দেবহাটা সংবাদদাতা: “মাদককে না বলুন, জীবনকে সুন্দর করুন” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটার পারুলিয়াস্থ স্বে”ছাসেবী সংস্থা ফেয়ার মিশনের আয়োজনে মাদক বিরোধী সাইকেল র্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা সহ সর্বস্তরের জনগনকে মাদকের বিরুদ্ধে জনসচেতন করার লক্ষ্যে দেবহাটায় এই প্রথম সবচাইতে বড় মাদক বিরোধী প্ররোচনামূলক সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়। ২ নভেম্বর সোমবার সকাল ৯ টায় বহেরা বাজারে অবস্থিত শহিদ মিনারে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম, রাফসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনের পরে কুলিয়া বাজারে পথ সভায় বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম।পারুলিয়ায় শহীদ আবু রায়হান চত্ত্বরে পথ সভায় রখেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। সখিপুরে পথ সভায় বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন ও দেবহাটা থানার তদন্ত ওসি উজ্জ্বল কুমার মৈত্র।গাজীরহাট বাজারে পথ সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানার মহিলা এস আই হাসিনা বেগম।
দেবহাটা উপজেলা সদরে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সবেক যুগ্ন সম্পাদক আনোয়ারুল হক। পথসভা সমুহে সভাপতিত্ব করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। পথ সভা শেষে পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। উক্ত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া ফেয়ার মিশনের সভাপতি কাদের মহিউদ্দিন।
Category: দেবহাটা
-

দেবহাটায় মাদক বিরোধী সাইকেল র্যালীও পথ সভা
-

পারুলিয়া ব্রীজ হতে নোড়ার চক পর্যন্ত পিচ কার্পেটিং রাস্তার উদ্ধোধন
দেবহাটা সংবাদদাতা: পারুলিয়া ব্রীজ থেকে নোড়ার চক পর্যন্ত পিচ কবর্পেটিং রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পাতিবার সকাল ১০ টায় পারুলিয়া ব্রীজ থেকে নোড়ার চক পর্যন্ত ইউএনআর সড়ক ওয়াবদা বাঁধ চেঃ ০০.২০০০ মিটার পর্যন্ত পিচ কার্পেটিং রাস্তার শুভ উদ্বোধন করেন সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় ¯স্থয়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ, দেবহাটা সার্কেলের এএসপি শেখ ইয়াছিন আলী, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর গাজী, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা।
দেবহাটার নওয়াপাড়ায় ওয়ার্ড আ’লীগের কমিটি গঠন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু ও সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী নবনির্বাচিত এই কমিটির অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, সাধারন সম্পাদক হিসেবে তাপস রায় ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মুকুল হোসেন নির্বাচিত হয়েছেন। উক্ত ৩ জনকে নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। -

দেবহাটার ইছামতিতে মিলনমেলা ছাড়াই সম্পন্ন হলো বিজয়া দশমী
দেবহাটা সংবাদদাতা: হিন্দু ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার সোমবার ছিল বিসর্জনের দিন। সেই উপলক্ষ্যে দেবহাটার ইছামতি নদীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হলো বিজয়া দশমী। এবছর নদীতে কোন নৌকা না চললেও সীমান্ত পারে দাড়িয়ে ছিল অসংখ্যা মানুষ। তবে প্রতিমা বিসর্জনের জন্য বাংলাদেশ ও ভারতের সীমান্ত পারে কিছু নৌকা দেখা মিললেও তার ছিল খুবই সীমিত এবং কোন নৌকা নিজেদের সীমারেখা অতিক্রম করতে পারেনি। আর এজন্য ছিল বিজিবি ও বিএসএফের কঠোর নিরাপত্তা বেষ্টনী। তবে উভয় দেশের নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারনে বিজয়া দশমীতে কিছুটা ম্লান ভাব লক্ষ্য করা গেছে।
কয়েকজন জানান, দেশ বিভাগের অনেক আগে থেকেই বিজয়া দশমীতে উভয় পারের মানুষেরা আয়োজন করে আসছিল মিলনমেলার। দেশ বিভাগের পরেও বাধা হয়ে দাড়ায়নি ইছামতি নদীর এই জলসীমা রেখা। বিভিন্ন সময়ে নানা প্রতিকূলতা সত্ত্বেও বন্ধ হয়নি মিলনমেলা। প্রতিবছর শুধুমাত্র উভয় পারের মানুষ নয়, বরং বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মানুষ এই এলাকায় হাজির হতো শুধুমাত্র ভেদাভেদ ভুলে দিনটিতে আনন্দ উপভোগ করার মানষে। উভয় দেশের মানুষ আত্মীয় স্বজনদের সাথে দেখা করে কিছুটা শান্তি নিয়ে ফিরে যেতো আপন আপন ঠিকানায়। কিন্তু এবারের মিলনমেলায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যার কারনে এক দেশের মানুষ অন্য দেশে যেতে যাওয়াতো দুরে থাক কোন নৌকাও ইছামতি নদীতে নামতে পারেনি। করোনা পরিস্থিতিসহ সীমান্ত সুরক্ষার স্বার্থে এই নিরাপত্তা নেয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্র জানায়।
গত ২৩ অক্টোবর ২০২০ ইং তারিখ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় দেবহাটার টাউনশ্রীপুরস্থ ইছামতি নদীর মাঝ বরাবর বাংলাদেশ-ভারত উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীসহ প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বাংলাদেশের পক্ষে দেবহাটার টাউনশ্রীপুর বিজিবির সুবেদার সাহেব আলী, দেবহাটা থানার এসআই মিজানুর রহমান, ভারতের পক্ষে সোদপুর ৮৫ বিএসএফ ক্যাম্পের এসিসট্যান্ট কমান্ডার নিরাশ দাশ, টাকি পৌরসভার মেয়র সোমনাথ মূখার্জী, পুলিশের ডিএসপি মোহতা সিং আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত বৈঠকে প্রতিমা বিসর্জন ছাড়া কোন নৌকা নদীতে নামতে না দেয়া, কোন নৌকা সীমানা অতিক্রম না করাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। সেইজন্য ইছামতি নদীর মাঝ বরাবর ছিল বিজিবি ও বিএসএফের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও কঠোর নজরদারী। ভারতের টাকী আর বাংলাদেশের দেবহাটার মাঝ বরাবর ইছামতি নদীর ৫ থেকে ৬ কিঃমিঃ এলাকায় সীমান্ত। সূত্র মতে, উপজেলার টাউনশ্রীপুর সীমান্ত সংলগ্ন এলাকায় দূর্গা পূজার বিজয়া দশমীর দিনে দুই দেশের মানুষের মিলনমেলা বসে আসছে দীর্ঘকাল ধরে। এসময় অবাধে এক দেশের মানুষ অন্য দেশে যেতে পারতো। আর এই সুযোগে কতিপয় সুযোগ সন্ধানী দুষ্কৃতকারী চোরাচালান, হুন্ডি ব্যবসা, জাল টাকার ব্যবসা, মানুষ পাচার সহ নানারকম অপরাধ কর্মকান্ড ঘটাতো। এছাড়া গত ৫/৬ বছর আগে এক মর্মান্তিক নৌকা দূর্ঘটনায় ভারতের কলকাতার যাদবপুর ইন্ডিয়ান ইনষ্টিটিউিট অব ক্যামিক্যাল বায়োলজির জুনিয়র রিসার্স ফেলো সুজয় দাশ (২৮) মৃত্যুবরন করেন। এ ঘটনায় সেসময় ভারতের মিডিয়ায় মিলনমেলা সম্পর্কে অনেক নেতিবাচক কথা তুলে ধরা হয়। সেজন্য সব দিক বিশ্লেষন করে গত কয়েক বছর ধরে বাংলাদেশ ও ভারতের পক্ষ থেকে সকল ধরনের বিশৃঙ্খলা ও অপরাধ নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হয়। -

দেবহাটায় নবাগত ইউএনও কে ফুলের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তারকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার(২৫অক্টোবর) সকালে শুভেচ্ছা বিনিময় করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবুবকর গাজী, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম।
-

দেবহাটায় লক্ষ টাকার ফুটবলের ২য় খেলায় গাজীরহাট বিজয়ী
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৪ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় দেবহাটার গাজীরহাট প্রগতি সংঘ বিজয়ী হয়েছে। দেবহাটার সখিপুর যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় সখিপুর কেবিএ কলেজ মাঠে বুধবার বিকাল ৪ টায় উক্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহম্মেদ। রবিবার বিকাল ৪ টায় অনুণ্ঠিত উক্ত ফুটবলের ২য় খেলায় একদিকে অংশগ্রহন করে ভাড়–খালী প্রগতি সংঘ ও অন্যদিকে অংশগ্রহন করেন দেবহাটার গাজীরহাট প্রগতি সংঘ। সখিপুরের বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম। খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর কবির। তাকে সহযোগীতা করেন দিলীপ কুমার, আব্দুস সাত্তার ও ফারুক হোসেন। খেলায় দেবহাটার গাজীরহাট প্রগতি সংঘ জয়লাভ করে। -

দেবহাটা থানার ওসি’র বিভিন্ন পূজামন্দির পরিদর্শন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় দূর্গাপূজা উপলক্ষ্যে দেবহাটা থানা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে।তারই ধারাবাহিকতায় দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা গত কয়েকদিন যাবৎ উপজেলার ২১টি দূর্গাপূজা মন্দির সার্বক্ষনিক পরিদর্শন করছেন। রবিবার সকালে ওসি বিপ্লব কুমার সাহা উপজেলার বিভিন্ন পরিদর্শনকালে বলেন, এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য পুলিশ সদা তৎপর। কেউ যদি এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করার অভিপ্রায় চালায় সেটা পুলিশ কঠোর হস্তে দমনে দৃড় প্রতিজ্ঞ। নাশকতাকারী ও সন্ত্রাসীদের কোন ছাড় নেই উল্লেখ করে ওসি জানান, দূর্গাপূজা যাতে শান্তিতে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সকল প্রকারের অপরাধমূলক কর্মকান্ড বন্ধ রাখতে পুলিশ সর্বদা কাজ করছে এবং এটা অব্যাহত থাকবে বলে ওসি জানান।
এসময় দেবহাটা থানার এসআই হাসিনা খাতুন, দেবহাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রশিদুল আলম, সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, সাংবাদিক রফিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ওসি বিপ্লব কুমার সাহা সকল মন্দিরের কর্মকর্তাদেরকে সরকারের নির্দেশনা অনুযায়ী সকল অনুষ্ঠান সম্পন্ন করার আহবান জানান। -

দেবহাটায় অসহায়দের মধ্যে জার্মান এ্যাম্বাসেডরের ত্রান বিতরণ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অসহায়দের মধ্যে জার্মান রাষ্ট্রদূত ত্রান সামগ্রী বিতরন করেছেন। রবিবার (২৫ অক্টোবর) ২০২০ ইং তারিখ সকাল ৯ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা মিনা ইনক্লুসিভ সোসাইটি ফর ডেভলপমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে দেবহাটা উপজেলার ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের মধ্যে এই ত্রান সামগ্রী বিতরনের উদ্বোধন করেন বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের ডেপুটি চার্জ দ্যা এ্যাফেয়ার্স মিস কনসটানজা জাহরিনজার। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলী এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ও সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার মুনীর হোসেনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
-

কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাব নেতৃবৃন্দেরবিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ূজা মন্ডপ পরিদর্শন করেন কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের নের্তৃবৃন্দ। রবিবার (২৫ অক্টোবর) বিকালে বহেরা, পূর্ব কুলিয়া, উত্তর পারুলিয়া সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, যুগ্ন সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, অর্থ সম্পাদক রমজান মোড়ল, দপ্তর সম্পাদক আবীর হোসেন লিয়ন, ক্রীয়া ও সাং¯কৃতিক সম্পাদক আশরাফুল আলম বাদল, সদস্য এস.এম মজনুর রহমান, আক্তার হোসেন ও মনজুর কাদির প্রমুখ। বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে জানা যায়, উপজেলার প্রত্যেকটি পূজা মন্ডপে প্রশাসনের হস্তক্ষেপে শান্তিপূর্ন ভাবে পূজা উৎযাপন অনুষ্ঠিত হচ্ছে।
-

কুলিয়ায় সাবেক ইউপ চেয়ারম্যান’র বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
দেবহাটা সংবাদদাতা: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাবেক জেলা আওয়ামমীলীগের অর্থ সম্পাদক ও কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুল হক। রবিবার বিকালে (২৫অক্টোবর) কুলিয়া ইউনিয়নের বহেরা, পূর্ব কুলিয়া হিজিল ডাঙ্গা, শ্যামনগর, টিকেট ও সুবর্নাবাদ সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে সাবেক চেয়ারম্যেন আসাদুল হকের সাথে আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক আজহারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আ”লীগের সাবেক সাধারন সম্পাদক বিধান বর্মন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রমজান মোড়ল, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বকুল হোসেন, দেবহাটা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য পরান চন্দ্র আ”লীগ নেতা শরীফ, বাবু, শফিকুল ইসলাম ভুট্ট প্রমুখ।
-

পারুলিয়া ও ভোমরায়অসহায় ব্যক্তিদের ঘর প্রদান
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফার নিজস্ব অর্থায়নে দেবহাটা উপজেলার পারুলিয়ায় ও সদরের ভোমরায় দুইজন অসহায় ব্যক্তির ঘর নিমার্ণ করে দেওয়া হয়েছে। গতকাল বিকালে এর শুভ উদ্বোধন করা হয়। জানা যায়, পারুলিয়া ইউনিয়নের মাঝ পারুলিয়া গ্রামের অসহায় হত-দরিদ্র জিয়ারুল ইসলাম জিরু ও ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামের কওছার আলীকে পাঁকা ঘর নিমার্ণ করে দেন এই জেলা পরিষদ সদস্য। তিনি সর্বদা মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং তিনি সকলের কাছে দোয়া চান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য গনি, ফরহাদ হোসেন হিরা প্রমূখ।
-

দেবহাটায় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দেবহাটা বিজয়ী
দেবহাটা সংবাদদাতা: দেবহাটায় ৪ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে দেবহাটা আরআরপি ক্লাব বিজয়ী হয়েছে। দেবহাটার সখিপুর যুব সংঘের সার্বিব ব্যবস্থাপনায় সখিপুর কেবিএ কলেজ মাঠে বুধবার বিকাল ৪ টায় উক্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহম্মেদ। সখিপুরের বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম। উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহন করে দেবহাটার পাচপোতা আরআরপি ক্লাব ও অন্যদিকে অংশগ্রহন করে কালীগঞ্জ উপজেলা উত্তরশ্রীপুর জাগরনী ক্লাব। খেলায় ১-০ গোলে দেবহাটা বিজয়ী হয়। খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন নাছির উদ্দীন পিন্টু। তাকে সহযোগীতা করেন মিজানুর রহমান ও দিলীপ কুমার। এছাড়া তৃতীয় রেফারী হিসেবে ছিলেন রফিকুল। আগামী ২৫ অক্টোবর রবিবার একই মাঠে ভাড়–খালী প্রগতি সংঘ বনাম রামিন স্পোর্টস একাডেমীর মধ্যে ২য় খেলা অনুষ্ঠিত হবে। -

পারুলিয়া ভূমি অফিসের নতুন ভবনের ছাদ ঢালাই উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে ।
২০ অক্টোবর ( মঙ্গলবার) সকাল ১১ টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (এডিসি জেনারেল পদন্নোতি প্রাপ্ত) সাজিয়া আফরীন।
উক্ত নতুন ভবনের ছাদ ঢালাই উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান (সবুজ), দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা প্রকৌশলী বিরেন্দ্র নাথ হালদার, উপ সহকারী প্রকৌশলী এস এম সেলিম রেজা, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সধারন সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। -

দেবহাটায় মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময়
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় দূর্গাপূজা উপলক্ষ্যে দেবহাটা থানা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র।উক্ত সভায় পুলিশের পক্ষ থেকে দূর্গাপূজা শান্তিপূর্নভাবে ও সরকারী নির্দেশনা অনুযায়ী করতে নির্দেশনা প্রদান করা হয়।
দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর সঞ্চালনায় উক্ত মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। উক্ত মতবিনিময় সভায় উপজেলার ২১ টি মন্দির কমিটির সকল সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
দেবহাটায় মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময়
দেবহাটা প্রতিনিধি:দেবহাটায় দূর্গাপূজা উপলক্ষ্যে দেবহাটা থানা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র।উক্ত সভায় পুলিশের পক্ষ থেকে দূর্গাপূজা শান্তিপূর্নভাবে ও সরকারী নির্দেশনা অনুযায়ী করতে নির্দেশনা প্রদান করা হয়।
দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর সঞ্চালনায় উক্ত মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। উক্ত মতবিনিময় সভায় উপজেলার ২১ টি মন্দির কমিটির সকল সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। -

দেবহাটায় ফেন্সিডিলসহ ২ জন ও চুরি মামলায় আটক ১
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় থানা পুলিশের অভিযানে ৪৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন এবং চুরি মামলায় ১ জন আসামী আটক হয়েছে। ফেন্সিডিল গ্রেফতারের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলীর তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার বিপ্লব কুমার সাহা ও ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্রের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং-১৮/১০/২০২০ তারিখ এসআই(নিঃ) আবু হানিফ সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) রসিদুল ইসলাম এবং এএসআই(নিঃ)/ সোহেল উদ্দীন এর সহায়তায় দেবহাটার মাঝ সখিপুর গ্রামস্থ ফুটবল খেলার মাঠ সংলগ্ন জনৈক শফিকুল ইসলাম গাজীর বাড়ীর সামনে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের উপর ৪৪ বোতল ফেন্সিডিল সহ আসামী ১। মোফাজ্জেল (২৪), পিতা- আহমেদ আলী গাজী, সাং- নওয়াপাড়া, থানা- দেবহাটা ও ২। হারুন (২৬), পিতা- নজরুল মোড়ল, সাং- কাজলা কাশিবাটি, (এপি সাং শ্বশুর বাড়ি- নাংলা , নওয়াপাড়া, দেবহাটা), থানা-কালিগঞ্জ, উভয় জেলা-সাতক্ষীরাদের আটক করেন। তাদের বিরুদ্ধে এসআই আবু হানিফ দেবহাটা থানায় ৯ নং মামলা দায়ের করেছেন। এছাড়া অপর এক অভিযানে এসআই(নিঃ)/ আসিফ মাহমুদ চুরি মামলার হাসান আলী (৪০), পিতা-শমসের আলী সরদার, সাং- নওয়াপাড়া মির্জাপুর, থানা- পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন। আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। -

দেবহাটায় ধর্ষন ও মাদক বিরোধী মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় একতা ফাউন্ডেশনের আয়োজনে ধর্ষন ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে চলমান ধর্ষন, ও মাদকের বিরুদ্ধে ১৭ তারিখ (শনিবার) সকাল ১০ টায় সখিপুর মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দেবহাটা একতা ফাউন্ডেশনের সভাপতি শরিফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাজু ইসলাম রাজ এর পরিচালনায় উপস্থিত হিলেন দেবহাটা একতা ফাউন্ডেশন এর দেবহাটা ব্লাড ব্যাংক এর মডারেটর আব্দুল্লাহ আল মামুন ও সদস্য ফিরোজ হোসেন তুহিন ও রাসেল স্বাধীন ব্লাড ব্যাংক জয়েন্ট এডমিন জি এম তারেক ও স্বাধীন ব্লাড ব্যাংক এর সদস্য, সাতক্ষীরা ব্লাড ব্যাংক এর সসদ্যরাসহ দেবহাটা সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। এসময় মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে ধর্ষন এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং দেশে ধর্ষকদের কোন ঠাই নেই, যারা ধর্ষন করবে তারা যে দলেরই হোক না কেনো তাদেরকে আইনের আওতায় আনার আহবান জানান। -

দেবহাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন সংগঠনের অভিনন্দন
স্টাফ রিপোর্টার: দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে দেবহাটার বিভিন্ন সংগঠন।
শুক্রবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানান ও মিষ্টিমুখ করান। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সখিপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পৃথকভাবে প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবীর, তাঁতী লীগের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ুন কবীর হীম, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বরত আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা দেবহাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, বৃহষ্পতিবার উৎসব মূখর পরিবেশে সম্পূর্ন গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটে ভোটের মাধ্যমে দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ২০ জন ভোটারের মধ্যে প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ২০ ভোটের মধ্যে ১৬টি ভোট পেয়ে দেবহাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং কার্যনির্বাহী সদস্য পদে এসএম নাসির উদ্দীন ও এমএ মামুন প্রত্যেকে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
পাশাপাশি কোন প্রতিদ্বন্দী প্রার্থী নাথাকায় বিনা প্রতিদ্বন্দীতায় আব্দুর রব লিটু সভাপতি, রশিদুল আলম রশিদ সিনিয়র সহ-সভাপতি, আবু হুরাইরা ও প্রভাষক রাজু আহম্মেদ সহ-সভাপতি, মোমিনুর রহমান ও নির্মল কুমার মন্ডল যুগ্ম সম্পাদক, মীর খায়রুল আলম সাংগঠনিক সম্পাদক, কবির হোসেন অর্থ সম্পাদক, আজিজুল হক আরিফ দপ্তর সম্পাদক এবং আরাফাত হোসেন লিটন সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। -

দেবহাটায় কৃষি বিভাগের সহায়তায় দুগ্ধ খামার ও চাষাবাদে স্বাবলম্বী হয়েছে প্রতিবন্ধী মেহেদী
স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের ঘলঘলিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মেহেদী। বাবা-মা ও দুই ভাইয়ের সংসারের বড় ছেলে সে। জন্ম থেকেই মেহেদী সম্পূর্ন বাকপ্রতিবন্ধী এবং চল্লিশ শতাংশ শারীরিক প্রতিবন্ধী।
মেহেদী জন্মের পর কখনো কথা বলতে পারেনি, একই সাথে সম্ভবত পুষ্টিহীনতার কারনে তার রয়েছে শারিরীক প্রতিবন্ধকতা। চলাফেরা করতে গেলেই সারা শরীর কাঁপতে থাকে মেহেদীর। প্রতিবন্ধী হওয়ার জন্য মেহেদী গত দুবছর আগেও মেহেদী তার পরিবারের কাছে বোঝা হয়ে ছিল। সহায় সম্বল বলতে বসতভিটা এবং মৎস্য চাষযোগ্য ছোট্ট একটি ঘের ছাড়া তেমন কিছুই ছিলোনা মেহেদীর পরিবারের।
বাক ও শারীরিক প্রতিবন্ধী মেহেদীকে নিয়ে তার পরিবার যখন সীমাহীন দুশ্চিন্তায় ভুগছিল ঠিক সেই সময়ে মেহেদীকে বুকে টেনে নেন দেবহাটার উপ সহকারী কৃষি অফিসার মোস্তাক আহমেদ।
তিনি মেহেদীকে স্বাবলম্বী করে তুলে একটি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গত দুই বছর ধরে নিরালস পরিশ্রম করে আসছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে তিনি একের পর এক প্রশিক্ষণ দিয়ে একজন দক্ষ দুগ্ধ খামারী এবং সফল সবজি ও মৎস্য চাষী হিসেবে মেহেদীকে গড়ে তুলেছেন। সঠিক উপায়ে কিভাবে মৎস্য ও সবজি চাষ এবং দুগ্ধ খামারের পরিচর্যা করতে হয়, তাও মোস্তাক আহমেদ নিজেই শিখিয়েছেন মেহেদীকে।
দীর্ঘ দু’বছর অক্লান্ত প্রচেষ্টার পর উপ সহকারী কৃষি অফিসার মোস্তাক আহমেদের উদ্যোগটি সফলতা পেয়েছে। প্রতিবন্ধী মেহেদী এখন তাদের মৎস্য ঘেরে মাছ চাষ এবং একই সাথে ঘেরের ভেড়ি ও বসত বাড়ির আঙ্গিনাতে বিভিন্ন ধরনের সবজি চাষ করছে। সে এখন একজন দক্ষ কৃষক।
ঘেরে মাছের খাদ্য দেওয়া, সবজির পরিচর্যাসহ যাবতীয় কাজ নিজে হাতেই করছে মেহেদী। পরিবারের দারিদ্রতা লাঘবের জন্য বাড়ীতেই স্বল্প পরিসরে একটি দুগ্ধ খামার গড়ে তুলেছে সে। ওই খামারে বাচ্চাসহ একটি গাভীও রয়েছে মেহেদীর।
গাভীর জন্য নিয়মিত ঘাস ও খড় কাটা, এমনকি গাভীর পরিচর্যা থেকে শুরু করে দুধ দোহনের যাবতীয় কাজ অনায়েসেই করছে মেহেদী।
উপ সহকারী কৃষি অফিসার মোস্তাক আহমেদ তার পাশে থাকায় এবং কৃষি বিভাগের মাধ্যমে একের পর এক প্রশিক্ষন দেয়ার জন্য আজ মেহেদীতে একজন দক্ষ সবজি ও মৎস্য চাষী এবং দুগ্ধ খামারী হিসেবে গড়ে তোলা সম্ভব হয়েছে বলে জানান মেহেদীর বাবা আবুল কাশেমসহ পরিবারের সদস্যরা।
প্রতিবন্ধী হওয়া স্বত্ত্বেও কেবলমাত্র মানুষের ইচ্ছা শক্তি এবং প্রচেষ্টা থাকলেই যে সকল প্রতিবন্ধকতা জয় করে পরিবার, সমাজ ও দেশের জন্য কাজ করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত দেবহাটার মেহেদী। সে এখন স্বাবলম্বী। সে আজ আর পরিবারেরও বোঝা নয়, সমাজেও বোঝা নয়। -

দেবহাটার গাজীরহাট বাজারে সিসি ক্যামেরা স্থাপনে আলোচনা সভা
স্টাফ রিপোর্টার: চুরি, ডাকাতি, মাদকদ্রব্য বিকিকিনিসহ বিভিন্ন অপরাধ নির্মূল এবং সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দেবহাটার গাজীরহাট বাজারে সিসি ক্যামেরা স্থাপনের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় গাজীরহাট বাজার পরিচালনা কমিটির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বাজার কমিটির সাধারণ সম্পাদক ইমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী গোলাম ওয়ারেশ, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, আজগর আলী প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার গুরুত্বপূর্ন ও জনসমাগম এ বাজারের নিরাপত্তা বৃদ্ধি, অপরাধ নির্মূল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সম্প্রতি দেবহাটা থানা পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেয়া হয়। কিন্তু সিসি ক্যামেরা স্থাপন ও নিয়ন্ত্রন বেশ ব্যায়বহুল হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েন। পরবর্তীতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মুজিবর রহমান ইউনিয়ন পরিষদের অর্থায়নে বাজারটিকে সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নেন। শীঘ্রই এ উদ্যোগটির বাস্তবায়ন হিসেবে গাজীরহাট বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান।