Category: তালা

  • তালায় বিএনপির ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত

    তালায় বিএনপির ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত


    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সামাজিক দূরত্ব মেনে করোনা পরিস্থিতিতে সাতক্ষীরার তালা উপজেলায় দুস্থ, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। শনিবার (১৬ মে) বিকালে ইসলামকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঘোনা বাজারে ৪ শত পরিবারের মাঝে চাল ও আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব। ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী সুলতান আহম্মেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মীর্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম ও মোঃ মোর্শারফ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    এ সময় প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন, করোনা পরিস্থিতিতে আমরা কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। বিতরণ করছি খাদ্য সামগ্রী। যতদিন পর্যন্ত করোনার প্রভাব থাকবে, ইনশাল্লাহ ততদিন আমরা সাধ্যমত গরীব, দুস্থ ও কর্মহীন অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবো ।

  • বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর খাদ্যসামগ্রী বিতরন

    বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর খাদ্যসামগ্রী বিতরন

    স্টাফরিপোটার: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়া হত-দরিদ্র ৫’ শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরার তালায় খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
    খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত খাদ্যসামগ্রী বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম ফারুক, তালা উপজেলা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক মির্জা আতিয়ার রহমান প্রমূখ।
    বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এ সময় বৈশ্বিক এই দূর্যোগ মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকার আহবান জানান। তিনি বলেন, পর্যায়ক্রমে এ ত্রান বিতরণ উপজেলার প্রতিটি ইউনিয়নে পৌঁছে দেওয়া হবে

  • তালায় অভ্যন্তরীণ ধান/চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

    তালায় অভ্যন্তরীণ ধান/চাল সংগ্রহ অভিযান উদ্বোধন


    তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
    সাতক্ষীরা তালা উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান/চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪মে) সকালে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে তালা উপজেলার পাটকেলঘাটাস্থ খাদ্য গুদামে উক্ত ধান/চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুহেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। পাটকেলঘাটা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু জাফর,জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু,সহকারী খাদ্য কর্মকর্তা মোঃ মিকাইল হোসেন, প্রণয় পালসহ চাল মিল মালিক ও কৃষক নেতৃবৃন্দ।
    উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে তালা উপজেলায় ১ হাজার ৭১৬ মেট্রিকটন ধান ২৬ টাকা কেজি, ১ হাজার ৯৪ মেট্রিকটন সিদ্ধ ও ৬শ৬৯ মেট্রিক টন আতপ চাল ৩৬ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

  • তালায় কৃষকের ২বিঘা জমির পাট কেটে দিয়েছে দুবৃর্ত্তরা

    তালায় কৃষকের ২বিঘা জমির পাট কেটে দিয়েছে দুবৃর্ত্তরা


    তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
    তালায় পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের ২ বিঘা জমির পাট কেটে বিনষ্ট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া-চাঁদকাটি মাঠে। এতে ঐ কৃষকের প্রায় ৫০ হাজার টাকার মত ক্ষতিসাধিত হয়েছে।
    উপজেলার চাঁদকাটি গ্রামের মৃত এরফান আলী সরদারের ছেলে নাজমুল হুদা ওরফে নজরুল সরদার জানান, একই এলাকার নিজাম মোড়ল গংদের সাথে তার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাতের যে কোন সময় তার ২ বিঘা জমির পাট কেটে সাবাড় করে দিয়েছে। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি উর্দ্ধতন প্রশাসনের নিকট তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান। তবে নিজাম মোড়ল জানান, পাট কাটার সাথে তিনি জড়িত নন।
    তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, ঘটনাটি তিনি শুনেছেন, তবে কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • তালায় ২শত অসহায় পরিবারকে আশা’র খাদ্য সহায়তা


    তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
    সাতক্ষীরার তালায় করোনা সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়া ২শত অসহায় পরিবারের জন্য খাদ্য সহায়তা প্রদান করেছে বে-সরকারী সংস্থা আশা। মঙ্গলবার (১২ মে) সকালে আশা’র পক্ষ থেকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের কাছে এ খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। আশা’র সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ আব্দুল মজিদ উপজেলা নির্বাহী অফিসারের কাছে উক্ত খাদ্য সামগ্রী হস্তান্তর করেন। আশা’র তালা ব্রাঞ্চ ম্যানেজার ইন্দ্রজিত রায়সহ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল সরবরাহ করা হয়।
    আশা’র রিজিওনাল ম্যানেজার মোঃ আব্দুল মজিদ জানান, দেশে করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহ্বানে সাড়া দিয়ে “আশা” তার নিজস্ব অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নি¤œ আয়ের পরিবারের মাঝে সাতক্ষীরা জেলায় ১৯০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে। এরই অংশ হিসেবে তালা উপজেলার বিভিন্ন ইউনিয়রে ২০০ ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারকে বিতরণের জন্য উক্ত খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।

  • তালায় প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    তালায় প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


    তালা প্রতিনিধি ॥
    সাতক্ষীরার তালায় ডিজাষ্টার ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা প্রতিবন্ধী স্কুলে মাঠে ৮০ জন শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
    বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক, ডিজাষ্টার ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের পরিচালক আমিষ কুমার দাস,সভাপতি দেবাষীশ কুমার দাস,প্রধান শিক্ষক চন্দনা দাস,ইউপি সদস্য ইয়াছিন প্রমূখ।
    করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকের কাছে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ৮০ জন প্রতিবন্দী শিক্ষার্থীদের মাঝে ৫ কেজি চাল,১কেজি ডাল, ১ কেজি লবন ২কেজি আলু, ১পিচ সাবান ১লিটার তেল বিতরণ করা হয়।

  • তালায় বোরো ধান কিনতে লটারির মাধ্যমে ১৭১৬ কৃষক নির্বাচন

    তালায় বোরো ধান কিনতে লটারির মাধ্যমে ১৭১৬ কৃষক নির্বাচন


    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
    সাতক্ষীরার তালায় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান কেনার জন্য ১৭১৬ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। ৭২৩৩ জন কৃষকের তালিকা করে লটারির মাধ্যমে ১৭১৬ জন নির্বাচিত  কৃষকের মাধ্যমে ১৭১৬ টন ধান ক্রয় করা হবে। সোমবার (১১ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই লটারি অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন,  উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানউপজেলা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আবুহেনা মোস্তফা কামাল, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ,সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, সহকারী খাদ্য পরিদর্শক মিকাইলসহ কৃষি ও খাদ্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, চলতি বোরো মৌসুমে সরকারের নির্দেশনায় উপজেলার প্রতিটি ইউনিয়নে কৃষি অফিসের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা তৈরি করে অ্যাপস’র মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। কোনো কৃষক কোনো কারণে ধান দিতে না পারলে অতিরিক্ত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে।
    তিনি আরো জানান, প্রতি কৃষকের কাছ থেকে এ বছর ২৬ টাকা কেজি দরে এক টন করে মোট ১৭১৬ টন ধান ক্রয় করা হবে।

  • সাতক্ষীরার ১ আসনের জননন্দিত এম পি মুস্তফা লুৎফুল্লাহ ঐ চা বিক্রেতা শিশুর দায়িত্ব নিলেন

    সাতক্ষীরার ১ আসনের জননন্দিত এম পি মুস্তফা লুৎফুল্লাহ ঐ চা বিক্রেতা শিশুর দায়িত্ব নিলেন

    সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় প্রথম শ্রেণীর ছাত্র চাঁ বিক্রেতা শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর শিশুটির ভাঙ্গের চাকা ঘুরতে শুরু করেছে।ইতিমধ্যে তার সহযোগিতায় হাত বড়িয়েছেন বিভিন্ন সমাজিক ও রাজনৈতিক সংগঠন।

    সংবাদটি দেখে বসে থাকতে পারেনি সাতক্ষীরা-১ (তালা -কলারোয়া) আসনের জননন্দিত সংসদ সদস্য এডঃ মুস্তফা লুৎফুল্লাহ।

    তিনি “অনিকদের জন্য উদ্যোগ” সংগঠনের পক্ষ থেকে ঐ শিশুটি ও তার মাকে পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেকে নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। শিশুটি ঐ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।

    তিনি বলেন, আজ থেকে ঐ বাচ্চাটি সমস্ত লেখাপড়ার খরচ স্কুল কর্তৃপক্ষ বহন করবেন। তাছাড়া যেকোন সমস্যায় তার পাশে থাকবেন বলে ঘোষণা দেন।

    এ সময় সেখানে উপস্থিত ছিলেন, এমপি এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লার সহধর্মিণী নাসরিন খানম লিপি, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রব পলাশ সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও তালা উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

  • তালায় ৩ শত আনসার ভিডিপি সদস্য পেলেন জরুরি সহায়তা

    তালায় ৩ শত আনসার ভিডিপি সদস্য পেলেন জরুরি সহায়তা


    তালা প্রতিনিধি ॥
    “মুজিববর্ষের উদ্দীপন, আনসার ভিডিপি আছে সারাক্ষণ” এই স্লোগান সামনে রেখে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া সাতক্ষীরার তালা উপজেলার ৩শত দুস্থ আনসার ভিডিপি সদস্যের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে তালা সরকারি কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ২ শত এবং শুক্রবার (৮ মে) পাটকেলঘাটা পারকুমিরা মাঠে ১ শত জন এই খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
    উক্ত খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান, তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন,পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর, তালা থানার এসআই শাহজাহান কবীর, কলারোয়া উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক ইশার আলীসহ বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার, সহকারী আনসার কমান্ডার, উপজেলা কোম্পানী কমান্ডার প্রমুখ।
    তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে দেশব্যাপী ১ লক্ষ ৫৫ হাজার পরিবারকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এাণ সহায়তা দেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সাতক্ষীরার তালা উপজেলায় বাহিনীর ৩শত অসহায় ও দরিদ্র সদস্যর মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরিফ কায়কোবাদ এর পক্ষ থেকে সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আইয়ুব আলীর তত্বাবধানে উক্ত ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
    এ সময় প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ টি সাবান ও ১ টি মাস্ক সরবরাহ করা হয়।

  • তালা বাজারে ফটোষ্টাটের দোকানে চুরি সংঘটিত


    তালা প্রতিনিধি ॥
    সাতক্ষীরার তালা বাজরের সাধু ফটোষ্টাটের দোকানে চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরচক্র দোকান থেকে কম্পিউটার সেট, চারটি মোবাইল,একটি সোলার ব্যাটারি,মোবাইল রিসার্চ কার্ড ও নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। (৯ মে) শনিবার দিবাগত রাতে চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় তালা থানায় ডায়েরী করেছে দোকান মালিক তালা সদরের মৃত সন্তোষ সাধুর ছেলে প্রদীপ সাধ।
    দোকানের মালিক প্রদীপ সাধু জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার সন্ধ্যায় ৬ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। রাতের কোন এক সময় একদল চোরচক্র সার্টার কেটে দোকানে প্রবেশ করে দোকানে থাকা কম্পিউটার সেট,চারটি মোবাইলসেট ,একটি সোলার ব্যাটারি,মোবাইল রিসার্চ কার্ড ও নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চরি করে নিয়ে যায়। তিনি আরো জানান, এর আগেও উক্ত দোকানে দু’বার সার্টার কেটে চুরির ঘটনা ঘটেছে।
    তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, উক্ত ঘটনায় দোকান মালিক থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • তালায় মসজিদে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা


    তালা প্রতিনিধি॥
    সাতক্ষীরার তালায় বিলাত আলী মোড়ল (৬৫) নামে এক বৃদ্ধ গলায় রশ্মি দিয়ে আত্মহত্যা করেছে।
    গতকাল বৃহস্পতিবার সকালে তালা উপজেলার জেঠুয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিলাত আলী মোড়ল জেঠুয়া গ্রামের মৃত খোদাবক্স মোড়লের ছেলে।
    এলাকাবাসী জানান,বিলাত আলী মোড়ল দীর্ঘদিন অসুস্থ থাকার কারনে বাড়ির পাশে মসজিদের ভিতরে ফ্যানের সিলিং এ গলায় রশ্মি দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে নামানোর আগেই সে মারা যায়। তালা থানা ওসি মেহেদী রাসেল,মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • তালার প্রান্তিক কৃষকদের মাঝে সেনাবাহিনীর বীজ বিতরণ

    তালার প্রান্তিক কৃষকদের মাঝে সেনাবাহিনীর বীজ বিতরণ


    তালা প্রতিনিধি ॥
    করোনাভাইরাস জনিত পরিস্থিতির কারণে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সাতক্ষীরার তালা উপজেলার দুটি স্থানে প্রান্তিক কৃষকদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে বীজ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার (৬ মে) সকালে তালা উপজেলা ত্রিশমাইল ও পাটকেলঘাটায় সেনা সদস্যদের পৃথক দুটি টিম উক্ত বীজ বিতরণ কার্যক্রম শুরু করে। এ সময় কৃষকদের হাতে লাউ, মিস্টি কুমড়া, ঢ়েরশ, পুইশাক, লাল শাকসহ বিভিন্ন সবজির বীজ তুলে দেওয়া হয়। পাটকেলঘাটায় বীজ বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাকিব এবং ত্রিশমাইলে নেতৃত্ব দেন ক্যাপ্টেন জিসান। সেনাবাহিনীর পক্ষ থেকে কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য পতিত জমিসহ কোন জমি ফেলে না রাখার আহবান জানানো হয়। পর্যায়ক্রমে জেলার বিভিন্নস্থানে উক্ত বীজ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান ক্যাপ্টেন জিসান।

  • তালার কানাইদিয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে কৃপিয়ে জখম

    তালা প্রতিনিধি ॥
    সাতক্ষীরা তালার জালালপুরের কানাইদিয়ায় স্বসশ্ত্র সন্ত্রাসীরা সিঁদ কেটে বসত ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় বাড়ি মালিক কার্ত্তিক দেবনাথ (৬৫) কে উপর্যুপরী কুপিয়ে মারাতœক আহত করেছে। কার্ত্তিক কানাইদিয়ার মৃত কুঞ্জ বিহারী দেবনাথের ছেলে। আহতকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেয়া হয়েছে।

    পারিবারিক সূত্র জানায়, কার্ত্তিক প্রতি রাতের ন্যায় রাতের খাবার খেয়ে নিজ ঘরে স্বস্ত্রীক ঘুমিয়ে ছিলেনর। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বসত ঘরের পিছন থেকে সিঁদ কেটে ঘরে ঢোকে। এক পর্যায়ে সন্ত্রাসীরা ঘুমন্ত অবস্থায় কার্ত্তিককে ধারালো অস্ত্র ও লাঠিপেটা করতে থাকে। এসময় তার গোঙানিতে পাশে ঘুমিয়ে থাকা স্ত্রীর ঘুম থেকে জেগে ঐ অবস্থা দেখে চিৎকার শুরু করেন। তাদের আতœচিৎকারে পরিবারের অন্যান্য সদস্যসহ প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা একই পথে পালিয়ে যায়।

    এরপর গুরুতর অবস্থায় কার্ত্তিক দেবনাথকে উদ্ধার করে প্রথমে স্থানয়ি পল্লী চিকিৎসক আজিজুরের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে হাসপাতালে নিয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার উদ্দেশ্যে অজ্ঞাত সন্ত্রাসীরা সিঁদ কেটে ঘরে ঢুকে তাকে কুপিয়েছে।

    এব্যাপারে জালালপুর ইউপির স্থানীয় ২ নং ওয়ার্ড সদস্য কালিদাশ অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার গভীর রাতে ঘরে ঢুকে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। তার ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জঘন্য এ ঘটনাটি ঘটে থাকতে পারে।

    তালা থানা ডিউটি অফিসার এস আই জামিরুল জানান, এব্যাপারে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ হলে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • তালায় নিহত বিপ্লব কবির'র মায়ের হাতে তারেক রহমানের ঈদ উপহার

    তালায় নিহত বিপ্লব কবির'র মায়ের হাতে তারেক রহমানের ঈদ উপহার


    তালা প্রতিনিধি ॥
    সাতক্ষীরা তালায় নিহত একটি পরিবারে কাছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেন তালা উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
    মঙ্গলবার (০৫ মে) দুপুরে উপজেলার দোহার গ্রামে জালালপুর ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক নিহত এস.এম বিপ্লব কবীর’র মা হাতে ঈদ উপহার নগদ অর্থ তুলে দেন উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায়,সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, বিএনপি নেতা সোহরাব ইসলাম,আরশাফুল ইসলাম প্রমূখ । এসময় মোবাইল ফোনে শোকাহত পরিবারকে সমাবেদনা জানান সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।

  • তালায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু


    তালা প্রতিনিধি ॥

    সাতক্ষীরার তালায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে তালার জালালপুরে এ ঘটনা ঘটেছে।
    সূত্রে জানা যায়, রবিবার সকালে জালালপুর গ্রামের মোঃ ফারুক মোড়লের ছেলে মোহাম্মদ উল্লাহ(৩) পুকুরে ডুবে মারা যায়। শিশুটি খেলা করার সময় পানিতে পড়ে যায়।পরে পুকুর থেকে তাকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। তালা থানা ওসি মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • পাটকেলঘাটায় গণধর্ষন মামলার ৩ আসামী গ্রেফতার


    তালা প্রতিনিধি ॥
    সাতক্ষীরার তালা উপজেলায় গণধর্ষনের তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হল, তালা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত মোমিন সরদারের পুত্র মমতাজ সরদারর (৪৫), অপর দুজন হল একই এলাকার শহিদুল সরদারের পুত্র সবুজ সরদার (২২) ও মোঃ বিল্লাল সরদার (৩৮)।

    পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল উপজেলার জগদানন্দকাটি গ্রামের আল্লাদ বেগম (৩৮) গণধর্ষনের শিকার হয়ে আসমীদের বিরুদ্ধে পাটকেলঘাটার থানায় একটি মামলা দ্বায়ের করেন। এরপর আসামীরা আত্মগোপনে থাকার কারনে শনিবার (২মে) গভীর রাত পর্যান্ত থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

    পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় একটি গণধর্ষনের মামলা (নং-৮) রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • মানবতার সেবায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার

    মানবতার সেবায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার


    তালা প্রতিনিধি ॥
    আর্তমানবতার সেবায় এগিয়ে এলেন যশোরের ভূমি অধিগ্রহন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার। শনিবার বিকালে নিজ অর্থায়নে গ্রামের বাড়ি তালা উপজেলার রায়পুরে তাঁর পিতা জ্যোতিষ চন্দ্র গোলদার উপস্থিত থেকে ৭০ টি কর্মহীন অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, আটা ও তেল বিতরণ করেছেন।
    প্রসংগত, সুফল চন্দ্র গোলদার করেনা কালীণ যশোরের মনিরামপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি বরিশাল বিভাগে ইউএনও হিসেবে পদায়িত হয়েছেন।

  • তালায় এক ব্যক্তি করোনায় আক্রান্ত

    তালা প্রতিনিধি ॥
    সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় সঞ্জয় সরকার নামে এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের সংশ্লিষ্ট ইউনিট থেকে তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে মর্মে জানিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত।

    আক্রান্ত ব্যক্তি তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙ্গার বাসিন্দা বলে জানা গেছে।
    তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, আক্রান্ত ব্যক্তির অবস্থান সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রশাসনের সাথে সমন্বয় করে তার বাড়িসহ সংস্পর্শে আসা সকলের বাড়ি লক ডাউন করা হয়েছে এবং পরিস্থিতি বুঝে তিনি বাড়িতে থাকবেন না হাসপাতালে ভর্তি হবেন, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

    প্রসঙ্গত, এই প্রথম সাতক্ষীরা থেকে পাঠানো কোন ব্যক্তির নমুনা করোনা পজেটিভ হলো। এর আগে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল টেকনিশিয়ান কর্মস্থল থেকে করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরায় এসে শহরের উত্তর কাটিয়াস্থ ভাড়া বাড়িতে আইসোলেশনে আছেন।