভাবে নিজের ও সরকারের অবস্থান তুলে ধরে প্রশ্নগুলোর উত্তর দেন সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
সংলাপে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাতক্ষীরা এখনো দ্বিতীয় শ্রেণীর জেলা হিসেবে বিবেচিত। এ কারণে উন্নয়ন বাজেটেও আমরা পিছিয়ে। এজন্য সাতক্ষীরা জেলাকে প্রথম শ্রেণীর জেলায় রূপান্তর করা প্রয়োজন। আমাদের জেলায় সাতটা উপজেলা রয়েছে। প্রথম শ্রেণীর জেলায় রূপান্তর করতে একটা উপজেলা বৃদ্ধি করতে হবে। এজন্য তালার পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তর করা প্রয়োজন।
প্রতিউত্তরে সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ বলেন, আমি ইতোমধ্যে পাটকেলঘাটাকে উপজেলা ও তালাকে পৌরসভায় রূপান্তর করতে ডিও লেটার দিয়েছি। এক সাথে চেষ্টা করলে এটা বাস্তবায়ন সম্ভব।
প্রশ্ন-উত্তরে গোটা শিল্পকলা একডেমি মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।
সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই সংলাপে সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এসএএম আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে ও আমরা বন্ধুর প্রতিষ্ঠাতা এসএম নাহিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমরা বন্ধুর উপদেষ্টা শেখ হারুন-উর-রশিদ ও প্রভাষক প্রনব ঘোষ বাবলু। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের উপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
Category: বিশেষ সংবাদ
-

‘তারুণ্যের ভাবনায় স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সংলাপে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধান অন্তরায় সুশাসনের ঘাটতি
-

’’হাসিমুখ’’ সেঞ্চুরী- সাতক্ষীরা উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি শূভ উদ্বোধন ।
নিজস্ব প্রতিনিধি : নারকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে ’’হাসিমুখ’’ সেঞ্চুরী- সাতক্ষীরা পরিচালক ও আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পদক শেখ এজাজ আহমেদ স্বপন বৃক্ষ রোপন কর্মসূচি শূভ উদ্বোধন করেছেন । বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সোসাইটি,(দেবহাটা) আয়োজনে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের নারকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ’’হাসিমুখ’’ সেঞ্চুরী- সাতক্ষীরা পরিচালক ও আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পদক শেখ এজাজ আহমেদ স্বপন ।এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ¦ রফিকুল ইসলাম ( বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক দেবহাটা) জনাব মিজানুর রহমান(উপদেষ্টা, বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সোসাইটি,(দেবহাটা) আখিনুর ইসলাম(সবাপতি, বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সোসাইটি,(দেবহাটা), আসমা খাতুন( সাধারন সম্পাদক, বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সোসাইটি,(দেবহাটা) । প্রধান অতিথি ’’হাসিমুখ’’ সেঞ্চুরী- সাতক্ষীরা পরিচালক ও আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পদক শেখ এজাজ আহমেদ স্বপন এর বক্তব্য শেষে শতাধিক মহিলাদের হাতে ২ টি করে ফলজ বৃক্ষ তুলে দেওয়া হয় এবং নারকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে বৃক্ষ রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচি শূভ উদ্বোধন করা হয় -
কিয়েভের জন্য নতুন ৪০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন কর্তৃপক্ষ ২৫ জুলাই কিয়েভের জন্য ৪০ কোটি মার্কিন ডলারের একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পারে। রয়টার্স এ কথা জানিয়েছে।
মার্কিন কর্মকর্তাদের সূত্রে পাওয়া এ খবরে বলা হয়, আশা করা হচ্ছে পেন্টাগনের মজুদ থেকে অস্ত্রগুলো স্থানান্তর করা হবে। প্যাকেজের মধ্যে ‘বেশ কিছু স্ট্রাইকার সাঁজোয়া ফাইটিং ভেহিকল’, ডিমাইনিং ইকুইপমেন্ট, স্বল্প ও মাঝারি পরিসরের স্থল-ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাসামস (এনএএসএএমএস), প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং হিমার্স একাধিক লঞ্চ রকেট সিস্টেমের জন্য গোলাবারুদ অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও, যুক্তরাষ্ট্র টিওডব্লিউ এবং জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল সিস্টেম হস্তান্তর করবে।
রয়টার্স বলেছে, মার্কিন কর্তৃপক্ষ এই প্যাকেজের পরিবর্তন করতে পারে। এতে ক্লাস্টার যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত হবে না।
২০ জুলাই সিএনএন রিপোর্ট করেছে, ওয়াশিংটন এই সপ্তাহে কিয়েভের জন্য একটি নতুন ৪০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পারে। -

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৫৫ জন
দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৫ জন। এদের মধ্যে ঢাকায় ৮৪৫ জন এবং ঢাকার বাইরে ৯১০ জন ভর্তি হয়েছেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ হাজার ৯৩৭ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ৩ হাজার ৫২২ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২ হাজার ৪১৫ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ২৭ হাজার ৫৪৭ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫৫ জনের। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ২১ হাজার ৪৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। -

দেশে প্রথম চ্যানেল ২৪ এ সংবাদ পাঠ করল কৃত্রিম বুদ্ধিমত্তার ‘অপরাজিতা’
অনলাইন ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তার ‘অপরাজিতা’র সংবাদ উপস্থাপন। ছবি-সংগৃহীত
দেশে প্রথমবারের মতো চ্যানেল ২৪ এ সংবাদ উপস্থাপন করল কৃত্রিম বুদ্ধিমত্তার ‘অপরাজিতা’। বুধবার চ্যানেল ২৪ এর সন্ধ্যা ৭টার বুলেটিনে যুক্ত হয়ে সংবাদ উপস্থাপন করে অপরাজিতা।
সম্প্রতি বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ উপস্থাপনার বিষয়টি লক্ষ্য করা যায়। চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ। গত ৯ জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন, ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়। যার নাম ছিল লিসা। যা নিয়ে ভারত-বাংলাদেশে রীতিমতো হইচই পড়ে যায়।
এবার বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকাকে দিয়ে সংবাদ উপস্থাপন করাল বেসরকারি টেলিভিশন চ্যানলে ‘চ্যানেল ২৪’। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপকের নাম রাখা হয়েছে অপরাজিতা।
-

বাংলাদেশের উপকুলীয় এলাকায় বায়ু শক্তি উৎপাদনে ডেনমার্ক ১৩০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী

ডেনমার্ক বাংলাদেশে সমুদ্র উপকুলবর্তী এলাকায় বায়ু শক্তি উৎপাদনে ১৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন সৌজন্য সাক্ষাতকালে এই আগ্রহের কথা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বলেন, ‘ডেনমার্ক সমুদ্র উপকুলবর্তী এলাকায় বায়ু শক্তি উৎপাদনে বাংলাদেশে ১৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহী।’
মিডিয়া ব্রিফিংয়ে প্রেস সচিব আরো বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সহায়তা কামনা করেন।
এ প্রসঙ্গে শেখ হাসিনা উল্লেখ করেন, বাংলাদেশ সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে যেখানে বিদেশি ও দেশীয় উভয় ধরনের বিনিয়োগ প্রয়োজন।
প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রদূত বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে ৫০ বছরের উন্নয়ন অংশীদারিত্বের প্রশংসা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার দেশে দারিদ্র্যের হার অনেকাংশে কমিয়ে এনেছে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার নারীদের খেলাধুলার উন্নয়নে জোর দিয়েছে।
দেশে গণতন্ত্রের বিকাশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ সংগ্রাম করেছি।’
ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, তার দেশ বিশ্বব্যাপী আইসিটি খাতে ষষ্ঠ বৃহত্তম রপ্তানিকারক দেশ। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের আইসিটি খাত ও দ্রুত এগিয়ে যাচ্ছে।
পিটারসেন বলেন, দুই দেশ মানব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারে। তিনি বলেন, ‘আমরা সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করেছি,’। বিদায়ী রাষ্ট্রদূত বলেন, তিনি বাংলাদেশে ভালো বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটিয়েছেন। তিনি উন্নয়ন অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে কিছু বই উপহার দেন। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন। -

তৃণমূল পর্যায়ে সরকারি অফিসে জবাবদিহিতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আহ্বান

বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ের অফিস পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘মন্ত্রণালয়গুলো তাদের অন্যান্য অফিসের সাথে এপিএ স্বাক্ষর করবে- যাতে (সরকারি অফিসগুলিতে) তৃণমূল পর্যায় পর্যন্ত যোগাযোগ ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। আমরা যদি এইভাবে কাজ করতে পারি, তাহলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে পারব।’
প্রধানমন্ত্রী আজ তাঁর কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক পারফরম্যান্স চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণে একথা বলেন। তিনি সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে উত্তরসূরিদের প্রস্তুত করতে পদস্থ সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘যদি আমরা কাজের প্রতি আন্তরিকতা, আত্মসম্মানবোধ, জবাবদিহিতা নিশ্চিত করতে ও দুর্নীতি থেকে দূরে থাকতে পারি তাহলে যে কোনো কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে, এমনকি অসম্ভবকেও সম্ভব করতে পারি। আজ আমাদের বাংলাদেশ এটা প্রমাণ করেছে।’ মন্ত্রণালয় ও বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে এপিএ স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছ থেকে এপিএ গ্রহণ করেন।
অনুষ্ঠানে এপিএ বাস্তবায়ন এবং রেন্ডারিং পরিষেবায় তাদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ২০২১-২২ অর্থবছরের এপিএ অ্যাওয়ার্ড এবং ২০২২-২৩ অর্থবছরের সরকারী অফিস এবং কর্মকর্তাদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। সরকার প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় ধরনের দুর্যোগ কাটিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ আসতে পারে। আমরা সব ধরনের দুর্যোগ কাটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমি এটা বিশ্বাস করি।’
শেখ হাসিনা সকলকে খাদ্য উৎপাদন বাড়াতে ও এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখাতে বলেন যাতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্যের ক্ষেত্রে বাংলাদেশকে অন্যের ওপর নির্ভর করতে না হয়।
অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
এছাড়াও পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার এবং জনপ্রশাসন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সত্যজিৎ কর্মকার ২০২২-২৩ সালের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২১-২০২২ এর জন্য এপিএ বাস্তবায়নে প্রথম পুরস্কার এবং বিদ্যুৎ বিভাগ এবং কৃষি মন্ত্রণালয় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।
এপিএ বাস্তবায়নে চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী মন্ত্রণালয় ও বিভাগগুলো হল- অর্থ বিভাগ, আইসিটি বিভাগ, আইএমইডি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। -

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হলেন কলারোয়ার সন্তান শাহিন।
সাতক্ষীরা : বাংলাদেশ ছাত্রলীগের কেদ্রীয় কমিটিতে ৬নং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কৃতিসন্তান নাহিদ হাসান শাহিন।
আওয়ামী পরিবারের সন্তান নাহিদ হাসান শাহিন এর আগে বাংলাদেশ ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও মাষ্টারদা’ সূর্যসেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
জাতীয় সম্মেলনের ৭ মাস ৭ পর গত (১৩ জুলাই) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।কমিটি প্রকাশের পরে শাহিনের জন্মভূমি কলারোয়ায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
নাহিদ হাসান শাহিন বলেন, আমাকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ সভাপতি পদে কাজ করার সুযোগ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা এবং বাংলাদেশ ছাত্রলীগের সকলে ইউনিটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যে দায়িত্ব আমি পেয়েছি তা দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট ছাত্রলীগ বিনির্মানে আমার শতভাগ চেষ্টা থাকবে। -
সাতক্ষীরার নলতায় শিক্ষকের মারপিটে স্কুলের ছাত্রের মৃত্যুর অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় শিক্ষকের মারপিটে স্কুলের ছাত্রের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকালে কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। যদিও এ অভিযোগ অস্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক বলেন বকাঝকা করায় অভিমানে সে আত্মহত্যা করতে পারে।
মারা যাওয়া স্কুলছাত্র রাজ প্রতাপ (১৫) ভাড়াশিমলা ইউনিয়নের হিজলা চন্ডিপুর গ্রামের দ্বীনবন্ধু দাস পুত্র। এবং নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত শিক্ষার্থীরা স্কুল ভাংচুর করে এবং শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে।
স্থানীয়রা জানান, রাজ প্রতাপ স্কুলের নিয়ম ভেঙে কয়েকজন বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করছিলেন। এতে বিদ্যালয়ের শিক্ষক অবকাশ সরকার, সিদ্ধার্থসহ কয়েকজন শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাদের ডেকে নিয়ে মারপিট করে। এতে প্রতাপ বাড়ি গিয়ে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম বলেন, কোন ছাত্রকে মারপিট করা হয়নি। বকাঝকা করা হয়েছে। স্কুলের নিয়ম ভেঙে তারা শ্রেণির কক্ষের সামনে জন্মদিন পালন করছিল। আমার স্কুলে যেতে দেরি হওয়ায় একজন শিক্ষক আমাকে ফোন দিয়েছিল। পরে আমি স্কুলে গিয়ে তাদের অভিভাবকের কাছে ফোন করি। কিন্তু কারো অভিভাবক আসেনি। শুধু মাত্র প্রতাপের কাকা সেখানে আসলে স্কুলের শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে তাকে বকাঝকা করা হয়। পরে শুনছি সে নাকি মারা গেছেন। হয়ত বাড়ি গিয়ে সে আত্মহত্যা করতে পারে।
ভাড়াশিমলা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল নাঈম বলেন, আমি যতদূর শুনেছি স্কুলের নিয়ম ভেঙে জন্মদিন পালন করায় কয়েকজন শিক্ষক প্রতাপসহ তার বন্ধুদের মারপিট করে। এরপর বাড়ি গিয়ে প্রতাপ অসুস্থ্য হয়ে পড়ে। মারপিটের কারনেই সে মারা যেতে পারে বলে জানান তিনি।
এবিষয়ে জানার জন্য কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুনুর রহমানের সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।
-
তালায় ছোটবন্ধুদের পরিবেশ ভাবনা শীর্ষক কুইজ প্রতিযোগিতা
তালা প্রতিনিধি : তালা ছোটবন্ধুদের পরিবেশ ভাবনা শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জুলাই) দুপুর ১টায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু তালা উপজেলা টিমের উদ্যোগে ৩৩ নং তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোটবন্ধুদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন, প্রথম স্থান অধিকারী দীঘি বাওয়ালী, দ্বিতীয় স্থান অধিকারী আফিয়া আঞ্জুম এবং তৃতীয় স্থান অধিকারী অমলেন্দু সাধু। প্রতিযোগিতার শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মীর জাকির হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সরকার, প্রধান শিক্ষক শেখ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন আমরা বন্ধু ফাউন্ডেশন এর তালা উপজেলা টিম সমন্বয়কারী তাপস সরকার, আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, পুষ্পিত সেন,সুরভী সাদিয়া লিমা, জাফিরুল ইসলাম, সাইফুল ইসলাম, অর্ক মজুমদার, তৈয়বুর ইসলাম ।
আমরা বন্ধু তালা উপজেলা টিমের আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত বলেন, আমাদের পরিবেশ নিয়ে ছোটবন্ধুরা কি ভাবছে, পরিবেশ রক্ষায় তাদের ভূমিকা কি এসব বিষয় তাদের কাছ থেকে জানাতে ও জানাতে আমাদের এই উদ্যোগ। প্রাথমিকভাবে উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছোটবন্ধুরা অংশ নিবে। পরবর্তীতে সমগ্র উপজেলায় আমরা এটি ছড়িয়ে দিতে চাই। -

কালিগঞ্জে বীর নিবাসের চাবি হস্তান্তর
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের জন্য মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘বীর নিবাস’ নির্মান শেষে চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে কাকশিয়ালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: মতলুবর রহমানের হাতে চাবি হস্তান্তর করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিরাজ হোসেন খান, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মো: ছুরাত আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা জি. এম. নূর মোহাম্মাদ, বীর মুক্তিযোদ্ধা মো: জেহের আলী মিন্ত্রী ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এস এস এন্টারপ্রাইজের মালিক মো: আব্দুস সামাদ প্রমুখ।
অসচ্ছল-শহীদ-প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তানদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ লাখ ১০ টাকা ব্যয়ে একেকটি পাকা ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবেই জেলার ২৯২জন বীর মুক্তিযোদ্ধাকে সরকারি এসব ঘর বরাদ্দ দেয়া হয়েছে। ২৫ ফুট প্রস্থ আর ৩৫ ফুট দৈর্ঘ্যরে এ ঘরটিতে ২টি বেড রুম, ১টি ড্রইং রুম, ১টি ডাইনিং রুম, ১টি কিচেন রুম ও ২টি বাথরুমসহ থাকছে সুপেয় পানির ব্যবস্থা। কালিগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে ১২টি এবং দ্বিতীয় পর্যায়ে ৪৩টি ঘরের বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে থেকে দ্বিতীয় পর্যায়ে মেসার্স অরোরা এন্টারপ্রাইজের ৪টি ঘর এবং মেসার্স এস এস এন্টারপ্রাইজের ৫টি ঘর হস্তান্তর করা হয়। -

কারও সঙ্গে যুদ্ধে জড়ানোর ইচ্ছে নেই: প্রধানমন্ত্রী
বর্তমান সরকার শুধু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, বাংলাদেশের কারও সঙ্গে কোনো ধরনের যুদ্ধে জড়ানোর ইচ্ছে নেই। আমরা প্রকৃতপক্ষে কারও সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না। আমাদের দৃষ্টিভঙ্গি শুধু আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।
বুধবার পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ নৌবাহিনী বিএনএস শের-ই-বাংলা’র নবনির্মিত ঘাঁটি, ৪১টি পিসিএস-এর চারটি জাহাজ ও চারটি এলসিইউর কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন।
শেখ হাসিনা বলেন, সরকার নৌবাহিনীসহ সশস্ত্র বাহিনীর উন্নয়নে পদক্ষেপ নিয়েছে। এতে তারা আন্তর্জাতিক স্তরের যোগ্যতা ও মান অর্জনের মাধ্যমে দক্ষ হয়ে উঠেছে। আমরা সেই উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থা নিয়েছি।
তিনি বলেন, হেলিকপ্টার কেনার পাশাপাশি সাগরে নজরদারি ও নিরাপত্তা জোরদার করতে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ নির্মাণের কাজ চলছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। শুরুতেই বিএনএস শেরে বাংলা, ৪১ পিসিএসের চারটি জাহাজ ও চারটি এলসিইউ-এর ওপর একটি অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল বিএনএস শের-ই-বাংলার বেস কমান্ডার এবং চারটি জাহাজের কমান্ডার এবং ৪১ পিসিএসের চারটি এলসিইউ-এর কাছে কমিশনিং ফরমান হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী বিএনএস শের-ই-বাংলা ঘাঁটি এবং ৪১ পিসিএসের চারটি জাহাজ ও চারটি এলসিইউ-এর নেমপ্লেটও উন্মোচন করেন।
এই প্রথমবারের মতো নৌ-ঐতিহ্য অনুযায়ী বিএনএস শের-ই-বাংলা ঘাঁটি, চারটি জাহাজ এবং চারটি এলসিইউতে জাতীয় পতাকা উড়ানো হয়। যা নৌবাহিনীতে ‘রঙ’ নামে পরিচিত। -

পদ্মা সেতু দিয়েও নেওয়া যাবে অপটিক্যাল ফাইবার, গুনতে হবে টাকা
পদ্মা সেতুসহ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের স্থাপনাগুলোর ডাক্ট (বিশেষ ধরনের নল বা পাইপ) ব্যবহার করে অপটিক্যাল ফাইবার/ক্যাবল পরিবহন করা যাবে। সংশ্লিষ্ট লাইসেন্সধাপদ্মা সেতু দিয়েও নেওয়া যাবে অপটিক্যাল ফাইবার, গুনতে হবে টাকা
ন্যাশনাল ডেস্ক : পদ্মা সেতুসহ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের স্থাপনাগুলোর ডাক্ট (বিশেষ ধরনের নল বা পাইপ) ব্যবহার করে অপটিক্যাল ফাইবার/ক্যাবল পরিবহন করা যাবে। সংশ্লিষ্ট লাইসেন্সধারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এসব স্থাপনার একপাশ থেকে অন্যপাশে সংযোগ স্থাপনে অপটিক্যাল ফাইবারের লাইন নিতে পারবে। এজন্য প্রতি মিটার দূরত্বের জন্য মাসে ২০ টাকা ফি দিতে হবে সেতু কর্তৃপক্ষকে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ডাক্ট ব্যবহার নির্দেশিকা জারি করেছে। সেতু বিভাগের উপসচিব আনোয়ারুল নাসেরের স্বাক্ষরিত এই নির্দেশিকাটি রবিবার (৯ জুলাই) গেজেট আকারে প্রকাশিত হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন জমি ও স্থাপনায় নির্মিত ডাক্ট ব্যবহার করে ক্যাবল স্থাপন করা যাবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) রুপম আনোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ডিজিটাল প্রযুক্তি নির্ভর যোগাযোগ ব্যবস্থা সারা দেশে ছড়িয়ে দিতে সেতু কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এতে টেলিযোগাযোগ ব্যবস্থা বৃদ্ধির পাশাপাশি সরকারের আয়ও আসবে।
সেতু কর্তৃপক্ষের আওতাধীন প্রতিষ্ঠানের ধরনের মধ্যে রয়েছে ১৫০০ মিটার বা এরচেয়ে দীর্ঘ সেতু, টোল রোড, টানেল, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাবওয়ে, কজওয়ে, লিংক রোড, দ্বিতল সড়ক বা অন্য যেকোনও স্থাপনা।
বর্তমানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্মিত ও নির্মানাধীন স্থাপনার মধ্যে রয়েছে– পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা থেকে করিমগঞ্জ উপজেলা পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ প্রকল্প, কচুয়া-বেতাগী সড়কে পায়রা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প, পঞ্চবটি-মুক্তারপুর সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ প্রকল্প ও ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়কে মেঘনা নদীর উওর সেতু নির্মাণ প্রকল্প।
প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে– যমুনা নদীর তলদেশে টানেল নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা প্রকল্প এবং মেঘনা নদীর ওপর শরীয়তপুর-চাঁদপুর সড়কে ও মুন্সীগঞ্জ গজারিয়া সড়কে সেতু নির্মাণ প্রকল্পসহ অন্যান্য প্রকল্প।
নির্দেশিকায় বলা হয়েছে- স্থাপনার ক্যাবল স্থাপনের জন্য স্থাপনার ধরন অনুযায়ী নির্ধারিত ডাক্ট ব্যবহার করে ক্যাবল স্থাপন করতে হবে। নির্ধারিত স্থানে পিওপি (পয়েন্ট অব প্রেজেন্স) এর মাধ্যমে অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগ করতে হবে। পিওপি স্থাপনসহ যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বহন করতে হবে।
অপটিক্যাল ফাইবার লাইন স্থাপনে প্রতিমিটার ভাড়া মাসে ২০ টাকা (সর্বোচ্চ ৪৮ কোর)। এর চেয়ে বেশি হলে প্রতি কোরের জন্য অতিরিক্ত ২ টাকা করে দিতে হবে। ১৫ বছরের চুক্তিতে এই সুবিধা দেওয়া হবে। প্রতি বছরে ১০ শতাংশ ইজারা মূল্য বাড়বে।
বর্তমানে সরকারি প্রতিষ্ঠান বিটিসিএল, সামিট কমিউনিকেশনস ও ফাইবার অ্যাট হোম এনটিটিএন (ঘধঃরড়হরিফব ঞবষবপড়সসঁহরপধঃরড়হ ঞৎধহংসরংংরড়হ ঘবঃড়িৎশ) লাইসেন্স নিয়ে মাটির নিচ দিয়ে অপটিক্যাল ফাইবার পরিবহন করছে।
প্রসঙ্গত, ডাক্ট হচ্ছে বিশেষ ধরনের নল বো পাইপ যার মধ্য দিয়ে ক্যাবল পরিবহন করা হয়। এটি ক্যাবলের বিশেষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কাজ করে।রী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এসব স্থাপনার একপাশ থেকে অন্যপাশে সংযোগ স্থাপনে অপটিক্যাল ফাইবারের লাইন নিতে পারবে। এজন্য প্রতি মিটার দূরত্বের জন্য মাসে ২০ টাকা ফি দিতে হবে সেতু কর্তৃপক্ষকে। -

সাতক্ষীরা সদর উপজেলার ক্যান্সার, কিডনীসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ডিজিটাল কনফারেন্স রুমে সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও সদর উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমাজসেবা অধিদফতরের মাধ্যমে ভাতা ও অসহায় অসুস্থ্য মানুষের চিকিৎসার জন্য হাজার হাজার কোটি টাকা আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। অতীতে কোন সরকার এমন মহৎ উদ্যোগ গ্রহণ করেনি। যা জননেত্রী শেখ হাসিনা সরকার করেছে। দেশ ও দেশের জনগণের কল্যাণে কাজ করেছে বলেই দেশের জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী করবে ইনশাল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ ও সহকারি পরিচালক মো. রোকনূজ্জামান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান ও বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান প্রমুখ। সদর উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২৯ জন ব্যক্তির মাঝে ৫০ হাজার টাকা করে মোট ১৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত সদর উপজেলার ৩৮ জন রোগীর মাঝে চিকিৎসার জন্য ব্যক্তি অনুদানের চেক প্রত্যেকতে ৩ হাজার টাকা করে মোট ১লক্ষ ১৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান। -

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতাল’র সম্মেলন কক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল’র আয়োজনে মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক অজয় কুমার সাহা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগীয় প্রধান ও সহযোগি অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, সহকারি অধ্যাপক (সার্জারী) ডা. মো. শারফুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মো. হাফিজুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. সুমন কুমার দাশ, মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ভারপ্রাপ্ত ডা.সালমান হোসেন, আর এস (সার্জারী) ডা.মো. রাশিদুজ্জামান, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, বিএমএ সাতক্সীরা জেলা শাখার সভাপতি ডা. আজিজুর রহমান, স্বাচিপ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. এস.এম মোখলেছুর রহমান, স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. প্রশান্ত কুমার কুন্ডু, অধ্যাপক সালেহা আক্তার, নার্সিং সুপাভাইজার আঞ্জুমান আরা বেগম, হিসাব রক্ষক মোস্তাজিুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন, নার্সিং সুপারভাইজার তৌহিদা পারভীন, সিনিয়র স্টাফ নার্স নমিতা সরকার, হেলথ এডুকেটর মো. ফারুক হোসেন ও আফছার উদ্দিন প্রমুখ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচ্য সূচির মধ্যে ছিল গত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, এ্যাসেথেসিয়া, ই,এম,ও এবং চর্ম ও যৌন চিকিৎসক প্রসঙ্গে, ডায়ালাইসিস সংক্রান্ত নেফ্রালজিষ্ট চিকিৎসক প্রয়োজন+ ১৯টি মেশিনের মধ্যে ৭টি মেশিন সচল আছে), জনবল সংকট, এম.এস.আর ও ভারী যন্ত্রপাতি ক্রয়ের টেন্ডার সংক্রান্ত, ভর্তিকৃত রোগীর স্বজনদের ও চিকিৎসকদের দুপুরের খাবারের সুবিধার্থে ক্যান্টিন চালুকরণ প্রসঙ্গে, ওয়ান স্টপ ক্রাইসেস-১০ শর্য্যা থেকে ২০ শর্য্যায় উন্নীতকরণ প্রসঙ্গসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. সুমন কুমার দাশ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। -

সাইবার নিরাপত্তায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে পারে : পলক
ন্যাশনাল ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সাইবার নিরাপত্তায় কর্মরত সদস্যদের দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাইবারকে নিরাপদ রাখতে সহযোগিতা করতে পারে।
তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের নিজ কার্যালয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডিপার্টমেন্ট অফ কমার্সের ডেপুটি চিফ কাউন্সিলর জো ইয়াংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ কথা বলেন।
বৈঠকে তারা বাংলাদেশের প্রযুক্তি বাজারে মার্কিন বিনিয়োগ বাড়ানোর জন্য বিনিয়োগবান্ধব নির্দেশিকা ও নীতি-কৌশল তৈরির প্রয়োজনীয়তা, তথ্য সুরক্ষা আইনের বর্তমান অবস্থা, ওটিটি রেগুলেশনস সহ আইসিটি ইনিসিয়েটিভস এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের প্রতিশ্রুতি ও দৃষ্টিভঙ্গি নিয়েও আলোচনা করেন।
বৈঠকে তারা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
এছাড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের ডিইআইইডি, ইডিজিই এবং এসএইচআইএফটি প্রকল্পের অধীনে বিভিন্ন কার্যক্রম এবং মার্কিন অ্যারোস্পেস ম্যানুফাকচারার প্রাইভেট কোম্পানি স্পেস এক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে চালু করতে প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান।
প্রতিমন্ত্রী ক্যাশলেস ও ইনক্লুসিভ সোসাইটির গুরুত্বসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, বাংলাদেশের প্রযুক্তি বাজারে মার্কিন বিনিয়োগের মাধ্যমে দু’দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশের পথ সুগম করবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একই লক্ষ্যগুলো নিয়ে এক সঙ্গে কাজ করার বেশ সুযোগ রয়েছে।
এসময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জেনারেল কাউন্সিল অফিসের সিনিয়র অ্যাটর্নি জোসেফ এল গাট্টুসো, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অফিসার জেমস্ এস গার্ডিনার, (এনার্জি-ইএসটিএইচ) এবং আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -
সাতক্ষীরা পৌরসভার বর্ধিত পানির বিল প্রত্যাহার ও বিভিন্ন সমস্যা সমাধানের দাবীতে
বুধবার গণঅবস্থান কর্মসূচি সফল করার আহবান
প্রেসবিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌরসভার বর্ধিত পানির বিল প্রত্যাহার এবং রাস্তাঘাট-ড্রেনেজসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবীতে বুধবার (১২ জুলাই ২০২৩) সকাল ১০টায় পৌরসভার সামনে গণঅবস্থান কর্মসূচি সফল করার আহবান জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।
সংগঠনটির পক্ষ থেকে ইতোপূর্বে নাগরিকদের এই ন্যায় সংগত দাবী আদায়ে পৌরসভার মেয়র, ভারপ্রাপ্ত মেয়রসহ পৌর পরিষদের সাথে একাধিকবার আলাপ-আলোচনাকালে অযৌক্তিকভাবে বৃদ্ধিকৃত বিল প্রত্যাহারের দাবী জানানো হয়। পৌর মেয়র নিজেও অযৌক্তিকভাবে বৃদ্ধিকৃত বিল প্রত্যাহারের আশ্বাস দেন। কিন্তু অদ্যবধি বিল প্রত্যাহার করা হয়নি।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি জেলার উন্নয়নে ২১ দফা দাবী নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। এসব দাবীর মধ্যে নূন্যতম নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সাতক্ষীরা পৌর এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ সমস্যা সমাধানসহ বিভিন্ন বিষয় অর্ন্তভূক্ত রয়েছে।
আধুনিকমানের সুযোগ সুবিধা সম্বলিত উন্নত নাগরিক সেবার মানোন্নয়নে সাতক্ষীরা পৌরসভার কোন সুদুর প্রসারি পরিকল্পনা নেই। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে চলাচলের সুবিধার্থে রাস্তাঘাট প্রসস্ত করা হচ্ছে না। বরং নতুন ভবন নির্মাণের সময় চলাচলের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা দখল হয়ে যাচ্ছে। ব্যস্ততম শহরের কোথাও ফুটপাথ রাখা হচ্ছে না। গুরুত্বপূর্ণস্থানগুলিতে ওভারপাস নির্মাণ এবং প্রধান সড়কগুলো ডিভাইডার দিয়ে দুই ও চার লেন করার কার্যকর কোন পদক্ষেপ নেই। শহরের ইটাগাছা হাট, পুরাতন সাতক্ষীরা হাট, কদমতলা হাট ও সাতক্ষীরা বড়বাজার প্রশস্থ ও নতুন বহুতল ভবন নির্মাণ করে আধুনিক হাট-বাজারে রূপান্ত্রিত করার বিষয়টিও সুদুর পরাহত। শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক দখলমুক্ত ও ব্যবহারের উপযোগী করারও কোন পদক্ষেপ নেই। নেই কোন অডিটরিয়াম, কমিউনিটি সেন্টার, শিশু পার্ক, হকার্স মার্কেট ও খেলার মাঠ। একমাত্র নিউমার্কেটটি ভেঙে ফেলার পর তা পুর্ননির্মাণের কোন উদ্যোগ নেওয়া হয়নি। নেই ডাস্টবিন ও পর্যাপ্ত গণশৌচাগার। দশ বছর পূর্বে সাতক্ষীরা শহর বাইপাস সড়ক নির্মিত হলেও শহরের সাথে যুক্ত লিঙ্ক রোডগুলো উপযোগী করে গড়ে না তোলায় বাইপাসের কোন সুফল নাগরিকরা পাচ্ছে না। শহরের যানজট নিরসনে প্রধান সড়কের সাথে অন্যান্য সড়কগুলোর পর্যাপ্ত লিঙ্ক রোড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি যানজট কবলিত গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ট্রাফিক পুলিশের দাড়ানোর মত কোন স্থান নেই। ফলে দ্রুত সাতক্ষীরা শহর ঘিঞ্জি বস্তি শহরে পরিণত হচ্ছে।
এসব সমস্যা সমাধানে নাগরিক কমিটির চলমান আন্দোলনের সাথে যুক্ত বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবীতে গণঅবস্থান কর্মসূচি সফল করার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল ও সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ।