পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় জয়যাত্রা টেলিভিশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় র্যালী শেষে হোটেল আল-মদিনা চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। রাবিদ মাহমুদ চঞ্চলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ওসি (তদন্ত) আশরাফুল আলম,অধ্যাপক মনজুরুল আলম শেখর, প্রাক্তন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, খুলনা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, যুবলীগের জি,এম, ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, কাউন্সিলর এস,এম, তৈয়েবুর রহমান, কবিতা রাণী দাশ, কাজী শাখাওয়াত হোসেন পাপ্পু, যুবলীগনেতা এম.এম. আজিজুল হাকিম, জি. মোর্শেদ ইয়াছিন, সিরাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সম্পাদক রায়হান পারভেজ রনি সহ আরো অনেকে।
Category: পাইকখাছা
-

পাইকগাছায় জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
-

পাইকগাছায় ফিশারিজ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এ অবহিতকরণ সভার আয়োজন করে। সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, মৎস্য অধিদপ্তর খুলনার বিভাগীয় উপ-পরিচালক নারায়ন চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, প্রকল্পের খুলনা বিভাগীয় উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, এসডিএফ প্রকল্প সমন্বয়কারী আব্দুল বারি আনসারী। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক কর্মকর্তা রওনক ফেরদৌস। পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ, প্রকল্পের ক্লাস্টার অফিসার নাসিম আহম্মেদ, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, মৎস্য ব্যবসায়ী সংগঠনের সভাপতি আব্দুল জব্বার, শেখ রফিকুল ইসলাম, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও আল-আমিন। সভায় বক্তারা বলেন, প্রকল্পটির মূল উদ্দেশ্য মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন মানের উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচন, পরিবেশ সুরক্ষিত রেখে উপকূলীয় এবং সামগ্রীক মৎস্যজীবীদের অবদান বৃদ্ধি করা। অতিদরিদ্র ও দরিদ্র মৎস্যজীবী কমিউনিটি সদস্যদের অংশগ্রহণের ভিত্তিতে বিকল্প আয়ের মাধ্যমে জীবনমান এর টেকসই উন্নয়ন নিশ্চিত করা। প্রকল্পের আওতায় উপকূলীয় অঞ্চলের ১৩টি জেলার ৪৫টি উপজেলার পিছিয়ে পড়া ৪৫০টি গ্রাম অন্তর্ভূক্ত করা হয়েছে। ৬০ হাজার মৎস্যজীবী পরিবারকে এই প্রকল্পের আওতায় সুবিধা প্রদান করা হবে। -

পাইকগাছায় পরিত্যক্ত অবস্থায় ৩টি অস্ত্র উদ্ধার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় দেশীয় তৈরী ২টি পাইপগান ও ১টি রিভালবার পরিত্যক্ত অবস্থায় থানা পুলিশ উদ্ধার করেছে। শনিবার দুপুরের দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের গেওয়াবুনিয়া স্লুইজ গেটের পাশে এলাকাবাসী মাটি কাটার সময় মাটির নীচে তিনটি আগ্নেয়অস্ত্র দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এবং থানা পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে। ওসি মোঃ এজাজ শফী জানিয়েছেন, দেশীয় তৈরী ২টি পাইপগান ও ১টি রিভালবার পরিত্যক্ত অবস্থায় মাটির নীচ থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
-

পাইকগাছার দেলুটির ডিহিবুড়া খাল অবমুক্ত করার দাবী এলাকাবাসীর
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার দেলুটি ইউনিয়নের ২২নং পোল্ডারের কৃষি অধ্যুষিত এলাকার ডিহিবুড়া খাল কৃষি ফসল ও পানি সম্পদের সর্বোচ্চ ব্যবহারের লক্ষে এলাকাবাসী স্থায়ীভাবে অবমুক্ত করার দাবী জানিয়েছেন। খালটি জনসাধারণের ব্যবহারের জন্যে সরকারের বিভিন্ন মহলে আবেদন করলেও একটি মহল ইজারার আওতায় আনার চেষ্টা করছে।
উল্লেখ্য, উপজেলার দেলুটি ইউনিয়নে ডিহিবুড়া খাল অবস্থিত এবং ইউনিয়নের ২২নং পোল্ডারের ভিতর দিয়ে প্রবাহিত এই ডিহিবুড়া খাল। হরিণখোলা, দারুনমল্লিক, কালিনগর গ্রামের কৃষকরা কয়েক বছর ধরে এ খালটির পানি দিয়ে কৃষি চাষ করে আসছে। খালের সংরক্ষিত মিষ্টি পানি ব্যবহার করে এলাকার শত শত কৃষকরা তরমুজ, ধান, বাঙ্গি, তিল সহ অর্থকরী ফসল উৎপাদন করে থাকে। জনস্বার্থের কথা বিবেচনা করে গত ৩ বছর খালটির ইজারা বন্ধ রাখা হয়। সম্প্রতি নীতিমালা উপেক্ষা করে একটি মহল এ বছর খালটি ইজারা প্রদানের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি ইজারা দেওয়া হলে লবণ পানির প্রভাবে এলাকার কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হবে এমন আশংকায় এলাকাবাসী টেকসই বেড়িবাঁধ নির্মাণ, মিষ্টি পানি সর্বোচ্চ ব্যবহার ও কৃষি উন্নয়নের জন্য খালটি স্থায়ীভাবে অবমুক্ত রাখার দাবীতে রোববার সকালে উগজেলা নিবাহী অফিসার বরাবর এলাকাবাসীর পক্ষে সুবোধ রায়, মনোয়ারা, ইব্রাহিম গাজী, কালী দাশ মন্ডল, কৌশিক মন্ডল সাক্ষরিত আবেদন করেছেন। -

পাইকগাছায় ২টি পাইপগান ও ১টি রিভালবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় দেশীয় তৈরী ২টি পাইপগান ও ১টি রিভালবার পরিত্যক্ত অবস্থায় থানা পুলিশ উদ্ধার করেছে। শনিবার দুপুরের দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের গেওয়াবুনিয়া ¯øুইজ গেটের পাশে এলাকাবাসী মাটি কাটার সময় মাটির নীচে তিনটি আগ্নেয়অস্ত্র দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এবং থানা পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে। ওসি মোঃ এজাজ শফী জানিয়েছেন, দেশীয় তৈরী ২টি পাইপগান ও ১টি রিভালবার পরিত্যক্ত অবস্থায় মাটির নীচ থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। -

শেখ হাসিনা ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে দেশ পরিচালনা করে আসছেন:জেলা আ’লীগের সম্পাদক এড. সুজিত অধিকারী
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. সুজিত অধিকারী বলেছেন, আবহমানকাল ধরে এদেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের সকল ধর্মীয় অনুষ্ঠানাদি উৎসব মুখর পরিবেশে পালন করে আসছেন। শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নয়, সকল ধর্মের লোক তাদের ধর্ম ঠিকভাবে পালন করছেন। বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে দেশ পরিচালনা করছেন। যা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্ঠান্ত হয়ে আছে। দেশের সকল ধর্মের মানুষ যাতে উৎসবের সহিত নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠানাদি উদযাপন করতে পারে এ জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শনকালে জেলার পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পুজা মন্দির সরল কালীবাড়ি মন্দিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আ’লীগের সাধারন সম্পাদক এড. সুজিত অধিকারী এ সব কথা বলেন। শুক্রবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির কমিটির সভাপতি দেবব্রত রায় দেবু’র সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের উপজেলা সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এর পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক এড. ফরিদ আহমেদ, কেন্দ্রীয় আ’লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অসিত বরন বিশ্বাস, উপজেলা আ’লীগের সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, গদাইপুর ইউনিয়ন আ’লীগের আহবায়ক নির্মল চন্দ্র অধিকারী, উপজেলা আ’লীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, কৃষ্ণপদ মন্ডল, মৃনাল বিশ্বাস, খায়রুল আলম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, পৌর কাউন্সিলর কবিতা দাশ, যুবলীগ নেতা জগদীশ চন্দ্র রায়, কেন্দ্রীয় পূজা মন্দিরের সম্পাদক অখিল মন্ডল, প্রভাষক মোস্তাফিজুর রহমান, রমেশ মন্ডল, মিজানুর রহমান মিজান, দীপঙ্কর শীল, পার্থ প্রতীম চক্রবর্তী, মফিজুল ইসলাম, দীপক মন্ডল, আনোয়ার ইসলাম, প্রভাষক মৃন্নয় মন্ডল, প্রভাষক মনোরঞ্জন বিশ্বাস। পরে জেলা আ’লীগের সাধারন সম্পাদক এড. সুজিত অধিকারী পৌরসভা কেন্দ্রীয় মন্দির বাতিখালী মন্দিরসহ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরে আগত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা মতবিনিময় করেন।
-
পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা
বি.সরকার, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি। পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর মৃত্যুর পর এ শুন্য আসনে উপ-নির্বাচনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের আদেশ ক্রমে তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২০ অক্টোবর মঙ্গলবার ভোট গ্রহণের দিন নির্ধারণ করে বাংলাদেশ নির্বাচন কমিশনের আদেশ ক্রমে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবলায়ের নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মোঃ আতিয়ার রহমান। তফসিল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী আগামী ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচন নির্ধারণ করতে ইতো পূর্বে নির্বাচন কমিশন সচিবলায় হতে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০১৯ উপলক্ষে জারিকৃত সকল আদেশ, নির্দেশনা, পরিপত্র এবং আইন ও বিধি অনুসরণ করে উক্ত শূন্য পদের নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছেন।
এদিকে নির্বাচন কমিশন সচিবের বিজ্ঞপ্তির মাধ্যমে রিটার্ণিং অফিসার নিয়োগের প্রেক্ষিতে খুলনা সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্ণিং অফিসার এম. মাজহারুল ইসলাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে ২৩ সেপ্টেম্বর বুধবার মনানয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২৬ সেপ্টেম্বর শনিবার রিটার্ণিং অফিসার কর্তৃক মনোয়নপত্র বাছাই, ৩ অক্টাবর শনিবার প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ এবং ২০ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন।
উল্লেখ্য, গত ১৭ জুলাই ২০২০ তারিখে উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী’র করোনায় মৃত্যু হলে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য হয়। গাজী মোহাম্মদ আলী গত ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান হিসাবে বিজয়ী হন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল আহম্মেদ জানান, ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত অত্র উপজেলার বর্তমান মোট ভোটার ২ লাখ ১৯ হাজার ৪৩৯ জন। যার মধ্যে পুরুষ ১ লাখ ১০ হাজার ৩৭৯ ও মহিলা ১ লাখ ৯ হাজার ৬০ জন। তবে ভোটারের এ সংখ্যা চূড়ান্ত নয়। পরবর্তীতে কমবেশি হতে পারে। তফসিলের প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর নির্বাচন সংক্রান্ত পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে বলে নির্বাচনী এ কর্মকর্তা জানান। ঘোষিত তফসিল অনুযায়ী যথাসময়ে নির্বাচন করার ব্যাপারে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে উপজেলা প্রশাসন। -

পাইকগাছায় এমপি বাবু’র সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা)প্রতিনিধি: খুলনা ৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকায় তার দ্রুত সুস্থ্যতা কামনা করে খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর পরিচালনায় দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জি এম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, দীপক কুমার মন্ডল, প্রভাষক ময়নুল ইসলাম, তৃপ্তি সেন, সুকৃতি মোহন সরকার, শেখ বেনজীর আহমেদ, আরশাদ আলী বিশ্বাস, শেখ ইকবাল হোসেন খোকন, শংকর দেবনাথ, ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, আলহাজ্ব মুনছুর আলী গাজী, ¯েœহেন্দু বিকাশ, মঙ্গল মন্ডল, নির্মল মন্ডল, মিজানুর রহমান, এস এম শামছুর রহমান, কাজল কান্তি বিশ্বাস, পবিত্র মন্ডল, শেখ শহীদ হোসেন বাবুল, ভুধর বিশ্বাস, তৃপ্তি রঞ্জন সেন, হাফিজুর রহমান রিন্টু, গৌরাঙ্গ মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম, দ্বীজেন্দ্র নাথ মন্ডল, শাহাবুদ্দীন শাহীন, বিমল পাল, জগদীশ রায়, শাহাজান কবির, শেখ সোহরাওয়ার্দ্দী, অনুপ ঘোষ, প্রভাষক বজলুর রহমান, বাপীন মজুমদার, বিদ্যুৎ বিশ্বাস, জাহাঙ্গীর বিশ্বাস, মিজানুর রহমান গাজী, রাজীব গোলদার, দিপংকর মন্ডল, পার্থ প্রতীম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি, সাব্বির হোসেন, পল্লব, হাফিজ, আঃ মজিদ বয়াতী, আঃ কুদ্দুস, সালাউদ্দীন কাদের সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনার করেন হাফেজ হেকমত উল্ল্যাহ।
অনুরূপ দুপুরে পাইকগাছা সরল কেন্দ্্রীয় কালীমন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এমপি বাবুর রোগমুক্তি কামনায় প্রার্থনা করা হয়। প্রার্থনায় অংশগ্রহন করেন উপজেলা সভাপতি সমীরন সাধু সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, বি.সরকার, তৃপ্তি সেন, সুকৃতি মোহন সরকার, কাজল কান্তি বিশ্বাস, পবিত্র মন্ডল, জগদীশ রায়, অনুপ ঘোষ, দিপংকর মন্ডল, পার্থ প্রতীম চক্রবর্তী প্রমুখ। এছাড়াও সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র সুস্থ্যতা কামনা করে পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সাড়ে ১২ টার দিকে দেলুটি ইউপি ভবনে এই দোয়া অনুষ্ঠানটি আয়োজন করা হয়। দেলুটি পুলিশ ক্যাম্পের নায়েক জনাব মোঃ জাকির হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ইউপি সদস্য রনধীর মন্ডল, রবীন্দ্রনাথ মন্ডল, কিংশুক রায়, সুপদ রায়, সুকুমার কবিরাজ, আশিষ হালদার, বিশ্বজিত রায়, চম্পক বিশ্বাস, প্রীতিলতা ঢালী, ডালিম রায়, ইউ পি সচিব নিরাপদ মল্লিক, ক্যাম্প ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শেখ মোহম্মদ আলী, যুবলীগের রাম চন্দ্র টিকাদার, বিশ্বজিত মন্ডল, নিতীশ রায়, স্মৃতীশ রায়, প্রসেনজিত মন্ডল মিঠু, পুলিশ সদস্য সাব্বির রহমান, নাজমুল, শামসুর, স্বাধীন, অমিত অধিকারী, সুকময় সরদার, সীমান্তী বালা, বুলবুল আহম্মেদ, গোবিন্দ মন্ডল সহ এলাকার সুধীজন।
সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু ও পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন থাকায় তাদের আশু সুস্থতা কামনা করে পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বুধবার বিকালে সমিতির কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির সম্পাদক শফিয়ার রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, সভাপতি অমরেশ মন্ডল, সহ-সভাপতি বি.এম কোরবান আলী, কোষাধ্যক্ষ পলাশ রায়, আব্দুল্লাহ আল মামুন, সাদেকুর রহমান, আলহাজ্ব মুশরাফুল আলম, কার্তিক দেবনাথ, জয়নাল আবেদীন মিঠু, প্রহলাদ বিশ্বাস, এনামুল হক, হাফেজ শহিদুল ইসলাম, ফজলুর রহমান, আবু কালাম, রানা হামিদ, এরশাদ আলী, রায়হান ফরিদ জিতু, ইয়াসিন আরাফাত প্রমুখ। -

পাইকগাছার দেলুটিতে আবারও ভাঙ্গন : ব্যাপক ক্ষতি
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি। পাইকগাছার চকরি বকরি জলমহলের দক্ষিণ পাশ ভেঙ্গে আবারও তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। ঘুর্ণিঝড় আম্পানের পর এ এলাকাটি তিনবার ভাঙ্গনের কবলে পড়েছে। শুক্রবার জোয়ারে ফুসে উঠা পানির চাপে বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়। যাতে দেলুটি ইউপির পারমধুখালী, চকরিবকরি ও গেওয়াবুনিয়া গ্রাম প্লাবিত হয়ে কাঁচা ঘর বাড়ী, ফসলের ক্ষেত, পুকুর ও চিংড়ি ঘেরে ভেসে যেয়ে কোটি টাকার ক্ষতি হয়েছে। শতাধিক পরিবার জলবদ্ধ হয়ে পড়েছে।
গত আম্পানের পর এনিয়ে তিনবার ভাঙ্গনের কবলে পড়লো এলাকাটি। অমাবশ্যার জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পাইকগাছার বিভিন্ন নিম্নাঞ্চলে ভাঙ্গনের পাশাপাশি ওয়াপদা ছাপিয়ে এলাকা প্লাবিত হচ্ছে। গত বুধবার থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। শুক্রবার ও শনিবার সকালে গড়ইখালীর গুচ্ছগ্রাম, বুধ ও বৃহস্পতিবার সোলাদানার বেতবুনিয়া গুচ্ছগ্রামসহ তিনটি এলাকা, গদাইপুর ইউনিয়নের কচুবুনিয়া এলাকা ও লতা ইউনিয়নের একটি এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে।
স্থানীয়ভাবে বাঁধ মেরামত করলেও টেকসই বাঁধের দাবী জানিয়েছেন সোলাদনা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, দেলুটি চেয়ারম্যানরা রিপন কুমার মন্ডল ও গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সরেজমিনে যেয়ে সার্বিক খোঁজ খবর নিয়েছেন। তিনি বলেন, বেড়িবাঁধ সংস্কার ও মানুষের জানমাল রক্ষার্থে প্রশাসনের সব ধরণের প্রচেষ্টা আছে। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেয়া হবে। -

পাইকগাছায় করোনা আক্রান্ত ব্যাংক কর্মকর্তার বাড়ী সহ ২০ বাড়ী ফলমুল, খাবার পৌছে দিয়েছেন চেয়ারম্যান এনামুল হক
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে করোনা আক্রান্ত ব্যাংক কর্মকর্তা পলাশ রায়ের বাড়ী সহ ২০ বাড়ী ফলমুল ও খাবার পৌছে দিয়েছেন চেয়ারম্যান এনামুল হক।
পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে করোনা আক্রান্ত লকডাউনে থাকা ব্যাংক কর্মকর্তা পলাশ রায়ের বাড়ী সহ ২০ বাড়ীর খোঁজ-খবর নেওয়াসহ ফলমুল ও খাবার নিয়ে হাজির হন চেয়ারম্যান এনামুল হক। গত কয়েকদিন পূর্বে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ব্যাংকার পলাশ রায়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তার রিপোর্ট পজেটিভ ধরা পড়ায় গত সোমবার চেয়ারম্যান এনামুল হকের নেতৃত্বে তার বাড়ীসহ ২০ বাড়ী লকডাউন ঘোষণা করা হয়। মঙ্গলবার চেয়ারম্যান এনামুল হক পলাশ রায়কে দেখতে যান। একই সাথে তার আশপাশের ২০ বাড়ীতে লকডাউনের আওতায় বন্ধি মানুষের মাঝে ফলমুল, ঔষধ, চাল, ডাল, তরি-তরকারি পৌছে দিয়েছেন। এ সময় তার সাথে ছিলেন, ইউপি সচিব শেখ মিরাজুল ইসলাম, ইউপি সদস্য কল্যাণী মন্ডল, ঠাকুর দাস সরদার, সিদ্দিক শিকারী, গ্রামপুলিশ গোবিন্দ মন্ডল, আবুল হোসেন, ইউসুফ, প্রবীর, নজরুল, মোস্তফা, কমল ও বিশ্বজিত। -
পাইকগাছা প্রেসক্লাব উন্নয়ন কাজের জন্য অচিরেই ১ লক্ষ টাকা অনুদান দেয়া হবে, : শেখ কামরুল হাসান টিপু
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ ও রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম এর পক্ষে খুলনা জেলা পরিষদ সদস্য ও পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু এবং কয়রার জেলা পরিষদ সদস্য মোঃ জহুরুল হক বাচ্চু পাইকগাছায় সাংবাদিকদের মাঝে পিপিই ও মাস্ক বিতরন করেন। করোনা ভাইরাসে মৃত্যু ঝুঁকি জেনেও জনগনের পাশে যারা থেকেছেন সর্বসময়। তাদের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য উপকরণ দিয়ে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন ইঞ্জিনিয়ার মাহবুবুর আলম। মঙ্গলবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনাতনে প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে কর্মরত সাংবাদিকদের মধ্যে পিপিই ও মাস্ক বিতরণ করেন। স্বাস্থ্য উপকরণ প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সদস্য সচিব প্রভাষক মোঃ মায়নুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তিরঞ্জন সেন, সাংবাদিক বৃন্দ ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃ মাসুদ পারভেজ রাজু , জেলা ছাত্রলীগ নেতা মোঃ সাব্বির হোসেন, ফাইমিন সরদার, হাফিজুল ইসলাম, কলেজ ছাত্রলীগ নেতা পল্লব বিশ্বাস, মোঃ আবিদ, জোবায়ের মোহাম্মদ নাহিন, আরিফ আহমেদ জয়, সোহানুর রহমান, সাগর, রিংকন, পল্লব মন্ডল, হিমন, আরাফাত, আবির হাসান প্রমূখ । এসময় সম্মানিত অতিথি জেলা পরিষদের সদস্য ও পাইকগাছা পৌর সভার সাবেক (ভারপ্রাপ্ত). মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু প্রেসক্লাব উন্নয়নের জন্য ১লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন এবং সকলকে প্রধানমন্ত্রী’র নির্দেশনা ও স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শে স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বলেন। পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য উপকরণ দেওয়ায় ইঞ্জিনিয়ার মাহাবুবুর আলম সহ জেলা পরিষদ সদস্যদের কে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন সভাপতি এফএমএ রাজ্জাক। -
গদাইপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত,ভিজিডি চাউল বিতরণ
নিজস্ব প্রতিনিধি (পাইকগাছা,) খুলনা:পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান করোনায় ঘরবন্ধি মানুষের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ভিজিডি চাউল ২২১জন অসহায় পরিবারের মাঝে বিতরন করেছেন। বুধবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারী নির্দেশনা মেনে এ চাউল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ইউপি সচিব আরিফ বিল্লাহ,সিসিটি নাজমুল হোসেন সহ ইউপি সদস্য বৃন্দ।পাইকগাছার দেলুটিতে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের বীজ ধান বিতরণ
নিজস্ব প্রতিনিধি (পাইকগাছা,) খুলনা: পাইকগাছার দেলুটিতে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের বীজ ধান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপরে দেলুটি ইউনিয়ান পরিষদ মিলনায়তনে উক্ত বীজধান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল।
২০২০-২০২১ মৌসুমে জাত সম্প্রসারনের লক্ষ্যে বীজ সহায়তার প্রদর্শন স্থাপনে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (বিআরআরআই) হতে প্রাপ্ত এবং পাইকগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপ-সহকারী কৃষি অফিসার মোঃ শাহীনুল ইসলাম ও উত্তম কুমার কুন্ডু’র তত্ত্বাবধানে ৪৮ জন কৃষকের মধ্যে ৫ কেজি হারে ব্রিধান ৬৭, ব্রিধান ৭৬, ব্রিধান ৭৭ এর এক প্রকার বীজ ৪৮ জন কৃষকের মাঝে উক্ত বীজ বিতরণ করা হয়েছে। এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ডালিম রায় সহ ৪৮ জন কৃষক -

পাইকগাছায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপন ও জেলখানা চালু সহ ৫ দফা দাবীতে মানববন্ধন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি। পাইকগাছায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপন, জেলখানা চালু ও বিচারিক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ ৫ দফা দাবীতে আইনজীবী সমিতি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধন কর্মসুচি পালন করেছেন। বৃহস্পতিবার দুপুরে আদালত চত্বর সংলগ্ন সড়কে আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আঃ সাত্তারের সভাপতিত্বে ও এ্যাডঃ আবুল কালামের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ জিএ সবুর, পংকজ ধর, টিএম মহিউদ্দীন, আজিত কুমার মন্ডল, কিশোরী মোহন, চিত্তরঞ্জন সরকার, সম্পাদক শেখ তৈয়েব হোসেন নুর, পিযুষ কান্তি সরকার, প্রশান্ত কুমার ঘোষ, সমীর কুমার মন্ডল, এফএমএ আঃ রাজ্জাক, সুকল্যান সরকার, মোজাফফর আহম্মেদ, শফিকুল ইসলাম কচি, রেখা রানী বিশ্বাস, শেখ আঃ রশীদ, শিবুপ্রসাদ সরকার, রেহেনা পারভিন, ইউপি সদস্য আঃ রাজ্জাক, দীপংকর সাহা, এ্যাডঃ আবুল কালাম, অরুন জ্যোতি মন্ডল, বিজন বিহারী সরকার, বিনয় মন্ডল সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। -

পাইকগাছায় ১০ টাকা মূল্যের চাল বিতরন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি। পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় খাদ্য অধিদপ্তরের উদ্যোগে দরিদ্রদের মাঝে ১০ টাকা মূল্যের চাল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁদখালী ইউপির কাঁটাখালী বাজারে ২ ও ৩ নং ওয়ার্ডের তালিকাভুক্ত ৪৬৫ কার্ডধারী নারী -পুরুষের মাঝে এ চাল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য সুশুমা রানী মন্ডল, ইউপি সদস্য নজরুল ইসলাম হিরা, সালাউদ্দীন গাজী, ডিলার আঃ বারিক গাজী, আজমল হোসেন, হেকিম মোড়ল, মঙ্গল মল্লিক সহ অনেকে। অনুরূপভাবে সোলাদানা ইউপির সোলাদানা বাজার সাব অফিসে ২০১৯-২০২০ অর্থ বছরের ফেব্রুয়ারী মাসের ২৫৩ জন ভিজিডি কার্ডের চাল বিতরন করেন ৫নং সোলাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, এস,এম, এনামুল হক। উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আজিজুর রহমান লাভলু, আবুল কাশেম, ঠাকুর দাশ সরদার, আবু সাঈদ মোল্যা, আব্দুস সবুর, আবু বক্কার সিদ্দিক শিকারী, আনিছুর রহমান, কল্যানী মন্ডল, বিশিষ্ট ব্যাবসায়ী রকি বিশ্বাস, সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। -
পাইকগাছায় কলমিবুনিয়া গুচ্ছ গ্রামের আলেয়াকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ! পুলিশের ঘটনাস্থল পরিদর্শন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় আলেয়া বেগম (৪৫) নামে এক গুচ্ছ গ্রামের বাসিন্দাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্যে খুমেক হাসপাতালে পাঠিয়েছেন। আলেয়া উপজেলার রাড়ুুলী ইউপির ৮ নং ওয়ার্ডের মৃতঃ শাহাজান গাজীর স্ত্রী। স্থানীয়রা জানান, সোমবার ভোরে আলেয়াকে ডাক দিয়ে কোন সাড়া শব্দ না পেয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশের খবর দেয়া হয়। খবর গেয়ে দ্রুত অতিঃ পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ও ওসি এমদাদুল হক শেখ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, রবিবার গভীর রাতে দুর্বত্তরা ভাঙ্গাঘরে ঢুকে তাকে সম্ভবতঃ ধর্ষন করে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করতে পরে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে, ময়না তদন্তের রিপোট পেলে সবই পরিস্কার হওয়া যাবে। এ মুহুর্তে আগাম কোন মন্তব্য করা ঠিক হবেনা বলে তিনি জানান। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে এবং তারা বিবাহিত। বর্তমানে ছেলে আলমগীর যশোরের বাগ আচড়ায় ইটের ভাটায় কাজ করে। মায়ের হত্যা কান্ডের খবর পেয়ে সে চলে এসেছে। গুচ্ছ গ্রামের বাসিন্দা বৃদ্ধ দুলজান বিবি, জিয়ারুল গাজী জানান, কলমিবুনিয়া গুচ্ছ গ্রামের অধিকাংশ মানুষ এখন ইটের ভাটার কাজে গিয়েছে। একটি ব্যারাকে শুধু আলেয়া বসবাস করে। আলেয়া খুবই সাহসী ছিলেন। কে বা কারা এ ঘটনা ঘটালো তারা কিছুই বলতে পারেন না। সে বিভিন্ন চিংড়ী ঘেরে কাজ করে জীবিকা নির্বাহ করত। তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই মহিউদ্দীন আহম্মদ জানান, এ ঘটনায় কেহ আটক হয়নি। এ রিপোট লেখা পর্যন্ত নিহতের ছেলে মামলার প্রস্তুতি নিচ্ছিল। -

পাইকগাছায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানে প্রতিকৃতি স্থাপন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি। পাইকগাছায় জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানে প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এবং নেতৃত্বে ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম শেষে স্বাধীন হয় প্রিয় জন্মভূমি। এসময়টিতে তিনি পাকিস্থানের কারাগারে বন্দি ছিলেন। পাকিস্থানের কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি সদ্য স্বাধীন হওয়া যুদ্ধ বিধস্ত বাংলাদেশের পুনর্গঠনে মনোযোগী হন। তারই ধারাবাহিকতায় তৎকালীন এম এন এ শহীদ এম এ গফুরের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭২ সালের ২২শে ফেব্রুয়ারী খুলনা জেলার পাইকগাছার লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামে মাটি কেটে বাঁধ নির্মান কাজের শুভ উদ্বোধন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনকের জন্মশতবর্ষ তথা মুজিব বর্ষে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্জ মোঃ আক্তারুজ্জামান বাবু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক শেখ ও ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন) এর একান্তিক প্রচেষ্টায় ঐতিহাসিক এ স্থানটি সংরক্ষনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে এবং সেখানে জাতির জনকের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। -

পাইকগাছায় জাতীয় ভিটামিন এ'প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি। পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে ” অবহিতকরণ ও পরিকল্পনা সভা ” অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত স্বাস্হ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। নার্গিস বানু’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, পরিবার পরিকল্পনা অফিসার এসএম কবির হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মির্জা মিজানুর আলম,ওসি (তদন্ত) মোঃ রহমত আলী, ডাঃ সাইফুল্লাহ ইবনে মান্নান, ডাঃ মাধুরী মজুমদার, ডাঃ খুকুমনি খাতুন, ডাঃ বন্দনা রায়, ডাঃ মাহমুদা হক, ডাঃ মমোঃ তাজুল ইসলাম, ডাঃ ইফতেয়ার বরবিন রাজ্জাক ও ডাঃ মোঃ আমিনুর রহমান সহ উপসহকারী মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনার ফিল্ড অফিসার সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। উক্ত সভায় স্বাগত বক্তব্যে রাখেন, সহ স্বাস্থ্য পরিদর্শক মোঃ নূর আলী মোড়ল। -

পাইকগাছার খবর পাইকগাছার খবর
পাইকগাছায় ২২ কোটি টাকার শিবলিঙ্গ সাদৃশ্যের কষ্টিপাথর সহ আটক ২
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি॥ পাইকগাছায় খুলনা র্যাব-৬ প্রায় ২২ কোটি টাকার শিব লিঙ্গ সাদৃশ্যের কষ্টিপাথর সহ ২ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার রাত সাড়ে ৭টায় কষ্টিপাথরসহ ২জনকে থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মালথ গ্রাম থেকে র্যাবের এএস পি তোফাজ্জেল হোসেনের নেতৃত্বে স্থানীয় মৃত নওশের আলী মোড়লের ছেলে জামাল মোড়ল (৫০)-এর বসত ঘর থেকে প্রায় ২২ কেজি ওজনের এ কষ্টিপাথর উদ্ধার সহ তাকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি মতে একই এলাকার মৃত কাছের আলীর ছেলে মিজানুর রহমান (৪৭) কে আটক করা হয়। র্যাব-৬ এর এসআই দেবাশীষ নন্দী জানান, ক্রেতা সেজে শিব লিঙ্গ সাদৃশ্যের এ কষ্টিপাথর উদ্ধার সহ ২জনকে আটক করা হয়। এ ঘটনায় র্যাবের ডিএডি মোঃ সৈয়দুজ্জামান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন, যার নং- ২৩, তাং- ১৮/১২/২০১৯ইং।পাইকগাছায় ৩৩ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ইয়ারফোন তুলে দেওয়া হয়েছে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি॥ পাইকগাছায় ৩৩ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ইয়ারফোন তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামানের সভাপতিত্বে তার বাসভবন লক্ষ্মীখোলায় এ সব উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা দিলীপ কুমার রায়, সাবেক ব্যাংকার প্রজিৎ রায়, ইউপি সচিব ফারুক আহম্মেদ, ইউপি সদস্য অরবিন্দ মন্ডল, প্রকাশ মন্ডল, মাওঃ শহিদুল ইসলাম, পরিমল মন্ডল, গাউসুল হক, আকরামুল ইসলাম, দেবু সহ অনেকে। সুত্র জানান, জেলা সেন্ট জোসেফ স্কুলের ১৯ ৮৯ ব্যাসের ছাত্র জার্মান প্রবাসী কে, এম আসাদুজ্জামান রুহিন, আমিনুর রহমান, সংগ্রাম, আমেরিকা প্রবাসী লিখন ও বন্ধুরা সহ ইউপি চেয়ারম্যান- তুহিন ব্যক্তিগত ভাবে সাতক্ষীরার দেবহাটা ও খুলনা জেলার দাকোপ ও পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামের ১৩ শারিরিক ও ২০ শ্রবন প্রতিবন্ধীদের মাঝে এ সব উপকরণ বিতরন করেন। এদিকে ইউপি চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান তুহিনের বিরুদ্ধে তার বাসভবন লক্ষ্মীখোলায় তার আত্মীয়দের মাঝে এ সব উপকরণ বিতরণ করে স্বজনপ্রীতি করেছে বলে অভিযোগ উঠেছে।পাইকগাছায় র্যালি ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি॥ পাইকগাছায় র্যালি ও আলোচনা সভায় মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও অভিবাসী কর্ম উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) ও ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের সহযোগিতায় বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে “দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই-মেলে” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি ও এ্যাডঃ শফিকুল ইসলাম কচি। পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজের পরিচালনায় আন্তর্জাতিক অভিবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, ওকাপের ফিল্ড অফিসার আজিজুল হক, প্রত্যাশা প্রকল্পের ফিল্ড অর্গানাইজার দেবাশীষ তরফদার, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, শিক্ষক হাসানুজ্জামান, বিদেশ ফেরত প্রবাসী শেখ আহাদ ও সাহারা বেগম।পাইকগাছায় সাংবাদিক কৃষ্ণ রায়ের বীরশ্রেষ্ঠ পদক লাভ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি॥ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ ও যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি কৃষ্ণ রায় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি পদক লাভ করেছেন। শনিবার বিকালে ঢাকায় জাতীয় শিশু কল্যাণ মিলনায়তনে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আলোচনা সভা, স্মৃতিচারণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এ পদক দেয়া হয়েছে। স্মৃতি সংসদের (ভারপ্রাপ্ত) সভাপতি মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছন্দ বিজ্ঞানী ও সুফী গবেষক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সচিব ও লেখক কাপ্তান-নূর, স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা জোহরা বেগম, পথের খবর পত্রিকার সম্পাদক এস এম হাবিবুর রহমান, অধ্যক্ষ এম এ জামান আসাদ। মহাসচিব সাহেদ বিপ্লবের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সচিব ডঃ জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম একরামুল হক, কাজী নাসির উদ্দীন, রিপোটার্স ইউনিট সভাপতি মনিরুজ্জামান মৃধা, লেখক সিরাজুল ইসলাম, চ্যানেল আই প্রতিনিধি জহরুল আলম, ডাঃ পিযুষ কান্তি বিশ্বাস, এ্যাডঃ মাহবুবুল হাসান, কৃষ্ণ রায়, তারিকুল ইসলাম সবুজ, অসিম কুমার মন্ডল, অরবিন্দু মজুমদার, আক্তার হোসেন ও কুদরতি রহমান। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ডাক্তার, লেখক, সাহিত্যিক সহ বিভিন্ন পেশার মোট ১৪ জনকে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি পদক দেওয়া হয়।