Category: টুঙ্গিপাড়া

  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

    আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দীর্ঘ ৬ বছর নির্বাসিত থেকে ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন বঙ্গবন্ধুকন্যা। এদিন তাকে বহনকারী উড়োজাহাজটি বিকেলে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকায় নামলে বিমানবন্দরে লাখো মানুষ তাকে স্বাগত জানান।

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট নরঘাতকরা ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এ সময় বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

    এ হত্যাকাণ্ডের পর স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে বাঙালি জাতির অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র শুরু করে ঘাতকগোষ্ঠী। বাঙালি জাতির জীবনে জগদ্দল পাথরের মতো চেপে বসে ঘোর অমানিশার অন্ধকার।

    ঠিক এমনি ক্রান্তিলগ্নে ১৯৮১ সালের ১৪, ১৫, ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়। এরপরেই তিনি ১৭ মে দেশে ফিরে আসেন।

    শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য উপস্থিত প্রায় ১৫ লাখ মানুষের হৃদয় ছোঁয়া ভালবাসার জবাবে এদিন তিনি বলেন, ‘বাংলার মানুষের পাশে থেকে মুক্তির সংগ্রামে অংশ নেয়ার জন্য আমি দেশে এসেছি। আমি আওয়ামী লীগের নেত্রী হওয়ার জন্য আসিনি। আপনাদের বোন হিসাবে, মেয়ে হিসাবে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি আপনাদের পাশে থাকতে চাই।’

    এদিকে, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী প্রতিবছর বিস্তারিত কর্মসূচি পালন করলেও এবার করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দিবস পালন করবে। এছাড়াও সারাদেশে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হবে।

  • টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পররাষ্ট্র মন্ত্রীর শ্রদ্ধা

    টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পররাষ্ট্র মন্ত্রীর শ্রদ্ধা

    নিজস্ব সংবাদদাতা, টুঙ্গিপাড়া: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন (এম পি)।
    গত শুক্রবার দুপুর ২ টায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
    এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক সাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, , টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল সেখ, উপজেলা চেয়াররম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, ইউএনও নাকিব হাসান তরফদার সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য করে স্বাক্ষর করেন।

  • বঙ্গবন্ধুর ছবি ছেড়ার অভিযোগে টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেল হাজতে

    বঙ্গবন্ধুর ছবি ছেড়ার অভিযোগে টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেল হাজতে

    টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা :
    গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন কে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছবি ছেড়ার অভিযোগে গ্রেফতার করে জেলা হাজতে পাঠানো হয়েছে । গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে । এ সংক্রান্তে টুঙ্গিপাড়া থানা পৃথক ২ টি মামলা দায়ের করা হয়েছে। সাধারণ সম্পাদক খোকন সহ আরো ৩ জন গ্রেফতার রয়েছে।
    মামলার বাদী ইকবাল হোসেন বলেন, গতকাল বেলা ১২ টার দিকে খোকন দলবল নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেনের নির্মিত মুজিব কর্নারে প্রদর্শিত বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে এ সময় সাধারণ সম্পাদক বাবুল শেখ আহত হয়েছেন ।শেখ বাবুল হোসেন খোকনকে প্রধান আসামী করে আমি বাদি হয়ে একটি মামলা দায়ের করেছি ।
    এদিকে পুলিশ গতকাল রাত ১ টার পরে পুলিশ পাহারায় খোকন সহ ৪ জনকে আদালতে প্রেরণ করেছে। খোকন সহ গ্রেফতারকৃতরা হলেন শ্রীরামকান্দি গ্রামের জুয়েল শরীফ, শফিক ও জামাল খা।
    পুলিশ সুত্রে জানা যায়, বঙ্গবন্ধুর ছবি ভাংচুর কে কেন্দ্র করে টেুঙ্গিপাড়া থানার মামলা নং ০৭/২০ ধারা ১৪৩,৪৪৮, ৪২৭, ৩২৫,৩০৭,৫০০,৫০৪ মতে মামলা দায়ের হয়েছে । অন্যদিকে হানিফ খার বাড়ি ঘর ভাংচুরের অভিযোগে হানিফ খা বাদি হয়ে অপর একটি মামলা যার মামলা নং ০৬/২০ যার ধারা ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩৭৯, ৩৮৪, ৩৫৪, ৪২৭, ১৯৪, ৫০৬ ।
    গ্রেফতার কৃত টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন বলেন, আমি নোংরা রাজনিতির শিকার হলাম। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা । আমার ধমনীতে বঙ্গবন্দুর আদর্শ। আমি কিছুতেই বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করতে পারিনা।আমি ও আমার পরিবার আওয়ামী লীগের চরম দু:সমেয় পোড় খাওয়া পরিবার। এ ঘটনা সাজানো তারা নিজেরা ছবি ছিড়ে আমাকে দায়ী করছে। আমি এ ঘটনা তদন্ত দাবী করি ও যারা নোংরা রাজনিতি করে বঙ্গবন্ধুর ছবি নিজেরা ছিড়েছে এমন দোষীদের বিচার দাবী করি।
    টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম বলেন, অভিযুক্তদের নামে পৃথক দুটি মামলা হয়েছে । তাদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    গোপালগঞ্জ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ১৭ মিনিটে ঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। এর পরই শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এর পর বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা। 

    এর আগে আজ সকাল ৯টা ৫৫ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠের হেলিপ্যাডে অবতরণ করে প্রধানমন্ত্রীকে  বহনকারী হেলিকপ্টারটি। আর সকাল ১০টা ১৬ মিনিটে পৌঁছান রাষ্ট্রপতি। 

    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করার পর ১০টা ৪৫ মিনিটে সমাধি সৌধ কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা।

  • টুঙ্গিপাড়ায় অগ্রণী ব্যাংকের কম্বল বিতরণ

    টুঙ্গিপাড়ায় অগ্রণী ব্যাংকের কম্বল বিতরণ

    টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি ঃ
    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কম্বল বিতরণ করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার সকাল ১১ টায় অগ্রণী ব্যাংক টুঙ্গিপাড়া শাখার সামনে ১৫ শত শীতার্থ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
    এ সময় ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাবলু , উপ ব্যাবস্থাপক হেদায়েত হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস,মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল উপস্থিত ছিলেন।
    এর আগে তারা জাতির পিতা বঙ্গবন্ধ ুশেখ মুজিবুর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

  • বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে  শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা


    নিজস্ব সংবাদদাতা ,টুঙ্গিপাড়া ঃ
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
    শুক্রবার সকাল ১০ টায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা লীগ, কৃষক লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, মুক্তিযোদ্ধা লীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, নির্মাণ শ্রমিক লীগ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নবনির্বাচিত অফিসার্স এসোসিয়েশন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটি, গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। পুস্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করেন।

  • টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে দু:স্থ ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

    টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি ঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে দু:স্থ ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টা দিকে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ কমপ্লেক্স চত্তরে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বিএম এমদাদুল হক উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ দুই শতাধিক দু:স্থ ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন। এর আগে, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

  • বঙ্গবন্ধুর সমাধিতে নব নিযুক্ত ৭ সচিবের শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর সমাধিতে নব নিযুক্ত ৭ সচিবের শ্রদ্ধা

    টুঙ্গিপাড়া প্রতিনিধি ঃ
    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নব নিযুক্ত ৭ জন সচিব।
    আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নব নিযুক্ত জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন, ধর্ম মন্ত্রনালয়ের সচিব নুরুল ইসলাম, সমাজ কল্যান মন্ত্রনালয়ের সচিব জয়নুল বারী, মৎস ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের সচিব রওনক মাহমুদ,শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন,স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব আলী নুর,গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আকরাম আল হোসেন। পরে তারা বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
    এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান মো: সোলায়মান বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
    পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য ও স্বাক্ষর করেন।

  • টুঙ্গিপাড়ায় বই উৎসব

    টুঙ্গিপাড়ায় বই উৎসব

    টুঙ্গিপাড়া প্রতিনিধি ঃ
    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে উৎসবের মধ্য দিয়ে বিনা মুল্যে বই বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বছরের প্রথম দিনেই এ পাঠ্য পুস্তক বিতরণ করা হয়।
    উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, নির্বাহী অফিসার নাকিব হাসান তরফদার,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ জালাল, শিক্ষা অফিসার মোঃ মোহসীন রেজা ছাত্র ছাত্রীদের নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত হয়ে এ পাঠ্য পুস্তক বিতরণ করেন।