Category: কবিতা

  • বিজয় এলেই


    সুকৃতি ভট্টাচার্য্য

    বিজয় এলেই কানে বাজে
    সেই সুর সেই শব্দ,
    না বলা অনেক ব্যথা দীর্ঘ নিঃশ্বাস।
    বিজয় তুমি কৃষক শ্রমিক কুলি মজুরের
    বিজয় তুমি বিপ্লবী মায়ের অহংকার।

    অনেক জীবনের দামে কেনা তুমি
    আকাশে বাতাসে তোমারই প্রতিধ্বনি

    মাঠ ঘাট পথিক শূন্য
    বুলেটের শব্দে পাখির ঝাঁক বাসা ছেড়ে
    বেভুল আকাশে উড়ছিল।
    অনেক জীবনের দামে কেনা তুমি
    লাখো শহীদের রক্তে কেনা ইতিহাস।

    ষোলই ডিসেম্বর ভুলবো না তোমায় কোনদিন,
    তোমাকে আনতে রক্তের নদীতে সাঁতার কেটেছি
    বিজয় তুমি আর্তনাদের সুরেলা গান
    বিজয় তুমি সব ভুলে আনন্দের বড় স্থান।