নিজস্ব প্রুতিনিধি : ৭১ টিভি ও দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা সাংবাদিক পরিষদের সভাপতি মোঃ আছাফুর রহমান, সহ-সভাপতি মোঃ মুজিবুর রহমান, মোঃ আমিরুল ইসলাম, সেলিম শাহারিয়ার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মোঃ ইউসুফ আলী, মোঃ আল মাসুদ, আঃ হামিদ, আব্দুর রহমান, মোঃ খাইরুল বাসার, ইকবাল হোসেন, মোঃ নজরুল ইসলাম, গাজী মনির,আজগার আলী, শামীম হোসেন, আবুল খায়ের, প্রশান্ত কুমার পাল, জাহাঙ্গীর হোসেন, তাজেল হোসেন, মোঃ হাফিজুর রহমান, সাইদুল ইসলাম, নাজমুল হাসান, হাসানুর রহমান, রাশিদা আক্তার, রিনি সুলতানা, ইমন হোসেন, প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।
Category: জেলা পরিষদ
-

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে যারা বিজয়ী হলেন
মশাল ডেস্ক : সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬০৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী ব্যবসায়ী খলিলুল্লাহ ঝড়ু চিংড়ি প্রতীকে পেয়েছেন ৪৪৭ ভোট।সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, বিজয়ী প্রার্থী নজরুল ইসলাম তার প্রতিদ্বন্দী প্রার্থীর চেয়ে ১৬১ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে, বিজয়ী চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম টানা দ্বিতীয় বারের মতো জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে, জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে ১নং ওয়ার্ডে মাহফুজা সুলতানা রুবি, ২নং ওয়ার্ডে অ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলি ও ৩নং ওয়ার্ডে শিল্পী রাণী মহালদার নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১নং ওয়ার্ডে ইন্দ্রজিত দাস, ২নং ওয়ার্ডে আমজাদ হোসেন, ৩নং ওয়ার্ডে সৈয়দ আমিনুর রহমান, ৪নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ডে শেখ ফিরোজ কবির, ৬নং ওয়ার্ডে আব্দুল হাকিম ও ৭নং ওয়ার্ডে গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য : সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশের ন্যায় সাতক্ষীরার ১২টি কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনের ভোট শান্তিপূর্ণ পরিবেশে ইভিএমের মাধ্যমে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের এ নির্বাচনে ১০৫৯ জন ভোটারের মধ্যে ১০৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
-

বাড়ি বাড়ি উপহার পৌঁছে দিলেন আমিনুর রহমান বাবু
সংবাদদাতা: করোনাকালীন সময়ে অসহায় ও হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে নগত অর্থ সহায়তা প্রদান করছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জজকোর্ট এলাকায় অসহায়-দুস্থ পরিবারের বাড়ি গিয়ে এ আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ সহায়তা প্রদান অব্যাহত রেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। তিনি সুস্থ থাকলে আপনারাও সুস্থ থাকবেন। -
জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিনিধি: জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচছা বিনিময় করেছেন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। রবিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সাংবাদিকদের সাথে করোনাকালীন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। করোনা কালে জনগনকে সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন করায় সংবাদ কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাফিজুল ইসলাম আককাজ, সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাসুদ আলী, ,সদস্য রাহাত রাজা, সৈয়দ সাদিকুর রহমান, মো.শহিদুজ্জামান শিমুল, সেলিম হোসেন, আজিজুল ইসলাম ইমরান প্রমুখ । -

জেলা পরিষদে ১৬টি খেয়া ঘাটের দরপত্র গ্রহণ
নিজস্ব প্রতিনিধি : জেলা পরিষদে দরপত্র গ্রহীতাদের অনূকূলে বাংলা ১৪২৮ সনের খেয়া ঘাটের ইজারা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে খেয়া ঘাট টেন্ডার দরপত্র গ্রহীতাদের সম্মুখে সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব ১৬টি দরপত্রের মধ্যে ৯টি সর্বোচ্চ দরপত্র গ্রহীতাদের অণূকূলে এ খেয়া ঘাট ইজারা প্রদান করেন। সাতক্ষীরা জেলা পরিষদে ১৪২৮ সনের ১৬টি খেয়া ঘাট ইজারা প্রদানের জন্য দরপত্র আহবান করা হয়। সরকারি রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে গত বছরের তুলনায় কয়েক লক্ষ টাকার অতিরিক্ত রাজস্ব আদায় করা সম্ভব হবে। া জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব’র ঐকান্তিক প্রচেষ্টায় এ অতিরিক্ত সরকারি রাজস্ব আদায় হবে। জেলা পরিষদের আওতাধীন দমদম নাজিমগঞ্জ খেয়া ঘাট ইজারা দেওয়া হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা, কুলতলী খেয়া ঘাট ৮০ হাজার টাকা, বুধহাটা খেয়া ঘাট ৫৬ হাজার ৩০০ টাকা, বন্যাতলা খেয়া ঘাট ১ লক্ষ ১৬ হাজার টাকা, কাকবাসিয়া খেয়া ঘাট ২৩ হাজার ২০০ টাকা, ঝাপালী মাদারবাড়িয়া খেয়া ঘাট ২ লক্ষ ৮৬ হাজার টাকা, নওয়াবেকী গড়কুমারপুর খেয়া ঘাট ১৬ লক্ষ টাকা, কোলাগেড়ালী খেয়া ঘাট ১ লক্ষ ১ হাজার টাকা ও চ্যাটাপুকুর খেয়া ঘাট ২০ হাজার ২০০ টাকায় ইজারা প্রদান করা হয়েছে। বাকি খেয়া ঘাটগুলি ইজারা প্রদানে প্রক্রিয়াধীন আছে। জেলা পরিষদের এ ০৯টি খেয়া ঘাট থেকে ২৪ লক্ষ ৫৩ হাজার ৭০০ টাকা রাজস্ব আদায় হবে।
এসময় ইজারা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস আলহাজ¦ মো. আল ফেরদাউস আলফা, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী আসিফ এহসান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, উচ্চমান সহকারি শফিকুল হক ও রাকেশ মল্লিক প্রমুখ। এসময় জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও ১৬টি খেয়া ঘাট দরপত্র দাতারা উপস্থিত ছিলেন। -

দুই সহোদর জেলার সর্বোচ্চ সেরা করদাতা
নিজস্ব প্রতিনিধি : “আমরা স্বাবলম্বী হব, সকলে কর দেব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেরা করদাতা সম্মাননা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। সেরা করদাতা সম্মাননা ২০২০ অনুষ্ঠানে সাতক্ষীরার একই পরিবারের দুই সহোদর জেলার সর্বোচ্চ সেরা করদাতা ও সর্বোচ্চ সেরা তরুণ করদাতা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপ-কর কমিশনার সার্কেল ১৩ (বৈতনিক) সাতক্ষীরা’র কার্যালয়ে জেলার সর্বোচ্চ সেরা করদাতা নির্বাচিত মুক্তা এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী মো. আশিকুর রহমান এবং সর্বোচ্চ সেরা তরুণ করদাতা নির্বাচিত জান্নাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আজহারুল ইসলাম উপ-কর কমিশনার সার্কেল ১৩ (বৈতনিক) সাতক্ষীরা’র এস এম গাউস ই নাজ এর হাত থেকে সর্বোচ্চ সেরা করদাতার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। তাদের পিতা সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আল-ফেরদাউস আলফা ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে সাতক্ষীরা জেলার সর্বোচ্চ সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন। আয়কর দিয়ে দুই সহোদর জেলার সর্বোচ্চ সেরা করদাতা ও সর্বোচ্চ সেরা তরুণ করদাতা হয়ে দেশের উন্নয়নে অবদান রাখায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরাবাসী। -

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে অসহায়-গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সাতক্ষীরা জেলা পরিষদ আর্তমানবতার সেবায় ও জেলার সার্বিক উন্নয়নে সবসময় কাজ করে আসছে। জেলার অসহায় গরীব শীতার্ত মানুষের কথা ভেবে তাদের শীতের কষ্ট লাঘবে জেলায় ৪ হাজার ২০০টি কম্বল বিতরণ করা হবে।’
সাতক্ষীরা জেলার ৭৮টি ইউনিয়নে জেলা পরিষদের ২০ জন সদস্যের মাধ্যমে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ.কে ফজলুল হক, জেলা পরিষদের সদস্য মো. আল ফেরদাউস আলফা, মনিরুল ইসলাম, ওবায়দুর রহমান লাল্টু, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী এহছান হাবিব, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমানসহ জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। -

জেলা আওয়ামীলীগ সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক সংসদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুনসুর আহমেদ অসুস্থ্য অবস্থায় বেশ কিছু দিন ধরে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান করেছে ভোমরা স্থলবন্দর সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন। এ উপলক্ষে এসোসিয়েশনের পক্ষ থেকে ভোমরা বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে বুধবার বাদ আসর এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোমরা সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান (নাসিম), কাস্টমস্ ও দপ্তর বিষয়ক সম্পাদক জি. এম. আমির হামজা, অর্থ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী, সুমনা ফাউন্ডেশনের চেয়ারম্যান এ. এস. এম. মাকছুদ খান, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আমজাদ হোসেনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভোমরা বাইতুন নূর জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক। -

সাতক্ষীরা জেলা পরিষদে মহান বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি ঃ বিন¤্র শ্রদ্ধা আর ভালবাসায় মহামারি করোনা পরিস্থিতি মোকাবেলায় সীমিত পরিসরে সাতক্ষীরা জেলা পরিষদে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা পরিষদ’র চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো নজরুল ইসলাম জেলা পরিষদ চত্বরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য মো. আল ফেরদাউস আলফা, মো. ওবায়দুর রহমান লাল্টু, মো, মনিরুল ইসলাম, মো. মতিয়ার রহমান গাজী, মাহফুজা সুলতানা রুবি, এ্যাড.শাহনওয়াজ পারভীন মিলি, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম খলিলুর রহমান, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী আসিফ এহসান, জেলা পরিষদের হিসাব রক্ষক আবু হোরায়রা প্রমুখ। এসময় জেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। -
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করলেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম
নিরাপদ মাছে ভরবো দেশ মুজিববর্ষে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা পরিষদের ব্যবস্থাপনায় এবং মৎস্য অধিদপ্তর সাতক্ষীরার সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.ছাদেকুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানসৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদ সদস্য ওবায়দুর রহমান লাল্টু, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান,হিসাব কর্মকর্তা মো.আবু হুরায়রা প্রমুখ। উল্লেখ্য এসময় ২৫ কেজী মাছের পোনা অবমুক্তকরন করা হয়। -

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগ: কেক কাটা ও বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতার স্থপতি বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২০ উপলক্ষে কেক কাটা ও বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ চত্বরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কেটে এবং ফিতা কেটে ও ফলক উন্মোচন করে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, স্থানীয় সরকার বিভাগ উপপরিচালক সাতক্ষীরা মো. হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, মাহফুজা রুবি, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, মহিতুর রহমান, আব্দুল হাকিম, মতিয়ার রহমান, আসাদুর রহমান সেলিম, মুকুল, ডালিম ঘরামী, শিল্পী রানী, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ছাত্র নেতা কাজী হিমেল প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। এসময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।




