Category: বিজিবি

  • বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার পণ্যসহ আটক ৩

    বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার পণ্যসহ আটক ৩

    সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযানে একটি বাংলাদেশী ট্রাকসহ প্রায় কোটি টাকার ভারতীয় মালামালসহ তিন জনকে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোমরা স্থল বন্দরের ফলমোড় এলাকাসহ গাজীপুর, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, ঘোনা, চান্দুরিয়া, মাদরা, পদ্মশাখরা সীমান্তে এসব অভিযান পরিচলানা করা হয়।

    আটককৃত তিনজন হলো, পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামের মো. মঈন উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান (২৭) এবং সাতক্ষীরার ভোমরা গ্রামের জিয়াদ আলীর ছেলে মো. তরিকুল ইসলাম (২০) সহ একজন মাদক ব্যবসায়ি।

    বিজিবি সূত্র জানা যায়, ভোমরা স্থল বন্দরের ফলমোড়ে একটি ট্রাক তল্লাসী করে ৭ বোতল ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনাসহ মেহেদী হাসান ও তরিকুল ইসলামকে আটক করে বিজিবি। আটককৃত ট্রাকটি (ঢাকা মেট্রো-উ-১১-৭৭৭৭) ভোমরা আইসিপি দিয়ে বাংলাদেশী রপ্তানীকৃত পণ্য ভারতে পৌছে দিয়ে ফেরত আসার সময় অবৈধভাবে চিংড়ি মাছের রেনুপোনা আনায়ন করে। ট্রাকসহ আটককৃত রেনুপোনার মূল্য ৮৪ লাখ ২০ হাজার টাকা।

    সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. আশরাফুল হক জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

  • শ্যামনগর সীমান্তে বিজিবি’র বিওপির উদ্বোধন

    শ্যামনগর সীমান্তে বিজিবি’র বিওপির উদ্বোধন

    অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান ও চোরাচালান দমনসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে সাতক্ষীরার শ্যামনগর সীমান্তবর্তী ছুটিপুর এলাকায় একটি নতুন বিওপির উদ্বোধন করা হয়েছে। রোববার (১ জুন) সকালে বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্যামনগরের নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটেলিয়ানের দায়িত্বপূর্ণ এলাকায় নবনির্মিত এই ‘ছুটিপুর বিওপি’র উদ্বোধন করেন।

    এসময় বিজিবির খুলনা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও যশোর রিজিয়নের পরিচালক (অপারেশন) লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. শাহারিয়ার রাজীব প্রমূখ উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিজিবির ছুটিপুর বিওপির উদ্বোধন শেষে সেক্টর কমান্ডার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধীনস্থ ও দায়িত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

    পরে প্রধান অতিথি ছুটিপুর বিওপিতে স্থানীয় অস্বচ্ছল রোগীদের জন্য বিজিবি কর্তৃক পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচী পরিদর্শন করেন এবং উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

    সাতক্ষীরার নীলডুমরস্থ বিজিবি ১৭ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মো. শাহরিয়ার রাজিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

  • সাতক্ষীরায় চারটি স্বর্ণের বারসহ আটক-১

    সাতক্ষীরায় চারটি স্বর্ণের বারসহ আটক-১

    সাতক্ষীরায় চারটি স্বর্ণের বারসহ রুহুল আমিন (৬৮) নামের একজনকে আটক করেছে বিজিবি। আটক রুহুল আমিন সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের মৃত হানিফ মুন্সির পুত্র।

    বৃহস্পতিবার (২৯ মে) ভোরে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক-এর সার্বিক দিক নির্দেশনায় ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম ওজনের ০৪ টি স্বর্ণের বারসহ তাকে আটক করে।

    বিজিবি জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২/৫-এস হতে আনুমানিক ০৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেতুলতলা নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে এরুপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়কের নির্দেশে অত্র ব্যাটালিয়নের ভোমরা বিওপির একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।

    এ সময় আভিযানিক দল ভোমরা সীমান্ত এলাকার দিকে ইজিবাইকযোগে গমনকালে তেতুলতলা নামক স্থান হতে সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক মোঃ রুহুল আমিন (৬৮)কে আটক করে।

    পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে ০১টি মোবাইল এবং তার কোমর হতে কাপড়ে মোড়ানো অবস্থায় ০৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম যার মূল্য ছেষট্টি লক্ষ আশি হাজার আটশত পঁচাশি টাকা।

    এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।

  • কলারোয়া সীমান্তে ৫ বাংলাদেশীকে আটক

    কলারোয়া সীমান্তে ৫ বাংলাদেশীকে আটক

    কলারোয়া প্রতিনিধি :

    সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে

    ভারত থেকে বাংলাদেশে আসার সময় পাচ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি)। উপজেলার সুলতানপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

    মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টার দিকে বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক প্রে‌রিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

    আটককৃত ৫ বাংলাদেশি হলেন, কক্সবাজার জেলার অলিয়াবাদ গ্রামের মোঃ আলী আব্বাসের পুত্র মো. আতিকুর রহমান (৩৬), যশোর জেলার চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের মো. সিদ্দিকুর রহমানের পুত্র মো. আসলাম হুসাইন (৩২), বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার ব্রাহ্মনডাঙ্গা গ্রামের তপন ঢালীর পুত্র তন্ময় ঢালী (২৫), একই জেলার মোড়লগঞ্জ থানার ছোটপরী গ্রামের মোশারফ খানের পুত্র মো. মাহাবুব খান (১৮) ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মো. জাহাঙ্গীর আলমের পুত্র মো. রাকিব হাসান (১৭)।

    বিজিবি অধিনায়ক জানান, কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশী নাগরিককে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে সীমান্ত পারাপার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির দায়িত্বরত বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এসময় সুলতানপুর সীমান্ত থেকে উক্ত ৫ বাংলাদেশিকে আটক করা হয়।

    বিজিবির অধিনায়ক আরও জানান, আটককৃত মোঃ আতিকুর রহমান ও মোঃ আসলাম হুসাইনের শ্বশুর বাড়ি ভারতের নয়াদিল্লি ও কুচবিহারে। তারা তাদের স্ত্রীদের সাথে দেখা করার জন্য যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান। এছাড়া তন্ময় ঢালী শ্রমিকের কাজ করতো ভারতে, মাহাবুব খান তার চাচার সাথে দেখা করতে গিয়েছিল এবং রাকিব হাসান ভারতে অবস্থান করা তার পিতা-মাতার সাথে দেখা করতে গিয়েছিল।

    বর্তমানে ভারতে আইন-শৃঙ্খলাবাহিনী কর্তৃক অবৈধভাবে বসবাসকারীদের বিশেষ ধরপাকড় শুরু করায় তারা আজ (মঙ্গলবার) ভোর রাতে কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি বাটন ফোন, ১টি ফোল্ডিং ফোন ও ১টি পাওয়ার ব্যাংক জব্দ করা হরা হয়।

    পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটক ৫ জনকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সাতক্ষীরা সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

    সাতক্ষীরা সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

    সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাঁচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৬টি স্বর্ণের বারসহ মোঃ রাশেদুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণের বারগুলোর ওজন ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম। শনিবার সকালে কলারোয়া উপজেলার গোয়ালচাতর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাশেদুল ইসলাম কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মোঃ আনিছ জামানের ছেলে।
    বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক মোঃ হরমুজ এর নেতৃত্বে একটি দল গোয়ালচাতর বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় ভ্যানযোগে সীমান্ত এলাকায় গমনকালে মোঃ রাশেদুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তাকে তল্লাশী করে কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ০৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
    উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা। আটক আসামিকে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে আটক ২

    সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে আটক ২

    অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক
    দম্পতিকে আটক করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাত পৌনে
    ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে
    তাদের আটক করা হয়।
    আটক দুজনের বাড়ি বাংলাদেশে হলেও তাদের কাছ থেকে উদ্ধার
    হয়েছে ভারতের জাতীয় পরিচয়পত্র।
    আটকৃতরা হলেন, জেলার কলারোয়া উপজেলার পশ্চিম খোরদো
    গ্রামের মৃত নরিম গাজীর ছেলে মোঃ আজিজুল গাজী (৪৫) ও তার
    স্ত্রী মোছাঃ শাহানারা খাতুন (৪২)।
    বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল
    আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানি
    বিওপি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা শুক্রবার রাত ১১টার দিকে
    কালিয়ানি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে
    যাওয়ার সময় দুইজনকে আটক করে। বিজিবি’র উপস্থিতি টের
    পেয়ে পালিয়ে যায় দুই দালাল। এসময় তাদের কাছ থেকে দেড় হাজার
    বাংলাদেশি টাকা, দুই হাজার ৪৫০ ভারতীয় রুপী, দুটি ভারতীয়
    এনআইডি কার্ড ও একটি ভারতীয় স্মার্টকার্ড উদ্ধার করা হয়।
    তিনি আরো জানান, আটককৃতদের সাতক্ষীরা সদর থানায়
    সোপর্দ করা হয়েছে। একই সাথে তাদের ভারতে পারাপারে সহায়তার
    অভিযোগে দুই দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

  • প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাতক্ষীরায় ৩০ আনসার ব্যটালিয়নের অনাবাদি জমিতে সবজি ও মাছচাষ

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাতক্ষীরায় ৩০ আনসার ব্যটালিয়নের অনাবাদি জমিতে সবজি ও মাছচাষ

    নিজস্ব প্রতিনিধিঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা “ফাঁকা রবেনা কোন আঙ্গিনা,এক ইঞ্চি জমিও আমরা অনাবাদি রাখবোনা। সবজি হউক, ফল হউক, ফুল হউক গাছ লাগাবো। একটা কাচা মরিচের চারা হলেও লাগাবো। কোন জায়গা অথবা ডোবা খালি  থাকলে সেখানেও মাছ চাষ করবো”। ঠিক সেই নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের সিদ্ধান্তক্রমে, উপ-মহাপরিচালক খুলনা রেঞ্জ মহোদয়ের পরামর্শক্রমে ৩০ আনসার ব্যটালিয়ন পুরাতন জমিদার বাড়ী সাতক্ষীরার পরিচালক জনাব এনামুল খাঁন’র সুচিন্তিত দিকনির্দেশনা ও বলিষ্ট নেতৃত্বে উক্ত ব্যাটালিয়নের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে ব্যাটালিয়ন চত্তরের পতিত জায়গায় মৌসুমি শাক সবজি, ফল, ফুলের চাষ করা হয়েছে।  ফলে ৩০ আনসার ব্যটালিয়ন  যেন এক অন্য রুপ ধারন করেছে  এবং ব্যাটালিয়ন চত্তরের প্রাকৃতিক সৌন্দর্যও অনেক বৃদ্ধি পেয়েছে। এখানে বিভিন্ন প্রকার শাক সবজি  যেমন পালং শাক,পাট শাক,লাল শাক, কলমি শাক, পুই শাক, পুদিনা,ডাটা, ঢেরশ, বেগুন,গাজর, বরবটি, লাউ,চাল কুমড়া, মিষ্টি কুমড়া,সিম,করলা চাষ করার পাশাপাশি পুকুরে মাছ চাষ করা হয়। এছাড়াও ফলজ বৃক্ষের মধ্যে রয়েছে  পেপে,কলা,আম,কাঠাল ইত্যাদি। উলেখ্য যে, উৎপাদিত সকল শাক সবজি সুলভ মূল্যে বিক্রি করা হয়। যা ব্যাটালিয়নের সৈনিক মেস, কমান্ডার মেস, ও অফিসারর্স মেসসহ সকলে ক্রয় করে থাকেন এবং বিক্রিত মূল্য ৩০ আনসার ব্যাটালিয়নের লোকাল ফান্ডে জমা করা হয়। শাক সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ছাড়াও সব ধরনের পুষ্টি সরবরাহ করে । ব্যাটালিয়নে চাষকৃত এই নির্ভেজাল শাক সবজি ও ফলমূল পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি আয়ের উৎস হিসেবে ভূমিকা পালন করছে। ব্যাটালিয়নের সদস্যগন ভেজালমুক্ত শাক সবজি খেতে পারছে আবার একই সাথে বাজারের উপর কিছুটা হলেও চাপ কম পড়ছে। শাক সবজির ক্ষেতগুলো পরিচালক মহোদয় ও অন্যান্য কর্মকর্তাগন নিয়মিত পরিদর্শণ করেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। সবজি বাগান নিয়মিত পরিচর্চার দ্বায়িত্বে রয়েছেন এপিসি আব্দুছ সোবাহান,ব্যাটালিয়ন আনসার মোঃ হাছানুজ্জামান,ল্যান্স নায়েক মোঃ বশির আহম্মেদ। পরিচালক এনামুল খাঁন জানান, ব্যাটালিয়নে সকল খালি জায়গায় শাক সবজি উৎপাদনের এ ধারাবাহিকতা অব্যহত থাকবে।

  • বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে   বাকাল চেকপোষ্ট থেকে স্বর্ণেরবার উদ্ধার

    বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে বাকাল চেকপোষ্ট থেকে স্বর্ণেরবার উদ্ধার

    সংবাদ বিজ্ঞপ্তি : বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর সীমান্তের (বাকাল চেকপোষ্ট) থেকে ০৭টি স্বর্ণের বার উদ্ধার করে।
    বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে অদ্য ১৮ মে ২০২৩ তারিখ দুপুর ১২ ঘটিকায় সাতক্ষীরা গাজীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক, লে: কর্ণেল মো: আশরাফুল হক এর নেতৃত্বে বাকাল চেকপোষ্টের একটি চৌকষ আভিযানিক দল আলীপুর ইট ভাটা সংলগ্ন এলাকায় গোপনে অবস্থান করে। এ সময় চোরাকারবারীরা মোটর সাইকেলযোগে বর্ণিত এলাকায় আগমনের পর বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল চোরাকারবারীদের ফেলে যাওয়া মোটর সাইকেল তল্লাশী করে ০৭টি স্বর্ণের বার উদ্ধার করে । উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম ৪২০ মিলিগ্রাম যার মূল্য ৬৮,০০,৭৭৮/- (আটষট্টি লক্ষ সাতশত আটাত্তর) টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • যশোরের বেনাপোল পুটখালীতে অস্ত্র, গুলি,ম্যাগজিন সহ ১জন আটক

    যশোরের বেনাপোল পুটখালীতে অস্ত্র, গুলি,ম্যাগজিন সহ ১জন আটক

    স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল পুটখালী গ্রামের জহিরুল বিশ্বাস কে ১ পিস্তল১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ আটক করেছে বিজিবি।সোমবার সকালে তাকে আটক করা হয়।সে পুটখালী গ্রামের জাহান আলীর ছেলে।তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বেড়িয়ে পড়বে আসল মালিকের নাম। এলাকাবাসীর দাবি তাকে রিমান্ডে আনা হোক।

    বিজিবি জানান সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর সার্বিক দিক নির্দেশনায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ পুটখালী বিওপি’র ০১টি চৌকষ টহল দল পুটখালী গ্রামস্থ কামারবাড়ী মোড় পাকা রাস্তার উপর গোপনীয়তার সাথে অবস্থান নেয় এবং কিছুক্ষন পর ০১ জন ব্যক্তিকে টহল দলের দিকে আসতে দেখে।

    টহল দলের নিকটবর্তী আসলে তাকে সন্দেহজনক ভাবে থামতে বললে উক্ত ব্যক্তি দৌড়ে পালাবার চেষ্টা করলে বিজিবি টহল দল কর্তৃক তাকে ধরার জন্য পিছনে ধাওয়া করতঃ আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে তল্লাশী করে তার কোমরের লুঙ্গির পিছন হতে ০১টি ৯ এমএম পিস্তল (ইউএসএ), ০১টি ম্যাগাজিন, ০৪ রাউন্ড গুলিসহ পুটখালী এলাকার দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী মোঃ জহুরুল বিশ্বাস (৩০), পিতা- মৃত জাহান আলী বিশ্বাস, গ্রাম- পুটখালী পশ্চিমপাড়া, ডাকঘর- বালুন্ডা, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে তল্লাশী করে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়। আটককৃত অস্ত্র- গোলাবারুদের সিজার মূল্য- ১,০১,৮০০/- টাকা।তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

  • তুমব্রুর পর এবার উখিয়া সীমান্তে গোলাগুলি

    তুমব্রুর পর এবার উখিয়া সীমান্তে গোলাগুলি

    ন্যাশনাল ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান সীমান্তে নতুন করে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত আঞ্জুমান পাড়ার সীমান্ত এলাকার বাসিন্দারা গোলাগুলির শব্দ পান।

    পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর চৌধুরী জানান, বান্দরবানের তুমব্রুর পর এবার আঞ্জুমান পাড়ার সীমান্তে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। এর ফলে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে তারা যাতে ভয়ে না থাকেন, সেজন্য বোঝানো হচ্ছে। বিষয়টি সীমান্ত বাহিনীকে অবহিত করা হয়েছে।

    উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, ‘সকালে উখিয়া সীমান্তে গোলাগুলি শব্দ পাওয়ার বিষয়টি স্থানীয়রা অবহিত করেছেন। এখানে সীমান্তের ৩০০ মিটারের ভেতরে প্রায় ১০০ পরিবার রয়েছে। আমরা তাদের খোঁজ-খবর রাখছি। পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’

    এদিকে সকাল ৮টা থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে আবারও গোলাগুলি চলছে বলে খবর পাওয়া গেছে। এই সীমান্ত এলাকায় প্রায় এক মাসের বেশি সময় ধরেই গোলাগুলি চলছে। এর ফলে সীমান্ত এলাকার বাসিন্দার চরম আতঙ্কে দিন পার করছেন। এ ঘটনায় সীমান্তের ৩০০ পরিবারকে অন্যত্রে সরিয়ে নেওয়ার কথা ভাবছে জেলা প্রশাসন।

    সম্প্রতি মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল ও গোলার আঘাতে শূন্যরেখার একজন রোহিঙ্গা নিহতসহ ছয় জন আহত হয়েছেন। এর আগে মর্টারশেল ও গোলার ঘটনায় ঢাকাস্থ মিয়ানমার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চার বার তলব করা হয় এবং এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় সরকারের পক্ষ থেকে। এরপরও গোলাগুলি বন্ধ হয়নি।

    ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ‘আজকেও সীমান্তে গোলাগুলি শব্দ পাওয়া গেছে। মাঝে মধ্যে মার্টারশেলের শব্দ এপারের স্থলভূমি কেঁপে ওঠে। মনে হচ্ছে মর্টারশেল এখানে পড়ছে। এমন অবস্থায় সীমান্তের বসবাসকারীরা ভয়ভীতির মধ্য রয়েছেন।’

  • সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবি’র টহল

    সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবি’র টহল


    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে একবছর ধরে বন্ধ রয়েছে যাত্রী পারাপার । তবে করোনা ভাইরাস প্রতিরোধে সীমান্ত বন্ধ ঘোষণার পরে বাড়ানো হয়েছে বিজিবি’র টহল । অবৈধ যাতায়াত বন্ধে ব্যাপক উদ্যোগের কথা জানিয়েছেন বিজিবি’র কর্মকর্তারা।
    সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, সীমান্তে বিজিবি’র পেট্রলিং বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে লোকবল। অবৈধ যাতায়াত বন্ধে শুন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করা হয়েছে। সীমান্তে কর্মরত বিজিবি’র কর্মকর্তারা জানান, সাতক্ষীরা সীমান্তে কাটাতারের বেড়া না থাকায় অবৈধভাবে যারা ভারতে- বাংলাদেশে যাতায়াত করেন তাদের নিয়ে কিছুটা সমস্যা হয়। আমরা সর্বদা চেষ্টা করি অবৈধভাবে যাতে কেউ পারাপার না হতে পারে। বিশেষ করে ইছামতিসহ সীমান্ত কিছু নদীর কারণে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে বেশ বেগ পেতে হয়।
    নাম প্রকাশ না করার শর্তে সীমান্ত এলাকার একাধিক ব্যক্তি জানান, সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রচুর লোকজন যাতায়াত করে থাকেন। বিশেষ করে যারা কাজের জন্য ভারতে যান, তাদের অধিকাংশ অবৈধভাবে যান। সাতক্ষীরা সীমান্তে কমপক্ষে ১৭ টি কথিত ঘাট রয়েছে। রয়েছে কথিত ঘাট মালিক। জনপ্রতি সাত হাজার টাকা থেকে ১০ হাজার টাকায় তাদেরকে কোলকাতায় পৌছে দেওয়া হয়। দু’তিন দিনের জন্য টাকা নেওয়া হয় ৩ হাজার থেকে ৪ হাজার টাকা। যারা কাজ করেন,তাদের বছরব্যাপী থাকতে হয় ভারতে। অন্যদিকে ভিসাতে ৩ মাসের মধ্যে ফেরত আসতে হয় বলে তারা অবৈধভাবে যাতায়াতটাকে শ্রেয় ভাবেন।
    এদিকে করোনা ঠেকাতে গত বছরের এপ্রিল থেকে বন্ধ রয়েছে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট। এক হাজার থেকে এক হাজার ২০০ যাত্রী প্রতিদিন ভোমরা ইমিগ্রেশন দিয়ে যাতায়াত করতেন। চিকিৎসা,ব্যবসা,কেনা-কাটা ও পর্যটনের টানে এসব ব্যক্তিরা ভারতে যেতেন। সীমিত সংখ্যক ভারতীয় ব্যবসার জন্য অথবা আত্মীয়ের বাড়ি বেড়াতে আসতেন। এক বছরেরও বেশি সময় ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন বন্ধ থাকায় সীমাহীন বিড়ম্বনায় পড়তে হয়েছে সাতক্ষীরা অঞ্চলের নাগরিকদের। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যাওয়া ব্যক্তিদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুন। ভোমরা স্থলবন্দর দিয়ে যেতে না পেরে বাধ্য হয়ে তাদের ভারতে যেতে হয়েছে বেনাপোল স্থলবন্দর দিয়ে।
    এপ্রসঙ্গে ভোমরা ইমিগ্রেশন পুলিশ অফিসার বিশ^জিৎ সরকার জানান, সরকারি আদেশে গতবছরের এপ্রিল মাস থেকে বন্ধ রয়েছে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট। তবে পণ্যবাহি ট্রাকের ভারতীয় চালকগণের যাতায়াত রয়েছে। তবে তাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হয় বলে জানান এই কর্মকর্তা।

  • দেবহাটা ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটা ক্যাম্প পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, বিজিবিএম (বার), এনডিসি, পিএসসি।
    বৃহষ্পতিবার দুপুর ১টার দিকে কড়া নিরাপত্তায় নীলডুমুর থেকে ইছামতি নদী পাড়ি দিয়ে তাকে বহনকারী বিজিবির জলযান সি ট্রাকটি দেবহাটায় পৌঁছায়।
    এসময় নীলডুমুর ১৭ বিজিবি’র পক্ষ থেকে বিজিবি মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা জানান অধিনায়ক লেঃ কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী, আর্টিলারি।
    বিজিবি মহাপরিচালকের সফরকালে বিজিবি’র যশোর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, এনডিসি, খুলনা সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আরশাদুজ্জামান খান, পিবজিবিএম, রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অধিনায়ক লেঃ কমান্ডার এম মিলটন কবির (জি), বিএনভিআর, ১৭ বিজিবির মেডিকেল অফিসার মেজর মুহাম্মদ আনোয়ার হোসেন, এএমসি এবং দেবহাটা কোম্পানী সদরের কর্মান্ডার নায়েব সুবেদার আমিনুল ইসলাম সহ বিজিবি’র উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরায় জালনোটসহ ভারতীয় নাগরিক আটক

    সাতক্ষীরায় জালনোটসহ ভারতীয় নাগরিক আটক

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইব্রাহিম গাজী ছোট (২৯) নামে এক ভারতীয় নাগরিককে ভারতীয় জালনোটসহ আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৪৪ হাজার ভারতীয় জাল রুপি ও ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
    গত ১০ নভেম্বর সন্ধ্যায় কলারোয়া উপজেলার মাদরা বিওপির সদস্যারা তাকে আটক করে।
    গ্রেফতার ইব্রাহিম গাজী ভারতের চব্বিশ পরগনা জেলার সরুপনগর থানার দরকান্দা গ্রামের মৃত মনতাজ গাজীর ছেলে।
    সাতক্ষীরা ৩৩ বিজিবির আওতাধীন মাদরা বিওপির টহল কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা চান্দা গ্রামে মসজিদের পাশে অভিযান চালায়। এ সময় সেখান ভারতীয় নাগরিককে জালনোট ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগি কলারোয়া উপজেলার রাজাপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে কিবরিয়া বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ২৮ হাজার টাকার মালামাল জব্দ


    সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ২৮ হাজার ৪০০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার ভোমরা ও কাকডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে এ সব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, মদ, পাতার বিড়ি, হরিনা চিংড়ী মাছ, চা পাতা, বাই সাইকেল ও গরুর মাংস। তবে, বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
    বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরা ও কাকডাঙ্গা সীমান্তের স্ব-স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপরোক্ত মালামাল গুলো জব্দ করে। জব্দকৃত এ সব মালামালের মূল্য ১ লাখ ২৮ হাজার ৪০০ টাকা বলে বিজিবি আরো জানায়।
    সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন