Category: তালা

  • তালায় সামাজিক সম্প্রতি ও দুধে ভেজাল প্রতিরোধ শীর্ষক আলোচনা

    তালায় সামাজিক সম্প্রতি ও দুধে ভেজাল প্রতিরোধ শীর্ষক আলোচনা


    তালা প্রতিনিধি :তালায় সামাজিক সম্প্রতি ও দুধে ভেজাল প্রতিরোধ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
    তালা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার রাত ৮টার সময় জিয়ালা নলতা ঘোষ পাড়ায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন। শীর্ষক আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ অফিসার ডা. মাছুম বিল্লাহ, স্যানিটারী ইন্সপেক্টর শরীফ মো.আব্দুল মতিন, ইউপি সদস্য শফিকুল ইসলাম খা, সাবেক কেন্দ্রীয় দুগ্ধ সমবায় সমিতির সভাপতি দিবাস চন্দ্র ঘোষ প্রমূখ।
    বক্তারা বলেন, দুধ অতি প্রয়োজনীয় একটি শিশুখাদ্য, কোনো ভাবেই দুধে ভেজাল করা যাবে না। আপনাদের দুগ্ধ ব্যবসার উন্নয়নে যত সাহায্য দরকার আমরা করব, কিন্তু অবৈধভাবে দুধে ভেজাল করা কোনোভাবেই মেনে নেয়া হবে না। অতিথিরা আরোও বলেন, সনাতন ধর্মের মানুষের শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে শেষ হয় তার দিকে গুরুত্ব আরোপ করেন। দুর্গোৎসবের সময় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

  • তালায় আমন মৌসুমে ব্রী ধান ৭৫ জাতের আগাম রোপণে সাফল্য পেয়েছে কৃষক রফিকুল


    তালা প্রতিনিধি : তালায় আমন মৌসুমে ব্রী ধান ৭৫ জাতের আগাম রোপণে সাফল্য পেয়েছেন কৃষক রফিকুল ইসলাম। হেক্টর প্রতি প্রায় সাড়ে ছয় টন করে ফলন হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে তালার উপসহকারী কৃষি কর্মকর্তা সেতু ইসলাম মোঃ রফিকুল ইসলামের জমিতে ব্রী ধান ৭৫ জাতের ধান কর্তন পরিদর্শন করেন।
    কৃষক মোঃ রফিকুল ইসলাম জানান, এবছর আমি প্রায় ৬ বিঘা জমিতে ব্রী ধান ৭৫ জাতের ধান রোপন করেছি। ফলনও অনেক ভালো হয়েছে। পোকামাকড়ের বালাই নেই আর সুগন্ধি জাতের এ ধান চাষের পরও সরিষা লাগানোর সুযোগ থাকে আমাদের।
    উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেতু ইসলাম বলেন, ব্রী ধান ৭৫ চাষে নতুন জাত হিসেবেও কৃষকেরা ভালো সাফল্য পাচ্ছেন। রফিকুল ইসলাম যেকোনো নতুন কৃষি প্রযুক্তির ব্যবহার সবার আগে করে থাকেন সব সময়। এবারও আগাম রোপণে ভালো ফলন পেয়েছেন তিনি। হেক্টর প্রতি প্রায় সাড়ে ছয় টন করে ফলন হয়েছে।
    তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, এবছর তালা উপজেলায় ৭৪০ হেক্টর জমিতে ব্রী ধান ৭৫ জাতের আবাদ হয়েছে। এধানের আয়ুষ্কাল কম হওয়ায়, ধান কেটে কৃষকেরা দ্রুত তেলজাতীয় ফসলের আবাদ করতে পারেন। নতুন এই জাতের ফলনও ভালো হওয়ায় কৃষকেরা উৎসাহী হচ্ছেন।
    এসময় তিনি বলেন, ব্রী ধান ৭৫ চাষে নতুন জাত হিসেবেও কৃষকেরা ভালো সাফল্য পাচ্ছেন। রফিকুল ইসলাম যেকোনো নতুন কৃষি প্রযুক্তির ব্যবহার সবার আগে করে থাকেন সব সময়। এবারও আগাম রোপণে ভালো ফলন পেয়েছেন তিনি, হেক্টর প্রতি প্রায় সাড়ে ছয় টন করে ফলন হয়েছে ।

  • তালা উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    তালা উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


    সংবাদ বিজ্ঞপ্তি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তালা উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতিতে সাংবাদিক এসএম নজরুল ইসলামকে সভাপতি ও এসএম আলাউদ্দীন কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়।

    মঙ্গলবার(২০ শে সেপ্টেম্বর) সকাল ১১ টায় তাল উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সাংবাদিক এসএম নজরুল ইসলামের শিবপুরস্থ বাস ভবন চত্বরে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আনোয়ার জাহিদ তপন।

    তালা উপজেলা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক শেখ শাখায়াতুল করিম পিটুল,কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: মশিউর রহমান,তালা উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এসএম আলাউদ্দীন, কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুল্লাহ হেল বাবু,তালা উপজেলা জাতীয় পার্টির সি.যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম,জাতীয় যুব সংহতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো: আশিকুর রহমান,সাধারণ সম্পাদক মো: আবু তাহের, জাতীয় সেচ্ছাসেবক পার্টি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক শেখ আমিনুর রহমান ফিরোজ,জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও কাউন্সিলার মো: কায়ছারুজ্জামান হিমেল, কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক মো: সাহদুল্লাহ, কপিলমুনি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সরদার ফরিদ আহমেদ

    এসময় দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সম্মেলনকে কেন্দ্র করে তালায় জাতীয় পার্টির পালে হাওয়া : চলছে ব্যাপক প্রস্তুতি

    সম্মেলনকে কেন্দ্র করে তালায় জাতীয় পার্টির পালে হাওয়া : চলছে ব্যাপক প্রস্তুতি

    সংবাদ বিজ্ঞপ্তি: প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাণের সংগঠন জাতীয় পার্টি দেশব্যাপী সংগঠন গোছানোর উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে দেশের প্রত্যেকটি বিভাগে সাংগঠনিক কমিটি গঠন করে দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

    সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়া সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত সাতক্ষীরা জেলার প্রত্যেকটি জেলা ও উপজেলায় উপস্থিত থেকে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের কাজ এগিয়ে নিয়ে চলেছেন। এরই অংশ হিসেবে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তালা উপজেলা জাতীয়পার্টির সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সভা সমাবেশ ও গনসংযোগের মাধ্যমে নেতা কর্মীদের উজ্জীবিত করে তোলা হচ্ছে আর এ কাজে নেতৃত্ব দিচ্ছেনসাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতিক, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক নজরুল ইসলাম। জাতীয় পার্টির সাধারন সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের পর বিগত সম্মেলনে সভাপতি নির্বাচিত হন সাংবাদিক এসএম নজরুল ইসলাম। আর সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে কারো কাছ থেকে কোন ধরনের অর্থনৈতিক সাহার্য সহযোগিতা ছাড়াই উপজেলার ১২ টি ইউনিয়নে জাতীয় পার্টিকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হয়েছেন তিনি। তার সাংগঠনিক তৎপরতা ও সভা সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতি দেখে অনেক প্রশাসনিক কর্মকর্তারা মন্তব্য করে থাকেন এটি কি হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর না-কি সাতক্ষীরার তালা উপজেলা ? দলের মধ্যে এ ধরনের এরশাদ পাগল সত্যিই বিরল। তার বড় পুত্র এসএম কামরুল ইসলাম সাতক্ষীরা জেলা ওলামা পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি সরকারী চাকুরীজীবি। ছোট পুত্র এসএম আকরামুল ইসলাম কেন্দ্রীয় ছাত্র সমাজের যুগ্ম-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক এবং যমুনা টিভির জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। একমাত্র মেয়ে নিগার সুলতানা রেক্সনা জেলা ছাত্র সমাজের ছাত্রী বিষয়ক সম্পাদিকা ও পিতার প্রতিষ্ঠিত সেচ্ছাসেবী সংগঠন মানব উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালকের দায়িত্বে আছেন। তার স্ত্রী মিসেস তরুনা বেগম মহিলা পার্টির নেত্রী হিসেবে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করছেন।

    ১২ ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে আলাপকালে জানাযায়, ২০ তারিখের সম্মেলনেও তারা সাংবাদিক এসএম নজরুল ইসলামকে সভাপতি হিসেবে পেতে চান। কারন নিজের অর্থ সম্পদ অকাতরে বিলিয়ে দিয়ে সংগঠন গড়ে তোলার মতো নেতার আজ বড়ই অভাব। তালা-কলারোয়া আসনের প্রার্থী সৈয়দ দিদার বখতও সৌভাগ্যবান যে সাংবাদিক এসএম নজরুল ইসলামের মতো একজন এরশাদ প্রেমিককে কাছে পেয়েছেন । জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুও তাকে ব্যাক্তিগতভাবে চেনন-জানেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে যখন তার বিজয় ছিনতাই করে নেয়া হয় তখন তালা সদর ইউনিয়নবাসির মতো জনাব জিএম কাদের ও মুজিবুল হক চুন্নু সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের সাথে কথা বলে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন। যাই হোক সাধারন মানুষ যদি কাউকে মন-প্রাণ দিয়ে ভালোবাসে তার জন্য কোন পদ-পদবীর প্রয়োজন হয়না সাংবাদিক সাংবাদিক নজরুলই তার উৎকৃষ্ট উদাহরন। বিজয় ছিনতাই হওয়ার পরও তিনি জনগনের চেয়ারম্যান হয়ে সাধারন মানুষের আকুন্ঠ ভালোবাসায় সিক্ত হয়ে আছেন আর ২০ সেপ্টেম্বর সম্মেলনে সেই ভালোবাসার বহিঃপ্রকাশের জন্যই হয়তো নেতা-কর্মীরা অপেক্ষার প্রহর গুনছেন।

  • তালায় ৫ম শ্রেণীর ছাত্রী আখির রহস্যজনক মৃত্যু

    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
    সাতক্ষীরার তালায় আখি খাতুনের (১০) রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে পুলিশ তালা উপজেলা সুকদেবপুর গ্রাম থেকে মৃতের লাশ উদ্ধার করেছে। আখি সুকদেবপুর গ্রামের মফিজুল মাহমুদের মেয়ে ও সুকদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

    স্থানীয়রা জানান, বুধবার সকালে আখি খাতুন ঘুম থেকে না উঠলে, পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখে মেয়েটি মৃত অবস্থায় পড়ে রয়েছে।

    পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পোস্ট মর্ডামের জন্য পাঠিয়েছে।

    তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে, তার হাতে একটা দাগের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারনটি সঠিক ভাবে বলা যাচ্ছে না, পোস্ট মর্ডামের পর বিষয়টি খোলসা হবে। এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

  • সাতক্ষীরার তালায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই পক্রিয়া চলাকালে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

    নিজস্ব প্রতিনিধি : তালা উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া চলাকালে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুৃষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১টায় তালা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
    মানববন্ধন কর্মসুচি চলাকালে তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা নূর আলী সরদার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড তালা শাখার আহবায়ক শহীদুর রহমান লিটু, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান প্রমুখ।

    বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ ঘোষিত নীতিমালা অনুযায়ি গত ২৫ ফেব্রুয়ারি থেকে তালা উপাজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। এ কমিটির আহবায়ক হলেন বীর মুক্তিযোদ্বা আব্দুস সোবহান, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস ও সদস্য মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ সুভাষ সরকার। এ প্রক্রিয়া চলাকালে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে বহু অপকর্মের নায়ক দক্ষিণ শার্শার মুক্তিযোদ্ধা তবিবুর রহমান প্রতারণা ও দূর্ণীতির দায়ে অবহাওয়া অফিস থেকে বরখাস্ত হওয়া জামাতা শফিকুল মল্লিকের নিয়ে সম্প্রতি পরিকল্পিতভাবে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে প্রয়াত মুক্তিযোদ্ধা কৃষ্ণনগরের ললিত মোহন সাহা দু’ ছেলে প্রতাপ সাহা ও বীরেন্দ্র নাথ সাহার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। সম্প্রতি তবিবুর রহমান যাচাই বাছাই কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানকে ম্যানেজ করে তাকে দিয়ে ললিত মোহন সাহার সন্তানদের বিরুদ্ধে মিথ্যাচারে নেমেছেন। তাদেরকে ভ’য়ো মুক্তিযোদ্ধা সন্তান উল্লেখ করে চাকুরিচ্যুত করার জন্য বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ করে চলেছেন। এমনকি মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান ও তবিবুর রহমান যাচাই বাছাই কমিরি সদস্য সচিব উপজেলা নির্বাহী কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস ও সদস্য মুক্তিযোদ্ধা সুভাষ সরকারকে হুমকি দিয়ে চলেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে ওই দুই সদস্যের বিরুদ্ধে করা হচ্ছে মিথ্যাচার। এসব ষড়যন্ত্র প্রতিহত করে বিধি সম্মতভাবে যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে পাঠাতে হবে। যারা প্রতিদিন সরদার মশিয়ার রহমান, ওয়াকার্স পার্টির নেতা ভারপ্রাপ্ত অধ্যাপক সাব্বির হোসেন, মুক্তিযোদ্ধা অমল ঘোষ, সমাজ সেবা কর্মকর্তা অজয় ঘোষসহ বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে মিথ্যাচার করে চলেছেন তাদের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যেতে হবে।

  • তালায় গরুর দুধ তৈরির জন্য ব্যবহৃত ৭০০ কেজি ভেজাল জেলি উদ্ধারসহ গৌর শংকর ঘোষ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

    সোমবার (১ আগস্ট) রাতে ভেজাল দুধ তৈরির জন্য জেলি বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা এবং ভেজাল জেলি বাজেয়াপ্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস।

    পুলিশ জানায়, সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শাহাপুর বাজার এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় একটি মাহেন্দ্র গাড়িতে থাকা ভেজাল দুধ তৈরি করা জন্য জেলি উদ্ধারসহ ব্যবসায়ী গৌরি শংকর ঘোষকে আটক করা হয়। পরে জেলিসহ আটককৃত ব্যক্তিকে সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ৭০০ কেজি জেলি বাজেয়াপ্ত করেন। ভেজাল জেলির আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা বলে জানা গেছে।

    তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

  • তালায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ১০০ পরিবার

    তালায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ১০০ পরিবার


    তালা প্রতিনিধি:
    সাতক্ষীরা তালায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ে ১০০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে জমির দলিল ও ঘর বুঝে পেল।
     বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী উদ্বোধনের পর তালা শিল্পকলা হলরুমে আশ্রয়ণ প্রকল্পের অধীনে ১০০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্যদের নিকট জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

    জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি।

    এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ওবায়দুল হক, তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, তালা শহিদ মুক্তিদযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. এনামুল ইসলাম, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলামসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও উপকারভোগীরা।

  • স্বাস্থ্যসেবায় বিশেষ সম্মাননা পেলো খলিলনগর ইউনিয়ন পরিষদ

    স্বাস্থ্যসেবায় বিশেষ সম্মাননা পেলো খলিলনগর ইউনিয়ন পরিষদ

    তালা প্রতিনিধি:
    পরিবার পরিকল্পনা, মা ও শিশু স¦াস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছে ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষদ।

    বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে তালা শিল্পকলা একাডেমী হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস আয়োজিত বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে শ্রেষ্ঠ ইউনিয়নের নাম ঘোষণা করা হয়।

    অনুষ্ঠানের প্রধান অতিথি তালা-কলারোয়া -১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলুর হাতে শ্রেষ্ঠ ইউনিয়নের ক্রেস্ট তুলে দেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ওবায়দুল হক, তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, তালা শহিদ মুক্তিদযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. এনামুল ইসলামসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

  • তালায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মাদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে জনতার ঢল

    তালায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মাদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে জনতার ঢল


    সংবাদ বিজ্ঞপ্তি : তালায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মাদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
    বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে তালা ডাকবাংলো চত্বরে প্রয়াত রাষ্ট্রপতির বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় সকাল ৮টা হতে ১০ পর্যন্ত কোরআন খতম, সকাল ১০টা ১০ হতে ১ট ৩০ পর্যন্ত স্মরণ সভা, ১টা ৪০ মিনিটে মিলাদ মাহফিল ও ২ টা সময় দোয়ানুষ্টান অনুষ্ঠিত হয়। দোয়ানুষ্ঠান শেষে উপস্থিত সকল নেতাকর্মীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
    স্মরণ সভা,মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সফল মন্ত্রী জননেতা সৈয়দ দিদার বখত্।
    উপজেলা জাতীয় পার্টির সি.যুগ্ন-সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: মশিউর রহমান, জাতীয় তরুণ পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান জিয়া।
    বক্তব্য রাখেন, তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও সদর ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল(অব: সেনা কর্মকর্তা), যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম,মীর কাউয়ুম ইসলাম ডাবলু,সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব,ডা: আবুল বাশার,খশিলখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান,খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ আজিজুর রহমান,জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি অব:প্রাপ্ত সেনা সদস্য মো: মো: হাশেম আলী গাজী,সাংগঠনিক সম্পাদক বাবু রনজিৎ চৌধুরী,ইসলামকার্টি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও বারবার নির্বাচিত মেম্বর মো: আবুল কাশেম শেখ,জাপা নেতা মো: বাবু,সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: নুরুল ইসলাম খোকা, তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাষ্টার আব্দুল আজিজ,কার্যকারী সভাপতি ও সেতু পরিচালক এমএম আবুল হোসেন,সাধারণ সম্পাদক এ্যাড.জিল্লুর রহমান,কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: জামাল উদ্দীন,মাওলানা জালালউদ্দীন, তালা উপজেলা জাতীয় যুব সংহতির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তকিম উদ্দীন,সাধারণ সম্পাদক মো: আমিনুর রহমান,যুব সংহতি নেতা লিটন হুসাইন,কাজী আসাদ,মো: মতিয়ার সরদার,মো নেয়ামত মোড়ল,মো: ফারুক খাঁন,জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু,সহ-সভাপতি বোরহান উদ্দীন বিশ^াস,জেলা ছাত্র সমাজের প্রচার সম্পাদক কাজী জীবন,তালা সরকারী কলেজ শাখার সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন,তেতুলিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো: ফয়সাল হোসেন,তালা সদর ইউনিয়নের সভাপতি মো: সাগর মোড়ল,সহ-সভাপতি যুদিষ্টি চক্রবর্তী,খেশরা ইউনিয়ন ছাত্র সমাজ নেতা মো সাইদুর রহমান আকাশ,উপজেলা মৎস্যজীবি পার্টির সভাপতি মো: আবু হায়াত নিকারী, তালা উপজেলা সেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক বিএম বাবলুর রহমান,উপজেলা সৈনিক পার্টির সভাপতি ও অব.সেনা সদস্য মো: রফিকুল ইসলাম খাঁ সহ ১২ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্মরণ সভা ও দোয়নুষ্ঠানে স্বতঃস্ফূর্ত্ ভাবে অংশগ্রহ করেন।
    স্মরণ সভায় বক্তারা বলেন,নতুনবাংলা উন্নয়নের রুপকার দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্টা করেছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মাদ এরশাদ। তিনিঁ রাষ্ট্রপ্রতি থাকালীন টেকনাফ থেকে তেতুলিয়া-রুপসা থেকে পাটুরিয়া পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লাগিয়েছেন। তিনি ইসলামের জন্য অবিস্মরনীর কাজ করেছন যাহা পরবর্তি কোন সরকার করতে পারেননি। সফল এই রাষ্ট্রপ্রতি গরীব দু:খী মানুষের জন্য পথকলি ট্রাষ্ট, ভূমিহীনদের জন্য খাস জমি হস্তান্তর, গুচ্ছগ্রাম তৈরী করেছেন। পল্লীবন্ধু এতিমদের পছন্দ করতেন ভালবাসতেন প্রতিবছর রমজানের প্রথম রোজা এতিমদের সম্মানে তাদের সাথে একাকার হয়ে ইফতারি করতেন। এছাড়া সাতক্ষীরা-১ আসনে আওয়ামীলীগ বি,এন,পি সহ সকল মানুষের উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সৈয়দ দিদার বখত্ এর বিকল্প নাই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেতা সৈয়দ দিদার বখত্ কে বিজীয় করতে হবে। স্মরণ সভা ও দোয়নুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মাও: তাওহীদুর রহমান।

  • তালায় খাস জমি ও জলমহাল ব্যবস্থাপনা অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    তালায় খাস জমি ও জলমহাল ব্যবস্থাপনা অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


    তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় খাস জমি ও জলমহাল ব্যবস্থাপনা এবং মুসলিম উত্তরাধিকার আইনে সম্পত্তিতে নারীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ই জুলাই) উত্তরণের আইডিআরটি সেন্টারে বেসরাকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আমার প্রকল্পের আয়োজনে তালা উপজেলা পর্যায়ের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা ভূমি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত সাহা, সাংবাদিক আব্দুর জব্বার প্রমূখ। কর্মশালায় খাসজমি ও জলমহাল ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন মোঃ মনিরুজ্জামান জমাদ্দার এবং রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় বিধানে উত্তরাধিকার সম্পত্তিতে মুসলিম নারীর অধিকার, বাস্তবতা ও চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করেন প্রকল্পের কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান। কর্মশালায় ভূমিহীনদের অধিকার আদায়ের বাস্তবতা ও চ্যালেঞ্জসমূহ এবং আরও দ্রুত তাদের মাঝে খাস জমি ও নারীদের উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের বিষয় উঠে আসে।

  • পাটকেলঘাটা থানা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন 


    প্রেস বিজ্ঞপ্তি:
    সম্প্রতি পাটকেলঘাটা ওভার ব্রিজের উপর থেকে ৫০ গ্রাম গাজা সহ আটক হয় থানা শ্রমিক লীগের সভাপতি শহিদুল বিশ্বাস। সে যুগীপুকুরিয়া গ্রামের বাচন বিশ্বাসের মেজো ছেলে।  
    এদিকে শহিদুল বিশ্বাস গ্রেপ্তাত হওয়ার পর তার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 
    এঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক। তিনি বলেন, শহিদুলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মাদক সংশ্লিষ্ট থাকার অভিযোগ ওঠে , এজন্য তাকে বিভিন্ন সময়ে সতর্ক করা হয়। মাদক সহ গ্রেফতার হওয়ায় তাকে এবার বহিষ্কার করা হয়েছে। 
    এদিকে গঠনতন্ত্র অনুযায়ী পাটকেলঘাটা থানা শ্রমিক লীগের সভাপতি শহিদুল বিশ্বাস দল থেকে বহিষ্কার হওয়ায় দলের সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন। আব্দুল্লাহ আল মামুন এর আগে সারুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও পরবর্তীতে থানা সম্মেলন প্রস্তুত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করেন। 

  • তালায় ডাকাতি প্রস্তুতি কালে ৩ ডাকাতকে আটক

    তালা : সাতক্ষীরার তালায় ডাকাতি প্রস্তুতি কালে ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চরকানাইদিয়া বিল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি ছুরি ও ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে।
    আটকৃত ডাকাতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার বান্দিকাটি গ্রামের গনি শেখের ছেলে সুমন শেখ (২৭), একই উপজেলার রাড়–লী গ্রামের আকবর শেখের ছেলে সিদ্দিক শেখ (৩৫) ও ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের দীন মোহাম্মদ মীরের ছেলে আলমগীর হোসেন (২৮)।
    তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, বৃহস্পতিবার রাতে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চরকানাইদিয়া এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

    এসময় গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার একটি পুলিশ দল তাদের আটক করে।

    আটকের সময় তাদের কাছ থেকে ১টি ছুরি ও ২টি চাপাতি উদ্ধার করা হয়। এসময় তাদের সঙ্গী কয়েকজন পালিয়ে যায়।
    তিনি জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা গেছে। শুক্রবার তাদের কে রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • তেরছি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন বাতিল করায় ক্ষোভ


    নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার তেরছি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনের তপসিল ঘোষণা করা হয় ৪ জুন ২০২২। নির্বাচনের তপসিল মোতাবেক আগামী ২৪ জুন ২০২২ অনুষ্ঠিতব্য এ নির্বাচনে দুটি প্যানেলে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচনে মোট ভোটার ২৪০ জন। নির্বাচনে একজন অভিভাবক সদস্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে, অপর পক্ষের মহিলা অভিভাবক সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বুধবার (২২ জুন) তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান মৌখিকভাবে এ নির্বাচন বাতিল করে পুনরায় তপসিল ঘোষণার কথা জানান। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুর্বের প্রকাশিত তপসিল মোতাবেক নির্বাচন পরিচালনার দাবী জানিয়েছেন। এব্যাপারে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান জানান, ভোটার তালিকা ক্রটি থাকায় জেলা প্রশাসক বরাবর অভিযোগ হয়েছে। এজন্য ভোটার তালিকা পুনরায় সংশোধনের মাধ্যমে নির্বাচন করার কথা বলা হয়েছে।

  • তালায় ৩৬ বছরের ইউপি সদস্য সাত্তারের স্বরণ সভা অনুষ্ঠিত

    তালায় ৩৬ বছরের ইউপি সদস্য সাত্তারের স্বরণ সভা অনুষ্ঠিত


    প্রেস বিজ্ঞপ্তি :
    তালার সদর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি, টানা ৩৬ বছরের ইউপি সদস্য ও সাবেক প্যানেল চেয়ারম্যান মো: আ: সাত্তার সরদারের স্মরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার তালার শিবপুর গ্রামে তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস,এম নজরুল ইসলাম এর সভাপতিত্বে স্বরনসভা মিলাদ মাহফিল ও দোয়ানুষ্টানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহন করেন দৈনিক পূর্বাঞ্চল খুলনার ষ্টাফ রিপোর্টার মোঃ কামরুল আলম, শিক্ষক মোঃ কলিম উদ্দীন,সাবেক ইউ,পি সদস্য ডাঃ সৈয়দ খায়রুল ইসলাম মিঠু, মানবাধিকার নেতা ডাঃ এনামুল ইসলাম বিপ্লব, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল মজিদ সরদার, প্রায়াত ইউ,পি সদস্যের একমাত্র পুত্র মোঃ শাওন সরদার, ছাত্রনেতা মোঃ ইকবাল হোসেন, জাতীয় ছাত্রসমাজের তালা উপজেলা সাধারন সম্পাদক মোঃ ইউনুস আলী সরদার, ছাত্রনেতা মোঃ বোরহান বিশ্বাস,সাংবাদিক পার্থ প্রতিম মন্ডল, জহর হাসান সাগর, ফয়সাল হোসেন। মিলাদ মাহফিল ও দোয়ানুষ্টান পরিচালনা করেনহযরত মাওলানা মুহাঃ খাজা নাজিমউদ্দীন বুলবুলি বরিশাল।

    উল্লেখ্য,গত ২৫শে মে বুধবার দুপুর ২ টা ১০ মিনিটের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো: আ: সাত্তার সরদার মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

  • তালায় জালালপুর ইউনিয়ন পরিষদের উন্মক্ত বাজেট ঘোষণা

    তালায় জালালপুর ইউনিয়ন পরিষদের উন্মক্ত বাজেট ঘোষণা


    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
    সাতক্ষীরার তালা উপজেলার ১১নং জালালপুর ইউনিয়ন পরিষদের উন্মক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ মে) সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মক্ত বাজেট ঘোষণা করা হয়। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু এ বাজেট ঘোষণা করেন।
    ২০২২-২০২৩ অর্থবছরে এককোটি বত্রিশ লক্ষ বার হাজার ৫২০ টাকার খসড়া উন্মূক্ত বাজেট ঘোষণা করা হয়।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের ইউপি সচিব আতিয়ার রহমান, ইউপি সদস্য আনারুল ইসলাম, কালিদাস অধিকারী, মো. আমজাদ হোসেন, শেখ আব্দুর রশিদ, কায়ুম ইসলাম, রমা রাণি ঘোষ, কামরুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক, মো. রফিকুল সানা, হেনা বেগম, বিউটি আক্তার, ফিরোজা খাতুন প্রমুখ। বাজেট অনুষ্ঠানে উক্ত ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • তালায় ঘের সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৩

    তালায় ঘের সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৩


    তালা প্রতিনিধি :
    তালায় ঘের সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ইউপি সদস্যসহ তিনজন আহত হয়েছে। সোমবার (৩০ মে) সকালে তালা সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় আহতরা হলেন, তালা সদর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আছাদুল ইসলাম (৪১), তার স্ত্রী রিনা খাতুন (৩০) ও পরাজিত প্রার্থী আব্দুল আলিম (৩৫)। আহতদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
    জানা যায়,আগোলঝাড়া গ্রামের শামসুল মোড়লের ছেলে ইউপি সদস্য শেখ আছাদুল ইসলামের সাথে একই এলাকার নূর আলী মোড়লের ছেলে আব্দুল আলিমের সাথে ঘের সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার সকালে আগোলঝাড়া গ্রামে আব্দুল আলিম শেখ আছাদুলের উপর হামলা চালায়। এ ঘটনায় ইউপি সদস্য শেখ আছাদুল ইসলাম ও তার স্ত্রী রিনা খাতুন এবং আব্দুল আলিম আহত হয়।
    আহত ইউপি সদস্য আছাদুল জানান, এবছর জানুয়ারি মাসে আমাদের গ্রামের পাশে দধিসরা বিলের ঘেরটি আমি রেজিষ্ট্রী ডিট করে ভোগ দখলে আছি। কিন্তু আলিম উক্ত ঘের জোর দখল করায় ব্যর্থ হয়ে আজ সকালে আমার উপরে হামলা চালায়। আমি ও আমার স্ত্রী মারাত্বকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। এবিষয়ে আব্দুল আলিম বলেন, ঘেরের বিষয় কথা বলতে গেলে সকালে আমার উপর হামলা চালায়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, মারামারির ঘটনায় দুই পক্ষ অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • তালায় জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালিত

    তালায় জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালিত


    তালা প্রতিনিধি ::
    সাতক্ষীরা তালায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিএনপির আয়োজনে সোমবার (৩০মে) বিকালে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়।

    উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স,ম ইয়াছিন উল্লাহ, সরুরিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু,খলিলনগর ইউনিয়নের বিএনপির সভাপতি মাস্টার শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শামরুল ইসলাম মিলন, উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদুভাই, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু,তালা উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. হাফিজুর রহমান, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহবায়ক আব্দুস সালাম প্রমূখ।

    এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।