নিজস্ব প্রতিনিধি ঃ ‘উন্নত বিশ^কে এই মরণঘাতী করোনা ভাইরাস ধ্বংশ করে দিয়েছে। হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আপনারা করোনা পরিস্থিতি নিয়ে অবশ্যই বিশে^র বর্তমান অবস্থা জানেন। উন্নত দেশগুলো করোনা ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে। মরণঘাতী করোনা প্রতিরোধে এখনও যদি আমরা সচেতন ও সজাগ না হই তাহলে আমাদের অবস্থা হবে ভয়াবহ। সকলের কাছে অনুরোধ আপনারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ও স্বাস্থ বিধি মেনে চলুন। আপনাদের সন্তান ও পরিবারের স্বার্থে অস্তিস্থ্য টিকিয়ে রাখতে করোনা প্রতিরোধে সতর্ক ও সজাগ হতে হবে। সকলে করোনা প্রতিরোধে সচেতন হলে ইনশাল্লাহ আমরা করোনার বিরুদ্ধে জয়লাভ করবো।’ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৬টায় সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় পৌরসভা চত্বরে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে কর্মহীন ইজিবাইক চালকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন।’
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহ্ উদ্দীন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জ্যোৎ¯œা আরা, শেখ শফিক উদ দৌলা সাগর, কাজী ফিরোজ হাসান, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম, অনিমা রানী মন্ডল, পৌরসভার সচিব মো. সাইফুল ইসলাম বিশ^াস, এসও সাগর দেবনাথ, ক্যাসিয়ার মো. জোহর আলী, স্টোর কিপার মীর নাসের প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সাতক্ষীরা পৌর এলাকার কর্মহীন ১শ’২০ জন ইজিবাইক চালকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সাতক্ষীরা পৌরসভার অন্তভূক্ত ৭ শতাধিক ইজিবাইক চালকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হবে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
Category: ত্রাণ
-

মরণঘাতী করোনা প্রতিরোধে এখনও যদি আমরা সচেতন ও সজাগ না হই তাহলে আমাদের অবস্থা হবে ভয়াবহ -এমপি রবি
-

সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে মাসব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি
গত ১০ তারিখে করোনা ভাইরাস এর কারণে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে মাসব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন কর হয়। খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী র উদ্ভোধনী অনুষ্ঠানটি সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি জনাব নাছিম ফারুক খান মিঠু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্ভোধন করেন পুলিশ সুপার জনাব মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার)। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মুনসুর আহমেদ, আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, সহ-সভাপতি শেখ কামরুজ্জামান মুকুল, পরিচালকবৃন্দ কাজী মনিরুজ্জামান মুকুল, মোঃ তাহমিদ সাহেদ চয়ন, আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, শেখ আবুল বাশার পিয়ার, মোঃ সহিদুল হোসেন, জি. এম. মনিরুল ইসলাম মিনি, মোঃ জাকির হোসেন লস্কর, সৈয়দ শাহিনুর আলী, শেখ কামরুল হক চঞ্চল, আলহাজ্ব শেখ মহাসিন, গোলাম আজম, দীনবন্ধু মিত্র, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মশিউর রহমান, আসাদুজ্জামান সেলিম, শেখ শাহীনুর রহমান বাবু অফিস স্টাফসহ অন্যান্য ব্যক্তিবর্গ। -

দেবহাটায় করোনার প্রভাবে অসহায় ও দুঃস্থদের মধ্যে ওসির খাদ্য সামগ্রী বিতরন
দেবহাটা প্রতিনিধি ॥ সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাাফিজুর রহমান (বিপিএম) বার এর নির্দেশনা মোতাবেক করোনা প্রতিরোধ ও সতর্কতা কার্যক্রম এবং করোনা ভাইরাসের কারনে কর্মহীন ও অসহায় দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের অংশ হিসেবে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার উদ্যোগে এবং এনসিসি ব্যাংকের প্রতিষ্টাতা পরিচালক দেবহাটার টাউনশ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আবুল কাশেমের অর্থায়নে মঙ্গলবার সকাল ১০ টায় ত্রান বিতরন অনুষ্ঠিত হয়। দেবহাটা থানা এলাকার ৫টি ইউনিয়নের বাছাই করা অপেক্ষাকৃত গরীব ও অসহায় কর্মহীনদের মধ্যে বাড়িতে বাড়িতে গিয়ে দিনহীন অসহায় কর্ম হারানো মানুষদের মধ্যে এই ত্রান তুলে দেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। এসময় দেবহাটা থানার ওসি (তদস্ত) উজ্জ্বল কুমার মৈত্র, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এস আই নয়ন চৌধুরী, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের কার্য্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী,কোষাধাক্ষ কেএম রেজাউল করিম,দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, এসআই আবু হানিফ, এসআই হেকমত আলী, এস আই আসিফ ইকবাল, প্রবীর কুমার, সুজিত বিশ^াস, এএসআই রাশিদুল ইসলাম প্রমুখ।এ সময় ওসি বিপ্লব কুমার সাহা বলেন, করোনা ভাইরাসের কারনে কেউ ভয় বা আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি সরকারের আদেশ মেনে অকারনে কাউকে বাড়ির বাইরে না আসা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, বেশী করে পানি পান করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। এমন এক দূর্যোগ মূহুর্তে সমাজের বিত্তশালীদের অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্য ওসি বিপ্লব কুমার সাহা আহবান জানান।
-

মধুমল্লারডাঙ্গী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিলেন সোহাগ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল’র পিছনে মধুমল্লারডাঙ্গী এলাকায় কর্মহীন হয়ে পড়া দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার রাতে এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী প্রদান করেন যুব আওয়ামী আইনজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ও সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি এড. তামিম আহমেদ সোহাগ। এসময় উপস্থিত ছিলেন মহব্বত হোসেন, মো. সেলিম, আশরাফ হোসেন, এম এ রাজ্জাক, সাইফুল, মিলন, সাগর, টিটু, রফিকুল ইসলাম প্রমুখ। -

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে করোনা ভাইরাস এর কারণে অসহায়, দরিদ্র, দুঃস্থ ও গরীব খেটে খাওয়া মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সকাল ১০টায় পৌরসভার ১ নং ওয়ার্ডের কাটিয়ায় সৌদি বাংলা ফিস ফিড অফিসের সামনে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি এম নুর ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, মহিলা উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা আওয়ামী রীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, নাগরিক অধিকার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সদস্য মোহাম্মদ আবু সায়ীদ, আশরাফুল করিম ধনী প্রমুখ। এসময় শতাধিক অসহায়, দরিদ্র, দুঃস্থ ও গরীব খেটে খাওয়া মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরনের করা হয়। সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে পাঁচশত পরিবারের মাঝে চাল, তেল, ডাল ও আলু নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। -
আশাশুনিতে প্রশাসনের ত্রাণ বিতরণ
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সদর ও বুধহাটায় অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা প্রশাসন ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আশাশুনি সদরে মানিকখালী গ্রামে ও বুধহাটা ইউনিয়নের চাপড়া গ্রামে করোনা ভাইরাসের কারনে বাড়িতে থাকা অসহায় পরিবারের মাঝে জেলা প্রশাসক মহোদয় প্রেরিত ত্রাণ সামগ্রী বিতরণ করেন। প্রতি প্যাকেটে চাউল ১০ কেজি, ডাল আধা কেজি, আলু ৩ কেজি, লবণ আধা কেজি ও তেল আধা কেজি রয়েছে। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
-

আনুলিয়ায় এমপি রুহুল হকের পক্ষে ত্রাণসামগ্রী বিতরণ
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ইউনিয়নের ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আনুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণসামগ্রী বিতরণ করেন, এমপি প্রতিনিধি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল। এসময় ত্রাণ নিতে আগত অসহায় মানুষের উদ্দেশ্যে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস মোকাবেলায় দেশবাসীকে সচেতন করার লক্ষ্যে আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি। সকলকে নিজ নিজ ঘরে থেকে ঘনঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া, অন্যান্য নির্দেশনা মেনে চলার মাধ্যমে ভাইরাসের হাত থেকে রক্ষা বাঁচতে সকলকে আহবান জানান। তিনি সকলকে বাড়িতে থাকতে অনুরোধ করেন এবং সরকার সকলকে সহায়তা প্রদান করে যাবে বলে আশ^াস প্রতদান করেন। প্রত্যেককে চাউল, ডাউল, লবণ, আলু, পেঁয়াজ, তেল ও সাবান প্রদান করা হয়। এসময় আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এসএম সাহেব আলী, আওয়ামীলীগ নেতা সাজ্জাদুর রহমান, মৃনাল সরকার, শ্রমিকলীগ দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
-

সাতক্ষীরা পৌরসভার প্রাণ সায়ের এলাকায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান
নিজস্ব প্রতিনিধি ঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর প্রাণ সায়ের এলাকায় কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (০৫ এপ্রিল) বিকাল ৩টায় পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর প্রাণ সায়ের এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান।
সরকারি বরাদ্ধকৃত ও সাতক্ষীরা পৌরসভার নিজস্ব বরাদ্ধকৃত অর্থায়ণে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের প্রাণ সায়ের এলাকায় ১শ’ ৩৫টি কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাাল, আলু ৩ কেজি, ডাল ১ কেজি ও হাত ধোয়ার জন্য ১টি করে সাবান দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স ও শহিদুল আরেফিন প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। -

করোনায় অসহায় ও দুস্থ তিনশত পরিবারের পাশে এ্যাড. তামিম আহমেদ সোহাগ
করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ৩০০ দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সাতক্ষীরা জর্জ কোর্টের এপিপি এ্যাড. তামিম আহমেদ সোহাগ।
শুক্রবার বিকালে তার নিজ এলাকার ৩০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণকালে এ্যাড তামিম আহমেদ সোহাগ বলেন, আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করবেন। খাদ্য সামগ্রী ফুরিয়ে গেলে আমাকে অবহিত করবেন। আমি আপনাদের দায়িত্ব নিয়েছি, খাদ্য সামগ্রী শেষ হলেই এবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো। আপনাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি নিয়মাবলী মেনে চলবেন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না, প্রয়োজনে বের হলে মাস্ক ব্যবহার করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশের বার্তাসমূহ মেনে চলুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সহ সভাপতি শেখ আজাদুল ইসলাম, এড. শেখ সিরাজুল ইসলাম, আমাদের সাতক্ষীরার নির্বাহী পরিচালক আব্দুর রহমান, সহকারী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান বাবু, মো. শেখ সিপার, হাফেজ মফিজুল ইসলাম, কাশেম, পাপন, মুকুল প্রমুখ। -

বুধহাটা ইউনিয়নে ৩৬৪ জনকে ত্রাণ সহায়তা প্রদান
আশাশুনি প্রতিনিধি : করোনা ভাইরাসের কারনে হোম কোয়ারিনটাইনে থাকা বুধহাটা ইউনিয়নের কর্মবিমুখ মানুষকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার বুধহাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস মহামারি আকার ধারন করায় সারা বিশে^র ন্যায় বাংলাদেশে সকল সরকারি প্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা, দেশের সকল মানুষকে বাড়িতে অবস্থান করার নির্দেশ প্রদান করা হয়। ২৬ মার্চ থেকে কর্মস্থল ছেড়ে বাড়িতে অবস্থানের ফলে শ্রমিজীবি মানুষ চরম বিপাকে পড়েছেন। এদের মধ্যে ভিক্ষুক, সেলুনি কাজে জড়িত ও চা দোকানদারকে প্রাথমিক ভাবে সহায়তা প্রদান করা হয়েছে। ইউনিয়নের ১১৫ জন ভিক্ষুককে চাউল, ডাউল, আালু, সাবান ইত্যাদি এবং চা দোকানদার ও সেলুন ব্যবসার সাথে জড়িত দু’ শতাধিক ব্যক্তিকে চাউল প্রদান করা হয়েছে। ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক প্রত্যেকের জন্য পৃথক পৃথক প্যাকেটে ত্রাণ সামগ্রী ভরে তাদের বাড়িতে বাড়িতে পৌছে দেন।
-

দরগাহপুরে ত্রাণের মালামাল বিতরণ
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে ত্রাণের মালামাল বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি। করোনা ভাইরাসের কারণে কর্মবিমুখ মানুষ গ্রহে অবস্থান করায় তারা খাদ্য সংকটে ভুগছেন। তাদরেকে খাদ্য ও ত্রাণ সহায়তা প্রদানের মাধ্যমে হোম কোয়াইনটাইনে রাখার সুব্যবস্থা করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে প্রেরিত খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন চেয়ারম্যান শেখ মিরাজ আলি। বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০০ ব্যক্তিতে ১০ কেজি করে চাউল, দু’দফায় ৯৫ ও ২২ জনকে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
-
সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডে শাহা পাড়ায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি ঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের শাহা পাড়ায় কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) বিকালে পৌরসভার ব্যবস্থাপনায় পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর সুলতানপুর শাহা পাড়ায় প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের ১শ’ ৮০টি কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাাল, আলু ৩ কেজি, ডাল ১ কেজি ও হাত ধোয়ার জন্য ১টি করে সাবান দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, শাহা পাড়া মন্দির কমিটির সভাপতি এ্যাড. অনিত মুখাজী, সাধারণ সম্পাদক বিপুল শাহা, কোষাধ্যক্ষ প্রবীর পোদ্দার প্রমুখ। -

সাতক্ষীরায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন অসহায় দরিদ্র, দূস্থ্য ও গরীব খেটে খাওয়া মানুষের পাশে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন
নিজস্ব প্রতিনিধি ঃ “করোনায় ভয় নয়, সচেতনতা গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লিংকটেক আইটি এর সিইও ইঞ্জিনিয়ার শামস্ ইশতিয়াক শোভন’র উদ্যোগে এবং জেলা ছাত্রলীগের সহযোগিতায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন অসহায় দরিদ্র, দূস্থ্য ও গরীব খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) বিকালে সাতক্ষীরা পৌরসভার ০২ নং ওয়ার্ডে মুনজিতপুর এলাকায় সাতক্ষীরা এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিজ ঘরে অবস্থানকারী খেটে খাওয়া মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান, সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী সাদিক দীপ, ছাত্রলীগ নেতা মো. আজমীর হোসেন ফারিব, স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শাহিনুর রহমান সাগর, সদস্য আল আমিন, বাবু, ইকবাল, মোমিন, মেহেদী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ড থেকে বাছাইকৃত কর্মহীন অসহায় দরিদ্র, দূস্থ্য ও গরীব খেটে খাওয়া পরিবারকে ৪ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পেয়াজ, ১ লিটার তেল ও হাত ধোয়ার জন্য ১ টি করে সাবান সম্বলিত খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন। -

এমপির পক্ষ থেকে রাতে নিম্নবিত্ত কর্মহীন পরিবারের মাঝে নিত্যপ্রজোনীয় খাদ্যসামগ্রী পৌচ্ছানো হয়
এমপির পক্ষ থেকে রাতে নিম্নবিত্ত কর্মহীন পরিবারের মাঝে নিত্যপ্রজোনীয় খাদ্যসামগ্রী পৌচ্ছানো হয়
নিজস্ব প্রতিনিধি ঃ ‘করোনা নিয়ে আতঙ্ক নয়, নিজ ঘরে অবস্থান করি, নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ রাখি, সচেতন হলেই করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থানকারী নিম্নবিত্ত-দরিদ্র মানুষদের মাঝে রাতেই বাড়িতে গিয়ে নিত্যপ্রজোনীয় খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়। এ সময় পক্ষ থেকে প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিম্নবিত্ত মানুষ যারা নিজ গৃহে কর্মহীন অবস্থায় থাকা পরিবারকে ১০ কেজি চাউল, ডাল ১ কেজি, আলু ২ কেজি, তেল ৫শ’ গ্রাম, লবণ ৫শ’ গ্রাম, পেয়াজ ৫শ’ গ্রাম, রসুন ২শ’৫০ গ্রাম ও হাত ধোয়ার জন্য সাবান প্রদান করা হয়। -

দারুস সালাম জামে মসজিদ কমিটির পক্ষ থেকে খাদ্য সমগ্রী বিতরণ
: করোনো ভাইরাস সংকটের এ সময়ে নিন্ম ও সল্প আয়ের কর্মহীন মানুষের মাঝে পুরাতন সাতক্ষীরা দারুস সালাম জমে মসজিদ কমিটির পক্ষ থেকে খাদ্য সমগ্রী বিতরণ করা হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ সাইরুল ইসলামের নির্দেক্রমে শুক্রবার ৩রা (এপ্রিল) বিকলে কমিটির সহ সভাপতি আলহাজ¦ মোঃ রুহুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহিম রিন্টুর নেতৃত্বে এলাকার নিন্ম ও সল্প আয়ের কর্মহীন প্রায় তিনশত পরিবারের বাড়িতে বাড়িতে যেয়ে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবণ ও ২পিছ জীবানু নাশক সাবান বিতরণ করা হয়।
এ সময় কমিটির সহসভাপতি ডা. শেখ সিরাজুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মির্জা হুমায়ুন কবির সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হেমায়েতুল ইসলাম রাজন, এহছানুল শরিফ সোহান, সংগঠনিক সম্পাদক শেখ আব্দুর রহিম আরোজ, সহ সংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মেজো,সহ কোষাধ্যক্ষ মোঃ আবু তোহা, ইসলামী ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হাসান, সদস্য শেখ আব্দুল কাদের ফিরোজ, মোঃ ইব্রাহিম হোসেনসহ দারুস সালাম জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডে কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি ঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর ঝিলপাড়া ওমর ফারুক জামে মসজিদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
সরকারি বরাদ্ধকৃত ও সাতক্ষীরা পৌরসভার নিজস্ব বরাদ্ধকৃত অর্থায়ণে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের ২শ’ ৫০টি কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাাল, আলু ৩ কেজি, ডাল ১ কেজি ও হাত ধোয়ার জন্য ১টি করে সাবান দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক কাজী মনিরুজ্জামান মুকুল, শেখ আব্দুর রাজ্জাক চঞ্চল, মিনহাজ, শাহাজান কবির সাজু, মিকাইল ইসলাম, মিজানুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ। -
আশাশুনিতে ২২ মেঃটন চাউল ও ১১০০ প্যাকেট খাদ্য বিতরণ
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে সরকারি ভাবে ২২ মেঃটন চাউল ও ১১০০ প্যাকেট খাদ্য বিতরণ ও হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার এসব সামগ্রী বিতরণ ও হস্তান্তর করেন।
করোনা ভাইরাসের কারনে মানুষ এখন হোম কোয়ারিনটাইনে কর্মহীন জীবন যাপন করছেন। খেটে খাওয়া দীনমজুর, সেলুন শ্রমিক, ভ্যান চালক, চা-ব্যবসার সাথে জড়িত ব্যক্তি, বিভিন্ন মিল-কারখানার শ্রমিকসহ বিভিন্ন কাজের সাথে জড়িত ব্যক্তিরা এখন শ্রমবিমুখ হয়ে পড়েছেন। তাদের পক্ষে সংসার নির্বাহ কঠিন হয়ে পড়েছে। এসব অসহায় মানুষের সহায়তা প্রদানের জন্য সরকার সহায়তা বরাদ্দ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বৃহস্পতিবার বিভিন্ন ইউনিয়নে নিজের তত্বাবধানে এবং ইউপি চেয়ারম্যানদের কাছে হস্তান্তরের মাধ্যমে ১১ শত প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসব প্যাকেটে ১০ কেজি করে চাউল, ৩ কেজি আলু, আধা কেজি লবণ, আধা কেজি ডাল, আধা লিটার তেল ও একটি সাবান রয়েছে। প্রতি ইউনিয়নে ৯৫ প্যাকেট করে প্রদান করা হয়েছে। এছাড়া ২২ মেঃ টন চাউল প্রদান করা হয়েছে। -

সুলতানপুরে এমপি রবির পক্ষ থেকে নিম্নবিত্ত পরিবারের মাঝে নিত্যপ্রজোনীয় খাদ্যসামগ্রী বিতরণ
সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে নিজ গৃহে অবস্থানকারী নিম্নবিত্ত-দরিদ্র মানুষদের মাঝে নিত্যপ্রজোনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর মল্লিক বাড়ির মাঠে খেটে খাওয়া নিন্মবিত্ত পরিবারের মাঝে এমপি রবির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সুলতানপুর কাঁচা বাজার সমিতির মেম্বার ও শাহী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বাবু’র নেতৃত্বে খেটে খাওয়া অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ৩শ’ ৩৫টি পরিবারকে চাল, আটা, ডাল, আলু, পেয়াজ ও হাত ধোয়ার জন্য সাবান ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরনের শুরুতে সুলতানপুর মল্লিক বাড়ির মাঠে উপস্থিত কিছু পরিবারের সদস্যদের হাতে এইসব সামগ্রী তুলে দেওয়া হয়। করোনার সংক্রমণ ঝুঁকি রোধে এখানে অল্পসংখ্যক পরিবারকে কার্ড দিয়ে হাজির করা হয়। এরপর তালিকা অনুযায়ী সবার বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, সুলতানপুর শাহী মসজিদ কমিটির সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদুসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।