স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটায় বেল্লাল হোসেন নামের এক বড় ভাইয়ের ঘরে হামলা ও ভাংচুর করেছে আপন ছোটভাই। শুক্রবার বেলা ১১ টার দিকে দেবহাটা উপজেলা পাঁচপোতা গ্রামে এঘটনা ঘটে। হামলার শিকার বড়ভাই পাঁচপোতা গ্রামের মৃত এজহার সরদারের ছেলে ও ২০১৩ সালে জামায়ত শিবিরের সশস্ত্র হামলায় আহত আওয়ামী লীগ কর্মী বেল্লাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তার সাথে আপন ছোটভাই আসলাম সরদারের (২৮) বিরোধ চলে আসছে। ইতোপূর্বে বিভিন্ন সময়ে ছোটভাই আসলাম সরদার তার বাড়ীতে হামলা, ভাংচুর সহ তাকে ও তার স্ত্রীকে মারপিট এবং জীবননাশের হুমকি দিয়ে আসছিলো। বুধবার তিনি বাড়ীতে না থাকার সুযোগে আসলাম আবারো দা, লাঠিশোঠা নিয়ে তাদের বাড়ীতে যায়। সেসময়ে তার স্ত্রী সুফিয়া খাতুন বাড়ীর উঠানে রান্নাঘরে পরিবারের জন্য রান্না করছিলেন। একপর্যায়ে আসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তার স্ত্রী সুফিয়া খাতুন এঘটনার প্রতিবাদ করলে রান্নারত অবস্থায় ওই রান্নাঘরের চাল এবং বৈদ্যুতিক পানির মোটরের পাইপসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে দেয় আসলাম। এঘটনায় ভুক্তভোগী বেল্লাল হোসেন বাদী হয়ে ছোটভাই আসলামের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
Category: দেবহাটা
-

দেবহাটায় উপ নির্বাচনকে সামনে রেখে আসাদুল হকের কর্মী সভা
স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলা পরিষদের উপ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আসাদুল হকের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে দেবহাটা উপজেলার টিকেটে এলাকাবাসীর আয়োজনে উক্ত কর্মীসভা ও মধ্যহ্নভোজ অনুষ্ঠিত হয়।
এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রমজান মোড়ল, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, তাঁতী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি পরান চন্দ্র, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, ২নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সুজয় নন্দ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদ গাজী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ভবো কাজী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান আলী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হৃদয় মন্ডল, সাধারণ সম্পাদক দিলীপ মন্ডল, সাবেক শিক্ষক পরিমল গাতিদার, সাবেক ইউপি সদস্য অজামিল হোসেন, ইউপি সদস্য রওনাক উল ইসলাম রিপন, ভরত চন্দ্র, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বকুল হোসেন, ছাত্রলীগ নেতা নিশানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেবহাটা উপজেলা পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গনির মৃত্যু জনিত কারনে শুন্য পদটিতে আসন্ন উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতোমধ্যেই নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও কর্মীসভা করছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আসাদুল হক। -
দেবহাটা ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটা ক্যাম্প পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, বিজিবিএম (বার), এনডিসি, পিএসসি।
বৃহষ্পতিবার দুপুর ১টার দিকে কড়া নিরাপত্তায় নীলডুমুর থেকে ইছামতি নদী পাড়ি দিয়ে তাকে বহনকারী বিজিবির জলযান সি ট্রাকটি দেবহাটায় পৌঁছায়।
এসময় নীলডুমুর ১৭ বিজিবি’র পক্ষ থেকে বিজিবি মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা জানান অধিনায়ক লেঃ কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী, আর্টিলারি।
বিজিবি মহাপরিচালকের সফরকালে বিজিবি’র যশোর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, এনডিসি, খুলনা সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আরশাদুজ্জামান খান, পিবজিবিএম, রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অধিনায়ক লেঃ কমান্ডার এম মিলটন কবির (জি), বিএনভিআর, ১৭ বিজিবির মেডিকেল অফিসার মেজর মুহাম্মদ আনোয়ার হোসেন, এএমসি এবং দেবহাটা কোম্পানী সদরের কর্মান্ডার নায়েব সুবেদার আমিনুল ইসলাম সহ বিজিবি’র উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -

দেবহাটায় ভুয়া এনজিও কর্মী সেজে কিস্তি আদায় কালে আটক : ১
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ভুয়া এনজিও কর্মী সেজে কিস্তি আদায় কালে হাতে নাতে এক জন আটক হয়েছে।জানাযায়,খুলনা জেলার কয়রা উপজেলার গিলাবাড়ি গ্রামের মন্তাজ আলী গাজির পুত্র মিজানুর রহমান (৩০) টিএমএসএস’র সাতক্ষীরা কালিগঞ্জ শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত থাকা অবস্থায় অত্র প্রতিষ্ঠানের ২লক্ষ ৩৯ হাজার ২ শত ৫২ টাকা আতœসাৎ করে পালিয়ে যায়। পরবর্তীতে প্রতিষ্ঠানের পক্ষে তার সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করেও তার কোন হদিস পাওয়া যায়নি। কিন্তু উক্ত মিজানুর রহমান গোপনে মোবাইলের মাধ্যমে টিএমএসএস’র গ্রাহকদের সাথে যোগাযোগ রেখে বিভিন্ন লোক দিয়ে কিস্তি আদায় করতো। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে টিএমএসএস’র কর্মকর্তারা গ্রাহকদের সতর্ক করে দেয়। এর ধারাবাহিকতায় অর্থ আতœসাৎকারী প্রতারক মিজানুর রহমান তার নিকটতম আতœীয় একই গ্রামের নওশের আলী গাজীর পুত্র আইয়ুব আলী (৩৬)কে দিয়ে প্রতিষ্ঠানের নকল পাশ বই তৈরী করে কিস্তির টাকা আদায় করতে থাকে। এক পর্যায়ে সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার দেবহাটা জগন্নাথপুর গ্রামের মৃত আফাজ উদ্দীনের পুত্র সাইফুল ইসলামের বাড়িতে কিস্তির টাকা আদায় করতে গেলে সন্দেহ হয় তার। তখন সাইফুল তাকে বসিয়ে রেখে গোপনে টিএমএসএস’র কালিগঞ্জ অঞ্চলের এরিয়া ম্যানেজার মো. রাসেল হাসানকে মোবাইল ফোনে বিষয়টি জানায়। রাসেল হাসানসহ টিএমএসএস’র অন্যান্য কর্মকর্তারা দ্রুত ঘটনা স্থলে চলে আসে। তারা ঘটনাস্থলে এসে বিষয়টি শুনে বুঝে স্থানীয়দের সহযোগিতায় প্রতারক নওশের আলী গাজীর পুত্র আইয়ুব আলীকে দেবহাটা থানায় নিয়ে আসে। পরে টিএমএসএস’র কালিগঞ্জ অঞ্চলের এরিয়া ম্যানেজার মো. রাসেল হাসান বাদী হয়ে প্রতারক আইয়ুব আলী ও মিজানুর রহমানকে আসামী করে ৪১৯ ও ৪২০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ০১ –তাং ০১/০৯/২০২০। -

দেবহাটায় নোংরা পরিবেশে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে বাজারজাত হচ্ছে চিকিৎসা সামগ্রী
স্টাফ রিপোর্টার: দেবহাটায় আহমেদ ব্র্যান্ড কটন ফ্যাক্টরীর মালিক নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এবং বিষাক্ত রাসায়নিকে ভিজিয়ে দেশব্যাপী বাজারজাত করা হচ্ছে চিকিৎসা সামগ্রী গজ, ব্যান্ডেজ ও তুলা। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে স্বাস্থ্য অধিদপ্তরের বৈধ কোন কাগজপত্র ছাড়াই দেবহাটার হাদিপুরে বিশাল ভবনে কয়েক তলা বিশিষ্ট এই ফ্যাক্টরীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিষাক্ত রাসায়নিক মিশ্রিত এসব চিকিৎসা সামগ্রী দেশব্যাপী বাজারজাত করা হলেও, অনেকটা আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরী হিসেবে সেখানে কার্যক্রম চলতে থাকায় চিকিৎসা সামগ্রীর নামে প্রতিষ্ঠানটির মানুষের জীবন নিয়ে খেলা করার ঘটনা ধরা পড়েনি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে।
আর সেই সুযোগে স্বাস্থ্য অধিদপ্তরের বৈধ কোন কাগজপত্র এমনকি নুন্যতম ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ছাড়াই নোংরা পরিবেশে এবং বিভিন্ন বিষাক্ত রাসায়নিক মিশ্রিত গজ, ব্যান্ডেজ ও তুলা দেশের বিভিন্ন প্রান্তের সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সরবরাহ করে কুলি থেকে কোটিপতি বনে গেছেন অনুমোদনহীন ওই ফ্যাক্টরীর মালিক নলতার কথিত আবু আহম্মেদ।
জীবন রক্ষাকারী এসব চিকিৎসা সামগ্রী উৎপাদন ও সরবরাহের নামে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তিনি রাতারাতি বনে গেছেন কুলি থেকে কোটিপতি। হয়েছেন নলতা গজ ব্যান্ডেজ ব্যবসায়ী ও পাইকারী মালিক সমিতির সহ-সভাপতি। বছরের পর বছর ধরে জনবসতিপূর্ন এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরীর মুল গেইটে তালা লাগিয়ে তার অভ্যন্তরে চিকিৎসা সামগ্রী তৈরী ও সরবরাহের নামে এসব অপকর্ম চালিয়ে আসছিলো প্রতিষ্ঠানটি। ফলে আহমেদ ব্র্যান্ড কটন ফ্যাক্টরীর এসকল অপকর্ম স্বাস্থ্য অধিদপ্তর বা সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আসেনি। কিন্তু সাম্প্রতিক সময়ে হাদিপুরের ওই ফ্যাক্টরী থেকে বিভিন্ন রাসায়নিকের বিষক্রিয়া ও তীব্র দূর্গন্ধে আশপাশের পরিবেশ দূষিত হয়ে পড়লে বিষয়টি জানাজানি ও প্রতিষ্ঠানটির মালিক আবু আহম্মেদের থলের বিড়াল জনসম্মুখে বেরিয়ে আসতে থাকে।
সম্প্রতি এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে হাদিপুরের ওই আহমেদ ব্র্যান্ড কটন ফ্যাক্টরীতে গেলে গণমাধ্যম কর্মীদের ক্যামেরায় ধরা পড়ে চিকিৎসা সামগ্রী নিয়ে ওই প্রতিষ্ঠানটির সীমাহীন দূর্নীতি, অনিয়ম এবং জীবন রক্ষাকারী সরঞ্জামের নামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে গজ, ব্যান্ডেজ ও তুলা বাজারজাত করনের নানান চিত্র।
ফ্যাক্টরীর মধ্যে ঢুকতেই প্রথমে সেখানে দেখা যায় সরকারী বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে যেসকল তুলা দিয়ে রোগীর ক্ষতস্থান পরিষ্কার ও গজ দিয়ে ব্যান্ডেজ করা হয় সেগুলো ফ্যাক্টরীর অভ্যন্তরে একটি পুকুরের পানিতে ধুয়ে নিচ্ছেন নারী শ্রমিকেরা। যে পুকুরের সম্পূর্ন পানি তীব্র দূর্গন্ধযুক্ত ময়লা আবর্জনায় সয়লাব। আর পানিতেই বসবাস অজ¯্র কোটি বহু প্রজাতির পোকা মাকড়ের। পাশেই রয়েছে কংক্রিটের তৈরী বিভিন্ন ধরনের কয়েকটি বিষাক্ত রাসায়নিকের পানি ভর্তি হাউজ। যেগুলোতে ওইসব রাসায়নিকে চুবিয়ে রাখা হয়েছে নোংরা ও পোকা মাকড়ে ভরা পুকুর থেকে ধৌত করা গজ ও ব্যান্ডেজ।
মুলত দেশের বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিক থেকে বাজেয়াপ্ত কিংবা রোগীদের ব্যবহৃত ময়লা, আবর্জনা, প্রসাব, পায়খানা কিংবা পুজ ও শুকনো রক্তমাখা গজ ব্যান্ডেজ অতি অল্প মুল্যে কিনে সেগুলো ওইসব বিষাক্ত রাসায়নিকের দ্রবনে কয়েক সপ্তাহ ধরে ভিজিয়ে রেখে চকচকে করে সেগুলোকে নতুন গজ ব্যান্ডেজ হিসেবে বাজারজাত করে স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষকে প্রতারিত করছে নলতার প্রতারক আবু আহম্মেদের অনুমোদনহীন আহমেদ ব্র্যান্ড কটন ফ্যাক্টরী।
এসময় ওই ফ্যাক্টরীর মালিক নলতার প্রতারক আবু আহম্মেদকে সেখানে পাওয়া না গেলেও মোবাইলে তার ফ্যাক্টরীর কোন বৈধতা আছে কিনা এবং সেখানকার অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিষাক্ত রাসায়নিক মিশ্রিত চিকিৎসা সামগ্রী বাজারজাত করণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা নোংরা পরিবেশে ও রাসায়নিকে মিশিয়ে গজ ব্যান্ডেজ তৈরী করলেও ডাক্তাররা সেগুলো ব্যবহারের সময় জীবানুমুক্ত করে নিবে। তাই এতে রোগীর কোন ক্ষতি হবেনা। অন্যদিকে ফ্যাক্টরীর বৈধতার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন কিংবা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিষাক্ত রাসায়নিক মিশ্রিত এধরনের গজ ব্যান্ডেজ রোগীর শরীরের ক্ষতস্থানে ব্যবহার করার ফলে কি হতে পারে জানতে চাইলে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. বিপ্লব মন্ডল জানান, যদিও সরকারি হাসপাতাল গুলোতে গজ ব্যান্ডেজ জীবানুমুক্ত করার একটি অপশন রয়েছে, কিন্তু সব হাসপাতাল বা ক্লিনিকে এই ব্যবস্থা নেই। এক্ষেত্রে জীবানুযুক্ত কোন গজ ব্যান্ডেজ রোগীর শরীরের যেকোন ক্ষতস্থানে ব্যবহার করলে ইনফেকশনের তীব্র সম্ভাবনা থেকেই যায়।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের কোন অনুমোদন বা বৈধ কাগজপত্র ছাড়াই বছরের পর বছর ধরে চিকিৎসা সামগ্রী বাজারজাতের নামে আহমেদ ব্র্যান্ড কটন ফ্যাক্টরীর এমন প্রতারণা ও চলমান অপকর্মের বিষয়ে জানতে চাইলে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন বলেন, ইতোমধ্যেই ওই ফ্যাক্টরীর বিষয়ে খোজখবর নেয়া হচ্ছে। ফ্যাক্টরীটি যদি অনুমোদনহীন হয়ে থাকে এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে চিকিৎসা সামগ্রী বাজারজাত করনের মাধ্যমে মানুষকে প্রতারিত করে থাকে তাহলে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। -

দেবহাটায় কিশোরী প্রকল্পের টিওটি প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার: কিশোরী প্রতিবন্ধীদের যৌন, প্রজনন স্বাস্থ্য ও সেবা সংক্রান্ত বিষয়ে দেবহাটায় দুই দিন ব্যাপী টিওটি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
বুধবার শুরু হয়ে প্রশিক্ষণটি বৃহস্পতিবার সমাপ্ত হয়। বেসরকারি সংস্থা ডিআরআরএ’র সহযোগিতায় নারী কন্ঠ উন্নয়ন সংস্থার কিশোরী প্রজেক্টের আয়োজনে দেবহাটা উপজেলার হাদিপুরের ডিআরআরএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনে আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার ডিপিও এবং এস.আর.এইচ.জি গ্রুপের ১২জন সদস্য অংশ গ্রহন করে। অনুষ্ঠানে নারী কন্ঠ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মনোয়ারা খাতুনের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন ট্রেইনার খাদিজা মুসতারিন মাহিন।
কর্মশালায় উপস্থিত ছিলেন কিশোরী প্রজেক্টের উপজেলা সুপারভাইজার নজিফা খাতুন, প্রাইড কো-অডিনেটর মুজিবর রহমান। উল্লেখ্য যে, প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিরা নিজ নিজ গ্রুপে প্রশিক্ষক হিসাবে কাজ করবে। প্রাপ্ত প্রশিক্ষণ থেকে যোগ্যতা অর্জন করে প্রতিবন্ধী কিশোরী ও তাদের অভিভাবকদের সচেতনতায় যাতে কাজ করতে পারে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। -

দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার প্রত্যুষে জাতীয় পতাকা অর্ধনমিত পরবর্তী সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, উপ সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসন, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরীন জাহানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। -

দেবহাটায় প্রতিপক্ষের হামলায় দম্পত্তি জখম!
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার ভূমিহীন অধ্যুষিত জনপদ দেবহাটা উপজেলার নোড়ারচকে প্রতিপক্ষদের পূর্ব পরিকল্পিত হামলায় সঞ্জয় মন্ডল (৩৮) ও মিনতি মন্ডল (৩৩) নামের এক ভূমিহীন দম্পত্তি গুরুতর জখম হয়েছেন।
আহতদের মধ্যে সঞ্জয় মন্ডল বর্তমানে’ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তার স্ত্রী মিনতি মন্ডলকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮ টার দিকে ভুমিহীন জনপদ নোড়ারচক মন্দিরে জন্মষ্টমীর অনুষ্ঠানে যাওয়ার সময় পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে তাদেরকে পিটিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষরা।
আহতদের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে নোড়ারচকের বাবুরাম মন্ডল ও কেনারাম মন্ডলের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্রিক বিরোধ চলে আসছে। কেনারাম মন্ডলের সাথে ভুমিহীন দম্পত্তি সঞ্জয় মন্ডল এবং তার স্ত্রী মিনতি মন্ডলের সুসম্পর্ক থাকায় তাদের ওপর ক্ষিপ্ত ছিল বাবুরাম ও তার দলবল। আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সঞ্জয় ও তার স্ত্রী মিনতিকে অন্যভাবে শায়েস্তা করার পরিকল্পনা করে তারা।
এরই মধ্যে ষড়যন্ত্রের অংশ হিসেবে কেনারাম মন্ডলের সাথে সঞ্জয়ের স্ত্রী মিনতির অবৈধ সম্পর্ক রয়েছে বলে বাবুরামসহ তার লোকজন এলাকায় অপপ্রচার শুরু করে।
মঙ্গলবার রাত ৮ টার দিকে স্বামী সঞ্জয়ের সাথে মিনতি মন্ডল নোড়ারচক মন্দিরে জন্মষ্টমীর অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেসময়ে পথিমধ্যে ওৎ পেতে থাকা ভূমিদস্যু বাবুরাম মন্ডল, সন্তোষ মন্ডলের ছেলে রাজীব মন্ডল, শশীভূষন মন্ডলের ছেলে শিবনাথ মন্ডল, সুরেন্দ্র মন্ডলের ছেলে অজিত মন্ডল, সুশীল মন্ডলের ছেলে সুপদ মন্ডল, অনাথ মন্ডলের ছেলে বিভাস মন্ডল, বাবুরাম মন্ডলের ছেলে প্রদীপ মন্ডল, রনজিৎ মন্ডলের ছেলে বিষ্ণুপদ মন্ডল, রঞ্জন মন্ডলের ছেলে শান্ত মন্ডল ও নির্মল মন্ডলের ছেলে কৃষান মন্ডলসহ অজ্ঞাত কয়েকজন লাঠিশোঠা নিয়ে সঞ্জয় ও তার স্ত্রী মিনতি’র ওপর অতর্কিত হামলা চালায়।
পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মিনতি মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভূমিহীন দম্পত্তি আহতের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ঘটনার পর পরই তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে । -

৯৯৯ এ কল :গনপরিবহনে অতিরিক্ত যাত্রী তোলায় ড্রাইভার ও হেলপারকে জরিমানা
স্টাফ রিপোর্টার: করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা লংঘন করে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী তোলার পর ৯৯৯ এ এক যাত্রীর ফোন পেয়ে সেই গনপরিবহন আটক ও মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।
রবিবার সকালে ৯৯৯ এ ওই বাসযাত্রীর অভিযোগ পেয়ে সাতক্ষীরা টার্মিনাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটিকে (ঢাকা মেট্রো জ-১১-১৩৫১) দেবহাটার সখিপুর মোড়ে আটক করে পুলিশ।
গণপরিবহনটিতে থাকা যাত্রীরা জানান, সাতক্ষীরা জেলা টার্মিনাল থেকে সকালে যাত্রীবাহী বাসটি কালিগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসে। কিন্তু স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাসটিতে অতিরিক্তি মাত্রায় যাত্রী উঠাতে থাকে চালক ও হেলপার। যাত্রীরা নিষেধ করলে বাসের চালক ও সুপারভাইজার উল্টো যাত্রীদের উপর চড়াও হয়। এসময় বাসে থাকা এক যাত্রী সহযোগীতা চেয়ে জাতীয় পরিসেবা ৯৯৯ এ কল করেন। পরবর্তীতে যাত্রীবাহী বাসটি সাতক্ষীরার সখিপুর মোড়ে পৌঁছালে দেবহাটা থানার এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ সদস্যরা সেটি আটক করেন। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন। এসময় যাত্রীদের অভিযোগের সত্যতা পেয়ে মোবাইল কোর্ট বাসটির চালক শহরের পলাশপোল এলাকার রমজান আলীর ছেলে আব্দুর রশিদ ও নলডাঙ্গা গ্রামের শেখ আব্দুল মুহিদের ছেলে আব্দুল মধুকে ভ্রাম্যমান আদালতে দুই হাজার সাত শত টাকা জারিমানা করেন তিনি। -

চীনসহ অন্যান্য দেশে কাঁকড়া রপ্তানী শুরুর দাবী ব্যবসায়ী সংগঠনের
স্টাফ রিপোর্টার: মহামারী করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন চীনসহ বর্হিবিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে বৈধভাবে কাঁকড়া রপ্তানী বন্ধ থাকায় তীব্র ক্ষতির মুখে পড়েছেন সাতক্ষীরাসহ দক্ষিনবঙ্গের অর্থাৎ বৃহত্তর খুলনা বিভাগের অধিকাংশ জেলা উপজেলার কয়েক লক্ষ কাঁকড়া চাষী, ব্যবসায়ী ও সরবরাহকারীরা। পাশাপাশি কর্মবঞ্চিত হয়ে পড়েছেন কাঁকড়া চাষাবাদ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানী কাজে নিয়োজিত আরো কয়েক লক্ষ কর্মীরা।
প্রতিবছর বাংলাদেশ থেকে যে পরিমান কাঁকড়া বিদেশে রপ্তানী হয়ে থাকে, তার উল্লেখযোগ্য একটি অংশ রপ্তানী করা হয় সাতক্ষীরা থেকে। বাকিগুলো সরবরাহ হয়ে থাকে বৃহত্তর খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে। কাঁকড়া শিল্পে নিয়োজিত খামারী থেকে শুরু করে ব্যবসায়ী ও সরবরাহকারীদের অধিকাংশরাই ব্যাংক থেকে ঋন নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু এবছর মহামারী করোনা ভাইরাসের কারনে বিদেশে রপ্তানী কার্যক্রম বন্ধ থাকায় রীতিমতো ধ্বস নেমেছে কাঁকড়া শিল্পে। একদিকে কাঁকড়া রপ্তানী বন্ধ এবং ব্যাংক ঋনের চাপ আর অন্যদিকে করোনা মহামারী এই দুইয়ের কষাঘাতে পিষ্ট হয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন কাঁকড়া শিল্পের সাথে সংশ্লিষ্ট লক্ষ লক্ষ পরিবার। তাই পূর্বের ন্যায় অবিলম্বে চীনসহ বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশ থেকে বৈধভাবে কাঁকড়া রপ্তানী কার্যক্রম শুরু করার দাবী জানিয়েছেন বাংলাদেশ কাঁকড়া ব্যবসায়ী সংগঠনের নেতারা।
রবিবার বেলা ১১ টায় দেবহাটার লাইট হাউজে সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির আয়োজিত আলোচনা সভায় এ দাবী জানানো হয়।
সাতক্ষীরাসহ বৃহত্তর খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দদের পাশাপাশি প্রায় শতাধিক কাঁকড়া ব্যবসায়ী ও সরবরাহকারী আলোচনা সভাটিতে অংশগ্রহন করেন।
বাংলাদেশ কাঁকড়া ব্যবসায়ী সংগঠনের সহ-সভাপতি শেখ আনারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভাটিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কাঁকড়া ব্যবসায়ী সংগঠনের সদস্য ও সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ কাঁকড়া ব্যবসায়ী সংগঠনের সদস্য দেব কুমার, পরিতোষ বিশ্বাস, নুরুল ইসলাম প্রমুখ। -

করোনা’য় মারা গেলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি
স্টাফ রিপোর্টার: মরণব্যাধী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি (৭০)।
শুক্রবার ভোর ৪ টায় রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে লাইফ সার্পোটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর আগে নমুনা পরীক্ষায় আলহাজ্ব আব্দুল গণি’র শরীরে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন তার ছেলে আব্দুর রাজ্জাক রনি।
বিগত কিছুদিন যাবৎ জ্বরসহ করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় নিজ বাড়ীতে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। পরবর্তীতে তার শারিরীক অবস্থার অবনতি হলে সোমবার (৩ আগষ্ট) উন্নত চিকিৎসার জন্য আব্দুল গণিকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। ঐদিনই করোনা পরীক্ষার জন্য আব্দুল গণি’র নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। নমুনা সংগ্রহের তিনদিন পর বৃহষ্পতিবার রিপোর্টে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকলেও, ক্রমশ শারিরীক অবস্থার অবনতি হতে থাকলে শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেন তিনি।
ইতোমধ্যেই আলহাজ্ব আব্দুল গণি’র মরদেহ নিয়ে তার পরিবারের সদস্যরা রাজধানী থেকে গ্রামের বাড়ী দেবহাটা উপজেলার চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বাদ মাগরিব জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছে।
আলহাজ্ব আব্দুল গণি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং একই সাথে তিনি দীর্ঘদিন ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ন পদে দায়িত্বরত বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা। পরপর টানা দু’বার তিনি নির্বাচিত হন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান।
এদিকে আলহাজ্ব আব্দুল গণি’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা। -

জাতীয় শোক দিবস পালনে দেবহাটা আ.লীগের ভার্চুয়াল আলোচনা সভা
স্টাফ রিপোর্টার: ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রস্তুতি মুলোক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টা থেকে জুম ক্লাউড অ্যাপসের মাধ্যমে উক্ত প্রস্তুতি মুলোক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মুলোক বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা -৩ আসনের মাননীয় সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।
দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি’র সঞ্চালনায় এসময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, আরশাদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবীর, তাতী লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, কৃষক লীগের আহ্বায়ক নির্মল কুমার মন্ডল প্রমূখ।
সভায় করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি বজায় রেখে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ১৫ই আগষ্টে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভার্চুয়াল আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, অসহায়দের মাঝে তাবারক বিতরন, বৃক্ষরোপনসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। -

দেবহাটায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটায় প্রতারক সাহেদ করিমের গ্রেপ্তার ও তার আশ্রয়দাতাদের বিষয়ে প্রকাশিত সংবাদ শেয়ার দেয়াকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবীরের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলোক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় কুলিয়াস্থ দলীয় কার্যালয়ে দেবহাটা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন সংবাদ সম্মেলনটি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহবুব আলম খোকন বলেন, বুধবার ভোরে দেবহাটার শাঁখরা কোমরপুর সীমান্ত থেকে ভারতে পালানোর প্রাক্কালে দেশব্যাপী বহুল আলোচিত প্রতারক মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে গ্রেপ্তার করে এলিট ফোর্স র্যাব। সাহেদকে গ্রেপ্তারের পর তাকে ভারতে পালাতে সহায়তাকারীদের আইনের আওতায় বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। একে একে বাংলাদেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত হতে থাকে সাহেদ গ্রেপ্তারের খবর। কিছু কিছু গণমাধ্যমে সাহেদের আশ্রয়দাতা ও তাকে ভারতে পালানোর সাথে জড়িত উল্লেখ করে সাতক্ষীরার চিহ্নিত চোরাকারবারী, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত হুন্ডি ও অস্ত্র ব্যবসায়ী জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফার বিরুদ্ধে তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশিত হয়। তাৎক্ষনিকভাবে সেসব খবর ভাইরাল আকারে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ক্রাইম বার্তা নামের একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত এমনই একটি খবর ফেসবুকে শেয়ার করেন দেবহাটা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবীর। শুধু তিনি নয়, সহস্রাধিক ফেসবুক ব্যবহারকারী তাদের টাইমলাইনে ওই একই খবর শেয়ার করেন।
এতে করে তেলেবেগুনে জ্বলে ওঠেন তালিকাভুক্ত ওই চিহ্নিত চোরাকারবারী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা। এঘটনায় প্রথমদিকে বিভিন্ন মাধ্যমে একাধিকবার স্বেচ্ছাসেবক লীগের লোকমান কবীরকে হুমকি দেয়া হলেও, পরবর্তীতে বৃহষ্পতিবার লোকমান কবীর ও পারুলিয়ার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব আল কাদরীর বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মানহানীর মামলা দায়ের করা হয়েছে বলে আল ফেরদাউস আলফার দুই ছেলে আজহারুল ইসলাম ও আশিক তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অপপ্রচার চালাতে থাকে।
যেহেতু দেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল এবং জাতীয় পত্রিকায় র্যাবের উদ্বৃতি দিয়ে প্রতারক সাহেদের আশ্রয়দাতা এবং তাকে অবৈধপথে ভারতে পাঠাতে আল ফেরদাউস আলফার ৫০ লক্ষ টাকার চুক্তি হওয়ার খবর বারবার প্রচারিত এবং প্রকাশিত হয়ে আসছে, সেহেতু সেই একই ধারার খবর ফেসবুকে শেয়ার করায় স্বেচ্ছাসেবক লীগনেতা লোকমান কবিরের কি এমন অপরাধ ছিলো তা আদৌ দেবহাটা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বোধগম্য হয়নি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ শেয়ার দেয়ায় কেনইবা লোকমান কবীরের বিরুদ্ধে সীমাহীন ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের অপচেষ্টা চালানো হচ্ছে সেটা গণমাধ্যমের মাধ্যমে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ জানতে চায়।
তাই সংবাদ সম্মেলনে দেবহাটা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তিনি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে দেশব্যাপী আলোচিত প্রতারক সাহেদ করিমের আশ্রয়দাতা, সহযোগীতাকারী ও চোরাকারবারী গডফাদার আল ফেরদাউস আলফার মুখোশ উন্মোচন এবং অবিলম্বে তাকেসহ এঘটনায় জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনতে র্যাব ও গোয়েন্দা পুলিশ (ডিবি)সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সবিনয়ে অনুরোধ জানান দেবহাটা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন। -

দেবহাটায় উপজেলা ভিজিএফ কমিটির সভা
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় উপজেলা ভিজিএফ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের ঈদে ২০ হাজারের অধিক অসহায় পরিবার খাদ্য সহায়তা পাবে । বুধবার সকাল ১১ টায় ভিজিএফ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশারের সঞ্চলনায় জুম ক্লাউড মিটিং’র মাধ্যামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় যে পরিবারের মালিকানা বা ভিটা ছাড়া জমি নাই,যে পরিবার দিন মজুরের আয়ের উপর নির্ভরশীল, যে পরিবার মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল, যে পরিবারে উপার্জনকারী কোন পুরুষ সদস্য নাই, যে পরিবারে স্কুলগামী শিক্ষার্থীকে উপার্জনের জন্য কাজ করতে হয়, অচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার, যে পরিবার বছরের অধিকাংশ সময় দুই বেলা না খেয়ে থাকে এসব নীতিমালার আলোকে সুবিধাভোগী নির্বাচনের কথা বলা হয়। এ ছাড়া উপকার ভোগী নির্বাচনের ক্ষেত্রে কমপক্ষে ৭০% মহিলা নির্বাচন করার বিষয় আলোচনা হয়। তবে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলার ৫টি ইউনিয়নের ২০ হাজার ৬ শত ৭৮ পরিবারের মাঝে ২০৬,৭৮ মেট্রিক টন চাল ২০১৯/২০ অর্থ বছরের ভিজিএফ খাদ্য সহায়তা হিসেবে প্রদান করা হবে বলে আলোচনা করা হয়। এতে ২০১১ সালের আদম শুমারী অনুযায়ী জনসংখ্যার আনুপাতিক হারে কুলিয়া ইউনিয়নের ৪৭৫৫,পারুলিয়া ইউনিয়নের ৫২৯৫,সখিপুর ইউনিয়নের ৩৩৭০, নওয়াপাড়া ইউনিয়নের ৪৬১০ এবং দেবহাটা সদর ইউনিয়নে ২৬৪৮ পরিবার এ খাদ্য সহায়তা পাবে বলে জানা যায়। এদিকে এসব খাদ্য সহায়তা বিতরনের সময় করোনা ভাইরাসের প্রকোপ এড়াতে সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয় লক্ষ রাখার জন্য বলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। তা ছাড়া প্রতিটি ইউনিয়নে ৯টি ওয়ার্ডের খাদ্য সহায়তা ৩টি করে ওয়ার্ড ৩ দিনে শেষ করার পরামর্শদেন তিনি। জুম ক্লাউড মিটিং’র মাধ্যামে সংযুক্ত হয়ে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান,সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা কৃষি অফিসার শরীফ মো তিতুমীর, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবুবকর গাজী, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, সহকারী শিক্ষা অফিসার মঞ্জুর হোসেন সহ কমিটির অন্যান্য সদস্য।
-

নোড়ারচকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুমিহীন দম্পতিকে পিটিয়ে জখম
স্টাফ রিপোর্টার: দেবহাটার ভুমিহীন জনপদ নোড়ারচকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুহুল কুদ্দুস (৪৫) ও তাসলিমা খাতুন (৩০) নামের এক ভুমিহীন দম্পতিকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মারপিটে আহত রুহুল কুদ্দুস দম্পত্তি নোড়ারচক মাঝপাড়া পাঞ্জেগানা মসজিদ এলাকার বাসিন্দা। সোমবার সকাল ৬টার দিকে রুহুল কুদ্দুস দম্পতির বাড়ীতে ঢুকে তাদেরকে পিটিয়ে জখম করেন প্রতিপক্ষরা। বর্তমানে আহত রুহুল কুদ্দুসের স্ত্রী তাসলিমা খাতুন সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মারপিটের শিকার রুহুল কুদ্দুস জানান, রবিবার বিকালে ছাগল তাড়ানোকে কেন্দ্র করে তার স্ত্রী তাসলিমা খাতুন ও ছেলে মাসুম বিল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রতিবেশী আমিরুল ঢালীর স্ত্রী চায়না বেগম। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। সোমবার সকাল ৬টার দিকে সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার মনিরুজ্জামান হত্যাচেষ্টা মামলার আসামী সৈয়দ ঢালী, তার ছেলে একই মামলার অপর আসামী সাইদুল ঢালী, আমিরুল ঢালীর স্ত্রী চায়না বেগম ও ছেলে আল আমিন লাঠিশোঠা নিয়ে আকর্ষিক রুহুল কুদ্দুসের বাড়ীতে হানা দিয়ে তাকে ও তার স্ত্রী তাসলিমা খাতুনকে মারপিট শুরু করে। মারপিটের একপর্যায়ে তাদের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ফেলে রেখে পালিয়ে যায় প্রতিপক্ষরা। এসময় প্রতিবেশীরা আহত রুহুল কুদ্দুস ও তার স্ত্রীকে উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিবারের পক্ষ থেকে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে। -
নোড়ারচকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুমিহীন দম্পতিকে পিটিয়ে জখম
স্টাফ রিপোর্টার: দেবহাটার ভুমিহীন জনপদ নোড়ারচকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুহুল কুদ্দুস (৪৫) ও তাসলিমা খাতুন (৩০) নামের এক ভুমিহীন দম্পতিকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মারপিটে আহত রুহুল কুদ্দুস দম্পত্তি নোড়ারচক মাঝপাড়া পাঞ্জেগানা মসজিদ এলাকার বাসিন্দা। সোমবার সকাল ৬টার দিকে রুহুল কুদ্দুস দম্পতির বাড়ীতে ঢুকে তাদেরকে পিটিয়ে জখম করেন প্রতিপক্ষরা। বর্তমানে আহত রুহুল কুদ্দুসের স্ত্রী তাসলিমা খাতুন সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মারপিটের শিকার রুহুল কুদ্দুস জানান, রবিবার বিকালে ছাগল তাড়ানোকে কেন্দ্র করে তার স্ত্রী তাসলিমা খাতুন ও ছেলে মাসুম বিল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রতিবেশী আমিরুল ঢালীর স্ত্রী চায়না বেগম। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। সোমবার সকাল ৬টার দিকে সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার মনিরুজ্জামান হত্যাচেষ্টা মামলার আসামী সৈয়দ ঢালী, তার ছেলে একই মামলার অপর আসামী সাইদুল ঢালী, আমিরুল ঢালীর স্ত্রী চায়না বেগম ও ছেলে আল আমিন লাঠিশোঠা নিয়ে আকর্ষিক রুহুল কুদ্দুসের বাড়ীতে অনধিকার প্রবেশসহ তাকে ও তার স্ত্রী তাসলিমা খাতুনকে মারপিট শুরু করে। মারপিটের একপর্যায়ে তাদের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ফেলে রেখে পালিয়ে যায় প্রতিপক্ষরা। এসময় প্রতিবেশীরা আহত রুহুল কুদ্দুস ও তার স্ত্রীকে উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিবারের পক্ষ থেকে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে। -

সাতক্ষীরার দেবহাটায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক মনিরুল হত্যার ঘটনায় আরো এক আসামী গ্র্রেফতার, ইজিবাইক উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক মনিরুল হত্যা মামলায় তার খোয়া যাওয়া ইজিবাইকসহ আরো এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার গাজীরহাট এলাকা থেকে দেবহাটা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নাম রমজান আলী (৪০)। তিনি কালিড়ঞ্জ উপজেলার সোনাটিকারী গ্রামের মৃত শহর আলী সরদারের ছেলে।
গ্রেফতারকৃত রমজান আলীর দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার কামটা গ্রামের কৌশিক সেন গুপ্তের পুকুর থেকে ও হাঁসড়াতলা সমাধিস্থলের পাশের একটি বাগান থেকে পাট পাট ছাড়ানো অবস্থায় নিহত মনিরুলের ব্যবহৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়।
এর আগে গত ২ জুলাই ২০২০ ইং তারিখ বৃহষ্পতিবার সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিলাস মন্ডলের আদালতে নিহত ইজিবাইক চালক মনিরুলের স্ত্রী গ্রেফতারকৃত আসামী রাবেয়া খাতুন ও তার প্রেমিক উপজেলার কামটা গ্রামের ওহাব সরদারের ছেলে সাইদুর রহমান রাজু পৃথক পৃথকভাবে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। জবানবন্দীতে কেন, কি কারনে, কোথায় ও কিভাবে মনিরুলকে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে তার বর্ননা দেন। মনিরুলের স্ত্রী রাবেয়ার সাথে রাজুর অবৈধ সম্পর্কের জেরে তারা উভয়ে পরিকল্পনা করে তাকে হত্যা করেছে বলে আদালতে তারা জানান। উল্লেখ্য, গত ২৫ জুন ২০২০ ইং তারিখে সাংসারিক বিরোধে মনিরুল তার স্ত্রী রাবেয়াকে মারপিট করলে ওই দিন রাতে রাবেয়া ও তার প্রেমিক সাইদুর রহমান রাজু এবং রমজান নামের একজনসহ তিন জনে মিলে পরিকল্পিতভাবে মনিরুলকে হত্যা করে বলে রাবেয়া ও রাজু গত ২ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবান বন্দী প্রদান করেন। এরপর শুক্রবার সকালে এ মামলার অপর আসামী রমজানকে নিহত মনিরুলের ব্যবহৃত ইজিবাইকসহ গ্রেফতার করে পুলিশ।
এ মামলার তদন্ত কর্মকর্তা দেবহাটা থানার পুলিশ পরিদর্শক উজ্জ্বল কুমার মৈত্র জানান, মনিরুল হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে মনিরুলের ব্যবহৃত ইজিবাইকসহ রমজানকে গ্রেফতার করা হয়েছে। -

মৎস্য ঘর গুলোতে পুশ : ইউএনও’র ভ্রাম্যমাণ আদালত : ব্যবসায়ীর জরিমানা
দেবহাটা প্রতিনিধি : দেবহটার মৎস্য ঘর গুলোতে চলছে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশের রমরমা ব্যবসা। পারুলিয়ার মৎস্য ঘরে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালত পরিচালনা। এক ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। বাগদা চিংড়ী অপদ্রব্য পুশের কারনে ৫ ক্যারেট মাছ মাটিতে পুতে বিনষ্ট। জানাযায়, সাতক্ষীরা জেলার সাদা সোনা নামে পরিচিত চিংড়ি বিদেশে রপ্তানী করে বাংলাদেশ অর্জন করে প্রচুর বৈদেশিক মুদ্রা। কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ীর পুশের কারনে বাংলাদেশের এই সাদা সোনা নামে ক্ষাত চিংড়ী ব্যবসায় নামে ধ্বস। সরকার হারায় মোটা অংকের রাজস্ব।। অসাধু ব্যবসায়ীরা অধীক মুনাফার আশায় সাদা সোনা নামে পরিচিত বাগদা চিংড়িতে পুশ করছে অপদ্রব্য জেলি, সাবু, চিড়ির কদ ও ফিটকার পানি। যেখানে করোনার কারনে বিদেশে মাছ যাওয়া বন্ধ। সেখানে দেশের ভিতরে কম দামে ক্রয়-বিক্রয় হচ্ছে এ মাছ। এ পুশের কারনে মাছে সৃষ্টি হয় জীবানু। এসব জীবানুতে হুমকিতে বাংলাদেশের মানূষের স্বাস্থ ব্যবস্থা। যে টা এক দিকে মানুষের জন্য অস্বাস্থ্যকর অপর দিকে বিশ্ব বাজারে মূল্য হ্রাস। যে কারনে দক্ষিণ বঙ্গের মৎস্য ঘের ব্যবসায়ীরা আজ পথে বসতে চলেছে। গোপন সাংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টায় পারুলিয়া ব্রীজের নিচে মেসার্স রিচি ফিস ্এর শর্তাধীকারী আবু সাঈদের মৎস্য ঘরে সরেজমিনে প্রবেশ করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান। এসময় দুই জন অর্ধ-বয়সী মহিলা কর্মী দিয়ে বাগদা চিংড়ির গায়ে জেলী পুশ করা দেখতে পান উপজেলা নির্বাহী অফিসার। তখন সেখান থেকে ৫ ক্যারেট মাছ জব্দ করেন তিনি। পরে মেসার্স রিচি ফিস ্এর শর্তাধীকারী আবু সাঈদকে অপরাধের জন্য ৩০ হাজার টাকা জরিমানা করেন। তবে এসময় স্থানীয় ইউপি সদস্য এ সকল দূর্নিতি বাজ ব্যবসায়ীদের বাচানোর চেষ্টা চালাচ্ছিলেন বলে একটি সুত্রে জানাযায়। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে এ সময় জানান,পুশ এখন সাতক্ষীরা জেলার প্রায় প্রতিটি মৎস্য ঘরে হচ্ছে। তাই জেলা ব্যাপী এ অভিযান না চললে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে তারা জানায়।এ পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ ইউপি সদস্য ইয়ামিন মোড়লসহ মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।