Category: তালা

  • তালায় প্রনব ঘোষ বাবলুর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সাবান ও লিফলেট বিতরণ

    তালায় প্রনব ঘোষ বাবলুর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সাবান ও লিফলেট বিতরণ


    তালা প্রতিনিধি ॥
    করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনতামূলক গড়ে তোলার লক্ষ্যে তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলুর নিজস্ব উদ্যোগে প্রকাশিত লিফলেট ও সাবান বিতরণ করা হয়েছে।
    জানা গেছে, রবি ও সোমবার (২২-২৩ মার্চ ) দু দিন ব্যাপি সমগ্র খলিলনগর ইউনিয়নের সকল হাট বাজার ও বিভিন্ন পাড়া মহল্লায় সচেতামূলক লিফলেট বিলি ও জনবহুল স্থানে অবস্থিত নলকূপে সাবান ও হ্যান্ডওয়াশ স্থাপন করেছে।
    প্রনব ঘোষ বাবলুর নেতৃত্বে শতাধিক ছাত্র যুবক এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। তারা ইউনিয়নের হাজরাকাটি, মহান্দী, নলতা, গোনালী, হরিশ্চন্দ্রকাটি, খলিলনগর, প্রসাদপুর, গংগারামপুর, মাছিয়াড়া, ঘোষনগর, রায়পুর ও কাটবুনিয়া করোনা সংক্রান্ত সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করেন।
    এ প্রসংগে প্রভাষক প্রনব ঘোষ বাবলু বলেন, নভেল করোনা ভাইরাসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য গণ সচেতনতার বিকল্প নেই। তিনি সকল কে জনসমাগম এড়িয়ে ব্যক্তিগত পর্যায়ে পরিস্কার পরিচ্ছন্ন থাকার উপর গুরুত্ব আরোপ করেন।

  • তালায় উপজেলা আওয়ামীলীগের করোনা উপসর্গ করনীয় লিফলেট বিতারণ

    তালায় উপজেলা আওয়ামীলীগের করোনা উপসর্গ করনীয় লিফলেট বিতারণ


    প্রেসবিঞ্জপ্তী:
    করোনা ভাইরাস উপসর্গ করনীয় ও প্রতিকারের বিষয়ে বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখা কতৃক প্রেরণকৃত লিফলেট তালা উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে বিতারন করা হয়েছে ।
    রবিবার সন্ধ্যায় তালার ব্রীজ মোড় নামক বাজারে দোকানদার,ভ্যান চালক ও সাধারণ জনগণনের মাঝে লিফলেট বিতারণ করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেনের নেতৃত্বে সাংবাদিক পার্থ মন্ডল,শাহিনুর রহমান,ছাত্রলীগ নেতা মীর জিকু,নুরনবী,শেখ রাসেল স্মৃতি শিশু কিশোর পরিষদের নেতা রাসেল,কুদ্দুস,মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতা আলামিন সহ আওয়ামীলীগের অংঙ্গ সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
    এ সময় সাংবাদিক মীর জাকির হোসেন বলেন, করোন ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হলে ভাইরাসটি প্রতিরোধ করা সম্ভব

  • মেসার্স ইভান ট্রেডিং কর্পোরেশন চুক্তির টাকা ইমারত শ্রমিকক না দেওয়ার অভিযোগ


    বিশ্বজিৎ চক্রবর্তি ॥ পাটকেলঘাটা(সাতক্ষীরা)প্রতিনিধি:
    পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে খুলনার মেসার্স ইভান ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে মৌখিক চুক্তিতে ইমারত শ্রমিক সাত্তার কাজ করিয়ে পাওয়ানা টাকা না দেওয়ায় অভিযোগ করেছে তালা উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নে। অভিযোগ সূত্রে জানা যায়, খুলনা ফুলবাড়ীগেটের জামাল উদ্দীন সাবুর মেসার্স ইভান ট্রেডিং কর্পোরেশন এর সাথে তালার ভায়রা গ্রামের ইমারত নির্মান শ্রমিক আব্দুল সাত্তার শেখের গত ১৫/০৫/১৯ তাং এ পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ২য় ও ৩য় তলার আর সি,সি, গাথুনি, প্লাষ্টারের কাজের চুক্তি হয়। এছাড়া মেসার্স তৌফিক এন্টার প্রাইজের মুজিবর রহমানের সাথে ফুলবাড়ী গেট ল্যাবরেটারী স্কুলে কাজের শার্টারিং এর কাঠ বাঁশ আটকিয়ে রেখে অন্য মিস্ত্রী দিয়ে কাজ করাচ্ছে। পাটকেলঘাটা স্কুলের কাজ ৭ মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও সে কাজ কর্তৃপক্ষ ১২ মাস লাগিয়ে দিয়েছে যার কারনে ইমারত শ্রমিক সাত্তারের সাথে অন্য শ্রমিকদের মুজুরীর টাকা বকেয়া থাকায় সাথে থাকা মিন্ত্রীরা আর কাজ করতে চাইছে না বলে মেসার্স ইভান ট্রেডিং কর্পোরেশনের মালিক সাবুর সাথে গোলযোগ সৃস্টি হয়। যাতে ন্যায্য প্রাপ্য মুজুরি পেতে পারে তার ব্যবস্থার জন্য তালা উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নে অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে গত ১৫/০৩/২০ তারিখে ইউনিয়ন কর্মকর্তারা আপোষ মিমাংসার শর্তে সন্ধ্যা ৭টায় বৈঠকে বসে ও মালিক পক্ষের গাফিলতিতে মিমাংসা হয়নি। এ বিষেয়ে তালা উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শেখ আবু দাউদ বলেন, মেসার্স ইভান ট্রেডিং কর্পোরেশন কর্তৃপক্ষ ন্যায্য মুজুরিতো দুরের কথা নির্মান শ্রমিক সাত্তারকে হুমকি ধামকির উপর রেখেছে বলে সাত্তার জানান। যার কারনে ইউনিয়ন কর্তৃপক্ষ আপোশ মিমাংসা না হওয়া পর্যন্ত কাজটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া নিয়েছে। যে কারনে কর্তৃপক্ষ শ্রমিকের নামে মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করছে।

  • করোনা : তালায় বাজার মনিটরিং দ্বিতীয় দিনে ১০ ব্যবসায়ীকে ৫৯ হাজার জরিমানা

    করোনা : তালায় বাজার মনিটরিং দ্বিতীয় দিনে ১০ ব্যবসায়ীকে ৫৯ হাজার জরিমানা


    তালা প্রতিনিধি ॥
    সাতক্ষীরা তালায় করোনা আতঙ্কের সুযোগে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রির অভিযোগে ১০ ব্যবসায়ীকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
    শনিবার (২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত তালা ও পাটকেলঘাটায় বাজার মনিটরিং কার্যক্রমে দ্বিতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
    জানা গেছে, তালা বাজারে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বেশী দামে বিক্রায়ের অভিযোগে এক আলু ব্যবসায়ীকে দুই হাজার ও তিন পেয়াজ রসুন ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
    এদিকে, তালা উপজেলার পাটকেলঘাটা ও ত্রিশমাইলে নির্বাহি ম্যাজিস্ট্রেট আজহার আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আরো ছয় ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা জরিমানা করেন।

  • তালার ইউএনও’র বাজার মনিটরিং ॥ তিন ব্যবসায়ীকে জরিমানা

    তালার ইউএনও’র বাজার মনিটরিং ॥ তিন ব্যবসায়ীকে জরিমানা


    সেলিম হায়দার ॥
    তালা বাজারে বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছেন সাতক্ষীরা তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন।
    শুক্রবার (২০ মার্চ) বিকাল ৫টায় তালা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় চাউলের মূল্য বৃদ্ধির অভিযোগে মিজানুর রহমান নামে এক চাউল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া সন্ধ্যায় তালা বাজারে পরিষ্কার পরিচ্ছন্ন না করার অভিযোগে দুই ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে অনুষ্ঠান করে বিয়ের আয়োজনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে পরবর্তীতে এধরনের কাজ না করার শর্তে ছেড়ে দেওয়া হয়।
    জানা যায়, করোনো ভাইরাসকে ইস্যু করে প্রয়োজনের তুলনায় অনেকেই অতিরিক্ত চাল-ডাল-তেল-লবন ও পেঁয়াজ সংগ্রহ করছেন এমন অভিযোগের ভিত্তিতে বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
    উপজেলা নির্বাহী অফিসার বলেন, অনেকেই আতঙ্কিত হয়ে অতিরিক্ত বাজার করছেন। লবণের সময় আমরা অনেক গুজব দেখেছি। এভাবে কেউ যেন বিভ্রান্ত না হন, আমরা সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের এবং ভোক্তাদের সচেতন করছি। সরকারের পর্যাপ্ত পণ্য মজুদ রয়েছে। রমজান উপলক্ষে সরকার যথেষ্ট পরিমাণ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুদ করেছে। বাহির থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেগুলো এরই মধ্যে আমদানি করা হয়েছে। এ কারণে পণ্যের সংকট তৈরির কোনো সম্ভাবনা নেই।
    তিনি বলেন, ভোক্তাদের অনুরোধ করবো, তারা যেন অতিরিক্ত পণ্য ক্রয় থেকে বিরত থাকেন। আপনারা এমন কিছু করবেন না, যার কারণে পরবর্তীতে আপনাদের বিড়ম্বনায় পড়তে হয়। কেউ যদি অতিরিক্ত পণ্য মজুদ করে, তাহলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
    এসময় নির্বাহী অফিসার জনসাধারণের প্রতি বলেন, আতঙ্কিত না হয়ে জনসমাগম এড়িয়ে চলা, সব সময় হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গুজব না ছড়ানো ও গুজবে কান না দেওয়া, নিজে সচেতন থাকা এবং অন্যকে সচেতন থাকার জন্য উদ্বুদ্ধ করার আহবান জানানো হয়।
    আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে কোয়ারেনটাইনে উদ্বুদ্ধ করা এবং সংকটকালীন সময়ে সকল প্রকার ওয়াজ মাহফিল ও পূজা বিশেষ করে জনসমাগম হয় এমন অনুষ্ঠান না করার আহবান জানান।

  • সাতক্ষীরার তালায় এক স্কুল শিক্ষকের ঝুলান্ত মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা থেকে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি খেশরা গ্রামের একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
    নিহতের নাম ভোলা নাথ দাশ (৪২)। তিনি তালা উপজেলার খেশরা গ্রামের ভুবেন্দ্র নাথ দাশের ছেলে ও ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
    মৃতু ভোলা নাথ দাশ ছেলে চয়ন দাশ জানায়, তার বাবা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি রোগের যন্ত্রনা সহ্য করতে না পেরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে।
    তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। তিনি আরো জানা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তিনি কিভাবে মারা গেছেন।

  • তালায় সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা কমিটির করোনা বিষয়ক আলোচনা সভা


    প্রেসবিজ্ঞপ্তি
    তালায় সুরক্ষা,নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির আয়োজনে উপজেলা নেতৃবৃন্দের সাথে করোনা ভাইরাস বিষয়ক করনীয় ও তার প্রতিকার এবং মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।
    বৃহস্পতিবার উপজেলা সুনাম কমিটির আয়োজনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বদেশ এনজিও পরিচালক মাধব চন্দ্র দত্ত,জাতীয় মহিলা সংস্থার জেলা কমিটির সাধারণ সম্পাদক জোন্স্যা দত্ত,উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন,সহ-সভাপতি এসএম হাসান আলী বাচ্চু,প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আলীমুর রহমান,সদস্য শেখ ফয়সাল সহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ ।আলোচনা সভায় করোনা ভাইরাস বিষয়ক করনীয় ও তার প্রতিকার বিষয়ে সকলকে অবহিত করার জন্য অনুরোধ করা হয় ।

  • মিনিস্টার ফ্রিজের সৌজন্যে পাটকেলঘাটা মিঠাবাড়িতে ৮ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    মিনিস্টার ফ্রিজের সৌজন্যে পাটকেলঘাটা মিঠাবাড়িতে ৮ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


    মিনিস্টার ফ্রিজের সৌজন্যে পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি স্কুল মাঠে ৮ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারী) বিকাল ৪ ঘটিকায় ৮ দলীয় ফুটবল টুনামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

    উক্ত ৮ দলীয় ফুটবল টুনামেন্টর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু, 
    খেলায় প্রধান উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের রিজিওনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান,
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক কামরুজ্জামান রিকু, শিক্ষক নেতা আব্দুর রব পলাশ, সাংবাদিক আল মামুন, সাংবাদিক শাহিন, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক বিল্লাল হোসাইন, রাসেল গোলদার, মনিরুজ্জামান মনি, সহ এলাকার বিভিন্ন পর্যায়ের গর্নমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
    খেলাটি পরিচালনা করেন মিঠাবাড়ি বহুমুখী সংঘের সভাপতি মিজানুর রহমান, আব্দুল আজিজ, মোশাররফ হোসেন, রোকোন হোসেন প্রমুখ। 
    ৮ দলীয় ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলায় খুলনা ফুটবল একাদশ ২-০ গোলে পাটকেলঘাটা ফুটবল একাদশ কে হারিয়ে খুলনা ফুটবল একাদশ বিজয়ী লাভ করে।
    খেলায় ধারাভাষ্যে ছিলেন মাষ্টার অলিউল ইসলাম ও ডাক্তার আবুল কুদ্দুস।
    চ্যাম্পিয়ন দলকে নগত ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা পুরষ্কার দেওয়া হয়। এসময় খেলায় ম্যান অব দ্যা সিরিজ কে পাটকেলঘাটা মিনিস্টার শোরুমের পক্ষ একটি মিনিস্টার টোস্টার উপহার দেওয়া হয়।

  • তালায় ঐতিহ্যবাহী রথখোলা বাজারের নাম পরিবর্তনে ষড়যন্ত্র ও মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
    সম্প্রতি বিভিন্ন পত্রিকান্তে তালায় রাস্তার পাশে টল দোকান অপসারণে সরকারী নির্দেশ উপেক্ষিত ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদে সোমবার বিকেলে উপজেলার জালালপুর ইউনিয়নের রথখোলা বাজারে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগািরক সমাজ ও দোকান মালিকদের পক্ষে আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম।
    লিখিত বক্তব্যে তিনি সংশ্লিষ্ট সাংবাদিক ও তাদের তথ্য দাতাদের সমালোচনা করে বলেন, তালার রথখোলা একটি ঐতিহাসিক স্থান, ব্রিটিশ বিরোধী আন্দোলনেও এজনপদের মানুষের ভূমিকা অনস্বিকার্য। এই রথখোলায় সরকারের অনুমোদন ও নীতিমালা অনুযায়ী সরকারি জায়গায় হাট বাজার পরিচালিত হয়ে আসছে। সরকারি নীতিমালা অনুযায়ী বাজারটি ইজারাভুক্ত প্রতিষ্ঠিত হাট-বাজার হিসেবে দাবি করে টল শব্দ ব্যবহারের প্রতিবাদ করা হয়। তিনি তার বক্তব্যে আরো বলেন,কয়েক দিন পূর্বে নিজ পরিচয় না দিয়ে জালালপুর ও খেশরা ইউনিয়ন ভূমি অফিসের ইউএলএও গগন চন্দ্র মন্ডল রথখোলা বাজারে এসে কয়েকজন দোকানদারনের নাম ঠিকানা লিখে নিয়ে যান। এসময় তিনি সকলের অবগতির জন্য বলে যান, সরকারি হাটবাজার এর জায়গা বা শ্রেণি পরিবর্তন করতে জেলা প্রশাসক বরাবর জমি দানপত্র করতে হয়। কোন ব্যক্তি নামে সরকারি হাট বাজার হয় না।
    সম্মেলনে তিনি প্রকৃত ঘটনার উদ্বৃতি দিতে গিয়ে বলেন, স্থানীয় কতিপয় স্বার্থান্বেষী মহল প্রতিষ্ঠিত ও ঐতিহ্যবাহী রথখোলা বাজারটা ধ্বংস করতে ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা সাইন বোর্ড ব্যবহার করে সোহাগ চন্দন বাজার প্রতিষ্ঠা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। উক্ত সোহাগ চন্দনের বাবাকে মিথ্যা দানবীর সাজিয়ে এবং আর্থিক ফায়দা হাসিল করতে সংশ্লিষ্টরা হাট’র উদ্বোধনী অনুষ্ঠানের নামে মোটা অংকের টাকা পকেটস্থ করেছেন।
    প্রকাশিত সংবাদে জেলা প্রশাসনের নির্দেশ খেশরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা গগন চন্দ্র মন্ডল টল দোকানগুলো খাস হিসেবে চিহ্ণিত করে তা অপসারনের নির্দেশ দেওয়ার বিষয়টি উল্লেখ করলেও আদৌ উক্ত দোকান ঘরের জায়গা খাস নয় এবং ইউএলএও গগন চন্দ্র মন্ডল কোথাও কাউকে দোকান অপসারনের নির্দেশ দেননি কিংবা কোন জনপ্রতিনিধিও সাংবাদিককে জানাননি বলে দাবি করা হয়।মূলত খাস খতিয়ানের ৩ শতাংশ জমির উপর ১০/১৫ টি পাকা দোকান ঘর নির্মাণ করে ব্যবসা বানিজ্য পরিচালনা করায় ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি নিয়ত সংকটে পড়তে হচ্ছে। তারা এসময় অবৈধ দখলদারদের উচ্ছেদপূর্বক সেখানে ক্ষুদ্র ব্যবসায়ীদের পূনর্বাসনের দাবি জানান। সংবাদে উল্লেখিত জেলা প্রশাসকের নির্দেশ দোকান অপসারণ কিংবা স্থানীয় বারবার নির্বাচিত ও পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এম মহিদুল হক লিটুর নাম ব্যবহার করে যে মিথা, অবাস্তব ও কাল্পনিক কথা লেখা হয়েছে তা সম্পূন ভিত্তিহীন বলে দাবি করেন। সংবাদে সহিলুদ্দীন শেখসহ উল্লেখিতদের সম্পৃক্ত করে প্রকাশিত সংবাদটি সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক। সহিলুদ্দীন শেখ বাংলাদেশ আওয়ামীলীগের জালালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৮০ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক। চিহ্নিত স্বার্থান্বেষী মহলটি তার নেতৃত্বে ঈর্শ্বান্বিত হয়ে বাজারটাকে ধ্বংস করতে মিথ্যাচার ও স্বীয় স্বার্থ হাসিলের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। যার প্রেক্ষিতে এলাকার সচেতন নাগরিক সমাজ ও দোকান মালিকগন ইউপি চেয়ারম্যান, সহিলুদ্দীন শেখসহ উল্লেখিতদের জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয় সম্মেলনে। পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের প্রতি মাদক কারবারীদের প্রশ্্রয়দাতা ও কারা দোকান মালিকদের নিকট থেকে অবৈধ অর্থ কালেকশন করেছে তা অনুসন্ধান ও প্রশাসনের প্রতি শাস্তি দাবি জানানো হয়। সময়ের দাবী ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের এই যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়নে জালালপুর ইউনিয়নবাসী অঙ্গীকারাবদ্ধ। সংবাদ সম্মেলনে রথখোলা বাজারের মালিকানাধীন জায়গা উদ্ধার করে বাজারটির শ্রীবৃদ্ধিসহ সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার আরো জোর দাবি জানানো হয়। শেষে সাংবাদিকদের পক্ষে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন,১৯৪৭ সালেরও আগে থেকে রথখোলায় ব্যবসা-বানিজ্য চলে আসছে। ১৯৯৭ সালে এখানে মাত্র ১৪ টি দোকান থাকলেও বর্তমানে দোকানের সংখ্যা কয়েক শ’। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা।

  • তালায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ক্ষণগণনা উদ্বোধন

    তালায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ক্ষণগণনা উদ্বোধন


    তালা প্রতিনিধি ॥
    সাতক্ষীরার তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ক্ষণগণনা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে তালায় সাংবাদিকবৃন্দের সাথে প্রেস ব্রিফিং,আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১০ জানুয়ারী) সকাল ১০টায় নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন। আনন্দ শোভাযাত্রা শেষে ক্ষণগণনার উদ্বোধন করে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তার জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও রিপোটার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (তালা ও পাটকেলঘাটা সার্কেল) মোঃ হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, তালা থানার ওসি মেহেদী রাসেল,পাটকেলঘাটা থানার অফিসার্স ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ,তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দিন, অধ্যাপক আবু বক্কার প্রমুখ।
    এদিকে প্রেস ব্রিফিংকালে তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান,সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল,সদস্য অর্জুন বিশ্বাস, আছাদুজ্জামান রাজু,সুমন রায় গনেশ রায়সহ তালার কর্তব্যরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় সরকারী-বেসরকারী কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,শিক্ষার্থী,সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    বিকালে বিকালে তালা উপজেলা পরিষদ চত্বরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান থেকে ক্ষণগণনার উদ্বোধন দেখানো হয়। সন্ধ্যায় কাজী জাহাঙ্গীর হোসেনের মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচিত্র ‘স্বাধীনতা এক নতুন সূর্য’ প্রদর্শন করা হয়। রাতে একই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সড়ক দুর্ঘটনায় ১৫ বাসযাত্রী আহত


    তালা প্রতিনিধি ॥
    সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলা শাকদহা এলাকায় যাত্রীবাহি বাস খাঁদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রোববার বেলা এগারটার দিকে এঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহেদ মোরশেদ জানান,খুলনা থেকে সাতক্ষীরাগামী দ্রুতগতিতে আসা যাত্রীবাহি বাস শাকদহা এলাকায় পৌঁছালে এক সাইকেল আরোহীকে বাঁচাতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে ফায়াস সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে উদ্ধারতৎপরতা চালায়। এঘটনায় কমপক্ষে ১৫জন আহত হয়। তাদের মধ্যে যশোরের কেশবপুর উপজেলার চুকনগর এলাকায় রফিকুল ইসলাম ও হাসিবুর রহমান, সাতক্ষীরার শ্যামনগরের পুশ্চিম দুর্গাবাটি গ্রামের জয়ন্ত মন্ডল, কলারোয়া উপজেলার মীর্জাপুরের রোজিনা খাতুন, তার মেয়ে রজনী, খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের শারমিন খাতুন, সাতক্ষীরা সদরের দক্ষিণ ফিংড়ি গ্রামের নিত্যানন্দ সাহা, গাভা গ্রামের রজব আলী, পুরাতন সাতক্ষীরার শেখর সরকার। তবে অন্যদের পরিচয় জানা যায়নি। তাদেরকে তাদেরকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় রফিকুল ও হাসিবুলকে খুলনা ২৫০ শয্যা হাসাপাতালে স্থানান্তর করা হয়েছে।

  • সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরষ্কার পিপিএম সেবা পদক পেলেন শ্যামল মুখার্জী

    সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরষ্কার পিপিএম সেবা পদক পেলেন শ্যামল মুখার্জী


    ব্যতিক্রমী সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ টানা চতুর্থবার আইজিপি সেবা ব্যাজ পাওয়ার পর এবার সর্ব্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা পেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অর্থ) শ্যামল কুমার মুখার্জী। রোববার বেলা সাড়ে ১০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ-২০২০ অনুষ্ঠানে তাকে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    একই সঙ্গে বাংলাদেশ পুলিশের ১১৮ জন সদস্যের হাতে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) তুলে দেয়া হয়। পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কনস্টেবল থেকে অতিরিক্ত মহাপরিদর্শক পদের কর্মকর্তারা। এরমধ্যে বিপিএম সাহসিকতা পদক পেয়েছেন ১৪ জন, সেবায় অবদানের জন্য বিপিএম পদক ২৮ জন, সাহসিকতার স্বারক হিসেবে পিপিএম পদক ২০ জন ও পিপিএম সেবা পদক পেয়েছেন ৫৬ জন।
    সর্ব্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) শ্যামল কুমার মুখার্জী সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের স্বর্গীয় দিলীপ কুমার মুখার্জী ও পদ্মরানী মুখার্জীর ছেলে। তিনি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অর্থ) হিসেবে কর্মরত।
    শ্যামল কুমার মুখার্জী ২০১৫ সালের ১৫ জানুয়ারি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে ঢাকা জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে মনোনীত হন। একই বছরে নাটোর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করে গুরুদাসপুরে সাম্প্রদায়িক দাঙ্গা রুখে দেয়ায় ২০১৫ সালে প্রথমবার আইজিপি ব্যাজ পান তিনি। এরপর ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৬, ২০১৭, ২০১৮ সালে টানা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বারের মত আইজিপি ব্যাজ পান পুলিশের এই কর্মকর্তা। এছাড়া ডিএমপিতে কর্মরত থাকাকালীন সময়ে কয়েক দফায় বিশেষ পুরস্কার পেয়েছেন তিনি।
    শ্যামল কুমার মুখার্জীর তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও তালা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। মেধাবী ছাত্র ছিলেন তিনি। তালায় লেখাপড়া করাকালীন সময়ে সাংবাদিকতার সঙ্গেও যুক্ত হন। পরবর্তীতে ঢাকা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করা এই পুলিশ কর্মকর্তা জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
    ২০০৩ সালে বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বিভাগে যোগদান করার পর বাহিনীর বিভিন্ন দপ্তর, ইউনিটে কর্মদক্ষতা, নিষ্ঠা, একাগ্রতা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। কাজের স্বীকৃতি স্বরুপ তিনি ইতোমধ্যে একাধিকার পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।
    রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক গ্রহনের পর শ্যামল কুমার মুখার্জীর মা পদ্ম রানী মুখার্জী বলেন, ছেলের ভালো কাজ ও পদক পাওয়ার জন্য আমি গর্বিত। আমি খুব সুখী মানুষ। শ্যামল একজন সৎ পুলিশ অফিসার সকলেই যখন এটা বলে তখন গর্বে আমার বুকটা ভরে যায়। আমি সকলের কাছে আমার ছেলের জন্য দোয়া চাই।
    ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অর্থ) শ্যামল কুমার মুখার্জী বলেন, ভালোকাজের স্বকৃতি কাজের সব সময় কাজের প্রতি উৎসাহ ও উদ্বীপনা বাড়িয়ে দেয়। আমার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করে দেশ ও মানুষের সেবা করতে পারি সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি।

  • আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহ্নদ সমাবেশের উদ্যোগ :  সাতক্ষীরার তালায় ২০০ পরিবার শীতবস্ত্র পেয়ে খুশি

    আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহ্নদ সমাবেশের উদ্যোগ : সাতক্ষীরার তালায় ২০০ পরিবার শীতবস্ত্র পেয়ে খুশি

    সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের দুই’শ শীতার্ত দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটিয়েছে আল-খায়ের ফাউন্ডেশন। শুক্রবার সকাল থেকে মাঝারি বৃষ্টির মধ্যে কনকনে শীত আর ঠা-া বাতাস উপেক্ষা করে হতদরিদ্র পরিবারের নারী-পুরষ হাজির হয় খলিষখালীর দুদলি ঈদগাহ্ মাঠে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সমকাল সুহ্নদ সমাবেশের সহযোগিতায় শীতার্তমানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
    কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি তালা উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন ও আল-খায়ের ফাউন্ডেশন এর কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব শীতার্তমানুষের হাতে কম্বল তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খায়রুলবাসার, যুব ফাউন্ডেশনের উপদেষ্টা আরিফুর রহমান, নির্বাহী পরিচালক জিল্লুর রহমান খান ( মিলন),পাটকেলঘাটা প্রেসক্লাবের উপদেষ্টা জাকির হোসেন, সাধারণ সম্পাদক শেখ শওকত হোসেন প্রমুখ।
    খলিষখালী এলাকার বৃদ্ধ আজগর আলী (৭০) কম্বল হাতে পেয়ে ভিষন খুশি। হাসিমুখে বলেন ‘খুব ঠা-া, বাজান শীতে বড্ডো কষ্ট পাতিলাম। তোমাগির এই কম্বল অনেক ভালো কম্বল। ঠান্ডা মোটেও সহ্যকরতি পাত্তিছিলাম না। আল্লাহ তোমাগির ভালো নাখুক’।
    আলেয়া বেগম বলেন ‘আমাগির অনেক উপকার হলো। অনেক ভালোমানের কম্বল। কেউ এতো ভালো কম্বল দেয়না। কম্বল পেয়ে আমরা খুব খুশি’।
    তালা উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন বলেন ‘ আল-খায়ের ফাউন্ডেশন এবং সমকাল সুহ্নদ সমাবেশ তালার খলিষখালী এলাকার হতদরিদ্র শতিার্তমমানুষের মাঝে কিম্বল বিতরণ করায় এই এলাকার মানুষ খুবই উপকৃত হলো। ভবিষ্যতে আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহ্নদ সমাবেশ এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এটাই আমাদের প্রত্যাশা।

  • উত্তরণের নারী ও প্রতিবন্ধী বান্ধব ওয়াশ মেলা অনুষ্ঠিত

    উত্তরণের নারী ও প্রতিবন্ধী বান্ধব ওয়াশ মেলা অনুষ্ঠিত


    তালা প্রতিনিধি ॥
    রবিবার (২৯ ডিসেম্বর) নারী ও প্রতিবন্ধী বান্ধব ওয়াশ অধিকার, সুপেয় পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়াশ মেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ, এইচপি, প্রাক্টিক্যাল এ্যাকশন ও কলারোয়া পৌরসভার আয়োজনে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল প্রাঙ্গনে উৎসবমূখর পরিবেশে উক্ত মেলা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষ্যে সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। নেদারল্যান্ড সরকারের অর্থায়নে, দাতা সংস্থা সিমাভি এর সহায়তায় ডঅও ডঅঝঐ ঝউএ চৎড়মৎধসসব ইধহমষধফবংয প্রকল্পের আওতায় উক্ত মেলায় সভাপতিত্ব করেন কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদিরুজ্জামান বিপ্লব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র মনিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুন-অর-রশীদ, উত্তরণ ওয়াশ প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন, এইচপি ওয়াশ এর টাউন লেভেল কো-অর্ডিনেটর মৃণাল কান্তি সরকার। মঞ্চে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন কলারোয়া পৌরসভার সচিব তুষার কান্তি দাশ, পৌরসভার সহকারী প্রকৌশলী ও কাউন্সিলরবৃন্দ এবং ওয়াশ প্রকল্পের আওতাধীন বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা,ছাত্রীবৃন্দ ও ওয়াশ কার্যক্রম বাস্তবায়নকারী বিভিন্ন সংস্থাসমূহ। মেলায় স্টল প্রদর্শন করে আহছানিয়া মিশন, এসকেএস ফাউন্ডেশন, উত্তরণ ওয়াশ প্রকল্প, অগ্রগতি সংস্থা, উত্তরণ সফল প্রকল্প, এইচপিসহ ওয়াশ কার্যক্রম অংশগ্রহণকারী সংস্থাসমূহ। উক্ত সংস্থাসমূহ তাদের কার্যক্রমের আওতাভুক্ত বিভিন্ন উপকরণ ও পদ্ধতি, আইসিটি ম্যাটেরিয়াল সহ নতুন উদ্ভাবনী মেলায় প্রদর্শন করে। আলোচনার শেষে মেয়রসহ উপস্থিত অতিথিবৃন্দ সকল স্টল পরিদর্শন করেন। আলোচনা সভা চলাকালীন উপস্থিত ছাত্রীবৃন্দ ও অতিথিদের নিয়ে আরো আয়োজন করা হয় চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃত্তি, বল খেলা ও হাতধোয়া প্রতিযোগিতা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণী ও স্টল প্রদর্শনকারী সংস্থাসমুহকে স্মারক প্রদান করেন সম্মানিত অতিথিবৃন্দ।

  • তালায় জলাবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা ও এর দ্বারা সৃষ্ট নারী ও পুরুষের বৈষম্য শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

    তালায় জলাবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা ও এর দ্বারা সৃষ্ট নারী ও পুরুষের বৈষম্য শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

    তালা প্রতিনিধি ॥
    সাতক্ষীরার তালায় “জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে জলাবদ্ধতাজনিত পরিবেশ প্রতিবেশের বিপর্যয় ও নারীর উপর অর্পিত বৈষম্যর প্রেক্ষিতে উদ্ভুত সমস্যা মোকাবেলায় পরিকল্পনা গ্রহণে যুব সমাজের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় তালা উত্তরণ আইডিআরটি অফিস চত্বরে পানি কমিটি ও যুব পানি কমিটির আয়োজনে ও উত্তরণের সহযোগিতায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
    উত্তরণ কর্মকর্তা জাহিন শামস সাক্ষরের সঞ্চালনায় ও কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, উত্তরণের পরামর্শক অধ্যাপক হাসেম আলী ফকির, তালা উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ ময়নুল ইসলাম, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান এস.এম আজিজুর রহমান রাজু, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু প্রমুখ। সংলাপে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, পানি কমিটির নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সুশিল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সেমিনারে মডারেটরে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় পানি কমিটির সদস্য অচিন্ত্য সাহা, শেখ আব্দুল হান্নান, আশরাফুন নাহার আশা ও রেজাউল করিম।

  • তালায় পাওনা টাকা চাওয়ায় এক বৃদ্ধাকে পিটিয়ে জখম

    তালায় পাওনা টাকা চাওয়ায় এক বৃদ্ধাকে পিটিয়ে জখম


    তালা প্রতিনিধি ॥
    সাতক্ষীরার তালায় পাওনা টাকা ফেরত চাওয়ায় এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করেছে। উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহত আকবার আলী মোড়ল (৬২) শ্রীমন্তকাটি গ্রামে মৃত শরুতুল্যাহ মোড়লের ছেলে। এঘটনায় শুক্রবার বিকালে তালা থানায় আকবার আলী মোড়ল একটি লিখিত অভিযোগ করেছেন। সে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
    অভিযোগ সূত্রে জানাযায়, আকবার আলী মোড়লের কাছ থেকে ১০ হাজার টাকা একই এলাকার সিদ্দিক শেখের ছেলে মিন্টু শেখ (২২) ধার নেয়। টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে মিন্টু গংদের সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বুধবার সকালে আকবার আলী মোড়লের বাড়িতে মিন্টু শেখ ও তার মা নাজমা বেগম দা,লাঠি নিয়ে অনিধিকার প্রবেশ করে আকবার আলীর মাথায় দা দিয়ে কোপ মারে ও সারা শরীরে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে।
    এ ঘটনায় তালা থানায় একটি অভিযোগ হয়েছে। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান,এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • তালার খবর    তালার খবর

    তালার খবর তালার খবর

    তালায় বাল্য বিবাহের দায়ে ছেলে-মেয়ের অভিভাবকদের জরিমানা
    তালা প্রতিনিধি
    তালায় বাল্য বিবাহের আয়োজন করায় কনের পিতা, বরের বড় ভাই ও বড় চাচাকে ভ্রাম্যমান আদালতে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে তার কার্যালয়ে এ রায় প্রদান করেন। এ সময় অপ্রাপ্ত বয়স্ক কনের পিতা উপজেলার ইসলামকাটি গ্রামের আবু তালেব মোড়লকে ১০ হাজার টাকা, বরের বড় ভাই দোহার গ্রামের মৃত: শেখ মতিউর রহমানের ছেলে গোলাম আজম শেখকে ১০ হাজার এবং বরের বড় চাচা দোহার গ্রামের শেখ মুজিবুর রহমানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তালা উপজেলার দোহার গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে আবুল কালাম আজাদের সাথে ইসলামকাটি গ্রামের আবু তালেব মোড়লের নাবালিকা কন্যা ও ইসলামকাটি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীর বিয়ে ঠিকঠাক হয়। এনিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কনের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এ খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও তালা থানার এসআই মোঃ আনোয়ার হোসেন সেখানে উপস্থিত হন। পরে নাবালিকা কনের সাথে বিয়ে ঠিক করার অপরাধে কনের পিতা, ছেলের বড় ভাই ও বড় চাচাকে উক্ত সাজা প্রদান করা হয়। এ সময় তারা জরিমানার টাকা পরিশোধ করেন এবং পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত ছেলে-মেয়েকে বিয়ে করাবে না বলে মুচলেখা দিয়ে মুক্তি পান।
    তালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তালায় লাইফ কেয়ারের পক্ষ থেকে ডাক্তারদের সংবর্ধণা
    তালার লাইফ কেয়ার ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারের পক্ষ থেকে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মীর আবু মাউদকে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধণা ও নবাগত ডাক্তারদের সংবর্ধণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে তালা লাইফ কেয়ার ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারে সংবর্ধণা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক রফিকুল ইসলাম। ইলিয়াস হোসেনের পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মীর আবু মাউদক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব সরদার,ডাঃ রওশান দায়েমী,স্বাস্থ্য পরিদর্শক মীর মহসীন হোসেন, প্রধান সহকারী হাফিজুর রহমান, প্রভাষক সুতপা রাহা টুম্পা, চিন্ময় সরকার, একলাস হোসেন প্রমুখ।

    তালায় আলু চাষীদের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
    তালায় বে-সরকারী উন্নয়ন সংস্থা প্রদীপন এবং ইন্টারন্যাশন্যাল আলু সেন্টারের উদ্যোগে ১০৬ জন আলু চাষী কৃষক-কৃষাণীদের ৪দিন ব্যাপী প্রশিক্ষণ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। গত ১৫ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করেন এমএস ইন ইন্টোমোওলোজি ট্রেইনার মোঃ সাজ্জাদুল ইসলাম। উন্নত জাতের লবণ সহিষ্ণু বারী আলু ৭২ এবং উচ্চ ফলনশীল বারী আলু ৭৮ জাতের ১০৬ জন আলু চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রদীপন সংস্থার প্রজেক্ট অফিসার কৃষিবিদ দূর্গাপদ সরকার,ফিল্ড ফ্যাসেলিটেটর জয়ন্ত দেবনাথ এবং সিএনএস এর কর্মকর্তাবৃন্দ।

  • তালায় শালতা রিভার বেসিন কমিটির সভায় বক্তারা : বোরো চাষের প্রতিবন্ধকতার অবস্থাটিও সমাধান করতে হবে

    তালায় শালতা রিভার বেসিন কমিটির সভায় বক্তারা : বোরো চাষের প্রতিবন্ধকতার অবস্থাটিও সমাধান করতে হবে


    তালা প্রতিবেদক: তালায়’ উত্তরণ ট্রেনিং সেন্টারে বৃহস্পতিবার সকালে শালতা অববাহিকা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শালতা বেসিন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলি। উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানার পেিরচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক হাসেম আলী ফকির, অধ্যাপক রেজাউল করিম, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক এমএ ফয়সাল, পশ্চিম শালতা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু পদ মন্ডল, কমিটির সদস্য গাজী শহিদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, জি এম শহিদুল্লাহ, শিবপদ মল্লিক, পংকজ ফৌজদার, শংকর সরদার, সুজিত ভৌমিক, পংকজ মন্ডল, চিত্ত মন্ডল, এবাদুল ইসলাম, সুন্দরী রানী, প্রীতিশ মন্ডল, উত্তরণ কর্মকর্তা বৃষ্টি ঝরা বিপ্লব প্রমুখ। সভায় শালতা অববাহিকা কমিটির সদস্যবৃন্দ, তালা উপজেলা পানি কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শালতা নদীর খনন প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম তদারকির বিষয়টি উত্থাপনের মাধ্যমে এবারের বোরো চাষের প্রতিবন্ধকতার অবস্থাটিও সমাধান করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। এ ব্যাপারে পাউবোর দৃষ্টি আকর্ষন করা হবে। তাছাড়া পানি কমিটির আয়োজনে উক্ত সভাতে শালতা নদীর পুনর্জীবনে সরকারের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন চলমান থাকায় সভা থেকে সরকারকে ধন্যবাদ জানানো হয়।