Category: তালা

  • তালায় জনবসতিপূর্ণ ও মাদ্রাসা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা নির্মাণ : অজানা কারণে প্রতিকার চাইনা মাদ্রাসা সুপার

    তালায় জনবসতিপূর্ণ ও মাদ্রাসা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা নির্মাণ : অজানা কারণে প্রতিকার চাইনা মাদ্রাসা সুপার

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা ও যশোরের কেশবপুর উপজেলার নোমান্সল্যান্ডে অবস্থিত বগা শাহকারারীয়া রহঃ সিনিয়র মাদ্রাসার ১০ ফুট দুরে ইটভাটা নির্মাণ হওয়ায় ব্যাপক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে ঐ এলাকার জনসাধারণ। বর্তমানে ইট ভাটার চিমনির পোড়া ধোয়া ও ব্যবহৃত কাঁচা ইট, পাকা ইট ও মাটি বহনে যন্ত্রদানবের যেমন শব্দ দূষণ হচ্ছে তেমনিভাবে বায়ু দূষণ ব্যাপক আকার ধারণ করেছে। ফলে পাঠগ্রহণে মাদ্রাসার ৩শ ছাত্র-ছাত্রী ব্যাঘাত ঘটছে সাথে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে। কিন্তু অজানা কারণে এসব সমস্যার কোন প্রতিকার চাইনা সংশ্লিষ্ট মাদ্রাসার সুপার আবুল হাসান।
    ঘটনার সত্যতা নিশ্চিতে গিয়ে দেখা যায়, পাটকেলঘাটা হতে কেশবপুর অভিমুখী মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সড়কের বগা নামক স্থানে মাদ্রাসাটির অবস্থান। মাদ্রাসার দক্ষিণ প্রান্তে সীমানা কপোতাক্ষ নদের একটি সংযোগ খাল। খালটির প্রস্থ ১০-১২ ফুট। খালের ওপারেই গত ৪ বছর যাবত তালা উপজেলার সেনপুর গ্রামের আব্দুল হাকিম সরদার মেসার্স বিএসবি ব্রিকস নামের একটি ইটভাটা গড়ে তুলেছে। ইটভাটা মালিক ও তার পুত্র ইমরান বর্তমান সৌদি আরবে অবস্থান করছেন। দায়িত্বরত ম্যানেজার প্রতিবেদককে নাম জানাতে অসংকোচবোধ করে বলেন, ‘আমাদের কাগজপত্র সবই আছে।’
    বাংলাদেশ ইট ভাটা নির্মাণ ও ইট প্রস্তুত আইনে ২০১৩ সংশোধনীয় উল্লেখ আছে যে, ফলজ ও বনজ বাগান, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক এলাকায় ইট ভাটা গড়ে তোলা যাবে না। কিন্তু এখানে ইটভাটা মালিকরা এতটাই প্রভাবশালী যে, আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ইটভাটা পরিচালনা করছে। ইট ভাটার বিরুদ্ধে অভিযোগ করার মতো অনেকেই থাকলেও তাদেরকে টাকা দিয়ে ম্যানেজ করা হয়েছে। যে টাকার সবচেয়ে মোটা উৎকোচ গ্রহণ করার অভিযোগ উঠেছে ঐ মাদ্রাসার সুপার আবুল হাসানের বিরুদ্ধে। মাদ্রাসার উত্তর প্রান্তে মাত্র ৩০ গজের মধ্যে সেনপুর বাজার। বাজারের পাশেই একই গ্রামের বাবলুর রহমান (পোল্ট্রি বাবলু) আরো একটি ইটভাটা গড়ে তুলে ফসলী জমি, ফলজ ও বনজ বাগান নষ্ট করে আরো একটি ইট ভাটা গড়ে তুলেছে। এসব ভাটার বৈধ কোন কাগজপত্র না থাকলেও মালিকপক্ষের দাবি বৈধ কাগজপত্র আছে। ভাটা দু’টির পাশ দিয়ে বহমান সড়কে নিয়মিত চলাচলকারী বিনেরপোতা কৃষি গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইসহাকুল ইসলাম, গরু ব্যবসায়ী আব্দুল হামিদ গাজী, সবজি ব্যবসায়ী দিদারুল ইসলাম, মাছ ব্যবসায়ী আব্দুল মজিদসহ একাধিক ভুক্তভোগী জানান, রাস্তার পাশে ইটভাটা। যার ১ কিলোমিটারের মধ্যে কমপক্ষে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান, ৩টি বাজার, তারই মধ্যে চলছে অবৈধ ভাটা। পাকা রাস্তায় রৌদ্রে ধুলা, বৃষ্টিতে কাদা, মাটি বহনের দানবযন্ত্রের শব্দ দূষণে অতিষ্ঠ। সড়কে চলাচলই যেন জীবনের ঝুঁকি। একইভাবে কথা হয় মাদ্রাসার হাফিজিয়া শাখার ছাত্র মাছুম বিল্লাহর সাথে। তার বাড়ি খুলনার কয়রা উপজেলায়। সে সেনপুর গ্রামের আবু হেনা আলম এর বাড়িতে থেকে পড়াশুনা করে। সে জানায়, ভাটার ধুলাবালি মাদ্রাসার বাতাসে লেগেই থাকে। চিমনির ধোয়ায় নাক জ্বালা করে। সবসময় অস্বস্তিবোধ করলেও কোন প্রতিকার হচ্ছে না। সেনপুর বাজারের হোটেল ব্যবসায়ী আব্দুল মালেকের দাবি ভাটা দুটির মালিক সেনপুর গ্রামের সবচেয়ে প্রভাবশালী ধনী ব্যক্তি। তাদের অর্থের দাপটে অসহায় হয়ে পড়েছে এলাকার মানুষ। রাস্তার ধারে ভাটার চিমনির ধোয়ার গন্ধ ও ধুলাবালিতে খাবার তৈরি করলে কেউ হোটেলে খাবার খেতে চায় না। বাধ্য হয়ে ব্যবসা গুটিয়ে নেওয়ার মতো। এসময় হোটেল ব্যবসায়ী সাংবাদিককে পেয়ে আনন্দের সাথে সমস্যার কথা জানালেও কিছুক্ষণ পর তাকে বিচলিত দেখা যায়। অনেকটাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে বলেন, ‘আমি আপনাদেরকে এসব বলেছি যদি জানতে পারে তাহলে আমার উপর বিভিন্ন চাপ আসতে পারে। আপনারা কি দেখবেন আমাকে ! সাধারণ মানুষের এমন চাওয়া পাওয়া কি সাংবাদিক পূরণ করতে পারে ?’ মাদ্রাসার সুপার আবুল হাসান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে ইটভাটার মালিকদের কাছ থেকে উৎকোচ গ্রহণের বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, তা আদৌ সত্য নয়। তার এমন উত্তরে আবারো জানতে চাওয়া হয় ৪ বছর যাবৎ মাদ্রাসার ১০ ফুটের মধ্যে ইট ভাটা পরিচালনা হচ্ছে আপনি সংশ্লিষ্ট কোন কোন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। এমন প্রশ্নে তিনি কুপোকাত, পরে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এবিষয়ে কেশবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সেলফোনে যোগাযোগ করা হলে ফোনটি কিছুক্ষণ সংযোগ থাকলেও পরবর্তীতে বন্ধ পাওয়া যায়। তবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন সাংবাদিকদের জানিয়েছেন, তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

  • তালায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৪ হাজার ৬১৮ জন শিক্ষার্থী

    নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলায় এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৪ হাজার ৬শ ১৮ জন পরিক্ষার্থী অংশ নিচ্ছে। সারাদেশের ন্যায় শনিবার (২ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। এবছর পরীক্ষা চলাকালীন সময়ে ফটোষ্ট্যাট মেশিন ও কোচিং সেন্টার ১মাস বন্ধ থাকবে। তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসূত্রে জানাগেছে, এবছর তালা উপজেলার ৭টি কেন্দ্রের মধ্যে তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয়ে ১৪৯৯ জন, কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬৭৬জন, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৩৩ জন, খলিশখালী মাগুরা এস,সি কলেজিয়েট স্কুলে ৭৬২জন শিক্ষার্থী অংশগ্রহন করবে। এছাড়া দাখিল পরীক্ষায় পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসায় ৪১৯জন ও তালা ফাযিল মাদ্রাসায় ৪৫৩জন পরীক্ষার্থী অংশ নেবে। কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৭৬ জন ভোকেশনাল শিক্ষার্থী অংশগ্রহন করবেন।
    এবছর এসএসসি পরিক্ষায় অংশগ্রহন শিক্ষার্থীর ২৩১৮ জন ছাত্র ও ২৩০০ জন ছাত্রী অংশগ্রহন করবেন । গত বছরে অংশগ্রহন করেছিল ৪হাজার ৬১জন শিক্ষার্থী ।
    তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান বলেন, এ বছর এসএসসি পরীক্ষা নকলমুক্ত, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা নেওয়ার জন্য ইতিপূর্বে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ২শ গজের মধ্যে জনসাধারন প্রবেশে নিষিধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার সকল ফটোস্ট্যাট মেশিন ও কোচিং সেন্টার এক মাস বন্ধ থাকবে।

  • তালায় পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিনিধি: তালায় ইসমাইল হোসেন (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা খলিশখালী ইউনিয়নের হাজরাপাড়া হাফিজিয়া মাদ্রাসার পুকুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ইসমাইল হাজরা পাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও এনায়েতপুর গ্রামের শাহাবুদ্দীন গাজীর ছেলে। স্থানীয়রা জানান,হাজরাপাড়া হাফিজিয়া মাদ্রাসায় ইসমাইল হোসেন পড়াশুনা করতো এবং মাদ্রাসার বোর্ডিংয়ে থাকতো। তার মৃগী রোগ ছিল বলে জানিয়েছে তার সহপাঠীরা। তারা জানায়, ভোরে পুকুরে ওজু করতে গিয়ে সে পানিতে পড়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ মাদ্রাসার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খলিশখালী ক্যাম্প ইনচার্জ হাফিজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • তালায় বৃদ্ধাকে কুপিয়ে জখম

    তালায় বৃদ্ধাকে কুপিয়ে জখম

    নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ধারালো দা’য়ের কোপে শেফালী ঘোষ (৬৫) নামের এক বৃদ্ধা রক্তাক্ত জখম হয়েছে। সোমবার দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। বৃদ্ধার ছেলে মহেশ্বর ঘোষ জানায়, উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত শুকুর আলী মোড়লের ছেলে গফুর মোড়ল আমাদের মুশরি ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছিল । এসময় আমার মা তাকে জমির আইল দিয়ে যাওয়ার কথা বললে সে ক্ষিপ্ত হয়ে আমার বৃদ্ধ মাকে তার হাতে থাকা ধারালো দা দিয়ে মুখে কুপিয়ে জখম করে। এসময় মায়ের ডাকচিৎকারে এলাকাবাসি ঘটনাস্থল এসে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। মহেশ্বর ঘোষ আরও জানায়, আব্দুল গফুর একজন উগ্র মানসিকতার মানুষ। এরকম ঘটনা এর আগেই সে কয়েকবার ঘটিয়েছে।
    এদিকে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত ঐ পরিবার কোথাও কোন মামলা বা অভিযোগ করতে পারেনি। হামলাকারী নিজেই হাসপাতালে এসে মামলা করলে জীবননাশের হুমকি দিয়ে গেছে বলে জানিয়েছে অসহায় পরিবারটি। এব্যাপারে ভুক্তভোগী অসহায় পরিবার ও এলাকাবাসী আব্দুল গফুরকে তদন্তপূর্বক আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, এঘটনায় কোন অভিযোগ পায়নি।

  • তালা উপজেলা পরিষদ নির্বাচন : প্রার্থী বাচাইয়ে ধাওয়া পাল্টা ধাওয়া

    তালা উপজেলা পরিষদ নির্বাচন : প্রার্থী বাচাইয়ে ধাওয়া পাল্টা ধাওয়া

    নিজস্ব প্রতিনিধি: আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামীলীগের নির্বাচনে চুড়ান্ত প্রার্থী বাছাইয়ে দ্বিতীয় দিনেও দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ লাঠিচার্জ করে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার (২৭ জানুয়ারি) দুপুর দুই টার দিকে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এঘটনা ঘটে।
    দলীয় একাধিক সূূত্র জানায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাই পর্বের দ্বিতীয় দিন (রবিবার) সকালে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী থাকায় ভোট ছাড়াই সমঝোতায় বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও কেন্দ্রীয় যুবলীগ নেতা রফিকুল ইসলামকে ৩জনের চুড়ান্ত তালিকা নিয়ে রেজুলেশনে কাউন্সিলরদের স্বাক্ষর করা হয়। পরবর্তীতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী উপস্থিত থাকায় আলোচনার মাধ্যমে সাবেক ছাত্রলীগ সভাপতি সরদার মশিয়ারের নাম ১ নং রাখার প্রস্তাব উঠলে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন সমার্থকরা ক্ষিপ্ত হয়। দুই গ্রুপের মধ্যে কথা কাটা কাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় মশিয়ার সমর্থক সাবেক ছাত্রলীগ নেতা শিমুল আহত হন। এসময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
    এব্যাপারে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক রয়েছে।
    উল্লেখ্য, শনিবার (২৬ জানুয়ারি) সকালে তালা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমিতে উপজেলা নির্বাচনের প্রার্থী নির্ধারণের লক্ষ্যে এক বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। সভার একপর্যায়ে সভাপতি শেখ নূরুল ইসলাম তার বক্তব্যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন তৃণমূলের ভোট নয়, জেলা নেতৃবৃন্দের মতামতকে সর্বাধিক গুরুত্বের কথা জানালে সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও নেতা-কর্মীদের মধ্যে হই-হট্টগোল ও ধাক্কা-ধাক্কি শুরু হয়ে যায়। এক পর্যায়ে সভার অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক দ্রুত সভাস্থল ত্যাগ করে গাড়িতে উঠলে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মিছিল সহকারে তাদের গাড়ি অবরুদ্ধ করে রাখে। রবিবার (২৭জানুয়ারী) ছিল কাউন্সিলরদের ভোটের মাধ্যমে প্রার্থী নির্ধারনের দিন। দ্বিতীয় দিনেও আবারও এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

  • তালায় জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দকে অবরোধ : নির্বাচনের মাধ্যমে প্রার্থী ঘোষনা দেওয়ার পর প্রত্যাহার

    তালায় জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দকে অবরোধ : নির্বাচনের মাধ্যমে প্রার্থী ঘোষনা দেওয়ার পর প্রত্যাহার

    নিজস্ব প্রতিনিধি :  তালাতে উপজেলা র্নিবাচনে আওয়ামীরীগের প্রার্থী মনোনীত করার র্নিবাচনী পক্রিয়ার বিপক্ষে অবস্থান নেওয়ায় জেলা নেতৃবৃন্দের গাড়ী অবরোধ। অত:পর আগামীকাল র্নিবাচনের কথা প্রকাশ্য ঘোষনা করার পরে এলাকা ত্যাগ করার সুযোগ।

    নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রাথী র্নিবাচনের জন্য আজ (২৬ জানুয়ারী) তালা উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিতসভা তালা শিল্পকলা একাডেমীতে  শুরু হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে শুরু হওয়া এ র্কমসুচিতে প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি মোঃ মুনসুর আহমেদ । সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা সাঃ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।সভাটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।


    সভায় উপস্থিত কাউন্সিলরদের বেশীর ভাগ কাউন্সিলার ভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের পক্ষে মত দেন। কিন্তু কয়েকজন প্রার্থী ও তাদের কতিপয় সমর্থক ভোটের বিপক্ষে অবস্থান নিয়ে সমযোতার দাবী করেন। এ নিয়ে দু পক্ষের পক্ষে তুমুল বাকবিতণ্ডার শুরু হয়। এ অবস্থার মধ্যো হঠাৎ জেলা সভাপতি “সভা মুলতুবি করা হলো” বলে সাধারণ সম্পাদকসহ চলে যেতে উদ্যত হন। এসময় উপস্থিত বিক্ষুব্ধ কাউন্সিলররা ভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের দাবিতে অনুষ্ঠান স্থান সংলগ্ন রাস্তায় শুয়ে পড়ে ও গাছের গুড়ি ফেলে তাদের পথ অবরুদ্ধ করে দেন। ফলে তারা গাড়ীর মধ্যে অবস্থান করা অবস্থায় অবরুদ্ধ হয়ে পড়েন। বিকাল ৪ টার দিকে হ্যান্ড মাইকে আগামীকাল রোবার সকাল ১১টায় ভোটের মাধ্যমে প্রার্থী বাছাই হবে এ সিদ্ধান্ত  জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কতৃক ঘোষনা দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়।

  • তালায় ইথিলিন এসিড ও শ্যাম্পুযুক্ত কুল বাজারজাত হচ্ছে

    তালায় ইথিলিন এসিড ও শ্যাম্পুযুক্ত কুল বাজারজাত হচ্ছে


    নিজস্ব প্রতিনিধি ॥
    সাতক্ষীরার তালা উপজেলা মৌসুম শুরু হতে না হতেই লেভনীয় কুল বাজারজাত করতে বাগানেই ইথিলিন এসিড ব্যবহারপূর্বক তা সংগ্রহ করে শ্যাম্পু দ্বারা চকচকে করা হচ্ছে। ফলে কুলের গুণগত মান তো থাকছেই না বরং জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে পড়ছে। কৃষির অন্যতম অর্থনৈতিক জোন হিসাবে সাতক্ষীরার খ্যাতি ধরে রাখতে প্রশাসনিক তদারকির দাবী জানিয়েছেন সাধারণ ভোক্তারা। তথ্য অনুসন্ধানে জানা গেছে, সাতক্ষীরার তালার বাণিজ্যিকভাবে শুরু হয়েছে আম ও কুলের চাষ। অনেক ক্ষেত্রে সমন্বিতভাবে মৎস্যঘেরের ভেড়িতে এ দুই ফলের চাষ হচ্ছে। অত্যান্ত লাভজনক হওয়ায় প্রান্তিক কৃষকদের নিকট থেকে সরাসরি ঢাকা, চট্টগ্রাম ও অভ্যন্তরীণ রুটের ব্যবসায়ীরা ফল পাড়ার সাথে সাথে আবারো গাছ ক্রয় করে। এরপর গাছ থেকে মাত্রাতিরিক্ত ফলন পেতে রাসায়নিকের সাথে বিভিন্ন পদের হরমোন ব্যবহার করে। যা মানবদেহের ক্যান্সার থেকে শুরু করে লিভার, কিডনি, চর্ম এমনকি মানসিক বিকাশ বাধাগ্রস্থ করে। তথ্যানুসন্ধানে দেখা গেছে, কুল পাকার মোক্ষম সময় শুরু না হলেও কুল পাড়তে শুরু করেছে ব্যবসায়ীরা। তারা অপক্ক কুলে ইথিলিন এসিডের সংক্রমন ঘটিয়ে একসাথেই বাগানের কুল পাকিয়ে বাজারজাত করছে। প্রাকৃতিকভাবে কুল পাকার সঠিক সময় গাছের দু একটি কুল পাকলে তা থেকে ইথিলিন এডিস পুরো গাছে ছড়িয়ে পড়ে। এতে কুল পাকতে একটু সময় লাগে। তাই ব্যবসায়ীরা একবারেই কুল বাজারজাত করতে ইথিলিন এসিড ব্যবহার করছে। গাছ থেকে কুল সংগ্রহ করে শ্যাম্পু দিয়ে ধুয়ে প্যাকেট করছে। এমন একটি ঘটনা অনুসন্ধানের সময় দেখা যায় জেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর নামক স্থানে। যেখানে আড়ৎদারের আড়তেই ব্যবসায়ীরা প্রান্তিক কৃষকের নিকট থেকে কুল ক্রয় করে প্রাকৃতিক সৌন্দর্য না রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে তা প্যাকেট করছে। এসময় তাদের নিকট শ্যাম্পু দিয়ে কেন ধোয়া হচ্ছে তা জানতে চাইলে তারা জানায়, সবাই ধুচ্ছে তাই আমরাই ধুচ্ছি। এটা মারাত্মক অপরাধ জানালেও তারা বলে, আমাদের প্রশাসনের সবাইকে ম্যানেজ করা। কিছুই হবে না।
    তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনকে জানানো হলে, তিনি বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন বলে এ প্রতিবেদক জানান।

    #

  • তাতালা মহিলা কলেজের সংবর্ধনা অনুষ্ঠান ২৭ জানুয়ারি

    তালা প্রতিনিধি: তালা মহিলা ডিগ্রী কলেজের পক্ষে স্থানীয় নবনির্বাচিত সাংসদ ও ২০১৮ সালের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও চলতি বছরের ক্রীড়া-সাংষ্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে।
    কলেজ প্রশাসন জানায়,তারা সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহকে সংবর্ধনা দিতে ঐদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। একই দিন তারা গত বছর তাদের কলেজ থেকে ১১ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পাওয়ায় তাদেরকেও সম্মাননা জানানো হবে। এছাড়া বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হবে। বৃহস্পতিবার সকালে প্রতিযোগীতার শুভ উদ্ভোধন করেন,কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রহমান। এছাড়া রবিবার (২৭ জানুয়ারী) সকালে অনুষ্ঠিতব্য বর্ণাঢ্য আয়োজনের সভাপতিত্ব করবেন,তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়াআফরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকবেন নব নির্বাচিত সাংসদ এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ। প্রতিষ্ঠান প্রশাসন সকলকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরো প্রানবন্ত করার জন্য জনপদের সকলকে আহ্বান জানিয়েছেন।

  • তালার সন্ত্রাসী আব্দুর রব’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

    তালার সন্ত্রাসী আব্দুর রব’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে গ্রামবাসীর সংবাদ সম্মেলন


    সাতক্ষীরার তালা উপজেলার শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামি আব্দুর রবের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ উঠেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন হাজরাকাটি গ্রামের মুনছুর গাজীসহ কয়েকজন গ্রামবাসী।
    গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্যে মুনছুর গাজী বলেন, একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার আসামি তালা উপজেলার আব্দুল ওহাব সরদারের ছেলে শীর্ষ সন্ত্রাসী আব্দুর রব আবারো বেপরোয়া হয়ে উঠেছে। অল্প বয়সে নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টিতে নাম লিখিয়ে একপর্যায় অঞ্চল প্রধানের দায়িত্ব পান। শুরু করেন অস্ত্র-বোমাবাজি, হামলা, দখলসহ নানা ধরনের অপকর্ম। হাজরাকাটি গ্রামের ইছারুদ্দিন মোড়লকে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করেন। হাজরাকাটি বাজারে গ্রামীণ ফোনের টাওয়ার নির্মাণের সময় এক শ্রমকিকে ধরে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা আদায় করেন। ১৯৯৯ সালে রইচ মিস্ত্রির মালিকানাধিন হাজরাকাটি-কাঠবুনিয়ার এক হাজার বিঘা জমির ঘের দখল করে নেয় আব্দুর রব। ২০১৪ সালে হাজারাকাটি এলাকার ১২০ বিঘার নলবুনিয়া মাছের ঘের বোমাবাজি করে দখল করে নেয়। অস্ত্রের মুখে জিম্মি করে মোকছেদ শেখের এক বিঘা জোর পূর্বক রেজিস্ট্রি করে নেয়। এছাড়া ঠিকাদারের কাছে চাঁদা দাবি, শালিশের নামে অন্যের জমি নিজের নামে লিখে নিয়ে আর ফেরত না দেয়াসহ নানাবিধ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এভাবে সে এলাকার বহু মানুষের জমি লিখে নিয়ে নিজে মালিক হয়েছেন। তার অত্যাচারে নিরব কান্না এখন সাধারণ মানুষের মধ্যে। শালিশের নামে প্রতিনিয়ত মানুষকে হয়রানি করে চলেছে সে। কেউ তার অপকর্মের প্রতিবাদ করলেই নানা ধরনের হয়রানি ও হামলার শিকার হতে হয়েছে তাকে। এলাকার দিনমজুর থেকে শুরু করে সকলের কাছে আতংকিত একটি নাম হচ্ছে আব্দুর রব।
    গ্রামবাসী আরো জানান, ২০০১ সালে আব্দুর রব অস্ত্রসহ তালা থানা পুলিশের হাতে গ্রেফতার হন। পরে এই মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। কারাগারে থাকার পর উচ্চ আদালত থেকে জামিয়ে ছাড়া পেয়ে যায়। এলাকায় এসে সে আরো বেপরোয়া হয়ে উঠে। আমাকেসহ এলাকার বহু লোককে প্রকাশ্যে হত্যার হহুমকি দেয় আব্দুর রব। এসব ঘটনায় তালা থানায় তার বিরুদ্ধে একাধক সাধারণ ডায়েরি ও করা হয়েছে। তার অত্যাচারের মাত্রা সাধারণ মানুষের সহ্যক্ষমতার বাইরে চলে গেছে। এক্ষুনি তাকে নিয়ন্ত্রন করা না হলে শত শথ নিরিহ মানুষকে এলঅকা ছাড়তে হবে। তারা শীর্ষ সন্ত্রাসী আব্দুর রবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাহারুল, লুৎফার, জালাল শেখ, শেখ তুহিন প্রমূখ।

  • তালা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সরদার মশিয়ার’র প্রচারনা শুরু

    তালা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সরদার মশিয়ার’র প্রচারনা শুরু

    #


    নিজস্ব প্রতিনিধি ॥
    তালা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উদীয়মান তরুন নেতা সরদার মশিয়ার রহমান ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন। রবিবার সন্ধ্যায় তার গ্রামের বাড়ী বারুইহাটিতে এক নির্বাচনী মতবিনিময়ের আয়োজন করেন। এসময় তিনি তার পিতা মরহুম নুর আলী সরদারের কবর জিয়ারত করে নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। শিক্ষাগত যোগ্যতায় অন্যপ্রার্থীর উর্দ্ধে সদা হাস্যজ্জল, উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি, সরদার মশিয়ার রহমান বর্তমানে তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক দায়িত্বে আছেন। গ্রামবাসীর সাথে মত বিনিময় কালে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশা করে বলেন, ক্ষমতা নয়, আমি সেবক হতে চাই। সফল ছাত্রনেতা সরদার মশিয়ার রহমান ২০০৮-০৯ শিক্ষাবর্ষে খুলনা বিএল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চত্বর শিক্ষা এমএ(বাংলা) ডিগ্রী লাভ করেন।

  • তালায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

    তালায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা


    নিজস্ব প্রতিনিধি ॥
    সাতক্ষীরার তালা উপজেলায় এ বছর ৪৬০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সরিষা ফুলের হলুদ বর্ণে বর্ণিল হয়ে উঠেছে উপজেলার মাঠ প্রান্তর। শ্রম ও অর্থ ব্যয় কম হওয়া এবং আবহওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
    তালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, চলতি মৌসুমে উপজেলায় সরিষা চাষ হয়েছে ৪৬০ হেক্টর জমিতে। এবছর ভালো ফলনের জন্য টরি-৭, বারি-১৪ ও ১৫ জাতের সরিষা চাষ করেছেন শতকরা ৯৯ ভাগ কৃষক। বাকি একভাগ চাষ হয়েছে দেশি সরিষাসহ অন্যান্য জাতের। সরিষা চাষ করতে প্রধানত চারটি জিনিস প্রয়োজন হয়। এরমধ্যে রয়েছে ভালো বীজ, সার, সেচ ও যতœ।
    উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আড়ংপাড়া গ্রামের আব্দুল কাদের শেখ জানান, জমিতে চাষ দিয়ে বীজ বপনের উপযুক্ত হলে একবিঘা জমিতে ১৪ কেজি ইউরিয়া সার, ৮.৫ কেজি পটাশ, টিএসপি ১৮ কেজি, জিপসাম ১২.৫ কেজি, ম্যাগনেসিয়াম সালফেট ২ কেজি, জিংক সালফেট ৩.৭৫ কেজি, বরিক এসিড ৭.৭৩ কেজি ও প্রয়োজন মতো গোবর সার মিশিয়ে জমিতে ছড়িয়ে দিয়ে সরিষার বীজ বপন করেন। পরে আরেকবার প্রয়োজনমতো সার ঔষুধ ও সেচ দিয়েছেন। এতে তিনি ভালো ফলনের আশা করছেন।
    তালা উপ-সহকারী কৃষি কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস বলেন, সরিষার ফলন প্রতি বিঘায় অর্থাৎ ৩৩ শতাংশ জমিতে সাড়ে তিন থেকে সাড়ে চার মণ পর্যন্ত ফলন পাওয়া যাবে। কৃষকরা এবছর সরিষার বীজ বেশি চাষ করেছেন। এছাড়া তিনি উপজেলা বিভিন্ন গ্রামে ক্ষেত পরিদর্শনসহ ভালো ফলন পেতে চাষাবাদের জন্য কৃষকদের পরামর্শ দিয়েছেন। তাছাড়া এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদী।

  • পাওনা টাকা আদায় ও চরিত্র হননের সাথে জড়িতদের শাস্তির দাবি :  ব্যবসায়ী তপন চক্রবর্তীর সংবাদ সম্মেলন

    পাওনা টাকা আদায় ও চরিত্র হননের সাথে জড়িতদের শাস্তির দাবি : ব্যবসায়ী তপন চক্রবর্তীর সংবাদ সম্মেলন


    সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি কাঠবুনিয়া এলাকার সুকুমার মন্ডল পাওনা টাকা না দিয়ে স্বপরিবারে ভারতে যাওয়ার জন্য সংবাদ সম্মেলন স্ত্রীকে দিয়ে মেয়েকে হয়রানির মিথ্যে নাটক সাজিয়ে সাংবাদিক ও তরুণ ব্যবসায়ী তপন চক্রবর্তীর চরিত্র হরণের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক পাল্টা সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তালা উপজেলার হাজরাকাটি গ্রামের সুনীল চক্রবর্তীর ছেলে সাংবাদিক তপন চক্রবর্তী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তপন চক্রবর্তী বলেন, তিনি পেশায় একজন সাংবাদিক ও তরুণ ব্যবসায়ী। বর্তমানে তালা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। হাজরাকাটি কাঠবুনিয়া এলাকার মৃত বাবুরাম মন্ডলের ছেলে সুকুমার মন্ডল পারিবারিক হিসাবে তার পূর্ব পরিচিত। মহাজনদের দেনা পরিশোধ এবং তিন মেয়েকে বিয়ে দেয়ার জন্য সুকুমার মন্ডল জমি লিখে দেয়ার শর্তে বিভিন্ন মেয়াদে তার (তপন) কাছ থেকে ৬ লক্ষ টাকা গ্রহণ করে। টাকা নেয়ার বেশ কিছুদিন পর পরিশোধ করতে ব্যার্থ হয়ে ২ মাস পর এককালিন কিস্তিতে পরিশোধ করবে মর্মে ২০১৮ সালের ৫ নভেম্বর একটি তিনশত টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে দেয় সুকুমার মন্ডল। কিন্তু দুই মাস অতিবাহিত হওয়ার পর টাকা না দিয়ে সুকুমার তালবাহনা শুরু করে দেয়। এরপর কৌশলে দুই মেয়েকে ভারতে বিয়ে দেয় এবং আমার টাকা পরিশোধ না করে জমি অন্যত্র বিক্রি করে স্বপরিবারে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। আমি বিষয়টি জানতে পেরে গত ৯ জানুয়ারী তালা থানায় একটি সাধারন ডায়েরী করি। এখবর পেয়ে সুচতুর সুকুমার টাকা পরিশোধ না করতে এবং আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হলে আমি টাকা আদায়ের জন্য আমার কাছে থাকা স্ট্যাম্পের সাহায্যে গত ১০ জানুয়ারী তালা থানায় একটি মামলা দায়ের করি। তিনি অভিযোগ করে বলেন, মামলার খবর পেয়ে কুটকৌশলী সুকুমার মন্ডল নিজের ৮ম শ্রেণীতে পড়–য়া মেয়ের সাথে অনৈতিক সর্ম্পকের মিথ্যে অভিযোগ তুলে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য তার স্ত্রীকে দিয়ে গত ১০ জানুয়ারী সাতক্ষীরা প্রেসক্লাবে একটি মিথ্যে সংবাদ সম্মেলন করে। সুকুমার নিজের স্বার্থ উদ্ধারের জন্য আমার চরিত্র হনন করেই ক্ষ্যন্ত হয়নি। সে আমাকে চরমপন্থি হিসাবে আখ্যায়িত করেছে। টাকা বা জমি কোনটাই না দেয়ার জন্য সুকুমার তার স্ত্রীকে দিয়ে সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে এধরনের মিথ্যে অপপ্রচার চালিয়েছে। তপন চক্রবর্তী আরো বলেন, সুকুমারের ছোট মেয়ে গত ২ ডিসেম্বর পাসপোর্টে ভারতে গিয়ে আর ফিরে আসেনি। তাকে ওই দেশে পাত্রস্থ করেছেন। বাংলাদেশে থাকবে না বলে সুকুমার একে একে মেয়েদের ভারতে বিয়ে দিয়েছে। আমার টাকা না দিয়ে রাতারাতি জমা-জমি বিক্রি করে সে দেশ ছাড়ার পায়তার করছে। গত ৩ জানুয়ারী তার মেয়েকে তুলে আনা এবং আপত্তিকর ছবি ফেসবুকে বা কোন সামাজিক মাধ্যমে আমি ছাড়িনি বা ছাড়ার হুমকিও দেয়নি। সুকুমার তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সংবাদ সম্মেলনে এধরনের মিথ্যে তথ্য উপস্থাপন করেছে। তিনি সংবাদ সম্মেলনে সুকুমারের স্ত্রীর দেয়া মিথ্যে বক্তব্যের সূত্র ধরে সাতক্ষীরার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে সুকুমারের কাছ থেকে পাওনা টাকা আদায় ও তার চরিত্র হননের সাথে জড়িতদের দৃষ্টন্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

  • তেতুলিয়া ইউনিয়নে মুস্তফা লুৎফুল্লাহর নৌকার প্রতীকে গণসংযোগ

    তেতুলিয়া ইউনিয়নে মুস্তফা লুৎফুল্লাহর নৌকার প্রতীকে গণসংযোগ

    তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নে জননেতা মুস্তফা লুৎফুল্লাহর নৌকার প্রতীকে গণসংযোগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তেতু লিয়া ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি অাবুল কালাম অাজাদ, সাধারন সম্পাদক এবং ইউনিয়নপরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, কৃষকলীগ নেতা  শংকর, জেলা অাওয়ামীলীগ নেতা  প্রণব ঘোষ বাবলু, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি সরদার মশিয়ার, তালা মহিলা কলেজের অধ্যক্ষ জনাব অাব্দুর রহমান সহ ইউনিয়ন অাওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগ,  শ্রমিকলীগের নেতৃবন্দ সহ মহাজোটের নেতৃবৃন্দ। 

  • তালায় সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত কে বিজয়ের লক্ষে মিছিল,শোডাউন ও পথসভা অনুষ্ঠিত

    তালায় সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত কে বিজয়ের লক্ষে মিছিল,শোডাউন ও পথসভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি : তালায় মহাজোটের প্রধান শরিক দল জাতীয় পার্টি মনোনীত,তালা-কলারোয়ার উন্নয়নের রুপকর,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্মুক্তকৃত সাতক্ষীরা-১(তালা-কলারোয়া)আসনে, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত কে লাঙ্গল প্রতিকে বিজয়ী মিছিল,শোডাউন,পথসভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল(বুধবার) উপজেলার প্রাণকেন্দ্র তালা বাজারে উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের নেতৃত্বে লাঙ্গল প্রতিককে বিজয়ী করতে মিছিল বের হয় । মিছিলটি তালা উপশহরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে শাহপুর বাজারে গিয়ে মিছিল করে এক পথ সভা অনুষ্ঠিত হয় । পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম,যুগ্ন-সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হাসান,মীর কাইয়ুম ইসলঅম ডাবলু,সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব,জাপা নেতা তকিম উদ্দীন,রহমত আলী,যুব সংহতির উপজেলা সভাপতি সরদার কবির আহমেদ,ছাত্র সমাজ উপজেলার সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু,ছাত্রনেতা কাজী জীবন,সাগর মোড়ল, তরুন পাটির্র সভাপতি ইউনুচ আলীপ্রমুখ । মিছিলে কয়েক শতাধিক লাঙ্গলের সর্মাথক অংশ নেন ।অপরদিকে জালালপুর ,মাগুরা,খলিষখালীতে জেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম আকরামুল ইসলামের নেতৃত্বে ২০০শতাধিক মটর সাইকেলের শোডাউন দেওয়া হয় ।

  • পিক-আপের চাকায় পিষ্ট হয়ে নানি নাতি নিহত, নানা আহত

    পিক-আপের চাকায় পিষ্ট হয়ে নানি নাতি নিহত, নানা আহত


    নিজস্ব প্রতিবেদক ঃ পিক-আপের চাকায় পিষ্ট হয়ে নানি ও নাতি ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় মটরসাইকেল চালক নানা মারাত্মক আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরার খুলনা মহাসড়কের তালা উপজেরার কুমিরা বালি গাঁদা নামকস্থানে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন যশোর কেশবপুর উপজেলার ভবতীপুর গ্রামের সামাদ মোড়লের স্ত্রী ফরিদা বেগম(৫০) ও নাতি(১৪) তালা উপজেলার তৈলকুপি গ্রামের আব্দুল আলিমের ছেলে সাদ। আহত নানা সামাদকে মারাত্মক আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আব্দুস সামাদ জানান, কেশবপুর থেকে নানা সামাদ মোড়ল তার স্ত্রী ফরিদা ও নাতি সাদকে সঙ্গে নিয়ে মটর সাইকেল যোগে তৈলকুপি যাচ্ছিল জামাইয়ের বাড়িতে বেড়াতে। এ সময় কুমিরা নামকস্থনে পৌছালে পিছন দিক থেকে একটি পিক- আপ তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলে নানি ফরিদা বেগম ও নাতি সাদ নিহত হয়। এ সময় তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

    পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম কুমিরা বালিগাদা নামকস্থনে পিক-আপের চাকায় নানি নাতি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বুধবার ময়না তদন্তের জন্য লাশ দু’টি সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে।

  • সাতক্ষীরা-১ আসনে নৌকার টিকিট পেলেন মুস্তফা লুৎফুল্লাহ

           আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১(তালা ও কলারোয়া) আসনে নৌকার টিকিট পেলেন মহাজোটের ১৪ দলের শরীক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা সভাপতি ও পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত চিঠি রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগ দলীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম মহাজোটের মনোনীত ১৪ দল ওয়ার্কার্স পার্টির প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ’র হাতে নৌকা প্রতীকের এই চূড়ান্ত চিঠি তুলে দেন।
    মনোনয়ন চিঠি পেয়ে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘সবার দোয়া, ভালোবাসা ও শুভকামনায় আমার এলাকার প্রিয় নেতা-কর্মী ভাইবোনদের পরিশ্রমের ফসল এই মনোনয়ন। আমি সবার কাছে কৃতজ্ঞ।’ এ সময় ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মী, গণতন্ত্র উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে নৌকা প্রতীককে জয়যুক্ত করারও আহ্বান জানান তিনি।
    প্রকাশ,সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া দু’টি উপজেলার ২৪ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত জাতীয় সংসদের ১০৫, সাতক্ষীরা-১ আসনটি। নির্বাচন অফিস সুত্রে সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী এই আসনের ৪ লাখ ১৭ হাজার ৮৯১ জন ভোটার রয়েছে। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪ হাজার ৮১৮ জন এবং পুর”ষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৭৩ জন।

  • ‘ভোটাররা যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে’

    ‘ভোটাররা যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে’


    সেলিম হায়দার ॥
    সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামাল বলেছেন,‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন,সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে। কোনোভাবেই ভোটারকে প্রভাবিত করা যাবে না। জেলায় চমৎকার নির্বাচনের মডেল সৃষ্টি করা হবে। যেনো মানুষ কয়েক যুগ এই মডেল নির্বাচনের কথা মনে রাখেন।
    মঙ্গলবার বিকেলে তালা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
    তিনি বলেন, নির্বাচনে আচরণবিধি সকলকে কঠোরভাবে প্রতি পালন করতে হবে। কোনো ভাবেই আচরণ বিধি লঙ্ঘন করা যাবেনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা হবে বলেওপ্রতিশ্রুতি দেন।
    তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মো.সাজ্জাদুর রহমান, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মো. ইলতুৎ মিশ, সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ব্যাটলিয়নের হাসানুজ্জামান, র‌্যাব-৬ সাতক্ষীরা ইনচার্জ মেজর মাহবুবুর রহমান খাঁন, সহকারি পুলিশ সুপার (হেড কোয়াটার) হুমায়ূন কবির, আনসার ভিডিপির জেলা অ্যাডজুডেন্ট কে এম মনিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) অপু সরোয়ার।
    এছাড়া আরও বক্তব্য রাখেন-তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানা রেজাউল ইসলাম রেজা, তালা মহিলা কলেজের অধ্যক্ষ মো.আব্দুর রহমান,তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডর বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন,তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমূখ।
    এসময় অনুষ্টানে প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের উপস্থিত ছিলেন।