নিজস্ব প্রতিনিধি ॥ সাতক্ষীরা তালায় ‘মুক্তিযোদ্ধা দিবস’-১৮ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে এ দিবস পালন করা হয়। মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে একটি র্যালী উপ-শহরের প্রধান সড়ক প্রদক্ষীন শেষে কার্যালয় চত্তরে আলোচনা সভার আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। আলোচনা সভায় বিশেষ অতিধি হিসাবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু,জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন।
বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস কহিনুর ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধ সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধ মফিজউদ্দিন,ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধ আলাউদ্দিন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধ এম এ ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধ এম এ ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধ আব্দুল জলিল,তালা উপজেলা মুক্তিযোদ্ধ সন্তান কমান্ড এর আহবায়ক মোঃ জাহিদুর রহমান লিটু প্রমুখ।
আলোচনা সভার পূর্বে দেশের গান পরিবেশন করেন তালা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক একাডেমির শিল্পী বৃন্দ।
Category: তালা
-

তালায় মুক্তিযোদ্ধা দিবস পালন
-
তালায় ভূমি অফিসের সহকারীর বিরুদ্ধে ৯ শ’টাকার দাখিলার বিপরীতে ৮ হাজার টাকা ঘুষ গ্রহনের অভিযোগ!
নিজস্ব প্রতিনিধি ॥ তালার তেঁতুলিয়া ইউনয়ন সহকারী ভূমি কর্মকর্তার এক অফিস সহকারীর বিরুদ্ধে ৯ শ’ টাকার খাজনা দাখিলা রশিদের বিপরীতে ৮ হাজার টাকা অতিরিক্ত ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামের এক উর্দ্ধত ন পুলিশ কর্মকর্তার মা সখিনা বেগমের নিকট থেকে ঐ ঘুষ গ্রহন করা হয়েছে। এ ছাড়াও এলাকায় বিভিন্ন জনের নিকট থেকে দাখিলা,খাসজমি বন্দোবস্তসহ উৎকোচ গ্রহনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়,গত ২২ নভেম্বর দুপুরে ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী কাজী মাহবুব হোসেন লক্ষণপুর গ্রামের মৃত আনছার মাহমুদ’র স্ত্রী সখিনা বেগমের বাড়ীতে যান তাদের মালিকানাধীন লক্ষণপুর,মদনপুর ও হাতবাস মৌজার প্রায় ৬ একর জমির খাজনা আদায়ে। এসময় ঐ বিধাবা বৃদ্ধার এক দেবর আঃ রহমান তার সাথে ছিলেন।
অভিযোগে তিনি জানান,তাদের ঐ সকল মৌজার খাজনা পরিশোধে ৮ হাজার টাকা বকেয়া পড়ে আছে। এক্ষণি তাদের সকল টাকা পরিশোধ করতে হবে। সখিনা বেগম দেবর রহমানকে সাথে দেখে সরল বিশ্বাসে তার নিকট ৮ হাজার টাকা বুঝে দিলেও পরে তাকে মাত্র ৯ শ’ টাকার একটি রশিদ ধরিয়ে দেওয়া হয়। রশিদটি দেখা মাত্রই অতিরিক্ত ঘুষ গ্রহনের বিষয়টি ধরা পড়ে তার কাছে।
এব্যাপারে অভিযুক্ত অফিস সহকারী কাজী মাহবুবের নিকট জানতে চাইলে তিনি বলেন,আঃ রহমান কার কাছ থেকে কত টাকা নিয়েছেন সেটা তিনি জানেননা। তবে ৯ শ’ টাকার দাখিলার বিপরীতে তিনি তাকে ১ হাজার টাকা প্রদান করেছেন।
এব্যাপারে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাসের নিকট জানতে চাইলে তিনি বলেন,অভিযোগটি তিনি লোক মুখে শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ হলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান এ কর্মকর্তা। -

গ্রহনযোগ্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরী হয়নি – সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব
নিজস্ব প্রতিনিধি ॥
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেলে সাতক্ষীরা তালা উপজেলার তেঁতুলিয় ইউনিয়নের ওয়ার্ড বিএনপি’র এক কর্মী সভা স্থানীয় মদনপুর বাজারে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম,উপজেলা বিএনপির উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান মিয়াজান আলী মোড়ল,তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক ময়েজ উদ্দীন,জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ঢাবি ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ-উল-ইসলাম, তালা উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আনিচুজ্জামান আনিচ,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আকরামুল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিএনপির ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মী সভায় প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,অবাধ,সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরী হয়নি। সেজন্য আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে অনুরোধ জানান। -

সাতক্ষীরা-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের সাংবাদিকদের সাথে মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি দলীয় প্রার্থী, কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে তিনি এ মতবিনিময় করেন।
এ সময় তার সাথে ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম ফারুক, এড. আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, শেখ রায়হান, যুগ্ন সম্পাদক মারুফ হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রকিব মোল্যা, কলারোয়া উপজেলা যুবদল সভাপতি আব্দুল কাদের বাচ্চু, কলারোয়া পৌর বিএনপির সাধারন সম্পাদক মোজাফফর হোসেন, জেলা ছাত্রদল সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ।
এ সময় বিএনপি দলীয় প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান। একই সাথে তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ বিএনপির যে সমস্ত নেতা-কর্মীরা কারাবন্দী রয়েছেন তাদের নিঃশ্বর্তে মুক্তির দাবী জানান। অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি তার আসন থেকে বিপুল ভোটে জয়ী হবেন বলে সাংবাদিকদের সামনে আশা প্রকাশ করেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।## -

সাতক্ষীরা-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হাবিবুল ইসলাম হাবিব
নিজস্ব প্রতিনিধি ॥
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে ধানের শীষের হয়ে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব।
সোমবার (২৬ নভেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে মনোনয়নের চিঠি গ্রহণ করেছেন তিনি।
বিকেলে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে মনোনয়নের চিঠি বিতরণের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাবিবুল ইসলাম হাবিব। এছাড়া নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার সহযোগিতায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন তরান্বিত করতে হবে।
তিনি ১৯৯৬-এর ষষ্ঠ এবং ২০০১-এর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তালা ও কলারোয়া উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-১ আসন। ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে আসনটি গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৮৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ দাশ হাজার ৭০০ নারী ভোটার দুই লাখ ১২ হাজার ১৮৩ জন। এবারের নির্বাচনে তালা উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ১১ হাজার ৩৫৫ জন ও নারী ভোটার বেড়েছে ১০ হাজার ২৯০ জন। কলারোয়া উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ১০ হাজার ৮৭২ জন। ও নারী ভোটার বেড়েছে ১০ হাজার ৩০৮ জন। -

আজ সোমবার মনোনয়নপত্র দাখিল করবেন এড. মুস্তফা লুৎফুল্লাহ
সংবাদ বিজ্ঞপ্তি : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের অন্তর্ভুক্ত দলসমূহের প্রার্থীদেরকে দলীয় মনোনয়নপত্র দাখিল করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ১৪ দল। সে প্রেক্ষিতে ১০৫ সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য, সাতক্ষীরা জেলা সভাপতি ও ১৪ দলের অন্যতম নেতা জননেতা মুস্তফা লুৎফুল্লাহ দলীয়ভাবে ২৬ নভেম্বর সোমবার সকাল ১১ টায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এর (জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা) নিকট মনোনয়ন পত্র দাখিল করবেন। ২৫ নভেম্বর’১৮ তারিখে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন। উপলক্ষ্যে এড. মুস্তফা লুৎফুল্লাহ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে ১৪ দল ও মুক্তিযুদ্ধের পক্ষের সকল ব্যক্তিসহ তালা-কলারোয়াবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
-
জেলায় পুলিশের বিশেষ অভিযানে আটক-৫৬
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলাব্যাপী বিশেষ অভিযান চালিয়ে পাঁচ মাদক মামলার আসামি ও বিএনপি-জামায়াতের পাঁচ নেতা-কর্মীসহ ৫৬ জনকে আটক করা হয়েছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ফেন্সিডিল ও ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য।
বুধবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে এসময় ৬টি মামলা দায়ের করা হয়েছে।
এ অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানার ৫ জন, কালিগঞ্জ থানার ৭ জন, শ্যামনগর থানার ৯ জন, আশাশুনি থানার ৭ জন, দেবহাটা থানার ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। -

তালায় সড়ক দুর্ঘটনায় ব্যাবসায়ী নিহত
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় পিক-আপ ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত মাছ ব্যাবসায়ীর নাম অরুন কুমার দেবনাথ (৪৫)।
মঙ্গলবার দুপুরে তালা উপজেলার জাতপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছেন পার্থ বিহারী নামে আরো একজন।
নিহত মাছ ব্যবসায়ী অরুণ কুমার দেবনাথ খুলনা জেলার পাইকগাছা উপজেলা সদরের অনিল কুমার দেবনাথের ছেলে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তালা বাজার থেকে মাছ ব্যাবসায়ী অরুন দেবনাথ ইঞ্জিভ্যান যোগে চুকনগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জাতপুর নামক স্থানে পিক-আপ ও ইঞ্জিল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন অরুন। এ সময় আহত হয়েছে আরো একজন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
-
তালায় গ্রীষ্মকালীন টমেটো চাষে মিলছে সফলতা
সেলিম হায়দার: সাতক্ষীরার তালা উপজেলায় গ্রীষ্মকালীন টমেটো চাষে ঝুকছেন কৃষকরা। গ্রীষ্মকালীন টমেটো চাষে সফলতা মেলায় এবার গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ জমিতে আবাদ হয়েছে এ সবজির। চাষের উপযোগী মাটি ও অনুকূল পরিবেশ বিদ্যমান থাকায় আগামীতে আরো বেশি জমিতে গ্রীষ্মকালীন টমোটো আবাদ করবেন কৃষকরা এমনটাই ধারণা করছেন স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তার ।
স্থানীয় কৃষি অফিসের তথ্যমতে, তালা উপজেলায় এবছর গ্রীষ্মকালীন টমেটো আবাদ হয়েছে মোট ৬ হেক্টর জমিতে। গত বছর যার পরিমাণ ছিল মাত্র সাড়ে ৩ হেক্টর। অসময়ে টমেটোর ভাল ফলন ও দাম বেশি পাওয়ায় স্থানীয় চাষিদের মধ্যে আগ্রহ বাড়ছে। তাদের এ সাফল্যে অন্যান্যরাও উদ্বুদ্ধ হচ্ছেন এ সবজি চাষে।কৃষি অফিস এবং কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, প্রতি বিঘা জমিতে টমেটোর আবাদ করতে খরচ হয় প্রায় ২ লাখ টাকা। যা বিক্রি হয় কমপক্ষে ৪ লক্ষ টাকা। অসময়ে বিঘা প্রতি ২ লাখ টাকা লাভ পেয়ে সামগ্রিকভাবে কৃষকদের শুধু অর্থনৈতিক পরিবর্তনই নয়, পরিবর্তন ঘটেছে মানসিক অবস্থারও।জানা যায়, উপজেলার কৃষকরা মূলত বারি-৮ ও বারি-৪ জাতের টমেটোর আবাদ করেছেন। ফলন, মান ও চাহিদা অনুযায়ী ভাল দাম পাওয়ায় মূলত কৃষকরা এ দু’জাতের টমেটো চাষের জন্য বেছে নিয়েছেন।এ ব্যাপারে কথা হয় তালা উপজেলার নগরঘাটার কৃষক গাজী রহমানের সাথে। তিনি প্রায় ৫০ শতক জমিতে গ্রীষ্মকালীন টমেটোর আবাদ করেছেন। ইতোমধ্যে তার ক্ষেত থেকে টমেটো উঠতে শুরু করেছে। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে বিঘা প্রতি তার ২ লাখ টাকার উপরে লাভ হবে।কথা হয় একই এলাকার আরো কয়েকজন কৃষকের সাথে। যার মধ্যে সফিকুল ইসলাম গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন ৫০ শতক জমিতে, রফিকুল ইসলাম ৫০ শতক, রেজাউল ইসলাম ৩৩ শতক, কালী বাড়ির মাসুদ রানা ৩৩ শতক এবং তৈলকূপির সাইফুর রহমান বাবু চাষ করেছেন ৬৬ শতক জমিতে।তারা সবাই জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ভাল ফলন হয়েছে। অধিকাংশ ক্ষেত থেকে ইতোমধ্যে টমেটো উঠতে শুরু করেছে। স্থানীয় বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে খুচরা ৮০ টাকা এবং পাইকারী ৭০ টাকা দরে। অসময়ে পাকা টমেটোর উপস্থিতি সবজির বাজারেও আলাদা মাত্রা যোগ করেছে। দাম বেশী হলেও ক্রেতাদের আগ্রহ থাকায় আগামীতে আবারও তারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে চান।এব্যাপারে উপজেলার নগরঘাটা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ অজিয়ার রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এলাকার কৃষকদের মধ্যে গ্রীষ্মকালীন টমেটো চাষে আগের যেকোন সময়ের চেয়ে আগ্রহ বেড়েছে।উপজেলার মাটি গ্রীষ্মকালীন টমেটো চাষের উপযোগী ও লাভজনক হওয়ায় কৃষকরা টমেটো চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। কৃষি অফিস থেকে কৃষকদের সব ধরনের সহযোগীতা প্রদান করা হচ্ছে।’গ্রীষ্মকালীন টমেটো চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণত মাচের্র প্রথম দিকে বীজ বপন করতে হয় এরপর মে মাসে বীজতলা থেকে ওই চারা উঠিয়ে ক্ষেতে রোপন করতে হয়। সুষ্ঠুভাবে পরিচর্যা করতে পারলে জুন-জুলাই মাসে গাছে ফল আসতে শুরু করে। যা থেকে একাধারে ফেব্রুয়ারি-মার্চ মাস পর্যন্ত টমেটো পাওয়া যায়।তালা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ মামুন জানান, সারা বছরের সবজির চাহিদা পূরণে গ্রীষ্মকালীন টমেটো উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। চাষের ক্ষেত্রে বারি-৪ ও বারি-৮ জাতের টমেটো চাষ করা ভালো। সাদা পলিথিনের ছাউনি দিয়ে গ্রীষ্মকালীন টমেটো চাষ খুবই সহজ। আমরা উপজেলা কৃষি অফিস টমেটো চাষীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছি। -
পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পালিত
সুমন চক্রবত্তী (পাটকেলঘাটা): সরাদেশের ন্যায় পাটকেলঘাটায়ও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং মর্যাদায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্ঠমী পালিত হয়েছে।
রবিবার (২ সেপ্টেম্বর) লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫৩৪৪তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্র, পাটকেলঘাটা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্রের মন্দির প্রঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, তালা উপজেলা সহকারি ভুমি কমিশনার অনিমেষ বিশ্বাস, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা, সরুলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও ইউনিয়ান আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান, নগরঘাটা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই, পাটকেলশ্বরী তীর্থক্ষেত্র উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ সাধূ, কোষাধ্যক্ষ হারান পাল, বীরেন্দ্র নাথ মহাতা, নর নারায়ন ঘোষ, সুশান্ত ঘোষ, বিশিষ্ট সমাজসেবক পুলোক পাল, দেবাশীষ মজুমদার, বিধান কাশ্যপী, সজল নন্দী, অলিক কুমার পাল, বাসুদেব বিশ্বাস প্রমুখ।
এই সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দির থেকে আগত শিক্ষার্থী ও কৃষ্ণভক্ত মন্ডলীরা শোভাযাত্রা নিয়ে পাটকেলঘাটা বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে তেলকুপি রাধা গোবিন্দ মন্দির হয়ে পাটকেলঘাটা কালী মন্দিরে প্রঙ্গণে মিলিত হয় ।
-
জেলায় ৮ জামায়াত নেতা-কর্মীসহ গ্রেফতার ৬৮
মোঃ মুশফিকুর রহমান (রিজভি): সাতক্ষীরা জেলাব্যাপি বিশেষ অভিযান চালিয়ে ৮ জামায়াত নেতা-কর্মী এবং ৪ মাদক মামলার আসামিসহ বিভিন্ন মামলার ৬৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জুলাই) সন্ধ্যা থেকে শনিবার (২৮ জুলাই) সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ অভিযান থেকে উদ্ধার করা হয়েছে ২০পিস ইয়াবা, ৪৯০ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাঁজা এবং একটি মোটরসাইকেল।
অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জামায়াতকর্মীসহ ১৬ জন, কলারোয়া থানা থেকে ২০পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজাসহ ৮ জন, তালা থানা থেকে ২ জন, কালিগঞ্জ থানা থেকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ ৯ জন, শ্যামনগর থানা থেকে উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফারুক হোসাইনসহ ১৫ জন, আশাশুনি থানা থেকে ২ জন, দেবহাটা থানা থেকে ২ জন এবং পাটকেলঘাটা থানা থেকে ১ জামায়াতকর্মীসহ ২ জনকে আটক করা হয়।আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬৮ আসামিকে আটক করা হয়েছে।
-
জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭ জামায়াত-শিবিরকর্মীসহ আটক ৭২
মোঃ মুশফিকুর রহমান (রিজভি): সাতক্ষীরা জেলাব্যাপি বিশেষ অভিযান চালিয় ৭ জামায়াত-শিবিরকর্মীসহ ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার আট থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গত মঙ্গলবার (২৪ জুলাই) সন্ধ্যা থেকে (২৫ জুলাই) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযান থেকে উদ্ধার করা হয়েছে ২০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা এবং বেশ কিছু জিহাদী বই।অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ২০পিস ইয়াবা, বেশ কিছু জিহাদী বই ও প্রচারপত্রসহ ২৪ জনকে আটক করা হয়েছে যার মধ্যে ৪ জন জামায়াত-শিবিরকর্মী। কলারোয়া থানা থেকে ১০০গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে ৭ জনকে। ৪ জামায়াত-শিবিরকর্মীসহ মোট ৮ জনকে আটক করা হয়েছে তালা থানা থেকে। এ থানা থেকে উদ্ধার করা হয়েছে ৬টি জিহাদী বই। এছাড়াও কালিগঞ্জ থানা থেকে ৯ জন, শ্যামনগর থানা থেকে ১১ জন, আশাশুনি থানা থেকে ১ জামায়াতকর্মীসহ ৮ জন, দেবহাটা থানা থেকে ৩জন এবং পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার সবকটি থানায় অভিযান চালিয়ে বেশকিছু জিহাদী বই ও প্রচারপত্র সহ ৭ জামায়াত-শিবিরকর্মীসহ মোট ৭২ জনকে আটক করা হয়েছে। -
জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭ জামায়াতকর্মীসহ আটক-৬১
মোঃ মুশফিকুর রহমান (রিজভি): সাতক্ষীরা জেলাব্যাপি বিশেষ অভিযান চালিয়ে ৭ জামায়াতকর্মী এবং ২ জন মাদক মামলার আসামীসহ ৬১জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুলাই) সন্ধ্যা থেকে রবিবার (২২ জুলাই) সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ অভিযান থেকে বেশ কিছু মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জামায়াতকর্মীসহ ২৩ জন, কলারোয়া থানা থেকে ১০০ গ্রাম গাজাসহ ৯ জন, তালা থানা থেকে ৫ জন, কালিগঞ্জ থানা থেকে ৪ জন, শ্যামনগর থানা থেকে ৮ জন, আশাশুনি থেকে ১ জামায়াতকর্মী এবং ১০০ গ্রাম গাজাসহ ৭ জন, দেবহাটা থানা থেকে ২ জন এবং পাটকেলঘাটা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামীসহ মোট ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।
-

জেলাব্যাপি পুলিশের বিশেষ অভিযানে ২ জামায়াতকর্মীসহ গ্রেফতার ৫৫
মোঃ মুশফিকুর রহমান (রিজভি): সাতক্ষীরা জেলাব্যাপি বিশেষ অভিযান চালিয়ে ২ জামায়াতকর্মী ও ৮মাদক মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৮ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে ২২ বোতল ফেন্সিডিল ও ১১০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। বিভিন্ন অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে সাতক্ষীরা সদর থানা জামায়াতের ১ সুরা সদস্যসহ ১৭ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানার ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের রোকনসহ ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ৭ জন, শ্যামনগর থানা থেকে ১১ জন, আশাশুনি থানা থেকে ৫ জন, দেবহাটা থানা থেকে ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
-

সাতক্ষীরার তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় পুকুরের পানিতে ডুবে ইয়াছিন নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে তালা সদরের খড়েরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইয়াছিন খড়েরডাঙ্গা গ্রামের ভ্যানচালক বিল্লাল শেখের ছেলে।
স্থানীয় আব্দুর রহিম সরদার জানান, বেলা ১২টার দিকে শিশু ইয়াছিন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে ইয়াছিনকে পুকুরের মধ্যে ভেসে থাকতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ঘটনাটি নিশ্চিত করেছেন। -

জেলায় পুলিশের বিশেষ অভিযানে আটক-৬২
নিজস্ব প্রতিনিধি: জেলাব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ১৩ মাদক মামলার আসামী ও বিএনপি-জামায়াতের ৩ নেতা-কর্মীসহ ৬২ জনকে আটক করেছে পুলিশ।
গত সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান থেকে উদ্ধার করা হয়েছে ৮৬ পিচ ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য। এ সময় বিভিন্ন অভিযোগে ৯টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানার ১৬ জন, কলারোয়া থানার ১২ জন, তালা থানার ৫ জন, কালিগঞ্জ থানার ১২ জন, শ্যামনগর থানার ৬ জন, আশাশুনি থানার ৬ জন, দেবহাটা থানার ২ জন ও পাটকেলঘাটা থানার থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
-

জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে আটক-৫১
নিজস্ব প্রতিনিধি: জেলাব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ১০ মাদক ব্যবসায়ী ও জামায়াত-শিবিরের তিন নেতা-কর্মীসহ ৫১ জনকে আটক করেছে পুলিশ।গত শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনাকালে বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৭টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানার ১০ জন, কলারোয়া থানার ১১ জন, তালা থানার ৫ জন, কালিগঞ্জ থানার ৭ জন, শ্যামনগর থানার ৮ জন, আশাশুনি থানার ৬ জন, দেবহাটা থানার ২ জন ও পাটকেলঘাটা থানার ২ জন।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
-
তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট খেলা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি: তালার জালালপুর ও খেশরা ইউনিয়নে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অত্র প্রতিষ্ঠানের সভাপতি ইন্দ্রজিৎ বাপ্পী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন,জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। খেরশা ইউনিয়নের হরিহরনগর বাজার মাঠে ইউপি মেম্বর সামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন খেরশা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব হোসেন রাজু। অন্যদিকে শনিবার সকালে তালা সদর ইউনিয়নের দক্ষিণ বারুইহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সহকারী শিক্ষা অফিসার রাজমনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্ধোধন করেন সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। এসময় ইউনিয়নের স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।