সংবাদ বিজ্ঞপ্তি: ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে চলছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ফুড ব্যাংক। এরই ধারাবাহিকতায় শুক্রবার ২০০তম ফুড ব্যাংক ইভেন্ট অনুষ্ঠিত হয়। সারা দেশের সকল জেলা শাখার ন্যায় সাতক্ষীরা জেলাতেও অনুষ্ঠিত হয় ফুড ব্যাংকের ২০০তম ইভেন্ট।
শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন পয়েন্ট ছিন্নমূল অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখা। উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক দিলিপ বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার পরামর্শক এস এম বিপ্লব হোসেন ও দীপন বিশ্বাস। স্বপ্নযাত্রী সাতক্ষীরার স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব সৌমদীপ্ত সানা,আহবায়ক উজ্জল মোল্লা, সমন্বয়ক সিমান্ত বিশ্বাস, সচিব মুনতাসির রহমান,আল শাহরিয়া নিশান, হিমেল, হৃদয়, দেবমাল্য, সুস্মিতা, ধ্রুব, আলম, সিমন্তী, রায়হান প্রমুখ।
Category: ত্রাণ
-

স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ফুড ব্যাংক ইভেন্ট
-

কলারোয়ায় পুষ্ঠি খাদ্য বিতরণ
নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে অসহায় দুঃস্থ অপুষ্টি মানুষের মাঝে পুষ্টি খাদ্য বিতরণ করা হয়েছে। “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ খাদ্য বিতরণ করা হয়। পুষ্টি খাদ্য তালিকায় রয়েছে, আলু-৪ কেজি, উন্নত মানের চাউল-৮ কেজি, ডাল-১ কেজি, সয়বিন তেল-১ লিটার, সাবান-১ টি, পেয়াজ-১ কেজি। এ উপলক্ষে রোববার সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ৮০জন অপুষ্টি মানুষের মাঝে ওই পুষ্টি খাদ্য বিতরণ করেন। -

তালায় শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি: শীতার্থ ৬০জনের হাতে কম্বল তুলে দিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
সোমবার উপজেলা প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গনে এ্যানথ্রোডি সলিডারিটিস, ডু সামথিক ফাউন্ডেশন ও শানÍ-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বাস্তবায়নে ডিজাষ্টার ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের দ্বার পরিচালিত তালা উপজেলা প্রতিবন্ধী স্কুলের সহোযোগিতায় কম্বল বিতারন করা হয়।
শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতারণ অনুষ্ঠানে ডিজাষ্টার ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা দেবাশীষ দাশের সভাপত্বিতে ও পরিচালক আশীষ কুমার দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজাষ্টার ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ দাশ,উপদেষ্টা পরিষদের সদস্য শিক্ষক শহিদুল ইসলাম,এম আতাউর রহমান এলিট,সাংবাদিক এসএম হাসান আলী বাচ্চু,ডা.বিএম আশরাফ,প্রশান্ত সরকার,শিক্ষক প্রতিনিধি হিসেবে প্রধান শিক্ষক চন্দনা রানী দাশসহ শুশীল সমাজের নেতৃবৃন্দ। -

বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি গিয়ে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার: শীতার্ত বীর মুক্তিযোদ্ধাগণের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। রবিবার রাতে উপজেলার সখিপুর, পারুলিয়া, নওয়াপাড়া, কুলিয়া ও দেবহাটা সদর ইউনিয়নে বিভিন্ন এলাকায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা গনের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেন তিনি। এসময় দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
-

ছিন্নমূল মানুষের মাঝে এমপি রবির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক: শীতার্থ মানুষের সেবায় গাড়িতে করে শীতবস্ত্র (কম্বল) নিয়ে রাস্তার পাশে থাকা ছিন্নমূল, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন অসহায় মানুষের বন্ধু গণমানুষের নেতা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এমপি রবি বলেন, ‘আমি সাতক্ষীরার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় মানুষগুলোর কষ্ট অনূভব করে উপলব্ধি করেছি, প্রচন্ড শীত নিবারণের জন্য তাদের অনেকের ন্যূনতম শীতের কাপড় কম্বল নেই। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য এই সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছি। এছাড়া সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা পৌর মেয়রকে তাগিদ দেওয়া হয়েছে, তাদের সামর্থ্য অনুযায়ী শীতার্ত অসহায় মানুষগুলোর পাশে এগিয়ে আসার জন্য। শুক্রবার গ্রামাঞ্চল ও শহরের বিভিন্ন পয়েন্টে গাড়িতে করে শীতবস্ত্র (কম্বল) নিয়ে রাস্তার পাশে থাকা ছিন্নমূল, দরিদ্র ও অসহায় গায়ে গরম কাপড় কম্বল পরিয়ে দিলেন সাতক্ষীরাবাসীর প্রাণ প্রিয় নেতা এমপি রবি।
এসময় সদরের ধুলিহর ও শহরের বিভিন্ন পয়েন্টে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি। প্রকৃত দুস্থ ও ছিন্নমূল মানুষগুলো যেন শীতবস্ত্র পান সেজন্যই ঘুরে ঘুরে শতাধিক শীতবন্ত্র কম্বল বিতরণ করেন এমপি রবি। পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকার ভিক্ষুক, দুস্থ, অসহায়, বৃদ্ধা, প্রতিবন্ধী, এতিম, ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এমপি রবির এ গরম কাপড়ের পরশ পেয়ে বেজায় খুশি হন অসহায়রা। কেউ কেউ তার জন্য তাৎক্ষণিক দোয়াও করেন। -

কোভিড-১৯ মোকাবেলায় সাতক্ষীরার আশাশুনির অতিদরিদ্র ১৭’শ পরিবারের মাঝে ১ কোটি ৫৩ লক্ষ টাকার অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি: কোভিড-১৯ এর কারণে চরম খাদ্য সংকট মোকাবেলায় সাতক্ষীরার আশাশুনির অতিদরিদ্র ১৭’শ পরিবারের মাঝে ১ কোটি ৫৩ লক্ষ টাকার অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস ও ইউরোপিয় ইউনিয়নের যৌথ অর্থায়নে এবং বেসরকারী সংগঠন উন্নয়ন সংস্থার আয়োজনে সোমবার সকালে উপজেলার শোভনালী ইউনিয়নে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে উক্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ব্যাংকির মাধ্যমে উক্ত অর্থসহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক এ সময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলা কার্যক্রম বিশ্বে সমাদৃত হয়েছে। করোনাকালীন সময়ে কোন মানুষ অভুক্ত থাকেনি। তিনি কথা রেখেছেন। বৃহৎ জনগোষ্ঠির সহায়তা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য বিভিন্ন এনজিও সরকারের পাশে থেকে এ কাজকে সফল করতে সহায়তা করেছে। তিনি বলেন, উন্নয়ন সংস্থা ঘুর্ণিঝড় ও করোনা সংকটে মানুষের পাশে থেকে প্রশংসীয় ভূমিকা রেখে আসছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান থেকে এ সময় জানানো হয়, তাদের এ কার্যক্রম তিন মাস ব্যাপী চলমান থাকবে -

প্রতাপনগরে অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান
আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে জরুরী ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সকালে ইউনিয়নের লস্করী খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এত্রাণ সহায়তা প্রদান করা হয়। “বাঁচলে নদী বাঁচবে দেশ, আসুন সবাই মিলে রক্ষা করি পরিবেশ” -শ্লোগানকে সামনে রেখে ষ্টার্ট ফান্ড বাংলাদেশ ও এফসিডিও এর সহযোগিতায় দুর্গত মানুষের মাঝে জরুরী সহায়তা প্রদান করেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন।
-

দেবহাটায় অসহায়দের মধ্যে জার্মান এ্যাম্বাসেডরের ত্রান বিতরণ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অসহায়দের মধ্যে জার্মান রাষ্ট্রদূত ত্রান সামগ্রী বিতরন করেছেন। রবিবার (২৫ অক্টোবর) ২০২০ ইং তারিখ সকাল ৯ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা মিনা ইনক্লুসিভ সোসাইটি ফর ডেভলপমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে দেবহাটা উপজেলার ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের মধ্যে এই ত্রান সামগ্রী বিতরনের উদ্বোধন করেন বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের ডেপুটি চার্জ দ্যা এ্যাফেয়ার্স মিস কনসটানজা জাহরিনজার। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলী এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ও সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার মুনীর হোসেনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
-

শ্যামনগরে অতিদরিদ্রদের মাঝে সহায়তা কার্যক্রম উদ্বোধন
শ্যামনগর সংবাদদাতা: শ্যামনগরে প্রসপারিটি প্রকল্পের আওতায় কোভিট ১৯ এর ফলে চরম খাদ্য সংকটে থাকা অতিদরিদ্রদের খানায় জরুরী সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে অক্টোবর রবিবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারীর’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরা- ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। অনুষ্ঠানে বক্তব্যদেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের পরিচালক লুৎফর রহমান,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন সহ সাংবাদিকবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রকল্পের আওতাধীন গাবুরা ইউনিয়নের সুবিধাভোগীবৃন্দ।
৫ বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় উপজেলার সুন্দরবন উপকূলীয় গাবুরা ইউনিয়নের মধ্যে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে তিন হাজার সাতশত পরিবারকে তিন মাসে নয় হাজার টাকা প্রদান করা হবে এবং পরবর্তী উপজেলার অন্যন্য ইউনিয়নে এই কার্যক্রম চলমানা থাকবে বলে জানান এনজিএফ এর পরিচালক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এনজিএফ এর মাইক্রোফিনান্সের পরিচালক আলমগীর কবীর। -

কর্মহীন ও ক্ষতিগ্রস্ত পরিবারে সৈয়দ আমিনুর রহমান বাবু’র সহায়তা অব্যাহত
নিজস্ব প্রতিনিধি: করোনা পরিস্থিতি মোকাবেলায় ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের সহযোগিতায় এ আর্থিক সহায়তা হিসেবে নগত অর্থ প্রদান করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন আব্দুর রহমান, এসএম আশরাফুল ইসলাম, ইব্রাহিম খান বাবু, ঈসমাইল হোসেন প্রমুখ। সাবেক ছাত্রনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ভেঙ্গে যাওয়া ঘরবাড়ি, বাঁধ, ক্ষতিগ্রস্ত রাস্তাসহ ক্ষয়-ক্ষতি সম্পর্কে সাম্যক ধারণা গ্রহণ ও করোনায় কর্মহীন বিভিন্ন পরিবারে নিজ উদ্যোগে খাদ্য সহযোগিতা অব্যাহত রেখেছেন।
-

তালায় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে উত্তরণের ত্রাণ সহায়তা
তালা প্রতিনিধি: তালায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত একশত পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ । শুক্রবার (৫ জুন) সকালে ‘স্টার্ট ফান্ড এবং ইউকে ইন বাংলাদেশ’ এর সহযোগিতায় ‘উত্তরণ’ উপজেলার কুমিরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে উক্ত ত্রাণ সহায়তা পৌছে দেয়। তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, উত্তরণ কর্মকর্তা মোঃ রেজওয়ান উল্লাহ, পার্থ কুমার দে, তীর্থ কুমার দে, খান মোঃ আল আমীন, এনামুল ইসলামসহ সংস্থার স্টাফরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা, ১০টি সাবান, ১ কেজি ডিটারজেন্ট, ২ প্যাকেট ন্যাপকিন, ৫০ টি মাস্ক, ১টি মগ, ট্যাপসহ বালতি এবং ১টি করোনা সচেতনতা লিফলেট বিতরণ করা হয়। উল্লেখ্য, আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে জরুরী ত্রাণ সহায়তার অংশ হিসেবে উক্ত ত্রাণ সহায়তা প্রদান করা হয় বলে সংশ্লিষ্টরা জানায়।
-

তালায় করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে ফল পাঠালেন প্রশাসন
তালা প্রতিনিধি:
সাতক্ষীরা তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের মোঃ তবিবুর রহমানের শিশু পুত্র ব্লাড ক্যান্সারে আক্রান্ত রিয়াদ হোসেন (১৪) করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর তাদের বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন। ফলে পরিবারের কোন সদস্য বাড়ির বাইরে যেতে পারছে না। এমতাবস্থায় শুক্রবার (৫ জুন) সকালে তাদের বাড়ি ছুটে যান তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। এ সময় তিনি জেলা প্রশাসকের নির্দেশনায় পরিবারটি হাতে করোনা ভাইরাসে আক্রান্ত পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী প্রদান করেন। উপহার সামগ্রীতে রয়েছে আম, লিচু, পেয়ারা, কালাজিরা, আদা, লবঙ্গ, মাল্টা, কাগজি লেবুসহ বিভিন্ন ধরনের ফল-মূল।
জানা যায়, রিয়াদ হোসেন দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকাতে চিকিৎসা শেষে নিজ বাড়িত অবস্থান করছিল। হঠাৎ তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ২৭ মে পরিবারের লোকজন তাকে নিয়ে তালা হাসপাতালে এসে তার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে যান। চিকিৎসকরা তার নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠায়। ৩০ মে (শনিবার) রাতে ঐ শিশুর করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করেন তালা উপজেলা স্বাস্থ্য ও পবিরার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার ।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় করোনায় আক্রান্ত রিয়াদের জন্য বেশ কিছু ফলমূল প্রদান করি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চাল ও খাবারের ব্যবস্থাও করেছেন। বর্তমান সময়ে ওই পরিবারকে অবহেলা নয় একটু সহমর্মিতার পরশ ও সার্বিক সহযোগিতা দিয়ে তাদের পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, বর্তমানে তালা উপজেলায় একমাত্র করোনা পজেটিভ রোগী রিয়াদ হোসেন। এর আগে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙ্গা গ্রামের এনজিও কর্মী সঞ্জয় সরকার (৩৫) করোনা আক্রান্ত হবার পর সে বর্তমানে করোনা জয় করেছে। করোনা ভাইরাসে আক্রান্ত সঞ্জয় সরকারসহ লকডাউনভূক্ত সকল পরিবার সুস্থ হওয়ায় লকডাউন প্রত্যাহার করা হয়েছে। -

সাতক্ষীরায় শ্রমিকদের মাঝে ঈদ উপহার সমগ্রী বিতরন করলেন দুবাই প্রবাসী শ্রমিকলীগ নেতা
স্টাফ রিপোটার ঃ করোনো ভাইরাসের কারনে কর্মহীন হয়ে তিন’শ হত দরিদ্র, নিন্ম আয়ের কর্মহীন থ্রিহুইলার শ্রমিকদের মাঝে ঈদ উপহার সমগ্রী বিতরন করা হয়েছে। আজ সোমবার উপজেলার কুলিয়া ইউনিয়নে আশু মার্কেট চত্বরে দুবাই প্রবাসি শ্রমীক লীগ নেতা মাহমুদুল আলমর বিবিসি পক্ষে উক্ত ঈদ উপহার সমগ্রী বিতরন করেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগ ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, ছাত্রলীগের সাধারন সম্পাদক এ এইচ সোহাগ প্রমুখ।
এসময় তারা সামাজিহ দূরত্ব বজায় রেখে সবাইকে সরকারে স্বস্থ্য বিধি মেনে চলার ও ঘরে থাকার আহবান জানান -
জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তি: করোনা ভাইরাস প্রতিরোধে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে প্রাপ্ত, বিতরণ ও মজুদ
করোনা ভাইরাস প্রতিরোধে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে ত্রাণ কার্য (নগদ) হিসেবে মোট ৮০,৫০,০০০/- টাকা বরাদ্দ পাওয়া গেছে । এর মধ্যে ৬৬,১০,০০০/- টাকা বিতরণ করা হয়েছে এবং বর্তমানে মজুদ আছে ১৪,৪০,০০০/- টাকা । এছাড়া ত্রাণ কার্যে ১৬০০.০০০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে । যার মধ্যে বিতরণকৃত ১৩০০.০০০ মেট্রিক টন এবং বর্তমানে মজুদ আছে ৩০০.০০০ মেট্রিক টন চাউল । শিশু খাদ্যক্রয় বাবদ বরাদ্দ ২০,০০,০০০/- টাকা । যার মধ্যে বিতরণকৃত ১৫,৯৯,৯৩১/-টাকা এবং মজুদ আছে ৪,০০,০৬৯/- টাকা।সাতক্ষীরা সদর উপজেলাতে ২২৫ মেঃ টন চাল, ৯,৮৩,৫০০/- টাকা নগদ অর্থ ও ২,৮০,৪৫৬/- টাকা শিশু খাদ্য বাবদ বিতরণ করা হয়েছে । কলারোয়া উপজেলাতে ১৪২ মেঃ টন চাল, ৭,১৫,০০০/- টাকা নগদ অর্থ, ১,৫৯,৪৪৮/- টাকা শিশু খাদ্য বিতরণ করা হয়েছে । তালা উপজেলাতে ১৬৩ মেঃ টন চাল, ৮,২৭,০০০/- টাকা নগদ অর্থ, ১,৬১,৪৪৮/- টাকা শিশু খাদ্য বিতরণ করা হয়েছে । আশাশুনি উপজেলায় ১৫১ মেঃ চাল, ৮,১৮,০০০/- টাকা নগদ অর্থ, ১,৬১,৮৭০/- টাকা শিশু খাদ্য বিতরণ করা হয়েছে । দেবহাটা উপজেলায় ৯৬ মেঃ টন চাল, ৫,৫৭,০০০/- টাকা নগদ অর্থ, ১,১৯,৫৮৬/- টাকা শিশু খাদ্য বিতরণ করা হয়েছে । কালিগঞ্জ উপজেলায় ১৫৪ মেঃ টন চাল, ৭,৯৪,৫০০/- টাকা নগদ অর্থ, ১,৬৮,৪৪৮/- টাকা শিশু খাদ্য বিতরণ করা হয়েছে । শ্যামনগর উপজেলায় ১৭৬ মেঃ টন চাল, ৮,৯০,০০০/- টাকা নগদ অর্থ, ২,৮০,৪৫৬/- টাকা শিশু খাদ্য বিতরণ করা হয়েছে । সাতক্ষীরা পৌরসভায় ১৪২ মেঃ টন চাল, ৭,৫৭,০০০/- টাকা নগদ অর্থ, ১,৯৫,৪৯৫/- টাকা শিশু খাদ্য বিতরণ করা হয়েছে । কলারোয়া পৌরসভায় ৫১ মেঃ টন চাল, ২,০৮,০০০/- টাকা নগদ অর্থ, ৭৯,৭২৪/- টাকা শিশু খাদ্য বিতরণ করা হয়েছে ।
-

করোনা পরিস্থিতিতে খাদ্যসামগ্রী নিয়ে মধ্যবিত্ত ২২০টি পরিবারের পাশে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিনিধি ঃ ‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধের একমাত্র উপায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মরণঘাতি নোবেল করোনা ভাইরাস সংক্রমণ রোধে আবারও মধ্যবিত্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীরা। রবিবার (১০ মে) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতা থেকে দিন ব্যাপি ২২০ টি মধ্যবিত্ত পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করে। সরকারি নির্দেশনা মেনে লোক সমাগম না করে মধ্যবিত্ত পরিবারের বাড়িতে বাড়িতে এ খাদ্যসামগ্রী পৌছে দিয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন দৈনিক যুগের বাতা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী আবু নাসের মো. আবু সাঈদ, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, ডা. তানভীর আহম্মেদ, ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম, জাকারিয়া হোসেন, রবিউল আলম প্রমুখ। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের ঢাকা ও বিভিন্ন দেশে থাকা সদস্যদের সার্বিক সহযোগিতায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দৈনিক ভোরের পাতা সম্পাদক ড. কাজী এরতেজা হাসান জজ, ব্রুনাই প্রবাসী কলিনস্, আমেরিকা প্রবাসী ইমরান, নজরুল ইসলাম, ডা. সোহান, শেখ শাকিল, মামুন, পুলিশ কর্মকর্তা বোরহান, মীর মোস্তফা, বিশ^ ব্যাংক কর্মকর্তা আরেফিনসহ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে। করোনা ভাইরাস দুর্যোগ চলাকালীন সময়ে ও ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীরা। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাতক্ষীরার সচেতন মহল। সেই সাথে সাথে এই বিপদের সময় সমাজের বিত্তবান ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের অসহায় মানুষের পাশে দাঁড়াবার আহবান জানিয়েছে। -

ঢাকায় অবস্থানকারী ব্যক্তির অর্থায়নে মুনজিতপুরে খাদ্য সামগ্রী বিতরণ
সাতক্ষীরা শহরের মুনজিতপুুর এলাকার সন্তান (বর্তমানে ঢাকায় অবস্থান করেন) এর অর্থায়নে এবং মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের পরিচালকের সহযোগিতায় ৪৭ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজল আরও উপস্থিত ছিলেন টি,আই,ওয়ান মো: হারুনার রশিদ ও আরো অনেকে। মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক বলেন এই সময় এই সব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বঙ্গবন্ধুর বাংলাদেশে একজন ও না খেয়ে মরবে না ইনশাআল্লাহ। এই সময় তিনি সমাজের বিত্তবান শ্রেণির মানুষ দের এগিয়ে আসার জন্য আহবান জানান । প্রেস বিজ্ঞপ্তি




