দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরে অছেল আলী মোল্যা (৫৫) নামের এক নিরীহ বৃদ্ধার ডিসিআরকৃত ৮০ শতক জমি দখল করে রেখেছে প্রভাবশালী কয়েক জন জামায়ত নেতা। এঘটনায় ক্ষতিগ্রস্থ নিরীহ বৃদ্ধ তার ডিসিআরকৃত জমি পুনরুদ্ধারের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। গত ৯ ডিসেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের কাছে জমি পুনরুদ্ধারের দাবী সম্বলিত লিখিত আবেদন করেন বৃদ্ধ অছেল আলী মোল্যা। তথ্য মতে, নিরীহ বৃদ্ধ অছেল আলী মোল্যা দেবহাটার সখিপুর মৌজার ১২০৬ খতিয়ানের ১৩৫৮ দাগের ৮০ শতক সরকারী জমি ১৯৭৪ সালে ডিসিআর নিয়ে সরকারী ইজারা পরিশোধ করে ভোগদখল করে আসছিলেন। কিন্তু বিগত কয়েকবছর ধরে সখিপুরের প্রভাবশালী জামায়ত নেতা মৃত নূর আলী মিস্ত্রীর ছেলে রেজাউল ইসলাম ও মনিরুজ্জামান উক্ত জমিটি জোর পূর্বক দখল করে নিয়েছে। জবরদখলকারীরা প্রভাবশালী হওয়ায় এবং অব্যাহত হুমকি ধামকির কাররে অনেক প্রচেষ্টা করেও নিরীহ বৃদ্ধ অছেল আলী মোল্যা ভয়ে তার ডিসিআরকৃত জমিটি পুনরুদ্ধার করতে পারছেননা। এদিকে বিগত ১৯ সেপ্টেম্বর ১৭ তারিখে দেবহাটা উপজেলা নির্বহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনার হাফিজ-আল-আসাদ উক্ত জমির ইজারার টাকা পরিশোধ করে জমিটি পুনরায় ডিসিআর নেয়ার জন্য বৃদ্ধ অছেল আলী মোল্যাকে লিখিতভাবে নোটিশ করেন। এঘটনার পর বৃদ্ধ অছেল আলী মোল্যা ইজারার টাকা পরিশোধ করে জমিটি পুনরায় ডিসিআর নেয়ার জন্য দেবহাটা একাধিকবার দেবহাটা এসিল্যান্ড অফিসে গেলে তৎকালীন দায়িত্বরত ভূমি সহকারী আব্দুল হাকিম অভিযুক্ত জামায়ত নেতাদের দ্বারা প্রভাবিত হয়ে বৃদ্ধ অছেল আলীকে ডিসিআর গ্রহনে সহযোগীতা না করে হয়রানী করতে থাকে। পরবর্তীতে দূর্নীতির অভিযোগে উক্ত অভিযুক্ত ভূমি সহকারী আব্দুল হাকিমকে অন্যত্র বদলী করেন জেলা প্রশাসক। বর্তমানে একমাত্র সম্বল উক্ত ডিসিআরকৃত জমিটি প্রভাবশালী জামায়ত নেতাদের জবরদখলে থাকায় পথে বসেছে অসহায় বৃদ্ধ অছেল আলী ও তার পরিবার। তাই উক্ত জমিটি পুন: ডিসিআর গ্রহনসহ জবর দখলকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়ে পুনরুদ্ধারের দাবী জানিয়েছে অসহায় পরিবারটি।
Category: দেবহাটা
-

আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা
নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা বুধবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মোঃ ইয়াছিন আলী, র্যাব-৬ এর সাতক্ষীরার ক্যাম্প কমান্ডিং অফিসার মেজর মাহবুব ও সাতক্ষীরা জেলা আনসার ভিডিপির জেলা এ্যাডজুট্যান্ট কে.এম মনিরুল ইসলাম। প্রধান অতিথি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল আগামী সংসদ নির্বাচন দেশের মধ্যে সাতক্ষীরা জেলায় একটি মডেল ভোট করার ঘোষনা দিয়ে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে মানুষ যেন নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। বিগত ১৩ সালের আর পুনরাবৃত্তি ঘটবেনা উল্লেখ করে জেলা প্রশাসক সকল প্রকারের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার সাজ্জাদুর রহমান তার বক্তব্যে বাংলাদেশ যাতে আগামীতে আরো এগিয়ে যায় সেজন্য সকলকে কাজ করার আহবান জানান। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আইনশৃঙ্খলা সভায় দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সদস্য ইয়ামিন আলী সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।
-

দেবীশহর আওয়ামীলীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া দেবীশহর ফুটবল মাঠে আওয়ামীলীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হকের পক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১২টায় ইউপি সদস্য আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, আকবার আলী, সখিপুর ইউপি সদস্য আবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল খায়ের তারু, আল্পনা অধিকারী, নুরুজ্জামান, যুবলীগ নেতা মোমিনুর রহমান, এসএম নাসির উদ্দীন, মহিদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সচিব কামরুজ্জামান।
-

দেবহাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। ৩১ বার তোপধ্বনির মাধ্য দিয়ে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শহীদ মিনার দেবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দেবহাটা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রাশাসন, উপজেলা পরিষদ, দেবহাটা থানা, দেবহাটা উপজেলা আওয়ামীলীগ, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা জাতীয় পার্টি, দেবহাটা প্রেস ক্লাব, রিপোর্টাস ক্লাব, দেবহাটা উপজেলা যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, দেবহাটা কলেজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে দেবহাটা হাই স্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ, দেবহাটা থানা অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে¬ পরির্দশন করেন অতিথিবৃন্দ। ডিসপ্লে শেষে উপজেলা মুক্তমঞ্চে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযুদ্ধের ইতিহাস শীর্ষক আলোচনা সভা, বীরঙ্গনা, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনারুল হক, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওহাব, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু, কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা অধির কুমার গাইন, সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণাব কুমার মল্লিক, প্রাণী সম্পাদ কর্মকর্তা বিষ্ণপদ বিশ্বাস, একটি বাড়ি একটি খামারের উপজেলা সমন্বয়কারী মুক্তারানী মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারন সম্পাদক বিজয় ঘোষ, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের সভাপতি আব্দুর রাজ্জাক রনি, সাধারন সম্পাদক সাইফুজ্জামান প্রিন্স প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্র্তা নাজমুন নাহার। অনুষ্ঠান শেষে অতিথিরা স্বাধীতনা সংগ্রামের ৯নং সাব সেক্টরের কমান্ডার মরহুম ক্যাপ্টেন শাহাজান মাস্টারের কবর জিয়ারত করেন।এছাড়াও সখিপুর প্রতিনিধি জানান যে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন দেবহাটা প্রেসক্লাব ও রিপোর্টাস ক্লাবের নের্তৃবৃন্দরা। সকাল সাড়ে ৭টায় পুষ্পমালা অর্পন শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী ও উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি রশিদুল আলম রশিদ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারন সম্পাদক আব্দুর রব লিটু, যুগ্ন-সাধারন সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এমএ মামুন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল্যাহ- আল মাসুদ, কার্য্য নির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম, আজিজুল হক আরিফ, এস এম নাসির উদ্দীন, আবু হুরাইরা, নির্মল কুমার মন্ডল, রুহুল আমিন, ডাঃ অহিদুজ্জামান, আবির হোসেন লিয়ন প্রমুখ।
-

সাংবাদিক কার্যালয় ও প্রাণকেন্দ্র লুটের প্রতিবাদে দেবহাটায় প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরায় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘প্রাণকেন্দ্র’ ও দেশ টিভি-বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি’র সাংবাদিক কার্যালয় লুটের প্রতিবাদে দেবহাটায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় দেবহাটা প্রেসক্লাব এ মানববন্ধন সমাবেশের আয়োজন করে। সমাবেশে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহবের সভাপতিত্বে রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব লিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, কার্যনির্বাহী সদস্য আবু হুরাইরা, রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাংবাদিক এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, কবির হোসেন, নির্মল কুমার মন্ডল প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে সাংস্কৃতিকমনা ব্যক্তিরা একাত্বতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন। উল্লেখ্য গত ২০ নভেম্বর মঙ্গলবার সাতক্ষীরার বনানী মার্কেটে অবস্থিত সাতক্ষীরায় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘প্রাণকেন্দ্র’ ও দেশ টিভি- বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমনের কার্যালয়টি তালাবদ্ধ থাকা অবস্থায় ভেঙে লুট করে নিয়ে যায় স্থানীয় সন্ত্রাসী ও চিহ্নিত সোনাচোরাকারবারী কামরুজ্জামান বুলু ও তার সন্ত্রাসীরা। মার্কেট মালিক আব্দুল জলিল ও বুলু’র মধ্যে বিরোধ থাকলেও এর সাথে প্রাণকেন্দ্রের কোন বিরোধ ছিল না। বিনা কারণে এধরনের ঘটনা ঘটার প্রতিবাদে সাতক্ষীরার সাংবাদিকরা ও সাংস্কৃতিক সংগঠকরা এর প্রতিবাদে নেমে পড়ে। সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যম কার্যালয়ে যারা হামলা ও লুট করে তারা মানবতার দুশমন। সাংবাদিক কার্যালয়ে হামলা ও লুটের ধৃষ্টতা দেখানোর ঘটনা এটি একটি দুঃসাহস। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং দোষীদের কাছ থেকে ক্ষতিপূরণ নিতে হবে। এক দশ দিন পেরিয়ে গেলেও দোষী সোনাচোরাকারবারী বুলু ও তার সন্ত্রাসীরা শাস্তির আওতায় না আসায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। চিহ্নিত একটি সোনাচোরাকারবারী ও মৌলবাদের মোড়ল সাংবাদিক কার্যালয়ে লুট করে পার পেয়ে যাবে ব্যাপারটা এতোটা সহজ নয়। সোনাচোরাকারবারী কতৃক এ লুটের প্রতিবাদে চলমান আন্দোলন সর্বত্র ছড়িয়ে দেয়ার ব্যাপারে অঙ্গীকার করেন সকল সাংবাদিক নেতৃবৃন্দ। প্রসঙ্গত বিডি নিউজ, দেশ টিভি প্রতিনিধি’র ব্যক্তিগত কার্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রাণকেন্দ্র ভাংচুর করে জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। ভবনের কক্ষটি ভাড়া প্রদান করেন পলাশপোলস্থ আব্দুল জলিল। আব্দুল জলিলের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে আলবারাকা শপিং মলের মালিক কামরুজ্জামান বুলু ও তার বাহিনী নিয়ে বনানী মার্কেটের ছাদ ভেঙে ক্যামেরা, ল্যাপটব, হারমোনিয়াম, তবলা, বয়া, ট্রাইপড, চেয়ারসহ মুল্যবান জিনিস দিন দুপুরে লুট করে নিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও সাবেক সাধারণ সম্পাদক মমতাজ বাপীসহ সাংবাদিক নেতৃবৃন্দ। উল্লেখ্য এই কার্যালয়েই শিল্প সাহিত্যসহ বিডি নিউজ পরিচালিত হ্যালো’র শিশু সাংবাদিকতার বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
-

দেবহাটার ইউএনও রুপসী ম্যানগ্রোভের পিচের রাস্তার উদ্বোধন
দেবহাটা ব্যুরো ॥ দেবহাটার ইছামতি নদীর পাশে শীবনগর এলাকায় চিত্ত বিনোদনের জন্য উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তৈরী করা “রুপসী ম্যানগ্রোভ দেবহাটা” যাওয়ার জন্য পিচের রাস্তা তৈরী কাজের উদ্বোধন করলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় সুশীলগাতী থেকে শীবনগর হয়ে রুপসী ম্যানগ্রোভ পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তাটির উদ্বোধনের মাধ্যমে এই এলাকার মানুষের দীর্ঘদিনের চাওয়া পূরন হতে চলেছে। সাতক্ষীরা জেলার তালা উপজেলার মেসার্স রোশনী ইন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান দেবহাটা এলজিইডির তত্ত্বাবধানে আইআরডিপি-২ প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটির কাজ করছেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক কে.এম রেজাউল করিম, ঠিকাদারী প্রতিষ্ঠানের তপন কুমার, ম্যানগ্রোভের ম্যানেজার দিপঙ্কর ঘোষ বাবু, ইউপি সদস্য মোক্তার আলী সহ এলাকার জনগন উপস্থিত ছিলেন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের নির্দেশনায় এই বিনোদন কেন্দ্রটিকে আরো নান্দনিক ও নয়নাভিরাম করে একটি সৌন্দর্যপূর্নভাবে মানুষের চিত্ত বিনোদনের জন্য গড়ে তুলতে ইতিমধ্যে ট্রেইল নির্মান ও দিঘীতে প্যাডেল বোর্ড দেয়া, পাকা বেঞ্চ নির্মান, ম্যানগ্রোভের মধ্যে কৃত্রিমভাবে বিভিন্ন পশু পাখি তৈরী, শিশুদের বিনোদনের জন্য দোলনা নির্মান সহ বিভিন্ন কাজ সম্পন্ন করা হয়েছে। এখানে আগত বিভিন্ন দূর-দূরান্ত আসা পর্যটক ও এই এলাকার মানুষদের যাতায়াতের জন্য পাকা রাস্তা তৈরী করার জন্য দীর্ঘদিন তারা দাবী জানিয়ে আসছিল। এই রাস্তা উদ্বোধনের মাধ্যমে তাদের সেই দাবী পূরন হলো। ভারত-বাংলাদেশ বিভাজনকারী ইছামতি নদীর কুল ঘেষে দেবহাটা উপজেলার শীবনগর গ্রামে গত কয়েক বছর আগে মানুষের চিত্ত বিনোদনের লক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয় “রুপসী ম্যানেগ্রাভ” বিনোদন কেন্দ্র। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ জানান, রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি দেবহাটা উপজেলার শিবনগর মৌজার ১ নং খতিয়ানের ৩৯৮ নং দাগের ইছামতি নদীর তীরে জেগে ওঠা চরভূমি। যার আয়তন ৩১.৪৬ একর (০৭ একর পুকুরসহ)। দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে ওঠা ম্যানগ্রোভ বন সাতক্ষীরা জেলার বর্তমানে একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। এ পর্যটন কেন্দ্রে রয়েছে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি ও নানা ফলদবৃক্ষ। দুরদুরান্ত থেকে দেশী ও বিদেশী পর্যটকরা এসে বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর সৌন্দর্য এবং রুপসী দেবহাটা ম্যানগ্রোভ বনের অপরুপ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন। পর্যটকদের আগমন আরো বেশী করতে এই রাস্তা নির্মান করা হচ্ছে এবং ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি আরও আকর্ষনীয় করা হলে সরকারি রাজস্ব আরো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেবহাটা উপজেলা তথা সাতক্ষীরা জেলার সুনাম বয়ে আনবে বলে তিনি জানান। আগামী ৩০ শে জুন ২০১৯ তারিখে রাস্তাটির কাজ শেষ হবে বলে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক তপন কুমার জানিয়েছেন।
-

ডাঃ রুহুল হক কে শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতারা
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা-৩ আসনে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ. ফ. ম. রুহুল হক পুনরায় নৌকা প্রতিকের মনোনয়ন পাওয়ায় সাতক্ষীরার সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির পক্ষ থেকে কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গতকাল রাতে রুহুল হকের বাসভবনে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির আহবায়ক শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম আহবায়ক জে এম ফাত্তাহ, কাজী আক্তার হোসেন, সদস্য সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু, নূর ই আলম সিদ্দিকী মুকুল, মোঃ সালাউদ্দীন আল আজাদ, আব্দুল্লাহ আল মাসুদ, সাংবাদিক মাসুদ আলী, পলাশ হোসেন, হোসেন মাহমুদ ক্যাপ্টেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় রুহুল হক এমপি সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, আসন্ন মহান জাতীয় নির্বাচনে শেখ হাসিনা যাদের নৌকা প্রতিক দিয়েছেন দলের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে যেয়ে নৌকা প্রতিককে বিজয়ী করে শেখ হাসিনা সরকারকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান তিনি। -
এবার দূর্গাপূজায় হচ্ছে না দুই বাংলার মিলন মেলা
মশাল ডেস্ক: এবার দূর্গাপূজায় বাংলাদেশ ও ভারতের মধ্যে মিলনমেলা হচ্ছে না। দেশের স্ব-স্ব সীমানায় প্রতিমা বিসর্জন করতে হবে। রবিবার সাকলে সাতক্ষীরার দেবহাটা সীমান্তের বিপরীতে ভারতের টাকী বিএসএফ ক্যাম্পে বিজিবি-বিএসএফ পর্যায়ের পতাকা বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিজিবির টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম।
তিনি জানান, দূর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় দেশের স্থানীয় উর্দ্ধতন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দশমীর দিন দু’দেশের মধ্যকার মিলনমেলা নিয়ে আলোচনা করা হয়। দু’দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবছর দু’দেশের মধ্যে মিলনমেলা না হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিজয়া দশমীর দিনে কোন নৌকা নদীর সীমানা অতিক্রম করতে পারবেনা। এছাড়া সীমান্ত পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে বেধে দেয়া সময়ের মধ্যে সকল নৌকাকে নদী থেকে ফিরে আসতে হবে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী প্রমুখ।
ভারতের পক্ষে ছিলেন এসডিপিও মহাকুমা অফিসার আশিষ মর্জি, হাসনাবাদ থানার ওসি সাহেব রাও, টাকী বিএসএফ ক্যাম্পের সিও প্রেম সিংহ, এসআই দেবদুলাল মন্ডল, টাকী পৌরসভার মেয়র সোমনাথ চট্টপাধ্যায়, বিএসএফের পোস্ট কমান্ডার হুসিয়ার সিংহ প্রমুখ।
-
দেবহাটায় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সখিপুর প্রতিনিধি: দেবহাটায় দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শ্রমিকলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বর থেকে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপ-শহর প্রদক্ষিণ করে।
র্যালি শেষে শহীদ আবু রায়হান চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পারুলিয়া ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোনতাজ উদ্দীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব ও ইউপি সদস্য আকবর আলী, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, এশারাত আলী, আয়ুব হোসেন, কবির হোসেন, মনিরুল ইসলাম, আব্দুল হাকিম বাবু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরমান, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা মাছুরা সাথী, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, কুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি পরান চন্দ্র সরকার, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব অজিয়ার রহমান, সখিপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল গাজী, দেবহাটা সদর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কুলিয়া ৯নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবাষিকীর কেক কাটেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ।
-
জেলায় পুলিশের বিশেষ অভিযানে আটক-৫৬
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলাব্যাপী বিশেষ অভিযান চালিয়ে পাঁচ মাদক মামলার আসামি ও বিএনপি-জামায়াতের পাঁচ নেতা-কর্মীসহ ৫৬ জনকে আটক করা হয়েছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ফেন্সিডিল ও ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য।
বুধবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে এসময় ৬টি মামলা দায়ের করা হয়েছে।
এ অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানার ৫ জন, কালিগঞ্জ থানার ৭ জন, শ্যামনগর থানার ৯ জন, আশাশুনি থানার ৭ জন, দেবহাটা থানার ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। -

নৌকায় ভোট চেয়ে কুলিয়ার বহেরায় ছাত্রলীগের লিফলেট বিতরণ
শাহিনুর ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচারণার উদ্বোধন করেন দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ।
উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন সম্পাদক এনামুল হাসান সবুজের নেতৃত্বে বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রচারণা চালাচ্ছে ও মানুষের কাছে কাছে গিয়ে লিফলেট বিতরণ করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরাসহ নৌকায় ভোট চাচ্ছেন।
সাধারন মানুষেরা তাদের প্রচারণায় বেশ সাড়া দিচ্ছেন। রবিবার কুলিয়ার ১নং ওয়ার্ড বহেরা থেকে শুরু করে এলাকার মানুষের কাছে গিয়ে লিফলেট বিতরন সহ নৌকার পক্ষে ভোট চান ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে প্রচারণনায় অংশ নেন কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল মমিন, উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক মো: সবুজ ইসলাম(ছোট), বহেরা ওয়ার্ড সভাপতি রায়হান, সাধারণ সম্পাদক শিমুল হাসান, সজীব হাসান ও বিপুল হাসান প্রমূখ। তারা বলেন, ২০১৩ সালের সেই দিনটা আমরা আর দেখতে চাইনা।
বিজয়ের যে ধারা শুরু হয়েছে, সেই ধারা অব্যাহত থাকবে। বিজয়ের এ ধারাই ২০২১ সালে মধ্যম আয় ও ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। আমরা বিজয়ের চূড়ান্ত লক্ষে পৌঁছাবো ইনশাল্লাহ।
-
জেলায় ৮ জামায়াত নেতা-কর্মীসহ গ্রেফতার ৬৮
মোঃ মুশফিকুর রহমান (রিজভি): সাতক্ষীরা জেলাব্যাপি বিশেষ অভিযান চালিয়ে ৮ জামায়াত নেতা-কর্মী এবং ৪ মাদক মামলার আসামিসহ বিভিন্ন মামলার ৬৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জুলাই) সন্ধ্যা থেকে শনিবার (২৮ জুলাই) সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ অভিযান থেকে উদ্ধার করা হয়েছে ২০পিস ইয়াবা, ৪৯০ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাঁজা এবং একটি মোটরসাইকেল।
অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জামায়াতকর্মীসহ ১৬ জন, কলারোয়া থানা থেকে ২০পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজাসহ ৮ জন, তালা থানা থেকে ২ জন, কালিগঞ্জ থানা থেকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ ৯ জন, শ্যামনগর থানা থেকে উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফারুক হোসাইনসহ ১৫ জন, আশাশুনি থানা থেকে ২ জন, দেবহাটা থানা থেকে ২ জন এবং পাটকেলঘাটা থানা থেকে ১ জামায়াতকর্মীসহ ২ জনকে আটক করা হয়।আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬৮ আসামিকে আটক করা হয়েছে।
-
জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭ জামায়াত-শিবিরকর্মীসহ আটক ৭২
মোঃ মুশফিকুর রহমান (রিজভি): সাতক্ষীরা জেলাব্যাপি বিশেষ অভিযান চালিয় ৭ জামায়াত-শিবিরকর্মীসহ ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার আট থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গত মঙ্গলবার (২৪ জুলাই) সন্ধ্যা থেকে (২৫ জুলাই) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযান থেকে উদ্ধার করা হয়েছে ২০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা এবং বেশ কিছু জিহাদী বই।অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ২০পিস ইয়াবা, বেশ কিছু জিহাদী বই ও প্রচারপত্রসহ ২৪ জনকে আটক করা হয়েছে যার মধ্যে ৪ জন জামায়াত-শিবিরকর্মী। কলারোয়া থানা থেকে ১০০গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে ৭ জনকে। ৪ জামায়াত-শিবিরকর্মীসহ মোট ৮ জনকে আটক করা হয়েছে তালা থানা থেকে। এ থানা থেকে উদ্ধার করা হয়েছে ৬টি জিহাদী বই। এছাড়াও কালিগঞ্জ থানা থেকে ৯ জন, শ্যামনগর থানা থেকে ১১ জন, আশাশুনি থানা থেকে ১ জামায়াতকর্মীসহ ৮ জন, দেবহাটা থানা থেকে ৩জন এবং পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার সবকটি থানায় অভিযান চালিয়ে বেশকিছু জিহাদী বই ও প্রচারপত্র সহ ৭ জামায়াত-শিবিরকর্মীসহ মোট ৭২ জনকে আটক করা হয়েছে। -
জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭ জামায়াতকর্মীসহ আটক-৬১
মোঃ মুশফিকুর রহমান (রিজভি): সাতক্ষীরা জেলাব্যাপি বিশেষ অভিযান চালিয়ে ৭ জামায়াতকর্মী এবং ২ জন মাদক মামলার আসামীসহ ৬১জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুলাই) সন্ধ্যা থেকে রবিবার (২২ জুলাই) সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ অভিযান থেকে বেশ কিছু মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জামায়াতকর্মীসহ ২৩ জন, কলারোয়া থানা থেকে ১০০ গ্রাম গাজাসহ ৯ জন, তালা থানা থেকে ৫ জন, কালিগঞ্জ থানা থেকে ৪ জন, শ্যামনগর থানা থেকে ৮ জন, আশাশুনি থেকে ১ জামায়াতকর্মী এবং ১০০ গ্রাম গাজাসহ ৭ জন, দেবহাটা থানা থেকে ২ জন এবং পাটকেলঘাটা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামীসহ মোট ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।
-

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াতকর্মীসহ গ্রেফতার ৬০
মোঃ মুশফিকুর রহমান (রিজভি): সাতক্ষীরা জেলাব্যাপি বিশেষ অভিযান চালিয়ে জামায়াতকর্মী ও মাদক মামলার আসামীসহ ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৮ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।অভিযানে ২২ পিস ইয়াবা, ১৪০ বোতল ফেন্সিডিল, ৪০২ গ্রাম গাজা এবং ১৯ বোতল মদ উদ্ধার করা হয়েছে। বিভিন্ন অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে।অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১৮ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ১০ জন, শ্যামনগর থানা থেকে ১৮ জন, আশাশুনি থানা থেকে ৮ জন, দেবহাটা থানা থেকে ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ১ জামায়াতকর্মীসহ ৪ জনকে আটক করা হয়।সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। -

জেলাব্যাপি পুলিশের বিশেষ অভিযানে ২ জামায়াতকর্মীসহ গ্রেফতার ৫৫
মোঃ মুশফিকুর রহমান (রিজভি): সাতক্ষীরা জেলাব্যাপি বিশেষ অভিযান চালিয়ে ২ জামায়াতকর্মী ও ৮মাদক মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৮ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে ২২ বোতল ফেন্সিডিল ও ১১০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। বিভিন্ন অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে সাতক্ষীরা সদর থানা জামায়াতের ১ সুরা সদস্যসহ ১৭ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানার ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের রোকনসহ ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ৭ জন, শ্যামনগর থানা থেকে ১১ জন, আশাশুনি থানা থেকে ৫ জন, দেবহাটা থানা থেকে ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
-
সাতক্ষীরার দেবহাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
মোঃ মুশফিকুর রহমান (রিজভি): সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুরে অজ্ঞাত এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কোমরপুরের ডাক্তার আব্দুল খালেকের বাড়ির পাশ থেকে ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, গত ৩-৪ দিন অজ্ঞাত মহিলাটিকে কোমরপুর এলাকায় বিকারগ্রস্থ অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যায়। বৃহস্পতিবার সকালে ডাঃ আব্দুল খালেকের বাড়ির পাশে একটি গাছের নিচে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উপস্থিত হলে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা দেবহাটা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ লাশটি উদ্ধার করে।এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন জানান, অজ্ঞাত বৃদ্ধা মহিলার লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে সাতক্ষীরা সরকারি কবরস্থানে তাকে দাফন করা হবে।
-

দেবহাটায় বীর মুক্তিযাদ্ধা আব্দুল আজিজের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বীর মুক্তিযাদ্ধা আব্দুল আজিজের ইন্তেকাল করেছেন (ইনালিল্লাহ………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দেবহাটা উপজেলার কামটা গ্রামর মৃত অজদ আলীর ছেলে। মুক্তিযাদ্ধা আব্দুল আজিজ মত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় আব্দুল আজিজ শনিবার ভাররাত ৩ টার দিকে ইন্তেকাল করেন।শনিবার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।এসময় দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, মুক্তিযোদ্ধা সাবুর আলীসহ বিভিন্ন মুক্তিযাদ্ধাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
