Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
প্রশাসন Archives - Page 8 of 15 - Daily Dakshinermashal

Category: প্রশাসন

  • শেষ হলো ‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে চেনো’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা :  মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়

    শেষ হলো ‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে চেনো’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা : মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়

    সংবাদ বিজ্ঞপ্তি: মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে চেনো’ শীর্ষক সাধারণ জ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
    জেলা প্রশাসন আয়োজিত জেলার সবচেয়ে বড় এই কুইজ প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে সাতক্ষীরা সরকারি কলেজ চ্যাম্পিয়ন এবং বেগম খালেদা জিয়া ডিগ্রী কলেজ রানার আপ হয়েছে।
    এছাড়া স্কুল পর্যায়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কালিগঞ্জ শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় রানার আপ হয়েছে।
    রোববার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
    প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আফজাল হোসেন ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
    স্থানীয় সরকারের উপপরিচালক মো. হুসাইন শওকতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, ‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে চেনো’ এটি সময়োপযোগী স্লোগান। বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে চেনো এবং বাংলাদেশকে জানো, বঙ্গবন্ধুকে চেনো- একে অপরের পরিপূরক।
    তিনি আরও বলেন, যে জাতি অতীত ভুলে যায় সে জাতি কখনো এগিয়ে যেতে পারে না। বঙ্গবন্ধু এখন শুধু আমাদের সম্পদ নয়, সারা বিশ্বের সম্পদ। তিনি জেলা প্রশাসনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
    সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল বলেন, ৩ নভেম্বর জেল হত্যা দিবস, একটি শোক ও বেদনার দিন। আজকের এই দিনে জাতির পিতার অন্যতম চার সহচরকে জেলখানার নির্মম ভাবে হত্যা করা হয়। কিছু দুষ্কতিকারী ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল। কিন্তু জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন, মানুষ হত্যা করে কখনো জাতীয় চেতনাকে হত্যা করা যায় না এবং বঙ্গবন্ধুর চেতনাকে নস্যাৎ করা যাবে না। তিনি আরও বলেন, ছাত্রছাত্রীদেরকে জানতে হবে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, ইতিহাস এনং কার নেতৃত্বে যুদ্ধ সংঘটিত হয়েছিল, কার ডাকে মানুষ সাড়া দিয়ে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল।
    তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সারা বিশ্বকে অবাক করে দেওয়ার মতো আয়োজনে সাতক্ষীরাতে মুজিববর্ষ পালন করা হবে।
    তিনি বলেন, এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ নতুন প্রজন্ম গড়ে উঠবে।
    তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীতে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য তোমাদের জানতে হবে, বুঝতে হবে। পড়াশুনা করতে হবে।
    অনুষ্ঠানে বিজয়ীদের ক্রেস্ট, মেডেল এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর উপর রচিত বিভিন্ন বই উপহার দেওয়া হয়।
    প্রসঙ্গত, প্রতিযোগিতার শুরুতে ৭টি উপজেলার ৩৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৭৬ জন শিক্ষার্থী সরাসরি অংশগ্রহণ করে এবং মূল পর্বে উপজেলা বাছাই পর্বে উত্তীর্ণ ১৭টি কলেজের ৩৪জন প্রতিযোগী এবং ২২টি স্কুলের ৪৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এছাড়াও দর্শক হিসেবে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।

  • ‘ক্লিন  সাতক্ষীরা- গ্রিন সাতক্ষীরা’ কর্মসুচির সহযোগিতায় জেলা কারাগারে বন্দীদের মধ্যে ভলিবল ও ব্যাডমিন্টন খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

    ‘ক্লিন সাতক্ষীরা- গ্রিন সাতক্ষীরা’ কর্মসুচির সহযোগিতায় জেলা কারাগারে বন্দীদের মধ্যে ভলিবল ও ব্যাডমিন্টন খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

    Tweet

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসকের ‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’ কর্মসুচির সহযোগিতায় সাতক্ষীরা জেলা কারাগার ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ‍সাতক্ষীরা জেলা কারাগারে বন্দী কয়েদি হাজতিদের মধ্যে ভলিবল ও ব্যাডমিন্টন খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
    গত শনিবার জেলা কারাগার অভ্যন্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক পতœী লাভলী কামাল, সিভিল সার্জন শেখ আবু শাহীন, স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত প্রমুখ।
    অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, কোন মানুষই অপরাধী হিসেবে জন্মগ্রহণ করে না। কখনো ভুল করে, সঙ্গ দোষে বা কষ্ট পেয়ে মানুষ অপরাধ এর সাথে যুক্ত হয়। তাই এই ছোটখাটো অপরাধকে ভুলে ভবিষ্যতে যেন সুন্দর ও স্বাভাবিকভাবে জীবনযাপন করা যায় তার চেষ্টা করতে হবে।’ তিনি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে কারাবন্দীদের প্রশিক্ষণ প্রদান ও কারামুক্তির পর স্বাভাবিক জীবনে ফিরে আসতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
    তিনি বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার কারাগারকে সংশোধনাগারে পরিণত করা। এ লক্ষ্যে সাতক্ষীরা জেলা কারাগার হবে বাংলাদেশের অন্যতম কারা সংশোধনাগার।
    এসময় জেলা প্রশাসক পত্নী ও লেডিস ক্লাবের সভাপতি মিসেস লাভলী কামাল কারাবন্দীদের ভবিষ্যতে এই ধরনের অপরাধে যুক্ত না হতে এবং পরিবারের কথা মাথায় রেখে অপরাধ কর্ম ও মাদক সেবন হতে বিরত থাকতে অঙ্গীকারাবদ্ধ করেন।

    আয়োজিত এই অনুষ্ঠানে কারাবন্দিরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুস্ঠানে অংশ গ্রহন করেন।

  • মুজিব বর্ষকে স্মরণীয় রাখতে জেলা প্রশাসন আয়োজিত সাতক্ষীরার সর্বকালের সবচেয়ে বড় কুইজ প্রতিযোগিতার পর্দা নামছে ৩ নভেম্বর

    মুজিব বর্ষকে স্মরণীয় রাখতে জেলা প্রশাসন আয়োজিত সাতক্ষীরার সর্বকালের সবচেয়ে বড় কুইজ প্রতিযোগিতার পর্দা নামছে ৩ নভেম্বর

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ঘোষিত মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসন আয়োজিত সাতক্ষীরার সর্বকালের সবচেয়ে বড় কুইজ প্রতিযোগিতার পর্দা নামছে ৩ নভেম্বর।

    বঙ্গবন্ধুর জীবনী, তার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনসহ এদেশের ইতিহাস ঐতিহ্যকে শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরার প্রয়াসে আয়োজিত ‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে চেনো’ শীর্ষক এই কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ৪৮টি স্কুল, কলেজ ও মাদ্রাসা অংশ নেবে।

    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রা, ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন, বৈশি^ক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের করণীয় এবং শিক্ষার্থীদের মেধা মনন বিকাশ ও প্রতিযোগিতামূলক বিশে^ নিজেকে যোগ্য করে গড়ে তুলতে সাধারণ জ্ঞান ভিত্তিক এই কুইজ প্রতিযোগিতার বিষয়- বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ভাষা ও সাহিত্য, গণিত ও মানসিক দক্ষতা, বিজ্ঞান-প্রযুক্তি ও আইসিটি, ক্রীড়া ও সংস্কৃতি, বাংলাদেশ ও বিশ^ পরিচয়, ইতিহাস ও ঐতিহ্য, জলবায়ু ও পরিবেশ এবং এসডিজি।

    প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জেলার সাতটি উপজেলা ও দুটি পৌরসভার (মোট নয়টি ইউনিট) তিনটি করে শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান উত্তীর্ণ হবে। প্রাথমিকভাবে নির্বাচিত ৫টি প্রতিষ্ঠানের মধ্য থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করা হবে। ফাইনালে বিষয়ভিত্তিক প্রশ্নোত্তরের মাধ্যমে চ্যাম্পিয়ন ও রানার আপ নির্ধারণ করা হবে।

    ৩ নভেম্বর সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আফজাল হোসেনের অংশ নেওয়ার কথা রয়েছে।

    প্রসঙ্গত, জেলা প্রশাসন আয়োজিত সাতক্ষীরার সর্বকালের সবচেয়ে বড় এই কুইজ প্রতিযোগিতায় জেলার ৩৩৮টি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে উপজেলা পর্যায় থেকে ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ইতোপূর্বে বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে।

  • দুর্নীতিমুক্ত ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে সকলকে শামিল হওয়ার আহবান

    দুর্নীতিমুক্ত ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে সকলকে শামিল হওয়ার আহবান


    ডেক্স রিপোট: দুর্নীতিমুক্ত ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে সকলকে শামিল হওয়ার আহবানের মধ্যদিয়ে শেষ হলো সপ্তাহব্যাপী নাট্য উৎসব ২০১৯।
    বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এই নাট্য উৎসবের সমাপনী দিনে শত শত দর্শক-শ্রোতার উপস্থিতিতে মঞ্চস্থ হয় নাটক ‘ডালিম কুমার’।

    পরে ভারত থেকে আগত সংগীত শিল্পী অরবিন্দু ঘোষ ও তার দলের সদস্য পরিবেশন করে সংগীত ও আবৃত্তি। যা নাট্য উৎসবে নতুন মাত্রা যোগ করে।
    সবশেষে সপ্তাহব্যাপী নাট্য উৎসবে অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয় প্রদান করা হয়।
    জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার জয়ন্ত চট্টোপাধ্যায়, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, ভারতের সংগীত শিল্পী অরবিন্দু মুখার্জী প্রমুখ।
    এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
    বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট নাট্যকার জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, দীর্ঘদিন পরে এই নাট্য উৎসব সাতক্ষীরায় সাংস্কৃতিক জাগরণ ঘটাবে। এ জন্য এর ধারাবাহিকতা রক্ষা জরুরী।
    সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা এবং দুর্নীতিমুক্ত ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে এই নাট্য উৎসব সবার মাঝে নতুন চেতনার জাগরণ ঘটাবে। যা সাতক্ষীরায় সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে সহায়ক হবে।

  • জাতীয়  যুব দিবস পালন

    জাতীয় যুব দিবস পালন

    নিজস্ব প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ’ এই স্লোগানে ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালন করা হয়। জাতীয় যুব দিবস- ২০১৯ উপলক্ষে সাতক্ষীরা নিউ মার্কেটস্থ শহীদ আলাউদ্দীন চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শিল্পকলা প্রাঙ্গনে এসে শেষ হয়। এরপর শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি , পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহম্মেদ ( চিশতি), সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবু প্রমুখ।
    এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকতাসহ এ্যাকশন এইড (হেড) এর লুইচ রানা গাইন এবং প্রতিবন্ধী তাইজুল ইসলাম। সবশেষে সনদ বিতরণ করেন অতিথিগণ।
    বক্তারা বলেন, যুবরা একটি দেশের মুল চালিকা শক্তি। তাই যুবদেরকে যদি উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে তারা সম্পদে পরিণত হবে। দেশ থেকে বেকারত্ব দুর হবে। শুধু চাকরির আশায় বসে না থেকে কারিগরি দক্ষতার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। যতই হোক ক্লেশ যুবরাই গড়বে দেশ।

  • সম্পাদকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক : পানি নিষ্কাশনে বাঁধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

    সম্পাদকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক : পানি নিষ্কাশনে বাঁধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে


    মশাল রিপোর্ট: সাতক্ষীরা থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বেলা ১টায় জেলা প্রশাসকের অফিস কক্ষে সম্পাদকদের সাথে এই মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি বলেন, নদী-খাল-জলাশয়ে নেট-পাটা-বাঁধ দিয়ে পানি নিষ্কাশনে বাঁধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, শুধু বাঁধ নেট-পাটা অপসারণ করে ফিরে আসবে না, যারা এর সাথে যুক্ত তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা হবে।
    সভায় সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কের শহর অংশ ছাড়াও গুরুত্বপূর্ণ হাট-বাজার এবং যেসব এলাকায় সড়কের পাশের অবৈধ স্থাপনার কারণে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্ঠি হয় সেগুলো উচ্ছেদে অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়।
    জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, বৃহত্তর জনগোষ্ঠির সুবিধার জন্য যাতে মানবিক দিকটাও উপেক্ষিত না হয় সে ব্যাপারে জেলা প্রশাসন সজাগ রয়েছে। পারুলিয়ার সাপমারা খাল খননের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে মতবিনিময় করা হয়েছে। তাদের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
    তিনি আরো বলেন, শহরের প্রাণ সায়র খাল পাড়ের ব্যবসায়ীদের উচ্ছেদ না করে যাতে তারা নিজেরাই স্থানান্ত্রিত হয় সেই উদ্যোগই নেওয়া হচ্ছে। জেলা প্রশাসক বিআরটিএ, পাসপোর্ট অফিস, রেজিস্ট্রি অফিস, ভূমি অফিসসহ বিভিন্ন অফিসে মানুষ হয়রানি ছাড়াই যাতে কাঙ্খিত সেবা পেতে পারে সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক মুজিব বর্ষ সামনে রেখে ইতোমধ্যে জেলায় যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা তুলে ধরে সকল কর্মসূচি বাস্তবায়নে সম্পাদকদের সহায়তা কামনা করেন।
    সভায় সম্পাদকদের পক্ষ থেকে ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা ও দুর্নীতিমুক্ত সাতক্ষীরা বাস্তবায়নে জেলা প্রশাসন গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করা হয়। একই সাথে জনগনের দুর্ভোগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনকে প্রয়োজনে আরো কঠোর হওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে উচ্ছেদের কারণে দরিদ্র মানুষের জীবন-জীবিকায় যতটা প্রভাব কমানো যায় সে ব্যাপারেও প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানানো হয়।
    সভায় সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত সরাসরি বাস চলাচলে কালিগঞ্জে যে প্রতিবন্ধকতা রয়েছে তা অপসারণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়। একইসাথে ভারতে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে ভোমরা থেকে ঢাকার পরিবহন ছাড়ারও ব্যবস্থা করা যায় কি-না সে বিষয়টিও জেলা প্রশাসকের নজরে আনা হয়।
    সভায় সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যাপক আবু আহমেদ, জেলা সংবাদপত্র পরিষদের আহবায়ক ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদ, দক্ষিণের মশালের অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতনদীর হাবিবুর রহমান, আজকের সাতক্ষীরার মহাসীন হোসেন বাবলু, সূর্যের আলোর ওয়ারেশ খান চৌধুরী, মুক্ত স্বাধীনের আবুল কালাম, দৈনিক কাফেলার এম ঈদুজ্জামান ইদ্রিস প্রমুখ।

  • জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ

    জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এবিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ঠিকাদাররা।
    সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একাধিক ঠিকাদাররা জানান, সরকারি বিধি মেনে দীর্ঘদিন তারা ঠিকাদারী করে আসছেন। কিন্তু বর্তমান নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম যোগদানের পর থেকে তার পছন্দের ঠিকাদার ছাড়া অন্য কেউ কাজ পাচ্ছেন না। সম্প্রতি ২৩ সেপ্টেম্বর কলারোয়ায় পানির লাইনের একটি টেন্ডার হয়। সেখানে ৩টি ঠিকাদারী প্রতিষ্ঠান টেন্ডার জমা দেন। এদের মধ্যে সর্বনি¤œ দরদাতা হিসেবে ১ কোটি ৭০ লক্ষ ৯৭ হাজার ১২০ টাকার টেন্ডার জমা দেন মেসার্স জিলানী ট্রেডার্স। কিন্তু বিভিন্ন অযুহাত দেখিয়ে নির্বাহী প্রকৌশলী তার থেকে প্রায় ২০লক্ষ টাকা বেশি দরদাতা মেসার্স ফাতিমা এন্টারপ্রাইজকে মোটা অংকের অর্থের বিনিময়ে টেন্ডার পাইয়ে দিয়েছেন। তার দর ছিলো ১ কোটি ৮৮ লক্ষ ৬৭ হাজার ৩৫১ টাকা।
    এতে করে সরকার ২০ লক্ষ টাকার রাজস্ব হারিয়েছে বলে ঠিকাদাররা দাবি করেন। তারা জানিয়েছেন ওই ২০লক্ষ টাকাই নির্বাহী প্রকৌশলী নিজের পকেটস্থ করেছেন। যে কারণে অযুহাত দেখিয়ে জিলানী ট্রেডার্সকে কাজটি দেওয়া হয়নি।
    তবে এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, টেন্ডারের নীতিমালা অনুযায়ী প্রথম দরদাতার কাগজপত্রে সমস্যা থাকায় সেটি বাতিল হয়ে গেছে। প্রথম দরদাতা কোনক্রমে বাতিল হলে দ্বিতীয় দরদাতা টেন্ডারটি পাবেন। সে অনুযায়ী দ্বিতীয় দরদাতা টেন্ডারটি পেয়েছেন। এছাড়া আর কিছু না।

  • জেলা প্রশাসনের প্রেস নোট: বাস টার্মিনালের কমিটি স্থগিত, নির্বাচনের লক্ষ্যে কমিটি গঠন

    জেলা প্রশাসনের প্রেস নোট: বাস টার্মিনালের কমিটি স্থগিত, নির্বাচনের লক্ষ্যে কমিটি গঠন

    দীর্ঘদিন নির্বাচিত কমিটি গঠিত না হওয়ায় বাস মালিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হচ্ছে। বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক কমিটির সদস্যরা বর্তমান কমিটিকে নির্বাচনের জন্য বার বার অনুরোধ করা সত্ত্বেও নির্বাচন না দেয়ায় মঙ্গলবার সাতক্ষীরা বাস টার্মিনালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। আইন শৃঙ্খলার অবনতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় পুলিশ সুপার বিপুল সংখ্যক ফোর্স মোতায়েন করেন এবং জেলা প্রশাসককে অবগত করেন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে অনুরোধ করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সমিতির কার্যালয়ে তালা মেরে সিলগালা করে দেন।
    প্রেস নোটে আরও বলা হয়, বর্তমান কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হলো। এ কমিটির সকল কার্যক্রম বেআইনী এবং এ কমিটি পরবর্তীতে সমিতির কোন কাজের সাথে যুক্ত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
    শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে বর্তমানে উদ্ভুত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার ও বিআরটিএর সহকারী পরিচালকের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

  • ৩২৮ তম পৌরসভা হিসেবে শ্যামনগর পৌরসভার গেজেট প্রকাশ

    দেশে আরেকটি পৌসভার সংখ্যার বাড়ল। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৩২টি এলাকা নিয়ে শ্যামনগর পৌরসভা করে গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

    নতুনটি নিয়ে বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৮টি।

    সম্প্রতি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর শাখার উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত গেজেটে বলা হয়- শ্যামনগর পৌরসভা গঠনের লক্ষ্যে শ্যামননগর, ভূরুলিয় ও ঈশ্বরীপুর ইউনিয়নের ৩২টি মৌজাকে শহর এলাকা হিসেবে ঘোষণা করা হলো।

    ৩২টি মৌজার মধ্যে শ্যামনগর ইউনিয়নের বাদঘাটা, কুলখালী, গোপালপুর, মাহমুদপুর, ইসমাইলপুর, খাড়গাদানা, নকিপুর মাজাট, হায়বাতপুর, শ্যামনগর, চন্ডিপুর, দাদপুর, পাটনীপুকুর, ফুলবাড়ী, দেবীপুর, কাশিপুর, শিবপুর, সোয়ালিয়া, চিংড়িখালি, কল্যাণপুর ও যাদবপুর; ভুরুলিয়া ইউনিয়নের ইচ্ছাকুড়, কাচড়াহাটী, নন্দিগ্রাম, সোনমুগারী, ভুরুলিয়া, দেউলদিয়া, বল্লভপুর, ব্রহ্মশাসন, কুলটুকারী, বিষ্ণুপুর, হাটছালা, মটবাড়ী গৌরীপুর এবং ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী মৌজাকে শহর এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

    গত এপ্রিলে এসব এলাকাকে শহর এলাকা ঘোষণার লক্ষ্যে কারো আপত্তি থাকলে তা জানাতে এক প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপত্তি না থাকায় চূড়ান্তভাবে শহর এলাকা ঘোষণা হয়।

  • জেলা প্রশাসনের উদ্যোগে‘ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা’ যাত্রা শুরু

    নিজস্ব প্রতিনিধি: গতকাল আনুষ্ঠানিক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে জেলা প্রশাসনের উদ্যোগে‘ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা’ যাত্রা শুরু। এ উপলক্ষে সুন্দর সাতক্ষীরা গড়ার প্রত্যয়োদ্দিপ্ত রঙের আবিরে বর্ণিল র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জনপ্রতিনিধি, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ স্বত:স্ফূর্তভাবে অংশ নিয়ে ছড়িয়েছে প্রত্যাশার আলো।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিব বর্ষ’ ও স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে ‘ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা’ এ আয়োজন। আগামীর সুন্দর তিলোত্তমা সাতক্ষীরা গড়ার প্রত্যয় ছিল সকলের চোখে মুখে।

    মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে খুলনা রোড মোড় থেকে অভিযান নয় সচেনতার মাধ্যমে ‘ক্লিন সাতক্ষীরা-গ্রীন সাতক্ষীরা’ নামে শুরু হওয়া বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষ করে নিউ মার্কেট মোড় (আলাউদ্দিন চত্ত্বরে) এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
    জেলা প্রশাসক এসএম মোস্তফা কামারেল সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রমুখ।
    এসময় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, স্থানীয় সরকার সাতক্ষীরা উপপরিচালক হোসেন শওকত, ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ আব্দুস সেলিম, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজ বাবু, শামীমা পারভীন রত্মাসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
    বক্তারা বলেন, নিজেদের আঙিনা যদি নিজেরাই পরিস্কার রাখি তাহলে সবকিছু সহজ হবে। আগে আমাদের মন পরিস্কার করে ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে গেলেই “ক্লিন সাতক্ষীরা গ্রীণ সাতক্ষীরা’ গড়ার স্বপ্ন বাস্তবে রুপ নেবে। সেজন্য দরকার সমন্বিত প্রচেষ্টা ও উদ্যোগ। সবকিছু সফল করার লক্ষ্যে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়।’ ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ মার্চ-২০২০ পর্যন্ত মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে। ১৭ মার্চ-২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত স্বাধীনতার রজত জয়ন্তী উৎসব পালিত হবে। একটি পরিচ্ছন্ন নান্দনিক সাতক্ষীরা গড়ার আন্দোলনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

  • এডিস মশা নিধন কার্যক্রম উপলক্ষে একদিন এক ঘন্টা, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান: জেলা প্রশাসক

    এডিস মশা নিধন কার্যক্রম উপলক্ষে একদিন এক ঘন্টা, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান: জেলা প্রশাসক

    “ডেঙ্গুর বিরুদ্ধে সমম্বনিত উদ্যোগ একদিন এক ঘন্টা, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় এডিস মশা নিধন কার্যক্রম উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা লিফলেট বিতরণ করা হয়েছে। আজ শনিবার সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের চত্বর থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
    এ সময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, আসুন আমরা প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা এক ঘন্টা নিজেরা আমাদের বাসা বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, হাট বাজার, রাস্তা ঘাট, বাসস্টেশন, হোটেল রেঁস্তোরা, খেলার মাঠ,ছাদবাগান, পরিস্কার পরিচ্ছন্ন করি। ডেঙ্গ প্রতিরোধে নিজে সচেতন হই অন্যকে সচেতন করি। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে লিফলেট দিয়ে বলেন, এটি পড়বা, পিতা-মাতাকে শুনাবা, মশারি টানিয়ে ঘুমাবা আর জ¦র হলে ডাক্তার দেখবা ডেঙ্গু কিনা পরিক্ষা করাবা। নিজ হাতে সব কিছু পরিস্কার করবা এবং আশপাশের সকলকে সচেতন করবা। এসময় তিনি বাস টার্মিনালে বেহাল দশা দেখে মালিক সমিতির সভাপতিকে টেলিফোনে বলেন, আপনি একটি ফোগার মেশিন কিনে টার্মিনাল পরিস্কার করবেন এবং পৌর মেয়রকে নিয়ে একটি জনসচেতনতামুলক অনুষ্টান করবেন।
    পরে বাসটার্মিনাল, খুলনা রোড় মোড়, টাউনগার্স স্কুল, সরকারি বালক বিদ্যালয়, কালেক্টর স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়সহ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও লিফল্টে করা হয়।

  • জেলা তথ্য অফিস সাতক্ষীরার আয়োজনে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

    জেলা তথ্য অফিস সাতক্ষীরার আয়োজনে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


    সংবাদ বিজ্ঞপ্তি: গত ২২ জুন শনিবার বিকাল ৩টায় আলীপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ মফিজুর রহমান, । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা, মোঃ আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দীন, জেলা লিগ্যাল এইড অফিসারসালমা আক্তার, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট শাহনাজ পারভীন মিলি, সাতক্ষীরা জজ কোটের পিপি তপন কুমার দাস, মুক্তিযোদ্ধা মোঃ আকবর আলী, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান, আলীপুর ইউনিয়ন পরিষদ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে এলাকার প্রায় দেড় হাজার লোক অংশগ্রহণ করে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারেন।

  • অধ্যাপক ডা: রুহুল হক এমপি’র সাথে খুলনা রেঞ্জ ডিআইজি’র

    সৌজন্য সাক্ষাৎ
    নিজস্ব প্রতিবেদক:
    বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সাথে খুলনা রেঞ্জ ডি আই জি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার) এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার সকাল সাড়ে ৯টায় খুলনা ডিআইজি অফিসে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উভয়ই মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসীদেরকে কোন ধরনের ছাড় দেওয়া হবেনা বলে মতামত ব্যক্ত করেন।

  • বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন সাতক্ষীরা কর্তৃক গৃহীত কর্মসূচী



    তারিখ ও সময়                                                কর্মসূচী                               স্থান
    ১৩.০৪.২০১৯    বিকাল ৩.০০ মি.                  ঘুড়ি উড়ানো উৎসব       সাতক্ষীরা স্টেডিয়াম
    ১৪.০৪.২০১৯  সূর্যোদয়ের সাথে সাথে    রবীন্দ্র সংগীত/কবিতা আবৃত্তি শহীদ রাজ্জাক পার্ক
    ১৪.০৪.২০১৯  সকাল ৬.৪৫ মি.          মঙ্গল শোভাযাত্রা (র‌্যালী)   

                                    জেলা প্রশাসকের কার্যালয় হতে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক পর্যন্ত
    ১৪.০৪.২০১৯ সকাল ৭.৩০ মি. বৈশাখী মেলার শুভ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার                                                        বিতরণ শহীদ আব্দুর রাজ্জাক পার্ক
    ১৪.০৪.২০১৯ বেলা ১১টা          হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা    পৌরসভা দীঘি
    ১৪.০৪.২০১৯ দুপুরে       উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালী খাবারের ব্যবস্থা গ্রহণ                হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার
    ১৪.০৪.২০১৯ বিকাল ৩.০০ মি. লাঠিখেলা/মোরগ লড়াই শহীদ আব্দুর রাজ্জাক পার্ক
    ১৪.০৪.২০১৯ সন্ধ্যা ৫.০০টা হতে রাত ৯.০০ পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান শহীদ আব্দুর রাজ্জাক পার্ক
    ১৫.০৪.২০১৯ উন্মুক্ত গ্রামীণ বৈশাখী মেলা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক
    ১৫.০৪.২০১৯ বিকাল ৩.০০ টা হতে হাডুডু খেলা/সাপখেলা ও র‌্যাফেল ড্র শহীদ আব্দুর রাজ্জাক পার্ক

  • বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরসহ ৭দফা দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি

     
    নিজস্ব প্রতিবেদক :
    বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরসহ ৭দফা দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা পল্লী উন্নয়ন বোর্ড এর উপ-পরিচালকের কার্যালয়ের সামনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী সংসদ-সিবিএ’র সাতক্ষীরার নেতৃবৃন্দ দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেন। সাতক্ষীরা সিবিএ’র সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক জি এম সালাউদ্দিন, মাঠ সহকারী শরিফুল ইসলাম, তালার কোহিনুর ইসলাম, কলারোয়ার তাজমিনুর রহমান তাজু, কালিগঞ্জের আলেয়া খাতুন, আশাশুনির অলোক মন্ডল, সদরে মানিক (ইরোশপো) প্রমুখ। অবস্থান কর্মসূচি পরিচালনা করেন, শ্যামনগরের (সদাবিক) আনিছুর রহমান।
    পরে বেলা ১২টার দিকে নেতৃবৃন্দ দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউদ্দীজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
    এসময় নেতৃবৃন্দ বলেন, বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর রুপান্তরে করতে হবে। প্রকল্পে কর্মরতদের আয় থেকে দায় প্রথা বাতিল করে ১০০% বেতন প্রথা নিশ্চিত করতে হবে এছাড়া কেন্দ্রীয় ঘোষিত দাবি সমূহ বাস্তবায়ন করতে হবে। তা না হলে এ আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • সাতক্ষীরা জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক তারাময়ী মুখার্জী অবসরে : নাজমুন নাহার দায়িত্বপ্রাপ্ত

    সাতক্ষীরা জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক তারাময়ী মুখার্জী অবসরে : নাজমুন নাহার দায়িত্বপ্রাপ্ত


    বিশেষ প্রতিনিধি.
    সাতক্ষীরা জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক তারাময়ী মুখার্জী অবসর প্রস্তুতিকালীন ছুটিতে গিয়েছেন এবং সেখানে দায়িত্বগ্রহণ করেছেন নাজমুন নাহার।
    মঙ্গলবার অবসর জনিত বিদায় ও দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠান জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা অফিসে জেলা উপজেলা পর্যায়ের পর্যায়ের সহকর্মীদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে দায়িত্বগ্রহণ করেন নাজমুন নাহার। একই দিনে সাতক্ষীরার উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দদের পক্ষ থেকে তারাময়ী মুখার্জীকে বিদায় সম্মাননা ও নবাগত অফিসার স্বাগত জানান।
    নাজমুন নাহার দেবহাটা উপজেলার কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স পাস করে পিএসসি’র মাধ্যমে সরকারি চাকুরীতে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন জাতীয় বিভিন্ন দৈনিক পত্রিকায় সাংবাদিকতাসহ বিভিন্ন সৃজনশীল সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম সক্রিয় ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে সাফল্যের স্বাক্ষর রাখেন।
    মঙ্গলবার বিদায় ও দায়িত্বগ্রহণের অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত নাজমুন নাহারকে ফুলেল শুভেচ্ছা জানান।

  • শ্যামনগরে প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হকের বিদায় সংবর্ধনা

    শ্যামনগরে প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হকের বিদায় সংবর্ধনা


    শ্যামনগর ব্যুরো :
    শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম নাজমুল হক এর অবসারত্তর বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ৬ ফেব্র“য়ারী শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসারবৃন্দ আজহারুল ইসলাম, তপন কুমার দেবনাথ, সোহাগ হোসেন, ওয়াসিম উদ্দীন, সোহাগ আলম, শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, শ্যামনগর বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি পরিমল কুমার কর্মকার, প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু, প্রধান শিক্ষক শফিউল আযম মিন্টু, প্রধান শিক্ষিকা সেলিনা কাজল, প্রধান শিক্ষিকা জেসমিন নাহার প্রমুখ।

  • স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে খাজরা ইউপি চেয়ারম্যান ডালিমের ফুলেল শুভেচ্ছা

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে খাজরা ইউপি চেয়ারম্যান ডালিমের ফুলেল শুভেচ্ছা


    সংবাদ বিজ্ঞপ্তি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম। শনিবার সকালে মন্ত্রী’র ঢাকাস্থ সরকারি কোয়াটারে উপস্থিত হয়ে চেয়ারম্যান ডালিম এ শুভেচ্ছা জানান। এসময় চেয়ারম্যান ডালিমের সাথে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।