Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
বঙ্গবন্ধু Archives - Page 2 of 2 - Daily Dakshinermashal

Category: বঙ্গবন্ধু

  • জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

    জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

    আজ ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন বেলা ১টা ৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লী হয়ে ঢাকা ফেরেন।
    ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বঙ্গবন্ধু সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। স্বাধীনতা ঘোষণার অব্যবহিত পর পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে তাঁকে গ্রেফতার করে তদানীন্তন পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার কারাগারে নিয়ে আটক রাখা হয়।
    ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে। জাতির জনক পাকিস্তান থেকে ছাড়া পান ১৯৭২ সালের ৭ জানুয়ারি ভোর রাতে ইংরেজি হিসাবে ৮ জানুয়ারি। এদিন বঙ্গবন্ধু ও ড. কামাল হোসেনকে বিমানে তুলে দেয়া হয়। সকাল সাড়ে ৬টায় তাঁরা পৌঁছান লন্ডনের হিথরো বিমানবন্দরে। বেলা ১০টার পর থেকে তিনি কথা বলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ, তাজউদ্দিন আহমদ ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীসহ অনেকের সঙ্গে। পরে ব্রিটেনের বিমান বাহিনীর একটি বিমানে করে পরের দিন ৯ জানুয়ারি দেশের পথে যাত্রা করেন।
    দশ তারিখ সকালেই তিনি নামেন দিল্লিতে। সেখানে ভারতের রাষ্ট্রপতি ভি ভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সমগ্র মন্ত্রিসভা, প্রধান নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধান এবং অন্যান্য অতিথি ও সে দেশের জনগণের কাছ থেকে উষ্ণ সংবর্ধনা লাভ করেন সদ্যস্বাধীন বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ভারতের নেতৃবৃন্দ এবং জনগণের কাছে তাদের অকৃপণ সাহায্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা হিসেবে।’
    বঙ্গবন্ধু ঢাকা এসে পৌঁছেন ১০ জানুয়ারি। ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের পর বাঙালি জাতি বঙ্গবন্ধুকে প্রাণঢালা সংবর্ধনা জানানোর জন্য প্রাণবন্ত অপেক্ষায় ছিল। আনন্দে আত্মহারা লাখ লাখ মানুষ ঢাকা বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত তাঁকে স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানান। বিকাল পাঁচটায় রেসকোর্স ময়দানে প্রায় ১০ লাখ লোকের উপস্থিতিতে তিনি ভাষণ দেন। পরের দিন দৈনিক ইত্তেফাক, সংবাদসহ বিভিন্ন পত্রিকায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে এভাবেই লিখা হয় ‘স্বদেশের মাটি ছুঁয়ে বাংলাদেশের ইতিহাসের নির্মাতা শিশুর মতো আবেগে আকুল হলেন। আনন্দ-বেদনার অশ্রুধারা নামলো তার দু’চোখ বেয়ে। প্রিয় নেতাকে ফিরে পেয়ে সেদিন সাড়ে সাত কোটি বাঙালি আনন্দাশ্রুতে সিক্ত হয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ধ্বনিতে প্রকম্পিত করে তোলে বাংলার আকাশ বাতাস। জনগণ-মন-নন্দিত শেখ মুজিব সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে তাঁর ঐতিহাসিক ধ্রুপদী বক্তৃতায় বলেন, ‘যে মাটিকে আমি এত ভালবাসি, যে মানুষকে আমি এত ভালবাসি, যে জাতিকে আমি এত ভালবাসি, আমি জানতাম না সে বাংলায় আমি যেতে পারবো কি-না। আজ আমি বাংলায় ফিরে এসেছি বাংলার ভাইয়েদের কাছে, মায়েদের কাছে, বোনদের কাছে। বাংলা আমার স্বাধীন, বাংলাদেশ আজ স্বাধীন।’ সশ্রদ্ধচিত্তে তিনি সবার ত্যাগের কথা স্মরণ করেন, সবাইকে দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করেন। সুত্র : জাতীয় তথ্য বাতায়ন।

  • মুজিববর্ষ উপলক্ষে  শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    মুজিববর্ষ উপলক্ষে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    সাতক্ষীরায় মুজিববর্ষ উপলক্ষে পৌরসভার ০৭ নং ওয়ার্ডে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
    নিজস্ব প্রতিনিধি ঃ “মুজিববর্ষের অঙ্গিকার, পৌরসভার ০৭নং ওয়ার্ড হবে ডিজিটাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মুজিববর্ষ ২০২০ উপলক্ষে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকাল ১০টায় পৌরসভার ০৭নং ওয়ার্ডের ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌরসভার ০৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী প্রমুখ। এসময় পৌরসভার ০৭নং ওয়ার্ডে ৮০০জন অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। আত্মমানবতার সেবায় প্রতিবছরের ন্যায় পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু শীতের কষ্ট লাঘবে পৌরসভার ০৭নং ওয়ার্ডের ৮০০ জন অসহায় শীতার্থ মানুষের মাঝে তার পক্ষ থেকে এ কম্বল বিতরণ করেন। অসহায় মানুষ কম্বল পেয়ে বেজায় খুশি মনে পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র জন্য দোয়া করে বাড়ি ফেরেন। এসময় উপস্থিত ছিলেন ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কামাল উদ্দীন।

  • মুজিববর্ষ এর ক্ষণগণনা উপলক্ষে আজ সাতক্ষীরা জেলা প্রশাসনের গৃহীত কর্মসূচী

    মুজিববর্ষ এর ক্ষণগণনা উপলক্ষে আজ সাতক্ষীরা জেলা প্রশাসনের গৃহীত কর্মসূচী



    সকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, সাতক্ষীরা ১১.০০টা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং । দুপুর ০২.৩০টা বর্ণাঢ্য মুজিব র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক পর্যন্ত । দুপুর ০২.৪৫ টা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। শহিদ আব্দুর রাজ্জাক পার্কে দুপুর ০২.৫০ টা সমবেত কন্ঠে শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন। দুপুর ০২.৫৫ টা বিজয় ফুলের বিশেষ প্রদর্শনী। দুপুর ০৩.০০ টা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ক্ষণগণনার উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার এবং উদ্বোধন অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।

    • ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ সাল পর্যন্ত সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বছরব্যাপী যে কর্মসূচী গ্রহণ করা হয়েছে ও হবে তা সময়ে সময়ে সাতক্ষীরাবাসীকে অবহিত করা হবে।

  • আজ শুরু হচ্ছে  আনুষ্ঠানিক ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনের কাউন্টডাউন

    আজ শুরু হচ্ছে আনুষ্ঠানিক ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনের কাউন্টডাউন


    আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনের কাউন্টডাউন সারাদেশে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে আজ বিকেলে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের কাউন্টডাউন অনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর প্রতিটি জেলা, উপজেলা ও সব পাবলিক প্লেসে একইসঙ্গে কাউন্টডাউন শুরু হবে। এদিন সারা দেশের ১২টি সিটি করপোরেশনের ২৮টি পয়েন্টে, বিভাগীয় শহরগুলো, ৫৩ জেলা ও দুই উপজেলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীতে মোট ৮৩টি পয়েন্টে কাউন্টডাউন ঘড়ি বসানো হবে।

    চলতি বছরের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। বাংলাদেশ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জন্ম শতবর্ষ উদযাপন করবে। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে একটি বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে।

    জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, সংসদের বিরোধীদলীয় নেতা, আওয়ামী লীগের সাবেক ১০ মন্ত্রী, বর্তমান মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, ঢাকার দুই মেয়র, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শক, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুজন সাবেক গভর্নর, বিভিন্ন ধর্মের মানুষের প্রতিনিধি এবং বেশ কয়েকজন সাংবাদিক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীকে রাখা হয়েছে এই কমিটিতে।

    প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড.কামাল আবদুল নাসের চৌধুরীকে জাতীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও তিনি জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে গঠিত বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের ভূমিকায় রয়েছেন।

    জাতির পিতার শততম এ বার্ষিকী স্মরণীয় করে রাখতে সরকারের পাশাপাশি দলীয়ভাবেও কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস শুক্রবার আতশবাজি উৎসবের মাধ্যমে শুরু হবে মুজিববর্ষের ক্ষণগণনা।

    দেশ-বিদেশে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে, স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র, প্রমাণ্যচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন, ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ এবং হাতে হাত রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতি গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে অন্তর্ভুক্তকরণ। এছাড়া কনসার্টসহ নানা আনন্দ আয়োজন ও রক্তদানসহ সেবাধর্মী কর্মসূচি থাকবে।

    ১৭ মার্চ মূল অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বঙ্গবন্ধুর সময়ের রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্বকে। তাদের মধ্যে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ প্রমুখ।

    জন্মশতবার্ষিকীর মূল আয়োজন শুরু হবে ১৭ মার্চ সূর্যোদয়ের সময়ই। সকালে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান। এদিন ঢাকা ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একই সঙ্গে অনুষ্ঠান শুরু হবে। সকালে টুঙ্গিপাড়ায় থাকবে জাতীয় শিশু দিবসের নানান আয়োজন। এরপর বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হবে মূল অনুষ্ঠান। প্রকাশ করা হবে জন্মশতবার্ষিকীর বিভিন্ন স্যুভেনির, স্মারক বক্তৃতা, দেশি-বিদেশি শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

    সারা দেশেই এদিন আয়োজন করা হবে আনন্দ র‌্যালি। সাজানো হবে গুরুত্বপূর্ণ সব স্থাপনা, সড়কদ্বীপ। সোহরাওয়ার্দী উদ্যানে ১৭ মার্চের মূল আয়োজনে থাকবেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, বঙ্গবন্ধুর সমসাময়িক সময়ের রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্বরা।

  • বঙ্গবন্ধুর সমাধিতে নব নিযুক্ত ৭ সচিবের শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর সমাধিতে নব নিযুক্ত ৭ সচিবের শ্রদ্ধা

    টুঙ্গিপাড়া প্রতিনিধি ঃ
    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নব নিযুক্ত ৭ জন সচিব।
    আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নব নিযুক্ত জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন, ধর্ম মন্ত্রনালয়ের সচিব নুরুল ইসলাম, সমাজ কল্যান মন্ত্রনালয়ের সচিব জয়নুল বারী, মৎস ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের সচিব রওনক মাহমুদ,শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন,স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব আলী নুর,গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আকরাম আল হোসেন। পরে তারা বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
    এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান মো: সোলায়মান বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
    পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য ও স্বাক্ষর করেন।

  • মুজিববর্ষ উদযাপনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর সাতক্ষীরা পৌর শাখার প্রস্তুতি সভা

    মুজিববর্ষ উদযাপনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর সাতক্ষীরা পৌর শাখার প্রস্তুতি সভা

    বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী-২০২০-২০২১ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কৃর্তৃক ঘোষিত ৪৫৮দিনের মুজিব বর্ষ কর্মসূচির দ্বিতীয় দিনে সংগঠনের সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে প্রস্তুতি সভা দলের পৌর সভাপতি মোঃ আসাদুজ্জামান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক এড. প্রবীর মুখার্জি, যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক মোছাক সরদার, অর্থ সম্পাদক আব্দুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম বাবলু, কৃষি ও সমবায় সম্পাদক সংকর মিস্ত্রি, বন ও পরিবেশ সম্পদক আবুল খায়ের,
    সহ-যুব ক্রীড়া সম্পাদক হাফিজুল ইসলাম।
    সভায় বক্তব্য রাখেন পৌর সহ-সভাপতি আব্দুল বারী, যুগ্ন-সাধারণ সম্পাদক মাষ্টার মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক ওয়াজকুরুনি শুভ, মহিলা সম্পাদক নাজমা খাতুন, পৌর ৮নং ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান টুকু, ১নং সভাপতি আনারুল ইসলাম ২নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি ইস্রাফিল হোসেন, ৫নং সাধারণ সম্পাদক আনিছুর রহমান,৭নং ওয়ার্ড সভাপতি আনারুল ইসলাম, ৯নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
    সভায় আগামী ৯ই জানুয়ারী বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাকজমকপূর্ণ ভাবে মুজিব উৎসব পালনের গৃহীত কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতাকর্মিদের প্রতি আহবান জানান।
    শেষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ বঙ্গবন্ধু বিজয় পদক পাওয়ায় পৌর নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি

  • মুজিব বর্ষ উদযাপনের ক্ষণগণনা উপলক্ষে জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন

    মুজিব বর্ষ উদযাপনের ক্ষণগণনা উপলক্ষে জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন


    মুজিব বর্ষ উদযাপনে ২০২০ সালের ১০ জানুয়ারি শুরু হবে ক্ষণগণনা। এ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
    এই অনুষ্ঠানমালার ১ম পর্বে রয়েছে, ১০ জানুয়ারি সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিং, এরপর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহীর আব্দুর রাজ্জাক পার্ক পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি, শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ, ক্ষণগণনা যন্ত্র স্থাপন, আলোচনা সভা ও বিজয় ফুল প্রদর্শনী। অনুষ্ঠানমালার ২য় পর্বে রয়েছে দুপুর ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৪টায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার এবং সন্ধ্যায় আতশবাজি প্রদর্শনী।
    রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সংক্রান্ত প্রস্তুতি সভায় এই অনুষ্ঠানমালা ঘোষণা করা হয়েছে।
    সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, এডিএম আবু সাইদ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ জেলার প্রত্যেক সরকারি দপ্তরের প্রধান ও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।
    সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, মুজিব বর্ষ উদযাপন কোন একক সংস্থার কর্মসূচি নয়, এটা জেলাবাসী তথা দেশবাসীর কর্মসূচি।
    এসময় বর্ণাঢ্য আয়োজনে মুজিব বর্ষ উদযাপনে সকলকে সক্রিয়ভাবে অংশ গ্রহণের আহবান জানান তিনি।
    সভায় পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, জাতির পিতার জন্মশত বার্ষিকী উদযাপনে ক্ষণগণনার অনুষ্ঠানে সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি প্রত্যাশা করি। এই উদযাপন জাতির জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

  • মুজিব বর্ষ উপলক্ষে উপজেলায় ড্রাইভিং লাইসেন্স প্রদানের ব্যবস্থা করা হবে: জেলা প্রশাসক

    মুজিব বর্ষ উপলক্ষে উপজেলায় ড্রাইভিং লাইসেন্স প্রদানের ব্যবস্থা করা হবে: জেলা প্রশাসক

    সাতক্ষীরা: মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে পেশাদার গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, জেলার প্রতিটি ডিপার্টমেন্টেকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে। স্কুল-কলেজে গিয়ে বিআরটিএ’র নিয়মকানুন সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। উপজেলায় উপজেলায় যোগ্যদের ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করার ব্যবস্থা করা হবে।

    এ সময় তিনি ড্রাইভারদের সঠিক প্রশিক্ষণ নিয়ে দায়িত্বশীলতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দেন।

    সভায় চিকিৎসক, বিআরটিও ও পুলিশ কর্মকর্তা এবং পেশাদার ড্রাইভাররা উপস্থিত ছিলেন।