Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
প্রশাসন Archives - Page 12 of 15 - Daily Dakshinermashal

Category: প্রশাসন

  • বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিএফ এর চাউল বিতরণ

    বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিএফ এর চাউল বিতরণ

    মুন্সীগঞ্জ প্রতিনিধি: বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।

    বুধবার সকালে পরিষদ মাঠ চত্বরে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়।

    চাউল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, উপজেলা ট্যাগ অফিসার তপন জ্যোতি চক্রবর্তী, ইউপি সচিব কার্তিক চন্দ্র মন্ডল প্রমুখ।

    ইউনিয়নের ৬২৫০ টি পরিবারের মাঝে ভিজিএফ এর ১০ কেজি কওে চাউল বিতরণ করা হবে।

  • পৌর ৮নং ওয়ার্ডে ভিজিএফ কার্ড বিতরণ

    পৌর ৮নং ওয়ার্ডে ভিজিএফ কার্ড বিতরণ

    সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের পলাশপোল এলাকায় অসহায়, দুস্থদের মাঝে ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে।

    গত মঙ্গলবার সকাল থেকে ওয়ার্ডের তেতুলতলা, চৌধুরীপাড়া, বটতলা, নবজীবন এলাকা, নিকারীপাড়া, গুড়পুকুর এলাকার বাসিন্দাদের বাড়িতে বাড়িতে গিয়ে অসহায়দের মাঝে এ কার্ড বিতরণ করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী।

    কার্ড বিতরণকালে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথী প্রমুখ।

  • কৃষি ও পানি নিয়ে অনানুষ্ঠানিক মতবিনিময় সভা- সুপেয় পানিই সাতক্ষীরার সবচেয়ে বড় সমস্যা

    নিজস্ব প্রতিনিধি: শুক্রবার দুপুর ২ টায় সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে সাতক্ষীরায় কৃষি ও পানি নিয়ে এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নদী ও জলবায়ূ বিশেষজ্ঞ এবং ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. আইনুন নিশাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, সাবেক মন্ত্রী ডঃ আ

    ফতাবুজ্জামান, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি

     ও দৈনিক কালের চিত্রের সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক দক্ষিনের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি,এম নুর ইসলাম, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূত (ভারপ্রাপ্ত) সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, দৈনিক প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি কল্যান ব্যানার্জী, এটিএন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম, কামরুজ্জামান, দৈনিক জনকন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মিজানুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, দৈনিক বনিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, দৈনিক কালের চিত্র ও ভয়েস অব সাতক্ষীরার স্টাফ রিপোটার মোঃ নাজমুল আলম মুন্না, উপপরিচালক বিএডিসি মোঃ নাজিম উদ্দীন, ২০৩০ বাংলাদেশ ওয়াটার রিসোর্স গ্রুপের কনসালটেন্ট রেহনুমা রহমান, ২০৩০ বাংলাদেশ ওয়াটার রিসোর্স গ্রুপের কোর্ডিনেটর সাইফ তানজিম কাইয়ুম(ওয়ার্ল্ড ব্যাংক) ব্র্যাক ইউনিভারসিটির

    লেকচারার এবং কোর্ডিনেটর অপারেশন রউফা খানম, ধান গবেষণা ইনষ্টিটিউট এর সঞ্জয় কুমার ও ওলি আহমেদসহ বিভিন্ন স্টেক হোল্ডার প্রতিনিধি। আলোচনায় সাতক্ষীরা কৃষি, মাছ, ধান, পাট, ফল-ফালালি, মানুষের জীবন জীবিকা মান-ধরন এবং নদী, নালা, খাল-বিলসহ প্রধান প্রধান অন্তরায় ও নেতিবাচক বিষয়গুলোর উপর আলোচনা করতে যেয়ে জেলা প্রশাসক বলেন, সাতক্ষীরার প্রধান সমস্যা হচ্ছে সুপেয় পানি। এটা থেকে উত্তরণ হতে পারলে সাতক্ষীরার মানুষ অনেকটা স্বস্থি পেত । এছাড়া সাতক্ষীরার মানুষ নানা পেশার সাথে সম্পৃক্ত এই পেশা দিক দিয়ে যে যেভাবে নিজের উন্নয়ন ঘটাতে চায় সেটা তারাই ভাল বোঝে। যে লোক যে পোশার দিকে যেতে চায় অর্থনৈতিক ভাবে স্বালম্বি হতে কুরুক না এতে কোন সমস্যা নেই। যারা মাছ চাষ করতে চায় তারা মাছ চাষ করুক, যারা ফসল ফলাতে চায় তারা ফসল ফলাক। কিন্তু একই জমিতে বিভিন্ন ধরনের চাষ না করে একটা ফসলের চাষই ভাল। এতে তেমন কোন ক্ষতি নেই। কিন্তু মাছ চাষও করবেন আবার ধান চাষ করবেন তা হলেতো কোনটিই ভাল হবে না। এছাড়া আমাদের সমন্বয় হীনতার কারনেই কোন কাজে এজন্য মানুষ ভাল সুফল পায়না। ভাল সুফল পেতে হলে কাজের সমন্বয় দরকার। খাল ভরাট, নদী ভরাট, নদীর নাব্যতা হারানো চাষিদের জন্য প্রধান অন্তরায়।

  • সাতক্ষীরা বাস টার্মিনাল নিয়ন্ত্রনে এখন প্রশাসন

    বিশেষ সংবাদদাতা: সাতক্ষীরা বাস টার্মিনালের নিয়ন্ত্রন গ্রহন করেছে প্রশাসন। বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নির্বাচন করাকে কেন্দ্র করে গত বেশ কিছুদিন টার্মিনালে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল বাস মালিক সমিতির ডাকা সাধারণ সভাকে কেন্দ্র করে উত্তেজনা আরো বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষে এ দায়িত্ব গ্রহন বলে জানাযায়।
    বুধবার বেলা ১১টায় বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি আয়োজিত সাধারণ সভায় মালিক সমিতির উভয় পক্ষের সদস্যের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
    প্রশাসনের দায়িত্ব গ্রহনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, এনডিসি মোশাররফ হোসাইন, বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সাবেক সভাপতি ছাইফুল করিম সাবু, সাবেক সহ-সভাপতি মো. আছাদুল হক (সাবেক চেয়ারম্যান) শেখ জাহাঙ্গীর হোসেনসহ প্রমুখ। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী তপশীল ঘোষণা, ভোটার তালিকা প্রকাশ, যাচাই বাছাই, আপত্তি নিষ্পত্তি ও ভোট গ্রহণের দিন ধার্য্য করা হরে। গত ৫ জুন জেলা প্রশাসকের কার্যালয় হতে ০৫.৪৪.৮৭০০.০৪৫.০১.০০১.১৮/৯১ স্মারকে জেলা প্রশাসক স্বাক্ষরিত সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালে বিবাদমান সার্বিক পরিস্থিতি নিরসনকল্পে নব-গঠিত নির্বাচন কমিশনের নিকট দায়িত্বসহ সকল কাগজাদি হস্তান্তর প্রসঙ্গে মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি (রেজিঃ নং খুলনা ২০১৯) ছাইফুল করিম সাবু’র নিকট জেলা প্রশাসক ইফতেখার হোসেন এ পত্র পাঠান। সেকারণে বুধবার প্রশাসনের হাতে দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালে পুলিশ মোতায়েম করা হয়েছে।
    সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অনিন্দিতা রায় জেলা প্রশাসকের পক্ষে সকল দায়িত্ব পালন করবেন বলে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

  • টাকার জন্য মামলা দীর্ঘদিন চালাবেন না

    শহর প্রতিনিধি: জেলা আইনজীবী সহকারি সমিতির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার বিকালে সমিতি ভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সহকারি সমিতির সভাপতি বিমল কৃষ্ণ সরকার।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের অন্যান্য জেলার চেয়ে সাতক্ষীরা জেলার জেলা আইনজীবী সহকারি সমিতির সদস্য খুবই দক্ষ ও কর্ম চঞ্চল এবং সুসংগঠিত। বিচারক একজনই তিনি সব দেখছেন। টাকার জন্য মামলা দীর্ঘদিন চালাবেন না। মক্কেলদের মনে করবেন বাবা, মা, ভাই-বোন। মানবিক দৃষ্টিকোন থেকে সবকিছুর বিচার করবেন। আপনারা গুণী মানুষ। সৎ ভাবে পেশার দায়িত্ব পালন করুন তাহলে সফলতা আসবেই।’

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আ.ফ.ম রেজওয়াউল্লাহ সবুজ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এড. সম্ভু কুমার সিংহ, জেলা আইনজীবী সহকারি সমিতির সাবেক সাধারণ সম্পাদক সনীল মন্ডল, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সদস্য মো. আব্দুর রাজ্জাক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সহকারি সমিতির সদস্য বসু ঘোষ।

  • ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন কারখানা পরিদর্শন

    নিজস্ব প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম শহরের বিভিন্ন কারখানা পরিদর্শন করেছেন।

    কারখানাগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যদ্রব্য উৎপাদন, হাতে গ্লাভস বাব্যহার না করা, বিশুদ্ধ পানি ব্যাবহার না করাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নসহ বিবিধ বিষয়ে পরিদর্শন করেন সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

    এসকল অপরাধে মেসার্স হুগলী বেকারী ও রোকাইয়া সেমাই ফ্যক্টরিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ এর ৪৩ ও ৫৩সহ বিভিন্ন ধারা লংঘনের অপরাধে বিভিন্ন অংকের মোট ৮০০০ টাকা জরিমানা করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন কালে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। সোমবার সকালে এ পরিদর্শনে সহায়তা করেন জেলা ক্যাব সদস্য মো. সাকিবুর রহমান ও জেলা পুলিশ প্রশাসন।

  • পুলিশের বিশেষ অভিযানে আটক-৪০

    পুলিশের বিশেষ অভিযানে আটক-৪০

    শহর প্রতিনিধি: জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ীসহ ৪০ জনকে আটক করা হয়েছে।

    রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    এ সময় উদ্ধার করা হয়েছে ২৪৯ বোতল ফেনন্সিডিলসহ বেশ কিছু মাদক দ্রব্য। বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে ৮টি মামলা।

    আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা ৫ জন, কালিগঞ্জ থানা ৭ জন, শ্যামনগর থানা ৬ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
    জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

  • জেলায় পুলিশের বিশেষ অভিযানে আটক-৭৫

    সাতক্ষীরা প্রতিনিধি: জেলাব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ মাদক ব্যবসায়ীসহ ৭৫ জনকে আটক করেছে পুলিশ।
    গত শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনাকালে একটি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলিসহ বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
    আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৫ জন, কলারোয়া থানা থেকে ৮ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ১০ জন, শ্যামনগর থানা ৭ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ৩৫ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
    জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

  • ‘প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়- জেলা প্রশাসক

    নিজস্ব প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষে বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিষ্টিক শিক্ষার্থীদের মাঝে পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সুইড খাতিমুনেচ্ছা হানিফ লস্কার বুদ্ধিপ্রতিবন্ধি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে উক্ত পোশাক সামগ্রী বিতরণ করা হয়।
    পোষাক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। তাদের সঠিক গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। সঠিক ভাবে গড়ে তুলতে পারলে তারা সম্পদে পরিণত হবে।’
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট্য সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, এ্যাডভোকেট শহিদুল্লাহ, উপজেলা সমাজ সেবার প্রফেশনাল কর্মকর্তা মিজানুর রহমান, অধ্যক্ষ এমদাদুল হক প্রমুখ।
    উক্ত অনুষ্ঠান থেকে ৯৩ জন বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিষ্টিক শিক্ষার্থীদের মঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয় ।

  • সাতক্ষীরায় ৩৪ নারীসহ আটক ৮১

    নিজস্ব প্রতিনিধি: নাশকতার লক্ষ্যে গোপন বৈঠককালে ৩৪ জন নারীসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে টার দিকে দেবহাটা উপজেলার সখিপুর সাব রেজিস্ট্রি অফিসের সামনে ব্যবসায়ি মহিউদ্দিন মিস্ত্রির বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
    জানান, সাব রেজিস্ট্রিসর সামনে মোহর আলী মিস্ত্রীর ছেলে কম্পিউটার ও ফটোস্টাটের ব্যবসায়ি মহিউদ্দিন মিস্ত্রীর বাড়িতে মহিলা জামায়াতের নারী কর্মীরা গোপন বৈঠক করছে খবর পেয়ে শনিবার সকাল ১১টার দিকে সেখানে পুলিশ অভিযান চালায়। এ সময় উত্তর সখীপুর গ্রামের মোহর আলী মিস্ত্রীর ছেলে বাড়ির মালিক মহিউদ্দিন মিস্ত্রি (৫৫), তার স্ত্রী জেবুন্নেসা(৪৫), সখীপুর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্ত্রী আকলিমা খাতুন (৬২), একই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী হাফিজা খাতুন(৩২) বাবুর আলীর স্ত্রী জোহরা খাতুন(৬৫), ছাকাত আলীর স্ত্রী মানু বিবি(৬০), রফিকুল ইসলামের স্ত্রী শাহেদা খানম(৪২), ও রবিউল মিস্ত্রীর স্ত্রী তাসলিমা খাতুন(২২) কে আটক করে।
    এদিকে সখীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডেরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সালাম (কাঁকড়া) এর স্ত্রী আকলিমা খাতুন জানান, প্রতি বছর তারা রমজান মাসে একবার ছালাতুর তছবীর নামাজ পড়ে থাকেন। এ জন্য তারা পার্শ্ববর্তী নারীদের দাওয়াত দিয়ে একত্রিত করেন। এরই অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় তারা দাওয়াতী অনুষ্ঠানের মাধ্যমে মহিউদ্দিন মিস্ত্রীর বাড়িতে সমবেত হন। এ সময় পুলিশ ৩৬জন মহিলা ও দু’জন পুরুষকে জামায়াতের নেতা কর্মী হিসেবে আটক করেন। যদিও বয়সের ভারের কারণে দু’ বৃদ্ধাকে ছেড়ে দেওয়া হয়। আটককৃতরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক।
    দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, ৩৪জন নারী ও দু’জন পুরুষকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেবহাটা সার্কেলের সহকারি পুলিশ সুপার ঘটনাস্থলে আসার পরপরই বিস্তারিত জানানো হবে। দেবহাটা সার্কেলের সহকারি পুলিশ সুপার ইয়াছিন আলী শনিবার বিকেলে সাংবাদিকদের জানান, তিনি ঢাকায় ট্রেনিংএ রয়েছেন। এ বিষয়ে তিনি কিছু জানেন না। এদিকে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার সাতটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ শহর জামায়াতের আমির নাসিরউদ্দিনসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • কয়রায় ২১ জলমহলে সরকারি রাজস্ব কমেছে ১১ লক্ষ টাকা

    কয়রা সংবাদদাতা ঃ  কয়রায় ২১ টি জলমহলে খাস আদায়ে বিগত বছরের চেয়ে সরকারি রাজস্বের টাকা কমেছে ১১ লক্ষাধীক টাকা। অথচ উক্ত ২১ টি জলমহলে বিগত বছরে অথ্যাৎ বাংলা ১৪২৪ সনে আদায় হয়েছিল ১৬ লক্ষ ৯২ হাজার ৫ শত টাকা এবং এবার সেই একই জলমহলে ১৪২৫ সনে খাস আদায় হয়েছে ৫ লক্ষ ৭৯ হাজার ৮ শত টাকা। ফলে সরকারি রাজস্ব কমেছে ১১ লক্ষ ১২ হাজার ৭ শত টাকা।

    উল্লেখ্য প্রতি বছরের ন্যায় এবছর ও খাস আদায়যোগ্য জলমহলের জন্য উপজেলা পরিষদ থেকে মাইকিং সহ নোটিশ বোর্ডে ২১ টি জলমহলের তালিকা টানানো হয় এবং সেখানে মৌজার নাম, জলমহলের আয়তন, সায়রত কেস নং, খাস আদায়ের সন এবং বিগত বছরের স¤া¢ব্যমূল্য উল্লেখ করা হয়্।

    উপজেলা নির্বাহী অফিসার উক্ত জলমহল ব্যবস্থাপনা কমিটির আহবায়ক হয়ে প্রচার করেন এবং সে মোতাবেক বৃহস্পতিবার উপজেলা পরিষদে সর্বসাধারনের উপস্থিতিতে ওপেন ডাক শুরু হয়। কিন্তু ডাক শুরু হওয়ার সাথে সাথে  কতিপয় যুবক সাংবাদিক আকতারুল ইসলাম, খুলনা জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মাসুদ রানা এবং মঠবাড়ী গ্রামের আল আমিন সহ অনেক কে নির্বাহী কর্মকর্তার সামনে ধমক দিয়ে না ডাকার জন্য হুমকি ধামকি দেয়। এছাড়া সাধারণ মানুষ, জেলে, মৎস্য ব্যাবসায়ীকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি এবং অনেককে ভয়ে চলে যেতে দেখা গেছে। তবে উপজেলা পরিষদে জলমহল ডাকার সময় দু’দফায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে কয়রা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় কিন্তু তখন জলমহল ডাকার মত সাধারণ কোন মানুষ উপস্থিত ছিল না। এদিকে ঘটনাস্থলে উপস্থিত উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ সভাপতি এসএম বাহারুল ইসলাম জানান, সম্পূর্ণ পরিকল্পিত ভাবে ছাত্রলীগ নেতা কর্মীরা জলমহল ডাক থেকে সবাইকে বঞ্চিত করে নিজেরা ভাগাভাগি করে নিয়েছে। তিনি জলমহল পূনরায় সেল করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জোর দাবি জানিয়েছেন। সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন জানান, তিনি উক্ত জলমহল কিনতে গেলে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা তাকে সেখান থেকে বের করে দেয়। জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ রানা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে ছাত্রলীগ তাকে পাগল বলে বের করে দিয়েছে। এ সম্পার্কে উপজেলা আ’লীগের সভাপতি মোহসিন রেজা বলেন, পরিকল্পিত ভাবে ছাত্রলীগ সহ কতিপয় ব্যক্তি প্রশাসনের সাথে যোগাযোগ করে এসব জলমহল ভাগাভাগি করে নিয়েছে এবং সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাকি দিয়েছেন এবং এজন্য তিনি উপজেলা প্রশাসন কে দায়ী করে পূনরায় টেন্ডার ডাকার দাবী জানিয়েছেন। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সাথে কথা বললে তিনি পত্রিকায় না লেখার জন্য অনুরোধ করেছেন। উল্লেখ্য হড্ডা গ্রামের হোগলার খাল ১৪২৪ সনে ৩৬৯৬০০ টাকা রাজস্ব আদায় হয় এবং এবার মাত্র ৭১০০০ টাকা। চরামুখা গ্রামের শিংজোড়া খাল ১৪২৪ সনে ১৭৬১৫৭ টাকা এবার মাত্র ১১০০০ টাকা। অর্জুনের খাল ১৪২৪ সনে ১৫২২৫০ টাকা এবার মাত্র ১৭০০০ টাকা। আমাদী খাল ১৪২৪ সনে ১২৫০৭৫ টাকা এবার মাত্র ৩১০০০ টাকা। অনুরুপ প্রতিটি খালে সরকারি রাজস্ব কমায় বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় উঠেছে। ছাত্রলীগের বাধার মুখে কয়রায় ২১ জলমহলের সরকারি রাজস্ব কমেছে ১১ লক্ষ টাকা
    কয়রা সংবাদদাতা ঃ ব্যাপক অনিয়ম আর ছাত্রলীগের বাধার মুখে কয়রায় ২১ টি জলমহলে খাস আদায়ে বিগত বছরের চেয়ে সরকারি রাজস্বের টাকা কমেছে ১১ লক্ষাধীক টাকা। অথচ উক্ত ২১ টি জলমহলে বিগত বছরে অথ্যাৎ বাংলা ১৪২৪ সনে আদায় হয়েছিল ১৬ লক্ষ ৯২ হাজার ৫ শত টাকা এবং এবার সেই একই জলমহলে ১৪২৫ সনে খাস আদায় হয়েছে ৫ লক্ষ ৭৯ হাজার ৮ শত টাকা। ফলে সরকারি রাজস্ব কমেছে ১১ লক্ষ ১২ হাজার ৭ শত টাকা। উল্লেখ্য প্রতি বছরের ন্যায় এবছর ও খাস আদায়যোগ্য জলমহলের জন্য উপজেলা পরিষদ থেকে মাইকিং সহ নোটিশ বোর্ডে ২১ টি জলমহলের তালিকা টানানো হয় এবং সেখানে মৌজার নাম, জলমহলের আয়তন, সায়রত কেস নং, খাস আদায়ের সন এবং বিগত বছরের স¤া¢ব্যমূল্য উল্লেখ করা হয়্। উপজেলা নির্বাহী অফিসার উক্ত জলমহল ব্যবস্থাপনা কমিটির আহবায়ক হয়ে প্রচার করেন এবং সে মোতাবেক বৃহস্পতিবার উপজেলা পরিষদে সর্বসাধারনের উপস্থিতিতে ওপেন ডাক শুরু হয়। কিন্তু ডাক শুরু হওয়ার সাথে সাথে ছাত্রলীগ নামধারী কতিপয় যুবক সাংবাদিক আকতারুল ইসলাম, খুলনা জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মাসুদ রানা এবং মঠবাড়ী গ্রামের আল আমিন সহ অনেক কে নির্বাহী কর্মকর্তার সামনে ধমক দিয়ে না ডাকার জন্য হুমকি ধামকি দেয়। এছাড়া সাধারণ মানুষ, জেলে, মৎস্য ব্যাবসায়ীকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি এবং অনেককে ভয়ে চলে যেতে দেখা গেছে। তবে উপজেলা পরিষদে জলমহল ডাকার সময় দু’দফায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে কয়রা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় কিন্তু তখন জলমহল ডাকার মত সাধারণ কোন মানুষ উপস্থিত ছিল না। এদিকে ঘটনাস্থলে উপস্থিত উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ সভাপতি এসএম বাহারুল ইসলাম জানান, সম্পূর্ণ পরিকল্পিত ভাবে ছাত্রলীগ নেতা কর্মীরা জলমহল ডাক থেকে সবাইকে বঞ্চিত করে নিজেরা ভাগাভাগি করে নিয়েছে। তিনি জলমহল পূনরায় সেল করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জোর দাবি জানিয়েছেন। সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন জানান, তিনি উক্ত জলমহল কিনতে গেলে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা তাকে সেখান থেকে বের করে দেয়। জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ রানা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে ছাত্রলীগ তাকে পাগল বলে বের করে দিয়েছে। এ সম্পার্কে উপজেলা আ’লীগের সভাপতি মোহসিন রেজা বলেন, পরিকল্পিত ভাবে ছাত্রলীগ সহ কতিপয় ব্যক্তি প্রশাসনের সাথে যোগাযোগ করে এসব জলমহল ভাগাভাগি করে নিয়েছে এবং সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাকি দিয়েছেন এবং এজন্য তিনি উপজেলা প্রশাসন কে দায়ী করে পূনরায় টেন্ডার ডাকার দাবী জানিয়েছেন। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সাথে কথা বললে তিনি পত্রিকায় না লেখার জন্য অনুরোধ করেছেন। উল্লেখ্য হড্ডা গ্রামের হোগলার খাল ১৪২৪ সনে ৩৬৯৬০০ টাকা রাজস্ব আদায় হয় এবং এবার মাত্র ৭১০০০ টাকা। চরামুখা গ্রামের শিংজোড়া খাল ১৪২৪ সনে ১৭৬১৫৭ টাকা এবার মাত্র ১১০০০ টাকা। অর্জুনের খাল ১৪২৪ সনে ১৫২২৫০ টাকা এবার মাত্র ১৭০০০ টাকা। আমাদী খাল ১৪২৪ সনে ১২৫০৭৫ টাকা এবার মাত্র ৩১০০০ টাকা। অনুরুপ প্রতিটি খালে সরকারি রাজস্ব কমায় বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় উঠেছে।

  • আগামী ১জুন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেবে ২৩ হাজার ৮৭ জন : পদের সংখ্য ৪৭

    নিজস্ব সংবাদদাতা: সাতক্ষীরায় আগামি ১ জুন শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। সকাল ১০টা হতে সকাল ১১টা ২০ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের লিখিত পরীক্ষায় জেলায় ৪৭টি পদের বিপরীতে অংশ নিচ্ছে ২৩ হাজার ৮৭ জন। অর্থাৎ প্রতি ৪৯১ জনে একজন নিয়োগ পাওয়ার কথা। কিন্তু বাস্তবে শুধু সাতক্ষীরা সদর ও আশাশুনিতে ১৫জন করে ৩০জন শিক্ষকের পদশূণ্য রয়েছে। এছাড়া বাকি ১৭টি পদে প্যানেলভুক্ত ও পুলভুক্ত শিক্ষক যোগদান করবে। সেই হিসেবে প্রতি ৭৬৯ জনে একজন করে নিয়োগ পাবে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।
    নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। পরীক্ষা কেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটার নিষিদ্ধের পাশাপাশি দেহ তল্লাসী করে প্রবেশ করানো হবে। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রাখা হবে। প্রশ্নপত্র ফাঁস রোধে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারই প্রথম কক্ষ অনুযায়ী সিলমোহরকৃত প্রশ্ন সরবারাহ করা হবে। প্রতি কেন্দ্রে কয়েক দফায় মিটিং করা হয়েছে। কেন্দ্র সচিবরা জানান, পরীক্ষা সুষ্ঠু করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।
    জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানান,এবারজেলায় ২৯টি কেন্দ্রের অধীনে ২৩ হাজার ৮৭ জন পরীক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে।
    এরমধ্যে কেন্দ্র সাতক্ষীরা সরকারি কলেজ (কলা ভবন) রোল নং ০১ হতে ১৫০০ রোল পর্যন্ত। সাতক্ষীরা সরকারি কলেজ (বিজ্ঞান ভবন) রোল নং ১৫০১ হতে ৩০০০ রোল পর্যন্ত ১৫০০ জন। সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ ৩০০১ হতে ৪০০০ পর্যন্ত ১০০০ জন। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা ৪০০১ হতে ৫০০০ রোল পর্যন্ত ১০০০ জন। আব্দুল করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫০০১ হতে ৩০০০ রোল পর্যন্ত ১৫০০ জন ৫৫০০ পর্যন্ত ৫০০ জন। সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ৫৫০১ হতে ৭০০০ পর্যন্ত ১৫০০ জন। সাতক্ষীরা নবারুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৭০০১ হতে ৭৭০০ পর্যন্ত ৭০০ জন। সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজ ৭৭০১ হতে ৮৪০০ পর্যন্ত ৭০০ জন। সাতক্ষীরা ডে নাইট কলেজ ৮৪০১ হতে ৯৪০০ পর্যন্ত ১০০০ জন। পিটিআই, সাতক্ষীরা ৯৪০১ হতে ৯৯০০ পর্যন্ত ৫০০ জন। কারিমা মাধ্যমিক বিদ্যালয় ৯৯০১ হতে ১০৮০০ পর্যন্ত ৯০০ জন। সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় ১০৮০১ হতে ১১৯০০ পর্যন্ত ১১০০ জন। সাতক্ষীরা টাউন গার্লস মাধ্যমিক বিদ্যালয় ১১৯০১ হতে ১২৫০০ পর্যন্ত ৬০০ জন। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ১২৫০১ হতে ১৩৫০০ পর্যন্ত ১০০০ জন। সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ১৩৫০১ হতে ১৩৯০০ পর্যন্ত ৪০০ জন। তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ১৩৯০১ হতে ১৪৭০০ পর্যন্ত ৮০০ জন। দ্যা পোলস্টার পৌর মাধ্যমিক বিদ্যালয় ১৪৭০১ হতে ১৫২০০ পর্যন্ত ৫০০ জন। পিএন বিয়াম ল্যাবরেটরী স্কুল ১৫২০১ হতে ১৫৬০০ পর্যন্ত ৪০০ জন। রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় ১৫৬০১ হতে ১৬৩০০ পর্যন্ত ৭০০ জন। সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় ১৬৩০১ হতে ১৬৯০০ পর্যন্ত ৬০০ জন। সাতক্ষীরা সিটি কলেজ ১৬৯০১ হতে ১৮২০০ পর্যন্ত ১৩০০ জন। সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ১৮২০১ হতে ১৮৭০০ পর্যন্ত ৫০০ জন। পলাশপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ১৮৭০১ হতে ১৯৪০০ পর্যন্ত ৭০০ জন। সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসা ১৯৪০১ হতে ১৯৮০০ পর্যন্ত ৪০০ জন। ছফুরননেছা মহিলা কলেজ ১৯৮০১ হতে ২০২০০ পর্যন্ত ৪০০ জন। বাঁকাল মাধ্যমিক বিদ্যালয় ২০২০১ হতে ২০৬০০ পর্যন্ত ৪০০ জন। আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ২০৬০১ হতে ২১৪০০ পর্যন্ত ৮০০ জন। মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় ২১৪০১ হতে হতে ২২১০০ পর্যন্ত ৭০০ জন এবং সীমান্ত আদর্শ কলেজ, সাতক্ষীরা ২২১০১ হতে ২৩০৮৭ পর্যন্ত ৯৮৭ জন।
    সূত্র জানায়, কোটা মেনে এবারও সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেয়া হবে। এরমধ্যে নারী কোটা ৬০ শতাংশ, পোষ্য কোটা ২০ শতাংশ এবং পুরুষ কোটা ২০ শতাংশ। এসব কোটার মধ্যেও মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটা রয়েছে। ২০১৪ সালে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতার কারণে তা অনিুষ্ঠিত হচ্ছে প্রায় ৫ বছর পর।

  • জেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক-৪৭

    জেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক-৪৭

    নিজস্ব প্রতিনিধি: জেলাব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ মাদক ব্যবসায়ীসহ ৪৭ জনকে আটক করেছে পুলিশ।

    গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ১১১ বোতল ফেন্সিডিল, ৭০ পিচ ইয়াবা ও ৫’শ গ্রাম গাজা।

    আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা ৭ জন, কালিগঞ্জ থানা ৮ জন, শ্যামনগর থানা ১২ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
    জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

  • গ্রামসরকার বিষয়ে পরামর্শ সভা

    গ্রামসরকার বিষয়ে পরামর্শ সভা
  • জেলায় মাদক বিরোধী অভিযানে ১২ মাদক ব্যবসায়ীসহ আটক-৪৪

    জেলায় মাদক বিরোধী অভিযানে ১২ মাদক ব্যবসায়ীসহ আটক-৪৪

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ১২ মাদক ব্যবসায়ীসহ ৪৪ জনকে আটক করা হয়েছে।

    গত রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে ।

    আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ৫ জন, শ্যামনগর থানা ১৩ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়।

    সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

  • ‘ল’ কলেজের ইফতার মহফিল ও পরিচালনা পর্ষদের সভা

    সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ল কলেজের ইফতার মহফিল ও পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ল কলেজ মিলনায়তনে ইফতার মহফিল ও পরিচালনা পর্ষদের সভা সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসক ইফতেখার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, কলেজের অধ্যক্ষ এ্যাড. এস এম হায়দার, পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সবুর, সদস্য আব্দুল হামিদ, ডা. বিপীন বিহারী, কলেজের প্রভাষক এ্যাড. অরুণ কুমার ব্যানার্জি, এ্যাড. শেখ সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও কলেজের প্রভাষক এ্যাড. রেজওয়ান উল্লাহ সবুজ, এ্যাড. শহীদ হাসান, এ্যাড. হোসনে আয়া, এ্যাড. মুনির উদ্দীন, এ্যাড. নাজমুন নাহার ঝুমুর, এ্যাড. লাকী ইয়াসমিন, এ্যাড. আজমীর হোসাইন রোকন, ‘ল’ স্টুডেন্টস ফোরামের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক কাজী শাহাব উদ্দীন সাজু, নব নির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রমুখ।

  • জেলা সম্মিলিত আইনজীবী আওয়ামী সমন্বয় পরিষদের সভা

    সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০১৮ উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা সম্মিলিত আইনজীবী আওয়ামী সমন্বয় পরিষদের পক্ষে নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক অ খ ম রেজান উল্লাহ সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। গতকাল দুপুর ২টায় জজ কোর্টের ৩য় তলায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এড. এস এম হায়দার, এড. ওসমান গণি, এড. আজহারুল ইসলাম, এড. শাহ আলম, এড. গাজী লুৎফার রহমান, এড. ফাহিমুল হক কিসলু, এড. আঃ লতিফ, এড. আঃ ছামাদ, এড. জিএম ওকালত হোসেন, এড. তামিম আহম্মেদ সোহাগ, এড. তৌহিদুর রহমান শাহিন, এড. হাবিব ফেরদৌস শিমুল, এড. আতাউর রহমান, এড. অজয় সরকার প্রমুখ।

  • পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি: মাদক, সন্ত্রাস, জঙ্গি, নাশকতা মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতারসহ সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে সাতক্ষীরা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ে সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মাদক, সন্ত্রাস, জঙ্গি, নাশকতা মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতারসহ সার্বিক আইন শৃঙ্খলার সাফল্যে জেলার কলারোয়া থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়। একই সাথে আইন শৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় তিন পুলিশ কর্মকর্তাকে জেলার শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তা নির্বাচিত হয়। শ্রেষ্ঠ চৌকস পুলিশ কর্মকর্তা নির্বাচিতরা হলেন, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ, জেলা গোয়েন্দা শাখার এসআই মুনজুরুল হাসান ও কলারোয়া থানার এএসআইআহসান হাবিব। পুরস্কৃত অন্যান্য পুলিশ কর্মকর্তারা হলেন, সাতক্ষীরা সদর থানার এস আই বিপ্লব কুমার কান্তি ও মনির হোসেন, কলারোয়া থানার এসআই সোলায়মান আক্কাস, শরিফুল ইসলাম, ইসমাইল হোসেন ও এএসআই আহসান হাবিব, পাটকেলঘাটা থানার এএসআই হারুনর রশিদ, তালা থানার এসআই রফিকুল ইসলাম ও মিজানুর রহমান, আশাশুনি থানার এএসআই উস্তার আলী ও জহুরুল ইসলাম, কালিগঞ্জ থানার এস আই সোহরাব হোসেন, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শরিফুল ইসলাম, এসআই শংকর কুমার ঘোষ, ইমদাদুল হক, এএসআই আমিরুল ইসলাম, মামুনুর রশিদ, ফজলুল হক ও তরিকুল(২)। সভা শেষে নির্বাচিতদের হাতে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক উপহার তুলে দেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার( সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার( কালিগঞ্জ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার( ইন সার্ভিস ট্রেনিং) রাসেলুর রহমান। সভায় সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, গত এপ্রিল মাসে জেলার পুলিশ কর্মকর্তারা অভিযান চালিয়ে মাদক, জঙ্গি, নাশকতাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভ’ক্ত আসামীকে গ্রেফতার করে। মাদক, সন্ত্রাস, জঙ্গি, নাশকতা মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতারসহ সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে কাজ করায় জেলা পুলিশের পক্ষথেকে মোট ২২ জন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃৃত করা হয়।