Category: আইন শৃংখলা বাহিনী

  • যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ

    যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ

    সাতক্ষীরা পৌর নির্বাচন উপলক্ষ্যে যেসব যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার মধ্যে রয়েছে ট্রাক, পিকআপ ও মোটর সাইকেল। এর মধ্যে ট্রাক ও পিকআপ চলাচলে ১৩ ফেব্রুয়ারী মধ্যরাত ১২ টা থেকে ১৪ ফেব্রুয়ারী দিবাগত মধ্যরাত ১২ টা পর্যন্ত এবং মোটর সাইকেল চলাচলে ১৩ ফেব্রুয়ারী দিবাগত মধ্যরাত ১২ টা থেকে ১৫ ফেব্রুয়ারী সকাল ৬ টা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী, তাদের এজেন্ট, দেশী-বিদেশী পর্যবেক্ষক ( পরিচয়পত্র থাকতে হবে), সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সংবাদকর্মী ( পরিচয়পত্র থাকতে হবে), জরুরী সার্ভিস যেমন গ্যাস, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, এ্যম্বুলেন্স, টেলিযোগাযোগের ক্ষেত্রে উক্ত যানবহন চলাচলের আওতামুক্ত থাকবে। উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে ।
    বিষয়টি জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

  • শ্যামনগর উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে চলছে কোম্পানির বিরামহীন বিজ্ঞাপন

    শ্যামনগর উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে চলছে কোম্পানির বিরামহীন বিজ্ঞাপন


    নিজস্ব প্রতিনিধি:
    তামাক কোম্পানির বিজ্ঞাপণ বন্ধে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষে শ্যামনগর এর বিভিন্ন হাটে-বাজারে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন প্রদর্শনের বিরুদ্ধে উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর বিকাশ চন্দ্র সরকার এর নেতৃত্বে নকিপুর বাজার ও শ্যামনগর বাস স্টান্ডে গত ৮/০২/২০২১ তারিখে মোবইল কোট পরিচালনা করা হয় এবং সমস্ত অবৈধ বিজ্ঞাপন অধিকতর জনসমাগম স্থলে পুড়িয়ে ধংস করা হয় ।

    উক্ত মোবাইল কোটটি দি -ইউনিয়ন ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের সার্বিক সহযোগিতায় বড়কুপট গনচেতনা ফাউন্ডেশন এর বাস্তবায়নে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এনজিও বড়কুপট গনচেতনা ফাউন্ডেশন এর পরিচালক জানান, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ( নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন সম্পুর্ন নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বাজার ও স্টান্ডে মুদিখানা এবং চায়ের দোকানে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করতে দেখা যাচ্ছে। যা জনকল্যাণে প্রনীত ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন এর ৫ ধারার সুস্পষ্ট লঙ্ঘন । কিন্তু উপজেলার সব বাজারে বিভিন্ন তামাকজাত পণ্যের দোকানগুলোতে এই অবৈধ বিজ্ঞাপনে সয়লাব হয়ে গেছে এভাবে চলতে থাকলে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে ধূমপান- মুক্ত ঘোষণা করা প্রধানমন্ত্রীর লালিত সেই স্বপ্ন বাস্তবায়ন কারা সম্ভব হবে না

  • দেবহাটা প্রেসক্লাবে নবাগত পুলিশ পরিদর্শক ফরিদ আহমেদকে সম্মাননা প্রদান

    দেবহাটা প্রেসক্লাবে নবাগত পুলিশ পরিদর্শক ফরিদ আহমেদকে সম্মাননা প্রদান

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবে নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ আহমেদ-এর সাথে মতবিনিময় শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় দেবহাটা প্রেসক্লাব মিলনায়তনে নবাগত পুলিশ পরিদর্শক ফরিদ আহমেদের সাথে সৌজন্য মুলোক শুভেচ্ছা বিনিময়কালে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রেসক্লাব নেতৃবৃন্দরা। দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই আবু হানিফ, প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আবু হুরাইরা, রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, অর্থ সম্পাদক কবির হোসেন, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, সুমন পারভেজ বাবু, বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, কেএম রেজাউল করিম, সাংবাদিক এসকে অভি, সজল ইসলাম, ফরহাদ হোসেন নীলয়, শাহিন হোসেনসহ সকল সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

  • দেবহাটায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

    দেবহাটায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় হাফিজুল ইসলাম নামের এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মেসার্স হাফিজ এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী ও উত্তর পারুলিয়া গ্রামের সৈয়দার রহমানের ছেলে। সিআর মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে পালিয়ে ছিলো সে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এএসআই রশিদুল ইসলাম, এএসআই সোহেল উদ্দীনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করে। ওসি জানান, অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যহত আছে। কোন অপরাধীই ছাড় পাবেনা। গ্রেফতারকৃত হাফিজুলকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

  • সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস বিভাগের যন্ত্রপাতির টেন্ডার পাশ হলেও হয়নি ওয়ার্ক অর্ডার

    সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস বিভাগের যন্ত্রপাতির টেন্ডার পাশ হলেও হয়নি ওয়ার্ক অর্ডার


    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগীদের যন্ত্রপাতির টেন্ডার পাশ হলেও হয়নি ওয়ার্ক অর্ডার। যার ফলে প্রতিদিন ২০ থেকে ৩০ জন রোগীর পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ, গুনতে হচ্ছে হাজার হাজার টাকা, দ্রুত ওয়ার্ক অডারের দাবী ভুক্তভোগীদের। সরেজমিনে গিয়ে রোগীদের সাথে কথা বললে তারা জানান, ‘সাতক্ষীরা মেডিকেলে এসেছিলাম অনেক আশা নিয়ে কিন্তু এখানে রোগীদের ডায়ালাইসিসের প্রয়োজনীয় সামগ্রী না থাকার কারনে প্রতিদিন তাদেরকে ছুটতে হচ্ছে সাতক্ষীরার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে, গুনতে হচ্ছে মোটা অংকের টাকা’, অনেকে আবার অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে হচ্ছে বঞ্চিত হচ্ছে, ঠিক সেই সময় কান্না ভরা কন্ঠে কেশবপুরের কোহিনুর বেগম জানান, তিনি প্রায় দেড় বছর যাবৎ তার স্বামীকে নিয়ে সাতক্ষীরা মেডিকেলে আছেন , স্বামীর চিকিৎসা করাতে গিয়ে তারা নিঃস্ব প্রায়, এখন অর্থের অভাবে তার স্বামীকে চিকিৎসা করাতে পারছে না , আজ ও তাকে ডায়ালাইজার, ব্লাডলাইন, নিডিল, সিরিঞ্জ বাবদ ২ হাজার টাকার প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ক্রয় করতে হয়েছে ।

    অপর একটি সুত্র জানায়, টেন্ডার হওযার পরও কন্টাক্টরের সাথে কমিশন নিয়ে দরকশাকশির কারণে মাল ক্রয়ে বিলম্ব হচ্ছে।

    এ বিষয়ে হিসাব রক্ষক মোত্তাজুল জানান, গত ৩০ নভেম্বর ডায়ালাইসিস বিভাগের বিভিন্ন যন্ত্রপাতির টেন্ডার পাশ হয়েছে, কিন্তু টেন্ডার পাশ হলেই কার্যক্রম শুরু করা যায় না, টেন্ডার পাশ, মুল্যায়ন ও ওপেনিং করার জন্য কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হয়, সে সকল কার্যক্রম শেষে ডায়ালাইসিস বিভাগের প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের জন্য খুব শীঘ্রই মেডিকেল তত্ত্বাবধায়ক ও অতিরিক্ত পরিচালকের নেতৃত্বে মেডিকেল অফিসারদের নিয়ে একটি বোর্ড মিটিং হবে, তারপর কন্টাক্টরের এর কাছে হস্তান্তর করা হবে। অপর একটি সুত্র জানায়, টেন্ডার হওযার পরও কন্টাক্টরের সাথে কমিশন নিয়ে দরকশাকশির কারণে মাল ক্রয়ে বিলম্ব হচ্ছে। এ বিষয়ে মেডিকেল তত্ত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, আমাদের কিছু প্রয়োজনীয় পদক্ষেপ শেষে অতিশীঘ্রই কিডনি ডায়ালাইসিস বিভাগের টেন্ডারকৃত সকল যন্ত্রপাতির ওয়ার্ক অর্ডার দেওয়া হবে।

  • র‌্যাব-৬ কর্তৃক ১ কেজি গাঁজা সহ ১ আসামী গ্রেফতার

    র‌্যাব-৬ কর্তৃক ১ কেজি গাঁজা সহ ১ আসামী গ্রেফতার


    প্রেস বিজ্ঞপ্তি: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়মিত মাদক দ্রব্য ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৪ নভেম্বর ২০২০ ইং তারিখ আনুমানিক ১৬.১০ ঘটিকার সময় সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন সঙ্গীতা এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তাহার নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা জেলার সদর থানাধীন সাতক্ষীরা পৌরসভাস্থ সঙ্গীতার মোড়ে ড়ঢ়ঢ়ড় শো-রুমের সামনে ফাঁকা যায়গায় রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ মোহন গাজী (১৮), পিতা-মোঃ মোকছেদ আলী, সাং-ঘোষপাড়া, থানা ও জেলা- সাতক্ষীরাকে ০১ (এক) কেজি গাঁজা, মোবাইল-০১ টি এবং সিমকার্ড-০২ টি সহ হাতে নাতে গ্রেফতার করিতে সক্ষম হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মামলা নং-০৯, তাং-০৪/১১/২০২০ইং রুজু করা হয়।

  • ফেনসিডিল ও কেজি গাজা সহ জেলায় ২১ আসামী গ্রেফতার

    ফেনসিডিল ও কেজি গাজা সহ জেলায় ২১ আসামী গ্রেফতার


    প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় ১৪০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাজা সহ ২১ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে উক্ত মাদকদ্রব্য ও আসামীদের আটক করা হয়। সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ১৪ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাজা সহ ৩ আসামী এবং কলারোয়া থানা পুলিশের অভিযানে ১২৬ বোতল ফেনসিডিল সহ এক আসামীকে আটক করা হয়। এছাড়া তালা কলারোয়া থানা পুলিশের অভিযানে এক আসামী, কালিগঞ্জ কলারোয়া থানা পুলিশের অভিযানে ৩ আসামী, আসামী কলারোয়া থানা পুলিশের অভিযানে ৫ আসামী, দেবহাটা কলারোয়া থানা পুলিশের অভিযানে ৪ আসামী ও পাটকেলঘাটা কলারোয়া থানা পুলিশের অভিযানে ৪ জন আসামীকে আটক করা হয়। আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • সাতক্ষীরায় টিসিবির পণ্য আত্মসাৎ, ডিলার সিরাজুল গ্রেফতার

    সাতক্ষীরায় টিসিবির পণ্য আত্মসাৎ, ডিলার সিরাজুল গ্রেফতার

    By SK Ferdous On নভে ৪, ২০২০ 0৩৭1313

    জহুরুল কবীর:

    সাতক্ষীরায় টিসিবির পন্য সাধারন মানুষের মাঝে যা দেয়ার কথা তা না দিয়ে আত্মসাৎ করে বাজারে উচ্চ মুল্যে বিক্রির অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ডিলার সিরাজুল ইসলামকে আটক করেছে। বুধবার সকালে শহরের আব্দুর রাজ্জাক পার্কে পন্য দেয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন।

    স্থানীয়রা অভিযোগ করেন, তার বিরুদ্ধে টিসিবি পন্য নিয়ে নয় ছয়ের অভিযোগ বহুদিনের। শহরের শহীদ আব্দুর রাজ্জাক রাত থেকে সকাল পর্যন্ত তীর্থের কাকের মত লাইনে দাঁড়িয়ে থাকে মধ্যবিত্ত মানুষ পন্য ক্রয়ের জন্য। অথচ পণ্য ক্রয় না করতে পরে অবশেষে ফিরে যায় খালি হাতে। অল্প কিছু লোককে মালামাল দিয়েই শেষ হয়ে গেছে বলে জানিয়ে দেন ডিলার।

    এই ভোগান্তির অবসান ঘটাতে টিসিবি ডিলার আয়ুব এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী সিরাজুল ইসলামকে হাতেনাতে আটক করে পুলিশ। সাধারণ মানুষের মাঝে যে পরিমান টিসিবি পন্য বিক্রির কথা তিনি তা না দিয়ে তার প্রায় অর্ধকের বেশী আত্মসাৎ করে তিনি দীর্ঘদিন ধরে বাজারে উচ্চ মুল্য বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছেন ভুক্তভুগীরা।

    পণ্যের বরাদ্দ পত্র অনুযায়ী বুধবার তালিকায় চিনির পরিমান ৩০০ কেজি থাকার কথা থাকলেও স্পটে গিয়ে দেখা যায় রয়েছে মাত্র ১৯৪ কেজি, যা পরিমান ১০৬ কেজি কম। একই ভাবে মসুরের ডাল ৭০০ কেজি থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ২০২ কেজি, যা পরিমান ৪৯৮ কেজি কম। পেঁয়াজ ৭০০ কেজি থাকার কথা থাকলে রয়েছে মাত্র ৪১৩ কেজি, যা পরিমান কম ২৮৭ কেজি। সোয়াবিন তেল ৮০০ লিটার থাকার কথা থাকলেও রয়েছে ৭৪০ লিটার, যা পরিমান কম রয়েছে ৬০ লিটার।

    অভিযুক্ত ডিলার সিরাজুল ইসলাম জানান, মালামাল নিয়ে আসার পথে জেলা নাজির ও সিটি কলেজের মোড়ে কিছু লোকজনের মালামাল দিয়ে এসেছি যার ফলে নির্ধারিত মালামাল থেকে কিছু কম দেখাচ্ছে।

    সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন জানান, অনেক দিন থকই খবর পাচ্ছিলাম জনগনর কাছ বিক্রির জন্য নির্ধারিত পরিমান পেঁয়াজ, চিনি, তেলসহ বিভিন্ন মালামাল নিয়ে আসার কথা থাকলেও কম পরিমান মালামাল এনে অর্ধকের বেশী জনগনকে খালি হাতে ফেরত দিচ্ছিলো টিসিবি ডিলার আয়ুব এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী সিরাজুল ইসলাম।

    সেই খবরের ভিত্তিতে বুধবার সকালে পুলিশ স্পটে অবস্থান নেয় এবং প্রথম কি পরিমান মালামাল থাকার কথা সেই তালিকা নেন এবং আছে কি পরিমান তা চেক করে ডিলারের বিশাল কারসাজি ধরে ফেলেন তিনি। এটি সরাসরি জনগন ও রাষ্ট্রের সাথে প্রতারণা। রাষ্ট্র ও জনগনের সাথে এই প্রতারণার জন্য এ ডিলারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থ্য গ্রহনের প্রক্রিয়া চলছে বলে তিনি আরো জানান।

  • র‌্যাব-৬, কর্তৃক ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী গ্রেফতার

    র‌্যাব-৬, কর্তৃক ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়মিত মাদক দ্রব্য ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৮/১০/২০ খ্রিঃ তারিখ ২২৩০ ঘটিকায় সময় সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র‌্যাাব-৬, সিপিস-১, সাতক্ষীরার একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন পাঁচানী এলাকায় অভিযান চালিয়ে জিআর নং- ১৬/২০, ধারা মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) কলামের ১০(ক) এর ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী শরাজ আলী@ শোহরাব (৪০), পিতাঃ মৃত ফজর আলী সরদার, সাং-পাঁচানী (আলিপুর), থানা ও জেলাঃ সাতক্ষীরাকে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন আসামির নিজ গ্রাম পাঁচানী এলাকা হতে গ্রেফতার করিতে সক্ষম হয়।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • ইরফান সেলিমের আরেক সহযোগী গ্রেপ্তার

    ইরফান সেলিমের আরেক সহযোগী গ্রেপ্তার

    নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় সাংসদ হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের আরেক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

    গ্রেপ্তার হওয়া আসামির নাম এ বি সিদ্দিক ওরফে দিপু। তিনি হাজি সেলিমের ব্যবসায়ী প্রতিষ্ঠান মদিনা গ্রুপের প্রটোকল অফিসার।

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

    আজিমুল হক বলেন, এ বি সিদ্দিক ওরফে দিপুকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

    তার আগে গতকাল এই মামলায় গ্রেপ্তার হন—ইরফান সেলিম, তাঁর দেহরক্ষী মো. জাহিদ ও গাড়িচালক মিজানুর রহমান।

    ইরফান ও তাঁর তিন সহযোগীর বিরুদ্ধে গতকাল সকালে রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করেন নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহম্মেদ খান।

    আগের দিন রোববার রাতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহম্মেদ খান। সংসদ সদস্যের স্টিকারযুক্ত একটি গাড়ি তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

    ওই গাড়িতে ছিলেন হাজি সেলিমের ছেলে ইরফান এবং তাঁর লোকজন। ওয়াসিফ নিজের পরিচয় দিয়ে গাড়িটিকে থামতে ইশারা করেন ও কথা বলতে চান। তখন তাঁকে মারধর করে রক্তাক্ত করেন ইরফান ও তাঁর লোকজন।

    পরে গতকাল সকালে ধানমন্ডি থানায় মামলা করেন ওয়াসিফ। এরপর শুরু হয় পুলিশ ও র‍্যাবের তৎপরতা।

    গতকাল সকালে ধানমন্ডি থানা-পুলিশ জানায়, ইরফানের গাড়িচালক মিজানুর গ্রেপ্তার হয়েছেন। গতকালই আদালত তাঁকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন।

  • ব্যাংকের সিল ও বিআরটিএর নকল রশিসহ দালাল চক্রের ৩ সদস্য আটক

    ব্যাংকের সিল ও বিআরটিএর নকল রশিসহ দালাল চক্রের ৩ সদস্য আটক

    জহুরুল কবীর : সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এনআরবিসি ব্যাংকের সিল ও ড্রাইভিং লাইসেন্সর ফি জমাদেওয়ার নকল রশিদসহ দালাল চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইন্দ্রজীত সাহা এর নেতৃত্বে বিআরটিএ এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
    আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার কোরবান গাজীর পুত্র তুহিন ইসলাম, পলাশপোল সবুজবাগ এলাকার সাবুর আলীর পুত্র আবু সাঈদ, বেতলা এলাকার মোকবের আলীর পুত্র দেলোয়ার হোসেন।
    বিআরটিএর সহকারী পরিচালক এ,এস,এম ওয়াজেদ হোসেন জানান, গ্রাহকের অভিযোগের ভিত্তিতে বহুদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে একটি দালাল চক্র ভুয়া রশিদ বানিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহযোগিতায় কোর্টের উত্তর পাশে তুহিন কম্পিউটার নামক ফটোকপি ও কম্পোজের দোকানে অভিযান চালিয়ে ড্রাইভিং লাইসেন্সর ফি জমা দেওয়ার নকল রশিদ ও এনআরবিসি ব্যাংকের নকল সিলসহ তিন জনের চক্রবদ্ধ একটি দলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, রবিবার সন্ধ্যায় তিনি নিজে বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
    সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মো. বুরহান উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আজ দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • কালিগঞ্জে ২শ’ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    কালিগঞ্জে ২শ’ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


    কালিগঞ্জ প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২’শ বোতল ফেন্সিডিল সহ উজ্জ্বল কয়াল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার সময় কালিগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেনের নেতৃত্বে উপ পরিদর্শক চিন্ময় মন্ডল ও জুয়েল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ধলবাড়িয়া ইউনিয়নের ধামরাইল নামক এলাকা থেকে তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উজ্জ্বল কয়াল ধামরাইল গ্রামের কমল কয়ালের পুত্র। উত্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক ব্যবসায়ী উজ্জ্বল কয়ালের নামে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের গতকাল জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

  • ঝাউডাঙ্গায় নারী নির্যাতন প্রতিরোধকল্পে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

    ঝাউডাঙ্গায় নারী নির্যাতন প্রতিরোধকল্পে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত


    মশাল ডেস্ক: “নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝাউডাঙ্গায় নারী নির্যাতন প্রতিরোধকল্পে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর থানা পুলিশের উদ্যোগে ঝাউডাঙ্গা ইউনিয়ন ‘বিট পুলিশিং’ এর আয়োজনে এ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
    সকাল সাড়ে ১১টায় ঝাউডাঙ্গা ইউনিয়ন বিট পুলিশের এএসআই সাইফুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক পাপড়ি এগ্রো লিমিটেডের পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র‌্যালি বাহির হয়ে ঝাউডাঙ্গা বাজারের প্রধান ও গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে বাজারের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
    সমাবেশে বক্তারা, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধসহ সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে বিট পুলিশিং নিরলস ভাবে কাজ করবে বলে জানানো হয়। সমাবেশ থেকে বলা হয়, ইউনিয়নের মানুষদের পুলিশী সেবা পেতে এখন থেকে থানা পর্যন্ত যেতে হবে না। ইউনিয়ন বিট পুলিশিং অফিসেই যে কোন অভিযোগ বা সেবা গ্রহণ করা যাবে। এতে করে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরী হবে, হয়রানি থেকে মুক্তি পাবে একইসাথে স্থানীয় দালালদের দৌরাত্ম্যও কমে যাবে।
    র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা মহাশ্মশান মন্দির কমিটি সাধারণ সম্পাদক জয়দেব ঘোষ, শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা, ইউপি সদস্য, গ্রাম প্রলিশ এবং স্থানীয় নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

  • শনিবার ধর্ষণবিরোধী সমাবেশ করবে পুলিশ

    শনিবার ধর্ষণবিরোধী সমাবেশ করবে পুলিশ

    শনিবার ধর্ষণবিরোধী সমাবেশ করবে পুলিশ

    নিজস্ব প্রতিবেদক

    ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারাদেশে সমাবেশ করবে বাংলাদেশ পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

    • শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল বিটে একযোগে একই সময়ে শনিবার সকাল দশটায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে।’

    সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।

    সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানাবেন এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করবেন। প্রতিটি সমাবেশ স্ব স্ব বিটের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

    দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশ।

  • শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালিত

    শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালিত

    জহুরুল কবীর: বুধবার সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল মহোদয় এঁর নির্দেশে সাতক্ষীরা শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময়ে দেখা যায় লাইসেন্স গ্রহণ ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের পূর্ব শর্তগুলো পূরণ ব্যতিরেকেই অনেকে ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করে কার্যক্রম পরিচালনা করছেন। উপরিউক্ত অপরাধের দায়ে প্রাইম ডায়াগনস্টিক ও সোনালী ডায়াগনস্টিক সেন্টারের মালিকদ্বয়কে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি( নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ অনুযায়ী ৫০০০ টাকা করে অর্থ দন্ড ও ১০ দিন করে কারা দন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

  • অবৈধ ভাবে কাঁকড়া ধরার সময় ৬ জেলে আটক

    নিজস্ব প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে ৪৮ নং কম্পার্টমেন্টের চরের খালে অবৈধ ভাবে কাঁকড়া ধরার সময় মালামাল সহ ৬ জেলেকে আটক করেছে কাচিকাটা বন টহল ফাঁড়ির সদস্যরা। রোববার সকালে কাচিকাটা টহল ফাঁড়ির ওসি সুলুজ কুমার দীপের নেতৃত্বে জেলেদের আটক করা হয়।
    আটক জেলেরা হলেন-শ্যামনগর উপজেলার মড়গাং গ্রামের আজগর শেখের ছেলে আলম শেখ, মোফাজ্জল শেখের ছেলে আদম শেখ ও আজিবর শেখ, কুরবার গাজীর ছেলে কওছার গাজী এবং ভেটখালী গ্রামে মৃত অছির সরদারের শাহাদৎ সরদার ও জিয়াদ গাজীর ছেলে মুজিবর রহমান গাজী।
    সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম.এ হাসান বলেন, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় কাচিকাটা টহল ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে ২টি নৌকা, বৈঠা ও কাঁকড়া ধরা কাজে ব্যবহৃত আনুষাঙ্গিক মালামাল সহ ৬ জেলেকে আটক করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আটক জেলেদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি জানান।