নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালার আলোচিত কিশোরী বিউটি মন্ডল আত্মহননে প্ররোচনার মামলায় অভিযুক্ত একমাত্র আসামী বখাটে যুবক মৃতুঞ্জয় রায়ের উপযুক্ত শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দলুয়া বাজারে উক্ত মানববন্ধন ও প্রতবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী মাধব দত্ত, শিক্ষক দিব্যেন্দু সরকার, শিক্ষক গাজী মোমিন উদ্দিনসহ আতœহননকারী বিউটির সহপাঠীরা।
বক্তারাবলেন, বিবস্ত্র একটি ছবির সাথে কিশোরী বিউটি মন্ডলের ছবি জুড়ে ফেইসবুকে ভুয়া আইডি খুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ায় অপমানে ও লোকলজ্জার ভয়ে গত ৯ সেপ্টেম্বর আতœহনন করে কলেজ ছাত্রী কিশোরী বিউটি মন্ডল। বক্তারা এ সময় আতœহনন প্ররোচনাকারী বখাটে যুবক মৃতুঞ্জয় রায়ের দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবী জানান।
Category: তালা
-

তালার বখাটে যুবক মৃতুঞ্জয়ের উপযুক্ত শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতবাদ সমাবেশ
-

তালায় কলেজ ছাত্রীর আতœহত্যার প্ররোচণার মামলায় এক বখাটে যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি ঃ তালায় কলেজ ছাত্রী বিউটি মন্ডলের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার আত্মহত্যার প্ররোচণার মামলায় মৃতুঞ্জয় রায় নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে তালা উপজেলার খেশরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মৃত্যুঞ্জয় রায় তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের জগদীশ রায়ের ছেলে।
পুলিশ জানায়, বিউটি মন্ডলের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে আত্মহত্যার প্রচারণার অভিযোগে তার কাকা দীপঙ্কর মন্ডল বাদী হয়ে গত ৯ আগষ্ট বখাটে মৃতুঞ্জয় রায়ের বিরুদ্ধে তালা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪, তারিখ-৯/৯/২০ ।
উল্লেখ্য, কলেজ ছাত্রী বিউটি মন্ডলের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় লোক লজ্জার ভয়ে গত ৯ সেপ্টেম্বর বিকালে সে আত্মহত্যা করে। এদিকে, তার আতœহত্যার পর থেকে মৃতঞ্জয় রায় তিনদিন পলাতক থাকার পর পুলিশ আজ তাকে গেপ্তার করে। -

ফেসবুকের ভুয়া আইডি থেকে আপত্তিকর ছবি তালায় ছাত্রীর আত্মহনন
তালা প্রতিনিধি :
ফেইসবুকে ভুয়া আইডি খুলে আপত্তিকর ছবি ও যুবকের বখাটেপনায় সাতক্ষীরার তালায় কিশোরী ছাত্রীর আত্মহননের ঘটনা ঘটেছে। আত্মহননকারী মেয়েটির নাম বিউটি মন্ডল। সে এবার মাধ্যমিক পরীক্ষায় পাস করে। অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।
তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, উপজেলার খেশরা ইউনিয়নের নিতাই মন্ডলের মেয়ে বিউটি মন্ডল বুধবার দুপুরে ঘরের আড়ার সাথে গলায় ওড়না জড়িয়ে আত্মহননে প্রাণ দেয়।
ওসি মেহেদী জানান, সম্প্রতি নিতাই মন্ডল থানায় একটি অভিযোগ দিয়ে জানান, ‘নীল নদী বিউটি’ নামের একটি ফেক আইডি থেকে বিউটির আপত্তিকর ছবি ছড়িয়ে তার মেয়ের জীবনকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। যার সাথে মৃতুঞ্জয় রায় নামের স্থানীয় শহীদ জিয়া কলেজের এক শিক্ষার্থীর জড়িত থাকার অভিযোগ দেয়া হয়।
তালা সার্কেলের সহকারি পুলিশ সুপার হুমায়ন কবির বলেন, মৃত্যুঞ্জয় নামের ছেলেটির কললিষ্ট চেক করা হবে এবং এ ঘটনায় আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে। -

পাটকেলঘাটায় মৌসুমী সাহা টুম্পার আত্মহত্যায় বাধ্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে র্যালী ও মানববন্ধন পালিত

Hasanur Rahman
5:24 PM (3 hours ago)নিজস্ব প্রতিনিধিঃ
পাটকেলঘাটায় মৌসুমী সাহা টুম্পার আত্মহত্যায় বাধ্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার সকাল ১১টায় পাটকেলঘাটা থানার কুমিরা বাজার মোড় হতে পাচরাস্তা মোড়ে এসে র্যালী শেষের মাধ্যমে মানববন্ধন পালিত হয়েছে।
এসময় আত্নহত্যায় বাধ্যকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনন্দ টিভির সাতক্ষীরা প্রতিনিধি হাসানুর রহমান হাসান, দৈনিক কালের চিত্রের পাটকেলঘাটা প্রতিনিধি ও দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শেখ সানজিদুল হক ইমন, সাতক্ষীরা প্রেসের জেলা প্রতিনিধি মোহাম্মদ আল মামুন ইসলাম, সাতক্ষীরা প্রেসের বিশেষ প্রতিনিধি অনুপাম, আনন্দ টিভির ক্যামেরাপারসন ও সাতক্ষীরা প্রেসের স্টাফ রিপোর্টার আব্দুর রউফ, তালা উপজেলার দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুল ইসলাম- সাধারণ সম্পাদক বাবলু বিশ্বাস- সাংগঠনিক সম্পাদক বাসুদেব, সাংবাদিক মফিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য মৌসুমী সাহা টু্ম্পা গত ২৫ আগষ্ট মঙ্গলবার শ্বশুর শ্বাশুড়ী এবং স্বামীর মাঝে সম্পত্তির দ্বন্দে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে পল্লীবিদ্যুৎ রোডস্হ নিজ বাসায় সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্নহত্যা করেন। যেখানে মৃত্যুকালে একটি চিরকুট লিখে মৃত্যুর জন্য শ্বশুর শ্বাশুড়ীকে দায়ী এবং শাস্তির দাবি জানান। ঘটনার দিন শিক্ষক উৎপল সাহা পাটকেলঘাটা থানায় বাদী হয়ে পিতা অবঃ শিক্ষক দ্বীনবন্ধু সাহা, মা, ভাই সহ ৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে দ্বীনবন্ধু সাহা ও তার স্ত্রী গ্রেফতার থাকলেও বাকি দু’জন পলাতক আছে। -

তালা ইসলামকাঠী ইউনিয়ানে রাস্তা হলো ঘেরের ভেড়ি
ইসলামকাটি তালা প্রতিনিধি: তালা উপজেলার ইসলামকাঠী ইউনিয়ানের ঘোনা বাজার হতে মোহোনার বাজার র্পযন্ত পাকারাস্তাটির বেহালদশা । রাস্তাটি সংস্কার হয়েছে মাত্র তিন মাস। কিন্তু সংস্কার হতে না হতেই ধসে পড়েছে বহু জায়গাই । কারন রাস্তার পাসে কোনো বাধ না দিয়ে রস্তাকে ভেড়িহিসাবে ব্যবহার করছে দুটি ঘের ব্যবসাই । তারা রাস্তার পাশে আলাদা করে যদি ভেড়ি দিতো তাহলে। এই রাস্তাটি এত তাড়াতড়ি নষ্ট হত না । রাস্তাটি উদ্ধতন কর্মকর্তা পরিদর্শন পূর্বক ব্যবস্তা গ্রহন করার জোর দাবি এলাকাবাশীর । এ ব্যাপারে এলাকাবাশীর সাথে কাথা বলতে চাইলে রব গাজী ,আমিনুর গাজী ,আফসার মু¯œী, আতিয়ার শেখ সহ আরও অনেকে জানায় তাদের দূরভোগের কথা । তারা বলেন এই অসাধুু ঘের ব্যবসায়ী মঞ্জু চেরম্যান ও মধু মুস্তাক অপরিকল্পি ভাবে পুল দুইটির মুখ বালির বস্তা দিয়ে ভরাট কওে রেখেছে (লোকেশন গোনডাঙ্গ ও কাজিডাঙ্গা পুল ) । এভাবে মাছ চাষ করে আচছে বিগত কয়েক বছর ধরে। সাধারণ মানুষ রাস্তাটির পাশ দয়িে বাধ বা ভেড়ির ব্যপারে ঘের ব্যবসাই সাথে কাথা বল্লে তারা বলনে, সরকারি রাস্তা সরকার বোঝবে। এব্যপারে স্থানীয় চেয়ারম্যান বাবু সুবাশ শেনের কাছে জানতে চাইলে তিনি বলেন ‘আমি বিষায়টি নিয়ে উপজেলর সাথে কথা বলেছি । তিনি আরও বলেন ঘের ব্যবোসাই দের হাত আনেক লম্ব । তবে আমি বিষয়টি দেখছি ।’
-
পাটকেলঘাটায় পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্নহত্যা
পাটকেলঘাটায় পারিবারিক কলহের জেরে গৃহবধু মৌসুমী সাহা (টুম্পা) (৩০) আত্নহত্যার ঘটনা ঘটেছে।মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আত্নহত্যার পূর্বে তিনি একটি চিরকুট লিখে যান।সূত্রে জানা যায়, পাটকেলঘাটার পল্লীবিদ্যুৎ রোডের স্কুল শিক্ষক উৎপল সাহা তার স্ত্রী মৌসুমী সাহা ও একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করে আসছিল। কিন্তু শিক্ষক উৎপল ও তার পিতা অব. শিক্ষক দ্বীবন্ধুর মাঝে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বাকবিতন্ডা চলে আসছিল। এমনকি ঘটনার আগের দিন পর্যন্ত ঐ বাড়িতে চরম উত্তেজনা ছিল বলে জানা যায়। মঙ্গলবার বিকালে কেউ বাড়িতে না থাকার সুবাদে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে উৎপলের স্ত্রী মৌসুমী সাহা টুম্পা আত্নহত্যা করেন। মৃত্যুর পুর্বে তিনি একটি চিরকুট লিখে যান। যেখানে তার মৃত্যুর জন্য শ্বশুর শ্বাশুড়ীকে দায়ী এবং শাস্তি দাবি করেন। নিহত টুম্পার শ্বশুর শ্বাশুড়ীকে থানা হেফাজতে নেয়া হয়েছে।
-
তালায় পাট চুরির অভিযোগে গৃহবধূকে পিটিয়ে হত্যা!
তালা প্রতিনিধি ॥
তালায় মাত্র দুইআটি পাট চুরির অভিযোগে নাছিমা খাতুন (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। তিন সন্তানের জননী নাছিমা খাতুন খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের নাজের আলী শেখের স্ত্রী। মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে তালা হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হুমায়ুন কবির ও তালা থানার ওসি মোঃ মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে পুলিশ।
নিহত গৃহবধূর স্বামী নাজের আলী শেখ জানান, তাদের বাড়ির পাশে একটি ডোবায় পাট জাগ দেয় একই এলাকার করিম মোড়লের ছেলে মনিরুল মোড়ল ও নরিম মোড়লের ছেলে মিন্টু মোড়ল। কদিন আগে তারা দুই আটি পাট কম পেয়ে নাজের আলী ও স্ত্রী নাছিমা খাতুনের উপর চুরির দোষ চাপায়। এ সময় তারা নাজের আলী শেখকে মারপিট করে।
এদিকে সোমবার দুপুরে নাজের শেখের স্ত্রী নাছিমা খাতুন গভীর নলকূপের পানি আনতে গিয়ে মনিরুল ও মিন্টুর সাথে দেখা হয়। এ সময় তাদের কাছে স্বামীকে মারপিট করার কারণ জানতে চায় এবং প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে মনিরুল ও মিন্টুসহ ৪/৫ জন মিলে নাছিমা খাতুনকে চুরির অপবাদে ব্যাপক মারপিট করে। এক পর্যায়ে মাথায় আঘাত করলে সে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়। মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে তালা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। -

তালায় মৎস্য ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আহত-১, আওয়ামীলীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান আটক
নিজস্ব প্রতিনিধি ঃ তালায় চিংড়ী ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে ৬০ বছরের বৃদ্ধ লুৎফর নিকারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমানকে আটক করেছে। এদিকে থানায় আটক ভাইস চেয়ারম্যান মশিউর রহমানকে গ্রেফতারের দাবিতে তালা উপজেলা সদরে গ্রামবাসী বিক্ষোভ মিছিল করেছে। একই দাবিতে তারা থানার সামনে তালা-পাইকগাছা সড়কে যানবাহন বন্ধ করে দিয়ে অবস্থান নিয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তালা সদর ইউনিয়নের জিয়ালা নলতায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত লুৎফর নিকারীর ছেলে সেলিম নিকারী তাদের নিজেদের ঘেরে মাছ ধরছিল। এ সময় পাশ^বর্তী মশিউর রহমানের ঘের থেকে সে মাছ চুরি করেছে বলে অভিযোগ করা হয়। মশিউর রহমানের ঘের কর্মচারী রনি ও কয়েকজন সেলিমকে মারধর করে ভাইস চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। এ খবর পেয়ে সেলিমের বাবা লুৎফর নিকারী তার বাড়িতে যান। এসময় ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, তালা সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি তুহিন ও ঘের কর্মচারী রনি সহ কয়েকজন লুৎফর নিকারী ও তার ছেলে সেলিমকে লাঠিসোটা দিয়ে বেপরোয়াভাবে মারধর করতে থাকে। এক পর্যায়ে লুৎফর নিকারীর গলায় গামছা পেচিয়ে তার শ^াসরোধ করা হয়। কিছুক্ষন পর তিনি জ্ঞান হারালে দুজনকেই তালা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার লুৎফর নিকারীকে মৃত ঘোষনা করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানকে আটক করা হয়েছ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরো জানান, নিহতের লুৎফর নিকারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। -

করোনা জয় করে ক্যান্সারের কাছে হেরে গেল তালার স্কুল ছাত্র রিয়াদ
তালা প্রতিনিধি: তালায় করোনা জয় করলেও ব্লাড ক্যান্সারের কাছে হেরে গেল শিশু রিয়াদ হোসেন (১৪)। রাতে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। সপ্তম শ্রেণির ছাত্র রিয়াদ হোসেন তেঁতুলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের মোঃ তবিবুর রহমান মোড়লের ছেলে।
জানা গেছে, রিয়াদ হোসেন দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিল। চিকিৎসা শেষে নিজ বাড়িত অবস্থান করছিল সে। হঠাৎ শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ২৭ মে করোনা পরীক্ষার জন্য তার নমুনা তালা হাসপাতালের মাধ্যমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়।
সেখান থেকে গত ৩০ মে রিয়াদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকে শিশু রিয়াদ আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করে। পরবর্তীতে গত ১২ জুন শিশু রিয়াদের নমুনা পুনরায় পরীক্ষার জন্য প্রেরণ করা হয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু মরণব্যধি ক্যান্সার তার পিছু ছাড়েনি।
চিকিৎসা অব্যাহত থাকলেও শেষ রক্ষা হয়নি তার। শুক্রবার রাতে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিয়াদ। দুই ভাইয়ের মধ্যে রিয়াদ ছিল বড়। এদিকে শনিবার সকালে বেদনা বিধূর পরিবেশে তালার কলিয়া গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
-

তালায় স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন, চার বছরের প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পথে পথে ঘুরছে অসহায় স্ত্রী সুফিয়া
তালা প্রতিনিধি ॥
তালায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর উপর স্বামীর অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। যৌতুকলোভী স্বামীর পৈশাচিক ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্য আটারই গ্রামে।
অভিযোগে জানাযায়, প্রায় ২৫বছর আগে তালা উপজেলার মধ্য আটারই গ্রামের লিয়াকত আলী সরদারের ছেলে সুলতান সরদারের সাথে বিয়ে হয় একই এলাকার এলাহি বকস্ মেয়ে সুফিয়া খাতুনের। বিয়ের কিছু দিন পর থেকে নানা অজুহাতে স্ত্রীর মাধ্যমে শ্বশুরালয়ে টাকা দাবি করে আসছিল সুলতান। স্বামী-সংসারের কথা ভেবে গত ২৫ বছরে বহুবার অসহায় সুফিয়া তার পিত্রালয় থেকে চাহিদামত যথাসাধ্য টাকা নিয়ে স্বামীকে দিয়েছে। কখনো টাকা এনে দিতে বিলম্ব বা কিংবা না দিলে তার উপর চলত অমানুষিক শারিরীক ও মানুষিক নির্যাতন। কয়েক বছর আগে বাইরে ব্যবসা করার জন্য স্ত্রী-সন্তানদের নিয়ে এলাকার বাইরে চলে যায়। তবে বাইরে ব্যবসা ভাল না হওয়ায় সম্প্রতি সে আবার এলাকায় ফিরে আসে। সংসারে ফের দেখা দেয় অভাব অনটন। সুলতান সরদার আবরো তার পুরোনো রুপে তার স্ত্রী কাছে টাকার জন্য জোর দাবি করে। তবে এবার তার দাবি, এলাকার বিভিন্ন এনজিও থেকে তাকে লোন নিয়ে দিতে হবে। তবে তার চাহিদামত টাকা এনে দিতে না পারায় সর্বশেষ গত শনিবার সকালে তার স্ত্রী সুফিয়াকে বেদম মারপিট করে। একপর্যায়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে তালা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।সুফিয়া খাতুন তার ৪ বছরের প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বিচারের দাবিতে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। কে শুনবে তার কথা? সমাজের এমন কেউ কি আছেন যে, সুফিয়াকে আইনি সহায়তাসহ তার পাশে এসে দাঁড়াবেন? এব্যাপারে সুফিয়া খাতুন প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
নির্যাতিতা সুফিয়া খাতুনের ভাই রমজান আলী জানান, তার ভগ্নিপতি বিভিন্ন সময় নানাভাবে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। বর্তমানে ফের টাকার জন্য তার বোনের উপর অমানুষিক নির্যাতন শুরু করেছে। প্রতিবন্ধী মেয়েসহ তার বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এখন পাগলের অভিনয় করছে।এবিষয়ে খোঁজ নিতে সুলতানের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। তালা স্বাস্থ্যকমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ রাজিব সরদার বলেন,ওই নারীর দেহে মারধরে চিহ্ন রয়েছে। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
-

দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থার সৃষ্টি বিষয়ক কর্মশালা
তালা প্রতিনিধি : বে-সরকারী সংস্থা উত্তরণ কর্তৃক বাস্তবায়িত ও সহযোগি সংস্থা ইউএনডিপি এর অর্থায়নে কমিউনিটি কোহেশন ইন কক্সবাজার প্রজেক্ট এর আওতায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া, হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের হোষ্ট কমিউনিটির জন্য দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা উদ্বোধন হয়। বুধবার (১২ আগষ্ট) সকালে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা সঞ্জয় আচার্য্যর পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম। স্বাগত বক্তব্য রাখের উত্তরণ কর্মকর্তা হাসিনা পারভীন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইউএনডিপি’র স্কিল ডিভলপমেন্ট স্পেশালিষ্ট থুই নু মং মারমা, টেকনাফ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শওকত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিরাজউদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ এমদাদ হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমা-ার মোঃ জহির আহম্মেদসহ সাংবাদিক, এনজিও প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উত্তরণ এর স্টাফগণ।
কর্মশালায় যে বিষয়টি বিশেষ গুরুত্ব পায় তা হলো কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া, হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের হোষ্ট কমিউনিটির ১৮-৩৫বছর বয়সী যুবক ও যুবতীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বেকার সমস্যা দূর করে কর্মস্থান সৃষ্টি করা। উল্লেখিত বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সকল অংশগ্রহণকারী এই কার্যক্রমের প্রশংসা করেন এবং সকলে কার্যক্রম সফল করার জন্য মতামত প্রদান করেন। -

তালায় পানি কমিটির সভা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি ॥
সাতক্ষীরা তালায় পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তালা মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারে সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা পানি কমিটির সভাপতি এম ময়নুল ইসলাম। তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পানি কমিটি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক সরদার রফিকুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খাতুন, মোঃ সফিকুল ইসলাম, গোবিন্দ ঘোষ, অধ্যাপক নন্দী দীপংকর, গুলশানআরা খাতুন, অজিত সরকার, ইউপি সদস্য শেখ আব্দুর রাজ্জাক, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, সব্যসাচী মজুমদার বাপ্পী, সফিকুল ইসলাম এবং উত্তরণ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন লাভলু প্রমুখ।
সভায় কপোতাক্ষ নদ খনন কার্যক্রমের ২য় ফেজ দ্রুত শুরু করা, শালতা নদী খনন কার্যক্রম দ্রুত সম্পন্ন করা, পানি কমিটির পক্ষে একটি ফেসবুক আইডি খোলাসহ একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া সরকারের বিডিপি-২১০০ বাস্তবায়নে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উক্ত অনুমোদিত প্রকল্পে কপোতাক্ষ, বেতনা ও হরি নদী অববাহিকায় টিআরএম সংযুক্ত করা হয়নি। অথচ সরকারের উক্ত প্রকল্পে টিআরএম এর কথা উল্লেখ রয়েছে। তাই পানি কমিটির পক্ষ থেকে বিডিপি-২১০০ অনুযায়ী উক্ত প্রকল্প বাস্তবায়নের জোর দাবী জানানো হয়। -

তালায় পাঠক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপন
তালা প্রতিনিধি : সাতক্ষীরা তালাস্থ মুক্তিযোদ্ধা আঃ আব্দুস সালাম গণ-গ্রন্থাগার ও পাঠক ফোরামের উদ্যোগে এবং বেসরকারি সংস্থা উত্তরণের সহযোগিতায় রবিবার বিকালে উপজেলার আগোলঝাড়া গ্রামের প্রতœতাত্ত্বিক স্থান ঝুঁড়িঝাঁড়া মাঠ ও গংগারামপুর সাইক্লোন শেল্টার কাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আম, কাঠাঁল, লেবুসহ বিভিন্ন প্রজাতীর গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উত্তরণের মোঃ রেজওয়ান উল্লাহ, শিক্ষক রাশেদ বিশ্বাস, পাঠক ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহ-সভাপতি ফিরোজ আহমেদ, সদস্য রুহুল আমিন, তরিকুল ইসলাম ও গ্রন্থাগার কর্মকর্তা মোঃ আফজাল হোসেন প্রমুখ। পাঠক ফোরামের সাধারণ সম্পাদক জানান, তালা উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হবে। -

তালায় গভীর রাতে স্কুলের জমি দখলের চেষ্টা এনজিও পরিচালকের বিরুদ্ধে!
তালা প্রতিনিধি: তালায় সাস নামের এক এনজিও পরিচালকের বিরুদ্ধে রাতের আঁধারে স্কুলের জমিসহ এক নিরিহ ব্যক্তির ভোগ-দখলীয় জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতংকিত ভূক্তভোগীরা তালা থানায় পৃথক ২টি অভিযোগ দায়ের করেছে। তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত বৃহস্পতিবার তালা সদরের শিবপুর এলাকায় ঘটনাটি ঘটে।
তালা উপজেলার শাহাপুর গ্রামের মৃত ভোলাই খাঁ’র ছেলে মোঃ আবু বক্কার খাঁ জানান, ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হয়ে শিবপুর গ্রামের মাঝিয়াড়া মৌজার জেএল নং- ৯০, এস.এ ৩৪৬, ৮৫৭, ১৪০৪ ও ১৪০২ খতিয়ানে ২৪৫৬ ও ২৪৫৯ দাগের .০৫৮৩ একর জমি শরিকের সাথে আপোষ মতে তিনি ভোগদখল করছেন। তাঁর বোন আছিরন বিবি ও সুফিয়া বেগম এখান থেকে তাদের প্রাপ্ত অংশের জমি বে-সরকারী সংস্থা উত্তরণ এর কাছে বিক্রি করেন। উত্তরণ পরিচালিত শিশুতীর্থ স্কুল প্রায় ৭ মাস ধরে সেই জমি ভোগ দখল করে আসছে। এছাড়া অপর বোন আনোয়ারা বেগমসহ ৩ ভাই তাদের প্রাপ্ত অংশের জমি এনজিও সাস’র পরিচালক শেখ ঈমান আলীর কাছে বিক্রি করেন। কিন্তু গত বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে সাস পরিচালক শেখ ইমান আলী ২৫/৩০ জন লোক নিয়ে তার কেনা জমি বাদ দিয়ে বেআইনীভাবে আমার ও শিশুতীর্থ স্কুলের ভোগ-দখলীয় জমি অবৈধভাবে জোর দখল করার জন্য সেখানে খুঁটি ও কাটা তারের ঘেরা বেড়া দেয়া শুরু করে। কাউকে কিছু অবহিত না করে রাতের আঁধারে জমিতে কাটা তার দিয়ে ঘেরায় তিনি হতবাক হয়ে যান।
বে-সরকারী সংস্থা উত্তরণের তালা অফিসের সুপারভাইজার আনিচুর রহমান জানান, গত ০২/০১/২০২০ খ্রিঃ তারিখে শরিকদের সাথে আপোষ মতে চিহ্নিত .০৫৮৩ একর জমি ১০১ নং রেজিষ্ট্রি কবলা দলিলমূলে ক্রয় করার পর থেকে উত্তরণ কর্তৃক পরিচালিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান শিশুতীর্থ ভোগদখল করছে। এমতাবস্থায় গত বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩ টার দিকে সাস পরিচালক শেখ ঈমান আলী পরিকল্পিতভাবে ২০/২৫ জন ভাড়াটিয়া লোক নিয়ে শিশুতীর্থ স্কুলের ভোগদখলীয় জমি জোর দখল শুরু করে। বিষয়টি জানতে পেরে জমি জোর দখলে বাঁধা দিলে সাস পরিচালক শেখ ইমান আলীসহ তাঁর লোকজন নানান ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে বিষয়টি তালা থানার ওসি মোঃ মেহেদী রাসেলকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে জমি দখল বন্ধ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একই সাথে শিশুতীর্থ স্কুলের জমিতে অবৈধভাবে দেয়া কয়েকটি খুঁটি ও কাটা তারের ঘেরা বেড়া সরিয়ে দেন।
এ ঘটনার পর জমি বে-দখলসহ হামলা, মামলা ও হয়রানীর আশংকায় ভুক্তভোগী জমি মালিক আবু বক্কার খাঁ ও উত্তরণ কর্মী আনিচুর রহমান তালা থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) পরিচালক শেখ ঈমান আলী জানান, জমির সীমানা দেওয়াকে কেন্দ্র করে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তালা থানা পুলিশ ঘটনাস্থলে এসে সেটি নিষ্পত্তি করে দেয়।
ঘটনাস্থল পরিদর্শনকারী তালা থানার এএসআই মোঃ নাসির উদ্দীন জানান, আগামী সোমবার বিষয়টি নিয়ে সকল পক্ষের সাথে বসাবসি হবে। ঐ দিন মাপ-জরীপের মাধ্যমে এটি নিষ্পত্তি করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।
তালা থানার ওসি মোঃ মেহেদী রাসেল বলেন, বিষয়টি নিষ্পত্তির জন্য একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। উক্ত জমি দ্রুত মাপজোপ করে সকল জটিলতার সমাধান করা হবে। -

তালা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ : সাবেক উপজেলা চেয়ারম্যান,জি এম আব্দুল আলীমের ইন্তেকাল
তালা প্রতিনিধি: তালা উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান, খলিলনগর ইউনিয়ন পরিষদের ৩৬ বছর সাবেক চেয়ারম্যান ও খলিলনগর হাইস্কুলের প্রতিষ্ঠা জি এম আব্দুল আলী (৯২) বৃহস্পতিবার, (৩০ জুলাই) রাত ১.টা ২০মিনিটে খুলনার গাজী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজিউন)। মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাধারন সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপী, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, অর্থ সম্পাদক এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জি এম গোলাম রসুল, সদস্য গাজী সুলতান আহম্মেদ, অর্জুন বিশ্বাস, খলিলুর রহমান লিথু, এস এম লিয়াকত হোসেন, প্রভাষক ইয়াছিন আলী, নুর ইসলাম প্রভাষক নজরুল ইসলাম, আজমল হোসেন জুয়েল, মোঃ তাজমুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, সেকেন্দার আবু জাফর বাবু, আছাদুজ্জামান রাজু, খলিলুর রহমান, সুমন রায় গনেশ, কাজী লিয়াকত হোসেন, একে রায়হান, কামরুজ্জামান মিঠু,এবংসাংবাদিক সৈদয় মারুফ,সেলিম হোসেন,মুকুল হোসেন, রিয়াদ হোসেন, সন্তোষ ঘোষ,বিল্লাল হোসেন,লিটন হোসেন প্রমুখ।
-

তালায় হুসেইন মুহাম্মদ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকীতে দিনব্যাপি কর্মসূচি পালিত
সংবাদ বিজ্ঞপ্তি: তালা উপজেলায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকীতে দিনব্যাপি কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে । মঙ্গলবার সকাল উপজেলা জাতীয় পার্টির আয়োজনে অস্থায়ী কার্যালয়ে কোরআন তেলোওয়াতের আয়োজন করা হয়। কোরআন তেলওয়াত করেন হাফেজ আ: রহমান,মাও: মেহেরান হোসাইন,মাও: আল মামুন,মাও:নুর ইসলাম। তেলওয়াত শেষে উপজেলা জাতীয় পার্টি সভাপতি এসএম নজরুল ইসলামের নিজস্ব বাস ভবনে করোনা(কোভিড-১৯) মহামারিতে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে স্মরনসভা, মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠানে অনুষ্ঠিত হয়।
স্মরনসভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলামের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীনে সঞ্চালনায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সি:সহ-সভাপতি এ্যাড: জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গাজী আ:জলিল, যুগ্ন-সাধারণ সম্পাদক মো:সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান হাবিব, সেতু পরিচালক আবুল হোসেন, জাপা নেতা মো: নুরুল ইসলাম খোকা, আব্দুস সালাম খান, বীরমুক্তিযোদ্ধা হাশেম আলী, মোস্তফা গাজী, ডা: এনামুল ইসলাম বিপ্লব, এ্যাড কবির আহমেদ, নুরুল ইসলাম মোল্লা, আসাদুজ্জামান, হাসেম আলী, যুব সংহতি সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যুবনেতা কাজী আসাদ, নেয়ামত মোড়ল, লিটন হুসাইন, বাহারুল ইসলাম, বিএম বাবলুর রহমান, জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক এসএম আকরামুল ইসলাম,উপজলার সাধারণ সম্পাদক ইউনুচ আলী সরদার,সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, সরকারী কলেজ কমিটির সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন, ছাত্র নেতা মো: সাগর মোড়ল, নাজমুল হুসাইন, সীমান্ত দে, শ্রমিক পাটির নেতা কাজী বাবু সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
এস.এম নজরুল ইসলাম জানান, পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ মিশে আছেন মাটি ও মানুষের অন্তরে। মহান নেতার প্রথম মৃত্যু বার্ষিকীতে বড় পরিসরে স্মরণসভার আয়োজনে সকল নেতাকর্মীর আগ্রহ থাকলেও করোনা মহামারিতে সেটি সম্ভব হয়নি।স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দিনব্যাপী কোরআন তেলোওয়াত, স্মরণসভা, মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন আলেমদ্বীন মা: মুহম্মাদ আ: আলিম।
এদিকে উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, সফল ইউপি চেয়ারম্যান এমএম মকবুল হোসেন সম্প্রতি মৃত্যু বরণ করায় তার কবর স্থানে উপজেলা জাতীয় পার্টি পুষ্পমাল্য অর্পন ও সেতু অডিটোরিয়ামে দোয়ানুষ্ঠনের আয়োজন করা হয়। -

তালায় কিন্ডার গার্টেন এসোসিয়েশন শিক্ষকদের মানববন্ধন
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে তালা উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্থ কিন্ডার গােের্টনের অস্তিত্ব রক্ষার স্বার্থে আথিক প্রনোদনা প্রাপ্তির লক্ষে শান্তিপূর্ণ মানববন্ধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে তালা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক নুর ইসলামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শিমুল বিল্লাল বাপ্পির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান।
বক্তব্য রাখেন,এসোসিয়েশনের উপদেষ্টা সাবিনা ইয়াসমিন,শিক্ষক দিলীপ কুমার ভট্রাচার্য,কামরুজাম্মান শেখ আব্দুল হালিম,নিমাই,আশকর আলী গাজী,দিপঙ্কর,হাফিজুর রহমান,মাহফুজুর রহমান,পলাশ,আলমগীর,আনিচুর রহমান প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, প্রানঘাতি কনোরার কারণে কিন্ডার গার্টেন স্কুলগুলোর শিক্ষক মন্ডলীরা মানব বেতর জীবন যাপন করছে। তালা উপজেলার ২৪টি কিন্ডার গার্টেন স্কুলের প্রায় ২৫০জন শিক্ষক শিক্ষিকা ৩০ হাজারেরও বেশী কোমলমতি শিক্ষার্থীকে সরকারের বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা প্রদান করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রত্যেকে কোন না কোন প্রনোদনা পেলেও কিন্ডার গার্টেনের বেলায় তেমন কিছু দেখা যাচ্ছে না। উপজেলা পর্যায়ের কিন্ডার গার্টেনের শিক্ষকগণ সামান্য বেতনের চাকুরী করেন। প্রায় সকল শিক্ষক এ বছর এখনো একটি টাকাও বেতন পাননি। অসহায় আর দৈন্যতার মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে। আমাদের দাবী কোরনা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের করোনা শুরু থেকেই মাস ওয়ারী বেতনের ব্যবস্থা করা ও রেজিষ্ট্রশন প্রাপ্ত কিন্ডার গার্টেন স্কুলগুলোকে সরকারী সকল সুযোগ সুবিধা দিতে হবে। রেজিষ্ট্রেশন বিহীন স্কুলগুলোকে রেজিষ্ট্রশনের আওতায় আনতে হবে। -
প্রণব খলিলনগর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত
তালা :
তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার, (২ জুলাই ) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর বি অ ৬/৪৮৮৪/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.৫৪৮ নং স্মারকে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ডঃ বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত সূত্রে প্রভাষক প্রণব ঘোষ বাবলুকে সভাপতি ও প্রধান শিক্ষক এস,এম রেজওয়ানউল্লাহকে সদস্য সচিব করে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন প্রদান করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন অভিভাবক প্রতিনিধি হারুণ অর রশিদ ও শিক্ষক প্রতিনিধি সুফিয়া কানিজ।
এদিকে প্রভাষক প্রণব ঘোষ বাবলু খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সভাপতি মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, শাহাদাৎ হোসেন, আব্দুস সালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ন-সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিএম গোলাম রসুল, ক্লাবের সদস্য গাজী সুলতান আহমদ, এসএম লিয়াকত হোসেন, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক ইয়াছিন আলী, খলিলুর রহমান লিথু, অর্জুন বিশ্বাস, মোঃ নূর ইসলাম,ফিরোজা রহমান শিমু, মোঃ জাহাঙ্গীর হোসেন, আছাদুজ্জামান রাজু, আজমল হোসেন জুয়েল, সেকেন্দার আবু জাফর বাবু, মোঃ খলিলুর রহমান, কাজী লিয়াকত হোসেন, কামরুজ্জামান মিঠু, সুমন রায় গনেশ, মোঃ রবিউল ইসলাম, মোঃ তাজমুল ইসলাম, এস,কে রায়হান সাংবাদিক সৈদয় মারুফ হোসেন,সেলিম হোসেন,মুকুল হোসেন, রিয়াদ হোসেন, সন্তোষ ঘোষ,বিল্লাল হোসেন,লিটন হোসেন প্রমুখ।